G

HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Home Science 1st Paper
 MCQ 
question and answer pdf download

১. আয়ের উৎস হিসেবে কাজ করে-
i. ব্যাংকের সঞ্চিত অর্থ
ii. জিপি ফান্ডের সঞ্চিত অর্থ
iii. সঞ্চয় ব্যুরোর সঞ্চিত অর্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২. বাধ্যতামূলক সঞ্চয় হলো-
i. প্রভিডেন্ট ফান্ড
ii. কর্মচারী কল্যাণ তহবিল
iii. যৌথ বিমা তহবিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩. স্বেচ্ছা সঞ্চয় বলতে বোঝায়-
i. ব্যাংকে জমা
ii. জীবন বিমা
iii. গ্র্যাচুইটি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. ব্যাংকে অর্থ জমা রাখার পদ্ধতি হচ্ছে-
i. চলতি হিসাব
ii. সঞ্চয়ী হিসাব
iii. স্থির জমার হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫. ডাকঘর জনসাধারণের টাকা গচ্ছিত রাখে। ডাকঘরে টাকা জমা রাখার পদ্ধতি হচ্ছে-
i. সঞ্চয়ী হিসাব
ii. মেয়াদি হিসাব
iii. বোনাস হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. ডাকঘরে টাকা রাখা হয়-
i. ১ বছর মেয়াদি
ii. ২ বছর মেয়াদি
iii. ৩ বছর মেয়াদি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭. সাধারণ বিমা হলো-
i. বিবাহ বিমা
ii. শিক্ষা বিমা
iii. দুর্ঘটনা বিমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮. জাতীয় সঞ্চয় প্রকল্প জনসাধারণের জন্য সঞ্চয়ের পথ খুলে দিয়েছে। এসব সঞ্চয় হলো-
i. প্রাইজবন্ড
ii. প্রতিরক্ষা সঞ্চয়পত্র
iii. ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯. অর্থ বিনিয়োগের আগে লক্ষ রাখতে হবে-
i. অর্থের নিরাপত্তা আছে কিনা
ii. প্রয়োজনের সময় পাওয়া যাবে কিনা
iii. এটা কতখানি বাড়া সম্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০. পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মূল্যমান হচ্ছে-
i. ৫০০ টাকা
ii. ১০০০ টাকা
iii. ২০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মূল্যমান হলো-
i. ১,০০,০০০ টাকা
ii. ৫,০০,০০০ টাকা
iii. ১০,০০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২. পেনশনার সঞ্চয়পত্রের মূল্যমান হচ্ছে-
i. ৫০,০০০ টাকা
ii. ১,০০,০০০ টাকা
iii. ৫,০০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. পারিবারিক সঞ্চয়পত্রের মূলস্থান হচ্ছে-
i. ১০,০০০ টাকা
ii. ২০,০০০ টাকা
iii. ৫০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. ডাকঘর সঞ্চয়পত্রে মুনাফার হার-
i. এক বছরের জন্য ১০.৪০%
ii. দুই বছরের জন্য ১১.৪০%
iii. তিন বছরের জন্য ১৩.২৪%

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫. ডাক জীবন বিমা পলিসির ধরন-
i. আজীবন বিমা
ii. মেয়াদি বিমা
iii. বিবাহ বিমা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. ডাক জীবন বিমার সুবিধা হচ্ছে-
i. আয়কর রিবেট পাওয়া যায়
ii. ১০০% ঝুঁকি নিরাপত্তা
iii. প্রিমিয়ামের হার কম বোনাসের পরিমাণ বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭. বাংলাদেশ প্রাইজবন্ডের প্রতি ড্রতে প্রতি সিরিজের পুরস্কার-
i. প্রথম পুরস্কার ৬,০০,০০০ টাকা
ii. দ্বিতীয় পুরস্কার ৩,২৫,০০০ টাকা
iii. তৃতীয় পুরস্কার ১,০০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮. আয়ের উৎস হিসেবে কাজ করে যেটি-
i. ব্যাংকের সজ্জিত অর্থ
ii. জিপি ফান্ডের অর্থ
iii. উপহার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. সঞ্চয় কত প্রকার?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২০. বাধ্যতামূলক সঞ্চয় কোনটি?
[ক] চলতি হিসাব
[খ] সঞ্চয়ী হিসাব
✅ ভবিষ্য তহবিল
[ঘ] আজীবন বিমা

