G

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. 'Ager' Ges 'Cultura' কোন ভাষার শব্দ?
✅ ল্যাটিন
[খ] গ্রিক
[গ] ফরাসি
[ঘ] ইংরেজি

২. 'Ager' শব্দের অর্থ কী?
✅ মাঠ
[খ] লাঙল
[গ] রোপণ করা
[ঘ] চাষ

৩. 'Cultura' শব্দের অর্থ কী?
[ক] ভূমি
✅ চাষ করা
[গ] কর্ষণ
[ঘ] কৃষি

৪. 'Agriculture' কোন ভাষার শব্দ?
✅ ইংরেজি
[খ] গ্রিক
[গ] স্প্যানিশ
[ঘ] হিব্রু

৫. কোনটি পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প?
[ক] ভূমি
[খ] চাষ করা
[গ] কর্ষণ
✅ কৃষি

৬. কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশে?
✅ প্যালেস্টাইনে
[খ] মিশরে
[গ] প্রাচীন গ্রিসে
[ঘ] আফ্রিকায়

৭. আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল?
[ক] প্রায় ২ হাজার
✅ প্রায় ৮ হাজার
[গ] প্রায় ৫ হাজার
[ঘ] প্রায় ২০ হাজার

৮. কোনটির মধ্যদিয়ে মানবসভ্যতার যাত্রা শুরু হয়েছে?
[ক] ভূমি
[খ] চাষ করা
[গ] কর্ষণ
✅ কৃষি

৯. কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কী বলে?
[ক] শ্রমিক
[খ] মহাজন
✅ ক্ষেত্রকর
[ঘ] ভূ-স্বামী

১০. 'পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি'- কে বলেছেন?
[ক] জি. ও. ব্রায়েন
[খ] এম.এম আকাশ
✅ আর. এল. কোহেন
[ঘ] এ. আর. খান

১১. কোন কাজের সাথে প্রাকৃতিক পরিবেশের বিরাট যোগসূত্র রয়েছে?
[ক] ভূমি
[খ] চাষ করা
[গ] কর্ষণ
✅ কৃষি

১২. সোনিয়ার বাবা তাদের জমিতে ধান, পাট ও নানারকম শাকসবজি উৎপাদন করে। সোনিয়ার বাবার পেশাটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?
[ক] ভূমি
[খ] চাষ করা
[গ] কর্ষণ
✅ কৃষি

১৩. বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো হলো-
i. উফশী প্রযুক্তি ব্যবহার
ii. কীটনাশক ব্যবহার
iii. উৎপাদন কৌশল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. কৃষির মূল লক্ষ্য হলো-
i. শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ
ii. শস্য-উদ্ভিদ উৎপাদন
iii. খাদ্য উৎপাদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫. প্রাচীনকালে কৃষি উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলো বাণী ঘুরে দেখতে চায় । তাহলে তাকে ভ্রমণ করতে হবে-
i. ইতালিতে
ii. চীনে
iii. তুরস্কে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬. উদ্ভিজ্জ পণ্য বলতে বোঝায়-
i. মাঠ ফসলকে
ii. উদ্যান ফসলকে
iii. বনজ সম্পদকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
ভূপৃষ্ঠে স্থায়িভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণিজগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মিটানোর জন্য উদ্ভিদ ও প্রাণিজ দ্রব্য উৎপন্ন করে।

১৭. মানুষের উলিস্নখিত কর্মকান্ডকে কী বলা হয়?
[ক] ভূমি
[খ] চাষ করা
[গ] কর্ষণ
✅ কৃষি

১৮. মানুষের উক্ত কর্মকান্ড- নিয়ামক হিসেবে কাজ করে-
i. জলবায়ু
ii. ভূপ্রকৃতি
iii. মূলধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯. কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া?
✅ জৈবিক ও প্রাথমিক
[খ] সামাজিক
[গ] চূড়vন্ত
[ঘ] মাধ্যমিক

২০. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
[ক] ভূমি
[খ] চাষ করা
[গ] কর্ষণ
✅ কৃষি

২১. দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে নিয়োজিত?
[ক] ৪৫.৫০ ভাগ
✅ ৪৫.১ ভাগ
[গ] ৪৭.১০ ভাগ
[ঘ] ৬৩ ভাগ

২২. কোন ধরনের খামার বাংলাদেশের কৃষিতে লক্ষ করা যায়?
[ক] মাঝারি
✅ ক্ষুদ্রায়তন
[গ] বাণিজ্যিক
[ঘ] বৃহৎ

