বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ বাংলা ব্যাকরণ pdf download

বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? উ: ৪টি। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? Bangla 2nd Paper MCQ Question with Answer
 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

দ্বিতীয় পরিচ্ছেদ: বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়

১. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? [ঢা.বো. ৯২, কু.বো. ০৭] (উত্তর: ঘ)
 (ক) উইলিয়াম কেরী
 (খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
 (গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
 (ঘ) মনুয়েল দ্য আসসুম্প সাঁও
 
২. বাংলা ব্যাকরণ (বাংলা ভাষায়) গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? [ঢা.বো. ৯৪] (উত্তর: ঘ)
 (ক) রামরাম বসু
 (খ) রামনারায়ণ তর্করত্ন
 (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 (ঘ) রাজা রামমোহন রায়
 
৩. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী? (উত্তর: ক) [ঢা.বো. ৯৪, চ.বো. ৯৬]
 (ক) গৌড়ীয় ব্যাকরণ
 (খ) মাগধীয় ব্যাকরণ
 (গ) মাতৃভাষার ব্যাকরণ
 (ঘ) ভাষা ও ব্যাকরণ
 
৪. ব্যাকরণের কাজ কী? [ঢা.বো. ০৬, ৯৪, ৯৩, রা.বো. ০৭, ৯২, কু.বো. ৯৯, ব.বো. ০৩] (উত্তর: ঘ)
 ক ভালো বক্তা তৈরি করা
 (খ) ভালো অভিনেতা তৈরি করা
 (গ) দ্রুত লেখা শেখানো
 (ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
 
৫. ব্যাকরণ শব্দের সঠিক/ব্যুৎপত্তিগত অর্থ কী? [রা.বো. ০৯, কু.বো. ১২, সি.বো. ০৬] (উত্তর: খ)
 (ক) বিশেষভাবে বিভাজন
 (খ) বিশেষভাবে বিশ্লেষণ
 (গ) বিশেষভাবে বিয়োজন
 (ঘ) বিশেষভাবে সংযোজন
 
৬. কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?  [ঢা.বো. ২০০০] (উত্তর: খ)
 (ক) ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
 (খ) ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
 (গ) ভাষা শিক্ষার জন্য
 (ঘ) ভাষার বিকাশের জন্য
 
৭. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? [ঢা.বো. ০৪, রা.বো. ২০০০, কু.বো. ০৬, চ.বো. ১২, সি.বো. ০৭, ০১, ব.বো. ১০] (উত্তর: গ)
 (ক) ২টি
 (খ) ৩টি
 (গ) ৪টি
 (ঘ) ৫টি
 
৮. আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?  [সি.বো. ০৯, ব.বো. ০৬] (উত্তর: গ)
 (ক) ২টি
 (খ) ৩টি
 (গ) ৪টি
 (ঘ) ৫টি
 
৯. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?  [ঢা.বো. ০৮, ২০০০, রা.বো. ০৮, ০৩, ২০০০, য.বো. ১১, কু.বো. ২০০০] (উত্তর: ক)
 (ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ 
 (খ) শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
 (গ) অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
 (ঘ) ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
 
১০. প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? [ঢা.বো. ০৫, য.বো. ০৯, কু.বো. ১১, চ.বো. ১১, ০৪, সি.বো. ১১, ০৯, ব.বো. ০৫] (উত্তর: ক)
 (ক) চারটি
 (খ) পাঁচটি
 (গ) ছয়টি
 (ঘ) দশটি
 
১১. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [ঢা.বো. ৯৬, রা.বো. ১১, ০৭, য.বো. ১২, ১০, ০৫, কু.বো. ০৭, ৯৯, চ.বো. ১০, ০৩, সি.বো. ১২, ০৩] (উত্তর: খ)
 (ক) রূপতত্ত্ব
 (খ) ধ্বনিতত্ত্ব
 (গ) পদক্রম
 (ঘ) বাক্য প্রকরণ
 
১২. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ১১, ০১, রা.বো. ১০, কু.বো. ১১, ০৭, ০৫] (উত্তর: খ)
 (ক) রূপতত্ত্ব
 (খ) ধ্বনিতত্ত্ব
 (গ) ভাষাতত্ত্ব
 (ঘ) বাক্যতত্ত্ব
 
