বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ সমার্থক বা প্রতিশব্দ pdf download

বাংলা ২য় পত্র বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: সমার্থক বা প্রতিশব্দ অষ্টম শ্রেণির জন্য, নবম-দশম শ্রেণিBangla 2nd Paper MCQ Question with Answer.

বাংলা  ২য় পত্র  বহু নির্বাচনি প্রশ্ন উত্তর | সমার্থক বা প্রতিশব্দ
স্পেশাল মডেল টেস্ট 
বাংলা  ২য় পত্র 
সমার্থক বা প্রতিশব্দ 
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর 

Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

০১. কোনটি আকাশ শব্দের প্রতিশব্দ নয়?
. বাসব
. অনন্ত
. গগন
. ব্যোম
উত্তরঃ বাসব

০২. আকাশ এর সমার্থক শব্দ নয়-
. গগন
. অন্তরীক্ষ
. অম্বর
. ভুবন
উত্তরঃ ভুবন

০৩. নিচের কোনটি আকাশশব্দের সমার্থক নয়?
. অন্তরীক্ষ
. হিমাংশু
. অম্বর
. ব্যোম
উত্তরঃ হিমাংশু

০৪. 'আকাশ' শব্দের সাথে মিল শব্দ কোনটি?
. নভঃ
. বাতাস
. শূন্য
. গ দুটিই
উত্তরঃ   গ দুটিই

০৫. ‘অম্বরএর প্রতিশব্দ কোনটি?
. পৃথিবী
. জল
. সমুদ্র
. আকাশ
উত্তরঃ আকাশ

০৬. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়
. হর্ষ
. পুলক
. সুখ
. বিষাদ
উত্তরঃ বিষাদ

০৭. ‘আনন্দএর সমার্থক শব্দ নয়-
. উচ্ছ্বাস
. উল্লাস
. শ্রান্তি
. সফুরণ
উত্তরঃ শ্রান্তি

০৮. কোনটি আনন্দ-এর প্রতিশব্দনয়?
. উল্লাস
. দিপ্তী
. আহলাদ
. প্রীতি
উত্তরঃ দিপ্তী

০৯. হর্ষ শব্দের অর্থ কি?
. হলুদ
. সাধ
. দুষ্ট
. আনন্দ
উত্তরঃ আনন্দ

১০. কিরণ এর সমার্থক শব্দ নয়-
. রশ্মি
. রবি
. কর
. প্রভা
উত্তরঃ রবি

১১.  'অংশুশব্দের সমার্থক শব্দ কোনটি?
. কুটুম
. দীপ্তি
. দৃষ্টি
. উজ্জ্বল
উত্তরঃ দীপ্তি

১২. 'অংশু' শব্দের অর্থ কোনটি?
. চন্দ্র
. লজ্জা
. লােহিত
. প্রভা
উত্তরঃ প্রভা

১৩. ‘অগ্নি সমার্থক শব্দ নয়?
. বহ্নি
. জুতাশন
. পাবক
. অলক
উত্তরঃ অলক

১৪. ‘আগুনএর প্রতিশব্দ নয় কোনটি?
. অনল
. বহ্নি
. পাবক
. কর
উত্তরঃ কর

১৫. কোনটিঅগ্নি সমার্থক শব্দনয়?
. পাবক
. বৈশ্বানর
. সর্বগুচি
. প্রজ্বলিত
উত্তরঃ প্রজ্বলিত

১৬. সর্বভুক শব্দের সমার্থক শব্দ-
. রাক্ষস
. ক্ষুধার্ত
গ. আগুন
. মাংসাশী
উত্তরঃ গ. আগুন

১৭. সমার্থক শব্দগুচছ নির্ণয় করুন-
. বাজী, তুরঙ্গম, ভুজঙ্গ
. তমঃ, তমিস্র, শুক্ল
. সর্বভুক, কৃশানু, বৈশ্বানর
. কুটুম্ব, আগন্তুক, অনাহূত
উত্তরঃ সর্বভুককৃশানুবৈশ্বানর