২৩. বাংলাদেশের কৃষিতে কত ধরনের ফসল উৎপাদিত হয়?
✅ দুই
[খ] তিন
[গ] এক
[ঘ] চার

২৪. বাংলাদেশে ০.৫-২.৪৯ একরের খামার হলো মোট খামারের কত ভাগ?
[ক] প্রায় ৫০% ভাগ
[খ] প্রায় ৬০% ভাগ
[গ] প্রায় ৭০% ভাগ
✅ প্রায় ৯০% ভাগ

২৫. করিমের বাবা জমিতে চাষ করতে গরু, কাঠের লাঙল ও জোয়াল ব্যবহার করেন। করিমের বাবার চাষ পদ্ধতিটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?
[ক] বৈজ্ঞানিক পদ্ধতি
[খ] উচ্চ ফলনশীল পদ্ধতি
✅ সনাতন পদ্ধতি
[ঘ] আধুনিক পদ্ধতি

২৬. কোন ধরনের কৃষক বর্গাচাষ করেন?
✅ যাদের নিজের অল্প জমি আছে
[খ] যাদের নিজের জমি নেই
[গ] যারা ক্ষেতমজুর
[ঘ] যারা দিনমজুর

২৭. কৃষক আফজাল মিয়া অন্যের তামিতে মজুরির ভিত্তিতে কৃষিকাজ করে জীবন নির্বাহ করেন। আফজাল মিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
[ক] ক্ষুদ্র কৃষক
[খ] বর্গাচাষী
✅ ভূমিহীন কৃষক
[ঘ] রায়তদার

২৮. বাংলাদেশে ভূমিহীন কৃষক পরিবার রয়েছে শতকরা কত ভাগ?
[ক] ৩০
✅ ৫০
[গ] ৬০
[ঘ] ৭৭

২৯. কারিগরি জ্ঞানের অভাবে কৃষকরা কী সম্পর্কে অজ্ঞ ও উদাসীন থাকেন?
✅ আধুনিক কলা-কৌশল
[খ] সনাতন চাষ পদ্ধতি
[গ] বাজার
[ঘ] সরকারি প্রণোদনা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. তাসমিয়ার বাবা এবার লাভের আশায় তাদের জমিতে অর্থকরী ফসল ফলিয়েছেন। তাসমিয়াদের জমিতে উৎপাদিত হয়েছে-
i. আখ
ii. তেলবীজ
iii. পাট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. পরিবারভিত্তিক কৃষি খামারের মূল উদ্দেশ্য হচ্ছেত
i. পরিবারের জন্য খাদ্য উৎপাদন করা
ii. পরিবারের ভরণপোষণ করা
iii. মুনাফা অর্জন করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২. বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রমিকদের মজুরি কাঠামোর ধরন হলো-
i. আর্থিক মজুরির সাথে খাবার দেওয়া হয়
ii. শুধু আর্থিক মজুরি দেওয়া হয়
iii. ফসল সংগ্রহের সময় মজুরির হার বেশি থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩. কৃষির উন্নতির ওপরই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল কারণ কৃষি-
i. খাদ্যের যোগান দেয়
ii. রাজস্ব বৃদ্ধি করে
iii. ঋণের সমস্যা দূর করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
আফ্রিকার একটি দেশে ব্যবসায়িক কাজে যান শামীম আহমেদ চৌধুরী। তিনি সেখানে দেখতে পান কৃষকরা রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ যান্ত্রিক পানিসেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ ও ছোটখাটো যন্ত্রপাতি ব্যবহার করছেন।

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৩৪. আফ্রিকার দেশটিতে কোন ধরনের চাষাবাদ পদ্ধতি চালু রয়েছে?
[ক] আদিম যুগের
[খ] সনাতনী
✅ আধুনিক
[ঘ] মধ্যযুগীয়

৩৫. এই ধরনের চাষাবাদ পদ্ধতিতে-
i. কৃষক লাভবান হন
ii. জমির মালিক লাভবান হন
iii. মাটির উর্বরতা নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. বাংলাদেশের কৃষির কয়টি উপখাত রয়েছে?
[ক] ২টি
✅ ৪টি
[গ] ৩টি
[ঘ] ৫টি

