বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download
দ্বিতীয় পরিচ্ছেদ: ক্রিয়াপদ
১. ক্রিয়ার ভাব কত প্রকার? [কু.বো. ২০০০, ১১; চ.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) প্রকারবিহীন
(খ) দু প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) চার প্রকার
২. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? [চ.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) তুমি ঘুমিয়েই দিন কাটালে
(খ) আজ বেশ এক ঘুম ঘুমালে
(গ) এমন মেয়ে আর দেখি নি
(ঘ) আমার দিন কেটে গেল
৩. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? [রা.বো. ০৬; কু.বো. ০১; য.বো. ১৩; ব.বো. ১৩] (উত্তর: ক)
(ক) নির্দেশক ভাব
(খ) অনুজ্ঞা ভাব
(গ) সাপেক্ষ ভাব
(ঘ) আকাঙ্ক্ষা ভাব
৪. ‘এখন যেতে পারো’- উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) তাগিদ দেওয়া অর্থে
(খ) অভ্যস্ততা অর্থে
(গ) অনুমোদন অর্থে
(ঘ) কার্য সমাপ্তি অর্থে
৫. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে? [য.বো. ০৪] (উত্তর: গ)
(ক) আমি ঘুম থেকে জেগেছি
(খ) আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
(গ) আমি বেশ ঘুম ঘুমিয়েছি
(ঘ) তোমার ভালো ঘুম হয়েছিল তো?
৬. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’- ‘টাপুর টুপুর’ কোন পদ? [রা.বো. ০৩; য.বো. ২০০০; সি.বো. ০৮] (উত্তর: গ)
(ক) বিশেষ্য
(খ) ক্রিয়া
(গ) অব্যয়
(ঘ) সর্বনাম
৭. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? [ঢা.বো. ০১] (উত্তর: গ)
(ক) কঞ্চিটি বাঁকিয়ে ধরো
(খ) সাইরেন বেজে উঠল
(গ) খোকাকে কাঁদিও না
(ঘ) আকাশে চাঁদ দেখি নি
৮. ব্যক্তিবাচক কর্ম পদটিকে কোন কর্ম বলে? [সি.বো. ০৯, ০৫; য.বো. ০৭, ০৫; ঢা.বো. ১০; রা.বো. ১৩, ০৩; ব.বো. ১৩; চ.বো. ১৩] (উত্তর: খ)
(ক) মুখ্য কর্ম
(খ) গৌণ কর্ম
(গ) সমধাতুজ কর্ম
(ঘ) ধাত্বর্থক কর্ম
৯. ‘কথাটা ছড়িয়ে পড়েছে’- যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটি কোন অর্থে ব্যবহার হয়েছে? [কু.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) সমাপ্তি
(খ) আকস্মিকতা
(গ) ক্রমশ
(ঘ) ব্যাপ্তি
১০. ‘এখন শুয়ে পড়ো’-এখানে ‘পড়ো’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) ক্রমশ অর্থে
(খ) ব্যাপ্তি অর্থে
(গ) আকস্মিকতা অর্থে
(ঘ) সমাপ্তি অর্থে
১১. কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়? [ব.বো. ০১] (উত্তর: গ)
(ক) সকর্মক ক্রিয়া
(খ) অকর্মক ক্রিয়া
(গ) প্রযোজক ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
১২. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক? [দি.বো. ১২; য.বো. ০৭; ব.বো. ০৩] (উত্তর: ক)
(ক) চুপ করে থাকো
(খ) আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে
(গ) আকাশে চাঁদ উঠেছে
(ঘ) শিশুটি কাঁদে
১৩. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ? [ব.বো. ০৩] (উত্তর: গ)
(ক) চলন্ত গাড়ি
(খ) করুণাময় তুমি
(গ) দ্রুত চলো
(ঘ) নীল আকাশ
১৪. কোনটি যৌগিক ক্রিয়া বিশেষণের উদাহরণ? [সি.বো. ০৮; য.বো. ০৩; কু.বো. ০৪] (উত্তর: খ)
(ক) মাথা ঝিমঝিম করছে
(খ) ঘটনাটা শুনে রাখো
(গ) দই বাসি হলে টকে
(ঘ) এখন গোল্লায় যাও
১৫. যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে কী বলে? [য.বো. ০৯; রা.বো. ০৪; কু.বো. ০৩; সি.বো. ০৫] (উত্তর: গ)
(ক) যৌগিক ক্রিয়া
(খ) মিশ্র ক্রিয়া
(গ) প্রযোজক ক্রিয়া
(ঘ) প্রযোজ্য ক্রিয়া
১৬. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে? [ঢা.বো. ০৪, ২০১১; চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) তিনি ছেলেকে পড়াচ্ছেন
(খ) তোমাকে অনেকবার বলেছি
(গ) একি কথা শুনি
(ঘ) তুমি কোন কাননের ফুল
১৭. একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে কোন ক্রিয়া বলা হয়? [রা.বো. ১০] (উত্তর: খ)
(ক) ণিজন্ত ক্রিয়া
(খ) যৌগিক ক্রিয়া
(গ) মিশ্র ক্রিয়া
(ঘ) দ্বিকর্মক ক্রিয়া
১৮. ‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’- বাক্যে ‘উঠলে’ ক্রিয়া পদটি কোন ক্রিয়াপদ? [ঢা.বো. ০৮; রা.বো. ১৩, ০৫] (উত্তর: ক)
(ক) অসমাপিকা
(খ) সমাপিকা
(গ) প্রযোজক
(ঘ) প্রযোজ্য
১৯. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? [সি.বো. ০৭; ঢা.বো. ১৪] (উত্তর: ঘ)
(ক) সাপেক্ষ ভাব
(খ) অনুজ্ঞা ভাব
(গ) আকাঙ্ক্ষা ভাব
(ঘ) নির্দেশক ভাব
২০. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?