১৩. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?  [ঢা.বো. ০৫] (উত্তর: ঘ)
 (ক) সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
 (খ) বাক্য গঠন ও উচ্চারণ
 (গ) সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
 (ঘ) বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
 
১৪. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? [ঢা.বো. ০৩, ব.বো. ০৭] (উত্তর: খ)
 (ক) বাক্যতত্ত্বে
 (খ) ধ্বনিতত্ত্বে
 (গ) শব্দতত্ত্বে
 (ঘ) রূপতত্ত্বে
 
১৫. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? [ঢা.বো. ৯৬, য.বো. ০৫, সি.বো. ০৫, ব.বো. ০৭, রা.বো. ০৮] (উত্তর: ক)
 (ক) শব্দ
 (খ) বর্ণ
 (গ) ধ্বনি
 (ঘ) চিহ্ন
 
বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বিষয়: বাংলা ব্যাকরণ

১৬. বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [রা.বো. ০৩, য.বো. ০৯, ০১, ২০০০, চ.বো. ০২, সি.বো. ০১, চ.বো. ০৬, ব.বো. ১২, দি.বো. ১২, ঢঅ.বো-০৮, রা.বো. ০৯] (উত্তর: গ)
 (ক) ধ্বনিতত্ত্ব
 (খ) ভাষাতত্ত্ব
 (গ) রূপতত্ত্ব
 (ঘ) বাক্যতত্ত্ব
 
১৭. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?   [য.বো. ০২, কু.বো. ১২, ০১, ২০০০, চ.বো. ০১] (উত্তর: খ)
 (ক) অর্থতত্ত্বের
 (খ) রূপতত্ত্বের
 (গ) বাক্যতত্ত্বের
 (ঘ) ধ্বনিতত্ত্বের
 
১৮. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ০৯, রা.বো. ০১, দি.বো. ১১] (উত্তর: গ)
(ক) বাক্যতত্ত্বে
(খ) ধ্বনিতত্ত্বে
(গ) শব্দতত্ত্বে
(ঘ) ভাষাতত্ত্বে
 
১৯. ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ৯৯, য.বো. ৯৯, সি.বো. ১০] (উত্তর: খ)
 (ক) ধ্বনিতত্ত্ব
 (খ) রূপতত্ত্ব
 (গ) বাক্যতত্ত্ব
 (ঘ) ছন্দতত্ত্ব
 
২০. পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?  [ঢা.বো. ১২, ০৫] (উত্তর: ক)
 (ক) রূপতত্ত্বের
 (খ) ধ্বনিতত্ত্বের
 (গ) বাক্যতত্ত্বের
 (ঘ) অর্থতত্ত্বের
 
২১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়? [ঢা.বো. ০৬, ০৩, ৯৬, ৯৩, রা.বো. ৯৬, য.বো. ১১, ০৭, ০৩, ০১, ৯৬, কু.বো-১১, ০২, ৯৩, চ.বো. ১২, ১০, ০৮, সি.বো. ০৮, ০৪, ব.বো. ১১, ০৯, ০৭, ০৪, ০২, দি.বো. ১১, ০৯] (উত্তর: গ)
 (ক) আনুপাতিক
 (খ) আনুষঙ্গিক
 (গ) প্রাতিপদিক
 (ঘ) প্রত্যয়ান্তিক

আরো পড়ুনঃ

Bangla 2nd Paper
MCQ
Board Question with Answer pdf download

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ভাষা

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাক্য প্রকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: শব্দের শ্রেণিবিভাগ এবং পদ প্রকরণ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ক্রিয়াপদ, কাল এবং পুরুষ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সন্ধি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কারক ও বিভক্তি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন উত্তর বিষয়: সমাস ও প্রত্যয়

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ভাষা, বর্ণ ও ধ্বনি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: যতি বা ছেদ-চিহ্ন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: অনুসর্গ, বাচ্য এবং উক্তি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: বাগধারা ও শব্দের যোগ্যতার বিকাশ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: কৃৎ-প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: উপসর্গ এবং ধাতু

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পদাশ্রিত নির্দেশক এবং সমাস

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ ও বচন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: সমার্থক বা প্রতিশব্দ

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: লিঙ্গ ও বচন

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বিষয়: পদ এবং বাক্য

বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper), পূর্ণাঙ্গ প্রস্তুতি বোর্ড প্রশ্ন সমাধান বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর বাংলা ২য় পত্র মডেল টেস্ট