G

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর রাজশাহী বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 2nd Paper mcq question and answer pdf download.

রাজশাহী বোর্ড
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

[বিষয় কোড: ২৮৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 2nd Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. বাজারজাতকরণ কী?
[ক] পণ্য উৎপাদন
[খ] পণ্য ভোগ
[গ] পণ্যের ভ্যালু সৃষ্টি
[ঘ] গ্রাহকদের সন্তুষ্টি বিধান
উত্তর: [ঘ] গ্রাহকদের সন্তুষ্টি বিধান

২. আধুনিক বিপণনের জনক কে?
[ক] Gary Armstrong
[খ] Philip Kotler
[গ] H. Fayol
[ঘ] W. J. Stanton
উত্তর: [খ] Philip Kotler

৩. বাজারজাতকরণে বাজার কিসের সাথে সম্পৃক্ত?
[ক] ক্রেতা
[খ] স্থান
[গ] দ্রব্য
[ঘ] বিক্রেতা
উত্তর: [ক] ক্রেতা

◈ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
কোরিয়ার নাগরিক আফনান চাকরি সূত্রে খুলনায় বসবাস করেন। তার বাংলাদেশি সহকর্মীরা দুপুরে ভাত খেলেও তিনি ফাস্টফুড খান। এছাড়াও নানান ক্ষেত্রে বাংলাদেশিদের সাথে তার ভিন্নতা পরিলক্ষিত হয়।

৪. আফনানের ভাতের পরিবর্তে ফাস্টফুড খাওয়া বাজারজাতকরণের কোন মৌলিক ধারণাটির প্রকাশ ঘটেছে?
[ক] অভাব
[খ] প্রয়োজন
[গ] চাহিদা
[ঘ] ক্রেতাভ্যালু
উত্তর: [ক] অভাব

৫. আফনানের ফাস্টফুড খাওয়ার কারণ হলো-
i. নিজস্ব সংস্কৃতি
ii. অভাব
iii. ব্যক্তির ব্যক্তিত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৬. অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয়?
[ক] ১৯১১
[খ] ১৯৫৬
[গ] ১৯৬৪
[ঘ] ১৯৮২
উত্তর: [খ] ১৯৫৬

৭. গুদামজাতকরণের ফলে-
i. সময়গত প্রতিবন্ধকতা দূর হয়
ii. পণ্যের গুণগতমান অক্ষুণ্ণ থাকে
iii. মালিকের ঝুঁকি কমানো যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৮. অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে কী বলে?
[ক] ক্রয়
[খ] বিক্রয়
[গ] প্রমিতকরণ
[ঘ] পর্যায়িতকরণ
উত্তর: [খ] বিক্রয়

◈ উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
মিম ফার্মা লি. একটি ওরস্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠান। ওরস্যালাইনের স্বাদে ভিন্নতা আনার জন্য নতুন একটি ফর্মূলা উদ্ভাবন করেছে। পণ্যটি উৎপাদনের পূর্বে কোম্পানি ক্রেতার মতামত জানার জন্য সারাদেশে ২৫০ জন কর্মী নিয়োগ দিয়েছে।

৯. ওরস্যালাইন কোন ধরনের পণ্য?
[ক] সুবিধা পণ্য
[খ] বিশিষ্ট পণ্য
[গ] জরুরি পণ্য
[ঘ] অযাচিত পণ্য
উত্তর: [গ] জরুরি পণ্য

১০. বাজারজাতকরণের উৎপাদনপূর্ব কার্য্যাবলি দ্বারা কোম্পানি জানতে পারবে-
i. ক্রেতার চাহিদা
ii. পণ্যের ভবিষ্যৎ বাজার
iii. উৎপাদনের সম্ভাব্য পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১১. কোন বাজারে সদস্যসংখ্যা তুলনামূলক সীমিত থাকে?
[ক] ভোক্তা
[খ] উৎপাদন
[গ] সরবরাহকারী
[ঘ] সরকারি
উত্তর: [খ] উৎপাদন

১২. ফড়িয়া কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী?
[ক] পাইকার
[খ] খুচরা
[গ] প্রতিনিধি
[ঘ] বণিক
উত্তর: [গ] প্রতিনিধি

১৩. কোনটি লোভনীয় পণ্য?
[ক] আইসক্রিম
[খ] আসবাবপত্র
[গ] দামি গাড়ি
[ঘ] মোবাইল ফোন
উত্তর: [ক] আইসক্রিম

◈ উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব জনির ঢাকার মীরপুর-১ এ সৌরবিদ্যুৎ সরঞ্জাম বিক্রয়ের একটি দোকান আছে। ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে অবহিত বা প্ররোচিত করার জন্য মাঝে মাঝে তিনি বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে থাকেন। তিনি বিক্রয়কর্মীর মাধ্যমে ক্রেতাদের নিকট এর উপকারিতা উপস্থাপন করেন এবং মূল্য ছাড় দেন। এ কারণে কাক্সিক্ষত মুনাফা অর্জনে সক্ষম হন।

১৪. উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের পণ্য?
[ক] সুবিধা
[খ] শপিং
[গ] বিশিষ্ট
[ঘ] অযাচিত
উত্তর: [ঘ] অযাচিত

