SSC নিরীহ বাঙালি গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

নিরীহ বাঙালি
রোকেয়া সাখাওয়াত হোসেন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Niriho Bangali
MCQ
Question and Answer pdf download

লেখক পরিচিতি: 
নাম: রোকেয়া সাখাওয়াত হোসেন
জন্ম তারিখ: ১৮৮০ খ্রিষ্টাব্দের ৯ই ডিসেম্বর ।
জন্মস্থান: রংপুর জেলার পায়রাবন্দ গ্রাম ।
পিতৃপরিচয়: বাবা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন।
শিক্ষা: ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বাংলা শিক্ষায় সাহায্য করেন। পরে বড় ভাই ইব্রাহিম সাবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন।
ব্যক্তিজীবন: বিহারের ভাগলপুরের সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহের পর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। স্বামীর প্রেরণায় সাহিত্যচর্চা শুরু করেন।
অবদান: সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনী ধারণ করেন। মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন।সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করে মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন।
উল্লেখযোগ্য রচনা: পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন।
মৃত্যু: ১৯৩২ সালের ৯ই ডিসেম্বর।


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
নিরীহ বাঙালি
গল্পের পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর 
১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন?
 ক. নারীকে
 খ. পুরুষকে 
 গ. বাঙালিকে✓
 ঘ. ইংরেজদেরকে

২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
 ক. শিক্ষাকে✓
 খ. ব্যক্তিকে
 গ. ব্যক্তিত্বকে
 ঘ. মূল্যবোধকে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও : 
কর্মস্পৃহার অভাবে আজ আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন। যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখারি।

৩. উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি হলো-   
 i. ভোজনপ্রিয়তা
ii. অলসতা
 iii. কর্মবিমুখতা

 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii
 খ. i ও iii
 গ. ii ও iii✓
 ঘ. i, ii ও iii

৪. এ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত?
 ক. মূর্তিমান✓
 খ. পদ্মিনী
 গ. পুরুষিকা
 ঘ. নায়িকা

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
নিরীহ বাঙালি গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. রোকেয়া সাখাওয়াত হোসেন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
 ক. ১৮৭০ খ্রিষ্টাব্দে
 খ. ১৮৮০ খ্রিষ্টাব্দে✓
 গ. ১৮৯০ খ্রিষ্টাব্দে
 ঘ. ১৯০০ খ্রিষ্টাব্দে
 
২. রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মস্থান কোথায়?
 ক. ফরিদপুরের তাম্বুলখানা
 খ. নরসিংদীর পাড়াতলী
 গ. রংপুরের পায়রাবন্দ✓
 ঘ. পশ্চিমবঙ্গের বর্ধমান
 
৩. রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা কী ছিলেন?
 ক. সাংবাদিক
 খ. সাহিত্যিক
 গ. সম্ভ্রান্ত ভূস্বামী✓
 ঘ. সরকারি চাকুরে
 
৪. কার প্রেরণায় রোকেয়া সাখাওয়াত হোসেন সাহিত্যচর্চা শুরু করেন?
 ক. বাবার
 খ. ভাইয়ের
 গ. বোনের
 ঘ. স্বামীর✓
 
৫. রোকেয়া সাখাওয়াত হোসেন কিসের বিরুদ্ধে লেখনী ধারণ করেন?
 ক. রাষ্ট্রের
 খ. জমিদারি প্রথার✓
 গ. বিদেশি শাসনের
 ঘ. মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের
 
৬. কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ?
 ক পদ্মপুরাণ
 খ পদ্মরাগ✓
 গ ইতল বিতল
 ঘ জাগো তবে অরণ্য কন্যারা
 
৭. রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?
 ক. ১৯৩০ সালে
 খ. ১৯৩১ সালে
 গ. ১৯৩২ সালে✓
 ঘ. ১৯৩৩ সালে
 
৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘বাঙালি’ শব্দে কেমন ভাব প্রকাশ হয় বলে মনে করেন?
 ক. কর্কশ
 খ. কঠিন
 গ. কোমল✓
 ঘ. তীক্ষ্ণ
 
৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালির ক্রিয়াকলাপকে কেমন বলেছেন?
 ক. কটু ও তীর্যক
 খ. কঠিন ও জটিল
 গ. বক্র ও ভয়ংকর
 ঘ. সহজ ও সরল✓
 
১০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে ভারতবর্ষকে ইংরেজি ধরনের অট্টালিকা মনে করলে বাঙালিকে সেখানে কী হিসেবে লেখিকা মনে করেন?
 ক. বৈঠকখানা
 খ. সাজসজ্জা✓
 গ. দেয়াল
 ঘ. খুঁটি
 
১১. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে ভারতবর্ষ একটি দীঘি হলে বাঙালিকে সেখানে কী বলা হয়েছে?
 ক. জল
 খ. মাছ
 গ. দীঘির পাড়
 ঘ. পদ্মিনী✓
 
১২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধানুযায়ী ভারতবর্ষ একটি উপন্যাস হলে বাঙালি সেখানে কী?
 ক. নায়ক
 খ. নায়িকা✓
 গ. প্রধানচরিত্র
 ঘ. পার্শ্বচরিত্র
 
১৩. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ অনুযায়ী বাঙালির পরিচয় কোনটি?
 ক. মূর্তিমান কাব্য✓
 খ. বিচ্ছিন্ন ঘটনাপ্রবাহ
 গ. বিমূর্ত মেঘমালা
 ঘ. অদৃশ্য বাতাস
 
১৪. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের কোন খাদ্যদ্রব্যকে অতিশয় সরস বলা হয়েছে?
 ক. পুঁইশাকের ডাঁটা✓
 খ. আলুর ভাজি
 গ. ইলিশ মাছ
 ঘ. লালশাক
 
১৫. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির কোন খাদ্যদ্রব্যকে অতিকায় সুস্বাদু বলা হয়েছে?
 ক. পান্তা ভাত
 খ. ক্ষীর✓
 গ. ইলিশ মাছ
 ঘ. আম
 
SSC নিরীহ বাঙালি গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির কোন ফলকে রসাল ও মধুর বলা হয়েছে?
 ক. আম✓
 খ. জাম
 গ. কলা
 ঘ. লিচু
 
১৭. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কোনটিকে ত্রিগুণাত্মক বলা হয়েছে?
 ক. বাঙালির আচরণকে
 খ. বাঙালির খাদ্যসামগ্রীকে✓
 গ. পুরুষদেরকে
 ঘ. নারীদেরকে
 
১৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কী অনুসারে শরীরের পুষ্টি হয় বলে বর্ণিত হয়েছে?
 ক. চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে
 খ. পরিবেশ অনুসারে
 গ. খাদ্যের গুণ অনুসারে✓
 ঘ. খাবারের পরিমাণ অনুসারে
 
১৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কোনটিকে বীজবহুল বলা হয়েছে?
 ক. আমকে
 খ. পুঁইশাককে
 গ. সজিনাকে✓
 ঘ. জামকে
  
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

২০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ অনুসারে কোনটিতে কোমলতা অধিক?
 ক. ক্ষীর
 খ. সন্দেশ
 গ. রসগোল্লা
 ঘ. মাখন✓
Post a Comment (0)
Previous Post Next Post