G

জব সলুশন (GK) বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধন pdf download

Job Solution
জব সলুশন
বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত বাছাইকৃত প্রশ্নসমূহের সমাধান

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত বাছাইকৃত প্রশ্নসমূহ ১০০% কমন
বাংলাদেশ চা বাের্ড কর্তৃক নিবন্ধনকৃত মােট চা বাগানের সংখ্যা কত?
ক) ১৬৪টি 
খ) ১টি 
গ) ১৬৬টি 
ঘ) ১৬৭টি 

বর্তমানে বাংলাদেশে মােট হাইওয়ে থানা কয়টি?
ক) ২৮টি 
খ) ৩৬টি 
গ) ৩৭টি 
ঘ) ৭৩টি

বর্তমানে দেশে পৌরসভা কতটি?
ক) ৩২৫টি 
খ) ৩২৬টি 
গ) ৩২৭টি 
ঘ) ৩২৮টি

দেশের ৩২৮তম পৌরসভা কোনটি?
ক) ভাসানচর (নােয়াখালী) 
খ) দর্শনা (চুয়াডাঙ্গা)
গ) বিশ্বনাথ (সিলেট) 
ঘ) দক্ষিণ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) = 

বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত?
ক) কমলাপুর, ঢাকা 
খ) সারদা, রাজশাহী
গ) হালিশহর, চট্টগ্রাম 
ঘ) সৈয়দপুর, নীলফামারী

২৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কতটি ভাষায় অনূদিত হয়েছে? 
ক) ৯টি
খ) ১০টি 
গ) ১১টি
ঘ) ১২টি 

'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? 
ক) রুশ ভাষা 
খ) গ্রিক ভাষা
গ) জার্মান ভাষা 
ঘ) উর্দু ভাষা 

রুশ ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
ক) জোসেফ ব্রডস্কি 
খ) ভিতালি ভি নামকিন 
গ) মিখাইল শলােখভ 
ঘ) ইভান বুনিন

উর্দু ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
ক) ইয়াওয়ার আমান
খ) আহমেদ রশিদ
গ) জয়নাব আব্বাস 
ঘ) হামিদ মির 

নেপালি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেছেন কে?
ক) অর্জুন বাহাদুর থাপা 
খ) মহেশ পৌদেল 
গ) কেপি শর্মা অলি 
ঘ) ক ও খ

২৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত কতজন মুসলিম মহাকাশে যান?
ক) ৮ জন
খ) ৯ জন
গ) ১০ জন
ঘ) ১১ জন

তিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
ক) নাবিল কারুই 
খ) ইউসেফ শাহেদ
গ) কায়েস সাঈদ 
ঘ) আব্দেল ফাত্তাহ মাউরু

International Year of Plant Health কোন সাল?
ক) ২০২০ সাল
খ) ২০২১ সাল
গ) ২০২২ সাল
ঘ) ২০২৩ সাল

International Year of Peace and Trust কোন সাল?
ক) ২০২০ সাল
খ) ২০২১ সাল
গ) ২০২২ সাল
ঘ) ২০২৩ সাল

দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব কে? 
ক) মাে. সােহরাব হােসাইন 
খ) খন্দকার আনােয়ারুল ইসলাম
গ) মাে. শাহ্ কামাল 
ঘ) জুয়েনা আজিজ

বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে?
ক) মােহাম্মদ শফিউল আলম 
খ) ড. মােহাম্মদ তারেক
গ) মাে. নজিবুর রহমান 
ঘ) ড. জাফর আহমেদ খান - 

২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা কয়টি?
ক) ৩৫টি 
খ) ৪০টি 
গ) ৪৫টি 
ঘ) ৫০টি 

জব সলুশন (GK) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধন pdf download

বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে? 
ক) ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
খ) ২০ সেপ্টেম্বর ২০১৯
গ) ২৪ সেপ্টেম্বর ২০১৯
ঘ) ২৬ সেপ্টেম্বর ২০১৯ 

নেলসন ম্যান্ডেলা শান্তি দশকের (Nelson Mandela Decade of Peace) সময়কাল কত?
ক) ২০১৯-২০২৮ সাল 
খ) ২০২১-২০৩০ সাল
গ) ২০২২-২৯৩১ সাল 
ঘ) ২০২৩-২৯৩২ সাল | 

United Nations Decade on Ecosystem Restoration সময়কাল কত? 
ক) ২০১৯-২০২৮ সাল
খ) ২০২১-২০৩০ সাল
গ) ২০২২-২০৩১ সাল
ঘ) ২০২৩-২৯৩২ সাল

