G

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০১ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
১ম অধ্যায়
 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 2nd Paper pdf download
Chapter-01
 MCQ 
Question and Answer

১. কোনটি দ্বিস্তরী প্রাণীর উদাহরণ?
[ক] Taenia solium
[খ] Obelia geniculata
[গ] Ascaris tumbricoides
[ঘ] Octopus vulgaris
সঠিক উত্তর: [খ]

২. বর্গের অধীনে কোনটি থাকে?
[ক] গোত্র
[খ] গণ
[গ] শ্রেণি
[ঘ] পর্ব
সঠিক উত্তর: [ক]

৩. কোন পর্বের সকল প্রাণীই দ্বিস্তরবিশিষ্ট?
[ক] Porifera
[খ] Nematoda
[গ] Cnidaria
[ঘ] Chordata
সঠিক উত্তর: [গ]

৪. প্রাণিবৈচিত্র্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ-
[ক] বাস্ততন্ত্রের সাম্যাবস্থা বজায় রাখা
[খ] পরিবেশে প্রাণীর ভারসাম্য রক্ষা করা
[গ] মানুষে প্রয়োজনীয় প্রাণী খুঁজে পাওয়া
[ঘ] মানুষকে আনন্দ দেওয়া
সঠিক উত্তর: [খ]

৫. অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?
[ক] শিখা কোষ
[খ] মালপিজিয়ান নালিকা
[গ] নেফ্রিডিয়া
[ঘ] ত্বক
সঠিক উত্তর: [গ]

৬. Vertebrata উপপর্বে-
i. সংকোচনশীল হৃৎপিন্ড দেখা যায়
ii. বন্ধ রক্তসংবহনতন্ত্র পাওয়া যায়
iii. আজীবন নটোকর্ড উপস্থিত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৭. হিলোসিল পাওয়া যায়-
[ক] তেলাপোকা
[খ] ব্যাঙ
[গ] হাইড্রা
[ঘ] মাছ
সঠিক উত্তর: [ক]

৮. অ্যামোসিট কী?
[ক] মৎস্যগোষ্ঠী
[খ] লার্ভা
[গ] ফুলকারন্ধ্র
[ঘ] রোটিনময় দাঁত
সঠিক উত্তর: [খ]

৯. Aves শ্রেণির প্রাণীতে পাওয়া যায়-
i. দন্তযুক্ত চোয়াল
ii. বায়ু গহ্বরপূর্ণ হালকা অস্থি
iii. প্রলম্বিত লেজ ও গ্রিবা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

১০. কোনটি দ্বি-অরীয় প্রতিসাম্যের অন্তর্গত?
[ক] Volvox
[খ] Hydra
[গ] Anthozoa
[ঘ] Spongilla
সঠিক উত্তর: [গ]

১১. দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়-
i. Platyhelminthes পর্বের প্রাণীতে
ii. Arhopoda পর্বের প্রাণীতে
iii. Chordata পর্বের প্রাণীতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

১২. কোষের সংখ্যার ভিত্তিতে প্রাণিজগতকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে
সঠিক উত্তর: [ক]

১৩. কোন পর্বের প্রজাতিতে মাইকোফাইলেরিয়া লার্ভা দশা দেখা যায়?
[ক] Porifera
[খ] Annelida
[গ] Cnidaria
[ঘ] Nematoda
সঠিক উত্তর: [ঘ]

১৪. গ্যাস্ট্রোবাস্কুলার গহ্বর দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে?
[ক] Nematoda
[খ] Playhelminthes
[গ] Cnidaria
[ঘ] Mollusca
সঠিক উত্তর: [গ]

১৫. দোয়েলের হৃৎপিন্ড কয় প্রকোষ্টবিশিষ্ট?
[ক] ৮
[খ] ২
[গ] ৪
[ঘ] ৬
সঠিক উত্তর: [গ]

