G

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. কোন পরিবারে ক্ষমতা ও নেতৃত্ব একজন পুরুষের ওপর ন্যাস্ত থাকে?
[ক] মাতৃপ্রধান পরিবারে
✅ পিতৃপ্রধান পরিবারে
[গ] নয়াবাস পরিবারে
[ঘ] যৌথ পরিবারে

২. আমাদের সমাজ মূলত-
[ক] মাতৃপ্রধান
✅ পিতৃপ্রধান
[গ] পিতৃবাস
[ঘ] মাতৃবাস

৩. আমাদের দেশে কোন উপজাতিদের মধ্যে মাতৃপ্রধান পরিবার লক্ষ করা যায়?
[ক] চাকমা
[খ] মণিপুরি
✅ গারো
[ঘ] সাঁওতাল

৪. বিবাহোত্তর বসবাসের স্থানের ওপর ভিত্তি করে পরিবার কয় ভাগে বিভক্ত?
[ক] দুই ভাগে
✅ তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৫. হিন্দু পুরাণে কার পঞ্চস্বামী ছিল?
✅ দ্রৌপদীর
[খ] বেহুলার
[গ] সাবিত্রীর
[ঘ] কুন্তিদেবীর

৬. আধুনিক সভ্য সমাজে কোন ধরনের পরিবার বেশি?
[ক] বহুপত্নীক পরিবার
✅ একপতি পত্নীক পরিবার
[গ] মাতৃতান্ত্রিক পরিবার
[ঘ] গোষ্ঠী পরিবার

৭. কোন সমাজে বহুপত্নীক পরিবার দেখা যায়?
[ক] খ্রিষ্ট সমাজে
[খ] বৌদ্ধ সমাজে
✅ মুসলিম সমাজে
[ঘ] শিখ সমাজে

৮. আদিমকালে সমাজে কোন ধরনের পরিবারের অসিত্মত্ব ছিল?
✅ গোষ্ঠী পরিবার
[খ] বহুপত্নীক পরিবার
[গ] মাতৃ বাসস্থান পরিবার
[ঘ] নয়াবাস পরিবার

৯. বাসস্থানের অধিকার অথবা বিবাহোত্তর বাসস্থানের বসবাসের স্থান অনুযায়ী পরিবার কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ] তিন প্রকার
✅ চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার

১০. মাতৃবাস পরিবারে বিবাহের পর স্বামী-স্ত্রী কোথায় বসবাস করে?
✅ স্ত্রীর পিতৃগৃহে
[খ] নতুন সংসারে
[গ] স্বামীর পিতৃগৃহে
[ঘ] মাতৃগৃহে

১১. সন্তান মাতার সম্পত্তি ও বংশমর্যাদা উত্তরাধিকারসূত্রে লাভ করে কোন ধরনের পরিবারে?
[ক] যৌথ পরিবারে
[খ] পিতৃসূত্রীয় পরিবারে
✅ মাতৃসূত্রীয় পরিবারে
[ঘ] নয়াবাস পরিবারে

১২. অণু পরিবারের সংখ্যা কোথায় বেশি?
[ক] গ্রামাঞ্চলে
✅ শহরাঞ্চলে
[গ] হিন্দু সমাজে
[ঘ] মুসলিম সমাজে

১৩. মাতৃতান্ত্রিক পরিবার বাংলাদেশের কোথায় দেখা যায়?
[ক] মুসলিম সমাজে
[খ] হিন্দু সমাজে
✅ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে
[ঘ] শহরাঞ্চলে

১৪. বর্তমানে শহরাঞ্চলে কোন পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
✅ নয়াবাস পরিবার
[খ] যৌথ পরিবার
[গ] বিস্তৃত পরিবার
[ঘ] এক পরিবার

১৫. বংশমর্যাদা ও উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কয় ভাগে বিভক্ত?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

১৬. আকারের ওপর ভিত্তি করে পরিবার কয় ধরনের?
[ক] দুই ধরনের
✅ তিন ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

১৭. গ্রামাঞ্চলে কৃষিপ্রধান সমাজে কোন পরিবারের সংখ্যা বেশি?
✅ যৌথ পরিবার
[খ] অণু পরিবার
[গ] নয়াবাস পরিবার
[ঘ] মাতৃপ্রধান পরিবার

১৮. এক বা একাধিক স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় প্রকার?
✅ দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার

১৯. গোত্র অনুসারে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় প্রকার?
✅ দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার

২০. বাংলাদেশে কোন সমাজে স্বজাতি বর্ণের মধ্যে পাত্রপাত্রী নির্বাচন করতে দেখা যায়?
[ক] মুসলিম সমাজে
✅ হিন্দু সমাজে
[গ] বৌদ্ধ সমাজে
[ঘ] খ্রিষ্ট সমাজে

২১. দৈহিক প্রকৃতি ও মানসিক আবেগ প্রবণতার প্রধান কেন্দ্র কোনটি?
✅ পরিবার
[খ] সমাজ
[গ] বিদ্যালয়
[ঘ] খেলার মাঠ

২২. বহু পরিবারের সমষ্টিকে কী বলা হয়?
✅ সমাজ
[খ] রাষ্ট্র
[গ] ক্লাব
[ঘ] মহল্লা

২৩. সংঘবদ্ধ জীবনের সবচেয়ে বিশ্বজনীন রূপ-
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
✅ পরিবার
[ঘ] ক্লাব

২৪. সন্তান জন্মদান, পিতামাতার স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা অধিকারবোধ ইত্যাদি হচ্ছে-
[ক] পরিবারের সামাজিক একক
[খ] পরিবারের বিশ্বজনীনত্ব
[গ] পরিবারের আকার
✅ পরিবারের আবেগময় ভিত্তি

২৫. পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ হয় কিসের মাধ্যমে?
[ক] ধর্মের মাধ্যমে
✅ অর্থের মাধ্যমে
[গ] দায়িত্বের মাধ্যমে
[ঘ] রুচির মাধ্যমে

২৬. পরিবারের ভিত্তি কোনটি?
[ক] শিক্ষার বিকাশ
✅ বংশধারা সংরক্ষণ
[গ] সামাজিক নিরাপত্তা
[ঘ] অর্থনৈতিক নিরাপত্তা

২৭. পারস্পরিক বিশ্বাস গভীর হলে কোনটি দৃঢ় হবে?
✅ পারিবারিক বন্ধন
[খ] জীবনের নিরাপত্তা
[গ] সামাজিক রন্ধন
[ঘ] অর্থনৈতিক নিরাপত্তা

২৮. পরিবারের মধ্যে কিসের মিল থাকলে পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে?
[ক] বয়সের
[খ] চাহিদার
[গ] লক্ষ্যের
✅ ধর্মের

২৯. একটি পরিবারে সদস্য সংখ্যা কমপক্ষে কতজন হতে হবে?
[ক] ৩
[খ] ৫
[গ] ৪
✅ ২

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. পরিবারে সদস্যদের মধ্যে কোন গুণটি বেশি থাকলে পরিবারের স্থায়িত্ব বেশি হয়?
[ক] কর্তব্যবোধ
[খ] আবেগ
✅ আন্তরিকতা
[ঘ] আত্মসংযম

৩১. পারস্পরিক বিশ্বাস গভীর হলে কোনটি দৃঢ় হবে?
✅ পারিবারিক বন্ধন
[খ] জীবনের নিরাপত্তা
[গ] সামাজিক বন্ধন
[ঘ] অর্থনৈতিক নিরাপত্তা

৩২. পরিবারের মধ্যে কীসের মিল থাকলে পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে?
[ক] বয়সের
[খ] চাহিদার
[গ] লক্ষ্যের
✅ ধর্মের

৩৩. পরিবারে সদস্যদের মধ্যে কোন গুণটি বেশি থাকলে পরিবারের স্থায়িত্ব বেশি হয়?
[ক] কর্তব্যবোধ
[খ] আবেগ
✅ আন্তরিকতা
[ঘ] আত্মসংযম

৩৪. স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক কোন ধরনের কাজ?
✅ জৈবিক
[খ] শিক্ষামূলক
[গ] অর্থনৈতিক
[ঘ] মনস্তাত্ত্বিক

৩৫. সন্তানের জন্মদান পরিবারের কোন ধরনের কাজ?
[ক] শিক্ষামূলক কাজ
✅ সামাজিক কাজ
[গ] ধর্মীয় কাজ
[ঘ] মনস্তাত্ত্বিক কাজ

৩৬. সমাজের প্রাথমিক শিক্ষাকেন্দ্র কোনটি?
[ক] বিদ্যালয়
✅ পরিবার
[গ] গোত্র
[ঘ] ধর্ম