NAM'র অষ্টাদশ শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
ক) ১৫-১৬ অক্টোবর ২০১৯
খ) ১৮-১৯ অক্টোবর ২০১৯
গ) ২০-২১ অক্টোবর ২০১৯
ঘ) ২৫-২৬ অক্টোবর ২০১৯

NAM'র অষ্টাদশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) বাকু, আজারবাইজান
খ) বালি, ইন্দোনেশিয়া
গ) কুয়ালালামপুর, মালয়েশিয়া
ঘ) তেহরান, ইরান

৪৬তম G7 শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
ক) ১০-১২ জুন ২০২০
খ) ১৫-১৭ জুন ২০২০
গ) ২০-২৩ জুন ২০২০
ঘ) ২৪-২৬ জুন ২০২০

৪৬তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) যুক্তরাজ্য
খ) কানাডা
গ) জাপান
ঘ) যুক্তরাষ্ট্র

২৫ অক্টোবর ২০১৯ NAM'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) হাসান রুহানি (ইরান)
খ) আহমেদ ইয়াহিয়া (আলজেরিয়া)
গ) ইলহাম আলিয়েভ (আজারবাইজান)
ঘ) মাহমুদ আব্বাস (ফিলিস্তিন)

অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিল (ECOSOC) এর বর্তমান ও পঞ্চম নারী প্রেসিডেন্ট কে?
ক) মার্জিতা রসি (ফিনল্যান্ড)
খ) মেরি ছাতারডােভা (চেক প্রজাতন্ত্র)
গ) সিলভিয়ে লুকাস (লুক্সেমবার্গ)
ঘ) মােনা জুল (নরওয়ে)

ইউরােপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক) কোলিন্দা গ্রাভার কিতাবরাভিচ (ক্রোয়েশিয়া)
খ) ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
গ) ইওয়া কোপ্যাক (পােল্যান্ড)
ঘ) সেভিল শাইদেহ (রােমানিয়া)

ইউরােপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কে?
ক) হারমান ভ্যান বুই (বেলজিয়াম)
খ) ডেভিড সাসােলি (ইতালি)
গ) চার্লস মিশেল (বেলজিয়াম)
ঘ) ডােনাল্ড টাস্ক (পােল্যান্ড)

২০১৯ সালের বৈশ্বিক প্রতিযােগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
ক) সিঙ্গাপুর
খ) যুক্তরাষ্ট্র
গ) হংকং
ঘ) নেদারল্যান্ডস

২০১৯ সালের বৈশ্বিক প্রতিযােগিতার সক্ষমতা প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) অ্যাঙ্গোলা
খ) হাইতি
গ) ইয়েমেন
ঘ) শাদ

২০১৯ সালের বৈশ্বিক প্রতিযােগিতার সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১০১তম
খ) ১০৫তম
গ) ১০৭তম
ঘ) ১০৯তম

স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) অস্ট্রেলিয়া
গ) রাশিয়া
ঘ) যুক্তরাষ্ট্র

স্বর্ণ মজুদে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) জার্মানি
গ) ইতালি
ঘ) ফ্রান্স

রৌপ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক) মেক্সিকো
খ) পেরু
গ) চীন
ঘ) রাশিয়া

২০১৯ সালে কতজন ব্যক্তি নােবেল পুরস্কার লাভ করেন?
ক) ১১ জন
খ) ১২ জন। .
গ ১৩ জন 
ঘ) ১৪ জন

চিকিৎসাবিজ্ঞানে নােবেল পুরস্কার লাভ করেন কে, কে?
ক) উইলিয়াম জি কেইলিন জুনিয়র
খ) স্যার পিটার জে. র্যাটক্লিফ
গ) গ্রেগ এল সেমেনজা
ঘ) ওপরের সকলে

পদার্থবিদ্যায় নােবেল পুরস্কার লাভ করেন কে, কে?
ক) জেমস পিবলস
খ) মিশেল মেয়র
গ) দিদিয়ার কুয়েলজ
ঘ) ওপরের সকলে

জব সলুশন (GK) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধন pdf download

২০১৯ সালে রসায়নে নােবেল পুরস্কার লাভ করেন কে, কে?
ক) জন বি গুডেনফ
খ) এম স্ট্যানলি হুইটিংহ্যাম
গ) আকিরা ইয়ােশিনাে
ঘ) ওপরের সকলে

২০১৯ সালে সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন কে?
ক) মাে ইয়ান
খ) মারিও বার্গাস ইয়ােসা
গ) পিটার হ্যান্ডকে
ঘ) ওলগা তােকারচুক

২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন কে?
ক) ডেনিস মুকওয়েগি
খ) নাদিয়া মুরাদ
গ) গ্রেটা থানবার্গ
ঘ) আবি আহমেদ আলী

