G

SSC বাঙলা শব্দ গল্পের বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

বাঙলা শব্দ
হুমায়ুন আজাদ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Bangla Shobdo
MCQ
Question and Answer pdf download

১. বাঙলা ভাষার শতকরা কতটি শব্দ মৌলিক বা বাঙলা শব্দ?
ক. ৫২টি
খ. ৪৪টি
গ. ৯৬টি✓
ঘ. ৯৮টি

২. ‘কেষ্ট’ ও ‘রঙিন’ এ শব্দ দুটোকে বিকলাঙ্গ বলা হয় কেন?
ক. এ দুটো সংস্কৃত শব্দ
খ. এ দুটো প্রাকৃতের অবিকশিত রূপ
গ. এ দুটো তদ্ভব শব্দ বলে
ঘ. এ দুটোর উৎস অজ্ঞাত বলে

[বিশেষ দ্রষ্টব্য - প্রশ্নটি ত্রুটিপূর্ণ। প্রাকৃতের অবিকশিত রূপ বলে লেখক কেষ্ট শব্দটিকে বিকলাঙ্গ বলেছেন। কিন্তু রঙিন শব্দটিকে বিকলাঙ্গ বলা যায় না। মূলত রঙিন শব্দটির পরিবর্তে রাত্তির হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে খ।]

৩. ‘চন্দ’ শব্দটির সাথে নিচের সাদৃশ্যপূর্ণ শব্দ হলো -
ক. খল্প
খ. দুগ্ধ
গ. দ্রম্য
ঘ. ঘড়া

[বিশেষ দ্রষ্টব্য - প্রশ্নটি ত্রুটিপূর্র্ণ। চন্দ শব্দের পরিবর্তে চাঁদ বসালে সঠিক উত্তর হবে হবে ঘ। কারণ চাঁদ ও ঘড়া উভয়ই তদ্ভব শব্দ।]

৪. এরুপ সাদৃশ্যের কারণ কী?
ক. এটি বাংলা শব্দ
খ. এটি তৎসম শব্দ
গ. এটি তদ্ভব শব্দ
ঘ. এটি অর্ধতৎসম শব্দ

[বিশেষ দ্রষ্টব্য - ৩ প্রশ্নের সাথে সংশ্লিষ্টতার কারণে এ প্রশ্নটিও ভুল।]


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
বাঙলা শব্দ গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘বাঙলা শব্দ’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. নিবিড় নীলিমা
খ. কতো নদী সরোবর✓
গ. বাঙলা ভাষার শত্রুমিত্র
ঘ. লাল নীল দীপাবলি

২. হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৭✓
খ. ১৯৪৫
গ. ১৯৫০
ঘ. ১৯৫২

৩. হুমায়ুন আজাদের জন্ম কোন জেলায়?
ক. কুমিল্লা
খ. নারায়ণগঞ্জ
গ. মানিকগঞ্জ
ঘ. মুন্সিগঞ্জ✓

৪. ‘অলৌকিক ইস্টিমার’ কোন ধরনের রচনা?
ক. গল্প
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. কাব্য✓

৫. হুমায়ুন আজাদ দীর্ঘদিন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়✓
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

৬. মুন্সিগঞ্জের কোন গ্রামে হুমায়ুন আজাদের জন্ম?
ক. শিবপুর
খ. চরঘোষপুর
গ. রাড়িখাল✓
ঘ. পাহাড়তলী

৭. হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ কোনটি?
ক. প্রাগৈতিহাসিক
খ. যাদুকরের মৃত্যু✓
গ. সরীসৃপ
ঘ. তারিণী মাঝি

৮. হুমায়ুন আজাদ কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
ক. বাংলা বিভাগ✓
খ. ইংরেজি বিভাগ
গ. দর্শন বিভাগ
ঘ. সাংবাদিকতা বিভাগ

৯. হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ২০১০
খ. ২০০৪✓
গ. ২০০৮
ঘ. ২০০৬

১০. কয় রকম শব্দ মিলে গড়ে উঠেছে বাংলা ভাষার শরীর?
ক. ৫
খ. ৪
গ. ৩✓
ঘ. ২

১১. ‘তৎসম’, ‘তদ্ভব’, পারিভাষিক শব্দগুলো কারা চালু করেছিলেন?
ক. প্রাকৃত ভাষার ব্যাকরণ রচয়িতারা✓
খ. প্রাকৃত ভাষার ইতিহাসবিদরা
গ. প্রাকৃত ভাষার কবিরা
ঘ. সমসাময়িক শাসকবর্গ

