G

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ বাগধারা ও শব্দের যোগ্যতার বিকাশ pdf download

 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

দ্বিতীয় পরিচ্ছেদ:
শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা

১. ‘যার অনেক বুদ্ধি আছে’- তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কী দাঁড়ায়? [য.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) বুদ্ধির ঢেঁকি
(খ) ভুশণ্ডির কাক
(গ) বিড়াল তপস্বী
(ঘ) গভীর জলের মাছ

২. অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কী বলে? [ব.বো. ০১] (উত্তর: ক)
(ক) শাপে বর
(খ) তামার বিষ
(গ) উড়ো খৈ গোবিন্দায় নমঃ
(ঘ) একাদশে বৃহস্পতি

৩. ‘গোঁফ খেজুরে’- কোন অর্থে প্রয়োগ করা হয়? [ঢা.বো. ০৭; দি.বো. ১০] (উত্তর: খ)
(ক) খুব চৌকস অর্থে
(খ) নিতান্ত অলস অর্থে
(গ) যার বড় গোঁফ আছে অর্থে
(ঘ) চাটুকার অর্থে

৪. ‘শকুনি মামা’র অর্থ কী? [ঢা.বো. ০৩; রা.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) কুৎসিত মামা
(খ) সৎ মামা
(গ) কুচক্রী লোক
(ঘ) পাতানো মামা

৫. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা কোনটি? [সি.বো. ০৮, ০৩; রা.বো. ০১; ঢা.বো. ২০০০; ব.বো. ১০] (উত্তর: খ)
(ক) অদৃষ্টের পরিহাস
(খ) একাদশে বৃহস্পতি
(গ) অন্ধকার লেখা
(ঘ) কেউ ফেরৎ

৬. ‘রাবণের চিতা’- বাগধারার অর্থ কী? [ঢা.বো. ০৯] (উত্তর: গ)
(ক) সামান্য সম্পদ
(খ) অরাজক দেশ
(গ) চির অশান্তি
(ঘ) অনিষ্টে ইষ্টলাভ

৭. ‘বিড়াল তপস্বী’- কথার অর্থ কী? [সি.বো. ০৯; ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) তুল্যরূপ তীব্র
(খ) কপট সাধু
(গ) বৃথা খেটে মরা
(ঘ) সর্বনাশ করা

৮. ‘দুধের মাছি’- বাগধারাটির অর্থ কী? [কু.বো. ০৭; ঢা.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) যে মাছির গায়ে দুধ জড়ানো থাকে
(খ) দুঃসময়ের বন্ধু
(গ) দুধে বসে যে মাছি
(ঘ) সুসময়ের বন্ধু

৯. ‘সৌভাগ্যের বিষয়’- কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? [য.বো. ১১; ঢা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) কেউকেটা
(খ) একাদশে বৃহস্পতি
(গ) এলাহি কাণ্ড
(ঘ) গোঁফ খেজুরে

১০. ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কী? [য.বো. ০৯] (উত্তর: খ)
(ক) কাঠের পুতুল
(খ) তীব্র জ্বালা
(গ) কূপমণ্ডুক
(ঘ) কেতাদুরস্ত

১১. ‘এসপার ওসপার’ বাগ্ধারাটির কী অর্থ প্রকাশ করে? [ঢা.বো. ০৫] (উত্তর: গ)
(ক) সংঘর্ষ
(খ) তাগাদা
(গ) মীমাংসা
(ঘ) কিছু একটা

১২. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি? [কু.বো. ১০] (উত্তর: খ)
(ক) অশনি
(খ) ব্যোম
(গ) বিভাবরী
(ঘ) নীলাম্বু

১৩. ‘দলপতি’ অর্থে বাগ্ধারা কোনটি? [চ.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) রুই কাতলা
(খ) বাঘব বোয়াল
(গ) ভুষণ্ডির কাক
(ঘ) পালের গোদা

১৪. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? [ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) চোখের বালি
(খ) চোখের মণি
(গ) চোখের পর্দা
(ঘ) চোখের জল

১৫. ‘তাসের ঘর’- অর্থ কী? [চ.বো. ০৬] (উত্তর: খ)
(ক) তাস খেলার ঘর
(খ) ক্ষণস্থায়ী বস্তু
(গ) দীর্ঘস্থায়ী
(ঘ) পূর্ণস্থায়ী

১৬. ‘বিধির বিড়ম্বনা’-এর বাগধারা কী? [সি.বো. ০১] (উত্তর: গ)
(ক) অলক্ষীর দশা
(খ) অগ্নিপরীক্ষা
(গ) অদৃষ্টের পরিহাস
(ঘ) আটকপালিয়া

১৭. কোনটি ভিন্নার্থক বাগধারা? [কু.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) অহি-নকুল সম্বন্ধ
(খ) আদায় কাঁচকলায়
(গ) সাপে নেউলে
(ঘ) চোখের বালি

১৮. ‘যারা বাইরের ঠাট বজায় রেখে চলে’- এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? [চ.বো. ০৬; ব.বো. ০৩] (উত্তর: গ)
(ক) ব্যাঙের আধুলি
(খ) রাশভারী
(গ) লেফাফাদুরস্ত
(ঘ) ভিজে বেড়াল

১৯. কোন বাগধারাটির অর্থ ‘মরা’? [কু.বো. ০২] (উত্তর: ক)
(ক) অক্কা পাওয়া
(খ) কেউকেটা
(গ) কান পাতলা
(ঘ) কেতাদুরস্ত

২০. ‘আকাশ কুসুম’- বাগধারাটির প্রকৃত অর্থ কী? [য.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) অসম্ভব বস্তু
(খ) বিস্তর ব্যবধান
(গ) হতবুদ্ধি
(ঘ) অবাস্তব কল্পনা

২১. কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে? [ঢা.বো. ১০; চ.বো. ০২; রা.বো. ১১; সি.বো. ০৬] (উত্তর: খ)
(ক) মাথা ব্যথা
(খ) মাথা ধরা
(গ) মাথা ঘামানো
(ঘ) মাথা খাওয়া

২২. ‘গদাই লস্করী চাল’- কথাটির অর্থ কী? [কু.বো. ০৭; সি.বো. ০২] (উত্তর: ক)
(ক) অতি ধীর গতি
(খ) আভিজাত্য
(গ) আধুনিকতা
(ঘ) অতি দ্রুত গতি

২৩. ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [কু.বো. ২০০০; ঢা.বো. ০৬; য.বো. ১৩] (উত্তর: খ)
(ক) ভীষণ ঝড়
(খ) ভীষণ ব্যাপার
(গ) ছোটখাটো ঝগড়া
(ঘ) অল্প নড়াচড়া

২৪. ‘একগুঁয়ে’- কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়? [রা.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) রাঘব বোয়াল
(খ) গোঁয়ার গোবিন্দ
(গ) উড়নচণ্ডী
(ঘ) নেই আঁকড়া

২৫. ‘উড়নচণ্ডী’ বাগধারার অর্থ- [ঢা.বো. ০৪; রা.বো. ০৮; য.বো. ০৪; চ.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) উচ্ছৃঙ্খল
(খ) অমিতব্যয়ী
(গ) নির্বোধ
(ঘ) গোঁয়ার

২৬. ‘চিকামারা’-বলতে কোনটি বোঝায়? [ঢা.বো. ১১; সি.বো. ০৩] (উত্তর: ক)
(ক) দেয়ালে লেখা
(খ) হীন শত্রুর সাথে লড়া
(গ) শত্রুকে বিনাশ করা
(ঘ) বাজে কাজ করা

২৭. ‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী? [দি.বো. ১২; ব.বো. ০৩; য.বো. ১০; সি.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) গোবরের মতো আবর্জনা
(খ) প্রতারক
(গ) চালাক
(ঘ) মূর্খ

২৮. ‘তামার বিষ’- বাগধারাটির অর্থ- [য.বো. ০৭, ০১; কু.বো. ০৭; ঢা.বো. ১৪, ১১, ০৪; চ.বো. ০৩] (উত্তর: গ)
(ক) অহংকার
(খ) ক্ষণস্থায়ী
(গ) অর্থের কু-প্রভাব
(ঘ) টনক নড়া

২৯. ‘নিখাদ’ অর্থে ‘কাঁচা’- শব্দের ব্যবহার কোনটি? [কু.বো. ০৫, ০৩; ঢা.বো. ১০, ০৬; য.বো. ১০, ০৮; সি.বো. ০৭] (উত্তর: গ)
(ক) কাঁচা কথা
(খ) কাঁচা ইট
(গ) কাঁচা সোনা
(ঘ) কাঁচা চুল

৩০. নিচের কোন বাগধারাটির সঙ্গে ‘বালির বাঁধ’ বাগধারাটির মিল আছে? [রা.বো. ০৩] (উত্তর: খ)
(ক) অমাবস্যার চাঁদ
(খ) তাসের ঘর
(গ) সাপে নেউলে
(ঘ) হাঁড়ি ঠেলা

৩১. ‘সাক্ষী গোপাল’- বাগধারাটির অর্থ কোনটি? [ব.বো. ১১; রা.বো. ০৭, ০৩; কু.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) অপদার্থ
(খ) মূর্খ
(গ) নিরেট বোকা
(ঘ) নিষ্ক্রিয় দর্শক

