গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলি। সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলী প্রশ্ন উত্তর। সাম্প্রতিক বাংলা সাধারণ জ্ঞান আপডেট। বিসিএস বাংলা বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান সাম্প্রতিক বাংলা বিষয়াবলি। General knowledge in Bangla current affairs question and answer. Bangla Current Affairs General Knowledge MCQ. General Knowledge Bangla Current affairs for BCS Preparation. General Knowledge in Bangla affairs for Govt Job Preparation. General Knowledge Bangla affairs for all Jobs Preparation.
সাধারণ জ্ঞান
বাংলা
৩৬তম পর্ব
১. Ballad কী?
[ক] লোকগীতি
[খ] লোকগাথা
✅ গীতিকা
[ঘ] গাথা
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 Ballad-কে বাংলায় বলা হয়- ‘গীতিকা’ যা আখ্যানধর্মী লোকসাহিত্য।
🔶 Ballad-এর প্রধান গুণ- নাটকীয়তা ও সংলাপধর্মিতা।
🔶 Ballad-এর বিষয়বস্তুতে থাকে- একটিমাত্র ঘটনা বা সঙ্কটপূর্ণ কাহিনী।
🔶 Ballad-কে বলে- রাশিয়ায় byliny, সেঙনে romances, ডেনমার্কে viser, ইউক্রেনে dumi, সাইবেরিয়ায় Junacka pesme ইত্যাদি।
🔶 বাংলাসাহিত্যের উল্লেখযোগ্য Ballad- নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা ইত্যাদি।
২. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
[ক] মালিক জয়সী
✅ ফেরদৌসী
[গ] সৈয়দ হামজা
[ঘ] কাজী দৌলত উজির বাহরাম খাঁ
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 গজনির অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাসিম মনসুর ফেরদৌসী রচনা করেন- ইরানের বিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’।
🔶 মহাকাব্যটিতে তৎকালীন ক্ষমতাসীনদের প্রশস্তি বর্ণনা করলেও মুখ্য বিষয় ছিল- ইরানের বীর ও বাদশা-সম্রাটদের কাহিনী।
🔶 ইরানিদের জাগরণের জয়গান সমৃদ্ধ মহাকাব্যটি রচিত হয়েছে- দীর্ঘ ত্রিশ বছর কঠোর পরিশ্রমে।
৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
[ক] বঙ্গভাষা ও সাহিত্য
✅ বাংলা সাহিত্যের কথা
[গ] বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
[ঘ] বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
উত্তর বিশ্লেষণ:
বাংলা সাহিত্যের কথা
🔶 ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ- ‘বাংলা সাহিত্যের কথা’ (১ম খন্ড ১৯৫৩, ২য় খন্ড ১৯৬৫)।
🔶 তার রচিত গবেষণা ও ভাষাতত্তব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১) ইত্যাদি।
🔶 ড. মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন- পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
🔶 লেখকের অনুবাদ গ্রন্থ- ‘শিক্ওয়াহ ও জওয়াব-ই-শিক্ওয়াহ’।
🔶 ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-উক্তিটি- ড. মুহম্মদ শহীদুল্লাহর।
🔶 মুহম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আরও জানতে দেখুন ২৭তম বিসিএস (BCS)-এর ১০ নং প্রশ্ন বিশ্লেষণ।
🔷বিগত ২৪তম বিসিএস (BCS) পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন এসেছে।
বঙ্গভাষা ও সাহিত্য
🔶 ‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থটি লিখেছেন- ড. দীনেশচন্দ্র সেন।
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
🔶 ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ (প্রবন্ধ/৪ খন্ড) গ্রন্থটি লিখেছেন- ড. কাজী দীন মুহম্মদ।
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
🔶 ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (প্রবন্ধ) লিখেছেন- মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে।
৪. ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?
[ক] বাংলা + ফারসি
[খ] সংস্কৃত + ফারসি
✅ ফারসি + আরবি
[ঘ] সংস্কৃত + আরবি
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ‘চৌ-হদ্দি’ হলো- চৌ + হদ্দ।
🔶 ‘চৌ’ অংশটুকু সংস্কৃত এবং ‘হদ্দ’ অংশটুকু আরবি ভাষার শব্দ। সংস্কৃত ‘চৌ’ অর্থ- চার ‘হদ্দ’ অর্থ সীমানা।
🔶 সুতরাং চৌ-হদ্দি শব্দের অর্থ- চতুঃসীমা। যেমন- বাড়ি বা জমির চৌহদ্দি।
৫. ‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর’ কার রচনা?
✅ চন্ডিদাস
[খ] জ্ঞানদাস
[গ] বিদ্যাপতি
[ঘ] লোচনদাস
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাস (ষোড়শ শতাব্দী) রচিত কৃষ্ণানুরাগ বিষয়ক বিখ্যাত পদ- ‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর’ পঙক্তিটি।
🔶 তার রচিত পদের স্বাভাবিক সৌন্দর্য; মাধুর্য ও সূক্ষ্মতা তুলনা হতে পারে- একমাত্র চন্ডীদাসের পদের সাথেই।
🔶 তিনি অসাধারণ কৃতিতব প্রদর্শন করেন- আক্ষেপানুরাগ, রূপানুরাগ ও মাথুরবিষয়ক পদ রচনায়।
🔶 বাংলা ও ব্রজবুলি কিংবা এ দুয়ের মিশ্র ভাষায় তিনি গভীর শিল্পবোধের পরিচয় প্রদান করেন- রাধার তপস্বিনীভাব, অতৃপ্ত প্রণয়াকাংক্ষার তীব্র জ্বালা, মিলনের জন্য ব্যাকুলতা, মিলনের গভীর উল্লাস ও বিরহের মর্মস্পর্শী আর্তি চিত্রণে।
৬. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
[ক] ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
[খ] তুলসী লাহিড়ি
✅ দ্বিজেন্দ্রলাল রায়
[ঘ] বলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ১৯০৯ সালে প্রথম প্রকাশিত হয়- দ্বিজেন্দ্রলাল (১৮৬৩-১৯১৩) রচিত ‘সাজাহান’ নাটকটি।
🔶 একটি ঐতিহাসিক নাটক- ‘সাজাহান’।
🔶 দ্বিজেন্দ্রলাল রায় রচিত অন্যান্য ঐতিহাসিক নাটক- নূরজাহান (১৯০৮), প্রতাপসিংহ (১৯০৫), সিংহল বিজয় (১৯১৬) ইত্যাদি।
৭. ‘নেমেসিস’ নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
[খ] ঊনপঞ্চাশের মন্বন্তর
[গ] বায়ান্নর ভাষা আন্দোলন
[ঘ] একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তর বিশ্লেষণ:
ঊনপঞ্চাশের মন্বন্তর
🔶 বিশিষ্ট নাট্যকার নূরুল মোমেন (১৯০৬-১৯৮৯) ‘নেমেসিস’ (১৯৪৮) নাটকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন- ঊনপঞ্চাশের মন্বন্তরকে।
🔶 তিনি খ্যাতি অর্জন করেন- সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য-চরিত্র অংকন করে।
🔶 লেখকের এরূপ কিছু নাটক- ‘রূপান্তর’ (১৯৪৭), ‘আলোছায়া’ (১৯৬২) ইত্যাদি।
🔷এই সংক্রান্ত আরও ১টি প্রশ্ন (২৫নং) এই বিসিএস (BCS) এবং ২৬তম বিসিএস (BCS) পরীক্ষায় এসেছে।
বায়ান্নর ভাষা আন্দোলন
🔶 ‘বায়ান্নর ভাষা আন্দোলন’-এর পটভূমিতে রচিত হয়- ‘কবর’ (মুনীর চৌধুরী), বায়ান্নোর জবানবন্দী (এম. আর আখতার মুকুল) ইত্যাদি।
একাত্তরের মুক্তিযুদ্ধ
🔶 একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে- বহু সাহিত্যকর্ম, যেমন- আরেক ফাল্গুন (জহির রায়হান), আগুনের পরশমণি (হুমায়ুন আহমেদ), আমি বিজয় দেখেছি (এম. আর. আখতার মুকুল) ইত্যাদি।
৮. ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি?