১৬. বহুসদস্যদের মৌলিক একক কী?
[ক] সিলেন্টেরণ
[খ] কর্ষিকা
[গ] পলিপ
[ঘ] পলিপ ও মেডুসা
সঠিক উত্তর: [ঘ]

১৭. কোন পর্বের অধিকাংশ প্রাণী সিস্ট নামক আবরণ গঠন করে?
[ক] সার্কোম্যাস্টিগোফোরা
[খ] সিলিওফোরা
[গ] অ্যাসেটোস্পেরো
[ঘ] অ্যাসেটোস্পেরো
সঠিক উত্তর: [ক]

১৮. কর্ডাটা পর্ব কতটি উপপর্বে বিভক্ত?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] ছয়টি
সঠিক উত্তর: [খ]

১৯. Taenia solium জীবটির-
i. দ্বিস্তরী ভ্রুণ বিদ্যমান
ii. রেচনতন্ত্র শিখা কোষ বিশিষ্ট
iii. পৌষ্টিকনালি অসম্পূর্ণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

২০. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি?
[ক] Metaphire posthuma (কেঁচো)
[খ] Ascaris lumbricoides (গোলাকৃমি)
[গ] Tasciola hepatica (যকৃতকৃমি)
[ঘ] Unio marginalis (ঝিনু[ক]
সঠিক উত্তর: [খ]

২১. জেলিফিস কোন পর্বের প্রাণী?
[ক] মোলাস্কা
[খ] আর্থ্রোপোডা
[গ] প্লাটিহেলমিনথিস
[ঘ] নিডারিয়া
সঠিক উত্তর: [ঘ]

২২. লিনিয়াস প্রাণী শ্রেণিবিন্যাস-এ কতটি Taxon ব্যবহার করেন?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
সঠিক উত্তর: [গ]

২৩. অসংখ্য নিডোসাইট ধারণকারী কোষ পাওয়া যায় কোন পর্বে?
[ক] Porifera
[খ] Platyhelminthes
[গ] Nematoda
[ঘ] Cnidaria
সঠিক উত্তর: [ঘ]

২৪. অন্ড-জরায়ুজ প্রাণী কোনটি?
[ক] মাছ
[খ] পাখি
[গ] হাঙ্গর
[ঘ] সাপ
সঠিক উত্তর: [গ]

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০১

২৫. কোন উপপর্বের প্রাণীরা উপকূলীয় পানির বালুময় তলদেশে বাস করে?
[ক] Urochordata
[খ] Cephalochordata
[গ] Vertebrata
[ঘ] Gnathostomata
সঠিক উত্তর: [খ]

২৬. কোন পাণীটি পাথরের নিচে বা মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে?
[ক] Metaphire poshuma
[খ] Acaris humbicodies
[গ] Loa loa
[ঘ] Fasciola hepatica
সঠিক উত্তর: [ক]

২৭. কোনটি রক্তকৃমি?
[ক] Schistosoma Nansoni
[খ] Faschola hepatica
[গ] Tecnia solum
[ঘ] Taenia saginata
সঠিক উত্তর: [গ]

২৮. কোন ধরনের প্রতিসাম্যতায় কোনো প্রাাণিদেহকে কেন্দ্রের মধ্য দিয়ে যেকোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়?
[ক] বর্তুলাকার
[খ] অরীয়
[গ] দ্বি-পার্শ্বীয়
[ঘ] দ্বি-অরীয়
সঠিক উত্তর: [ক]

২৯. কোন পর্বে অপ্রকৃত সিলোমেট প্রাণীদের সংখ্যা সর্বাধিক?
[ক] Mollusca
[খ] Nematoda
[গ] Cnidaria
[ঘ] Annelida
সঠিক উত্তর: [খ]

৩০. ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে?
[ক] Cnidaria
[খ] Arthopoda
[গ] Platyhelminthes
[ঘ] Chordata
সঠিক উত্তর: [গ]