[রা.বো. ০৬] (উত্তর: খ)
(ক) ৪ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ২ প্রকার
(ঘ) ৫ প্রকার
২১. অসমাপিকা ক্রিয়া নিচের কোন বাক্যে আছে? [চ.বো. ০৫] (উত্তর: গ)
(ক) আমরা মেলায় যাই
(খ) সেই বেশি চায়
(গ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
(ঘ) মামা এসেছেন
২২. ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে’- বাক্যের কোন ধরনের ক্রিয়ার ব্যবহার? [কু.বো. ০১; সি.বো. ১০, ০৭] (উত্তর: গ)
(ক) নাম ধাতুর ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(গ) যৌগিক ক্রিয়া
(ঘ) মিশ্র ক্রিয়া
২৩. বাক্যের অপরিহার্য পদ কোনটি? [চ.বো. ০৯; ব.বো. ১০, ০৭; কু.বো. ০১]
বা, বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
বা, পূর্ণাঙ্গ বাক্য গঠনে কোন পদটি অপরিহার্য? [কু.বো. ০৪] (উত্তর: খ)
(ক) নামপদ
(খ) ক্রিয়াপদ
(গ) কর্মপদ
(ঘ) কর্তৃপদ
২৪. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার করা হয়েছে? [ব.বো. ০৭; য.বো. ০১] (উত্তর: ক)
(ক) মাথা ঝিম ঝিম করছে
(খ) এখন যেতে পার
(গ) সাইরেন বেজে উঠল
(ঘ) তিনি বলতে লাগলেন
২৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? [সি.বো. ১০] (উত্তর: খ)
(ক) এ নদীতে প্রচুর মাছ আছে
(খ) আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব
(গ) রূপকথার গল্প শোনো
(ঘ) তুমি কোথায় যাচ্ছ?
২৬. কোনটি মিশ্র ক্রিয়া? [সি.বো. ০৬; চ.বো. ০৬] (উত্তর: খ)
(ক) এখন যেতে পার
(খ) অজগরটি ফোঁসাচ্ছে
(গ) এখন গোল্লায় যাও
(ঘ) সাইরেন বেজে উঠল
২৭. কোন বাক্যটিতে ধাত্বর্থক কর্ম রয়েছে? [দি.বো. ১১; ব.বো. ০৪] (উত্তর: খ)
(ক) আমি ঘুম থেকে জেগেছি
(খ) এমন সুখের মরণ কে মরতে পারে
(গ) আর কেঁদো না
(ঘ) দুধকে মোরা দুগ্ধ বলি
২৮. কখনও বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পরে। কোনটি এর উদাহরণ? [রা.বো. ৯৩, ৯২] (উত্তর: গ)
(ক) কবির বই পড়ছে
(খ) ছেলেটা কথা শোনে
(গ) ইনি আমার ভাই
(ঘ) তোমার মা কেমন আছেন?
২৯. কোন বাক্যে অনুক্ত ক্রিয়া আছে? [চ.বো. ০৮] (উত্তর: গ)
(ক) তোমার মা কেমন আছেন
(খ) আজ প্রচণ্ড গরম পড়েছে
(গ) অরণী লক্ষী মেয়ে
(ঘ) ঠাণ্ডা বাতাস বইছে
৩০. অনুক্ত ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি? [কু.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) বাগানে ফুল ফুটেছে
(খ) নদীতে নৌকা চলছে
(গ) রোদ উঠছে
(ঘ) আকাশটা বেশ মেঘলা
৩১. ‘সাইরেন বেজে উঠল’- এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে? [ব.বো. ০৪; রা.বো. ০১] (উত্তর: ক)
(ক) আকস্মিকতা
(খ) ব্যপ্তি
(গ) সমাপ্তি
(ঘ) ক্রমশ
৩২. ‘তোমাকে দেখে প্রীত হলাম’- কোন ক্রিয়ার উদাহরণ? [য.বো. ০৬] (উত্তর: গ)
(ক) যৌগিক ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(গ) মিশ্র ক্রিয়া
(ঘ) অনুক্ত ক্রিয়া
৩৩. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয়ভাগে ভাগ করা যায়? [রা.বো. ০৮] (উত্তর: ক)
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
৩৪. কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়? [রা.বো. ৯৩, ৯২] (উত্তর: গ)
(ক) মিশ্র ক্রিয়া
(খ) যৌগিক ক্রিয়া
(গ) সমাপিকা ক্রিয়া
(ঘ) অসমাপিকা ক্রিয়া
৩৫. “যত্ন করলে রত্ন মিলে”- এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ? [য.বো. ৯৩] (উত্তর: ঘ)
(ক) অনুক্ত
(খ) দ্বিকর্মক
(গ) সমাপিকা
(ঘ) অসমাপিকা
৩৬. ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি? [রা.বো. ০২] (উত্তর: খ)
(ক) আজ গেলেও কাজ হবে
(খ) তিনি গেলে কাজ হবে
(গ) চারটা বাজলে স্কুল ছুটি হবে
(ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
৩৭. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়? [য.বো. ০২; ব.বো. ০২] (উত্তর: গ)
(ক) যৌগিক ক্রিয়া
(খ) অসমাপিকা ক্রিয়া
(গ) সমাপিকা ক্রিয়া
(ঘ) কোনোটিই নয়
৩৮. দার্শনিক সত্য প্রকাশে ‘ইলে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে? [ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
(খ) একবার মরলে কি কেউ ফেরে
(গ) দুইটা বাজলে স্কুল ছুটি হবে
(ঘ) জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে
৩৯. ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে? [য.বো. ০২] (উত্তর: ক)
(ক) কর্মপদ
(খ) অব্যয় পদ
(গ) সর্বনাম পদ
(ঘ) ক্রিয়া বিশেষণ
৪০. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক? [সি.বো. ০৬] (উত্তর: খ)
(ক) চুপ করে থাক
(খ) তারা তাস খেলে
(গ) আকাশে তারা ফুটেছে
(ঘ) শিশুটি হাসে
৪১. পারভেজ বই পড়ে- এ বাক্যের ক্রিয়াটি- [য.বো. ০৫] (উত্তর: ক)
(ক) সকর্মক
(খ) অকর্মক
(গ) দ্বিকর্মক
(ঘ) সমাপিকা
৪২. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি? [রা.বো. ১২; ঢা.বো. ১১] (উত্তর: ক)
(ক) লোকটি চোখে দেখে না
(খ) ছেলেটি কথা বোঝে না
(গ) পাখি ওড়ে
(ঘ) সে পথে ভিক্ষা করে
৪৩. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? [য.বো. ০৮] (উত্তর: গ)
(ক) ছেলেটি বই পড়ে না
(খ) আকাশে চাঁদ ওঠে নাই
(গ) এত রাতে বাইরে যাব না
(ঘ) ভূতকে ভয় পাই না
৪৪. কোন বাক্যটির ক্রিয়া অকর্মক? [দি.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) আকাশে চাঁদ উঠেছে
(খ) বেশ এক ঘুম ঘুমিয়েছি
(গ) চুপ করে থাক
(ঘ) মেয়েটি হাসে
৪৫. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কী বলা হয়? [য.বো. ০৬; কু.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) অপ্রধান কর্ম
(খ) গৌণ কর্ম
(গ) ধাত্বর্থক কর্ম
(ঘ) মুখ্য কর্ম
৪৬. সংবাদটি শোনামাত্র সে কেঁদে ফেললো।- এখানে ‘কেঁদে ফেললো’ কোন ক্রিয়ার রূপ? [ঢা.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) মিশ্র ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(গ) সমধাতুজ ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৪৭. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? [ঢা.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) তিনি গেলে কাজ হবে না
(খ) মেলা দেখতে ঢাকা যাব
(গ) এদিকে চেয়ে দেখ
(ঘ) পদ্মফুল দেখতে সুন্দর
৪৮. বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলে- [য.বো. ০২; কু.বো. ৯৯; সি.বো. ০৯, ০৫] (উত্তর: ঘ)
(ক) দ্বিকর্মক ক্রিয়া
(খ) গৌণ কর্ম
(গ) মুখ্য কর্ম
(ঘ) সমধাতুজ কর্ম/ধাত্বর্থক
৪৯. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী? [চ.বো. ১১; সি.বো. ০৪] (উত্তর: গ)
(ক) পরোক্ষ কর্ম
(খ) প্রযোজক কর্ম
(গ) ধাত্বর্থক কর্ম
(ঘ) প্রযোজ্য কর্ম
৫০. ধাত্বর্থক কর্ম রয়েছে কোন বাক্যে? [দি.বো. ১১] (উত্তর: গ)
(ক) নাসিমা ফুল তুলছে
(খ) সাপুড়ে সাপ খেলায়
(গ) বেশ এক ঘুম ঘুমিয়েছি
(ঘ) বাবা আমাকে একটি কলম দিলেন
৫১. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে? [রা.বো. ০৭, ৯৩] (উত্তর: গ)
(ক) সমাপিকা ক্রিয়ায়
(খ) দ্বিকর্মক ক্রিয়ায়
(গ) সকর্মক ক্রিয়ায়
(ঘ) অসমাপিকা ক্রিয়ায়
৫২. কোন বাক্যটিতে সমধাতুজ/ধাত্বর্থক কর্ম রয়েছে? [ব.বো. ০৪] (উত্তর: খ)
(ক) আমি ঘুম থেকে জেগেছি
(খ) এমন সুখের মরণ কে মরতে পারে
(গ) আর কেঁদো না
(ঘ) দুধকে মোরা দুগ্ধ বলি