[ক] আরাকান রাজসভা
✅ কৃষ্ণনগর রাজসভা
[গ] রাজা গণেশের রাজসভা
[ঘ] লক্ষণ সেনের রাজসভা
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 মধ্যযুগের মঙ্গলকাব্যধারার শ্রেষ্ঠ ও সর্বশেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর।
🔶 তিনি ছিলেন- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি।
🔶 ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করেন- ‘অন্নদামঙ্গল’ (১৮১৬) কাব্য।
🔶 রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে প্রদান করেন-‘রায়গুণাকর’ উপাধি।
🔶 তার গুরুতবপূর্ণ রচনা- অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, রসমঞ্জরী, সত্যপীরের পাঁচালি, নাগাস্টক ইত্যাদি।
🔷বিগত ২৬তম বিসিএস (BCS) পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন এসেছে।
৯. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’ - এখানে ‘হারায়’ কোন ধাতু?
[ক] প্রযোজ্য ধাতু
[খ] ভাববাচ্যের ধাতু
[গ] সংযোগমূলক ধাতু
[ঘ] নাম ধাতু
উত্তর বিশ্লেষণ:
সঠিক উত্তর নেই।
🔶 সঠিক উত্তর- প্রযোজক ধাতু।
🔶 মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকেই বলা হয়- প্রযোজক বা নিজন্ত ধাতু বা কখনও কখনও কর্মবাচ্যের ধাতু।
নাম ধাতু
🔶 নাম ধাতু হলো- বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগে গঠিত ধাতু।
সংযোগমূলক ধাতু
🔶 সংযোগমূলক ধাতু হলো- বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর্, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতুর সংযোগে গঠিত ধাতু। যেমন- ঘুম (বিশেষ্য) + আ+ ক্রিয়া বিভক্তি = ঘুমাচ্ছে (নাম ধাতু) যোগ (বিশেষ্য) + কর (ধাতু) = যোগ কর (সংযোগমূলক ধাতু)।
১০. ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
✅ দ্বিজ কানাই
[খ] মনসুর বয়াতী
[গ] নয়নচাঁদ ঘোষ
[ঘ] দ্বিজ ঈশান
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ‘মহুয়া’ পালাটির রচয়িতা- দ্বিজ কানাই।
🔶 ময়মনসিংহের পূর্বাঞ্চল থেকে সংগৃহীত একটি পালা গান- মহুয়া।
🔶 এটি রচিত- বেদে সর্দার হোমরার পালিত কন্যা মহুয়া ও বামন কান্দার তরুণ জমিদার নদের চাঁদের প্রণয় সম্পর্ক ও তার বিষাদময় পরিণতি অবলম্বনে।
🔶 দ্বিজ কানাই প্রণীত এই পালা সংগ্রহ করেন- চন্দ্রকুমার দে এবং পরবর্তীতে তা ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত হয়।
১১. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
[ক] ১৮০০ সালে
✅ ১৮০১ সালে
[গ] ১৮০২ সালে
[ঘ] ১৮০৪ সালে
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ খ্রিস্টাব্দে।
🔶 উইলিয়াম কেরি এ বিভাগের প্রধান অধ্যক্ষ হিসেবে দায়িতব গ্রহণ করেন- ১৮০১ সালের ৪ মে।
🔶 কোম্পানি বাংলায় কর্তৃতব প্রতিষ্ঠা করার পর প্রশাসন চালাতে এ দেশী ভাষাজ্ঞান, সাহিত্য, সমাজ, ইতিহাস ইত্যাদি জানার প্রয়োজন অনুভব করে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে- ১৮০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট।
🔶 এর প্রধান কাজ ছিল- কোম্পানির তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দান।
🔶 এ কলেজটি বন্ধ হয়ে যায়- ১৯৫৪ সালের ২৪ জানুয়ারি।
১২. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
[ক] স্যার উইলিয়াম জোনস
[খ] স্যার উইলিয়াম কেরি
[গ] রাজীব লোচন মুখোপাধ্যায়
✅ ব্রাসি হ্যালহেড
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ১৭৪৩ খ্রিস্টাব্দে পর্তুগিজ পাদ্রি মানো এল দা আসসুম্পসাঁও পর্তুগিজ ভাষায় একটি বাংলা ব্যাকরণ ও একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেন, যা ছিল- বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ।
🔶 পরবর্তীতে ১৭৭৮ খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নামক ইংরেজ পন্ডিত ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন- 'A Grammar of the Bengal Language' নামে।