৩১. Vertebrata উপপর্বে কতগুলো শ্রেণি রয়েছে?
[ক]
[খ] ৯
[গ] ১০
[ঘ] ১২
সঠিক উত্তর: [খ]

৩২. Porifera পর্বের প্রাণীদের-
i. দেহে অসংখ্য ছিদ্র থাকে
ii. দেহ কিউটিকল দ্বারা আবৃত
iii. দেহাভ্যন্তরে নালিতন্ত্র বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৩৩. কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?
[ক] Annelida
[খ] Cnidaria
[গ] Nemaloda
[ঘ] Porifera
সঠিক উত্তর: [ঘ]

৩৪. কোন পর্বের সকল সদস্য কাঁটাময় ত্বকবিশিষ্ট্য
[ক] Molluca Annelida
[গ] Echinodermata
[ঘ] Cnidaria
সঠিক উত্তর: [গ]

৩৫. বর্তমানে পৃথিবীতে কতটি হটস্পট রয়েছে?
[ক] ১৮টি ১০৫টি
[গ] ২৫টি
[ঘ] ৯৬টি
সঠিক উত্তর: [গ]

৩৬. শিখা কোষ কোন পর্বের বৈশিষ্ট্য?
[ক] পরিফেরা
[খ] আর্থ্রোপোডা
[গ] প্লাটিহেলমিনথিস
[ঘ] অ্যানিলিডা
সঠিক উত্তর: [গ]

৩৭. মধ্যকর্ণে কয়টি ক্ষুদ্রাস্থি থাকে?
[ক] ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি
সঠিক উত্তর: [গ]

৩৮. অক্টোপাস এর বৈজ্ঞানিক নাম কী?
[ক] Loligo duvaucelli Octopus marginalis
[গ] Octopus burnesi
[ঘ] Octopus macropus
সঠিক উত্তর: [ঘ]

৩৯. ফুলকা ও ম্যান্টল পর্দা দ্বারা শ্বসনকার্য সম্পন্ন করে কোন পর্বের প্রাণীরা?
[ক] Platyhelminthes
[খ] Nematoda
[গ] Mollusca
[ঘ] Arthopoda
সঠিক উত্তর: [গ]

৪০. কোন প্রাণীটির দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান?
[ক] অক্টোপাস
[খ] আরশোলা
[গ] হাইড্রা
[ঘ] অ্যাসিডিয়া
সঠিক উত্তর: [খ]

৪১. অসমরূপ খন্ডকায়ন কোন প্রাণীর বৈশিষ্ট্য?
[ক] কেঁচো
[খ] জোঁক
[গ] ফিতাকৃমি
[ঘ] মানুষ
সঠিক উত্তর: [ঘ]

৪২. সরিসৃপ প্রাণীদের শ্বসন অঙ্গ কোনটি?
[ক] ত্বক
[খ] ফুসফুস
[গ] ফুলকা
[ঘ] মিউকাস ঝিল্লি
সঠিক উত্তর: [খ]

৪৩. কোনটি অপ্রতিসাম্য প্রাণী?
[ক] Bufo melonostictus Homo sapiens
[গ] Aurelia aurita
[ঘ] Chiona celata
সঠিক উত্তর: [ঘ]

৪৪. কোনটি জীবন্ত জীবশ্ম?
[ক] মাকড়সা
[খ] অক্টোপাস
[গ] রাজ কাঁকড়া
[ঘ] কচ্ছপ
সঠিক উত্তর: [গ]

৪৫. কর্ডাটা পর্বের নার্ভকর্ড পরিবর্তিত হয়ে কোনটি গঠন করে?
[ক] Porifera
[খ] Cnidaria
[গ] Echinodermata
[ঘ] Annelida
সঠিক উত্তর: [গ]

৪৬. মাকড়সায় কয়টি 'Tagmata' পরিলক্ষিত হয়?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৬টি
সঠিক উত্তর: [ক]

