HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১০

HSC Home Science 1st Paper
 MCQ 
question and answer pdf download

১. কোন ধরনের দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং এর ওপর সাধারণত মানুষের হাতে থাকে না?
[ক] মানবসৃষ্ট দুর্যোগ
[খ] কৃত্রিম দুর্যোগ
✅ প্রাকৃতিক দুর্যোগ
[ঘ] হঠাৎ দুর্যোগ

২. কোন ধরনের দুর্যোগ অনেকটা মানুষের কর্মকান্ড-র ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা পেতে পারে?
[ক] প্রকৃতিক দুর্যোগ
✅ মানবসৃষ্ট দুর্যোগ
[গ] পশু-পাখি সৃষ্ট দুর্যোগ
[ঘ] প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ

৩. দুর্যোগপূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাসমূহকে বলা হয়-
[ক] দুর্যোগকালীন প্রস্তুতি
[খ] দুর্যোগ-পরবর্তী প্রস্তুতি
✅ দুর্যোগপূর্ব প্রস্তুতি
[ঘ] দুর্যোগ ছাড়া প্রস্তুতি

৪. যেহেতু আমাদের দেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল, সে কারণে দুর্যোগের ধরন সম্পর্কে আমরা অনেকটাই-
✅ অভিজ্ঞ
[খ] অনভিজ্ঞ
[গ] চিন্তিত
[ঘ] বিস্মিত

৫. জাতীয় পর্যায়ে দুর্যোগ সংশ্লিষ্ট কয়টি কমিটি রয়েছে?
[ক] ৫টি
[খ] ৬টি
[গ] ৭টি
✅ ৮টি

৬. ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে কয়টি করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে?
✅ ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৭. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি কে?
[ক] মাননীয় বিরোধীদলীয় নেতা
✅ মাননীয় প্রধানমন্ত্রী
[গ] মাননীয় কৃষিমন্ত্রী
[ঘ] মাননীয় শিল্পমন্ত্রী

৮. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভাপতি কে?
✅ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ/বিশেষজ্ঞ ব্যক্তি
[খ] দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহী ব্যক্তি
[গ] দুর্যোগ প্রতিরোধ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি
[ঘ] দুর্যোগ প্রতিকার বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি

৯. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন কে?
[ক] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সভাপতি
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[গ] মাননীয় প্রধানমন্ত্রী
[ঘ] মাননীয় রাষ্ট্রপতি

১০. ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভাপতি কে?
[ক] মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
[খ] মাননীয় রাষ্ট্রপতি
[গ] মাননীয় প্রধানমন্ত্রী
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

১১. দুর্যোগ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টদের কার্যক্রম সমন্বয়কারী দলের সভাপতি কে?
[ক] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সদস্য সচিব
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[গ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর ইনচার্জ
[ঘ] মাননীয় প্রধানমন্ত্রী

১২. দুর্যোগ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টদের কার্যক্রম সমন্বয়কারী দলের সদস্য সচিবের দায়িত্বে নিয়োজিত-
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক
[খ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[গ] মাননীয় অর্থমন্ত্রী
[ঘ] মাননীয় তথ্যমন্ত্রী

১৩. দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত টাস্ক ফোর্সের সভাপতি-
[ক] মাননীয় প্রধানমন্ত্রী
✅ মাননীয় রাষ্ট্রপতি
[গ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[ঘ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক

১৪. জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি-
[ক] সংশ্লিষ্ট জেলার থানা নির্বাহী অফিসার
[খ] সংশ্লিষ্ট জেলার উপজেলা চেয়ারম্যান
✅ সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক
[ঘ] সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য

১৫. জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হলেন-
[ক] জেলা প্রশাসক
✅ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা
[গ] জেলা পুলিশ কর্মকর্তা
[ঘ] জেলা নির্বাহী কর্মকর্তা

১৬. থানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে?
✅ সংশ্লিষ্ট থানার থানা নির্বাহী অফিসার
[খ] সংশ্লিষ্ট থানার সংসদ সদস্য
[গ] সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর
[ঘ] সংশ্লিষ্ট পৌরসভার মেয়র