🔶 এ গ্রন্থ মুদ্রণে ব্যবহৃত হয়- সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ।
🔶 বাংলা হরফে মুদ্রণ করা হয়েছিল- গ্রন্থটির আংশিক।
১৩. ‘তত্তববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-
[ক] ঈশ্বরচন্দ্র গুপ্ত
✅ অক্ষয়কুমার দত্ত
[গ] প্যারিচাঁদ মিত্র
[ঘ] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর বিশ্লেষণ:
অক্ষয়কুমার দত্ত
🔶 ‘তত্তববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয়কুমার দত্ত।
🔶 সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ‘তত্তববোধিনী’ পত্রিকাটি যাত্রা শুরু করে- ১৮৪৩ সালে।
🔶 অক্ষয়কুমার দত্ত ব্রাহ্মসমাজ ও তত্তববোধিনী পত্রিকা পরিত্যাগ করেন- ১৮৫৫ খ্রি.।
🔶 তত্তববোধিনীকে একটি মুদ্রণযন্ত্র দান করেন- রামমোহন রায়ের পুত্র রাধাপ্রসাদ রায়।
🔶 তত্তববোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছে- ১৯৩২ খ্রি. পর্যন্ত।
🔶 এর অন্যান্য সম্পাদকগণ হলেন- রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র বন্দোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, হেমচন্দ্র বিদ্যারত্ন প্রমুখ।
🔶 ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত তত্তববোধিনী সভা কর্তৃক প্রকাশিত এ পত্রিকার মাধ্যমেই সমাজে সূচনা হয়- আধুনিক দৃষ্টিসম্পন্ন নতুন চিন্তাধারার।
🔷অক্ষয়কুমার দত্ত সম্পর্কে জানতে আরও দেখুন ২৮তম বিসিএস (BCS) এর ৭নং প্রশ্ন বিশ্লেষণ।
ঈশ্বরচন্দ্র গুপ্ত
🔶 ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়- ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও ‘সংবাদ রত্নাবলী’ (১৮৩২)।
প্যারিচাঁদ মিত্র
🔶 প্যারিচাঁদ মিত্র সম্পর্কে জানতে দেখুন ৩০তম বিসিএস (BCS)-এর ৩ নং উত্তর বিশ্লেষণ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
🔶 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়- ‘বঙ্গদর্শন’ (১৮৭২) পত্রিকা।
১৪. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
✅ কমলে কামিনী
[খ] চক্ষুদান
[গ] বিধবা বিবাহ
[ঘ] ভদ্রার্জুন
প্রশ্ন বিশ্লেষণ:
কমলে কামিনী
🔶 বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের (১৮৩০-১৮৭৩ খ্রি)উল্লেখযোগ্য নাটক- ‘কমলে কামিনী’ (১৮৭৩)।
🔶 দীনবন্ধু মিত্র সম্পর্কে আরও তথ্যের জন্যে ২৭তম বিসিএস (BCS)-এর ১৫ নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।
১৫. কোন গ্রন্থটি মহাকাব্য?
[ক] অবকাশ রঞ্জিনী
✅ বৃত্র সংহার
[গ] বিরহ বিলাপ
[ঘ] বীরাঙ্গনা কাব্য
উত্তর বিশ্লেষণ:
বৃত্র সংহার
🔶 কিছু বিখ্যাত মহাকাব্য- বৃত্রসংহার (১ম ও ২য় খন্ড), রামায়ণ (বাল্মীকি), মহাভারত (বেদব্যাস), মেঘনাদবধ (মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১), হেমচন্দ্র, (১৮৭৫ ও ১৮৭৭), মহাশ্মশান (কায়কোবাদ, ১৯০৪), ইলিয়াড (হোমার), প্যারাডাইস লস্ট (মিল্পন) ইত্যাদি।
🔶 কোনো জাতির উত্থান-পতনের কাহিনী ওজস্বী ছন্দে বর্ণিত সাহিত্যকর্ম হলো- মহাকাব্য।
🔶 ‘বৃত্রসংহার’ মহাকাব্যের উপজীব্য- ‘বৃত্র’ নামক অসুর কর্তৃক স্বর্গবিজয় ও দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনঃস্থাপন ও বৃত্তাসুরের নিধনই।
অবকাশ রঞ্জিনী
🔶 নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ- ‘অবকাশ রঞ্জিনী’।
বিরহ বিলাপ
🔶 কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ- বিলাপ’।
বীরাঙ্গনা কাব্য
🔶 মাইকেল মধুসূদনের এগারোটি পূর্ণপত্রে রচিত পত্রকাব্য- ‘বীরাঙ্গনা কাব্য’।
🔶 প্রথম বাংলা শিল্পসার্থক মহাকাব্য- মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’।
🔶 ‘মেঘনাদবধ কাব্য’ রচিত হয়েছে- রামায়ণ-এর কাহিনী নিয়ে।
🔶 মাইকেল মধুসূদন বাংলা ছাড়া পারদর্শী ছিলেন- গ্রীক, ল্যাটিন, সংস্কৃত, হিব্রু, ফারসি, জার্মান, ইতালিয়ান, তামিল ও তেলেগু ভাষায়।
১৬. বত্রিশ সিংহাসন কার রচনা?