৫৩. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি? [ঢা.বো., ০৫; রা.বো. ০২; ব.বো. ০৭] (উত্তর: ক)
(ক) লোকটি চোখে দেখে না
(খ) ছেলেটি কথা বোঝে না
(গ) পাখি ওড়ে
(ঘ) সে পথে পথে ভিক্ষা করে
৫৪. কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার রয়েছে? [চ.বো. ০৭] (উত্তর: গ)
(ক) বেশ ঘুমিয়েছি
(খ) ছেলেটা কানে শোনে না
(গ) ছেলেটা কথা শোনে
(ঘ) আমি রাতে খাব না
৫৫. কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে? [ব.বো. ০৮] (উত্তর: ক)
(ক) মেয়েটি ফুল তোলে
(খ) সে শোনে না
(গ) শিশুরা খেলছে
(ঘ) আমি পড়ব না
৫৬. “বাগানে বেশ কমলা-লিচু ফলেছে”- এ বাক্যে ‘ফলেছে’ কোন ক্রিয়া? [সি.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) প্রযোজক ক্রিয়া
(খ) যৌগিক ক্রিয়া
(গ) মিশ্র ক্রিয়া
(ঘ) নামধাতুর ক্রিয়া
৫৭. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? [য.বো. ৯৯] (উত্তর: ক)
(ক) শুনে রাখ
(খ) বেতানো
(গ) ঝিমঝিম করছে
(ঘ) প্রীত হলাম
৫৮. “কাজটি শেষ করে দিলাম”- এ বাক্যের ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০৮] (উত্তর: খ)
(ক) সামর্থ্য
(খ) পূর্ণতা
(গ) নিরন্তরতা
(ঘ) ক্রমশ
৫৯. যৌগিক ক্রিয়ার গঠন ‘যা’ ধাতুর ব্যবহারে ‘চা জুড়িয়ে যাচ্ছে’ কোন অর্থের উদাহরণ? [ঢা.বো. ৯২; য.বো. ৯২; কু.বো. ৯২] (উত্তর: ক)
(ক) ক্রমশ
(খ) সমাপ্তি
(গ) অবিরাম
(ঘ) সম্ভাবনা
৬০. কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) কাপড়-চোপড় গুছিয়ে নাও
(খ) তিনি হয়তো বলে থাকবেন
(গ) আমাকে যেতে দিন
(ঘ) অপেক্ষা করে লাভ নাই
৬১. “তিনি চমৎকার বলতে পারেন”- বাক্যের ক্রিয়াটি- [চ.বো. ০৮]
বা, তিনি চমৎকার গাইতে পারেন- এ বাক্যে নিম্নরেখ পদটি কোন শ্রেণির ক্রিয়া? [কু.বো. ১০] (উত্তর: খ)
(ক) মিশ্র ক্রিয়া
(খ) যৌগিক ক্রিয়া
(গ) অনুক্ত ক্রিয়া
(ঘ) নামধাতুজ ক্রিয়া
৬২. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? [ঢা.বো. ০৫] (উত্তর: ক)
(ক) তাজমহল দর্শন করলাম
(খ) বাঁশি বাজে
(গ) জনবল বসিয়ে রেখ না
(ঘ) কাজটি ভালো দেখায় না
৬৩. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? [ঢা.বো. ১০] (উত্তর: গ)
(ক) সে ভাত খেয়েছে
(খ) তিনি চলে গেলেন
(গ) দর্শকবৃন্দ আহসান মঞ্জিল দর্শন করলেন
(ঘ) চা জুড়িয়ে যাচ্ছে
৬৪. “আমি এ সংবাদে দুঃখিত হলাম”- এখানে ‘দুঃখিত হলাম’ কোন ক্রিয়ার উদাহরণ? [ঢা.বো. ০৯, ০৫] (উত্তর: ক)
(ক) মিশ্র ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(গ) মৌলিক ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৬৫. ক্রিয়া সংঘটনের ধরন বা রীতিকে কী বলে? [কু.বো. ০৩] (উত্তর: ক)
(ক) ক্রিয়ার ভাব
(খ) ক্রিয়ার কাল
(গ) ক্রিয়ার বাচ্য
(ঘ) ক্রিয়ার অনুজ্ঞা
৬৬. “আমরা বই পড়ি”- এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন কালের উদাহরণ? [ব.বো. ০১] (উত্তর: ক)
(ক) সাধারণ নির্দেশক ভাব
(খ) সাপেক্ষ ভাব
(গ) উপদেশাত্মক ভাব
(ঘ) প্রশ্ন জিজ্ঞাসা ভাব
৬৭. “তিনি গেলে কাজ হবে”- এখানে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ৯২; কু.বো. ৯২] (উত্তর: খ)
(ক) কার্যপরম্পরা
(খ) সাপেক্ষতা
(গ) বিস্ময়জ্ঞাপক
(ঘ) সম্ভাবনার বিকল্প
৬৮. নিচের কোন বাক্যটিতে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব ব্যক্ত হয়েছে? [রা.বো. ৯৯] (উত্তর: খ)
(ক) পড়াশোনা করলে স্টার মার্ক নেয় কে
(খ) মিষ্টি মুখে মিষ্টি করে হাসুক
(গ) অন্যায় কাজ করবে না
(ঘ) আবার তোরা মানুষ হ
৬৯. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে? [ঢা.বো. ০২] (উত্তর: ক)
(ক) আপনি কি আসবেন?
