ভিপিপি যোগে বই পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র

ভিপিপি যোগে বই পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র লেখো। বইয়ের তালিকা ১. পাঠশালা মাধ্যমিক সৃজনশীল বাংলা। ২. পাঠশালা মাধ্যমিক ইংরেজি।
ভিপিপি যোগে বই পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র লেখো।
ভিপিপি যোগে বই পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র

১৮ই মার্চ ২০২২
বরাবর,
ম্যানেজার
পাঠশালা প্রকাশন 
২৬, আলী রেজা মার্কেট
বাংলাবাজার, ঢাকা-১০০০

জনাব,
শ্রদ্ধা জানবেন। আপনাদের প্রকাশিত কিছু বই আমার জরুরি প্রয়োজন। তাই নিম্নলিখিত বইগুলো যত দ্রুত সম্ভব ভিপিপি যোগে পাঠিয়ে বাধিত করবেন। বইপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই মূল্য পরিশোধ করা হবে।

অতএব, বইগুলো নিম্নলিখিত ঠিকানায় দ্রুত পাঠিয়ে দেওয়ার বিনীত অনুরোধ রইল।

আপনার বিশ্বস্ত
কমলিকা চৌধুরী
নবম শ্রেণি (মানবিক), রোল নং-০৫
হামসাদী সরকারি উচ্চ বিদ্যালয়
সোনারগাঁ, নারায়ণগঞ্জ

বইয়ের তালিকা
১. পাঠশালা মাধ্যমিক সৃজনশীল বাংলা - ২০২২
২. পাঠশালা মাধ্যমিক ইংরেজি - ২০২২
৩. পাঠশালা জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা সহায়িকা-২০২২
৪. পাঠশালা জেএসসি বহুনির্বাচনি টেস্ট পেপারস-২০২২

[ঠিকানাসহ খাম হবে]