২১. অধিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে-
[ক] চাকরি
✅ সঞ্চয়
[গ] ব্যাংক
[ঘ] বিনিয়োগ

২২. কল্যাণ ও যৌথ বিমার সুবিধা ভোগ করে-
✅ সরকারি কর্মচারী
[খ] চাকরিজীবী
[গ] বেসরকারি কর্মচারী
[ঘ] ব্যবসায়ী

২৩. বিনিয়োগ বলতে বোঝায়-
[ক] ব্যাংকে অর্থ গচ্ছিতকরণ
✅ মূলধন উৎপাদন কাজে ব্যবহার
[গ] কর্মরত প্রতিষ্ঠানে অর্থ গচ্ছিতকরণ
[ঘ] অর্থ থেকে অধিক মুনাফা লাভ

২৪. কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি কম?
[ক] শেয়ার সার্টিফিকেট ক্রয়
[খ] বাড়ি নির্মাণ
✅ জাতীয় সঞ্চয়পত্র ক্রয়
[ঘ] জমি ক্রয়

২৫. ব্যাংকে অর্থ জমা রাখার পদ্ধতি কয়টি?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২৬. 'ক' হলো ভোগের পরমিতিবোধ। 'ক' বলতে বোঝায়-
[ক] বিনিয়োগ
[খ] আয়
[গ] ব্যয়
✅ সঞ্জয়

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
মি. প্রিয়লাল তাঁর ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ করার জন্য একটি প্রতিষ্ঠান থেকে শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ করেন।

২৭. মি. প্রিয়লাল কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছেন?
✅ ব্যাংক
[খ] সমিতি
[গ] পরিবার
[ঘ] ডাকঘর

২৮. মি. প্রিয়লাল সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে যেটি ঘটবে-
i. মূলধন বৃদ্ধি পাবে
ii. সুদে-আসলে ঋণের পরিমাণ বেড়ে যাবে
iii. মানসিক চাপের সম্মুখীন হবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. নিরাপত্তা বিধানে উক্ত কোম্পানিকে খেয়াল রাখতে হবে-
i. প্রতিষ্ঠানের সুনাম
ii. বিশ্বস্ততা
iii. সরকারি অনুমোদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও :
শফিক তার চাকরি থেকে প্রাপ্ত অর্থ সব ব্যয় করে ফেলেন। তার স্ত্রী তাকে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি পন্থা অবলম্বন করতে বলেন যা বর্তমান ভোগের পরিমিতিবোধ ও ভবিষ্যৎ ভোগের জন্য সংযম। তিনি এই পন্থার প্রয়োজনীয়তা তার স্বামীকে বুঝিয়ে বলেন।

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. শফিকের স্ত্রী কোন পন্থার কথা বললেন?
✅ সঞ্জয়
[খ] বিনিয়োগ
[গ] আয়
[ঘ] ঋণ

৩১. শফিকের স্ত্রীর মতে উক্ত পন্থা-
i. বৃদ্ধ বয়সের আর্থিক অনিশ্চয়তা দূর করে
ii. স্বাস্থ্যগত অক্ষমতার সহায়ক
iii. সংকটকাল ও দুর্দিনের সহায়ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৩২. কোন পদ্ধতিতে বিনিয়োগ করা অধিক লাভজনক?
✅ সঞ্চয়পত্র
[খ] প্রাইজবন্ড
[গ] সঞ্চয়ী হিসাব
[ঘ] চলতি হিসাব

৩৩. স্বেচ্ছামূলক সঞ্জয় হলো-
[ক] পেনশনখ গ্রাচ্যুইটি
[গ] ভবিষ্য তহবিল
✅ শেয়ার ক্রয়

৩৪. কোন সঞ্চয়ে ঝুঁকি বেশি?
[ক] সঞ্চয়পত্র
✅ শেয়ার
[গ] প্রাইজবন্ড
[ঘ] চলতি হিসাব

৩৫. অর্থ বিনিয়োগে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ?
[ক] সুনাম
[খ] সুবিধা
✅ নিরাপত্তা
[ঘ] লাভ