৩২. কার্যবিরতি অর্থে নিচের কোনটি প্রযোজ্য? [রা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) হাত করা
(খ) হাত গুটান
(গ) হাত থাকা
(ঘ) হাত আসা

৩৩. ‘হাত গুটিয়ে বসে আছ কেন?’- বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
[সি.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) দক্ষতা
(খ) আয়ত্তে আনা
(গ) হস্তচ্যুত হওয়া
(ঘ) কার্যে বিরতি

৩৪. ‘শ্রীঘর’-শব্দটি বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী? [রা.বো. ০২] (উত্তর: গ)
(ক) সুদৃশ্য গৃহ
(খ) বৈঠকখানা
(গ) জেলখানা
(ঘ) সরাইখানা

৩৫. ‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’- অর্থটি কোন প্রবাদের সাহায্যে বোঝানো হয়েছে? [কু.বো. ০৪] (উত্তর: ক)
(ক) অসারের তর্জন গর্জন সার
(খ) আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
(গ) কানা ছেলের নাম পদ্মলোচন
(ঘ) ঘুঘু দেখেছ ফাঁদ দেখ নি

৩৬. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন? [রা.বো. ০৯; কু.বো. ০৪] (উত্তর: গ)
(ক) অহি-নকুল সম্বন্ধ
(খ) আদায় কাঁচকলায়
(গ) তেলেজলে/তাসের ঘর
(ঘ) সাপে-নেউলে

৩৭. ‘উড়ো চিঠি’- দ্বারা কী বোঝায়? [রা.বো. ০৪] (উত্তর: গ)
(ক) বিমানযোগে আসা পত্র
(খ) ডাকযোগে আসা পত্র
(গ) বেনামি পত্র
(ঘ) গোপনীয় পত্র

৩৮. ‘চিনির পুতুল’-এর অর্থ কী? [সি.বো. ০৪] (উত্তর: ক)
(ক) পরিশ্রমকাতর
(খ) পরিশ্রমী
(গ) কর্মবিমুখ
(ঘ) দক্ষ কর্মী

৩৯. ‘মাথা দেওয়া’- বলতে কী বোঝায়? [সি.বো. ০২] (উত্তর: গ)
(ক) ভাবনা করা
(খ) শপথ করা
(গ) দায়িত্ব গ্রহণ
(ঘ) আগ্রহ

৪০. ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [দি.বো. ১১; ব.বো. ০৪, ০২; রা.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) নিচয়
(খ) শর্বরী
(গ) অভ্র
(ঘ) জলধি

৪১. ‘নিখুঁত’ অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে? [ঢা.বো. ১১; ব.বো. ০৪] (উত্তর: খ)
(ক) পাকা কথা
(খ) পাকা কাজ
(গ) পাকা রং
(ঘ) পাকা হাড়

৪২. ‘মণিকাঞ্চন যোগ’-এর সমার্থক বাগধারা কোনটি? [ঢা.বো. ০৮; কু.বো. ০৮; রা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) দহরম-মহরম
(খ) কেতাদুরস্ত
(গ) সোনায় সোহাগা
(ঘ) শিরে সংক্রান্তি

৪৩. ‘অহি-নকুল’- শব্দের অর্থ কী? [ঢা.বো. ০৮; চ.বো. ০৬; সি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) ভীষণ শত্রুতা
(খ) সামান্য লোক
(গ) উঠে পড়ে লাগা
(ঘ) ভীষণ চক্রান্ত

৪৪. শব্দের ব্যবহার দু’রকম কী কী? [কু.বো. ০৯] (উত্তর: গ)
(ক) উদ্দেশ্য ও বিধেয়
(খ) উৎকর্ষ ও অপকর্ষ
(গ) বাচ্যার্থ ও লক্ষ্যার্থ
(ঘ) অর্থ সংকোচ ও অর্থপ্রাপ্তি

৪৫. শব্দের আভিধানিক অর্থই- [য.বো. ০৪; কু.বো. ১০] (উত্তর: ক)
(ক) বাচ্যার্থ
(খ) লক্ষ্যার্থ
(গ) যোগ্যতা
(ঘ) আসত্তি

৪৬. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে? [কু.বো. ০৪; সি.বো. ০৭] (উত্তর: খ)
(ক) বাচ্যার্থ
(খ) লক্ষ্যার্থ
(গ) মৌলিক অর্থ
(ঘ) বাগধারা