৩৭. কিসের মাধ্যমে সন্তানেরা বৃহত্তর সমাজ জীবনের সাথে পরিচিত হয়?
[ক] বিদ্যালয়ের মাধ্যমে
[খ] বন্ধুবান্ধবের মাধ্যমে
✅ পরিবারের মাধ্যমে
[ঘ] শিক্ষকের মাধ্যমে

৩৮. পরিবারকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি?
✅ রাষ্ট্রের সাথে
[খ] বিদ্যালয়ের সাথে
[গ] সমাজের সাথে
[ঘ] গোত্রের সাথে

৩৯. ছোট শিশু মায়ের নিবিড় ভালোবাসার মধ্যে কী খুঁজে পায়?
[ক] শিক্ষা
[খ] ধর্ম
✅ নিরাপত্তা
[ঘ] স্বাস্থ্য

৪০. কিসের অভাবে একটি শিশুর মানসিক বিকাশ ও ব্যক্তিত্বের বিকাশকে ব্যাহত করে?
[ক] অর্থের অভাবে
✅ স্নেহ-ভালোবাসার অভাবে
[গ] স্বাস্থ্যের অভাবে
[ঘ] পরিচ্ছন্নতার অভাবে

৪১. মানুষ স্নেহ ভালোবাসার চাহিদা মেটানোর উপযুক্ত পরিবেশ কোথায় পায়?
[ক] সহপাঠীদের কাছে
✅ পরিবারের কাছে
[গ] আত্মীয়-স্বজনের কাছে
[ঘ] প্রতিবেশিদের কাছে

৪২. গ্রামীণ অর্থনীতিতে পরিবার কীসের একক?
[ক] আয়ের
[খ] ভোগের
✅ উৎপাদনের
[ঘ] কৃষির

৪৩. শিশুদের মূল্যবোধ জাগ্রত করে কোনটি?
[ক] সমাজ
[খ] পাঠাগার
[গ] বিনোদন
✅ ধর্মীয়বোধ

৪৪. সামাজিক ক্রিয়ার প্রশিক্ষণ কেন্দ্র কোনটি?
[ক] পাঠাগার
[খ] বিদ্যালয়
[গ] ধর্মীয় প্রতিষ্ঠান
✅ পরিবার

৪৫. পারিবারিক আড্ডা পরিবারের সদস্যদের মধ্যে কী বজায় রাখে?
[ক] ভালোবাসা
[খ] সহমর্মিতা
✅ ঐক্য
[ঘ] সম্মান

৪৬. সমাজকে সুন্দরভাবে এবং পরিকল্পিত উপায়ে টিকিয়ে রাখতে হলে কোনটির প্রয়োজন?
[ক] সামাজিক প্রতিষ্ঠান
[খ] শিক্ষা প্রতিষ্ঠান
✅ পরিবার
[ঘ] রাজনৈতিক প্রতিষ্ঠান

৪৭. আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো অর্জনের জন্য কী প্রয়োজন?
✅ অর্থ
[খ] সচেতনতা
[গ] মর্যাদা
[ঘ] শিক্ষা

৪৮. পরিবারের সদস্যরা একে অন্যের অনুভূতি অনুভব করতে পারে কীসের মাধ্যমে?
✅ গভীর মমত্ববোধের মাধ্যমে
[খ] শিক্ষার মাধ্যমে
[গ] প্রতিযোগিতার মাধ্যমে
[ঘ] আবেগের মাধ্যমে

৪৯. শিশুর স্বাস্থ্য পরিচর্যার মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
[ক] রাষ্ট্র
✅ পরিবার
[গ] পরিচর্যাকারী
[ঘ] হাসপাতাল

৫০. পরিবার থেকে কিসের উৎপত্তি?
✅ সমাজের
[খ] রাষ্ট্রের
[গ] ধর্মের
[ঘ] অর্থের

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৫১. এ দেশের শতকরা কত ভাগ মানুষ নগরে বসবাস করে?
[ক] ১০ ভাগ
[খ] ১২ ভাগ
✅ ১৫ ভাগ
[ঘ] ২০ ভাগ

৫২. কোন কারণে বর্তমানে যৌথ পরগুলো ভেঙে যাচ্ছে?
[ক] শিক্ষার কারণে
[খ] ধর্মের কারণে
✅ নগরায়ণের কারণে
[ঘ] চাকরির কারণে

৫৩. কোন দেশে আয়ের উৎস হিসেব জমির ফসল বিশেষ ভূমিকা রাখে?
[ক] শীতপ্রধান দেশে
[খ] উন্নত দেশে
[গ] গ্রীষ্মপ্রধান দেশে
✅ কৃষিপ্রধান দেশে

৫৪. যৌথ পরিবার ভেঙে কোন পরিবার গঠিত হচ্ছে?
✅ অণু পরিবার
[খ] পিতৃবাস পরিবার
[গ] নয়াবাস পরিবার
[ঘ] বিস্তৃত পরিবার

৫৫. শিশুদের দেখভাল করার জন্য বর্তমানে শহরে কী স্থাপিত হয়েছে?
✅ দিবাযত্ন কেন্দ্র
[খ] দাতব্য প্রতিষ্ঠান
[গ] বৃদ্ধাশ্রম
[ঘ] হাসপাতাল

৫৬. কোন ধরনের পরিবারের মধ্যে যৌতুক প্রদান বেশি দেখা যায়?
[ক] শিক্ষিত পরিবারে
[খ] যৌথ পরিবারে
✅ উচ্চ ও নিম্নবিত্ত পরিবারে
[ঘ] অশিক্ষিত পরিবারে

৫৭. অতীতে পরিবারগুলো কঠোর মনোভাব দেখাত-
[ক] শিক্ষার ক্ষেত্রে
✅ ধর্মীয় নীতি পালনে
[গ] পোশাকের ক্ষেত্রে
[ঘ] খাদ্য-খাওয়ার ক্ষেত্রে

৫৮. অতীতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করত-
✅ পরিবার নিজেই
[খ] সমাজ
[গ] রাষ্ট্র
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠান

৫৯. নগরে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন?
✅ কর্মসংস্থানের জন্য
[খ] একক পরিবার গঠনের লক্ষ্যে
[গ] রাজনৈতিক কারণে
[ঘ] সামাজিক কারণে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. চাকরিজীবী মায়েদের সন্তানের দেখাশুনার জন্য বর্তমানে কোনটি স্থাপিত হচ্ছে?
[ক] বেবিহোম
[খ] পুনর্বাসন কেন্দ্র
[গ] নার্সারি
✅ দিবাযত্ন কেন্দ্র

৬১. বর্তমানে বিবাহের ক্ষেত্রে কার মতামতকে বেশি গুরুত্ব দেয়া হয়?
[ক] প্রতিবেশিদের
[খ] আত্মীয় স্বজনের
[গ] মা-বাবার
✅ পাত্র-পাত্রীদের

৬২. দেশে যৌতুক বিরোধী আইন করা হয়েছে কেন?
[ক] নারী শিক্ষা প্রসারের জন্য
[খ] সামাজিক সচেতনতার জন্য
✅ যৌতুক প্রথা নিরসনের জন্য
[ঘ] যৌতুক নিরুৎসাহিতের জন্য

৬৩. বর্তমানে শহরের শিশুরা কত বছর বয়স থেকে স্কুলে যায়?
✅ ৩ বছর
[খ] ৫ বছর
[গ] ৪ বছর
[ঘ] ২ বছর

৬৪. বিশ্বায়নের ফলে জ্ঞান-বিজ্ঞানের উন্নয়ন ও তথ্য প্রযুক্তির দ্রুত প্রসার ঘটায় কী হচ্ছে?
[ক] পৃথিবী প্রসারিত হচ্ছে
[খ] কর্মসংস্থান কমে যাচ্ছে
✅ পৃথিবী ছোট হয়ে আসছে
[ঘ] অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

৬৫. প্যাকেটজাত নানা উপকরণ রন্ধন পদ্ধতিতে কীরূপ করে?
[ক] সুগন্ধপূর্ণ
[খ] নিরাপদ
✅ সহজ
[ঘ] সুস্বাদু

৬৬. গ্রামীণ ও শহরের মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় কেন?
[ক] অনুন্নত জীবনযাত্রার প্রভাবে
[খ] রাজনৈতিক কারণে
✅ বিদেশি সংস্কৃতির প্রভাবে
[ঘ] মনস্তাত্ত্বিক পরিবর্তনের কারণে

৬৭. বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো থেকে শিশুদের রক্ষা করতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে?
[ক] রাজনৈতিক স্থিতিশীলতা
[খ] অর্থনৈতিক নিরাপত্তা
✅ পারিবারিক সচেতনতা
[ঘ] সামাজিক চাহিদা পূরণ

৬৮. অপসংস্কৃতির কবল থেকে শিশুকে রক্ষা করে-
✅ পারিবারিক বন্ধন
[খ] রাষ্ট্রীয় নীতি
[গ] সামাজিক বন্ধন
[ঘ] সাংস্কৃতিক কার্যাবলি

৬৯. শিশু মনোবিজ্ঞানী Hurlock মা-বাবা ও সন্তানের সম্পর্ক উন্নয়নের জন্য কয়টি 'অ' এর কথা উল্লেখ করেছেন?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৭০. পরিবারের ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়-
[ক] নারীরা
[খ] বৃদ্ধরা
✅ শিশুরা
[ঘ] সবাই

৭১. কারা শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে অপরের ওপর নির্ভরশীল থাকে?
✅ বয়স্করা
[খ] শিশুরা
[গ] নারীরা
[ঘ] যুবকেরা

৭২. জীবনের প্রাথমিক পর্যায়ের কোন ধরনের পরিবেশ শিশুর মানসপটে গভীরভাবে রেখাপাত করে?
[ক] অর্থনৈতিক পরিবেশ
[খ] সামাজিক পরিবেশ
✅ পারিবারিক পরিবেশ
[ঘ] ধর্মীয় পরিবেশ

৭৩. বড় হবার সাথে সাথে শিশু যদি বাবা-মার কাছ থেকে পর্যাপ্ত স্নেহ-ভালোবাসা পায় তবে সে কী অর্জন করে?
[ক] আত্মনিয়ন্ত্রণ
[খ] আত্মমর্যাদা
[গ] আত্মসচেতনতা
✅ আত্মবিশ্বাস

৭৪. কোন ব্যবধানটি ভাই-বোনের সম্পর্ককে প্রভাবিত করে?
[ক] উচ্চতা
[খ] শিক্ষা
[গ] ভালোবাসা
✅ বয়স

৭৫. যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারে পরিণত হচ্ছে কেন?
[ক] প্রযুক্তি উন্নয়নের কারণে
✅ সমাজ পরিবর্তনের কারণে
[গ] অর্থনৈতিক উন্নতির কারণে
[ঘ] রাজনৈতিক অস্থিরতার কারণে

৭৬. পরিবারে কার উদারতা পারিবারিক বন্ধনের চাবিকাঠি?
[ক] বাবার
[খ] গুরুজনদের
✅ সদস্যদের
[ঘ] মায়ের

৭৭. শিশুর মৌলিক আত্মবিশ্বাস অর্জনে বাধার সৃষ্টি করে কোনটি?
✅ পারিবারিক সংকট
[খ] বন্ধুদের বিরূপ আচরণ
[গ] মর্যাদাগত সংকট
[ঘ] শিক্ষকদের অসহযোগিতা

৭৮. পরিবারের ভাঙ্গনে হতাশাগ্রস্ত কিশোরদের মধ্যে কোন ধরনের আচরণ দেখা যায়?
[ক] স্বার্থপরতা
[খ] শিক্ষা বিমুখতা
[গ] ভারসাম্যহীনতা
✅ অপরাধ প্রবণতা

৭৯. পারিবারিক বন্ধন দৃঢ় হলে শিশুর ক্ষেত্রে কোনটি ঘটে?
[ক] ঈর্ষার সৃষ্টি হয়
[খ] নৈতিক বিকাশ ঘটে
✅ প্রতিভার বিকাশ হয়
[ঘ] নির্ভরশীলতা বাড়ে

৮০. পরিকল্পিত পরিবার গঠনের মৌলিক উপাদান কোনটি?
✅ বিবাহ
[খ] বন্ধুত্ব
[গ] শিক্ষা
[ঘ] ধর্ম

৮১. কোন ধরনের পরিবার জনসংখ্যা বৃদ্ধি রোধ করে?
✅ পরিকল্পিত পরিবার
[খ] পিতৃপ্রধান পরিবার
[গ] মাতৃপ্রধান পরিবার
[ঘ] যৌথ পরিবার

৮২. সন্তানের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার নিরাপত্তা বিধান করা সম্ভব-
[ক] যৌথ পরিবারে
[খ] পিতৃপ্রধান পরিবারে
✅ পরিকল্পিত পরিবারে
[ঘ] মাতৃপ্রধান 'পরিবারে

৮৩. বাংলাদেশ কোন ধরনের দেশ?
[ক] উন্নত দেশ
✅ উন্নয়নশীল দেশ
[গ] শিল্পপ্রধান দেশ
[ঘ] দরিদ্র দেশ

