SSC নিমগাছ গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

নিমগাছ
বনফুল

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Nimgach
MCQ
Question and Answer pdf download

লেখক পরিচিতি: 
প্রকৃত নাম:  বলাইচাঁদ মুখোপাধ্যায়। 
জন্ম তারিখ: ১৮৯৯ সালের ১৯শে জুলাই।
জন্মস্থান: বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রাম।
পিতৃপরিচয়: ডা. সত্যনারায়ণ মুখোপাধ্যায়।
শিক্ষা: পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিক্যাল কলেজ থেকে এম.বি. পাস করেন। 
পেশা: কর্মজীবন শুরু হয় মেডিক্যাল অফিসার হিসেবে।
সাহিত্যিক পরিচয়: ১৯১৮ সালে ‘শনিবারের চিঠি’তে ব্যঙ্গ-কবিতা ও প্যারডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে তাঁর। ‘প্রবাসী’ পত্রিকায় অভিনব এক-আধপাতার গল্প লেখেন, যেগুলো আঙ্গিকে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ।
উল্লেখযোগ্য রচনা: গল্পগ্রন্থ: বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দুবিসর্গ, অনুগামিনী, তন্বী, ঊর্মিমালা, দূরবীন। 
উপন্যাস: তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মোক, সে ও আমি, জঙ্গম, অগ্নি। 
কাব্যগ্রন্থ: বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী। 
জীবনী নাটক: শ্রীমধুসূদন, বিদ্যাসাগর।
পুরস্কার ও সম্মাননা: বিভিন্ন পুরস্কারসহ ‘পদ্মভূষণ’ উপাধি লাভ করেন।
মৃত্যু: ১৯৭৯ সালের ৯ই ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
নিমগাছ গল্পের পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়? 
 (ক) সিদ্ধ করে খায় ✓
 (খ) ভিজিয়ে খায় 
 (গ) শুকিয়ে খায়
 (ঘ) রান্না করে খায়

২. বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন?
 (ক) এটা দেখতে সুন্দর
 (খ) এটা উপকারী
 (গ) এটা পরিবেশবান্ধব ✓
 (ঘ) এটা আকারে ছোট

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
গফুরের প্রিয় ষাঁড় মহেশ। প্রায় আট বছর প্রতিপালন করে সে এখন বুড়ো হয়েছে। গফুর সাধ্যমত তার যত্ন নেয়। পরিবারের কেউ তাকে চায় না। কিন্তু গফুর সন্তানস্নেহে তাকে লালন করে। নিজের খাবার না খেয়ে ঘরের চাল পেড়ে মহেশকে খেতে দেয়।

৩. উদ্দীপকের মহেশ-এর সাথে যে দিক দিয়ে ‘নিমগাছ’ গল্পটি সাদৃশ্যপূর্ণ তা হলো-
 i. অবদান 
 ii. প্রয়োজনীয়তা
 iii. পরোপকার

 নিচের কোনটি সঠিক?
 (ক) i ও ii
 (খ) i ও iii ✓
 (গ) ii ও iii
 (ঘ) i, ii ও iii

৪. সাদৃশ্য থাকলেও নিমগাছটা কোন বিচারে ব্যতিক্রম?
 (ক) উপেক্ষিত ✓
 (খ) উপকারী 
 (গ) আত্মত্যাগী
 (ঘ) নিরহংকারী 

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
নিমগাছ গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
 (ক) বীরবল
 (খ) ভানুসিংহ
 (গ) বনফুল ✓
 (ঘ) মতিহার

২. বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
 (ক) ১৮৫৯ সালে
 (খ) ১৮৭৯ সালে
 (গ) ১৮৯৯ সালে ✓
 (ঘ) ১৯১৯ সালে

৩. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মস্থান কোনটি?
 (ক) পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা
 (খ) বিহারের পূর্ণিয়া ✓
 (গ) কলকাতার জোড়াসাঁকো
 (ঘ) হুগলি জেলার ভুরশুট পরগণা

৪. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
 (ক) মৌড়া
 (খ) নিমতা
 (গ) সাগরদাঁড়ি
 (ঘ) মণিহার ✓

৫. বনফুলের পিতার নাম কী?
 (ক) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
 (খ) শ্রীজিত চট্টোপাধ্যায়
 (গ) সত্যনারায়ণ মুখোপাধ্যায় ✓
 (ঘ) অরবিন্দ গঙ্গোপাধ্যায়

৬. বনফুল কোন বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন?
 (ক) সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় ✓
 (খ) মেদিনীপুর জেলা স্কুল
 (গ) সেন্টগ্রেগরিজ হাই স্কুল
 (ঘ) খিদিরপুর বাংলা স্কুল

৭. বনফুল কত সালে ম্যাট্রিক পাস করেন?
 (ক) ১৯০৮
 (খ) ১৯১৮ ✓
 (গ) ১৯২৮
 (ঘ) ১৯৩৮

৮. বনফুল কত সালে আই.এসসি পাস করেন?
 (ক) ১৯১০
 (খ) ১৯১৮
 (গ) ১৯২০ ✓
 (ঘ) ১৯২৮

৯. বনফুল কত সালে এম.বি পাস করেন?
 (ক) ১৯১৮
 (খ) ১৯২০
 (গ) ১৯২৫
 (ঘ) ১৯২৭ ✓

১০. বনফুল কোথা থেকে আই.এসসি পাশ করেন?
 (ক) রিপন কলেজ
 (খ) সংস্কৃত কলেজ
 (গ) হুগলি কলেজ
 (ঘ) সেন্ট কলম্বাস কলেজ ✓

১১. বনফুল কোন প্রতিষ্ঠান থেকে এম.বি পাশ করেন?
 (ক) ঢাকা মেডিক্যাল কলেজ
 (খ) কলকাতা মেডিক্যাল কলেজ
 (গ) পাটনা মেডিক্যাল কলেজ ✓
 (ঘ) হুগলি মেডিক্যাল কলেজ

১২. কী হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবনের সূচনা ঘটে?
 (ক) সাংবাদিক
 (খ) ম্যাজিস্ট্রেট
 (গ) মেডিক্যাল অফিসার ✓
 (ঘ) জেলা প্রশাসক

১৩. কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়?
 (ক) ১৯০৮ সালে
 (খ) ১৯১৮ সালে ✓
 (গ) ১৯২০ সালে
 (ঘ) ১৯২৮ সালে

১৪. নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য-অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে?
 (ক) সবুজপত্র
 (খ) শনিবারের চিঠি ✓
 (গ) যুগবাণী
 (ঘ) আষাঢ়ে গপ্পো

১৫. কী ধরনের লেখালেখির ভেতর দিয়ে বনফুলের সাহিত্য-অঙ্গনে প্রবেশ ঘটে?
 (ক) গল্প ও অনুকবিতা
 (খ) নাটক ও উপন্যাস
 (গ) গল্প ও ব্যঙ্গ-কবিতা
 (ঘ) ব্যঙ্গ-কবিতা ও প্যারডি ✓

১৬. কোনটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচিত গ্রন্থ?
 (ক) বনফুলের গল্প ✓
 (খ) কল্পনা
 (গ) কুহেলিকা
 (ঘ) পঞ্চাশৎ

১৭. নিচের কোনটি বনফুলের লেখা গল্পগ্রন্থ?
 (ক) দামিনী
 (খ) বাহুল্য ✓
 (গ) শ্রীকান্ত
 (ঘ) মৌরীফুল

SSC নিমগাছ গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮. কোনটি বনফুলের লেখা জীবনী নাটক?
 (ক) রবিঠাকুর
 (খ) ভারতচন্দ্র
 (গ) বিদ্রোহী নজরুল
 (ঘ) শ্রীমধুসূদন ✓

১৯. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?
 (ক) ভারতরত্ন
 (খ) পদ্মভূষণ ✓
 (গ) বনফুল
 (ঘ) নাইট
 
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

২০. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন?
 (ক) ১৯৪৯ সালে
 (খ) ১৯৫৯ সালে
 (গ) ১৯৬৯ সালে
 (ঘ) ১৯৭৯ সালে ✓

২১. বনফুলের মৃত্যুস্থান কোনটি?
 (ক) ঢাকা
 (খ) কলকাতা ✓
 (গ) মিউনি
(খ) (ঘ) সিডনি

২২. ‘নিমগাছ’ গল্পে কী সিদ্ধ করার কথা উল্লেখ আছে?
 (ক) নিমের ডাল
 (খ) নিমের পাতা
 (গ) নিমের ছাল ✓
 (ঘ) নিমের শেকড়

২৩. নিমের কোন অংশ শিলে পেষার কথা বলা হয়েছে নিমগাছ গল্পে?
 (ক) ছাল
 (খ) পাতা ✓
 (গ) ডাল
 (ঘ) ফল

২৪. নিমের কোন অংশ খোস দাদ হাজা চুলকানিতে লাগানো হবে?
 (ক) ডাল
 (খ) পাতা ✓
 (গ) শেকড়
 (ঘ) ছাল

২৫. নিমের পাতা কোনটির অব্যর্থ মহৌষধ?
 (ক) পেটের পীড়ার
 (খ) মাথা ব্যথার
 (গ) চর্মরোগের ✓
 (ঘ) কোষ্ঠকাঠিন্যের

২৬. উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেকে কাঁচা খায়?
 (ক) ডাল
 (খ) ফল
 (গ) পাতা ✓
 (ঘ) ছাল

২৭. নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া হয়?
 (ক) পানির সাথে
 (খ) বেগুনের সাথে ✓
 (গ) রুটির সাথে
 (ঘ) ভাতের সাথে

২৮. যকৃতের জন্য উপকারী কোনটি?
 (ক) নিমের ডাল
 (খ) নিমের ছাল
 (গ) নিমের ফল
 (ঘ) নিমের পাতা ✓

২৯. নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে?
 (ক) কচি ডাল ✓
 (খ) বয়স্ক পাতা
 (গ) ছাল
 (ঘ) শেকড়

৩০. নিমের কচি ডাল চিবোলে কী উপকার পাওয়া যায়?
 (ক) যকৃত ভালো থাকে
 (খ) চোখ ভালো থাকে ✓
 (গ) দাঁত ভালো থাকে
 (ঘ) মাথাব্যথা ভালো হয়
Post a Comment (0)
Previous Post Next Post