G

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ pdf download

 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

সপ্তম পরিচ্ছেদ:
কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ
১. ‘আমার গানের মালা আমি করব কারে দান’- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? [ব.বো. ০৪; ০১] (উত্তর: খ)
(ক) করণে সপ্তমী
(খ) কর্মে দ্বিতীয়া
(গ) কর্তায় সপ্তমী
(ঘ) অপাদানে সপ্তমী

২. স্বত্বত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে? [দি.বো. ০৯] (উত্তর: গ)
(ক) কর্তৃ
(খ) কর্ম
(গ) সম্প্রদান
(ঘ) অপাদান

৩. ‘পুকুরে মাছ আছে’-এখানে ‘পুকুরে’ কোন অধিকরণ কারক? [চ.বো. ১০]
বা, ‘বনে বাঘ আছে’- ‘বনে’ কোন কারক? [সি.বো. ০৮, ১০] (উত্তর: ঘ)
(ক) বৈষয়িক অধিকরণ
(খ) ভাবাধিকরণ
(গ) অভিব্যাপক অধিকরণ
(ঘ) ঐকদেশিক অধিকরণ

৪. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’- ‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ? [রা.বো. ০৩, ০৫; দি.বো. ১০] (উত্তর: গ)
(ক) মুখ্য কর্তা
(খ) প্রযোজ্য কর্তা
(গ) ব্যতিহার কর্তা
(ঘ) ভাববাচ্যের কর্তা

৫. সম্বোধনের পরে কোনটি বসাতে হয়? [য.বো. ০৯; সি.বো. ০৮; ব.বো ০৮, ০২] (উত্তর: ঘ)
(ক) দাঁড়ি
(খ) কোলন
(গ) কোলন ড্যাশ
(ঘ) কমা

৬. ‘তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’- এখানে ‘চট্টগ্রাম’ কোন কারক? [চ.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক
(গ) অধিকরণ কারক
(ঘ) অপাদান কারক

৭. নৌকা ঘাটে বাঁধা-‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ০১; ঢা.বো. ০৪] (উত্তর: গ)
(ক) কর্মে ২য়া
(খ) করণে ৭মী
(গ) অধিকরণে ৭মী
(ঘ) অপাদানে ৫মী

৮. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না? [ঢা.বো. ০২] (উত্তর: ক)
(ক) চতুর্থী
(খ) পঞ্চমী
(গ) ষষ্ঠী
(ঘ) সপ্তমী

৯. ‘করণ’ শব্দটির অর্থ- [কু.বো. ০২] (উত্তর: গ)
(ক) যা থেকে কিছু বিচ্যুত হয়
(খ) যাকে স্বত্বত্যাগ করে দান
(গ) যন্ত্র, সহায়ক বা উপায়
(ঘ) ক্রিয়া সম্পাদনের সময়

১০. ‘মৃত জনে দেহ প্রাণ’- নিম্নরেখ পদটি কোন কারকের কোন বিভক্তি? [রা.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) কর্ম, দ্বিতীয়া
(খ) কর্ম, সপ্তমী
(গ) সম্প্রদান, চতুর্থী
(ঘ) সম্প্রদান, সপ্তমী

১১. অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি? [রা.বো. ০২] (উত্তর: গ)
(ক) গাঁয়ে মানে না আপনি মোড়ল
(খ) কত জায়গায় গাড়ি থামল
(গ) বোঁটা-আলগা ফল গাছে থাকে না
(ঘ) সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা

১২. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? [কু.বো. ১১, ০৮; য.বো. ০৯, ০২; সি.বো. ১০] (উত্তর: খ)
(ক) শূন্য
(খ) ষষ্ঠী
(গ) দ্বিতীয়
(ঘ) চতুর্থী

১৩. ‘সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল’- এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা? [য.বো. ১২, ০২] (উত্তর: ঘ)
(ক) অসমান কর্তা
(খ) এক কর্তা
(গ) প্রযোজক কর্তা
(ঘ) নিরপেক্ষ কর্তা