১৮. নিচের কোন দুটি সমার্থক শব্দ?
. কৃশানু: পাবক
. বারিদ: সুধাকর
. অম্বু: অহন
. বীচি: ওদন
উত্তরঃ কৃশানুপাবক

১৯. কোনটি সমার্থক শব্দ নয়?
. অনল
. পাবক
. বিভাবরী
. হুতাশন
উত্তরঃ বিভাবরী

২০. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
. অন্তরীক্ষ
. বিভু
গ. প্রভাকর
. সুধাকর
উত্তরঃ অন্তরীক্ষ

২১. আকাশের প্রতিশব্দ-
. গগন
. কিরণ
. কানন
. অসীম
উত্তরঃ গগন

২২. 'আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলাে?
. অলক, কন্ডল, চিকুর
. অণর, পাবক, বহ্নি
. ব্যোম, অন্তরীক্ষ শূন্য
. ধরিত্রী, মহী, মেদেনী
উত্তরঃ ধরিত্রীমহীমেদেনী

২৩. কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ?
. পাবক
. মনােজ
. ধারাপাত
. তমসা
উত্তরঃ তমসা

২৪. 'অন্ধকার' এর সমার্থক শব্দ নয়
. তিমির
. কাজল
. আঁধার
. অমানিশা
উত্তরঃ কাজল

২৫. ‘তিমিরশব্দের অর্থ কী?
. কালাে
. অন্ধকার
. কুশ্রী
. সন্ধ্যা
উত্তরঃ অন্ধকার

২৬. 'ভাতি' সমার্থক শব্দ-
. রাত
. আঁধার
. ভাের
. আলাে
উত্তরঃ আলাে

২৭. ‘অশ্রুশব্দের প্রতিশব্দ-
. নীর
. সরিৎ
গ. লাের
. বিধু
উত্তরঃ গ. লাের

২৮. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়?
. রেওয়াজ
. মকশাে
. তালিম
ঘ. তালাশ
উত্তরঃ ঘ. তালাশ

আরো পড়ুনঃ
বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯. ‘আগুন’-এর সমার্থকশব্দ কোনটি?
. সুবর্ণ
. অনল
. মার্তণ্ড
. কর
উত্তরঃ অনল

৩০. ‘পাবক নিচের কোন শব্দের প্রতিশব্দ?
. কিরণ
. দিবস
. অগ্নি
. বাতাস
উত্তরঃ অগ্নি

৩১. 'বীতিহােত্র' এর সমার্থক শব্দ কোনটি?
ক. অগ্নি
. অপলক
গ. লালসা
. যজ্ঞ
উত্তরঃ ক. অগ্নি

৩২. কোনটি 'অগ্নি' শব্দের প্রতিশব্দ নয়?
. অনল
খ. ফুলশ্বর
. পাবক
. হুতাশন
উত্তরঃ খ. ফুলশ্বর

৩৩. দ্যুলােক' শব্দের অর্থ
. আকাশ
. বাতাস
. পৃথিবী
. পাতাল
উত্তরঃ আকাশ

৩৪.  ঋত্বিক শব্দটির প্রতিশব্দ
বৃষভ
. এলানাে
. ঋজু
. হােমক
উত্তরঃ হােমক

৩৫. নিচের কোনটি 'কন্যা সমার্থক নয়?
. সহােদরা
. মেয়ে
. পুত্ৰী
. আত্মজা
উত্তরঃ সহােদরা

৩৬. কোনটি 'কন্যাশব্দের অর্থ নয়?