১৭. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব কে?
✅ ইউনিয়ন পরিষদের সেক্রেটারি
[খ] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
[গ] ইউনিয়ন পরিষদের মেম্বার
[ঘ] ইউনিয়ন পরিষদের প্রধান

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয় কোন সালে?
[ক] ১৯৯০ সালে
[খ] ১৯৯১ সালে
[গ] ১৯৯২ সালে
✅ ১৯৯৩ সালে

১৯. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন-
[ক] সরকারের একজন অতিরিক্ত মন্ত্রী
[খ] সরকারের একজন অতিরিক্ত আমলা
✅ সরকারের একজন অতিরিক্ত সচিব
[ঘ] সরকারের একজন অতিরিক্ত যুগ্ম সচিব

২০. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে-
[ক] বন্যা প্রস্তুতি কর্মসূচি
✅ ঘূর্ণিঝগ প্রস্তুতি কর্মসূচি
[গ] খরা প্রস্তুতি কর্মসূচি
[ঘ] ভূমিকম্প প্রস্তুতি কর্মসূচি

২১. ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় উপকূলীয় জেলাসমূহে স্বেচ্ছাসেবীর সংখ্যা কত?
[ক] বত্রিশ হাজার
[খ] প্রায় বত্রিশ হাজার
✅ বত্রিশ হাজারের বেশি
[ঘ] ত্রিশ হাজারের বেশি

২২. বাংলাদেশে কোন সালের, কত তারিখে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়?
[ক] ১৯৯০ সালের ৩০ এপ্রিল
✅ ১৯৯১ সালের ২৯ এপ্রিল
[গ] ১৯৯০ সালের ৩০ মে
[ঘ] ১৯৯১ সালের ২৯ মে

২৩. কোন অধিদপ্তর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করে আগাম সতর্কীকরণ বার্তা প্রচার করে?
✅ আবহাওয়া অধিদপ্তর
[খ] জলবায়ু অধিদপ্তর
[গ] পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর
[ঘ] দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর

২৪. মহাকাশ গবেষণার জন্য সরকারি একটি সংস্থা রয়েছে, যার নাম-
[ক] কেয়ার
[খ] কারিতাস
[গ] অক্সফাম
✅ স্পারসো

২৫. ভূ-উপগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে মেঘচিত্র সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তরকে পূর্বাভাস ও সতর্কীকরণে সহায়তা করে-
[ক] জলবায়ু অধিদপ্তর
[খ] দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
[গ] পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর
✅ স্পারসো

২৬. ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় উষ্ণম-লীয় অঞ্চলে বিষুবরেখার-
[ক] এক প্রান্তের শান্ত সমুদ্রে
✅ দুই প্রান্তের শান্ত সমুদ্রে
[গ] দুই প্রান্তের অশান্ত সমুদ্রে
[ঘ] এক প্রান্তের বৃহৎ সমুদ্রে

২৭. ঘূর্ণিঝড়কে বলা হয়-
[ক] লঘুচাপ
[খ] উচ্চচাপ
[গ] গুরুচাপ
✅ নিম্নচাপ

২৮. ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাস হলে তখন তাকে বলে-
[ক] সিডর
✅ সুনামি
[গ] বন্যা
[ঘ] আইলা

২৯. জলোচ্ছ্বাস হলে পানির উচ্চতা কতটুকু পর্যন্ত উঠতে পারে?
✅ ১২"
[খ] ১১"
[গ] ১০"
[ঘ] ৯"

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ভূপৃষ্ঠের গতিশীল অবস্থা, যা খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক ধ্বংসলীলার সৃষ্টি করে তাকে বলে-
[ক] ঘূর্ণিঝড়
[খ] সাইক্লোন
[গ] টর্নেডো
✅ ভূমিকম্প

৩১. ভূমিকম্পের তীব্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
[ক] ভার্নিয়ার স্কেল
[খ] সাধারণ স্কেল
✅ রিখটার স্কেল
[ঘ] ব্যারোমিটার

৩২. কোন মাত্রার ভূমিকম্প ঢাকা শহরে অনুভূত হলে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে?
[ক] নিম্ন
✅ মাঝারি
[গ] যেকোনো
[ঘ] খুব নিম্ন