৩৭. কৃষির চারটি উপখাতের মধ্যে কোনটির উৎপাদন অন্যগুলোর চেয়ে বেশি?
[ক] বনজসম্পদ
[খ] মৎস্য সম্পদ
[গ] প্রাণিসম্পদ
✅ শস্য ও শাকসবজি

৩৮. কোন খাতকে পূর্বে কৃষিখাতের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে তা কৃষিখাত বহির্ভূত ধরা হয়?
[ক] শস্য ও শাকসবজি খাতকে
[খ] পশু সম্পদ খাতকে
✅ মৎস্য খাতকে
[ঘ] বনজ সম্পদ খাতকে

৩৯. ২০১৬ সালের হিসাব মতে, বাংলাদেশে বনালের পরিমাণ কত মিলিয়ন হেক্টর?
[ক] ৩.৮০
✅ ১.৬০
[গ] ২.৩
[ঘ] ৩.৩০

৪০. ২০১৬-১৭ অর্থবছরে এউচ-তে কৃষির অবদান কত?
[ক] ১৩.৭৯%
✅ ১৪.৭৯%
[গ] ১৩.৩৩%
[ঘ] ১৬.২১%

৪১. ২০১৬-১৭ অর্থবছরে এউচ তে শস্য ও শাকসবজি উপখাতের অবদান কত?
[ক] ৩.৭৯%
✅ ৭.৯২%
[গ] ১৩.৩৩%
[ঘ] ১৬.২১%

৪২. কাঠ, বেত, মোম, মধু, রাবার নিয়ে কোন উপখাতটি গঠিত হয়?
[ক] শস্য ও শাকসবজি
✅ বনজ সম্পদ
[গ] মৎস্য সম্পদ
[ঘ] পশু সম্পদ

৪৩. ২০১৬-১৭ অর্থবছরের এউচ তে বনজ সম্পদ উপখাতের অবদান শতকরা কত?
[ক] ৩.৮০
✅ ১.৬৬
[গ] ২.৩৭
[ঘ] ৩.৩০

৪৪. ২০১৬-১৭ অর্থবছরে এউচ তে পশুসম্পদ উপখাতের অবদান শতকরা কত ভাগ?
[ক] ৩.৮০
✅ ১.৬০
[গ] ২.৩
[ঘ] ৩.৩০

৪৫. ২০১৬-১৭ অর্থবছরে এউচ তে কোন উপখাতের অবদান ৩.৬১%?
[ক] শস্য ও শাকসবজি
[খ] বনজ সম্পদ
✅ মৎস্য সম্পদ
[ঘ] পশু সম্পদ

৪৬. আত্মকর্মসংস্থানের আশায় রানা দশ শতাংশ জমিতে নার্সারি স্থাপন করে। রানার নার্সারিটি কৃষির কোন উপখাতের অন্তর্ভুক্ত হবে?
[ক] শস্য ও শাকসবজি
✅ বনজ সম্পদ
[গ] মৎস্য সম্পদ
[ঘ] পশু সম্পদ

৪৭. বাংলাদেশের বন খাতের বড় সাফল্য হলো-
i. দারিদ্র্য বিমোচন
ii. সামাজিক বনায়ন কার্যক্রম
iii. নির্মল ও সবুজ পরিবেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. কৃষিখাতের অগ্রগতির সাথে প্রত্যক্ষ যোগসূত্র আছে-
i. দারিদ্র্য বিমোচনে
ii. বৈদেশিক মুদ্রা অর্জনে
iii. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. গ্রামীণ পরিবহণে
ii. জ্বালানি সরবরাহে
iii. আমিষ জাতীয় খাদ্যের যোগানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও:
বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ফাহিম যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তার বাড়িতে পোল্ট্রি ফার্ম, ফিশারি ও নার্সারি প্রতিষ্ঠা করে। বর্তমানে সে নিজেতো স্বাবলম্বী হয়েছেই, পাশাপাশি বেশ কিছু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

৫০. ফাহিমের কর্মকান্ড- কৃষির কোন উপখাতটির অনুপস্থিতি রয়েছে?
✅ শস্য ও শাকসবজি
[খ] বনজ সম্পদ
[গ] মৎস্য সম্পদ
[ঘ] পশু সম্পদ

৫১. ফাহিমের এ ধরনের উদ্যোগের ফলে-
i. জিডিপিতে কৃষির অবদান বাড়বে
ii. জিডিপিতে শস্য উপখাতের অবদান বাড়বে
iii. বেকারত্ব হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii


নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:
জাফর সাতক্ষীরায় বেড়াতে গেল। সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারল এ এলাকার একটি গুরুত্বপূর্ণ কৃষিজ সম্পদ চাষ হয় যা 'সাদা সোনা' নামে পরিচিত।

৫২. জাফরের জানা বিষয়টি কৃষির কোন উপখাতের সাথে সম্পৃক্ত?
[ক] শস্য ও শাকসবজি
[খ] বনজ সম্পদ
✅ মৎস্য সম্পদ
[ঘ] পশু সম্পদ

৫৩. এ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব হলোত
i. বৈদেশিক মুদ্রা অর্জন
ii. আত্মকর্মসংস্থান সৃষ্টি
iii. আমিষের ঘাটতি পূরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. একজন সিদ্ধান্ত গ্রহণকারী কৃষকের অধীনে যে ভূমিতে কৃষিকাজ করা হয় তাকে কী বলে?
[ক] কৃষিজাত
✅ কৃষি খামার
[গ] মৎস্য খামার
[ঘ] উর্বর জমি

৫৫. চাষাবাদের উদ্দেশ্যে এবং আয়তনের ভিত্তিতে কৃষি খামারকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৫৬. মালিকানার ভিত্তিতে কৃষি খামারকে কয় ভাগে ভাগ করা হয়?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৫৭. সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয় কোন খামারে?
✅ জীবননির্বাহী
[খ] বিশেষায়িত
[গ] সমবায়
[ঘ] যৌথ

৫৮. কৃষক নিজস্ব ব্যবস্থাপনায় কৃষিকাজ পরিচালনা করে কোন খামারে?
✅ জীবননির্বাহী
[খ] বিশেষায়িত
[গ] সমবায়
[ঘ] যৌথ

৫৯. ফসল উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামারকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে কোন ধরনের খামারের প্রয়োগ যোগ্যতা বেশি?
✅ জীবননির্বাহী
[খ] বিশেষায়িত
[গ] সমবায়
[ঘ] যৌথ

৬১. মুনাফা অর্জনই কোন খামারের প্রধান উদ্দেশ্য?
✅ বাণিজ্যিক
[খ] বিশেষায়িত
[গ] সমবায়
[ঘ] যৌথ

৬২. কোন খামার ব্যবস্থায় শ্রমিক সংঘের উদ্ভব হতে পারে?
✅ বাণিজ্যিক
[খ] বিশেষায়িত
[গ] সমবায়
[ঘ] যৌথ

৬৩. কোন ধরনের জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ বা সমবায় পদ্ধতিতে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব নয়?
✅ ক্ষুদ্রাকৃতির কৃষিজোতে
[খ] মাঝারি জোতে
[গ] বহুমুখী জোতে
[ঘ] বৃহৎ কৃষি জোতে

৬৪. রহিমের বাবার দশ বিঘা জমি আছে। তারা শুধু প্রতি বছর ধানই উৎপাদন করে। এটি কোন ধরনের খামারের উদাহরণ?
[ক] ব্যক্তিগত
[খ] বাণিজ্যিক
✅ বিশেষায়িত
[ঘ] আত্মপোষণ

৬৫. জাবেদরা তাদের জমিতে ধান, গম, পাট, তৈলবীজ প্রভৃতি উৎপাদন করে। তাদের খামারটি কোন ধরনের?
[ক] বাণিজ্যিক খামার
[খ] জীবননির্বাহী খামার
[গ] বিশেষায়িত খামার
✅ বহুমুখী

৬৬. সমাজতান্ত্রিক দেশসমূহে কোন ধরনের খামার ব্যবস্থা লক্ষ করা যায়?
[ক] আত্মপোষণ খামার
[খ] বাণিজ্যিক খামার
[গ] সমবায় খামার
✅ যৌথ খামার

৬৭. মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাদী অর্থনীতির চর্চা করা হয়। সেদেশে মূলত কৃষিক্ষেত্রে কোন ধরনের খামার ব্যবস্থার প্রাধান্য দেখা যাবে?
✅ বাণিজ্যিক
[খ] বিশেষায়িত
[গ] সমবায়
[ঘ] যৌথ

৬৮. বর্গাচাষ পদ্ধতি কোন ধরনের চাষিকে টিকে থাকতে সাহায্য করে?
[ক] প্রাতিক
[খ] প্রযুক্তিহীন
[গ] ক্ষুদ্র
✅ ভূমিহীন দরিদ্র