(খ) মিথ্যা বলবে না
(গ) শিক্ষককে মান্য করবে
(ঘ) মানুষ হও
৭০. ক্রিয়ার নির্দেশক ভাবের উদাহরণ কোনটি? [ব.বো. ০১] (উত্তর: গ)
(ক) পড়লে ভালো ফল করতে পারবে
(খ) আল্লাহ তোমার মঙ্গল করুন
(গ) তুমি কি বাড়ি যাবে?
(ঘ) মিথ্যে বলবে না
৭১. সাধারণ ঘটনা বর্ণনা করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের যে ভাব হয় তাকে কী বলে? [রা.বো. ০৪; কু.বো. ০১] (উত্তর: গ)
(ক) ক্রিয়ার ভাব
(খ) অনুজ্ঞা ভাব
(গ) নির্দেশক ভাব
(ঘ) সাপেক্ষ ভাব
৭২. আদেশ, উপদেশ, নিষেধ- এগুলো ক্রিয়ার কোন ভাব? [য.বো. ৯৪] (উত্তর: খ)
(ক) সাপেক্ষ ভাব
(খ) অনুজ্ঞা ভাব
(গ) নির্দেশক ভাব
(ঘ) আকাঙ্ক্ষা ভাব
৭৩. “ডেকে দে পাষণ্ড!” বাক্যটিতে ক্রিয়ার ভাবটি- [চ.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) নির্দেশক
(খ) আকাঙ্ক্ষা
(গ) সাপেক্ষ
(ঘ) অনুজ্ঞাসূচক
৭৪. কোন ক্রিয়া একটি অন্যটির উপর নির্ভরশীল? [কু.বো. ৯৪] (উত্তর: খ)
(ক) নিষেধাত্মক ভাবের ক্রিয়া
(খ) সাপেক্ষ ভাবের ক্রিয়া
(গ) আদেশাত্মক ভাবের ক্রিয়া
(ঘ) অনুরোধসূচক ভাবের ক্রিয়া
৭৫. “তার মঙ্গল হোক।”- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে? [য.বো. ৯৭] (উত্তর: গ)
(ক) সাপেক্ষ
(খ) নির্দেশক
(গ) আকাঙ্ক্ষা
(ঘ) অনুজ্ঞা
৭৬. আকাঙ্ক্ষার ভাব কোনটি? [রা.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) স্বাস্থ্যের প্রতি লক্ষ রেখো
(খ) মানুষ হও
(গ) তুমি আসবে
(ঘ) বাংলাদেশ চিরজীবী হউক
৭৭. কোনটি আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া? [কু.বো. ০৪] (উত্তর: ক)
(ক) ভালো থাক
(খ) চুপ কর
(গ) সত্য বল
(ঘ) পড়তে বস
৭৮. “বৃষ্টি আসে আসুক”- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে? [ঢা.বো. ১৪, ১১; য.বো. ০৪] (উত্তর: গ)
(ক) সাপেক্ষ ভাব
(খ) নির্দেশক ভাব
(গ) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
(ঘ) অনুজ্ঞা ভাব
৭৯. তিনি ফুটবল খেলায় নাম করেছেন- বাক্যে ক্রিয়া পদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ০৪] (উত্তর: খ)
(ক) প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া
(খ) যশস্বী হওয়া
(গ) সুযোগ পাওয়া
(ঘ) চেষ্টা করা
তৃতীয় পরিচ্ছেদ: কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ
১. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’- উদাহরণটি কোন বর্তমান কালের? [য.বো. ১১, ০৯; রা.বো. ০৩; কু.বো. ০৯; চ.বো. ১৩] (উত্তর: গ)
(ক) সাধারণ
(খ) ঘটমান
(গ) নিত্যবৃত্ত
(ঘ) পুরাঘটিত
২. অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়? [ব.বো. ০১; কু.বো. ০৯] (উত্তর: ক)
(ক) বর্তমান ও ভবিষ্যৎ
(খ) ভবিষ্যৎ ও অতীত
(গ) বর্তমান ও অতীত
(ঘ) নিত্যবৃত্ত ও ঘটমান অতীত
৩. আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়? [রা.বো.০৯; য.বো. ০৪; ঢা.বো. ১০, ০২] (উত্তর: খ)
(ক) বর্তমান
(খ) ভবিষ্যৎ
(গ) ঘটমান অতীত
(ঘ) নিত্যবৃত্ত অতীত
৪. কাল কাকে বলে? [কু.বো. ০৭] (উত্তর: ক)
(ক) ক্রিয়া সংঘটনের সময়কে
(খ) যেকোনো সময়কে
(গ) কর্তা যা করে তাকে
(ঘ) ক্রিয়ার কাজকে
৫. অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়? [কু.বো. ০৪; সি.বো. ০৪] (উত্তর: ক)
(ক) নিত্যবৃত্ত অতীত কাল
(খ) পুরাঘটিত অতীত কাল
(গ) ঘটমান অতীত কাল
(ঘ) সাধারণ অতীত কাল
৬. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? [চ.বো. ০৪; কু.বো. ০২; ঢা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) এক প্রকার
(খ) দশ প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) পাঁচ প্রকার
৭. ‘সাতাশ হতো যদি একশ সাতাশ’- এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া? [ঢা.বো. ১১, ০৮; কু.বো. ১১; সি.বো. ০৮; ব.বো. ০৪; চ.বো. ০৯, ১৩, ০২; য.বো. ১০; ব.বো. ১৩]
বা, ‘আটাশ হতো যদি একশ আটাশ’- বাক্যটি কোন কালের? [ব.বো. ০৯] (উত্তর: ক)
(ক) নিত্যবৃত্ত অতীত
(খ) সাধারণ অতীত
(গ) পুরাঘটিত অতীত
(ঘ) পুরাঘটিত বর্তমান
৮. ইতে থাকিবে/তে থাকিবে (করিতে থাকিবে/করতে থাকবে) সাধারণত কোন পুরুষ? [কু.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) উত্তম পুরুষ
(খ) নাম পুরুষ
(গ) সর্বনামের পুরুষ
(ঘ) মধ্যম পুরুষ
৯. ‘হাসান বই পড়ছে’- কোন বর্তমান কালের উদাহরণ? [ব.বো. ০১; রা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) নিত্যবৃত্ত
(খ) সাধারণ
(গ) ঘটমান
(ঘ) পুরাঘটিত
১০. ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি? [সি.বো. ০১; ঢা.বো. ০৪] (উত্তর: ক)
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
১১. স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয়- [ঢা.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) পুরাঘটিত বর্তমান কাল
(খ) সাধারণ বর্তমান কাল
(গ) নিত্যবৃত্ত বর্তমান কাল
(ঘ) ঘটমান বর্তমান কাল
১২. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? [দি.বো. ০৯; ঢা.বো. ০৭; ব.বো. ১০, ০৯; য.বো. ০৪] (উত্তর: গ)
(ক) প্রয়োগভেদে
(খ) অর্থভেদে
(গ) বচনভেদে
(ঘ) বর্ণনাভেদে
১৩. ‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি’- এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের? [রা.বো. ০৪; সি.বো. ১০] (উত্তর: খ)
(ক) ঘটমান বর্তমান
(খ) পুরাঘটিত বর্তমান
(গ) ঘটমান অতীত
(ঘ) সাধারণ অতীত
১৪. নিচের কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ? [সি.বো. ০৯; রা.বো. ০৪, ০৬, ০৭] (উত্তর: ঘ)
(ক) আমি রোজ সকালে বেড়াই
(খ) তোমাকে আজ স্কুলে যেতে হবে
(গ) আমি রোজ বেড়াতে যাব
(ঘ) আমি রোজ স্কুলে যেতাম
১৫. ‘আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম’- এটি কোন কালের বাক্য? [ঢা.বো. ০৭] (উত্তর: গ)
(ক) পুরাঘটিত বর্তমান
(খ) ঘটমান অতীত
(গ) নিত্যবৃত্ত অতীত
(ঘ) পুরাঘটিত অতীত
১৬. চার আর তিনে মিলে সাত হয়- বাক্যটিতে কী প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট্য প্রয়োগ হয়েছে? [ব.বো. ০৫] (উত্তর: ক)
(ক) স্থায়ী সত্য
(খ) অনিশ্চয়তা
(গ) কামনা
(ঘ) সম্ভাবনা
১৭. বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। কোন কালের উদাহরণ? [দি.বো. ১০] (উত্তর: ক)
(ক) সাধারণ বর্তমান
(খ) সাধারণ ভবিষ্যৎ
(গ) ঘটমান বর্তমান
(ঘ) নিত্যবৃত্ত অতীত
১৮. ‘সন্ধ্যায় সূর্য অস্ত গেল’- উদাহরণটি কোন বর্তমান কালের? [য.বো. ০৭] (উত্তর: ক)
(ক) সাধারণ
(খ) ঘটমান
(গ) নিত্যবৃত্ত অতীত
(ঘ) পুরোঘটিত অতীত
১৯. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা কোন পুরুষ? [য.বো. ০৭] (উত্তর: খ)
(ক) উত্তম পুরুষ
(খ) মধ্যম পুরুষ
(গ) নাম পুরুষ
(ঘ) প্রত্যক্ষ পুরুষ
২০. ১৯৭১ সালে এদেশে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল- কোন কালের উদাহরণ? [ব.বো.] (উত্তর: খ)
(ক) সাধারণ অতীত
(খ) পুরাঘটিত অতীত
(গ) সাধারণ বর্তমান
(ঘ) পুরাঘটিত বর্তমান
২১. ‘বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ’- বাক্যের ক্রিয়াটি কোন কালের? [য.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) সাধারণ বর্তমান
(খ) সাধারণ অতীত
(গ) পুরাঘটিত অতীত
(ঘ) পুরাঘটিত বর্তমান
২২. অনুপস্থিত ব্যক্তিকে কী বলে? [ঢা.বো. ১১] (উত্তর: গ)
(ক) উত্তম পুরুষ
(খ) মধ্যম পুরুষ
(গ) নাম পুরুষ
(ঘ) কোনোটাই নয়
২৩. ‘রোগ হলে ওষুধ খাবে’- কোন কালের অনুজ্ঞা? [রা.বো. ১৩, ১১; ব.বো. ০৩, ০২] (উত্তর: গ)
(ক) শীতকাল
(খ) বর্তমান কাল
(গ) ভবিষ্যৎ কাল
(ঘ) অতীত কাল
২৪. কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ? [ঢা.বো. ০৩] (উত্তর: ক)
(ক) সাতাশ হতো যতি একশ সাতাশ
(খ) আমি সমিতিতে ২৫ টাকা চাঁদা দিয়েছিলাম
(গ) তোমার যা খুশি করো, আমি বিদায় হলাম