৩৩. নদীর তীরবর্তী মাইলের পর মাইল অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে যায়-
✅ নদী ভাঙনে
[খ] বন্যায়
[গ] জলোচ্ছ্বাসে
[ঘ] ঘূর্ণিঝড়ে

৩৪. পানির অভাবজনিত একটি অবস্থা হচ্ছে-
[ক] মরুকরণ
✅ খরা
[গ] ভূমিকম্প
[ঘ] টর্নেডো

৩৫. কোনো অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় কত শতাংশ কম হলে খরার সৃষ্টি হয়?
[ক] ৪৫%
[খ] ৫৫%
[গ] ৬৫%
✅ ৭৫%

৩৬. ভূমিকম্প হলে কী করতে হবে?
✅ চৌকির নিচে ঢুকতে হবে
[খ] দৌড়াদৌড়ি করতে হবে
[গ] চিৎকার করতে হবে
[ঘ] দাঁড়িয়ে থাকতে হবে

৩৭. সাধারণত অতিবৃষ্টির সময় নদীনালা ভরে গেলে কিসের পূর্বাভাস জানা যায়?
✅ বন্যার
[খ] বর্ষার
[গ] ঘূর্ণিঝড়ের
[ঘ] কালবৈশাখী ঝড়ের

৩৮. যেকোনো দুর্যোগের আগে কোনো সমস্যায় না পড়ার জন্য ব্যবস্থা রাখতে হবে?
[ক] বাস্ত্ত সমস্যা
[খ] চিকিৎসা সমস্যা
[গ] বাসস্থান সমস্যা
✅ খাদ্য সমস্যা

৩৯. বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় রাখার ব্যবস্থা করতে হবে?
✅ ঘরের চালের নিচে পাটাতনে
[খ] ঘরের মাটির নিচে
[গ] ঘরের চালের উপরে
[ঘ] ঘরের আলমারিতে

৪০. বন্যার পূর্বপ্রস্তুতি নেওয়ার সময় গবাদি পশুর কী ব্যবস্থা করতে হবে?
[ক] বিক্রি করে ফেলার
[খ] তাড়িয়ে দেওয়ার
✅ নিরাপদ আশ্রয়ের
[ঘ] মেরে ফেলার

HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

৪১. বন্যার পূর্বপ্রস্তুতি নেওয়ার সময় গবাদি পশু ও হাস-মুরাগ কোন স্থানে সরিয়ে রাখতে হবে?
✅ উঁচু স্থানে
[খ] নিচু স্থানে
[গ] সমতল স্থানে
[ঘ] পাহাড়ি এলাকায়

৪২. বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
[ক] নিকটস্থ বাড়িতে
✅ নিকটস্থ আশ্রয়কেন্দ্রে
[গ] নিকটস্থ বিদ্যালয়ে
[ঘ] নিকটস্থ সরকারি অফিসে

৪৩. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে কত নম্বর সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই?
[ক] ১-৫
[খ] ১-৬
✅ ১-৪
[ঘ] ১-৭

৪৪. কোন সংকেত শোনার পর সবাইকে অবশ্যই আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হবে?
[ক] ১-৪নং সতর্ক সংকেত
[খ] ৫নং বিপদ সংকেত
[গ] বিপদ সংকেত
✅ মহাবিপদ সংকেত

৪৫. যেকোনো দুর্যোগে কী সরবরাহে সমস্যা দেখা দেয়?
✅ নিরাপদ পানি
[খ] শুকনো খাবার
[গ] ভেজা খাবার
[ঘ] নদীর পানি

৪৬. বন্যার সময় কোন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ?
[ক] গভীর টিউবওয়েলের পানি
[খ] অগভীর টিউবওয়েলের পানি
✅ যে টিউবওয়েলের মুখ পানিতে ডোবেনি
[ঘ] যে টিউবওয়েলের মুখ পানিতে ডুবেছে

৪৭. কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে?
✅ দুর্যোগের সময়
[খ] যেকোনো সময়
[গ] বৃষ্টির সময়
[ঘ] খরার সময়

৪৮. যেকোনো দুর্যোগের সময় কাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে?
[ক] পুরুষদের
[খ] নারীদের
✅ ছোট শিশুদের
[ঘ] সবার