৪৭. “এ কাজের ফল হাতে হাতে পাবে।”-এখানে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০৫] (উত্তর: গ)
(ক) বিলম্বে
(খ) কাগজে কলমে
(গ) অবিলম্বে
(ঘ) হাতের দ্বারা

৪৮. ‘কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে’- এখানে ‘কাঁচা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) কাল
(খ) অপরিপক্ব
(গ) অপরিণত
(ঘ) অদগ্ধ

৪৯. ভাষা বিশেষের ঐতিহ্য কী? [চ.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) শব্দ
(খ) বাক্য
(গ) মৌলিক শব্দ
(ঘ) বাগধারা

৫০. ‘গলা ধরা’- এখানে কী অর্থে ‘ধরা’ ক্রিয়াপদের রীতিসিদ্ধ প্রয়োগ হয়েছে? [চ.বো. ১১] (উত্তর: খ)
(ক) অনুরোধ করা
(খ) কণ্ঠরুদ্ধ হওয়া
(গ) আদর করা
(ঘ) পছন্দ হওয়া

৫১. ‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারা- [কু.বো. ০৫; সি.বো. ০৭] (উত্তর: খ)
(ক) আকাশ কুসুম
(খ) অমাবস্যার চাঁদ
(গ) একাদশে বৃহস্পতি
(ঘ) অরণ্যে রোদন

৫২. কোন বাগধারাটির অর্থ ‘চাটুকার’ বোঝায়? [সি.বো. ১১] (উত্তর: ক)
(ক) খয়ের খাঁ
(খ) গোঁফ খেজুরে
(গ) কেতা দুরস্ত
(ঘ) ছা পোষা

৫৩. ‘চাঁদের হাট’- অর্থ কী? [চ.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) অদৃশ্য বস্তু
(খ) মগের মুল্লুক
(গ) বিরাট আয়োজন
(ঘ) আনন্দের প্রাচুর্য

৫৪. কোন বাগধারাটির অর্থ ‘কুটিলতা’? [ব.বো. ০৯] (উত্তর: খ)
(ক) কানকাটা
(খ) জিলাপির প্যাঁচ
(গ) চিনির বলদ
(ঘ) ঠোঁটকাটা

৫৫. ‘ঠোঁটকাটা’- বাগধারাটির অর্থ কী? [চ.বো. ০৭; সি.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) রাগী লোক
(খ) বেয়াড়া লোক
(গ) মন্দ লোক
(ঘ) বেহায়া

৫৬. ‘আক্কেল সেলামি’ বাগধারাটি কী বোঝায়? [কু.বো. ০৩] (উত্তর: গ)
(ক) বড়দের সম্মান করা
(খ) বড়দের সম্মান না করা
(গ) জরিমানা
(ঘ) ট্রেন ভাড়া

৫৭. কোন বাগধারাটির অর্থ ‘প্রহার’? [কু.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) অর্ধচন্দ্র
(খ) এলোপাতাড়ি
(গ) উড়নচণ্ডি
(ঘ) উত্তম-মধ্যম

৫৮. সুসময় ও সৌভাগ্য বোঝাতে কোন বাগধারার ব্যবহার হয়? [চ.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) সুখের পায়রা
(খ) সোনায় সোহাগা
(গ) মানিক জোড়
(ঘ) একাদশে বৃহস্পতি

৫৯. কোন বাগধারাটি ‘আগ্রহ’ অর্থে ব্যবহৃত হয়েছে? [চ.বো. ১০; দি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) মাথা ব্যথা
(খ) মাথা খাওয়া
(গ) মাথা দেওয়া
(ঘ) মাথা ধরা

৬০. ‘কৈ মাছের প্রাণ’- বাগধারাটির অর্থ কী? [ব.বো. ০৮] (উত্তর: গ)
(ক) নীরোগ শরীর
(খ) প্রভাবশালী
(গ) যা সহজে মরে না
(ঘ) ধামাধরা

৬১. ‘গড্ডলিকা প্রবাহ’- এই বাগধারাটির সঠিক বাক্য কোনটি? [চ.বো. ০৭] (উত্তর: খ)
(ক) গড্ডলিকা প্রবাহে কেউ বাঁচে না
(খ) গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই
(গ) তুমি বড় গড্ডলিকায় আছো
(ঘ) গড্ডলিকা প্রবাহ খুব খারাপ

৬২. ‘অন্ধ অনুকরণ’- এর বাগধারা কী? [রা.বো. ১২; ঢা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) গৌরচন্দ্রিকা
(খ) গড্ডলিকা প্রবাহ
(গ) চর্বিত চর্বণ
(ঘ) হ্রস্বদীর্ঘ জ্ঞান