১৪. ‘এক থালাতে খাব মোরা’- বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি? [য.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) অধিকরণে ৭মী
(খ) কর্মে ১মা
(গ) করণে ৭মী
(ঘ) অপাদানে ৭মী

১৫. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? [ঢা.বো. ০৪; চ.বো. ০১] (উত্তর: ক)
(ক) ঐকদেশিক
(খ) অভিব্যাপক
(গ) বৈষয়িক
(ঘ) ভাবাধিকরণ

১৬. কারক (কৃ + ণক) শব্দটির অর্থ কী? [কু.বো. ০৯] (উত্তর: গ)
(ক) যা পদকে সম্পাদন করে
(খ) যা সমাসকে সম্পাদন করে
(গ) যা ক্রিয়া সম্পাদন করে
(ঘ) যা পদ ও সমাসকে সম্পাদন করে

১৭. ‘জমি থেকে ফসল পাই’- বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে? [ঢা.বো. ১১; চ.বো. ০২] (উত্তর: ক)
(ক) জাত
(খ) গৃহীত
(গ) রক্ষিত
(ঘ) বিচ্যুত

১৮. ‘দুধ থেকে দই হয়’- এখানে ‘দুধ থেকে’ কোন অর্থে অপাদান? [ব.বো. ০৮, ০২; কু.বো., সি.বো. ০৬] (উত্তর: ক)
(ক) গৃহীত
(খ) জাত
(গ) রক্ষিত
(ঘ) বিচ্যুত

১৯. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’- এখানে ‘দুয়ারে’ কোন অর্থে ঐকদেশিক অধিকরণ? [ঢা.বো. ০৭; রা.বো. ২০০০, ০৭; ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) সামীপ্য
(খ) বীপ্সা
(গ) পর্যন্ত
(ঘ) অতিক্রান্ত

২০. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে? [ঢা.বো. ২০০০; কু.বো. ০৬] (উত্তর: ক)
(ক) কর্মকারক
(খ) করণ কারক
(গ) সম্প্রদান কারক
(ঘ) কর্তৃকারক

২১. কারক নির্ণয় করার সহজ উপায় কী? [সি.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) শব্দটিকে ভাঙা
(খ) বিশেষ্যকে প্রশ্ন করা
(গ) বিশেষ্যকে প্রশ্ন করা
(ঘ) ক্রিয়াকে প্রশ্ন করা

২২. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়? [রা.বো. ১৩, ১১] (উত্তর: ক)
(ক) শূন্য
(খ) দ্বিতীয়া
(গ) তৃতীয়া
(ঘ) চতুর্থী

২৩. প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠমি, সপ্তমী- এগুলো- [কু.বো. ০২] (উত্তর: খ)
(ক) শূন্য বিভক্তি
(খ) বাংলা শব্দ বিভক্তি
(গ) ষষ্ঠী বিভক্তি
(ঘ) কর্তৃকারকের বিভক্তি

২৪. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়? [ঢা.বো. ৯৩; রা.বো. ৯২; ব.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) উচ্চারণগত
(খ) অর্থগত
(গ) অবস্থানগত
(ঘ) আকৃতিগত

২৫. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার? [য.বো. ০৫] (উত্তর: গ)
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার

২৬. বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে? [রা.বো. ১১] (উত্তর: গ)
(ক) মুখ্য কর্তা
(খ) গৌণ কর্তা
(গ) ব্যতিহার কর্তা
(ঘ) প্রযোজ্য কর্তা

২৭. “বসিরকে যেতে হবে।”- ‘বসিরকে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ০৮] (উত্তর: ক)
(ক) কর্তৃকারকে দ্বিতীয়া
(খ) কর্মকারকে দ্বিতীয়া
(গ) করণ কারকে তৃতীয়া
(ঘ) অপাদান কারকে পঞ্চমী