৩৬. ঋণ গ্রহণের সুফল যেটি-
i. ব্যবসায় সম্প্রসারণ করা যায়
ii. মূলধন বৃদ্ধি করা যায়
iii. চাহিদা পূরণ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও :
রনি একটি গাড়ি ক্রয় করে। দুর্ঘটনায় তার গাড়িটি অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সচেতনতার অভাব এবং কোম্পানির সাথে চুক্তি না করায় সে কোনো ক্ষতিপূরণ পায়নি।

৩৭. রনির করণীয় কী ছিল?
[ক] ঋণ করা
[খ] শেয়ার ক্রয়
✅ বিমা করা
[ঘ] বিনিয়োগ করা

৩৮. উক্ত কোম্পানির পলিসিগুলো হলো-
i. আজীবন মেয়াদি বিমা
ii. সাধারণ মেয়াদি বিমা
iii. বিনিয়োগ বিমা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. স্বেচ্ছামূলক সঞ্জয় কত ধরনের?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৪০. বাধ্যতামূলক সঞ্চয় কত ধরনের?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৪১. সরকারি চাকরিজীবীর মাসিক বেতন থেকে কোন খাতে চাঁদা দিতে হয়?
✅ ভবিষ্য তহবিল
[খ] সঞ্চয়ী হিসাব
[গ] গ্রাচ্যুইটি
[ঘ] পেনশন

৪২. কোনটি স্বেচ্ছামূলক সঞ্চয়?
[ক] ভবিষ্য তহবিল
[খ] পেনশন
✅ সঞ্চয়পত্র
[ঘ] গ্রাচ্যুইটি

৪৩. শিক্ষা বিমা কী ধরনের বিমা?
✅ সাধারণ মেয়াদি বিমা
[খ] আজীবন বিমা
[গ] শর্তাধীন বিমা
[ঘ] শর্তসাপেক্ষ বিমা

৪৪. শেয়ার বলতে কী বোঝায়?
[ক] ঋণের একক
[খ] অর্থের একক
✅ মূলধনের একক
[ঘ] লভ্যাংশের একক

৪৫. ব্যবহারজনিত ব্যয় কোনটি?
✅ উৎপাদনের ফলে মেশিনের ক্ষয়
[খ] ক্রয়ের ফলে মেশিন ক্ষয়
[গ] বিক্রয়ের ফলে মেশিন ক্ষয়
[ঘ] অব্যবহারের ফলে মেশিনের ক্ষয়

৪৬. গ্র্যাচুইটি কোন ধরনের সঞ্জয়?
[ক] স্বেচ্ছামূলক
✅ বাধ্যতামূলক
[গ] জাতীয়
[ঘ] আন্তর্জাতিক

৪৭. মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
✅ ঋণ
[খ] শেয়ার
[গ] বিমা
[ঘ] বিনিয়োগ

৪৮. সময় সঞ্চয়ের অন্যতম বিবেচ্য বিষয় কোনটি?
[ক] সহজবোধ্যতা
[খ] মূল্যায়ন
✅ নমনীয়তা
[ঘ] স্বয়ংসম্পূর্ণ

উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০নং প্রশ্নের উত্তর দাও :
মুবিন সাহেব ১০ লক্ষ টাকা ৯ বছরের জন্য ব্যাংকে আমানত রাখেন। মুনাফাসহ এই টাকা তিনি সম্প্রতি উত্তোলন করেন। এই টাকা তিনি একটি ব্যবসায় বিনিয়োগ করবেন।

৪৯. মুবিন সাহেবের সঞ্চয়ের হিসাবটি কোন ধরনের?
[ক] চলতি
[খ] সঞ্চয়ী
✅ স্থির জমা
[ঘ] বিমা

৫০. বর্তমানে মুবিন সাহেবের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হতে পারে-
i. সরকারি অনুমোদন, মুনাফার হার
ii. ঝুঁকির উপস্থিতি বা ধরন
iii. মূলধন বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫১ ও ৫২নং প্রশ্নের উত্তর দাও :
সিফাত তার আয়ের সব অর্থই ব্যয় করে ফেলেন। তার মা তাকে নিরাপত্তার জন্য একটি পন্থা অবলম্বন করতে বলেন যা বর্তমান ভোগের পরিমিতিবোধ ও ভবিষ্যৎ ভোগের জন্য সংযম। তিনি এ পন্থার প্রয়োজনীয়তা তার ছেলেকে বুঝিয়ে বলেন।

