G

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq Question Answer pdf download

উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Civics and Good Governance
2nd Paper
MCQ
Question and Answer pdf download

উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ডাউনলোড পিডিএফ

১. বাংলাদেশে কত বছর বয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী হয়?
ক. ১৭ বছর
খ. ১৮ বছর
গ. ১৯ বছর
ঘ. ২০ বছর

২. বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থী সর্বোচ্চ কতটি আসনে প্রতিদ্বনি্দ্বতা করতে পারেন?
ক. ২টি আসনে
খ. ৩টি আসনে
গ. ৪টি আসনে
ঘ. ৫টি আসনে

৩. বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য হলো-
i. সর্বজনীন ভোটাধিকার
ii. গোপন ভোটপদ্ধতি
iii. একক নির্বাচনি এলাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নগুলোর উত্তর দাও।
'ক' রাষ্ট্রের ৫ম নির্বাচনটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছে। সেখানে প্রাপ্ত বয়স্ক নাগরিকরা গোপনে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছে।

৪. অনুচ্ছেদে কী ধরনের ভোটাধিকার ফুটে উঠেছে?
ক. বিশেষ ভোটাধিকার
খ. যৌথ ভোটাধিকার
গ. সরল ভোটাধিকার
ঘ. সর্বজনীন ভোটাধিকার

৫. উদ্দীপকের সাথে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সাদৃশ্য রয়েছে-
i. গোপন ভোটদান
ii. সর্বজনীন ভোটাধিকার
iii. স্তরভিত্তিক ভোটদান

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৬. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে?
ক. ১৯৭৩
খ. ১৯৮৬
গ. ১৯৭৯
ঘ. ১৯৮৮

৭. ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে কত জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে?
ক. ২.৩১৫ জন
খ. ২,৩৫২ জন
গ. ২,৫৫৫ জন
ঘ. ৩,৬৬৬ জন

৮. ১৯৭৯ সালের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর) কত জনকে মনোনীত করে?
ক. ১৫ জন
খ. ৮৯ জন
গ. ৫৫ জন
ঘ. ৬৬ জন

৯. ১৯৭৩ সালের নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. আওয়ামী লীগ ৯৬.৬৬% আসন পায়
ii. শতকরা ৮৫ ভাগ ভোটদান করে
iii. আওয়ামী লীগ ৭৩.৬৬% ভোট পায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১০. ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে কত জন প্রার্থী প্রতিদ্বনি্দ্বতা করেন?
ক. ২.৩১৫ জন
খ. ১৫২৭ জন
গ. ২,৫৫৫ জন
ঘ. ৩,৬৬৬ জন

১১. জাতীয় সংসদ বাতিল করলে কয়দিনের মধ্যে সংসদের নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে?
ক. ৫০ দিন
খ. ৮০ দিন
গ. ৬০ দিন
ঘ. ৯০ দিন

১২. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণীত হয়। কত তম জাতীয় সংসদে?
ক. পঞ্চম
খ. চতুর্থ
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম

১৩. ১৯৯১ সালের নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক. ১২ জানুয়ারি
খ. ২৭ ফেব্রুয়ারি
গ. ১৮ মার্চ
ঘ. ২০ এপ্রিল

১৪. ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটি আসন লাভ করে?
ক. ১২০টি
খ. ১৪২টি
গ. ১৩০টি
ঘ. ১৫০টি

১৫. কোন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসন পেয়েছিল?
ক. পঞ্চম
খ. চতুর্থ
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম

১৬. জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য সাধারণ আসনে কমপক্ষে কতটি আসন পাওয়ার প্রয়োজন হয়?
ক. ১৪২টি
খ. ১৫১টি
গ. ১৫৫টি
ঘ. ১৪৫টি

১৭. রহিম বিচারপতি সাহাবুদ্দিন আহমদ কর্তৃক পরিচালিত একটি নির্বাচন নিয়ে পর্যালোচনা করেন। উক্ত নির্বাচন-
i. ১৯৮৮ সালে অনুষ্ঠিত হয়
ii. গণতন্ত্রে প্রত্যাবর্তনের প্রাথমিক পদক্ষেপ
iii. দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৮. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে কত জন সদস্য মোতায়েন করা হয়?
ক. ৩ লক্ষ
খ. ৪ লক্ষ
গ. ৫ লক্ষ
ঘ. ৬ লক্ষ

১৯. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম কতটি আসনে মনোনয়ন দেয়?
ক. ১২০টি
খ. ১০৪টি
গ. ১৩০টি
ঘ. ১৫০টি

২০. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটি আসন লাভ করে?
ক. ১০০টি
খ. ১১৬টি
গ. ১৩৯টি
ঘ. ১৫০টি

২১. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ কত বছর পর ক্ষমতাসীন হয়?
ক. ১২ বছর
খ. ১৮ বছর
গ. ১৫ বছর
ঘ. ২১ বছর

২২. ২০০১ সালের সাধারণ নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করে?
ক. ১০০টি
খ. ৫২টি
গ. ৩৯টি
ঘ. ১৫০টি

২৩. বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৯
খ. ১৯৮৬
গ. ২০০১
ঘ. ২০০৬

২৪. অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের পরিমাণ শতকরা কত ছিল?
ক. ৭৫.৫৯%
খ. ৭৫.০৯%
গ. ৫৫.৫৯%
ঘ. ৭৫.১৯%

২৫. অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কত জন দলীয় প্রার্থী ছিলেন?
ক. ১২৩৫ জন
খ. ১৪৩৯ জন
গ. ১৫১৭ জন
ঘ. ৪৫৫৪ জন

২৬. অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোট সর্বমোট কতটি আসন লাভ করে?
ক. ১০০টি
খ. ২১৬টি
গ. ৩৯৮টি
ঘ. ১৫০টি

২৭.নবম জাতীয় সংসদ নির্বাচনে বি.এন.পি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট মোট কতটি আসন লাভ করে?
ক. ২৮
খ. ৩৩
গ. ৫৫
ঘ. ৭৮

২৮. দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়-
ক. ৪ জানুয়ারি ২০১৪
খ. ৫ জানুয়ারি ২০১৪
গ. ৬ জানুয়ারি ২০১৪
ঘ. ৭ জানুয়ারি ২০১৪

২৯. বাংলাদেশে মোট কতবার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে?
ক. ১০
খ. ৩৩
গ. ৫৪
ঘ. ২৩

৩০. বাংলাদেশে সর্বশেষ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. অষ্টম
খ. নবম
গ. দশম
ঘ. একাদশ

উত্তরমালা

১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
খখঘঘককখখকখঘগখখক

১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
খগখখখঘখগকখখখখকগ

No comments:

Post a Comment