৪৯. বন্যাকালীন সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কী তৈরি করে নিতে হবে?
[ক] আম গাছের ভেলা
[খ] নিম গাছের ভেলা
[গ] বরই গাছের ভেলা
✅ কলা গাছের ভেলা

৫০. দুর্যোগকালীন সময়ে কিসের প্রকোপ সম্পর্কে সতর্ক থাকতে হবে?
✅ ডায়রিয়ার
[খ] হামের
[গ] যক্ষার
[ঘ] ডিপথেরিয়া

৫১. দুর্যোগকালীন সময়ে পরিবারের সকল সদস্যকে কী নেওয়ার ব্যবস্থা করতে হবে?
[ক] উপদেশ
✅ বিভিন্ন সংক্রামক রোগের টিকা
[গ] পরামর্শ
[ঘ] শিক্ষা

৫২. আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে উদ্যোগী হতে হবে?
[ক] রাজনৈতিকভাবে
[খ] অর্থনৈতিকভাবে
[গ] ব্যক্তিগতভাবে
✅ সামাজিকভাবে

৫৩. উল্টো দিকের ঝড়ে জলোচ্ছ্বাসের পানি তীরের সবকিছু কোথায় টেনে নেয়?
✅ সমুদ্রের বুকে
[খ] নদীর বুকে
[গ] পুকুরের বুকে
[ঘ] জলাশয়ের বুকে

৫৪. দুর্যোগ-পরবর্তী সময়ে ঘরবাড়ি পরিষ্কার করার জন্য কী ব্যবস্থা করতে হবে?
[ক] বোরিক পাউডার
[খ] কাপড় ধোয়ার সাবান
✅ ব্লিচিং পাউডার
[ঘ] গোসল করার সাবান

৫৫. পরিবেশ দূষণ সুস্থ-সুন্দর জীবনযাপনের পথে একটি বিরাট বাধা-
i. মানুষের জন্য
ii. অন্যান্য প্রাণীর জন্য
iii. বৃক্ষের জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. সামাজিক পরিবেশগত সমস্যা-
i. ঘনবসতি
ii. যানজট
iii. স্বাস্থ্য সমস্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৫৭. পরিবেশ দূষিত করছে-
i. যানবাহনের কালো ধোঁয়া ও জোরালো শব্দ
ii. অসংগতিপূর্ণ নগরায়ণ
iii. পশু-পাখি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. পরিবেশ দূষণের প্রকারভেদ হলো-
i. পানিদূষণ
ii. বায়ুদূষণ
iii. শব্দদূষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৫৯. পানিদূষণের প্রাকৃতিক কারণ-
i. বন্যা
ii. খরা
iii. বৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. পানিদূষণের মনুষ্যসৃষ্ট কারণ-
i. পৌর ও বাণিজ্যিক আবর্জনা
ii. রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ
iii. তেজস্ক্রিয় বর্জ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৬১. ঘনবসতি ও বস্তি এলাকায় আবর্জনা নিষ্কাশনের সুবন্দোবস্ত না থাকায় এগুলো নানাভাবে দূষিত করে-
i. কূপের পানি
ii. নলকূপের পানি
iii. কলের পানি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৬২. বায়ুদূষণের কারণ-
i. ব্যাপক কয়লা ও কাঠ পোড়ানো
ii. যানবাহনের নির্গত ধোঁয়া
iii. বন্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. মাটিদূষণের অন্যতম কারণ-
i. রাসায়নিক সারের ব্যবহার
ii. চুনের ব্যবহার
iii. কীটনাশক পদার্থের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. শব্দদূষণের মূল কারণ-
i. যানবাহনের জোরালো শব্দ
ii. কলকারখানার শব্দ
iii. প্রচ- জনকোলাহল

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৬৫. পরিবেশদূষণ হতে দেশকে রক্ষার সর্বোত্তম হাতিয়ার হচ্ছে-
i. প্রচুর গাছ লাগানো
ii. বনভূমির নির্বিচারে নিধন রোধ
iii. যানবাহনের সংখ্যা বাড়ানো