২৮. “আমার যাওয়া হয় নি।”- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি? [চ.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) কর্মে শূন্য
(খ) কর্তায় শূন্য
(গ) কর্মে ৬ষ্ঠী
(ঘ) কর্তায় ৬ষ্ঠী

২৯. “ঘোড়ায় গাড়ি টানে।”- এখানে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি? [চ.বো. ১০] (উত্তর: ক)
(ক) কর্তৃকারকে সপ্তমী
(খ) করণে দ্বিতীয়া
(গ) কর্মে সপ্তমী
(ঘ) অপাদানে শূন্য

৩০. ‘গরুতে দুধ দেয়’- ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ১১] (উত্তর: খ)
(ক) করণে ৭মী
(খ) কর্তৃকারকে ৭মী
(গ) অপাদানে ৭মী
(ঘ) অধিকরণে ৭মী

৩১. কোন বাক্যের পদে কর্মকারকে সপ্তমী বিভক্তি আছে? [চ.বো. ০৫] (উত্তর: ক)
(ক) “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”
(খ) নতুন ধান্যে হবে নবান্ন
(গ) পাখি ডাকে
(ঘ) বউ কথা কও

৩২. “সমিতিতে চাঁদা দাও।”- এখানে চাঁদা কোন কারক? [দি.বো. ১২; য.বো. ০১] (উত্তর: খ)
(ক) অপাদান কারক
(খ) সম্প্রদান কারক
(গ) করণ কারক
(ঘ) কর্তৃকারক

৩৩. কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? [য.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) ফুলে ফুলে ঘর ভরেছে
(খ) পাগলে কি না বলে
(গ) তিলে তেল হয়
(ঘ) সমিতিতে চাঁদা দাও

৩৪. জিজ্ঞাসিবে জনে জনে- নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী? [কু.বো. ১১] (উত্তর: ক)
(ক) বীপ্সায়
(খ) ব্যতিহারে
(গ) অনুকারে
(ঘ) সাধারণ অর্থে

৩৫. কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে? [চ.বো. ০৭] (উত্তর: গ)
(ক) আমি স্কুলে যাচ্ছি
(খ) তাড়াতাড়ি রিকশা ডাকো
(গ) ছেলেরা মাঠে বল খেলে
(ঘ) সে রাঙামাটি যাবে

৩৬. ‘আকাশ মেঘে ঢাকা’ নিম্নরেখ পদটি- [য.বো. ০৮] (উত্তর: খ)
(ক) কর্মকারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক

৩৭. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? [য.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) আকাশ মেঘে আচ্ছন
(খ) ঠাণ্ডা জলে বাষ্প হয় না
(গ) মেয়েটির চুলে লাল ফিতা বাঁধা
(ঘ) দুঃখ যেন করতে পারি জয়

৩৮. সম্বন্ধ পদগুলোর মধ্যে কোনটির দ্বারা ‘অধিকার সম্বন্ধ’ বোঝাচ্ছে? [য.বো. ০৮] (উত্তর: ক)
(ক) প্রজার জমি
(খ) পুকুরের মাছ
(গ) অগ্নির উত্তাপ
(ঘ) হাতির দাঁত

৩৯. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? [ব.বো. ০৮] (উত্তর: গ)
(ক) এ কলমে কালি নাই
(খ) এ কলমের দাম বেশি
(গ) এ কলমে ভালো লেখা হয় না
(ঘ) এ কলমটি কাল থেকে খুঁজছি

৪০. এ কলমে ভালো লেখা হয়- এখানে ‘কলমে’ কোন কারকে কোন বিভক্তি? [দি.বো. ০৯] (উত্তর: গ)
(ক) কর্মে ৭মী
(খ) অধিকরণে ৭মী
(গ) করণে ৭মী
(ঘ) অপাদানে ৭মী

৪১. “রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত”- কোন প্রকারের কর্তার উদাহরণ? [ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) ভাববাচ্যের কর্তা
(খ) ব্যতিহার কর্তা
(গ) কর্মবাচ্যের কর্তা
(ঘ) কর্মকর্তৃবাচ্যের কর্তা

৪২. “রোনাল্ডো একজন জনপ্রিয় খেলোয়াড়।”- বাক্যে ‘রোনাল্ডো’ কোন কারক? [রা.বো. ০৪] (উত্তর: ক)
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারকে শূন্য
(গ) করণ কারক
(ঘ) অপাদান কারকে শূন্য

৪৩. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? [সি.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) তারা বল খেলে
(খ) আমার যাওয়া হয় নি
(গ) বনে বাঘ আছে
(ঘ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়

৪৪. “শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।”- এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি? [রা.বো. ১১, ০৮] (উত্তর: গ)
(ক) কর্মকারকে ৭মী বিভক্তি
(খ) অপাদান কারকে ৭মী বিভক্তি
(গ) করণ করকে ৭মী বিভক্তি
(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি

৪৫. ‘করণ’ কারকে ৭মী বিভক্তি কোনটি? [য.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) নতুন ধান্যে হবে নবান্ন
(খ) কাচের জিনিস সহজে ভাঙে
(গ) ছেলেরা বল খেলে
(ঘ) টাকায় কিনা হয়/রিকশায় এসেছি

৪৬. ‘মসজিদে টাকা দাও’- বাক্যে ‘মসজিদে’ কোন কারকে কোন বিভক্তি? [দি.বো. ১১] (উত্তর: খ)
(ক) কর্মে ৭মী
(খ) সম্প্রদানে ৭মী
(গ) অধিকরণে ৭মী
(ঘ) অপাদানে ৭মী

৪৭. “শুক্তি থেকে মুক্তো মেলে”- বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে অপাদান কারক? [কু.বো. ১০] (উত্তর: গ)
(ক) বিচ্যুত
(খ) জাত
(গ) গৃহীত
(ঘ) রক্ষিত

৪৮. ‘জাত’ অর্থে অপাদান কারক কোনটি? [ব.বো. ১১] (উত্তর: ক)
(ক) জমি থেকে ফসল পাই
(খ) দুধ থেকে দই হয়
(গ) মেঘ থেকে বৃষ্টি হয়
(ঘ) শুক্তি থেকে মুক্তো মেলে

৪৯. “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।”- নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [সি.বো. ০২] (উত্তর: খ)
(ক) করণে শূন্য
(খ) অপাদানে শূন্য
(গ) করণে ষষ্ঠী
(ঘ) কর্মে শূন্য

৫০. ‘ট্রেন ঢাকা ছাড়লো’- এখানে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তি? [ব.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) অধিকরণে
(খ) করণে
(গ) কর্মে
(ঘ) অপাদানে

৫১. নিম্নরেখ চিহ্নিত শব্দের কোনটিতে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ? [য.বো. ১১] (উত্তর: ক)
(ক) বাবাকে বড্ড ভয় পাই
(খ) লোক মুখে শুনেছি
(গ) বোঁটা আলগা ফল গাছে থাকে না
(ঘ) যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়

৫২. অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি? [কু.বো. ০৭, ০৫; ব.বো. ০৭] (উত্তর: গ)
(ক) সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ
(খ) পাখিতে বাসা বেঁধেছে
(গ) এই মেঘে বৃষ্টি হবে
(ঘ) নদীতে অনেক ঢেউ

৫৩. “তিলে তৈল হয়”- এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ০৫; দি.বো. ১৪] (উত্তর: খ)
(ক) কর্মে ৭মী
(খ) অপাদানে ৭মী
(গ) করণে ৩য়া
(ঘ) অধিকরণে ৫মী

৫৪. অধিকরণ কারক কয় প্রকার? [সি.বো. ০৭] (উত্তর: খ)
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ

৫৫. “কান্নায় শোক মন্দীভূত হয়”- ‘কান্নায়’ কোন কারক? [রা.বো. ০৯; য.বো. ০২; সি.বো. ০৯, ০৬] (উত্তর: গ)
(ক) অপাদান কারক
(খ) কালাধিকরণ
(গ) ভাবাধিকরণ
(ঘ) আধারাধিকরণ

৫৬. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? [রা.বো. ০১] (উত্তর: গ)
(ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
(খ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি
(গ) চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
(ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

৫৭. “বনে বাঘ আছে”- ‘বনে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ০৮] (উত্তর: গ)
(ক) বৈষয়িক অধিকরণ
(খ) ভাবাধিকরণ
(গ) ঐকদেশিক অধিকরণ
(ঘ) অভিব্যাপক অধিকরণ

৫৮. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্যে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে? [ঢা.বো. ০৮, ২০০০; রা.বো. ০৫] (উত্তর: গ)
(ক) সমাস
(খ) কারক
(গ) বিভক্তি
(ঘ) সম্বন্ধ পদ

৫৯. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? [কু.বো. ১১; রা.বো. ০১] (উত্তর: গ)
(ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
(খ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি
(গ) চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
(ঘ) প্রভাতে উঠিত রবি লোহিত বরণ

৬০. “রাজার দুয়ারে হাতি বাঁধা”- এ বাক্যে ‘দুয়ারে’ শব্দটি কোন ধরনের অধিকরণ? [ঢা.বো. ০৭] (উত্তর: খ)
(ক) ভাবাধিকরণ
(খ) ঐকদেশীয় অধিকরণ
(গ) অভিব্যাপক অধিকরণ
(ঘ) আধারাধিকরণ

৬১. ‘সোনার খাঁচায় রাখব তোমায়’- ‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি? [য.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) করণে সপ্তমী
(খ) অপাদানে সপ্তমী
(গ) কর্মে শূন্য
(ঘ) অধিকরণে সপ্তমী

৬২. “খিলিপান দিয়ে ওষুধ খাবে।”- ‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি? [চ.বো. ১৩, ০৯; ব.বো. ০৯] (উত্তর: ক)
(ক) অধিকরণে তৃতীয়া
(খ) কর্তায় তৃতীয়া
(গ) কর্মে তৃতীয়া
(ঘ) করণে তৃতীয়া

৬৩. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে কোন আধারাধিকরণ বলে? [ব.বো. ০৬; রা.বো. ১৩; য.বো. ১৩] (উত্তর: খ)
(ক) ঐকদেশিক
(খ) অভিব্যাপক
(গ) বৈষয়িক
(ঘ) সামীপ্য অর্থে ঐকদেশিক

৬৪. কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? [চ.বো. ০৬] (উত্তর: খ)
(ক) তিনি ঢাকায় থাকেন
(খ) বাবা বাড়ি নেই
(গ) সকালে সূর্য ওঠে
(ঘ) ভোরে মোরগ ডাকে

৬৫. অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি? [কু.বো. ০৪; ঢা.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) সব ঝিনুকে মুক্ত নেই
(খ) গগনে গরজে মেঘ ঘন বরষা
(গ) কূলে একা বসে আছি
(ঘ) আজকে তোমায় দেখতে এলেম

৬৬. “এক থালাতে খাব মোরা”- বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি? [য.বো. ০২] (উত্তর: ক)
(ক) অধিকরণে ৭মী
(খ) কর্মে প্রথমা
(গ) করণে ৭মী
(ঘ) অপাদানে ৭মী

৬৭. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? [কু.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) রাজার রাজ্য
(খ) বাটির দুধ
(গ) দেশের লোক
(ঘ) শরতের আকাশ

৬৮. ‘পাপে বিরত হও।’ ‘পাপ’ কোন কারকে কোন বিভক্তি? [রা.বো. ১২; ঢা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) করণে সপ্তমী
(খ) কর্মে সপ্তমী
(গ) অপাদানে সপ্তমী
(ঘ) কর্তায় সপ্তমী