৮৪. কোন ধরনের পরিবারে জন্মগ্রহণকারী শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়?
[ক] যৌথ পরিবার
✅ পরিকল্পিত পরিবার
[গ] পিতৃপ্রধান পরিবার
[ঘ] অণু পরিবার

৮৫. শিশুর সঞ্চালনমূলক বিকাশের জন্য প্রয়োজন-
[ক] শিক্ষা
[খ] স্বাস্থ্য
✅ খেলাধুলা
[ঘ] খাদ্য

৮৬. শিশুর মানসিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-
[ক] শিক্ষা
✅ পরিবেশ
[গ] ধর্ম
[ঘ] খাদ্য

৮৭. পরিকল্পিত পরিবারে কীভাবে সন্তানের জন্মদান হয়?
✅ মা-বাবার ইচ্ছানুযায়ী
[খ] পরিবারের প্রয়োজনে
[গ] সামাজিক ধারাবাহিকতায়
[ঘ] সামর্থ্য অনুযায়ী

৮৮. পরিকল্পিত পরিবারে শিশু তার চাহিদা মতো সুষম খাদ্য পেলে তার কোন ধরনের বিকাশ সুষ্ঠু হয়?
✅ দৈহিক
[খ] সামাজিক
[গ] মানসিক
[ঘ] আবেগিক

৮৯. কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোনটি প্রয়োজন?
[ক] সমস্যা দূর করা
✅ সুষ্ঠু পরিকল্পনা করা
[গ] ভালোভাবে কাজ করা
[ঘ] সঠিক সিদ্ধান্ত নেওয়া

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. অপরিকল্পিত পরিবারে জনসংখ্যা বেশি থাকায় জীবনযাত্রার মান কীরূপ হয়?
[ক] সুশৃঙ্খল
[খ] ঊর্ধ্বমুখী
[গ] ক্রমশ সংকুচিত
✅ ক্রমশ নিম্নমুখী

৯১. পরিবারের সদস্যদের সামাজিক সম্পর্ক বৃদ্ধি পায় কীভাবে?
[ক] সদস্যরা উচ্চ শিক্ষিত হলে
[খ] আর্থিক সচ্ছলতা থাকলে
✅ সদস্যরা সামাজিক কার্যক্রমে অংশ নিলে
[ঘ] জীবনযাত্রার মান উন্নত হলে

৯২. কোন ধরনের পরিবারে শিশু মৃত্যুর হার কম?
[ক] চিকিৎসক পরিবারে
[খ] শিক্ষিত পরিবারে
✅ পরিকল্পিত পরিবারে
[ঘ] সচ্ছল পরিবারে

৯৩. শিশুর বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?
[ক] বিনোদন
[খ] সচ্ছল পরিবার
✅ উপযুক্ত পরিবেশ
[ঘ] প্রাথমিক শিক্ষা

৯৪. কোনটি না থাকলে শিশুদের মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে?
[ক] আর্থিক সচ্ছলতা
[খ] বড়দের সান্নিধ্য
[গ] যুক্তিপূর্ণ চিন্তা
✅ চিত্তবিনোদন

৯৫. পরিকল্পিত উপায়ে পরিবার গঠন করাকে কী ধরনের পরিবার বলে?
[ক] আদর্শ পরিবার
✅ পরিকল্পিত পরিবার
[গ] মৌলিক পরিবার
[ঘ] অনু পরিবার

৯৬. মানব জাতির বিকাশ লাভের সাথে সাথে পরিবর্তিত হয়েছে-
i. সমাজের অগ্রগতি
ii. পরিবারের রূপ
iii. পরিবারের কাঠামো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. পরিবার হচ্ছে শিশুর জীবন গঠনের মূলভিত্তি। শিশু পরিবার থেকে শিক্ষা লাভ করে-
i. মূল্যবোধ
ii. সাহিত্য-সংস্কৃতি
iii. আচার-আচরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. সমাজের প্রত্যেক মানুষকে মেনে চলতে হয়-
i. ধর্মীয় অনুশাসন
ii. আইনকানুন
iii. সামাজিক প্রথা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিবার হচ্ছে-
i. পিতৃতান্ত্রিক পরিবার
ii. গোষ্ঠী পরিবার
iii. মাতৃতান্ত্রিক পরিবার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iiiঘ i, ii ও iii

১০০. মাতৃতান্ত্রিক পরিবারে চালু রয়েছে-
i. দক্ষিণ ভারতে
ii. মালাবারে
iii. কোচিনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

No comments:

Post a Comment