বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ পদ এবং বাক্য pdf download - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ পদ এবং বাক্য pdf download

বাংলা  ২য় পত্র  বহু নির্বাচনি প্রশ্ন উত্তর | পদ এবং বাক্য
স্পেশাল মডেল টেস্ট 
বাংলা ২য় পত্র
পদ এবং বাক্য 
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর 
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

০১. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
ক. বিশেষণ পদ
খ. বিশেষ্য পদ
গ. সর্বনাম পদ
ঘ. ক্রিয়াপদ
উত্তরঃ ঘ. ক্রিয়াপদ

০২. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে?
ক. বিশেষণ
খ. বিশেষণের পদ
গ. নাম বিশেষণ
ঘ. ভাববিশেষণ
উত্তরঃ গ. নাম বিশেষণ

০৩. বৃষ্টি পড়ে টাপুর টুপুর -এখানে 'টাপুর টুপুর কোন পদ?
ক. বিশেষ্য
খ. ক্রিয়া
গ. অব্যয়
ঘ. সর্বনাম
উত্তরঃ গ. অব্যয়

০৪. বাক্যের অপরিহার্য পদ কোনটি?
ক. নামপদ
খ. ক্রিয়াপদ
গ. কর্মপদ
ঘ. কর্তৃপদ
উত্তরঃ খ. ক্রিয়াপদ

০৫. "কড়কড়" কোন অব্যয়?
ক. সমুচ্চয়ী
খ. অনস্বয়ী
গ. অনুসর্গ
ঘ. অনুকার
উত্তরঃ ঘ. অনুকার

০৬. "মন্ত্রের সাধন কিংবা শরীর পতন"- এখানে কিংবা কোন অব্যয়?
ক. অনুকার অব্যয়
খ. বিয়োজন অব্যয়
গ. সমুচ্চয়ী অব্যয়
ঘ. সংযোজক অব্যয়
উত্তরঃ খ. বিয়োজন অব্যয়

০৭. ''মন্ত্রের সাধন কিংবা শরীর পতন''- এই বাক্যে কিংবা কোন অব্যয়?
ক. সংযোজক অব্যয়
খ. বিয়োজক অব্যয়
গ. অস্বয়ী অব্যয়
ঘ. সংকোচক অব্যয়
উত্তরঃ খ. বিয়োজক অব্যয়

০৮. কোনটি অংশবাচক বিশেষণ?
ক. পাঁচ শতাংশ জমি
খ. অর্ধেক সম্পত্তি
গ. ছ কিলোমিটার রাস্তা
ঘ. হাজার টনী জাহাজ
উত্তরঃ খ. অর্ধেক সম্পত্তি

০৯. 'চাতুর্য শব্দের বিশেষণ কোনটি?
ক. চতুরতা
খ. চতুরালি
গ. চতুর
ঘ. চৈতন্য
উত্তরঃ গ. চতুর

১০. 'এবং' কোন পদ?
ক. সর্বনাম
খ. বিশেষণ
গ. বিশেষ্য
ঘ. অব্যয়
উত্তরঃ ঘ. অব্যয়

১১. দ্বারা, দিয়া, হইতে, থেকে- এগুলিকে বলে-
ক. অব্যয়
খ. অনুসর্গ অব্যয়
গ. অনন্বয়ী অব্যয়
ঘ. উপসর্গ
উত্তরঃ খ. অনুসর্গ অব্যয়

১২. ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?- এখানে 'ঘুমিয়ে ঘুমিয়ে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ক্রিয়া বিশেষণ
খ. সামান্য
গ. আধিক্য
ঘ. তীব্রতা
উত্তরঃ ক. ক্রিয়া বিশেষণ

১৩. সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার?
ক. পাঁচ প্রকার
খ. চার প্রকার
গ. তিন প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ গ. তিন প্রকার

১৪. "উভয় পক্ষই এ মতে রাজী" এখানে "উভয় " কি ধরনের সর্বনাম?
ক. সাপেক্ষ সর্বনামৎ
খ. অন্যাদিবাচক সর্বনাম
গ. সমষ্টিবাচক সর্বনাম
ঘ. আত্মবাচক সর্বনাম
উত্তরঃ গ. সমষ্টিবাচক সর্বনাম

১৫. 'অশ্ব দ্রুত চলে-এ বাক্যে বিধেয়-সম্প্রসারণ ঘটেছে কিভাবে?
ক. বিশেষণ যোগে
খ. ক্রিয়া বিশেষণ যোগে
গ. বিশেষণের বিশেষণ যোগে
ঘ. বিধেয় বিশেষণ যোগে
উত্তরঃ খ. ক্রিয়া বিশেষণ যোগে

১৬. পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে কি বলে?
ক. সরল বাক্য
খ. আশ্রিত খণ্ডবাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ গ. যৌগিক বাক্য

১৭. কোনটি জটিল বাক্য?
ক. লোকটি গরিব কিন্তু সৎ
খ. যদিও লোকটি গরিব তথাপি সৎ
গ. গরিব হলেও লোকটি সৎ
 ঘ. গরিব হয়েও লোকটি
উত্তরঃ খ. যদিও লোকটি গরিব তথাপি সৎ

১৮. বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?
ক. যোগ্যতা
খ. আকাঙক্ষা
গ. আসত্তি
ঘ. স্পৃহা
উত্তরঃ খ. আকাঙক্ষা

১৯. কতগুলো পদ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে?
ক. উক্তি
খ. সমাস
গ. সন্ধি
ঘ. বাক্য
উত্তরঃ ঘ. বাক্য

২০.কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
ক. আকাঙক্ষা
খ. যোগ্যতা
গ. আসত্তি
ঘ. আসক্তি
উত্তরঃ ঘ. আসক্তি

২১. যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে?
ক. যৌগিক বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ গ. সরল বাক্য

২২. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে?
ক. ৪ টি
খ. ২টি
গ. ৫ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ. ৩ টি

২৩. কোন বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলে?
ক. উদ্দেশ্য
খ. বিধেয়
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তরঃ ক. উদ্দেশ্য

২৪. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. শব্দ
খ. বর্ণ
গ. ধ্বনি
ঘ. চিহ্ন
উত্তরঃ ক. শব্দ

২৫. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
ক. যোগ্যতা
খ. আকাঙক্ষা
গ. আসক্তি
ঘ. আসত্তি
উত্তরঃ গ. আসক্তি

২৬. মা শুনে তিরস্কার করলেন। -এ বাক্যে কোন গুণের অভাব?
ক. প্রসাদ গুণ
খ. আকাঙক্ষা গুণ
গ. যোগ্যতা গুণ
ঘ. আসক্তি গুণ
উত্তরঃ খ. আকাঙক্ষা গুণ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here