৫১. সিফাত-এর মা কোন পন্থার কথা বললেন?
✅ সঞ্চয়
[খ] বিনিয়োগ
[গ] আয়
[ঘ] ঋণ

৫২. সিফাতের মা-এর মতে উক্ত পন্থার প্রয়োজনীয়তা হলো-
i. বৃদ্ধ বয়সের আর্থিক অনিশ্চয়তা দূর করে
ii. স্বাস্থ্যগত অক্ষমতার সহায়ক হয়
iii. সংকটকাল ও দুর্দিনের সহায়ক হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৩ ও ৫৪নং প্রশ্নের উত্তর দাও :
আফসানা বেগম সংসারের কাজ একাই করেন। এরই মাঝে তিনি শেয়ার ক্রয় করেন। বর্তমানে এ শেয়ার বিক্রি করে কিছু শেয়ার আবার কিনলেন।

৫৩. শেয়ার কী?
✅ বিনিয়োগ
[খ] লোকসান
[গ] সঞ্চয়
[ঘ] টাকা জমানো

৫৪. আফসানা বেগম আর কীভাবে টাকা জমা করতে পারবেন?
i. বিমার মাধ্যমে
ii. ডাকঘর সঞ্চয় ব্যাংকে
iii. ব্যাংকের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. অনেক পরিবারকে ধ্বংস করে দেয় কোনটি?
[ক] অর্থ
✅ দুর্ঘটনা
[গ] অশিক্ষা
[ঘ] অশ্রদ্ধা

৫৬. অনিশ্চয়তাকে মোকাবিলা করার জন্য সবচেয়ে সহজ উপায় কোনটি?
[ক] বিনিয়োগ
✅ সঞ্চয়
[গ] ঋণ
[ঘ] শেয়ার ক্রয়

৫৭. কোন কাজটি করা খুব মানহানিকর?
✅ অন্যের কাছে হাত পাতা
[খ] শিক্ষা গ্রহণ না করা
[গ] বেকার থাকা
[ঘ] চাকরি না পাওয়া

৫৮. কোনটি জাতীয় জীবন ও পারিবারিক জীবনকে সমৃদ্ধ করে?
[ক] বিনিয়োগ
✅ সঞ্চয়
[গ] ভোগ
[ঘ] আয়

৫৯. মানুষের কোন বয়সে আয়ের নিশ্চয়তা কমে যায়?
[ক] কৈশোর বয়সে
[খ] যৌবন বয়সে
[গ] পৌঢ় বয়সে
✅ বৃদ্ধ বয়সে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. পরিবারের সদস্যদের মানসিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করে-
✅ আর্থিক অসচ্ছলতা
[খ] ব্যক্তির বয়স
[গ] উচ্চশিক্ষা
[ঘ] বাল্যবিবাহ

৬১. বাড়ি নির্মাণের জন্য ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রে কী জমা দিতে হয়?
✅ আমানত
[খ] নকশা
[গ] পরিকল্পনা
[ঘ] চুক্তিপত্র

৬২. একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রতি মাসে মূল বেতনের কত পার্সেন্ট ভবিষ্যৎ তহবিলে রাখা বাধ্যতামূলক?
[ক] ৬%
[খ] ৭%
✅ ৮%
[ঘ] ১০%

৬৩. পূর্ণ পেনশন পেতে একজন চাকরিজীবীকে কত বছর চাকরি করতে হয়?
[ক] ১৫ বছর
[খ] ২০ বছর
[গ] ২২ বছর
✅ ২৫ বছর

৬৪. একজন সরকারি কর্মকর্তাকে বেতনের কত পার্সেন্ট প্রতি মাসে কল্যাণ তহবিলে জমা দিতে হয়?
✅ ১%
[খ] ২%
[গ] ৩%
[ঘ] ৪%

৬৫. চাকরিরত অবস্থায় বা অবসর গ্রহণের কত বছরের মধ্যে আর্থিক দুরবস্থায় পড়লে কল্যাণ তহবিলের সাহায্য পাওয়া যায়?
[ক] ৫ বছর
[খ] ৭ বছর
[গ] ৮ বছর
✅ ১০ বছর