৪৭. শ্রেণি-A এর প্রাণীদের-
i. দেহ লোম দ্বারা আবৃত
ii. অন্ত:কঙ্কাল অস্থি দ্বারা গঠিত
iii. রেচন ও জনন ছিদ্র অভিন্ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৪৮. 'শিখাকোষ' কোন পর্বের বৈশিষ্ট্য?
[ক] Plathyhelminthes
[খ] Nematoda
[গ] Annelida
[ঘ] Porifera
সঠিক উত্তর: [ক]

৪৯. কোনটি থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়?
[ক] ফুলকারন্ধ্র
[খ] নটোকার্ড
[গ] স্নায়ুরজ্জু
[ঘ] এন্ডোস্টাইল
সঠিক উত্তর: [ঘ]

৫০. প্রতিসম প্রাণিদেহকে এক বা একাধিক তলে বিভক্ত করলে কেমন হবে?
[ক] অসমান ও সাদৃশ
[খ] সমান ও সদৃশ
[গ] সমান
[ঘ] সদৃশ
সঠিক উত্তর: [খ]

৫১. কোন পূর্ণাঙ্গ প্রাণীটি নিশ্চল?
[ক] Doliolum ranum
[খ] Rana tigrina
[গ] Ascidia mentula
[ঘ] Myxine glutinosa
সঠিক উত্তর: [গ]

৫২. তারামাছ ও সমুদ্র শশার-
i. দেহত্বক কাটাযুক্ত
ii. দেহ সাতটি ভাগে বিভক্ত
iii. পানি সংবহনতন্ত্র উপস্থিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৫৩. ক্যারোলাস লিনিয়াস প্রাণিজগতকে কয়টি দলে ভাগ করেন?
[ক] ৩টি
[খ] ৫টি
[গ] ২টি
[ঘ] ৪টি
সঠিক উত্তর: [ক]

৫৪. প্রাণীর জাতিতত্ত্ব জানতে কোনটির প্রয়োজন?
[ক] কোষবিদ্যা
[খ] অভিব্যক্তি
[গ] শ্রেণিবিন্যাস
[ঘ] প্রাণরসায়ন
সঠিক উত্তর: [গ]

৫৫. ব্যাঙ কোন শ্রেণির প্রাণী?
[ক] Mammalia
[খ] Aves
[গ] Amphibia
[ঘ] Reptilia
সঠিক উত্তর: [গ]

৫৬. যেকোন প্রাণী সম্পর্কে নিখুঁত ও বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা যায় কোনটির মাধ্যমে?
[ক] শ্রেণিবিন্যাস
[খ] অভিব্যক্তি
[গ] বাস্তুসংস্থান
[ঘ] জিনতত্ত্ব
সঠিক উত্তর: [ক]

৫৭. কোন প্রাণীর দেহে অস্ট্রিয়া নামক অসংখ্য ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান?
[ক] Hydra
[খ] Spongilla
[গ] Obelia
[ঘ] Octopus
সঠিক উত্তর: [খ]

৫৮. 'বায়ুথলি' পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?
[ক] Aves
[খ] Reptilia
[গ] Amphibia
[ঘ] Mammalia
সঠিক উত্তর: [ক]

৫৯. চোখ কৃমির বৈজ্ঞানিক নাম কী?
[ক] Culex piptens
[খ] Ancylostoma duodenale
[গ] Loa loa
[ঘ] Ascaris lumbricodies
সঠিক উত্তর: [গ]

৬০. শ্রেণিবিন্যাস করা হয়-
i. প্রাণীর আচরণ ও স্বভাব জেনে
ii. প্রাণীর বাসস্থান জেনে
iii. জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৬১. শ্রেণিবিন্যাসের একটি ধাপ হলো পর্ব, যা-
i. একাধিক শ্রেণি নিয়ে গঠিত
ii. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ধাপ
iii. একাধিক গণের সমন্বয়ে গঠিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৬২. কোন পর্বের প্রাণীতে সন্ধিযুক্ত পা দেখা যায়?
[ক] আর্থ্রোপোডা
[খ] মলাস্কা
[গ] অ্যানিলিডা
[ঘ] একইনোডার্মাটা
সঠিক উত্তর: [ক]