৬৯. “মেঘে বৃষ্টি হয়।”- ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ০৫; দি.বো. ১৪] (উত্তর: খ)
(ক) অধিকরণে ৭মী
(খ) অপাদানে ৭মী
(গ) কর্মে ৭মী
(ঘ) করণে ৭মী

৭০. নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ? [রা.বো. ০৫] (উত্তর: ক)
(ক) রাজার রাজ্য
(খ) ধনের অহংকার
(গ) হাতির দাঁত
(ঘ) মধুর মিষ্টতা

৭১. কোন বাক্যে সম্বন্ধপদ আছে? [চ.বো. ০৯] (উত্তর: গ)
(ক) ফুলে ফুলে বাগান ভরেছে
(খ) তাকে গ্রামে যেতে হয়
(গ) আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে
(ঘ) সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়

৭২. কোনটিতে কর্মকারকে শূন্য বিভক্তি? [য.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) ডাক্তার ডাকো
(খ) লোকমুখে শোনা
(গ) বিপদে যেন না করি ভয়
(ঘ) জলকে চল

৭৩. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? [চ.বো. ২০০০; ঢা.বো. ১০, ০৬] (উত্তর: গ)
(ক) ৫মী
(খ) ৬ষ্ঠ
(গ) ৭মী
(ঘ) সবগুলো

৭৪. সম্বন্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? [চ.বো. ০৩, ০১; ঢা.বো. ০৯, ০৭; সি.বো. ০৫] (উত্তর: গ)
(ক) ‘যে’ বা ‘তে’
(খ) ‘এ’ বা ‘এতে’
(গ) ‘র’ বা ‘এর’
(ঘ) ‘থেকে’ বা ‘চেয়ে’

৭৫. কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ? [কু.বো. ০৫, ০১; য.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) কোন বনেতে ফুটল যে ফুল
(খ) পরাজয়ে ডরে না বীর
(গ) সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়
(ঘ) শরতে ধরাতল শিশিরে ঝলমল

৭৬. ‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি? [রা.বো. ২০০০; কু.বো. ১১] (উত্তর: খ)
(ক) করণে ৭মী
(খ) কর্মে ৭মী
(গ) অধিকরণে ৭মী
(ঘ) অপাদানে ৭মী

৭৭. ‘কান্নায় শোক মন্দীভূত হয়’- ‘কান্নায়’ কোন কারক ও কোন বিভক্তি? [রা.বো. ০৯; য.বো. ০২; সি.বো. ০৯, ০৬] (উত্তর: গ)
(ক) অপাদান কারক
(খ) কালাধিকরণ
(গ) ভাবাধিকরণে ৭মী
(ঘ) আধারাধিকরণ

৭৮. ‘বাবাকে বড্ড ভয় পাই’- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? [রা.বো. ১১; ব.বো. ০৭; ঢা.বো. ০৩; য.বো. ১১, ০৫] (উত্তর: খ)
(ক) কর্মে ২য়া
(খ) অপাদানে ২য়া
(গ) কর্মে ৪র্থী
(ঘ) অপাদানে ৫মী

৭৯. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি? [কু.বো. ০৪; চ.বো. ০৮] (উত্তর: খ)
(ক) কে, রে
(খ) র, এর
(গ) এ, য়, তে
(ঘ) দ্বারা, দিয়ে, কর্তৃক

৮০. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে? [রা.বো. ০৯, ০৪] (উত্তর: গ)
(ক) সন্ধি
(খ) সমাস
(গ) কারক
(ঘ) বিভক্তি

৮১. ‘লাঙলে জমি চাষ করা হয়’- এখানে ‘লাঙলে’ কোন কারকে কোন বিভক্তি? [রা.বো. ০৭, ০৪] (উত্তর: গ)
(ক) কর্তৃকারকে ৭মী
(খ) কর্মকারকে ৭মী
(গ) করণ কারকে ৭মী
(ঘ) সম্প্রদান কারকে ৭মী

৮২. ‘এ দেহে প্রাণ নেই’- ‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি? [চ.বো. ০৪; কু.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) কর্তায় ‘এ’ বিভক্তি
(খ) করণে ‘এ’ বিভক্তি
(গ) সম্প্রদানে ‘এ’ বিভক্তি
(ঘ) অধিকরণে ‘এ’ বিভক্তি

৮৩. ‘আকাশে চাঁদ উঠেছে’- ‘আকাশে’ কোন অধিকরণ? [সি.বো. ০৪; য.বো. ০৬] (উত্তর: গ)
(ক) অভিব্যাপক
(খ) বৈষয়িক
(গ) ঐকদেশিক
(ঘ) কালাধিকরণ

৮৪. ‘সৎপাত্রে কন্যা দাও’- ‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে? [ব.বো. ০৪; কু.বো. ০৬; রা.বো. ০৫] (উত্তর: গ)
(ক) কর্মে সপ্তমী
(খ) অপাদানে সপ্তমী
(গ) করণে সপ্তমী
(ঘ) সম্প্রদানে সপ্তমী

৮৫. ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’- নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ঢা.বো. ০৯; য.বো. ০৫] (উত্তর: ক)
(ক) কর্তৃকারকে শূন্য
(খ) কর্মকারকে শূন্য
(গ) করণ কারকে শূন্য
(ঘ) অপাদান কারকে শূন্য

৮৬. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ- [কু.বো. ০৭] (উত্তর: খ)
(ক) কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
(খ) ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না
(গ) বিভক্তি যুক্ত হয় না
(ঘ) কর্তা নিজে ক্রিয়া সমাধা করে

৮৭. কোন বাক্যটিতে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে? [ব.বো. ০৯; রা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) বাবাকে ভয় পাই
(খ) ভিক্ষুককে ভিক্ষা দাও
(গ) তাকে ডেকে আনো
(ঘ) বেলা যে পড়ে এল, জলকে চল

৮৮. ব্যক্তিবাচক কর্মকে কী বলে? [চ.বো. ০৬] (উত্তর: গ)
(ক) মুখ্য কর্ম
(খ) অপ্রধান কর্ম
(গ) গৌণ কর্ম
(ঘ) বিধেয় কর্ম

৮৯. ‘আমারে তুমি করিবে ত্রাণ’- এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? [ঢা.বো. ০৬] (উত্তর: খ)
(ক) কর্তায় ২য়া
(খ) কর্মে ২য়া
(গ) অপাদানে ৫মী
(ঘ) সম্প্রদানে ৬ষ্ঠী

৯০. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এ বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ১১; য.বো. ১০; রা.বো. ০৬; ঢা.বো. ১৩; দি.বো. ১৩]
বা,‘ফুলে ফুলে ভরেছে বাসর’- এ বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
[ঢা.বো. ০৯] (উত্তর: খ)
(ক) কর্মে ৭মী
(খ) করণে ৭মী
(গ) অধিকরণে ৭মী
(ঘ) অপাদানে ৭মী

৯১. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে- [কু.বো. ১০; য.বো. ০৬] (উত্তর: ক)
(ক) মুখ্য কর্ম
(খ) গৌণ কর্ম
(গ) সমধাতুজ কর্ম
(ঘ) উদ্দেশ্য কর্ম

৯২. ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী’- এ বাক্যে ‘দুয়ার’ শব্দটি কোন ধরনের অধিকরণ? (উত্তর: খ)
(ক) ভাবাধিকরণ
(খ) ঐকদেশিক অধিকরণ
(গ) অভিব্যাপক অধিকরণ
(ঘ) আধারাধিকরণ

৯৩. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? [সি.বো. ০৩] (উত্তর: খ)
(ক) শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী
(খ) ষষ্ঠী, দ্বিতীয়া
(গ) দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য
(ঘ) শূন্য, তৃতীয়া, ষষ্ঠী

