SSC কাকতাড়ুয়া উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-১ pdf download

নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
উপন্যাস
কাকতাড়ুয়া
সেলিনা হোসেন

SSC Bangla 1st Paper Uponnash
Kaktarua
Selina Hossain
MCQ
Question and Answer pdf download
কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: বাংলা সহপাঠ গাইড

১. বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়? [উত্তর: খ]
[ক] ৩ জন
[খ] ৪ জন
[গ] ৫ জন
[ঘ] ৬ জন

২. চঞ্চু কথার অর্থ কী? [উত্তর: গ]
[ক] পা
[খ] পাখা
[গ] ঠোঁট
[ঘ] কান

৩. হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিল? [উত্তর: ক]
[ক] জামতলায়
[খ] ফসলের মাঠে
[গ] বাজারে
[ঘ] রাস্তায়

৪. শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল কে? [উত্তর: খ]
[ক] মতিউর
[খ] আহাদ মুন্সি
[গ] হাশেম মিয়া
[ঘ] হরিবাবু

৫. নিজের বোঝা নিজে বইব। বুধা এ বক্তব্যে ফুটে ওঠে- [উত্তর: খ]
[ক] সাহস
[খ] আত্মবিশ্বাস
[গ] স্বনির্ভরতা
[ঘ] দেশপ্রেম

৬. বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন? [উত্তর: খ]
[ক] যুদ্ধ করার জন্য
[খ] অত্যাচার করার জন্য
[গ] বিরোধিতা করার জন্য
[ঘ] গণহত্যার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
‘কবর’ নাটকে বর্ণিত ইন্সপেক্টর হাফিজ ভাই শহিদদের একটা গণকবরে মাটি চাপা দিতে চাইলে গোরখুঁড়েরা আপত্তি জানায়। তাদের বক্তব্য, ‘মুসলমানের লাশ দাফন নাই, কাফন নাই তার ওপর আলাদা একটা কবর পাবে না তা হতে পারে না কভি নেহি।’

৭. উদ্দীপকের গোরখুঁড়েদের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো- [উত্তর: গ]
[ক] আহাদ মুন্সি
[খ] মতিউর
[গ] বুধা
[ঘ] কুদ্দুস

৮. এরূপ সাদৃশ্যের কারণ হলো- [উত্তর: খ]
[ক] দেশপ্রেম
[খ] প্রতিবাদী মনোভাব
[গ] সচেতনতা
[ঘ] প্রতিশোধ স্পৃহা

৯. ‘আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে’। কেন ভূতের বাড়ি হবে? [উত্তর: ঘ]
i. গণহত্যার কারণে
ii. লোকজন পালিয়ে যাওয়ায়
iii. গ্রামটি জনশূন্য হওয়ায়


নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. যুদ্ধে শত্রুরা কখন হেরে যায়? [উত্তর: ক]
[ক] সবাই ঐক্যবদ্ধ হলে
[খ] আধুনিক অস্ত্র থাকলে
[গ] উন্নত প্রশিক্ষণ থাকলে
[ঘ] সৈন্যসংখ্যা বেশি হলে

গুরুত্বপূর্ণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
(১-৫০)
১. উপন্যাস কী? [উত্তর: গ]
[ক] গদ্যে লেখা একধরনের প্রবন্ধ
[খ] গদ্যে লেখা একধরনের নাটক
[গ] গদ্যে লেখা একধরনের গল্প
[ঘ] গদ্যে লেখা একধরনের ইতিহাস

২. উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছণীয়? [উত্তর: খ]
[ক] বিশ হাজার
[খ] পঁচিশ হাজার
[গ] দশ হাজার
[ঘ] পনেরো হাজার

৩. উপন্যাসের প্রধান উপাদান কী? [উত্তর: ক]
[ক] কাহিনি
[খ] চরিত্র
[গ] দৃশ্য
[ঘ] ভাষা

৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? [উত্তর: ঘ]
[ক] ফুলমণি ও করুনার বিবরণ
[খ] আলালের ঘরের দুলাল
[গ] পথের পাঁচালি
[ঘ] দুর্গেশ নন্দিনী

৫. ‘চোখের বালি’ কার লেখা উপন্যাস? [উত্তর: ক]
[ক] রবীন্দ্রনাথ
[খ] বঙ্কিমচন্দ্র
[গ] শরৎচন্দ্র
[ঘ] তারাশঙ্কর

৬. ‘সূর্য-দীঘল বাড়ি’ কার লেখা উপন্যাস? [উত্তর: গ]
[ক] জহির রায়হান
[খ] সৈয়দ ওয়ালীউল্লাহ
[গ] আবু ইসহাক
[ঘ] শওকত ওসমান

৭. পদ্মা মেঘনা যমুনা কোন ধরনের উপন্যাস? [উত্তর: ক]
[ক] মুক্তিযুদ্ধভিত্তিক
[খ] ইতিহাসভিত্তিক
[গ] মনস্তাত্ত্বিক
[ঘ] দার্শনিক

৮. বাংলা উপন্যাসে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেন কে? [উত্তর: গ]
[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] বঙ্কিমচন্দ্র
[গ] শরৎচন্দ্র
[ঘ] সৈয়দ ওয়ালীউল্লাহ

৯. নিচের কোনটি মনস্তাত্ত্বিক উপন্যাস? [উত্তর: ক]
[ক] খেলাঘর
[খ] লালসালু
[গ] চোখের বালি
[ঘ] গৃহদাহ

১০. উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি? [উত্তর: খ]
[ক] পরিবেশ
[খ] চরিত্র
[গ] কাহিনি
[ঘ] ভাষা

১১. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ কারণ? [উত্তর: ক]
[ক] ১৯৪৭
[খ] ১৯৪৬
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪১

১২. সেলিনা হোসেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? [উত্তর: গ]
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয়ে
[খ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
[গ] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
[ঘ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

১৩. সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? [উত্তর: খ]
[ক] ঢাকায়
[খ] রাজশাহীতে
[গ] চট্টগ্রামে
[ঘ] বগুড়ায়

১৪. সেলিনা হোসেনের উপন্যাস কোনটি? [উত্তর: ক]
[ক] হাঙর নদী গ্রেনেড
[খ] চরিত্রহীন
[গ] বিষবৃক্ষ
[ঘ] পথের পাঁচালী

১৫. সেলিনা হোসেন কত সালে ডিলিট উপাধি লাভ করেন? [উত্তর: গ]
[ক] ২০০৫
[খ] ২০১২
[গ] ২০১০
[ঘ] ২০০৩

১৬. মহামারিতে গাঁয়ের কত লোক উজাড় হয়ে যায়? [উত্তর: ঘ]
[ক] এক-তৃতীয়াংশ লোক
[খ] সব লোক
[গ] এক-চতুর্থাংশ লোক
[ঘ] অর্ধেক লোক

১৭. পথ কাকে ডাকে? [উত্তর: খ]
[ক] আহাদ মুন্সিকে
[খ] বুধাকে
[গ] আলিকে
[ঘ] শাহাবুদ্দিনকে

১৮. বুধা ভাত-মাংস পেটপুরে কোথায় খেতে পায়? [উত্তর: গ]
[ক] ঈদের দিন
[খ] কুলখানিতে
[গ] বিয়ে বাড়িতে
[ঘ] চাচির বাড়িতে

১৯. বুধার মা বুধাকে কার ভরসায় রেখে গেছে? [উত্তর: গ]
[ক] চাচির ভরসায়
[খ] চাচার ভরসায়
[গ] আল্লাহর ভরসার
[ঘ] ভরসার নোলক বুয়ার

২০. কত বছর আগে বুধা মা-বাবা সবাইকে হারিয়েছে? [উত্তর: খ]
[ক] এক বছর
[খ] দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর

২১. ‘পালাও! তোমাদের বাঁচতে হবে তো।”- বুধা কাকে বলেছে? [উত্তর: খ]
[ক] হরিকাকুকে
[খ] হরিকাকুর বউকে
[গ] নোলক বুয়াকে
[ঘ] রানিকে

২২. পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার কোন অনুভূতি হয়? [উত্তর: খ]
[ক] কাঁদতে ইচ্ছা করে
[খ] প্রতিশোধ নিতে ইচ্ছা করে
[গ] দুঃখ হয়
[ঘ] হাসি পায়

২৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত বাজারে আগুন লাগায় কারা? [উত্তর: খ]
[ক] রাজাকাররা
[খ] মিলিটারিরা
[গ] ডাকাতরা
[ঘ] গ্রামের লোকেরা

২৪. কে বুধাকে সইতে পারেনি? [উত্তর: ঘ]
[ক] হরিকাকু
[খ] নোলক বুয়া
[গ] মিঠু
[ঘ] বুধার চাচি

২৫. বুধার মতে কুন্তির বর কেমন হবে? [উত্তর: ঘ]
[ক] সাদা ধবধবে
[খ] শ্যামলা বর্ণ
[গ] কালো কুচকুচে
[ঘ] লাল টুকটুকে

২৬. বুধাকে মুরব্বির মতো লাগে কার চোখে? [উত্তর: ক]
[ক] বুধার চাচির
[খ] আহাদ মুন্সির
[গ] ফুলকলির
[ঘ] কুন্তির

২৭. কলেরার মহামারিতে বুধা একরাতে কতজন আপনজনকে হারায়? [উত্তর: খ]
[ক] ৫ জন
[খ] ৬ জন
[গ] ৭ জন
[ঘ] ৮ জন

২৮. বুধার চাচাতো ভাইবোন কত জন? [উত্তর: ক]
[ক] আট জন
[খ] নয় জন
[গ] সাত জন
[ঘ] ছয় জন

২৯. কখন শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে? [উত্তর: খ]
[ক] বুধা মারা গেলে
[খ] দেশ স্বাধীন হলে
[গ] বুধা সুস্থ হলে
[ঘ] ছুটি পেলে

৩০. বাঙ্কারের মধ্যে বুধা কী পুঁতে রাখে? [উত্তর: গ]
[ক] গ্রেনেড
[খ] বারুদ
[গ] মাইন
[ঘ] ছুরি

SSC Bangla 1st Paper
Kaktarua
Uponnash
Srijonshil
Question-Answer

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
কাকতাড়ুয়া
উপন্যাস


৩১. পাকিস্তানি সেনাদের কাছে বুধা তার নাম কী বলে? [উত্তর: ঘ]
[ক] বঙ্গবন্ধু
[খ] বুধা
[গ] যুদ্ধ
[ঘ] কাকতাড়ুয়া

৩২. বুধার মা কখন ভাপা পিঠা রাখত? [উত্তর: গ]
[ক] গ্রীষ্মকালে
[খ] বর্ষাকালে
[গ] শীতকালে
[ঘ] শরৎকালে

৩৩. শাহাবুদ্দিনের মতে গ্রামে কে একাই লড়াই করছে? [উত্তর: গ]
[ক] আলি
[খ] মিঠু
[গ] বুধা
[ঘ] আহাদ মুন্সি

৩৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত সাহাবুদ্দিন কোথায় পড়ে? [উত্তর: গ]
[ক] ঢাকা কলেজে
[খ] জগন্নাথ কলেজে
[গ] আর্ট কলেজে
[ঘ] তিতুমীর কলেজে

৩৫. স্বপ্নের আশ্চর্য দেশে বুধা কাকে পাশে দেখতে পায়? [উত্তর: গ]
[ক] কুন্তিকে
[খ] মিঠু
[গ] ফুলকলিকে
[ঘ] আলিকে

৩৬. বুধার মতে কখন ফুলকলির দুঃখ থাকবে না? [উত্তর: ঘ]
[ক] নতুন কাজ পেলে
[খ] রাজাকার কমান্ডার মরে গেলে
[গ] বুধা বড় হলে
[ঘ] দেশ স্বাধীন হলে