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের-
[ক] বাড়ি
✅ পরিবেশ
[গ] দালাল
[ঘ] বন্ধুবান্ধব

৬৭. প্রধানত কার দ্বারা পরিবেশের দূষণ হয়?
[ক] পশু
[খ] পাখি
✅ মানুষ
[ঘ] সবগুলো

৬৮. পরিবেশ দূষণ কীরূপ সমস্যা?
✅ জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা
[খ] স্বাভাবিক সমস্যা
[গ] অস্বাভাবিক সমস্যা
[ঘ] তেমন কোনো সমস্যা নয়

৬৯. প্রকৃতিগতভাবে পরিবেশ দূষণকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৪ ভাগে
[গ] ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

৭০. বসতি এলাকায় কলকারখানা থেকে পরিত্যক্ত পদার্থ অপরিকল্পিতভাবে নির্গমনের ফলে কী দূষিত হওয়ার সম্ভাবনা থাকে?
✅ পানি
[খ] বায়ু
[গ] মাটি
[ঘ] শব্দ

৭১. সুস্থ মানুষ দিকে কত কেজি বাতাস গ্রহণ করে?
[ক] ১৫.৫
[খ] ১৫
[গ] ১৬
✅ ১৬.৫

৭২. পরিবেশ দূষণ বলতে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়?
✅ প্রাকৃতিক পরিবেশের
[খ] সামাজিক পরিবেশের
[গ] জাতীয় পরিবেশের
[ঘ] আন্তর্জাতিক পরিবেশের

৭৩. প্রাকৃতিক পরিবেশ দূষণের ফলে কিসের পরিবর্তন হচ্ছে?
[ক] রাষ্ট্রের
[খ] সমাজের
[গ] সরকারের
✅ জলবায়ুর

৭৪. নিম্ন অঞ্চলে জমে থাকা বৃষ্টির পানিতে কিসের বংশ বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ?
[ক] ব্যাঙের
[খ] সাপের
✅ মশার
[ঘ] কচ্ছপের

৭৫. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বায়ুম-লে কিসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
[ক] নাইট্রোজেনের
✅ কার্বন ডাইঅক্সাইডের
[গ] হাইড্রোজেনের
[ঘ] অক্সিজেনের

৭৬. বিজ্ঞানীরা বলেছেন, সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকলে সমুদ্র উপকূলবর্তী অনেক দেশ সমুদ্রের তলে বিলীন হয়ে যাবে আগামী-
[ক] ১০ বছরে
[খ] ১৫ বছরে
[গ] ২০ বছরে
✅ ৩০ বছরে

৭৭. ঢাকা শহরে কী হতে নির্গত কালো ধোঁয়া সবচেয়ে ক্ষতিকর?
✅ যানবাহন
[খ] কারখানা
[গ] ইটের ভাটা
[ঘ] কোনোটিই নয়

৭৮. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে বায়ুম-লে কোন গ্যাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে?
[ক] বায়োগ্যাস
[খ] অক্সিজেন
[গ] নাইট্রোজেন
✅ কার্বন ডাইঅক্সাইড

৭৯. কিসের ফলে মাটি সহজেই ক্ষয় হয়ে অনুর্বর হয়ে পড়ে?
[ক] ব্যাপক হারে মাটি কাটা
[খ] ব্যাপক হারে বন্যা
[গ] ব্যাপক হারে বৃষ্টিপাত
✅ ব্যাপক হারে বৃক্ষ নিধন

৮০. কোন পর্যায়ের পাঠ্যসূচিতে পরিবেশ দূষণকে অন্তর্ভুক্ত করা উচিত?
[ক] প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যায়ে
✅ মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়
[গ] বিশ্ববিদ্যালয় পর্যায়
[ঘ] প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়

৮১. দেশের প্রতিটি প্রশাসনিক ইউনিটে কী গঠন করা উচিত?
[ক] মাটি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
[খ] ক্ষমতা দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
[গ] শব্দ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
✅ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড

৮২. বৃক্ষ নিধন কার্যকলাপ রোধ করা না গেলে অদূর ভবিষ্যতে দেশ কিসে পরিণত হবে?
✅ মরুভূমিতে
[খ] জঙ্গলে
[গ] পাহাড়ে
[ঘ] চরে