(ঘ) প্রদীপ নিভে গেল
২৫. মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম কোনটি? [কু.বো. ০৪] (উত্তর: গ)
(ক) তারা
(খ) তাকে
(গ) আপনি
(ঘ) মম
২৬. অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে কোন পুরুষ বলা হয়? [ঢা.বো. ১১; কু.বো. ০৩; ব.বো. ০৪] (উত্তর: গ)
(ক) উত্তম পুরুষ
(খ) মধ্যম পুরুষ
(গ) নাম পুরুষ
(ঘ) পরোক্ষ পুরুষ
২৭. ‘অনুরোধ’ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনিট? [ঢা.বো. ১০; য.বো. ০৪] (উত্তর: ক)
(ক) কাল একবার এসো
(খ) সত্য কথা বলবে
(গ) কাজটি করে ফেলো
(ঘ) আল্লাহ তোমার মঙ্গল করুন
২৮. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? [চ.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) মধ্যম পুরুষের সাধারণ রূপ
(খ) মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
(গ) নাম পুরুষের সাধারণ রূপ
(ঘ) নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
২৯. ক্রিয়া বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে? [রা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) ক্রিয়ার ভাব
(খ) ক্রিয়ার কাল
(গ) ক্রিয়ার অনুজ্ঞা
(ঘ) ক্রিয়ার কর্ম
৩০. কিসের ভেদে ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায়? [য.বো. ০২; কু.বো. ০৯; চ.বো. ০৫] (উত্তর: খ)
(ক) প্রয়োগভেদে
(খ) পুরুষভেদে
(গ) বচনভেদে
(ঘ) অর্থভেদে
৩১. কোনটি উত্তম পুরুষের উদাহরণ? [য.বো. ০৯] (উত্তর: গ)
(ক) আপনি
(খ) সে
(গ) আমি
(ঘ) তুমি
৩২. কোনটি ঐতিহাসিক বর্তমান কালের উদাহরণ? [রা.বো. ২০০০; কু.বো. ০৬] (উত্তর: ক)
(ক) সন্ধ্যায় সূর্য অস্ত যায়
(খ) চার আর তিনে সাত হয়
(গ) বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন
(ঘ) আমি রোজ সকালে বেড়াতে যাই
৩৩. ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? [চ.বো. ০৫] (উত্তর: ক)
(ক) চাঁদাবাজদের অত্যাচারে জনগণ আজ বিপন্ন
(খ) আনিয়ানে তৃণলতা
(গ) এখন না কব কথা
(ঘ) তুমি আসবে বলে
৩৪. কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল আছে? [চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) এতক্ষণ অঙ্ক করেছি
(খ) হাসান বই পড়েছে
(গ) হয়তো বৃষ্টি হবে
(ঘ) বৃষ্টি নামল
৩৫. অসম্পূর্ণ বর্তমান কালের সঠিক উদাহরণ কোনটি? [রা.বো. ০২] (উত্তর: ক)
(ক) অমলা গান গাইছে
(খ) আমি ভাত খাই
(গ) সে রোজ সকালে বেড়াতে যায়
(ঘ) তুহিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে
৩৬. পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি? [চ.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) শীতের বাতাস বইছে
(খ) কৃষ্ণচূড়া ফুটল
(গ) আকাশে মেঘ ডেকেছিল
(ঘ) বৃষ্টিতে পথে কাদা হয়েছে
৩৭. “এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে” এটি- [রা.বো. ১০; চ.বো. ১১]
বা, এক্ষণে জানিলাম কুসুমে কী আছে- বাক্যটি কোন কালজ্ঞাপন? [ব.বো. ১১] (উত্তর: খ)
(ক) নিত্যবৃত্ত অতীত
(খ) সাধারণ অতীত
(গ) পুরাঘটিত বর্তমান
(ঘ) সাধারণ বর্তমান
৩৮. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা? [য.বো. ২০০০; চ.বো. ০৫] (উত্তর: গ)
(ক) বেলা যে পড়ে এল
(খ) আকাশে চাঁদ ছিল
(গ) আমরা রোজ স্কুলে ফুল কুড়াতাম
(ঘ) ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়
৩৯. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ? [কু.বো. ০১] (উত্তর: ক)
(ক) গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
(খ) চোখের আলোয় দেখেছিলেম
(গ) আকাশ জুড়ে মেঘ করেছে
(ঘ) নকুল দা জুতো মচমচিয়ে চলছিলেন
৪০. শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম।- উক্ত বাক্যটি কোন অতীত কাল? [ব.বো. ০২] (উত্তর: খ)
(ক) সাধারণ অতীত
(খ) নিত্যবৃত্ত অতীত
(গ) ঘটমান অতীত
(ঘ) পুরাঘটিত অতীত