৩৭. আলির মতে- কী খেলে বুধার পেট ভরে? [উত্তর: ক]
[ক] রোদ
[খ] জ্যোৎস্না
[গ] বাতাস
[ঘ] বৃষ্টির পানি

৩৮. বুধার মতে লড়াই না করলে গ্রাম কিসের বাড়ি হয়ে পড়ে? [উত্তর: ঘ]
[ক] পরির বাড়ি
[খ] রাজাকারের বাড়ি
[গ] জিনের বাড়ি
[ঘ] ভূতের বাড়ি

৩৯. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কুদ্দুস কে? [উত্তর: গ]
[ক] পাকিস্তানি সেনা
[খ] মুক্তিযোদ্ধা
[গ] রাজাকার
[ঘ] বুধার বন্ধু

৪০. বুধা ফুলকলিকে কী খেতে দিল? [উত্তর: খ]
[ক] বিস্কুট
[খ] জিলাপি
[গ] আম
[ঘ] ভাত

৪১. রাজাকারের কমান্ডারের বাড়িতে কাজ করে কে? [উত্তর: খ]
[ক] মিঠু
[খ] ফুলকলি
[গ] বুধা
[ঘ] কুন্তি

৪২. আহাদ মুন্সির বড় ছেলের নাম কী? [উত্তর: ক]
[ক] মতিউর
[খ] কুদ্দুস
[গ] মিঠু
[ঘ] আলি

৪৩. কীভাবে বুধা আলির তেলের দাম শোধ করবে? [উত্তর: ঘ]
[ক] ধান দিয়ে
[খ] ফল দিয়ে
[গ] টাকা দিয়ে
[ঘ] গায়ে খেটে

৪৪. আহাদ মুন্সির ঘর কয় চালা? [উত্তর: খ]
[ক] ছয় চালা
[খ] আট চালা
[গ] চার চালা
[ঘ] দোচালা

৪৫. কারা খায় দায় ফুর্তি করে আর মানুষ ধরে নিয়ে যায়? [উত্তর: খ]
[ক] রাজাকাররা
[খ] হানাদাররা
[গ] গ্রামের লোকজন
[ঘ] মুক্তিযোদ্ধারা

৪৬. বুধা কিসের ভঙ্গিতে নৌকায় শুয়ে পড়ে? [উত্তর: গ]
[ক] অসুস্থ হওয়ার
[খ] মৃতের
[গ] কাকতাড়ুয়ার
[ঘ] পাখির

৪৭. কে বুধাকে রোজ ভাত খেয়ে যেতে বলে? [উত্তর: গ]
[ক] চাচি
[খ] নোলক বুয়া
[গ] মিঠুর মা
[ঘ] আতাফুপু

৪৮. কুন্তি শাপলা তুলেছে কেন? [উত্তর: খ]
[ক] বিক্রির জন্য
[খ] ক্ষুধা থেকে বাঁচার জন্য
[গ] মালা বানানোর জন্য
[ঘ] গরুকে খাওয়ানোর জন্য

৪৯. বুধা কার কাছে মাটি কাটার কাজে নেওয়ার জন্য অনুরোধ করে? [উত্তর: গ]
[ক] মতিউরের
[খ] আহাদ মুন্সির
[গ] ফজু চাচার
[ঘ] মিলিটারির

৫০. বাঙ্কার তৈরির কাজে অগ্রগতি দেখে কে বুধার প্রশংসা করে? [উত্তর: ঘ]
[ক] মিলিটারি
[খ] আহাদ মুন্সি
[গ] ফজু চাচা
[ঘ] মতিউর

SSC Bangla 1st Paper
Kaktarua
Uponnash
MCQ
Question-Answer

৯ম-১০ম শ্রেণির
বাংলা ১ম পত্র গাইড
কাকতাড়ুয়া
উপন্যাস

Post a Comment (0)
Previous Post Next Post