৬৩. কেঁচোর প্রধান রেচন অঙ্গ কোনটি?
[ক] নেফ্রন
[খ] নেফ্রিডিয়া
[গ] অস্টিয়া
[ঘ] সিলেন্টেরন
সঠিক উত্তর: [খ]

৬৪. কবুতরের বৈজ্ঞানিক নাম কী?
[ক] Columba livia
[খ] Fasciola Hepatica
[গ] Taenia solium
[ঘ] Bos indicus
সঠিক উত্তর: [ক]

৬৫. নিম্নশ্রেণির অমেরুদন্ডী প্রাণীর পর্ব কোনটি?
[ক] পরিফেরা
[খ] প্লাটিহেলমিনথিস
[গ] নেমাটোডা
[ঘ] অ্যানিলিডা
সঠিক উত্তর: [ক]

৬৬. কোনটি সমুদ্র শশা এর বৈজ্ঞানিক নাম?
[ক] Holothuria impatiens
[খ] Ascidia mentula
[গ] Cucumaria planci
[ঘ] Antedon bifuda
সঠিক উত্তর: [ক]

৬৭. এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়-
i. পৌষ্টিকতন্ত্র
ii. সংবহনতন্ত্র
iii. শ্বসনতন্ত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৬৮. পরিফেরা জগতের প্রাণীরা-
i. স্পঞ্জ নামে পরিচিত
ii. মূলত মরুজীবী
iii. সুগঠিত অঙ্গ ও অস্ত্রবিহীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৬৯. Chondrichthyes শ্রেণির প্রাণীদের-
i. সাইক্লয়েড আঁইশ থাকে
ii. লেজ হেটেরোসার্কাল
iii. ফুলকারন্ধ্র উন্মুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৭০. শিখা কোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য?
[ক] আরশোলা
[খ] কেঁচো
[গ] ফিতাকৃমি
[ঘ] জেলিফিশ
সঠিক উত্তর: [গ]

৭১. Agnatha অধিশ্রেণির অধীনে কয় ধরনের মৎসশ্রেণি রয়েছে?
[ক] ৪
[খ] ৩
[গ] ২
[ঘ] ৫
সঠিক উত্তর: [গ]

৭২. প্রাণীদের শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
[ক] রাদার ফোড
[খ] অ্যারিস্টটল
[গ] লিনিয়াস
[ঘ] জন রে
সঠিক উত্তর: [গ]

৭৩. কোন শ্রেণির প্রাণীদের পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল ধরনের?
[ক] Actinopteygii
[খ] Sarcopteygii
[গ] Chondrichthyes
[ঘ] Myxini
সঠিক উত্তর: [খ]

৭৪. লার্ভা দশায় ফুলকা ও পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা শ্বসন সম্পন্ন করে কোন শ্রেণির প্রাণীরা?
[ক] Amphibia
[খ] Reptilia
[গ] Aves
[ঘ] Mammalia
সঠিক উত্তর: [ক]

৭৫. Platyhelminthes পর্বের প্রাণীদের রেচনতন্ত্রের একক কোনটি?
[ক] শিখা কোষ
[খ] নেফ্রন
[গ] ম্যান্টল
[ঘ] মালপিজিয়ান নালিকা
সঠিক উত্তর: [ক]

৭৬. প্রাণিজগতের বৃহত্তম পর্বের নাম কী?
[ক] Mulluca
[খ] Porifera
[গ] Arithopoda
[ঘ] Annelida
সঠিক উত্তর: [গ]