৬৩. ‘বিসমিল্লায় গলদ’ বাগধারাটির সঠিক অর্থ কী? [দি.বো. ১০] (উত্তর: খ)
(ক) নিতান্ত অলস
(খ) শুরুতে ভুল
(গ) মূর্খ
(ঘ) সামান্য

৬৪. ‘কাঁচা’ শব্দটি কোনটিতে ‘গুরুত্বহীন কথা’ অর্থে ব্যবহৃত হয়েছে? [ব.বো. ০৫] (উত্তর: ক)
(ক) কাঁচা কথা
(খ) কাঁচা বয়স
(গ) কাঁচা সোনা
(ঘ) কাঁচা আম

৬৫. ‘স্থায়ী’ অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে? [য.বো. ০৯] (উত্তর: গ)
(ক) পাকা কথা
(খ) পাকা কাজ
(গ) পাকা রং
(ঘ) পাকা রাস্তা

৬৬. ‘নিতান্ত অলস’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে? [য.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) বকধার্মিক
(খ) বুদ্ধির ঢেঁকি
(গ) রাঘব বোয়াল
(ঘ) গোঁফ খেজুরে

৬৭. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? [ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) চোখের বালি
(খ) চোখের মণি
(গ) চোখের পর্দা
(ঘ) চোখের জল

৬৮. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন? [রা.বো. ০৯] (উত্তর: গ)
(ক) অহিনকুল সম্বন্ধ
(খ) আদায় কাঁচকলায়
(গ) তাসের ঘর
(ঘ) সাপে নেউলে

৬৯. ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে নিম্নের কোন বাগধারাটিতে? [কু.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) ননীর পুতুল
(খ) দুধের মাছি
(গ) দহরম-মহরম
(ঘ) চাঁদের হাট

৭০. ‘নয় ছয়’- বাগধারাটির অর্থ কী? [রা.বো. ১১; ব.বো. ১৩] (উত্তর: গ)
(ক) চির অশান্তি
(খ) ভীষণ চক্রান্ত
(গ) অপচয়
(ঘ) মীমাংসা

৭১. “ছেলে তো নয় যেন ননীর পুতুল”- উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ করেছে? [ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) ব্যঙ্গ প্রকাশ
(খ) বিরক্তি প্রকাশ
(গ) বিকল্প প্রকাশ
(ঘ) আদর প্রকাশ

৭২. ‘সর্দার’ অর্থে ব্যবহৃত বাক্য কোনটি? [সি.বো. ০৫] (উত্তর: গ)
(ক) ননীমাধব মাটির মানুষ
(খ) তিনি স্কুলের প্রধান শিক্ষক
(গ) চুনো পুঁটিরাই ধরা পড়ে, পালের গোদাকে ধরা যায় না
(ঘ) শিহাব সাহেব খুব নামকরা লোক

৭৩. ‘দহরম মহরম’-এর বিপরীতার্থক বাগধারা কোনটি? [দি.বো. ১১] (উত্তর: ক)
(ক) অহিনকুল
(খ) দুধের মাছি
(গ) বসন্তের কোকিল
(ঘ) জিলাপির প্যাঁচ

৭৪. ‘কপটাচারী’ শব্দটির বাগধারা কোনটি? [ঢা.বো. ০৪; দি.বো., রা.বো. ০৯; ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) ভিজে বিড়াল
(খ) ভূষণ্ডির কাক
(গ) হাড় হাভাতে
(ঘ) ফপর দালালি

৭৫. ‘তীব্র জ্বালা’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়] (উত্তর: ঘ)
(ক) ভাসুর-ভাদ্র বৌ সম্পর্ক
(খ) ঢেঁকির কচকচি
(গ) মাছের মার পুত্রশোক
(ঘ) কুল কাঠের আগুন

৭৬. ‘বেতাল হওয়া’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? [চ.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) তামার বিষ
(খ) টনক নড়া
(গ) তুমুল কাণ্ড
(ঘ) তালকানা

৭৭. কোন বাগধারাটি ভিন্নার্থক? [কু.বো. ১০, ০৭] (উত্তর: খ)
(ক) দুধের মাছি
(খ) শরতের শিশির
(গ) সুখের পায়রা
(ঘ) লক্ষীর বরযাত্রী

৭৮. কোন বাক্যটির অর্থ ভিন্ন? [কু.বো. ০৭; চ.বো. ০৪, ০১] (উত্তর: গ)
(ক) মণিকাঞ্চন যোগ
(খ) সোনায় সোহাগা
(গ) আদায় কাঁচকলায়
(ঘ) আমদুধে মেশা