✅ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
[খ] রামরাম বসু
[গ] বিদ্যাসাগর
[ঘ] রাজীব লোচন মুখোপাধ্যায়
উত্তর বিশ্লেষণ:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
🔶 ভাষাবিদ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২-১৮১৯) ছিলেন- উইলিয়াম কেরির অধীন পন্ডিত।
🔶 তিনি অধ্যাপনার পাশাপাশি প্রতিষ্ঠিত ছিলেন- ফোর্ট উইলিয়াম কলেজের লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে।
🔶 তিনি উইলিয়াম কেরির উৎসাহে রচনা করেন- বত্রিশ সিংহাসন (১৮০২), রাজাবলি (১৮০৮), হিতোপদেশ (১৮০৮), বেদান্তচন্দ্রিকা (১৮১৭) ও প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)।
রামরাম বসু
🔶 রামরাম বসু (১৭৫৭-১৮১৩) ছিলেন- উইলিয়াম কেরির সহযোগী পাঠ্যপুস্তক রচনাকারীদের অন্যতম অগ্রণী।
🔶 তিনি দুটি গদ্যগ্রন্থ রচনা করেন- রাজা প্রতাপাদিত্যচরিত্র (১৮০১) ও লিপিমালা (১৮০২)।
বিদ্যাসাগর
🔶 বাংলা গদ্যের অবয়ব নির্মাণ, শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১)।
🔶 তার কিছু সাহিতকর্ম- বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭), শকুন্তলা (১৮৫৪), সীতার বনবাস (১৮৬০), আখ্যানমঞ্জুরী (১৮৬৩), ভ্রান্তিবিলাস (১৮৬৯) ইত্যাদি।
১৭. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
[ক] হুতোম প্যাঁচার নক্সা
✅ আলালের ঘরের দুলাল
[গ] সধবার একাদশী
[ঘ] বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’-এর একটি প্রধান চরিত্র- ‘ঠকচাচা’ চরিত্রটি।
🔶 এ উপন্যাসের অন্য প্রধান চরিত্র হলো- বাঞ্ছারাম ও বাবু রাম বাবু।
🔷বিগত ১৫তম বিসিএস (BCS) পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে।
১৮. ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
[ক] নাটক
[খ] কাব্য
✅ আত্মজৈবনিক উপন্যাস
[ঘ] গীতি কবিতার সংকলন
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন রচিত ‘উদাসীন পথিকের মনের কথা’- একটি আত্মজৈবনিক উপন্যাস।
🔶 এ উপন্যাসের উপজীব্য হলো- নীলচাষ ও নীল বিদ্রোহ। এখানে তিনি নিজ মনের কথা উপন্যাসের আঙ্গিকে সুন্দরভাবে তুলে ধরেছেন।
🔶 মীর মশাররফ হোসেন সম্পর্কে আরও তথ্যের জন্যে ৩০তম বিসিএস (BCS)-এর ১৬ নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।
১৯. ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
[ক] মুন্সী আব্দুল লতিফ
[খ] কাজী আকরাম হোসেন
✅ গিরিশচন্দ্র সেন
[ঘ] শেখ আব্দুল জববার
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 গিরিশচন্দ্র সেন ‘তাপসমালা’ গ্রন্থটি রচনা করেন- শেখ ফরীদুদ্দীন সাত্তারের ফারসি ভাষায় রচিত ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে।
🔶 গ্রন্থটিতে ছয় খন্ডে বর্ণিত হয়েছে- ছয়ানববই জন সুফী দরবেশের জীবনী।
২০. কোন নাটকটি সেলিম আল দীনের?