৭৭. নেমোটোডা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে, এদের-
i. পৌষ্টিকনালি মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত
ii. যৌন দ্বিরুপতা দেখা যায়
iii. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৭৮. এক্স-সিটু সংরক্ষণের উপযুক্ত স্থান-
i. পোলেন ব্যাংক
ii. চিড়িয়াখানা
iii. সাফারী পার্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৭৯. প্রাণিবিদ্যার জনক কে?
[ক] লিনিয়অস হায়ারার্কি
[খ] থিওফ্রাস্টাস
[গ] ক্যারোলাস লিনিয়াস
[ঘ] অ্যারিস্টটল
সঠিক উত্তর: [ঘ]

৮০. প্রাণীকে লিোমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির ওপর নির্ভর করে কত ভাগে ভাগ করা হয়েছে?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
সঠিক উত্তর: [খ]

৮১. তরুণাস্থি নির্মিত অন্ত:কঙ্কাল দেখা যায় কোন পর্বে?
[ক] Actinopterygii
[খ] Sarcopterygii
[গ] Chondrichthyes
[ঘ] Amphibia
সঠিক উত্তর: [গ]

৮২. অস্টিয়াম পাওয়া যায় কোন পর্বে?
[ক] Cnidaria
[খ] Porifera
[গ] Platyhelminthes
[ঘ] Arthopoda
সঠিক উত্তর: [খ]

৮৩. নেমাটোসিস্টের কাজ কী?
[ক] বংশবৃদ্ধি
[খ] বর্জ্য নিষ্কাশন
[গ] আত্মরক্ষা
[ঘ] বহুরূপিতা প্রদর্শন
সঠিক উত্তর: [গ]

৮৪. কোনটি বিবর্তন ধারার নির্দেশক?
[ক] শ্রেণিবিন্যাস
[খ] খন্ডকায়ন
[গ] প্রতিসাম্যতা
[ঘ] ভ্রুণস্তর
সঠিক উত্তর: [ক]

৮৫. উভচর শ্রেণির বৈশিষ্ট্য হলো-
i. দেহত্বক নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত
ii. লার্ভা অবস্থায় ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়
iii. পশ্চাৎপদে ৫টি নখরযুক্ত আঙ্গুল থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৮৬. Arthopoda পর্বের প্রাণীদের দেহের কিউটিকল কী দ্বারা নির্মিত?
[ক] সেলোলোজ
[খ] কাইটিন
[গ] হেমিসেলুলোজ
[ঘ] প্যাকাইটিন
সঠিক উত্তর: [খ]

৮৭. মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ কী দ্বারা আবৃত থাকে?
[ক] র্যাডুলা
[খ] হিমোসিল
[গ] ম্যান্টল
[ঘ] টেনিডিয়া
সঠিক উত্তর: [গ]

৮৮. ইউরোকার্ডটা উপপর্বের প্রাণীদের কী নামে ডাকা হয়?
[ক] সাগর ফোয়ারা
[খ] স্পঞ্জ
[গ] রেইন ফরেস্ট
[ঘ] হ্যাগফিশ
সঠিক উত্তর: [ক]

৮৯. একাইনোমার্ডাটা পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ কোনটি?
[ক] শিখাকোষ
[খ] নালিকাপদ
[গ] নেফ্রিডিয়া
[ঘ] ক্ষণপদ
সঠিক উত্তর: [খ]

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একটি বিশেষ বিজ্ঞানসম্মত উপায়ে পৃথিবীর সকল প্রাণীকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট কিছু দলে বিভক্ত করা হয়। এই প্রক্রিয়াটি একটি সার্বজনীন প্রক্রিয়া।

৯০. সার্বজনীন প্রক্রিয়াটিতে ধানের নামকরণ কোনটি হবে?
[ক] Zea maize
[খ] Onyza sativa
[গ] Oryza sativa
[ঘ] Ocimum sanctum
সঠিক উত্তর: [গ]

৯১. বিজ্ঞানসম্মত পদ্ধতিটি প্রাণীর-
i. বিবর্তনীয় ধারার নির্দেশক
ii. খাদ্যশৃঙ্খল বজায় রাখে
iii. শারীরবৃত্তীয় ঘটনা ব্যাখ্যা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]


3 comments: