G

SSC শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

শিক্ষা ও মনুষ্যত্ব
মোতাহের হোসেন চৌধুরী

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Shikkha O Monusotto
MCQ
Question and Answer pdf download

লেখক পরিচিতি:
নাম: মোতাহের হোসেন চৌধুরী।
জন্ম তারিখ:  ১৯০৩ খ্রিষ্টাব্দ।
জন্মস্থান:  কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম।
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ পাস করেন। 
পেশা: বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন।
সাহিত্যিক পরিচয়: ঢাকা থেকে প্রকাশিত ‘শিখা’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও বেশ কিছু কবিতাও রচনা করেন।
উল্লেখযোগ্য রচনা- প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতি কথা (লেখকের মৃত্যুর পর প্রকাশিত এ গ্রন্থটি বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন)।
অনুবাদগ্রন্থ: সভ্যতা (ক্লাইভ বেল-এর সিভিলাইজেশন-এর অনুবাদ), সুখ (বার্ট্রান্ড রাসেল-এর কংকোয়েস্ট অব হ্যাপিনেস-এর অনুবাদ)।
মৃত্যু: ১৯৫৬ সালের ১৮ই সেপ্টেম্বর।


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের পাঠ্যবইয়ের

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১. মানুষের অন্ন-বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ রেখে?
 ক. অর্থনৈতিক মুক্তির
 খ. আত্মিক মুক্তির ✓ 
 গ. চিন্তার স্বাধীনতা
 ঘ. বুদ্ধির স্বাধীনতা

২. আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন? 
 i. স্বাভাবিক মৃত্যু
 ii. নৈতিক অধঃপতন
 iii. মূল্যবোধের অবক্ষয়

নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii
 খ. ii ও iii ✓
 গ. i ও iii
 ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
বিশিষ্ট ব্যবসায়ী শুকুর মিয়া তার স্কুল-পড়ুয়া ছেলেকে ব্যবসায়ের কাজে নিয়োজিত করেন। তিনি মনে করেন টাকাই জীবনের মূল। দুনিয়াতে যার যত টাকা সে তত বেশি সুখী।

৩. মোতাহের হোসেন চৌধুরীর দৃষ্টিতে উদ্দীপকের শুকুর মিয়ার মাঝে প্রাধান্য পেয়েছে-
 i. ক্ষুৎপিপাসা
 ii. আত্মার অমৃত
 iii. অর্থলিপ্সা

 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii
 খ. ii ও iii
 গ. i ও iii ✓
 ঘ. i, ii ও iii

৪. শুকুর মিয়ার মানসিকতা পরিবর্তন হতে পারে যদি তিনি-
 ক. অর্থলিপ্সাকে জীবন-সাধনা মনে না করেন ✓
 খ. শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেন 
 গ. অর্থচিন্তার নিগড়ে সর্বদা বন্দি থাকেন
 ঘ. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তিকে বড় করে না দেখেন


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
 ক. ১৯০১ সালে
 খ. ১৯০২ সালে
 গ. ১৯০৩ সালে ✓
 ঘ. ১৯০৪ সালে

২. মোতাহের হোসেন চৌধুরীর জন্মস্থান কোথায়?
 ক. কুমিল্লা ✓
 খ. ঢাকা
 গ. কলকাতা
 ঘ. হুগলি

৩. মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়?
 ক. কুমিল্লা
 খ. চাঁদপুর
 গ. ফেনী
 ঘ. নোয়াখালী ✓

৪. মোতাহের হোসেন চৌধুরী কত সালে এম.এ. পাস করেন?
 ক. ১৯৪০ সালে
 খ. ১৯৪৩ সালে ✓
 গ. ১৯৪৫ সালে
 ঘ. ১৯৪৮ সালে

৫. মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন?
 ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
 খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
 গ. ঢাকা বিশ্ববিদ্যালয় ✓
 ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়

৬. মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এম.এ পাস করেন?
 ক. বাংলা ✓
 খ. ইংরেজি
 গ. দর্শন
 ঘ. ভাষাতত্ত্ব

৭. কর্মজীবনে মোতাহের হোসেন চৌধুরী কিসের অধ্যাপক ছিলেন?
 ক. দর্শনের
 খ. ইংরেজি ভাষা ও সাহিত্যের
 গ. ভাষাতত্ত্বের
 ঘ. বাংলা ভাষা ও সাহিত্যের ✓

৮. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
 ক. নবযুগ
 খ. সবুজপত্র
 গ. লাঙল
 ঘ. শিখা ✓

৯. ‘শিখা’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?
 ক. কুমিল্লা থেকে
 খ. কলকাতা থেকে
 গ. ঢাকা থেকে ✓
 ঘ. চট্টগ্রাম থেকে

১০. মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কিসের স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে?
 ক. ধর্মনিরপেক্ষতা ও সমাজনীতির
 খ. রাজনীতি ও অর্থনীতির
 গ. মননশীলতা ও চিন্তার ✓
 ঘ. সাম্প্রদায়িকতা ও শ্রেণিভাবনার

১১. মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয়?
 ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 খ. হুমায়ুন আজাদ
 গ. প্রমথ চৌধুরী ✓
 ঘ. কাজী নজরুল ইসলাম

