G

SSC উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

উপেক্ষিত শক্তির উদ্বোধন
কাজী নজরুল ইসলাম

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Upekkhito Shoktir Udbodhon
MCQ
Question and Answer pdf download

লেখক পরিচিতি:
নাম: কাজী নজরুল ইসলাম।
জন্ম তারিখ: ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৫শে মে, বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ।
জন্মস্থান: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম।
শিক্ষা: প্রথমে বর্ধমানে ও পরে ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 
পেশা: ১৯১৭ সালে সেনাবাহিনীল বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন।
সাহিত্যিক পরিচয়: বহুমুখী প্রতিভাধর ব্যক্তি ছিলেন। সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তাঁর ছিল বিস্ময়কর পদচারণ। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধ, পত্রসাহিত্য ইত্যাদি সাহিত্যের সকল শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গজল, খেয়াল ও রাগপ্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন।
উল্লেখযোগ্য রচনা- কাব্যগ্রন্থ: অগ্নি-বীণা, বিষের বাঁশি, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধুহিন্দোল। 
উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
গল্পগ্রন্থ: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। 
প্রবন্ধগ্রন্থ: যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী।
পুরস্কার ও সম্মাননা: স্বাধীনতার পর কবিকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়।
উপাধি: বিদ্রোহী কবি।
মৃত্যু: মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক্শক্তি হারান। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় এনে চিকিৎসা করানো হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দে ২৯শে আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার পি.জি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে সমাহিত করা হয়।


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
উপেক্ষিত শক্তির উদ্বোধন পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের উপর কত আনা শক্তি নির্ভর করছে?
 ক. ছয় আনা
 খ. আট আনা 
 গ. দশ আনা ✓
 ঘ. বারো আনা

২. আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?
 ক. মেহনতি মানুষদের প্রতি অবহেলা ✓
 খ. গণজাগরণের অভাব
 গ. স্বপ্নরাজ্যে বিচরণ
 ঘ. ব্যক্তিকে প্রাধান্য দেওয়া

নিচের উদ্দীপকটি পড়ে ৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
‘ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।’

৩. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
 ক. অসাম্প্রদায়িকতার
 খ. সত্যবাদিতার 
 গ. ভ্রাতৃত্ববোধের
 ঘ. সাম্যবাদিতার ✓


উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের বাছাইকৃত

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কাজী নজরুল ইসলামকে কোন মর্যাদায় সমাহিত করা হয়েছে?
 ক. পূর্ণ সামরিক মর্যাদায় ✓
 খ. রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়
 গ. শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায়
 ঘ. সেরা বুদ্ধিজীবীর মর্যাদায়

২. ‘বোধন-বাঁশিতে সুর দেওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
 ক. বাঁশি বাজিয়ে মানুষকে সচেতন করা
 খ. জ্বালাময়ী বক্তৃতা দেওয়া
 গ. নীতিবোধ জাগ্রত করা ✓
 ঘ. দৈন্য দূর করা

৩. তোমার আমার মা সে তো একই রকম নারী-
 একই খেয়ায় আনা যাওয়া একই ঘাটে বাড়ি।

 ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ রচনায় এ বক্তব্যের প্রতিধ্বনি কোনটি?
 ক. তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর ✓
 খ. তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়
 গ. হীনজনদের ভাই বলে কোলে টেনে নাও
 ঘ. বিত্তবানদের গুরুত্ব দাও

৪. কাজী নজরুল ইসলাম বাংলা সনের কত তারিখে জন্মগ্রহণ করেন?
 ক. ১১ই বৈশাখ
 খ. ১১ই জ্যৈষ্ঠ ✓
 গ. ২২শে শ্রাবণ
 ঘ. ২২শে আষাঢ়

৫. কাজী নজরুল ইসলাম ময়মনসিংহে কোন স্কুলে লেখাপড়া করেন?
 ক. পুলিশ লাইনস হাই স্কুলে
 খ. হরেকৃষ্ণ হাই স্কুলে
 গ. মুসলিম হাই স্কুলে
 ঘ. দরিরামপুর হাই স্কুলে ✓

৬. কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় কখন?
 ক. বাংলাদেশ প্রতিষ্ঠার পর ✓
 খ. বাংলাদেশ প্রতিষ্ঠার আগমুহূর্তে
 গ. যুদ্ধ চলাকালীন সময়ে
 ঘ. ভাষা আন্দোলনের সময়

৭. আমাদের জাতীয় কবি কে?
 ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 খ. কাজী নজরুল ইসলাম ✓
 গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 ঘ. জসীমউদ্দীন

৮. কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ বলা হয় কেন?
 ক. ধর্মের নামে ভণ্ডামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন
 খ. সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ✓
 গ. সকল কবিতায় বিদ্রোহের সুর অনুরণিত করে তুলেছেন
 ঘ. রচনায় বিদ্রোহী ভাব উদ্দীপনার বীজ বপন করেছেন

৯. কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
 ক. ১২০৪
 খ. ১৩০৪
 গ. ১২০৬
 ঘ. ১৩০৬ ✓

১০. কাজী নজরুল ইসলামকে শেষবারের মতো বাংলাদেশে আনা হয় কোন অবস্থায়?
 ক. সম্পূর্ণ সুস্থ অবস্থায়
 খ. অসুস্থ অবস্থায় ✓
 গ. সৈনিক অবস্থায়
 ঘ. বাকশক্তি সচল অবস্থায়

১১. নজরুলের কবিতাকে বিশিষ্টতা দান করেছে কোনটি?
 ক. বাংলা-উর্দু শব্দের ব্যবহার
 খ. ইংরেজি ও বাংলার ব্যবহার
 গ. হিন্দি-সংস্কৃতি শব্দের
 ঘ. আরবি-ফারসি শব্দের ব্যবহার ✓

১২. নজরুল ইসলামের সাহিত্যজীবন শুরু হয় কোথায়?
 ক. পশ্চিমবঙ্গে
 খ. করাচিতে ✓
 গ. ঢাকায়
 ঘ. মাদ্রাজে

১৩. নিচের কোনটি প্রবন্ধ নয়?
 ক. যুগবাণী
 খ. দুর্দিনের যাত্রী
 গ. মৃত্যুক্ষুধা ✓
 ঘ. রাজবন্দীর জবানবন্দী

১৪. ‘সিন্ধু-হিন্দোল’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?
 ক. উপন্যাস
 খ. প্রবন্ধ গ্রন্থ
 গ. নাটক
 ঘ. কাব্যগ্রন্থ ✓

১৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির ভাষারীতি কী?
 ক. সাধু ✓
 খ. চলিত
 গ. আঞ্চলিক
 ঘ. মিশ্র

১৬. কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে বাঙালি পল্টনে যোগদান করতে কোথায় যান?
 ক. কলকাতা
 খ. দিল্লি
 গ. করাচি ✓
 ঘ. ঢাকা

১৭. নজরুল ছেলেবেলায় কোন গানের দলে যোগ দেন?
 ক. লেটো ✓
 খ. জারি
 গ. যাত্রা
 ঘ. বাউল

১৮. মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের অপামর জনতাকে সম্মোহিত করেছিল?
 ক. স্বদেশপ্রেম
 খ. বুকভরা স্নেহ ✓
 গ. নির্লোভ মন
 ঘ. সন্ন্যাসীভাব

SSC উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯. কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন?
 ক. ১৯১৭ ✓
 খ. ১৯১৪
 গ. ১৯২৭
 ঘ. ১৯১৯

২০. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘হতভাগা’ বলা হয়েছে কাদের?
 ক. শ্রমিকদের ✓
 খ. বণিকদের 
 গ. অভিজাতদের
 ঘ. অত্যাচারীদের
 
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

২১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ রচনায় কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহবান করেছেন?
 ক. নেতৃত্বদানকারীদের  
 খ. উপেক্ষিত ভাইদের ✓
 গ. সর্বস্তরের নারীদের
 ঘ. যারা হাতে অস্ত্র নিয়ে আছে তাদের

২২. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
 ক. কুহেলিকা
 খ. যুগবাণী ✓
 গ. অগ্নি-বীণা
 ঘ. মৃত্যুক্ষুধা

২৩. উপেক্ষিত শক্তি কী আনতে পারে?
 ক. ভেদাভেদ
 খ. সাম্প্রদায়িকতা
 গ. সন্দেহ
 ঘ. পরিবর্তন ✓

২৪. তথাকথিত হতভাগাদের অবহেলা করার ফলে আমাদের কোনটি গড়ে উঠতে পারছে না?
 ক. সমাজতন্ত্র
 খ. গণতন্ত্র ✓
 গ. অধিকার
 ঘ. জাতীয়তা

২৫. অগ্নিবীণা ও বিষের বাঁশি কোন ধরনের রচনা?
 ক. কাব্যগ্রন্থ ✓
 খ. নাটক
 গ. উপন্যাস
 ঘ. ছোটগল্প

২৬. কত বছর বয়সে কাজী নজরুল বাকশক্তি হারান?
 ক. ৪৩ বছর
 খ. ৪২ বছর ✓
 গ. ৪১ বছর
 ঘ. ৪০ বছর

২৭. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ রচনার ভাষ্যমতে কোনটি ছাড়া জাতীয় উন্নতি সম্ভব নয়?
 ক. সামষ্টিক অনুভূতি ✓
 খ. ব্যক্তিগত অনুভূতি
 গ. ত্যাগের অনুভূতি
 ঘ. সহমর্মিতার অনুভূতি

২৮. কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়েছিলেন কীভাবে?
 ক. দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ✓
 খ. দুর্ঘটনায় পড়ে
 গ. ভুল চিকিৎসার কারণে
 ঘ. যুদ্ধের তেজস্ক্রিয়তায়

২৯. ‘চক্রবাক’ কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?
 ক. গল্প
 খ. কাব্যগ্রন্থ ✓
 গ. উপন্যাস
 ঘ. নাটক

৩০. কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
 ক. চুরুলিয়া ✓
 খ. জোড়াসাঁকো
 গ. কাজির শিমলা
 ঘ. আসানসোল

No comments:

Post a Comment