৪১. কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে? [কু.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) আজ যদি খোকা আসত কেমন মজা হতো
(খ) তুমি যদি যেতে, তবে ভালোই হতো
(গ) সাতাশ হতো যদি একশ সাতাশ
(ঘ) আমরা রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম
৪২. ‘আজ যদি মাহমুদ আসত, কেমন মজা হতো’- বাক্যটি কোন কালের? [সি.বো. ১৩, ১১] (উত্তর: গ)
(ক) ঘটমান অতীত
(খ) পুরাঘটিত অতীত
(গ) নিত্যবৃত্ত অতীত
(ঘ) পুরাঘটিত বর্তমান
৪৩. নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি? [কু.বো. ৯৯] (উত্তর: খ)
(ক) তুমি পড়তে থাকবে
(খ) আমি সেখানে যেতাম
(গ) তুমি গিয়েছিলে
(ঘ) আমি লিখে থাকব
৪৪. “দুলিতেছে তরী ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ”- বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে? [সি.বো. ০৩] (উত্তর: ক)
(ক) ঘটমান বর্তমান
(খ) সাধারণ বর্তমান
(গ) নিত্যবৃত্ত বর্তমান
(ঘ) পুরাঘটিত বর্তমান
৪৫. পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ নয় কোনটি? [ব.বো. ০৬] (উত্তর: গ)
(ক) এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
(খ) এতক্ষণ আমি অঙ্ক কষেছি
(গ) চিন্তা করো না, কালই আসছি
(ঘ) আমি তার সঙ্গে কথা কয়েছি
৪৬. কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ? [কু.বো. ০৩; য.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
(খ) গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি
(গ) সবাই বসে গল্প করছিল
(ঘ) দেখিতে গিয়াছি পর্বতমালা
৪৭. “কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল”- এখানে ‘পড়ছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ? [সি.বো. ০৭] (উত্তর: ক)
(ক) ঘটমান অতীত কাল
(খ) পুরাঘটিত অতীত কাল
(গ) নিত্যবৃত্ত অতীত কাল
(ঘ) সাধারণ অতীত কাল
৪৮. কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ? [চ.বো. ৯৬] (উত্তর: ক)
(ক) কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
(খ) এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে
(গ) কাজটি কি তুমি করেছিলে
(ঘ) তুমি যদি যেতে, তবে ভালোই হতো
৪৯. “বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন”- এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ? [সি.বো. ০২] (উত্তর: ক)
(ক) ঘটমান অতীত
(খ) পুরাঘটিত অতীত
(গ) নিত্যবৃত্ত অতীত
(ঘ) সাধারণ অতীত
৫০. কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ? [ঢা.বো. ০১; য.বো. ০২] (উত্তর: ক)
(ক) সেবার তাকে সুস্থই দেখেছিলাম
(খ) কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
(গ) এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
(ঘ) কে জানত আমার ভাগ্য এমন হবে
৫১. কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে? [কু.বো. ০৬] (উত্তর: খ)
(ক) আমরা গিয়েছি
(খ) সে কি গিয়েছিল
(গ) তুমি যেতে থাক
(ঘ) সেখানে গিয়ে দেখে আস
৫২. দুটি অতীত কালের ক্রিয়ার বর্ণনায় সংগতি রক্ষার জন্য শেষেরটিতে কোন কাল ব্যবহৃত হয়? [রা.বো. ০১] (উত্তর: খ)
(ক) সাধারণ অতীত কাল
(খ) পুরাঘটিত অতীত কাল
(গ) ঘটমান বর্তমান কাল
(ঘ) পুরাঘটিত বর্তমান কাল
৫৩. কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ার রূপ অভিন্ন থাকে? [সি.বো. ০৩] (উত্তর: খ)
(ক) অতীত কালে
(খ) ভবিষ্যৎ কালে
(গ) বর্তমান কালে
(ঘ) বর্তমান ও ভবিষ্যৎ কালে
৫৪. “শীঘ্রই বৃষ্টি আসবে”- কোন কালের উদাহরণ? [ব.বো. ০৭] (উত্তর: গ)
(ক) সাধারণ বর্তমান
(খ) বর্তমান অনুজ্ঞা
(গ) সাধারণ ভবিষ্যৎ
(ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
৫৫. স্বয়ং বক্তা কোন পুরুষ? [চ.বো. ১০; দি.বো. ১৩] (উত্তর: গ)
(ক) নাম পুরুষ
(খ) মধ্যম পুরুষ
(গ) উত্তম পুরুষ
(ঘ) তৃতীয় পুরুষ