G

SSC বইপড়া গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

বইপড়া
প্রমথ চৌধুরী

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Boipora
MCQ
Question and Answer pdf download

লেখক পরিচিতি: 
নাম: প্রমথ চৌধুরী
জন্ম তারিখ: ১৮৬৮ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট।
জন্মস্থান: যশোর। পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রাম।
শিক্ষা: ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর বিলেত (ইংল্যান্ড) থেকে ব্যারিস্টারি পাস করেন।
কর্মজীবন: ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন।
সাহিত্যিক পরিচয়: মূলত প্রাবন্ধিক হিসেবে খ্যাতি অর্জন করলেও সাহিত্যের নানা শাখায় তাঁর বিচরণ ছিল। তাঁর নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। বাংলা সাহিত্যে প্রথম স্যাটায়ারিস্ট বা বিদ্রূপাত্মক প্রবন্ধ রচয়িতা। ‘সবুজপত্র’ নামক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে এ পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করে।
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল
উল্লেখযোগ্য রচনা: বীরবলের হালখাতা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, সনেট পঞ্চাশৎ, পদচারণ, চার-ইয়ারি কথা, আহুতি, নীললোহিত।
মৃত্যু: ১৯৪৬ খ্রিষ্টাব্দের ২রা সেপ্টেম্বর কলকাতায়।

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
বইপড়া
গল্পের পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের ওপর স্থান দিয়েছেন?
 ক. হাসপাতালের
 খ. স্কুল-কলেজের✓
 গ. অর্থ-বিত্তের
 ঘ. জ্ঞানী মানুষের
 
২. স্বশিক্ষিত বলতে বোঝায় -
 ক. সৃজনশীলতা অর্জন✓
 খ. বুদ্ধির জাগরণ
 গ. সার্টিফিকেট অর্জন
 ঘ. উচ্চ শিক্ষা অর্জন
 
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
‘পড়িলে বই আলোকিত হয়
না পড়িলে বই অন্ধকারে রয়।’

৩. উদ্দীপকটির ভাবার্থ নিচের কোন চরণে বিদ্যমান?
 ক. জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়
 খ. শিক্ষা কেউ কাউকে দিতে পারে না 
 গ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত✓
 ঘ. আমাদের বাজারে বিদ্যাদাতার অভাব নেই
 
৪. উদ্দীপকটির ভাবার্থ ‘বই পড়া’ প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে -
 ক. জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন✓
 খ. শিক্ষাযন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া
 গ. শিক্ষকের মাধ্যমে বিকশিত হওয়া
 ঘ. শিক্ষিত হয়ে চাকরি অর্জন


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
বইপড়া গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘বই পড়া’ প্রবন্ধের রচয়িতা কে?
 ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 খ. বনফুল
 গ. প্রমথ চৌধুরী✓
 ঘ. মোতাহের হোসেন চৌধুরী
 
২. প্রমথ চৌধুরীর জন্মতারিখ কোনটি?
 ক. ৭ই জুলাই ১৮৩৮
 খ. ৭ই নভেম্বর ১৮৪৮
 গ. ৭ই অক্টোবর ১৮৫৮
 ঘ. ৭ই আগস্ট ১৮৬৮✓
 
৩. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল?
 ক. সিরাজগঞ্জ জেলায়
 খ. কুষ্টিয়া জেলায়
 গ. যশোর জেলায়
 ঘ. পাবনা জেলায়✓
 
৪. প্রমথ চৌধুরী কত সালে এম.এ. ডিগ্রি সম্পন্ন করেন?
 ক. ১৮৬৮ সালে
 খ. ১৮৮৮ সালে
 গ. ১৮৯০ সালে✓
 ঘ. ১৮৯৯ সালে
 
৫. প্রমথ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি লাভ করেন?
 ক. কলকাতা বিশ্ববিদ্যালয়✓
 খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
 গ. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
 ঘ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
 
৬. এম.এ. পাস করার পর প্রমথ চৌধুরী বিলাত যান কেন?
 ক. শিক্ষাসফরে
 খ. ব্যারিস্টারি পড়তে✓
 গ. ভ্রমণে
 ঘ. ডাক্তারি পড়তে
 
৭. বিলাত থেকে ফিরে প্রমথ চৌধুরী কী করেন?
 ক. ব্যারিস্টারি পেশায় যোগদান করেন
 খ. দেশসেবায় আত্মনিয়োগ করেন
 গ. সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন
 ঘ. ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন✓
 
৮. প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন?
 ক. বাংলা
 খ. ইংরেজি✓
 গ. দর্শন
 ঘ. সংস্কৃত
 
৯. ‘বীরবল’ সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন?
 ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
 খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 গ. প্রমথ চৌধুরী✓
 ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
 
১০. প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে?
 ক. সাহিত্যপত্র
 খ. সবুজপত্র✓
 গ. যুগবাণী
 ঘ. প্রবাসী
 
১১. বাংলা সাহিত্যে গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে?
 ক. রবীন্দ্রনাথ ঠাকুরের 
 খ. প্রমথ চৌধুরীর✓
 গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের
 ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
 
১২. প্রমথ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি?
 ক. মাধবীলতা
 খ. বৈকুণ্ঠের উইল
 গ. নীললোহিত✓
 ঘ. পদ্মরাগ
 
১৩. প্রমথ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন?
 ক. ২রা আগস্ট ১৯৩৬
 খ. ১লা জুলাই ১৯৪৬
 গ. ৭ই আগস্ট ১৯৩৬
 ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬✓
 
১৪. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?
 ক. সাঁতার কাটা
 খ. বাগান করা
 গ. বই পড়া✓
 ঘ. গান শোনা
 
১৫. প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন কী করার সময় নয়?
 ক. পরিশ্রম করার
 খ. শখ করার✓
 গ. সন্দেহ করার
 ঘ. আশা করার
 
SSC বইপড়া গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬. প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন?
 ক. আয় বুঝে ব্যয় করো
 খ. শখ করে বই পড়ো✓
 গ. অসৎ সঙ্গ ত্যাগ করো
 ঘ. বইয়ের পড়া মুখস্থ করো
 
১৭. প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নই?
 ক. অলস
 খ. পরিশ্রমী
 গ. অভিজাত
 ঘ. শৌখিন✓
 
১৮. প্রমথ চৌধুরীর মতে তাঁর কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে?
 ক. সুন্দর জীবনধারণের প্রস্তাব
 খ. জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব✓
 গ. সাহিত্যচর্চা ত্যাগের প্রস্তাব
 ঘ. ডেমোক্রেসি প্রবর্তনের প্রস্তাব
 
১৯. কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই?
 ক. শিক্ষার ফল
 খ. জীবনের আনন্দ
 গ. সাহিত্যের রস✓
 ঘ. ডেমোক্রেসির সার্থকতা
 
২০. কী লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু?
 ক. সাহিত্যের রস
 খ. শিক্ষার ফল✓
 গ. সুশিক্ষার স্বাদ
 ঘ. মনোরাজ্যের ঐশ্বর্য
  
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

২১. প্রমথ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কী?
 ক. শিক্ষা আলোকিত মানুষ গড়ে
 খ. মুখস্থবিদ্যা শিক্ষার উদ্দেশ্যকে ধ্বংস করে
 গ. শিক্ষা আমাদের অর্থ ও অন্নের সংস্থান করে✓
 ঘ. শিক্ষা আমাদের মননকে উন্নত করে
 
২২. প্রমথ চৌধুরী কিসে বিশ্বাস করেন?
 ক. শিক্ষার মাহাত্ম্যে✓
 খ. মুখস্থবিদ্যার প্রয়োজনীয়তায়
 গ. লাইব্রেরির অসারতায়
 ঘ. স্কুল-কলেজের শ্রেষ্ঠত্বে
 
২৩. প্রমথ চৌধুরীর মতে সন্দেহাতীতভাবে শিক্ষার প্রধান অঙ্গ কী?
 ক. দর্শনচর্চা✓
 খ. সাহিত্যচর্চা
 গ. ধর্মচর্চা
 ঘ. বিজ্ঞানচর্চা
 
২৪. ডেমোক্রেসি কেবল কী বোঝে?
 ক. অর্থের সার্থকতা✓
 খ. সাহিত্যের সার্থকতা
 গ. সুশিক্ষার সার্থকতা
 ঘ. লাইব্রেরির সার্থকতা
 
২৫. ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন?
 ক. সবাইকে সমান করতে✓
 খ. সবাইকে বড় মানুষ বানাতে
 গ. শ্রেণিবৈষম্য গড়ে তুলতে
 ঘ. সবাইকে ছোট মানুষ করতে
 
২৬. ডেমোক্রেসির শিষ্যদের সকলেই কী হতে চায়?
 ক. সমান
 খ. ছোট
 গ. বড়✓
 ঘ. শিক্ষিত
 
২৭. প্রমথ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি?
 ক. দুর্বল
 খ. শৌখিন
 গ. অভিজাত✓
 ঘ. স্বাস্থ্যবান
 
২৮. ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা কী আত্মসাৎ করেছি?
 ক. ডেমোক্রেসির গুণ
 খ. ডেমোক্রেসির দোষ✓
 গ. ডেমোক্রেসির স্বাস্থ্য
 ঘ. ডেমোক্রেসির অর্থ
 
২৯. ডেমোক্রেসির গুণ আয়ত্তে ব্যর্থ হলেও এর দোষগুলো আমরা আত্মসাৎ করেছি। এর কারণ কী?
 ক. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
 খ. দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না
 গ. ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়✓
 ঘ. মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না
 
৩০. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে?
 ক. সুশিক্ষার ওপর
 খ. স্বশিক্ষার ওপর
 গ. অর্থের ওপর✓
 ঘ. ডেমোক্রেসির ওপর

2 comments: