G

বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যকদের সাহিত্যকর্ম

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ জন্মঃ ২৬ সেপ্টেম্বর, ১৮২০, মৃত্যুঃ ২৯ জুলাই ১৮৯১।
অনুবাদ গ্রন্থঃ বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্তিবিলাস, সীতার বনবাস।
পাঠ্যপুস্তকঃ বর্ণ পরিচয়, কথামালা।

২. মাইকেল মধুসূদন দত্তঃ জন্মঃ ২৫ জানুয়ারি ১৮২৪, মৃত্যুঃ ২৯ জুন ১৮৭৩।
মহাকাব্যঃ মেঘনাদ বধ।
কাব্যগ্রন্থঃ তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলি (অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য)।
নাটকঃ শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন।
প্রহসনঃ একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ঃ জন্মঃ ২৭ জুন ১৮৩৮, মৃত্যুঃ ৮ এপ্রিল, ১৮৯৪।
উপন্যাসঃ কপাল কুন্ডলা, মৃণালিণী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, রজনী, দুর্গেশ নন্দিনী, ইন্দিরা, দেবী চৌধুরণী, আনন্দ মঠ, সীতারাম, রাজসিংহ, রাধারাণি।

৪. বিহারীলাল চক্রবর্তীঃ জন্মঃ ১৮৩৫, মৃত্যুঃ ১৮৯৪।
গীতিকাব্যঃ সারদা মঙ্গল, বঙ্গ সুন্দরী, সঙ্গীত শতক, বন্ধু বিযোগ, প্রেম প্রবাহিনী।

৫. রাম নারায়ণ তর্করত্নঃ জন্মঃ ১৮২২, মৃত্যুঃ ১৮৮৬।
নাটকঃ কুলীনকুল, সর্বস্ব, বেণীসংহার, রত্নবলী, ধর্মবিজয়, নাবনাটক।
প্রহসনঃ যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট।

৬. ইসমাইল হোসেন সিরাজীঃ জন্মঃ ১৮৮০, মৃত্যুঃ ১৯৩১।
কাব্যগ্রন্থঃ অনলপ্রবাহ, স্পেন বিজয়, মহাশিক্ষা, উচ্ছাস।
উপন্যাসঃ তারাবাঈ, বায়নন্দিনী, নূরুদ্দীন, জাহানারা, ফিরোজা বেগম।
সঙ্গীত গ্রন্থঃ প্রেমাঞ্জলি, সঙ্গীত সঞ্জীবনী।

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঃ জন্মঃ ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, মৃত্যুঃ ১৬ জানুয়ারি ১৯৩৮।
উপন্যাসঃ বড় দিদি, মেজদিদি, পল্লী সমাজ, চন্দ্রনাথ, শ্রীকান্ত, দেবদাস, পথের দাবী, দেনাপাওনা, শেষ প্রশ্ন, শেষের পরিচয়, শুভদা, বিরাজ বৌ, দত্তা, বিন্দুর ছেলে, বৈকুন্ঠের উইল, পরিণীতা।
প্রবন্ধঃ নারীর মুল্য, সত্যাশয়ী, স্বদেশ ও সাহিত্য।
নাটকঃ ষোড়শী, রমা, বিজয়া।

৮. মীর মশাররফ হোসেনঃ জন্মঃ ১৩ নভেম্বর ১৮৪৭, মৃত্যুঃ ১৯ নভেম্বর, ১৯১১।
উপন্যাসঃ বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা।
নাটকঃ জমীদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা।
প্রহসনঃ এর উপায় কি, ভাই ভাই এই তো চাই।

৯. বেগম রোকেয়াঃ জন্মঃ ১৮৮০, মৃত্যুঃ ১৯৩২।
উপন্যাসঃ পদ্মরাগ, অবরোধ বাসিনী।
প্রবন্ধঃ মতিচুর (১ম খন্ড ও ২য় খন্ড)।
ইংরেজী রচনাঃ Sultana’s Dream.

১০. মোহাম্মদ আকরম খাঁঃ জন্মঃ ১৮৬৮, মৃত্যুঃ ১৯৬৮।
প্রবন্ধঃ মোস্তফা চরিত, সমাজ ও সমাধান, মোসলেম বাংলার সামাজিক ইতিহাস।

১১. কায়কোবাদঃ জন্মঃ ১৮৫৭, মৃত্যুঃ ১৯৫১।
মহাকাব্যঃ মহাশ্মশান।
কাব্যগ্রন্থঃ অমিয় ধারা, অশ্রæমালা, কুসুম কানন, প্রেমের ফুল, প্রেম পারিজাত, বিরহ বিলাস, শিবমন্দির।

১২. মোহাম্মদ নজিবর রহমানঃ জন্মঃ ১৮৬০, মৃত্যুঃ ১৯২৩।
উপন্যাসঃ তআনোয়ারা, প্রেমের সমাধি, পরিণাম, গরীবের মেয়ে।

১৩. সত্যেন্দ্রনাথ দত্তঃ জন্মঃ ১৮৮২, মৃত্যুঃ ১৯২২।
কাব্যগ্রন্থঃ সবিতা, বেণু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি, সন্ধিক্ষণ, ফুলের ফসল, মণি মঞ্জুষা।

১৪. আবুল মনসুর আহমদঃ জন্মঃ ১৮৯৭, মৃত্যুঃ ১৯৭৯।
ছোটগল্পঃ আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা গ্যালিভারের সফরনামা।
প্রবন্ধঃ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, পাক বাংলার কালচার।

১৫. জীবনানন্দ দাশঃ জন্মঃ ১৮৯৯, মৃত্যুঃ ১৯৫৪।
কাব্যগ্রন্থঃ রূপসী বাংলা, বনলতা সেন, সাতটি তারার তিমির, ধূসর পান্ডুলিপি, ঝরা পালক, বেলা অবেলা কালবেলা, মহাপৃথিবী।

১৬. গোলাম মোস্তফাঃ জন্মঃ ১৮৯৭, মৃত্যুঃ ১৯৬৪।
কাব্যগ্রন্থঃ রক্তরাগ, হাসনাহেনা, বনি আদম, সাহারা, বুলবুলিস্তান।
উপন্যাসঃ রূপের নেশা, ভাঙ্গা বুক।
গদ্যগ্রন্থঃ বিশ্বনবী, মরু দুলাল।

১৭. রবীন্দ্রনাথ ঠাকুরঃ জন্মঃ ৭ মে, ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮), মৃত্যুঃ ৭ আগস্ট, ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮)।
কাব্যগ্রন্থঃ বনফুল, গীতাঞ্জলি, সোনারতরী, মান্সী, চিত্রা, ক্ষণিকা, খেয়া, বলাকা, সন্ধ্যা সংগীত, চৈত্রালী, পূরবী, শ্যামলী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, প্রভাত সংগীত, উৎসর্গ, মহুয়া, পুনশ্চ, গল্পসল্প, শেষ লেখা।
উপন্যাসঃ বৌঠাকুরাণীর হাট, চোখের বালি, রাজর্ষি, নৌকাডুবি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, দুইবোন, যোগাযোগ।
নাটকঃ অচলায়তন, ডাকঘর, রক্ত করবী, মুক্তধারা, মুকুট, কালের যাত্রা, চিরকুমার সভা, অরূরতন, তাপসী, তাসের দেশ।
চিত্রনাট্যঃ চিত্রাঙ্গদা, শ্যামা, বিসর্জন, মালিনী, চন্ডালিকা।
ছোটগল্পঃ গল্পগুচ্ছ, গল্পসল্প, তিনসঙ্গী।
প্রবন্ধঃ সভ্যতার সঙকট, স্বদেশ, কালান্তর।
ভ্রমণ কাহিনীঃ রাশিয়ার চিঠি, জাপান যাত্রী, চিঠিপত্র।

১৮. ডাঃ মোহাম্মদ লুৎফর রহমানঃ জন্মঃ ১৮৮৯, মৃত্যুঃ ১৯৩৬।
প্রবন্ধ গ্রন্থঃ উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, প্রীতি উপহার।
উপন্যাসঃ রায়হান।

১৯. ইব্রাহিম খাঁঃ জন্মঃ ১৮৯৪, মৃত্যুঃ ১৯৭৮।
নাটকঃ কাফেলা, আনোয়ার পাশা, কামাল পাশা, ওমর ফারুক।
ভ্রমণ কাহিনীঃ ইস্তাম্বুল যাত্রী, নয়া জগতের পথে।

বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যকদের সাহিত্যকর্ম

২০. কাজী নজরুল ইসলামঃ জন্মঃ ২৫ মে, ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬), মৃত্যুঃ ২৯ আগস্ট, ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩)।
কাব্যগ্রন্থঃ অগ্নিবীণা, দোলন চাঁপা, বিষের বাঁশী, ছায়ানট, সিন্ধু হিন্দোল, ভাঙ্গার গান, পুবের হাওয়া, সর্বহারা, প্রলয় শিখা, সন্ধ্যা, মরুভাস্কর, ঝিঙে ফুল, চক্রবাক, জিঞ্জির।
উপন্যাসঃ কুহেলিকা, বাঁধন হারা, মৃত্যুক্ষুধা।
নাটকঃ আলেয়া, পুতুলের বিয়ে, ঝিলিমিলি।
গল্পঃ ব্যথার দান, রিক্তের বেদনা, শিউলি মালা, জিনের বাদশা, পদ্মগোখরা।
প্রবন্ধঃ রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, যুগবাণী।
গানঃ বুলবুলি, গানের মালা, গুলবাগিচা।
অনুবাদঃ রুবাইয়াৎ ই-হাফেজ।

২০. শওকত ওসমানঃ জন্মঃ ১৯১৯, মৃত্যুঃ ১৯৯৮।
উপন্যাসঃ জননী, ক্রীতদাসের হাসি, প্রস্তর ফলক, জন্ম যদি হয় বঙ্গে, জাহান্নাম হতে বিদায়, নেকড়ে অরণ্য।
নাটকঃ আমলার মামলা, কাঁকর মণি।

২২. ফররুখ আহমদঃ জন্মঃ ১৯১৮, মৃত্যুঃ ১৯৭৪।
কাব্যগ্রন্থঃ সাত সাগরের মাঝি, সিরাজুম মনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা।

২৩. সত্যজিত রায়ঃ জন্মঃ ১৯২১, মৃত্যুঃ ১৯৯২।
কাব্যগ্রন্থঃ সোনার কেল্লা, বাদশাহী আংটি, ফেলুদার গোয়েন্দাগিরি।
চলচ্চিত্রঃ পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, দেবী, পরশ পাথর, আগন্তুক।

২৪. সৈয়দ ওয়ালী উল্লাহঃ জন্মঃ ১৯২২, মৃত্যুঃ ১৯৭১।
উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
নাটকঃ বহ্নিপীর, তরঙ্গভঙ্গ।
গল্পগ্রন্থঃ দুই তীর, নয়নচারা।

২৫. ড. নীলিমা ইব্রাহিমঃ জন্মঃ ১৯২১, মৃত্যুঃ ২০০২।
উপন্যাসঃ বিশ শতকের মেয়ে, এ পথ দুই বাঁক, দুয়ে দুয়ে চার, পথ প্রাপ্ত।
নাটকঃ রমনা পার্কে, শাহী এলাকার পথে পথে।

২৬. বেগম সুফিয়া কামালঃ জন্মঃ ১৯১১, মৃত্যুঃ ১৯৯৯।
কাব্যগ্রন্থঃ সাঁঝের মায়া, মায়া কাজল, অভিযাত্রিক, উদাত্ত পৃথিবী।
গল্পঃ কেয়ার কাঁটা।

২৭. আহসান হাবীবঃ জন্মঃ ১৯১৭, মৃত্যুঃ ১৯৮৫।
কাব্যগ্রন্থঃ রাত্রি শেষ, ছায়া হরিণ, মেঘ বলে চৈত্রে যাবো, সারা দুপুর, আশার বসতি।
উপন্যাসঃ অরণ্য নীলিমা।

২৮. জসীম উদদীনঃ জন্মঃ ১৯০৩, মৃত্যুঃ ১৯৭৬।
কাব্যগ্রন্থঃ নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালী, বালুচর, হাসু, মাটির কান্না, এক পয়সার বাঁশি।
ভ্রমণ কাহিনীঃ বেদের মেয়ে, চলে মুসাফির, যে দেশে মানুষ বড়।
আত্মজীবনীঃ ঠাকুর বাড়ির আঙ্গিনায়, জীবন কথা।

২৯. সৈয়দ মুজতবা আলীঃ জন্মঃ ১৯০৪, মৃত্যুঃ ১৯৭৪।
গল্পগ্রন্থঃ চাচা কাহিনী, ময়ুর কন্ঠী, ধুপছায়া, পরশ পাথর, জলে ডাঙ্গায় চতুরঙ্গ, শবনম।
ভ্রমণ কাহিনীঃ দেশে বিদেশে।

৩০. মানিক বন্দ্যোপাধ্যায়ঃ জন্মঃ ১৯০৮, মৃত্যুঃ ১৯৫৬।
উপন্যাসঃ পদ্ম নদীর মাঝি, ইতি কথার পরের কথা, সোনার চেয়ে দামী, শহরতলী, জননী।
কাব্যগ্রন্থঃ পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য।

৩১. বুদ্ধদেব বসুঃ জন্মঃ ১৯০৮, মৃত্যুঃ ১৯৭৪।
কাব্যগ্রন্থঃ বন্দীর বন্দনা, নির্জন স্বাক্ষর, কালের পুতুল, তপস্বী ও তরঙ্গিনী।

৩২. আবুল ফজলঃ জন্মঃ ১৯০৩, মৃত্যুঃ ১৯৮৩।
উপন্যাসঃ জীবন পথের যাত্রী, রাঙা প্রভাত, চৌচির।
প্রবন্ধঃ সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য ও রাষ্ট্র, সফর নামা।

No comments:

Post a Comment