১২. বাংলা ভাষার শতকরা কতটি শব্দ ‘তদ্ভব’ ও ‘অর্ধতৎসম’?
ক. ৫০টি
খ. ৫২টি✓
গ. ৫৫টি
ঘ. ৫৮টি

১৩. বাংলা ভাষায় শতকরা কত ভাগ তৎসম শব্দ?
ক. ৪৪✓
খ. ৪৮
গ. ৫০
ঘ. ৫২

১৪. বাংলা ভাষায় শতকরা কতটি মৌলিক শব্দ?
ক. ১০০টি
খ. ৯৫টি
গ. ৯৬টি✓
ঘ. ৮০টি

১৫. প্রাচীন ভারতীয় আর্যভাষার শব্দ কোন শব্দে রূপ নেয়?
ক. সংস্কৃত
খ. প্রাকৃত✓
গ. তদ্ভব
ঘ. দেশি

১৬. পরিবর্তনের স্রোতে গা ভাসিয়ে দেয় কোন শব্দ?
ক. প্রাকৃত শব্দ
খ. সংস্কৃত শব্দ
গ. প্রাচীন ভারতীয় আর্যভাষার শব্দ✓
ঘ. অর্ধতৎসম শব্দ

১৭. কোন শব্দ পরিবর্তিত হয়ে রূপ নেয় বাংলা শব্দে?
ক. তৎসম শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. প্রাকৃত শব্দ✓
ঘ. অর্ধতৎসম শব্দ

১৮. ছাপ্পান্ন হাজার বর্গমাইল কার লেখা উপন্যাস?
ক. হুমায়ূন আহমেদ✓
খ. কবীর চৌধুরী
গ. হুমায়ুন আজাদ
ঘ. ইমদাদুল হক মিলন

SSC বাঙলা শব্দ গল্পের বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর

১৯. হুমায়ুন আজাদের মৃত্যু তারিখ কোনটি?
ক. ১৫ ফেব্রুয়ারি
খ. ১২ আগস্ট✓
গ. ২০ আগস্ট
ঘ. ২৫ আগস্ট

২০. ‘খাল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. পর্তুগিজ
খ. সংস্কৃত
গ. তামিল✓
ঘ. ফারসি

২১. ‘দাম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি
খ. তামিল
গ. গ্রিক✓
ঘ. হিব্রু

২২. উনিশ শতকে কোন শব্দ বাংলা ভাষাকে তার রাজ্যে পরিণত করে?
ক. তামিল শব্দ
খ. পর্তুগিজ শব্দ
গ. তৎসম শব্দ✓
ঘ. ফারসি শব্দ

২৩. প্রাকৃত রূপ নিয়ে অবিকশিতভাবে বাংলায় এসেছে কোন শব্দ?
ক. তৎসম
খ. আরবি
গ. অর্ধতৎসম✓
ঘ. হিন্দি

২৪. মার্জিত পরিবেশে কোন শব্দ ব্যবহার করা হয় না?
ক. তৎসম
খ. অর্ধতৎসম✓
গ. দেশি
ঘ. বিদেশি

২৫. বাংলা ভাষার উদ্ভবের আগে এ দেশে প্রচলিত ছিল কোন শব্দ?
ক. তৎসম শব্দ
খ. আরবি শব্দ
গ. দেশি শব্দ✓
ঘ. অর্ধতৎসম শব্দ

২৬. সাবলীল শব্দের অর্থ কী?
ক. সহজ✓
খ. সৃষ্টি
গ. অনাবিল
ঘ. কঠিন

২৭. বাংলা ভাষার শব্দসম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. তিন
খ. পাঁচ✓
গ. সাত
ঘ. আট

২৮. মাছ শব্দের সংস্কৃত রূপ কোনটি?
ক. মচ্ছ
খ. মৎস্য✓
গ. মাছ
ঘ. মছ্ব

২৯. ‘রাত্তির’ শব্দের তৎসম রূপ হলো-
ক. রাত
খ. রাত্রি✓
গ. রজনী
ঘ. রাতি

৩০. শরীর শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. গাত্র✓
খ. কুন্ডল
গ. গ্রীবা
ঘ. আরতি

No comments:

Post a Comment