১২. মোতাহের হোসেন চৌধুরী মূলত কোনটি ছিলেন?
 ক. গদ্যকার ✓
 খ. ছড়াকার
 গ. নাট্যকার
 ঘ. সুরকার

১৩. কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ?
 ক. রায়তের কথা
 খ. প্রবন্ধ সংগ্রহ
 গ. সংস্কৃতি কথা ✓
 ঘ. স্বগত সংলাপ

১৪. কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত অনুবাদগ্রন্থ?
 ক. সভ্যতা ✓
 খ. বাক্যতত্ত্ব
 গ. নীললোহিত
 ঘ. যাত্রাবদল

১৫. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
 ক. ১৯৫১ সালে
 খ. ১৯৫৩ সালে
 গ. ১৯৫৬ সালে ✓
 ঘ. ১৯৫৯ সালে

১৬. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মানবজীবনকে কয়তলাবিশিষ্ট ঘরের সাথে তুলনা করা হয়েছে?
 ক. দোতলা ✓
 খ. তিনতলা
 গ. চারতলা
 ঘ. পাঁচতলা

১৭. মানবজীবনকে দোতলা ঘর হিসেবে তুলনা করলে এর নিচতলার নাম কী হবে?
 ক. মানবসত্তা
 খ. মূল্যবোধ
 গ. জীবসত্তা ✓
 ঘ. স্বাধীনতা

SSC শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮. মানবজীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা হলে এর ওপরের তলা কোনটি?
 ক. জীবসত্তা
 খ. ক্ষুৎপিপাসা
 গ. মানবসত্তা ✓
 ঘ. মৌলিক অধিকার

১৯. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কী?
 ক. অর্থ
 খ. খাদ্য
 গ. শিক্ষা ✓
 ঘ. চিকিৎসা

২০. ক্ষুৎপিপাসার বিষয়টিকে কেমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ?
 ক. অমানবিক
 খ. অপ্রয়োজনীয়
 গ. মানবিক ✓
 ঘ. সহজলভ্য
 
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

২১. শিক্ষার আসল কাজ কী?
 ক. জীবসত্তার পরিচয় চেনানো 
 খ. ক্ষুৎপিপাসা নিবারণ করা
 গ. মানবসত্তার ঘর বন্ধ রাখা
 ঘ. মনুষ্যত্বের বিকাশ ঘটানো ✓

২২. মানুষকে কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য?
 ক. ক্ষুৎপিপাসার সাথে
 খ. মনুষ্যত্বের সাথে ✓
 গ. স্বর্গলোকের সাথে
 ঘ. অর্থ-বিত্তের সাথে

২৩. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
 ক. প্রয়োজনের দিক
 খ. অপ্রয়োজনের দিক ✓
 গ. অর্থ উপার্জনের দিক
 ঘ. ব্যবহারিক দিক

২৪. মানবজীবনের নিচের তলায় বিশৃঙ্খল অবস্থার কারণে কী ঘটে?
 ক. শিক্ষার অপ্রয়োজনের দিকটি মুখ্য হয়ে ওঠে
 খ. শিক্ষার প্রয়োজনের দিকটি মুখ্য হয়ে ওঠে ✓
 গ. শিক্ষার আসল কাজটি সুসম্পন্ন হয়
 ঘ. শিক্ষা মানবজীবনে সোনা ফলায়

২৫. সকলে কিসের নিগড়ে বন্দি?
 ক. ধর্মচিন্তার নিগড়ে
 খ. সমাজচিন্তার নিগড়ে
 গ. অর্থচিন্তার নিগড়ে ✓
 ঘ. রাষ্ট্রচিন্তার নিগড়ে

২৬. চাই, চাই, আরও চাই- সকলের এ চাহিদা কিসের?
 ক. অর্থের ✓
 খ. শিক্ষার
 গ. চিকিৎসার
 ঘ. নিরাপত্তায়

২৭. কোনটি ভালোভাবে বুঝতে না পারলে শিক্ষা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না?
 ক. মনুষত্ব্যের সাধনাই জীবনসাধনা নয়
 খ. শিক্ষা ছাড়াও জীবন গড়া যায়
 গ. অর্থসাধনাই জীবনসাধনা নয় ✓
 ঘ. অন্নচিন্তা জীবনের শ্রেষ্ঠ চিন্তা

২৮. অর্থসাধনাই জীবনসাধনা নয়- এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কী হবে?
 ক. সামগ্রিক
 খ. সহজলভ্য
 গ. ব্যক্তিগত ✓
 ঘ. বস্তুগত

২৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখক অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে কী বলেছেন?
 ক. নিন্দনীয়
 খ. অপ্রয়োজনীয়
 গ. প্রশংসনীয় ✓
 ঘ. শোচনীয়

৩০. কোনটি পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে?
 ক. প্রচুর শিক্ষা উপকরণ
 খ. অঢেল অন্ন-বস্ত্র ✓
 গ. উন্নত বিনোদন ব্যবস্থা
 ঘ. পর্যাপ্ত টাকা পয়সা

3 comments:

  1. Anonymous8:49:00 PM

    So good

    ReplyDelete
  2. Anonymous7:32:00 PM

    খুব ভালো লাগলো

    ReplyDelete
  3. Anonymous8:46:00 PM

    খুব ভালো লাগলো পরে

    ReplyDelete