. তনয়া
. অলক
. নন্দিনী
. আত্মজা
উত্তরঃ অলক

৩৭. নন্দিনী এর সমার্থক শব্দ কোনটি?
. ননদিনী
. নারী
গ. তনয়া
. সুন্দরী
উত্তরঃ গ. তনয়া

৩৮. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
. শিখা
. অশনি
. সূর্য
. অংশু
উত্তরঃ অংশু

৩৯. কোন শব্দটি খবর এর সমার্থক নয়
ক. সন্দেশ
খ. সংবাদ
গ. বার্তা
ঘ. গুজব
উত্তরঃ ঘ. গুজব

৪০. 'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. কুরঙ্গ
খ. ভুজঙ্গ
গ. করী
ঘ. কেশরী
উত্তরঃ গ. করী

৪১. কোকিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
. অসূয়া 
. নিশাকর 
. তিলক 
. কাকপুষ্ট
উত্তরঃ কাকপুষ্ট

৪২. ‘কোকিলএর সঠিক প্রতিশব্দ কি?
. করী 
. কুণ্ডল 
গ. কলকণ্ঠ 
. বিভা
উত্তরঃ গ. কলকণ্ঠ

৪৩. 'অন্যপুষ্ট' কোন পাখিকে বলা হয়?
, কাক 
. কোকিল 
. কবুতর 
. ময়না
উত্তরঃ কোকিল 

৪৪. 'কোকিলএর সঠিক প্রতিশব্দ কোনটি?
. কপােত 
. পিক 
. বসন্তদূত  
. দুটিই
উত্তরঃ    দুটিই

৪৫. কোনটি 'কোকিল' শব্দের প্রতিশব্দ নয়?
. পিক
. পরভৃত
. পরভৃৎ
. বসন্তদূত
উত্তরঃ পরভৃৎ

৪৬. কোন শব্দটি 'কটি'-এর সমার্থক নয়?
. কোমর
. কাঁচুলি
গ. মাজা
ঘ. কাঁকাল
উত্তরঃ কাঁচুলি

৪৭. 'কুহক'- শব্দের সমার্থক শব্দ কোনটি?
. কুহেলী 
. ভূম 
গ. ঋষি 
ঘ. মায়া
উত্তরঃ ঘ. মায়া

৪৮. 'অভিলাষ' শব্দটির অর্থ কী?
. ইচছা
. উল্লাস
. অলক
. আকাশ
উত্তরঃ ইচছা

৪৯. ইচ্ছা- এর সমার্থক শব্দ-
ক. অভিলাষ
. স্বেচ্ছা
গ. সৃজনী
. আগ্রহী
উত্তরঃ ক. অভিলাষ

৫০. কোনটিউচ্ছ্বাসশব্দের প্রতিশব্দ নয়?
. বিকাশ
. পুলক
. উল্লাস
. সফুরণ
উত্তরঃ পুলক

৫১. উচ্ছ্বাসশব্দের প্রতিশব্দনয় কোনটি?
. স্ফুরণ
. উদ্ভাসিত
. স্ফীতি
. বিকাশ
উত্তরঃ উদ্ভাসিত

৫২. ইতি শব্দের প্রতিশব্দনয় কোনটি?
. অবসান
. বরেণ্য
. শেষ
. বিরাম
উত্তরঃ বরেণ্য

আরো পড়ুনঃ

Bangla 2nd Paper
MCQ
Board Question with Answer pdf download

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ভাষা

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাংলা ব্যাকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাক্য প্রকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: শব্দের শ্রেণিবিভাগ এবং পদ প্রকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ক্রিয়াপদ, কাল এবং পুরুষ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সন্ধি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কারক ও বিভক্তি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন উত্তর বিষয়: সমাস ও প্রত্যয়

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ভাষা, বর্ণ ও ধ্বনি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: যতি বা ছেদ-চিহ্ন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: অনুসর্গ, বাচ্য এবং উক্তি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাগধারা ও শব্দের যোগ্যতার বিকাশ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কৃৎ-প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: উপসর্গ এবং ধাতু

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পদাশ্রিত নির্দেশক এবং সমাস

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ ও বচন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: লিঙ্গ ও বচন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পদ এবং বাক্য

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বাংলা ২য় পত্র মডেল টেস্ট