২০১৯ সালে অর্থনীতিতে নােবেল পুরস্কার লাভ করেন কে, কে?
ক) মাইকেল ক্রেমার
খ) এস্থার দুফলাে
গ) অভিজিৎ ব্যানার্জি
ঘ) ওপরের সকলে

২০১৯ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
ক) মার্গারেট অ্যাটউড (কানাডা)
খ) বার্নারডাইন এভারিন্টো (যুক্তরাজ্য)
গ) আনা বার্নস (আয়ারল্যান্ড)
ঘ) ক ও খ

২০১৮ সালে সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন কে?
ক) এলিস মুনরাে (কানাডা)
খ) কাজুও ইশিগুরাে (জাপান)
গ) পিটার হ্যান্ডকে (অস্ট্রিয়া)
ঘ) লগা তােকারচুক (পােল্যান্ড)

বঙ্গবন্ধুর বায়ােপিকের চিত্রনাট্য লিখছেন কে?
ক) অতুল তিওয়ারি
খ) শ্যাম বেনেগাল
গ) শেখ হাসিনা
ঘ) শেখ রেহানা

ইনডেমনিটি' পথনাটকের রচয়িতা কে?
ক) আবদুল্লাহ আল মামুন
খ) সেলিম আল দীন
গ) মান্নান হীরা
ঘ) সৈয়দ শামসুল হক

The Testaments উপন্যাসের লেখক কে?
ক) মার্গারেট অ্যাটউড (কানাডা)
খ) বার্নারডাইন এরিস্টো (যুক্তরাজ্য)
গ) রডি ডয়েল (আয়ারল্যান্ড)
ঘ) থমাস কেনিলি (অস্ট্রিলিয়া)

Girl, Woman, Other উপন্যাসের লেখক কে?
ক) মার্গারেট অ্যাটউড (কানাডা)
খ) বর্নারভাইন এভারিস্টো (যুক্তরাজ্য)
গ) সালমান রুশদি (ভারত)
ঘ) কেরি হুম (নিউজিল্যান্ড)

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বাের্ড (BCCI)-এর বর্তমান সভাপতি কে?
ক) সৌরভ গাঙ্গুলী
খ) শচীন টেন্ডুলকার
গ) মােহাম্মদ আজহারউদ্দীন
ঘ) রাহুল দ্রাবিড়

১ অক্টোবর ২০১৯ প্রথম অব্রিটিশ ব্যক্তি হিসেবে কে মেরিলিবােন ক্রিকেট ক্লাবের (MCC) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
ক) ওয়াসিম আকরাম (পাকিস্তান)
খ) শচীন টেন্ডুলকার (ভারত)
গ) কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)
ঘ) সাকিব আল হাসান (বাংলাদেশ)

১৯ অক্টোবর ২০১৯ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একাদশ হ্যাটট্রিক করেন কে?
ক) মােহাম্মদ হাসনাইন (পাকিস্তান)
খ) লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)
গ) খাওয়ার আলি (ওমান)
ঘ) নােমান ভানুয়া (পাপুয়া নিউগিনি)


বোনাস প্রশ্ন
প্রশ্ন : বাগ বাউন্টি কী?
উত্তর : অবৈধভাবে কারাে কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশকারী হ্যাকারদের একটি শ্রেণী রয়েছে যারা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যারের ত্রুটি (বাগ) খুঁজে বের করে তা সংশােধনের সুযােগ করে দেন। এদের বলা হয় হােয়াইট হ্যাট হ্যাকার এবং এ কাজটিকে বলা হয় বাগ বাউন্টি।

প্রশ্ন : Brain drain বলতে কী বােঝায়?
উত্তর : কোনাে দেশ কর্তৃক অন্য দেশ থেকে অর্থ, চাকরি বা ব্যবসার আকর্ষণীয় সুযােগ প্রদানের মাধ্যমে প্রতিভাবান, মেধাবী বা বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে আসা হলাে Brain drain বা মেধাপাচার।

প্রশ্ন : নবাব সিরাজউদ্দৌলার পুরাে নাম কী?
উত্তর : মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা।

প্রশ্ন : ফেসবুক চ্যাট বট কী?
উত্তর : ফেসবুক পেজে কোনাে প্রশ্ন করলে বা সেবা সম্পর্কে তথ্য জানতে চাইলে সাধারণ প্রশ্নগুলাের উত্তর স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নকর্তার কাছে সরাসরি চলে আসে। রােবটের মাধ্যমে সম্পাদন করা ফেসবুক মেসেঞ্জার থেকে পাঠানাের এ ব্যবস্থাই হলাে মেসেঞ্জার বট বা চ্যাট বট। ২০১৬ সালে ফেসবুক এটি চালু করে।

