বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ লিঙ্গ ও বচন pdf download

বাংলা ২য় পত্র বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: লিঙ্গ ও বচন অষ্টম শ্রেণির জন্য, নবম-দশম শ্রেণির জন্য Bangla 2nd Paper MCQ Question with Answer
বাংলা  ২য় পত্র  বহু নির্বাচনি প্রশ্ন উত্তর | লিঙ্গ ও বচন
স্পেশাল মডেল টেস্ট 
বাংলা ২য় পত্র | লিঙ্গ ও বচন 
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর 
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

০১. 'বন্ধু' শব্দের বহুবচন কোনটি?
ক. বন্ধুরা
খ. বন্ধুগণ
গ. বন্ধুবর্গ
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ. উপরের সবগুলো

০২. নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়?
ক. মঙ্গল
খ. সভা
গ. কুল
ঘ.গ্রাম
উত্তরঃ ক. মঙ্গল

০৩. যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক সংখ্যার ধারণা হয়, তাকে কি বলে?
ক. সংখ্যা
খ. বচন
গ. একবচন
ঘ. বহুবচন
উত্তরঃ ঘ. বহুবচন

০৪. কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. সকল
খ. বৃন্দ
গ. রাজি
ঘ.পাল
উত্তরঃ ক. সকল

০৫. কোন কিছুর পর্যায় বা ক্ৰম বুঝালে তাকে কি বলে?
ক. কারক
খ. বাচ্য
গ. বচন
ঘ. পূরণবাচক শব্দ
উত্তরঃ ঘ. পূরণবাচক শব্দ

০৬. “ছেলেটা কোথায়”-টা যুক্ত শব্দ কি অর্থ প্রকাশক?
ক. নিরর্থক ভাব
খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা
ঘ. বিশেষ অর্থে নির্দিষ্টতা
উত্তরঃ গ. নির্দিষ্টতা

০৭. বাংলা ব্যাকরণে কোন বচন নেই?
ক. একবচন
খ. দ্বিবচন
গ. বহুবচন
ঘ. কোনটিইনয়
উত্তরঃ খ. দ্বিবচন

০৮. বচন ব্যাকরনের কিরূপ শব্দ?
ক. অব্যয়সূচকশব্দ
খ. প্রাতিপাদিকশব্দ
গ. পারিভাষিক শব্দ
ঘ. কারকসূচকশব্দ
উত্তরঃ গ. পারিভাষিক শব্দ

আরো পড়ুনঃ
বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

০৯. কোন দুটি পদের বচন ভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষ্য ওবিশেষন
গ. সর্বনামও অব্যয়
ঘ. সর্বনামও বিশেষন
উত্তরঃ ক. বিশেষ্য ও সর্বনাম

১০. ইতর প্রাণী ও অপ্রানীবাচক শব্দের শেষে কোন বস্তুবচনবোধক শব্দ যোগ হয়?
ক. রা, এরা
খ. গুলো,গুলা
গ. গন,বৃন্দ
ঘ. বৃন্দবর্গ
উত্তরঃ খ. গুলো,গুলা

১১. 'লাল লাল ফুল' বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে?
ক. একবচন
খ. বহুবচন
গ. শূন্য
ঘ. ঈষৎ
উত্তরঃ খ. বহুবচন

১২. ডালে ডালে কুসুমভার-এখানে 'ভার' কোন অর্থে প্রকাশ করেছে?
ক. গুরুত্ব
খ. বিষাদ
গ. সমূহ
ঘ. বোঝা
উত্তরঃ গ. সমূহ

১৩. 'কমল' এর বস্তুবচনবোধক শব্দ কোনটি?
ক. আবলী
খ. গ্রাম
গ. স্কুল
ঘ. নিকর
উত্তরঃ ঘ. নিকর

১৪. পদের দ্বিরুক্তির সাহায্যে বহুবচন কোনটি?
ক. বন্ধুসব
খ. ফুলে ফুলে
গ. শরুদল
ঘ. পাখিসব
উত্তরঃ খ. ফুলে ফুলে

১৫. আন যোগে সাধিত বহুবচন কোনটি?
ক. বুজুর্গান
খ. কাগজাত
গ. কুসুমদান
ঘ. অনেক ছাত্র
উত্তরঃ ক. বুজুর্গান

১৬. গোটা বচন বাচক শব্দটি কোথায় বসে?
ক. আগে
খ. মাঝে
গ. শেষে
ঘ. পরে
উত্তরঃ ক. আগে

১৭. পদের পূর্বে 'এক' 'গোটা' ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
ক. নির্দিষ্টতা
খ. অনির্দিষ্টতা
গ. সংকীর্ণতা
ঘ. সীমাবদ্ধতা
উত্তরঃ খ. অনির্দিষ্টতা


আরো পড়ুনঃ

Bangla 2nd Paper
MCQ
Board Question with Answer pdf download

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ভাষা

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাংলা ব্যাকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাক্য প্রকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: শব্দের শ্রেণিবিভাগ এবং পদ প্রকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ক্রিয়াপদ, কাল এবং পুরুষ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সন্ধি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কারক ও বিভক্তি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন উত্তর বিষয়: সমাস ও প্রত্যয়

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ভাষা, বর্ণ ও ধ্বনি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: যতি বা ছেদ-চিহ্ন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: অনুসর্গ, বাচ্য এবং উক্তি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাগধারা ও শব্দের যোগ্যতার বিকাশ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কৃৎ-প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: উপসর্গ এবং ধাতু

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পদাশ্রিত নির্দেশক এবং সমাস

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ ও বচন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সমার্থক বা প্রতিশব্দ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পদ এবং বাক্য

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বাংলা ২য় পত্র মডেল টেস্ট