৬৯. সোমাদের ৮ একর জমির ওপর একটি কৃষি খামার রয়েছে। আয়তনের দিক থেকে সোমাদের খামারটি কোন ধরনের?
[ক] জীবননির্বাহী
✅ বৃহদায়তন
[গ] যৌথ
[ঘ] সমবায়

৭০. বিলের নিচু জমিগুলো থেকে অধিক ফসল ও মাছ উৎপাদনের জন্য রহিমপুর গ্রামের কৃষকরা তাদের জমিগুলোকে একত্রে চাষাবাদের জন্য খামার তৈরি করেছে। এ খামারটি কোন ধরনের?
[ক] জীবননির্বাহী
[খ] বৃহদায়তন
[গ] যৌথ
✅ সমবায়

৭১. অর্থনৈতিক জোত আলোচনায় প্রাধান্য পায় কয়টি বিষয়?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৭২. কোন ধরনের কৃষিজোতে নিয়োজিত শ্রম ও মূলধন পূর্ণভাবে ব্যবহৃত হয় না?
[ক] জীবননির্বাহী
[খ] বৃহদায়তন
[গ] যৌথ
✅ ক্ষুদ্রায়তন

৭৩. কৃষিকাজের প্রধান উদ্দেশ্য হলো-
i. আত্মপোষণের জন্যে কৃষিকাজ
ii. বেকার সমস্যার সমাধান
iii. বাণিজ্যিক উৎপাদনের জন্য কৃষিকাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. সাম্প্রতিক সময়ে কোন খাদ্যশস্যটির উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছে?
[ক] গম
[খ] যব
[গ] সরিষা
✅ ভুট্টা

৭৫. বাংলাদেশের উৎপন্ন শস্যসমূহেকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৭৬. ইজজও'র জিন ব্যাংক থেকে এ পর্যন্ত কয়টি উচ্চ ফলনশীল ধানের জাত অবমুক্ত করা হয়েছে?
[ক] ৩১টি
[খ] ৫৭টি
✅ ৬১টি
[ঘ] ৫৫টি

৭৭. উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যদ্রব্যে পরিণত হয়েছে কোন খাদ্যশস্যটি?
[ক] গম
[খ] যব
[গ] সরিষা
✅ আলু

৭৮. উচ্চ ফলনশীল ইরি ধানের বীজ কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
✅ ফিলিপাইন
[খ] ইন্দোনেশিয়া
[গ] থাইল্যান্ড
[ঘ] বাংলাদেশ

৭৯. কোন সালে উচ্চ ফলনশীল ধানের বীজ উদ্ভাবিত হয়?
[ক] ১৯৫০
✅ ১৯৬০
[গ] ১৯৭০
[ঘ] ১৯৮০

৮০. ব্রিটিশ অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞানী জে.পি. হেক্টর কীসের জাতের একটি ক্যাটালগ তৈরি করেন?
✅ ধানের
[খ] গমের
[গ] পাটের
[ঘ] ভুট্টার

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:
যশোরের অভয়নগর উপজেলার আজিম উদ্দিন তার ফিশারির ওপর মাচা তৈরি করে হাঁসের খামার করেছেন। পাশাপাশি ফিশারির চারপাশে সবজি চাষ করেছেন।

৮১. আজিম উদ্দিনের খামারটি মালিকানার দিক থেকে কোন ধরনের খামার?
✅ ব্যক্তিমালিকানাধীন
[খ] যৌথ
[গ] সমবায়
[ঘ] জীবননির্বাহী

৮২.অনুচ্ছেদের উলিস্নখিত খামারে উপস্থিতি রয়েছে-
i. শস্য ও শাক-সবজি কৃষি উপখাতের
ii. মৎস্য সম্পদ কৃষি উপখাতের
iii. প্রাণিসম্পদ কৃষি উপখাতের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
আসছে। তাদের উৎপাদিত ফসল নিজেদের ভোগের কাজে লাগে।

৮৩. শান্তর বাবার কৃষি খামারের প্রকৃতি কী?
[ক] ব্যক্তিমালিকানাধীন
[খ] যৌথ
[গ] সমবায়
✅ জীবননির্বাহী