৭৯. ‘আতিশয্যে গোপন উদ্দেশ্যে অর্জনের প্রয়াস’- কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়? [কু.বো. ০৫] (উত্তর: ক)
(ক) অতি ভক্তি চোরের লক্ষণ
(খ) অতি চালাকের গলায় দড়ি
(গ) অতি দর্পে হত লঙ্কা
(ঘ) অতি লোভে তাঁতি নষ্ট

৮০. কোন বাগধারাটির অর্থ ‘সুবিধা করা’? [রা.বো. ১০] (উত্তর: খ)
(ক) হাটে হাঁড়ি ভাঙা
(খ) হালে পানি পাওয়া
(গ) বাঁ হাতের ব্যাপার
(ঘ) ছিনিমিনি খেলা

৮১. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি? [ঢা.বো. ০৬; রা.বো. ১১; ব.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) খরগোশ
(খ) সমুদ্র
(গ) সূর্য
(ঘ) চাঁদ/চন্দ্র

৮২. সূর্যের সমার্থক শব্দ কোনগুলো? [চ.বো. ০৯] (উত্তর: গ)
(ক) আদিতা, দিবা
(খ) তপন, সুধাংশু
(গ) ভানু, সবিতা, মার্তণ্ড
(ঘ) রবি, ইন্দু

৮৩. কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক? [দি.বো. ১১] (উত্তর: খ)
(ক) চিকুর
(খ) পারাবার
(গ) মাতঙ্গ
(ঘ) আদ্রি

৮৪. ভাষার উৎকর্ষ সাধনে কোনটির একান্ত প্রয়োজন? [দি.বো. ১১] (উত্তর: ক)
(ক) প্রবাদ প্রবচনের
(খ) সমাসের
(গ) সন্ধির
(ঘ) অনুবাদকর্মের

৮৫. “পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে”- প্রবচনটির অর্থ কী? [ব.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) ভদ্র ব্যক্তির সাথে খাদ্য খাওয়া
(খ) মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
(গ) সুদিন হঠাৎ করে ফিরে আসা
(ঘ) বিপদে পড়ে কাজ করো

৮৬. “সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন”- প্রবচন কোনটি? [রা.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) নদী নারী শৃঙ্গীধাত্রী এ তিনে না বিশ্বাস করি
(খ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
(গ) উঠতি মুলো পত্তনেই চেনা যায়
(ঘ) নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মারমার

৮৭. “ধরি মাছ না ছুঁই পানি”-এর সমার্থক প্রবাদ কোনটি? [ঢা. ০২] (উত্তর: খ)
(ক) কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস
(খ) যাতে সাপও মরে লাঠিও না ভাঙে
(গ) রাধিকা সুন্দরীর স্বামী সোহাগ
(ঘ) সাপের হাঁচি বেদেয় চেনে

৮৮. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [রা.বো. ১২; চ.বো. ১০; সি.বো. ১৩] (উত্তর: খ)
(ক) অশনি
(খ) ব্যোম/অভ্র/অম্বর
(গ) বিভাবরী
(ঘ) নীলাম্বু

৮৯. ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [সি.বো. ০৮] (উত্তর: ক)
(ক) হুতাশন
(খ) তপন
(গ) অম্বর
(ঘ) পবন

৯০. ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ/সমার্থক কোনটি? [ঢা.বো. ১১; কু.বো. ০৭; সি.বো. ০৯; ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) পর্বত
(খ) পৃথিবী
(গ) মাতা
(ঘ) সমুদ্র

৯১. ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [য.বো. ০১, ১০] (উত্তর: খ)
(ক) অরণী
(খ) অবনী/ভূধর
(গ) অর্ণব
(ঘ) অম্বু

৯২. কোন বাগধারাটি ভিন্নার্থক? [ঢা.বো. ১০; য.বো. ০৮; কু.বো. ১১; রা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) আদায়-কাঁচকলায়
(খ) অহি-নকুল
(গ) রুই-কাতলা
(ঘ) দা-কুমড়া

৯৩. ‘কোকিল’- এর সমার্থক শব্দ কোনটি? [সি.বো. ০৮; ঢা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) কেশ
(খ) অহি
(গ) পিক
(ঘ) রবি

৯৪. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ঢা.বো. ১০; রা.বো. ০৭; য.বো. ০৮; চ.বো. ০৮; চ.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) আগুন
(খ) সূর্য
(গ) ননদী
(ঘ) পানি/সলিল

৯৫. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [রা.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) অর্ণব
(খ) পারাবার
(গ) রত্নাকর
(ঘ) স্রোতস্বতী

৯৬. ‘দ্বিপ’ অর্থ কী? [য.বো. ০৯; সি.বো. ০৫] (উত্তর: খ)
(ক) আলো
(খ) হাতি
(গ) জলবেষ্টিত স্থান
(ঘ) বাতি

৯৭. ‘গজ’- শব্দটির সমার্থক শব্দ কোনটি? [ঢা.বো. ০৯] (উত্তর: খ)
(ক) দিপ
(খ) দ্বিপ/করী
(গ) দ্বীপ
(ঘ) দীপ

৯৮. ‘অন্ন’ শব্দের অর্থ কী? [য.বো. ০৭] (উত্তর: খ)
(ক) অপর
(খ) ভাত
(গ) পল
(ঘ) নবান্ন

৯৯. ‘কুঞ্জর’ শব্দের অর্থ কী? [ব.বো. ১০] (উত্তর: গ)
(ক) খরগোশ
(খ) হরিণ
(গ) হাতি
(ঘ) চুল

১০০. ‘নিশিত’ শব্দের অর্থ কী? [ঢা.বো. ০৭] (উত্তর: গ)
(ক) গভীর রাত
(খ) ঝরনা
(গ) ধারাল
(ঘ) শিকারি

১০১. ‘অশ্ম’- অর্থ কী? [কু.বো. ০৮] (উত্তর: খ)
(ক) ঘোড়া
(খ) পাথর
(গ) ধারাল
(ঘ) আশাহীন

১০২. ‘মাতঙ্গ’ কার সমার্থক] (উত্তর: ক)
(ক) হাতি
(খ) হরিণ
(গ) ভুজঙ্গ
(ঘ) অশ্ব

১০৩. ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [চ.বো. ১১] (উত্তর: ক)
(ক) হাতি
(খ) হাত
(গ) হরিণ
(ঘ) সমুদ্র

১০৪. ‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? [সি.বো. ০৭] (উত্তর: ক)
(ক) বর্জন
(খ) পরিহার
(গ) অগ্রাহ্য
(ঘ) প্রদান

১০৫. ‘বর্ধমান’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? [সি.বো. ০৮] (উত্তর: খ)
(ক) চঞ্চল
(খ) ক্ষীয়মাণ
(গ) হ্রস্ব
(ঘ) ভবিষ্যৎ

১০৬. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি? [ব.বো. ১০; ঢা.বো. ১৩] (উত্তর: ক)
(ক) সন্ন্যাসী
(খ) অগৃহী
(গ) নিগৃহী
(ঘ) বাহিরী

১০৭. ‘আট কপালে’- বাগধারাটির অর্থ কী? [রা.বো. ১২; কু.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) অলক্ষীর দশা
(খ) অগ্নিপরীক্ষা
(গ) অদৃষ্টের পরিহাস
(ঘ) হতভাগ্য

১০৮. ‘আগ্রহ’ অর্থে ‘মাথা’ ব্যবহারের উদাহরণ কোনটি? [রা.বো. ০৭; য.বো. ১২, ০৬; চ.বো. ১০; ঢা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) মাথা ধরা
(খ) মাথা ব্যথা
(গ) মাথা দেওয়া
(ঘ) মাথা ঘামানো

১০৯. অপরিণত অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি? [য.বো. ০৭] (উত্তর: গ)
(ক) কাঁচা রাস্তা
(খ) কাঁচা সোনা
(গ) কাঁচা বয়স
(ঘ) কাঁচা আম

১১০. ‘সাপ’ শব্দের প্রতিশব্দ কোনটি? [চ.বো. ১০] (উত্তর: ক)
(ক) অহি
(খ) কর
(গ) করী
(ঘ) সুর

১১১. ‘অশ্ব’ অর্থ কী? [কু.বো. ০৮] (উত্তর: ক)
(ক) ঘোড়া
(খ) পাথর
(গ) ধারাল
(ঘ) আশাহীন

১১২. ‘ঐরাবত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [য.বো. ১২; ঢা.বো. ০৯] (উত্তর: খ)
(ক) দিপু
(খ) দ্বিপ
(গ) দ্বীপ
(ঘ) দীপ

১১৩. ‘আবির্ভাব’-এর সঠিক বিপরীত শব্দ কোনটি? [য.বো. ১১] (উত্তর: গ)
(ক) অভাব
(খ) স্বভাব
(গ) তিরোভাব
(ঘ) অনুভাব

১১৪. ‘নির্বুদ্ধিতার দণ্ড’- অর্থে বাগধারার ব্যবহার কোনটি? [কু.বো. ০৩] (উত্তর: গ)
(ক) অরণ্যে রোদন
(খ) আক্কেল গুড়ুম
(গ) আক্কেল সেলামি
(ঘ) কড়ায় গণ্ডায়