৯৪. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? [য.বো. ০৭; কু.বো. ০৩; য.বো. ০৯] (উত্তর: গ)
(ক) পরীক্ষায় নকল করা ভালো নয়
(খ) ফুল তুলতে এলেম বনে
(গ) পাখিকে ঢিল মারলে কেন
(ঘ) রাত শেষ হয়ে এল

৯৫. ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি? [য.বো. ০৭; কু.বো. ০৩; য.বো. ০৯] (উত্তর: গ)
(ক) রাজার রাজ্য
(খ) বাটির দুধ
(গ) দেশের লোক
(ঘ) রোজার ছুটি

৯৬. ভাবাধিকরণ কারকে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়? [য.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) দ্বিতীয়া বিভক্তি
(খ) শূন্য বিভক্তি
(গ) ষষ্ঠী বিভক্তি
(ঘ) সপ্তমী বিভক্তি

৯৭. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’- এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি? [ঢা.বো. ১১; য.বো. ০৪; কু.বো. ১৩] (উত্তর: ক)
(ক) অপাদানে সপ্তমী
(খ) কর্তৃকারকে সপ্তমী
(গ) অধিকরণে সপ্তমী
(ঘ) কর্মে সপ্তমী

৯৮. ‘অন্ধজনে দেহ আলো’- নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? [ঢা.বো. ০৮; ব.বো. ১০] (উত্তর: গ)
(ক) কর্মে ৭মী
(খ) কর্মে ২য়া
(গ) সম্প্রদানে ৭মী
(ঘ) সম্প্রদানে ৪র্থী

৯৯. রাজার হুকুম- এটি কোন ধরনের সম্বন্ধ? [য.বো,. ১২; ব.বো. ০৮] (উত্তর: ক)
(ক) কর্তৃ সম্বন্ধ
(খ) কর্ম সম্বন্ধ
(গ) করণ সম্বন্ধ
(ঘ) অপাদান সম্বন্ধ

১০০. ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’- ‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? [ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) অধিকরণে সপ্তমী
(খ) ভাবাধিকরণে সপ্তমী
(গ) কর্মে দ্বিতীয়া
(ঘ) অধিকরণে পঞ্চমী

১০১. ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’- ‘বাড়ি থেকে’ কোন কারকে কোন বিভক্তি? [চ.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) অপাদানে পঞ্চমী
(খ) কর্মে পঞ্চমী
(গ) করণে পঞ্চমী
(ঘ) অধিকরণে পঞ্চমী

১০২. ‘বাবা বাড়ি নেই’- নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? [ঢা.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) কর্মে শূন্য
(খ) কর্তায় শূন্য
(গ) অধিকরণে শূন্য
(ঘ) অপাদানে ২য়া

১০৩. কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান? [ঢা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) লোহার শরীর
(খ) বাটির দুধ
(গ) রুপার থালা
(ঘ) গাছের ফল

১০৪. অপাদান সম্বন্ধ কোনটি? [ব.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) রাজার হুকুম
(খ) চোখের দেখা
(গ) প্রভুর সেবা
(ঘ) সাপের ভয়

১০৫. সম্বন্ধ পদগুলোর মধ্যে কোনটির দ্বারা ‘অধিকার সম্বন্ধ’ বোঝাচ্ছে? [য.বো. ০৮] (উত্তর: ক)
(ক) প্রজার জমি
(খ) পুকুরের মাছ
(গ) অগ্নির উত্তাপ
(ঘ) হাতির দাঁত

১০৬. ‘রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত’- কোন প্রকারের কর্তার উদাহরণ? [ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) ভাববাচ্যের কর্তা
(খ) ব্যতিহার কর্তা
(গ) কর্মবাচ্যের কর্তা
(ঘ) কর্মকর্তৃবাচ্যের কর্তা

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ

No comments:

Post a Comment