৮৪. অনুচ্ছেদে উলিস্নখিত কৃষিকাজের বৈশিষ্ট্য হল-
i. নিজেকে ও পরিবারকে টিকিয়ে রাখে
ii. পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে
iii. মালিক নিজে অংশগ্রহণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. যেসব কার্যকলাপ ব্যবসায়ের মাধ্যমে দ্রব্যসামগ্রী উৎপাদকের কাছ থেকে ভোক্তার হাতে পৌঁছায় তাকে কী বলে?
[ক] উৎপাদন প্রক্রিয়া
[খ] বাজার ব্যবস্থা
[গ] উৎপাদন ব্যবস্থা
✅ বিপণন

৮৬. কৃষিপণ্য বাজারজাতকরণে সবচেয়ে দুর্বল দিক কোনটি?
[ক] সরকারি নীতির অভাব
[খ] দামের ওঠানামা
[গ] সংরক্ষণের অসুবিধা
✅ মধ্যবর্তী ব্যবসায়ী

৮৭. বাংলাদেশে কৃষিপণ্যের বাজার ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৮৮. কৃষিপণ্য কোন প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তা শ্রেণির কাছে পৌছায়?
[ক] উৎপাদন প্রক্রিয়া
✅ বিপান প্রক্রিয়া
[গ] বিজ্ঞাপন প্রক্রিয়া
[ঘ] সংরক্ষণ প্রক্রিয়া

৮৯. বেপারি, ফড়িয়া, মজুতদার, আড়ৎদার এরা কারা?
[ক] সরকারি নীতির অভাব
[খ] দামের ওঠানামা
[গ] সংরক্ষণের অসুবিধা
✅ মধ্যবর্তী ব্যবসায়ী

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কোন বাজারে কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে থাকেন?
✅ প্রাথমিক বাজারে
[খ] মাধ্যমিক বাজারে
[গ] বন্দরভিত্তিক বাজারে
[ঘ] শহরে বাজারে

৯১. বাংলাদেশের কৃষিপণ্যের বাজার ব্যবস্থা কোন ধরনের?
[ক] উন্নত
[খ] আধুনিক
✅ ত্রুটিপূর্ণ
[ঘ] প্রাচীন

৯২. কোন দেশে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা প্রচলিত?
[ক] সৌদি আরব
[খ] মালয়েশিয়া
[গ] যুক্তরাজ্য
✅ বাংলাদেশ

৯৩. বাংলাদেশের কৃষকেরা কৃষিপণ্যের গুণগত মান অনুসারে কী করতে পারে না?
[ক] গুদামজাতকরণ
✅ শ্রেণিবিন্যাস
[গ] বাজারজাতকরণ
[ঘ] সংরক্ষণ

৯৪. দারিদ্রে্যর কারণে কৃষক কৃষিপণ্য কী করে থাকে?
✅ স্বল্পমূল্যে বিক্রি করে
[খ] দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করে
[গ] অধিক মূল্যে বিক্রি করে
[ঘ] গুদামজাত করে রাখে

৯৫. কৃষকেরা কেন মধ্যস্বত্বভোগীদের নিকট কৃষিপণ্য কম দামে বিক্রি করে?
[ক] দারিদ্রে্যর কারণে
[খ] গুদামঘরের অভাবে
✅ অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে
[ঘ] অজ্ঞতার কারণে

৯৬. জয় চৌধুরী তার উৎপাদিত পাট, সরিষা ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। জয় চৌধুরীর কাজকে কী বলা যায়?
[ক] বাজার জরিপ
✅ বিপণন
[গ] প্রত্যক্ষ সেবা
[ঘ] বাণিজ্য

৯৭. কার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষিপণ্যে বিদ্যমান সমস্যাগুলো দূর করা সম্ভব?
✅ সরকার/রাষ্ট্রে
[খ] জনগণের
[গ] ব্যবসায়ীদের
[ঘ] ধনীদের

৯৮. উচ্চ ফলনশীল ধানের জাত বিআর-২৮ ও বিআর-২৯ কোন সালে অবমুক্ত করা হয়?
[ক] ১৯৮১
[খ] ১৯৯৬
✅ ১৯৯৪
[ঘ] ১৯৯৯

৯৯. এক সময় পাটকে এড়ষফবহ ঋরনৎব বলা হতো কেন?
[ক] পাট দেখতে সোনার মতো
✅ বৈদেশিক মুদ্রা অর্জিত হতো বলে
[গ] পাটের উজ্জ্বল রং ছিল
[ঘ] বেশি পাট উৎপাদন হতো

১০০. সাম্প্রতিক কালে কোনটি পোলট্রি খাতের খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?
[ক] গম
[খ] যব
[গ] সরিষা
✅ ভুট্টা

No comments:

Post a Comment