প্রশ্ন : AD, BC, BCE,CE ও circa দ্বারা কী বোঝানাে হয়?
উত্তর : সাল প্রকাশে ব্যবহৃত AD'র পূর্ণরূপ Anno Domini (খ্রিষ্টাব্দ), BC'র পূর্ণরূপ Before Chirst (খ্রিস্টপূর্ব), BCE’র পূর্ণরূপ Before the Common Era (খ্রিস্টপূর্ব), CE’র পূর্ণরূপ Common Era, Current Era 71 Christian Era (খ্রিষ্টাব্দ) এবং circa অর্থ আনুমানিক বা প্রায়, যার সংক্ষিপ্ত রূপc, cadre বা cca।

প্রশ্ন : অর্থনীতির ক্ষেত্রে PPP বলতে কী বােঝায়?
উত্তর : PPP (Purchasing Power Parity) হলাে বিভিন্ন দেশের মধ্যে মুদ্রার প্রকৃত ক্রয়ক্ষ তা পরিমাপের জনপ্রিয় সূচক বা তত্ত্বীয় পদ্ধতি। এ তত্ত্ব অনুসারে দুটি মুদ্রার দীর্ঘমেয়াদি স্থায়ী বিনিময় হারই মূলত এ দুই মুদ্রার ক্রয়ক্ষমতার হার।

জব সলুশন (GK) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধন pdf download

প্রশ্ন : ফিস প্লেট কী?
উত্তর :ফিস প্লেট হলাে রেললাইনের দুটি বিট জোড়া দেয়ার কাজে ব্যবহৃত একটি লােহার পাত বিশেষ। রেলগাড়ি চলার সময় এটি মাছের ন্যায় উপর-নিচ হয় বিধায় এর এরূপ নামকরণ।

প্রশ্ন : একটি তারার মৃত্যু ঘটে কীভাবে?
উত্তর : তারা হলাে প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গােলাকার বস্তৃপিণ্ড যা গ্যাস ও ধূলিকণার সমন্বয়ে গঠিত। উচ্চ তাপে তারা নিউক্লীয় বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত নিজের জ্বালানী উৎপন্ন করে, যা শেষ হয়ে গেলে এর মৃত্যু ঘটে এবং শ্বেত বামন, নিউট্রন তারা বা কৃষ্ণ বিবরের সৃষ্টি হয়।

প্রশ্ন : হাওড়, বাঁওড়, বিল, ঝিল ও ডােবার মধ্যে পার্থক্য কী?
উত্তর : সাধারণত ভূ-আলােড়নের ফলে সৃষ্ট অগভীর গামলা আকৃতির জলাশয় হলাে হাওড়। সারা বছরই এগুলােতে পানি থাকে। যেমন— হাকালুকি। পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে বা নদীর গতিপথের ধার ঘেষে সৃষ্ট জলাশয় হলাে বাওড়। যেমন— জয়দিয়া। কৃষি, যােগাযােগ বা অন্য ব্যবহারের জন্য মানবসৃষ্ট পানির গতিপথ হলাে খাল। যেমন— সুয়েজ খাল। বিস্তীর্ণ আবদ্ধ স্বাদুপানির জলাশয়, যা বর্ষা মৌসুমে পানিতে পূর্ণ থাকলেও শুষ্ক মৌসুমে আংশিক শুকিয়ে যাওয়ায় এখানে চাষাবাদ ও পশুর চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়— এমন জলাশয় হলাে বিল। যেমন— চলনবিল। চারদিক স্থল দ্বারা বেষ্টিত নদীর পরিত্যক্ত খাত বা জলাশয় হলাে ঝিল। যেমন— হাতিরঝিল। আর অপরিষ্কার ছােট জলাশয় হলাে ডােবা।

প্রশ্ন : ডিপফেক (Deepfake) কী?
উত্তর : ছবি, অডিও এবং ভিডিওকে বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করে হুবহু আসলের মতাে বলে প্রচার করা হলাে ডিপফেক (Deepfake)। এটিই সবচেয়ে নতুনতম ডিজিটাল হুমকির নাম বলে মনে করা হয়।

প্রশ্ন: দেশের প্রথম কোষাগার নােট কোনটি?
উত্তর: দেশের প্রথম কোষাগার নোট এক টাকা, যা ১৯৭২ সালে চালু হয়। এটি ১৯৯৩ সাল পর্যন্ত প্রচলিত ছিল।

2 comments:

  1. অসাধারণ একটি পোস্ট। অনেক নতুন কিছু জানতে পারলাম, ধন্যবাদ।

    ReplyDelete