৬৬. একজন সরকারি কর্মকর্তা বেতনের কী পরিমাণ হারে যৌথ বিমা তহবিলে প্রদান করতে হয়?
[ক] ০.৫০%
[খ] ০.৬০%
✅ ০.৭০%
[ঘ] ০.৮০%

৬৭. চাকরি করার পর মৃত্যুবরণ করলে কী পরিমাণ গ্রাচুইটির টাকা প্রদান করতে হয়?
[ক] বেতনের ৫ গুণ
[খ] বেতনের ৭ গুন
গ বেতনের ৯ গুণ
✅ বেতনের ১০ গুন

৬৮. ব্যাংকে অর্থ জমা রাখার কয়টি পদ্ধতি রয়েছে?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৬৯. কোন হিসাবের টাকা সপ্তাহে দুবারের বেশি তোলা যায় না?
✅ সঞ্চয়ী হিসাব
[খ] স্থির জমা হিসাব
[গ] চলতি হিসাব
[ঘ] সাধারণ হিসাব

৭০. কোন হিসাব মাত্র দুই টাকা দিয়ে খোলা যায়?
[ক] মেয়াদি হিসাব
[খ] বোনাস হিসা
✅ সাধারণ হিসাব
[ঘ] চলতি হিসাব

৭১. ডাকঘরে টাকা জমা রাখার কয়টি পদ্ধতি রয়েছে?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৭২.কোন হিসাবে মুনাফার হার সবচেয়ে বেশি?
[ক] মেয়াদি হিসাবে
[খ] সাধারণ হিসাবে
✅ বোনাস হিসারে
[ঘ] সঞ্চয়ী হিসাবে

৭৩. বোনাস হিসাব কয় বছর মেয়াদি?
[ক] ৩ বছর
[খ] ৪ বছর
[গ] ৫ বছর
✅ ৬ বছর

৭৪. বিমা কয় প্রকার?
✅ দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] চার প্রকার

৭৫. কত খ্রিস্টাব্দে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র প্রবর্তন করা হয়?
✅ ১৯৭৭ খ্রিস্টাব্দে
[খ] ১৯৯৮ খ্রিস্টাব্দে
[গ] ২০০৪ খ্রিস্টাব্দে
[ঘ] ১৮৭২ খ্রিস্টাব্দে

৭৬. কত সালে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র প্রবর্তন করা হয়?
[ক] ১৯৯০ সালে
[খ] ১৯৯৫ সালে
✅ ১৯৯৮ সালে
[ঘ] ২০০০ সালে

৭৭. পেনশনার সঞ্চয়পত্র কয় বছর মেয়াদি হয়ে থাকে?
[ক] ৩ বছর
✅ ৫ বছর
[গ] ৭ বছর
[ঘ] ৯ বছর

৭৮. পেনশনার সঞ্চয়পত্র কত সালে প্রবর্তিত হয়?
[ক] ২০০০ সালে
[খ] ২০০২ সালে
[গ] ২০০৩ সালে
✅ ২০০৪ সালে

৭৯. ডাকঘর সঞ্চয় ব্যাংক কত সালে প্রবর্তিত হয়?
✅ ১৮৭২ সালে
[খ] ১৮৮২ সালে
[গ] ১৮৯২ সালে
[ঘ] ১৮৯৮ সালে

৮০. ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার কত?
[ক] ৫.৫%
✅ ৭.৫%
[গ] ৬.৫%
[ঘ] ৯.৫%

৮১. ডাকঘর সঞ্চয়ের তিন বছর মেয়াদি মুনাফার হার কত?
[ক] ১০.২৪%
[খ] ১১.২৪%
[গ] ১২.২৪%
✅ ১৩.২৪%

৮২. ডাকঘর সঞ্চয়পত্রের আমানতকারী ইচ্ছা করলে কয় মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবে?
[ক] ৪ মাস
[খ] ৫ মাস
✅ ৬ মাস
[ঘ] ৭ মাস

৮৩. ডাক জীবন বিমা কত সালে প্রবর্তিত হয়?
[ক] ১৮৫০ সালে
✅ ১৮৭২ সালে
[গ] ১৮৭৭ সালে
[ঘ] ১৮৭৯ সালে