১৫. জনাব জনির কাক্সিক্ষত লক্ষ্য অর্জনের কারণ হলো-
i. ব্যক্তিক বিক্রয়
ii. বাট্টা প্রদান
iii. জনসংযোগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৬. দালাল তার কাজের বিনিময়ে কী পায়?
[ক] মুনাফা
[খ] বেতন
[গ] কমিশন
[ঘ] মজুরি
উত্তর: [গ] কমিশন

১৭. ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হওয়ার কারণ-
i. ক্রেতার সংখ্যা
ii. ক্রেতার অবস্থান
iii. পণ্য সম্ভার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৮. কোন স্তরে কোম্পানি গবেষণামূলক কাজ এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে?
[ক] পণ্য উন্নয়ন স্তর
[খ] সূচনা স্তর
[গ] প্রবৃদ্ধি স্তর
[ঘ] পূর্ণতা স্তর
উত্তর: [ক] পণ্য উন্নয়ন স্তর

১৯. পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
[ক] সীমিত লেনদেন
[খ] কম ঝুঁকি
[গ] অধিক মূলধন
[ঘ] ক্ষুদ্র সংগঠন
উত্তর: [গ] অধিক মূলধন

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন -রাজশাহী বোর্ড ২০১৯

◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
আভা কোম্পানি নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের জুতা তৈরি করে। এরা নিজেদের কোম্পানির জুতা দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে নিজস্ব শো-রুমের মাধ্যমে ভোক্তাদের নিকট বিক্রয় করে। এর ফলে কোম্পানির তুলনামূলক লাভ বেশি হয়।

২০. আভা কোন ধরনের বিপণি?
[ক] বাট্টা
[খ] পরিকল্পিত
[গ] বহুশাখা
[ঘ] বিভাগীয়
উত্তর: [গ] বহুশাখা

২১. আভা কোম্পানির লাভের কারণ হলো-
i. কম উপরি ব্যয়
ii. মধ্যস্থ ব্যবসায়ীদের পরিহার
iii. নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২২. স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে কী বলে?
[ক] বিজ্ঞাপন
[খ] বিক্রয় প্রসার
[গ] ব্যক্তিক বিক্রয়
[ঘ] জনসংযোগ
উত্তর: [খ] বিক্রয় প্রসার

২৩. সুপার স্টোরের বৈশিষ্ট্য হলো-
i. ক্ষুদ্রায়তনের প্রতিষ্ঠান
ii. বৃহদায়তনের প্রতিষ্ঠান
iii. খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

২৪. ১০,০০০ টাকার পণ্য ক্রয় করলে ১০% ছাড় এটা কোন ধরনের বাট্টা?
[ক] নগদ
[খ] পরিমাণগত
[গ] মৌসুমি
[ঘ] সুবিধাদি
উত্তর: [খ] পরিমাণগত

২৫. বিক্রয়কর্মীর গৃহীত কলাকৌশলকে কী বলে?
[ক] বিক্রয়িকতা
[খ] ব্যক্তিক বিক্রয়
[গ] বিক্রয় প্রসার
[ঘ] বিক্রয় ব্যবস্থাপনা
উত্তর: [ক] বিক্রয়িকতা

◈ উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রনি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি বুটিক হাউজ পরিচালনার জন্য কয়েকজন সুদর্শন, হাসিখুশি বিক্রয়কর্মী নিয়োগ দেন। কর্মীদের দক্ষতার কারণে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পায়। সম্প্রতি তিনি মৌচাক মার্কেটে একটি শো-রুম খুলেছেন।

২৬. জনাব রনি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে কোন গুণাবলির ওপর গুরুত্বারোপ করেছেন?
[ক] সামাজিক
[খ] নৈতিক
[গ] শারীরিক
[ঘ] মনস্তাত্ত্বিক
উত্তর: [গ] শারীরিক

২৭. জনাব রনি কর্তৃক শো-রুম খোলার যৌক্তিকতা হলো-
i. ক্রেতার আস্থা অর্জন
ii. ক্রেতার সাথে প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি
iii. স্বল্পকালীন প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৮. কোন ধরনের মার্কেটিংকে টেকসই মার্কেটিং বলে?
[ক] ক্যাটাগরি
[খ] কিয়স্ক
[গ] অনলাইন
[ঘ] গ্রিন
উত্তর: [ঘ] গ্রিন

২৯. প্রত্যক্ষ সাড়ামূলক বিজ্ঞাপন পাওয়া যায় কীভাবে?
[ক] টেলিমার্কেটিংয়ে
[খ] অনলাইন অর্ডারে
[গ] সরাসরি পণ্য উপস্থাপনে
[ঘ] টিভিতে কয়েকমিনিট বিজ্ঞাপনে
উত্তর: [গ] সরাসরি পণ্য উপস্থাপনে

৩০. উৎপাদন কার্যক্রমে দূষিত হচ্ছে-
[ক] সামাজিক পরিবেশ
[খ] রাজনৈতিক পরিবেশ
[গ] প্রাকৃতিক পরিবেশ
[ঘ] অর্থনৈতিক পরিবেশ
উত্তর: [গ] প্রাকৃতিক পরিবেশ

No comments:

Post a Comment