৮৩. শব্দ দূষণরোধে হাইড্রোলিক হর্নের পরিবর্তে কী ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে?
[ক] মোটর হর্ন
[খ] সুইট হর্ন
✅ মিউজিক হর্নঘ লাইট হর্ন

৮৪. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বেশি প্রয়োজন-
[ক] দলগত প্রচেষ্টার চেয়ে ব্যক্তিগত প্রচেষ্টা
[খ] মোটামুটি চেষ্টা
✅ ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে দলগত প্রচেষ্টা
[ঘ] চিন্তা করা

৮৫. পরিবেশের ভারসাম্য রক্ষায় কী ধরনের পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ?
[ক] যৌথ পরিবার
[খ] একক পরিবার
[গ] মাতৃতান্ত্রিক পরিবার
✅ পরিকল্পিত পরিবার

৮৬. কত সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে?
[ক] ২০০০ সালে
[খ] ২০০১ সালে
✅ ২০০২ সালে
[ঘ] ২০০৩ সালে

৮৭. পরিবেশ দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত-
✅ ঢাকা শহর
[খ] চট্টগ্রাম শহর
[গ] রাজশাহী শহর
[ঘ] রংপুর শহর

৮৮. পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
[ক] ১০ ভাগ
[খ] ১৫ ভাগ
[গ] ২০ ভাগ
✅ ২৫ ভাগ

৮৯. বাংলাদেশে বনভূমির পরিমাণ-
✅ ৮%
[খ] ৭%
[গ] ৬%
[ঘ] ৫%

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে ওজোন স্তর গঠিত?
[ক] একটি
[খ] দুটি
✅ তিনটি
[ঘ] চারটি

৯১. কী সূর্যের তীব্র অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে?
[ক] ট্রপোম-ল
✅ ওজোন স্তর
[গ] স্ট্রাটোম-ল
[ঘ] আয়ন স্তর

৯২. ওজোন স্তর ধ্বংস হচ্ছে-
[ক] পশুর নানা কার্যক্রমে
[খ] পাখির নানা কার্যক্রমে
✅ মানুষের নানা কার্যক্রমে
[ঘ] বৃক্ষের নানা কার্যক্রমে

৯৩. কোন গ্যাস ওজোন স্তর ধ্বংস করছে?
[ক] অক্সিজেন
[খ] নাইট্রোজেন
[গ] হিলিয়াম
✅ সিএফসি

৯৪. বাংলাদেশ পৃথিবীর অন্যতম-
[ক] সুখী দেশ
✅ প্রাকৃতিক দুর্যোগের দেশ
[গ] ব্যর্থ দেশ
[ঘ] অতি দরিদ্র দেশ

৯৫. বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কী?
✅ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
[খ] বাংলাদেশের জনসংখ্যা
[গ] বাংলাদেশের দারিদ্রে্যর হার
[ঘ] বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা

৯৬. বাংলাদেশের উত্তরে কী রয়েছে?
[ক] বঙ্গোপসাগর
✅ হিমালয় পর্বতমালা
[গ] মায়ানমার
[ঘ] কক্সবাজার

৯৭. বাংলাদেশের দক্ষিণে রয়েছে-
✅ বঙ্গোপসাগর
[খ] রাজশাহী
[গ] সিলেট
[ঘ] হিমালয় পর্বতমালা

৯৮. এখন অনেক দেশেই প্রভাব বিস্তার করেছে-
[ক] হোয়াইট হাউস প্রতিক্রিয়ার ফল
[খ] সরকারের প্রতিক্রিয়ার ফল
[গ] জনগণের প্রতিক্রিয়ার ফল
✅ গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফল

৯৯. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার ফলে কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে?
[ক] কৃত্রিম সমস্যা
✅ প্রাকৃতিক সমস্যা
[গ] মানসিক সমস্যা
[ঘ] শারীরিক সমস্যা

১০০. দুর্যোগ কয় ধরনের?
✅ ২ ধরনের
[খ] ৩ ধরনের
[গ] ৪ ধরনের
[ঘ] ৫ ধরনের
Post a Comment (0)
Previous Post Next Post