৮৪. বাংলাদেশ প্রাইজবন্ড কত টাকা মূল্যমানের?
[ক] ৫০ টাকা
✅ ১০০ টাকা
[গ] ৫০০ টাকা
[ঘ] ১,০০০ টাকা

৮৫. ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কত সালে প্রবর্তিত হয়?
[ক] ১৯৭১ সালে
✅ ১৯৮১ সালে
[গ] ১৯৯১ সালে
[ঘ] ২০০১ সালে

৮৬. ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কয় বছর মেয়াদি?
[ক] ৩ বছর মেয়াদি
✅ ৫ বছর মেয়াদি
[গ] ৭ বছর মেয়াদি
[ঘ] ৯ বছর মেয়াদি

৮৭. অর্থ বিনিয়োগের আগে কয়টি জিনিসের প্রতি লক্ষ রাখতে হয়?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৮৮. যা দ্বারা সঞ্চয়কে উৎপাদন কাজে ব্যবহার করা যায় তাকে কী বলে?
[ক] শেয়ার
[খ] বন্ড
[গ] বোনাস
✅ বিনিয়োগ

৮৯. কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি বেশি থাকে?
✅ বেসরকারি পর্যায়ে বিনিয়োগ
[খ] সরকারি পর্যায়ে বিনিয়োগ
[গ] নিজস্ব বিনিয়োগ
[ঘ] পারিবারিক বিনিয়োগ

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সঞ্চিত অর্থ স্থির জমা হিসেবে বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায়। এক্ষেত্রে চুক্তিপত্র ইস্যু করা হয়। এ চুক্তিপত্রকে কী বলে?
[ক] বিমা
✅ বন্ড
[গ] পেনশন
[ঘ] সঞ্চয়পত্র

৯১. বর্তমানে কোন বিনিয়োগ বেশ লাভজনক ও জনপ্রিয়?
✅ জাতীয় সঞ্চয়পত্র
[খ] প্রাইজবন্ড
[গ] শেয়ার
[ঘ] বিমা

৯২. বিভিন্ন কোম্পানি বাজারে কী ছাড়ে?
[ক] প্রাইজবন্ড
[খ] সঞ্চয়পত্র
✅ শেয়া
[ঘ] বিমা

৯৩. যে দামে শেয়ার কেনা হয়েছে তার তুলনায় কম দামে বিক্রি করাকে কী বলে?
✅ at discount
[খ] at par
[গ] at payment
[ঘ] at credit

৯৪. যে দামে শেয়ার কেনা হয়েছে ঠিক সে দামে শেয়ার বিক্রি করাকে কী বলে?
[ক] at credit
✅ at par
[গ] at discount
[ঘ] at count

৯৫. 'Credit' কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
✅ credo
[খ] crido
[গ] crade
[ঘ] crodo

৯৬. 'Credo' কোন ধরনের শব্দ?
[ক] ইংরেজি
[খ] গ্রিক
✅ ল্যাটিন
[ঘ] রুশ

৯৭. 'Credo' শব্দের অর্থ কী?
[ক] আমি ভালোবাসি
✅ আমি বিশ্বাস করি
[গ] আমি ব্যয় করি
[ঘ] আমি সঞ্চয় করি

৯৮. পরিবার সঞ্চয় প্রকল্প অক্ষুণ্ণ রাখার জন্য কী করে?
✅ ঋণ গ্রহণ করে
[খ] বিনিয়োগ করে
[গ] শেয়ার ক্রয় করে
[ঘ] বন্ড ক্রয় করে

৯৯. ঋণ গ্রহণ করে সমাজে ক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় ও নির্দিষ্ট দোকানের সাথে-
✅ হৃদ্যতা গড়ে উঠে
[খ] দূরত্ব সৃষ্টি হয়
[গ] কেনাকাটা সহজ হয়
[ঘ] দাম নির্ধারিত হয়

১০০. ঋণের মাধ্যমে কী ক্রয় করলে পরিবারের ক্রয়ক্ষমতা বাড়ে না?
[ক] টাইপ রাইটার ক্রয় করলে
✅ টিভি ক্রয় করলে
[গ] কম্পিউটার ক্রয় করলে
[ঘ] প্রিন্টিং মেশিন ক্রয় করলে

No comments:

Post a Comment