১১৫. ‘অর্ণব’- অর্থ কী? [কু.বো. ১২, ০৩] (উত্তর: ঘ)
(ক) সৈকত
(খ) শৈল
(গ) সুধাংশু
(ঘ) সমুদ্র

১১৬. ‘কুজ্ঝটিকা’- শব্দের অর্থ কী? [রা.বো. ০৩] (উত্তর: ক)
(ক) কুয়াশা
(খ) অনুকার
(গ) প্রভাকর
(ঘ) আদিত্য

১১৭. ‘শশক’-এর সমার্থক শব্দ কোনটি? [ঢা.বো. ০১] (উত্তর: ক)
(ক) খরগোশ
(খ) চাঁদ
(গ) সমুদ্র
(ঘ) পাগাড়

১১৮. ‘অভাব চাপা রাখা’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়] (উত্তর: ঘ)
(ক) ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক
(খ) ঢেঁকির কচকচি
(গ) মাছের মার পুত্রশোক
(ঘ) ঠাই বজায় রাখা

১১৯. ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’- বাক্যটির অর্থ কী? [কু.বো. ০৮] (উত্তর: ক)
(ক) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
(খ) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
(গ) যার কোনোপ্রকার ক্ষমতা নেই
(ঘ) বিষ আছে কিন্তু কুলো নেই

১২০. ‘ধান ভানতে শিবের গীত’- এ প্রবাদটি দিয়ে কী বোঝায়? [য.বো. ০২] (উত্তর: খ)
(ক) একের জন্যে অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
(খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা
(গ) ক্ষুদে ব্যক্তির বড়াই
(ঘ) কাজ আরম্ভ করার সাথে সাথে ফলে প্রত্যাশা

১২১. ‘প্রসারণ’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? [য.বো. ১২; রা.বো. ০৮] (উত্তর: গ)
(ক) অপসারণ
(খ) অপ্রসারিত
(গ) আকুঞ্চন
(ঘ) কুঞ্চিত

১২২. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [দি.বো. ১০] (উত্তর: খ)
(ক) প্রচেষ্ট
(খ) নিশ্চেষ্ট
(গ) যথেষ্ট
(ঘ) নিরত

১২৩. ‘জঙ্গম’-এর বিপরীত শব্দ কোনটি? [রা.বো. ১০; দি.বো. ১১] (উত্তর: খ)
(ক) বহিরঙ্গ
(খ) স্থাবর
(গ) অস্থাবর
(ঘ) শান্তি

১২৪. ‘উপচয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [রা.বো. ১১; চ.বো. ০৯] (উত্তর: খ)
(ক) সঞ্চয়
(খ) অপচয়
(গ) উপাচার
(ঘ) অনাচার

১২৫. কোন জোড়াটি সমার্থক? [চ.বো. ০২; রা.বো. ০৫] (উত্তর: ক)
(ক) অহি-নকুল-দা-কুমড়া
(খ) অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
(গ) আকাশ কুসুম-আকাশ পাতাল
(ঘ) তাসের ঘর - তামার বিষ

১২৬. কোন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক? (উত্তর: খ)
(ক) অন্ধের ষষ্ঠি/অন্ধের নাড়ি
(খ) ঢাকের কাঠি/ঢাকের বায়া
(গ) পটল তোলা/অক্কা পাওয়া
(ঘ) সাপে-নেউলে/দা-কুমড়া

১২৭. ‘ঘনিষ্ঠ সম্পর্ক’- রয়েছে নিম্নের কোন বাগধারাটিতে? [কু.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) ননীর পুতুল
(খ) দুধের মাছি
(গ) দহরম-মহরম
(ঘ) চাঁদের হাট

১২৮. ‘ভণ্ডসাধু’- কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে? (উত্তর: ক)
(ক) বকধার্মিক
(খ) বুদ্ধির ঢেঁকি
(গ) রাঘব বোয়াল
(ঘ) গোঁফ খেজুরে

১২৯. ‘গোল্লায় যাওয়া’- বাগধারাটির অর্থ কী? [ব.বো. ০৩] (উত্তর: ক)
(ক) নষ্ট হওয়া
(খ) অসৎ কাজ
(গ) খারাপ কাজে যাওয়া
(ঘ) দোষের কাজ করা

১৩০. ‘এ ব্যাপারে আমার কোনো হাত নেই’- কী অর্থে ‘হাত’ শব্দের প্রয়োগ হয়েছে? [চ.বো. ১২, ০৩] (উত্তর: ক)
(ক) প্রভাব
(খ) আয়ত্তে আসা
(গ) দক্ষতা
(ঘ) কার্যে বিরতি

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ বাগধারা ও শব্দের যোগ্যতার বিকাশ

No comments:

Post a Comment