✅ মুনতাসীর ফ্যান্টাসী
[খ] পায়ের আওয়াজ পাওয়া যায়
[গ] কবর
[ঘ] বহুব্রীহি
উত্তর বিশ্লেষণ:
মুনতাসীর ফ্যান্টাসী
🔶 বিশিষ্ট নাট্যকার সেলিম আলদীনের একটি প্রতীকাশ্রয়ী কৌতুক নাটক- ‘মুনতাসীর ফ্যান্টাসী’।
🔶 নাট্যকার তার নাট্যচর্চার শুরুর দিকে লেখা এ নাটকটির নাম ‘মুনতাসীর ফ্যান্টাসী’ রাখলেও পরে নামকরণ করেন- ফ্যান্টাসী বাদ দিয়ে শুধুই ‘মুনতাসীর’।
পায়ের আওয়াজ পাওয়া যায়
🔶 সৈয়দ শামসুল হকের নাটক- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
কবর
🔶 মুনীর চৌধুরীর নাটক- ‘কবর’ (১৯৬৬) ।
বহুব্রীহি
🔶 হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম- ‘বহুব্রীহি’।
২১. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
[ক] সাম্যবাদ্য
[খ] বিষের বাঁশী
✅ সিন্ধু হিল্লোল
[ঘ] নতুন চাঁদ
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত- ‘দারিদ্র্য’ কবিতাটি।
🔶 কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়- ১৯২৫ সালে।
🔶 কাজী নজরুল ইসলামের সম্পর্কে আরও তথ্যের জন্যে ২৭তম বিসিএস (BCS)-এর ১ নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।
[ক] মুসাফির
[খ] তকদির
✅ পেরেশান
[ঘ] মজলুম
উত্তর বিশ্লেষণ:
পেরেশান
🔶 ‘পেরেশান’ শব্দটি ফারসি শব্দ, যার অর্থ- উদ্বিগ্ন বা চিন্তিত।
মুসাফির
🔶 ‘মুসাফির’ শব্দটি আরবি শব্দ, যার অর্থ- বিদেশে ভ্রমণকারী ব্যক্তি।
তকদির
🔶 ‘তকদির’ শব্দটি আরবি শব্দ, যার অর্থ- অদৃষ্ট, নসিব বা ভাগ্য।
মজলুম
🔶 ‘মজলুম’ শব্দটিও আরবি শব্দ, যার অর্থ- অত্যাচারিত।
২৩. উপসর্গ কোনটি?
✅ অতি
[খ] থেকে
[গ] চেয়ে
[ঘ] দ্বারা
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ- ‘অতি’। এটা অধিক, অতিক্রান্ত, অনুচিত ইতাদি অর্থে বাক্যে যুক্ত করা হয়।
🔶 থেকে, চেয়ে ও দ্বারা হচ্ছে- অব্যয় পদ।
২৪. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
[ক] আইন
[খ] দাখিল
✅ এজেন্ট
[ঘ] মুচলেকা
উত্তর বিশ্লেষণ:
এজেন্ট
🔶 ‘এজেন্ট’ (agent) শব্দটি এসেছে- ইংরেজি ভাষা থেকে, যার অর্থ শাসক, ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল।
আইন
🔶 ‘আইন’ শব্দটি এসেছে- ফারসি ভাষা থেকে, যার অর্থ সরকারি বিধি, বিধান বা কানুন।
দাখিল
🔶 ‘দাখিল’ শব্দটি এসেছে- আরবি ভাষা থেকে যার অর্থ, পেশ বা উপস্থাপন করা।
মুচলেকা
🔶 ‘মুচলেকা’ শব্দটি এসেছে- তুর্কি ভাষা থেকে, যার অর্থ শর্তভঙ্গ করলে দন্ডভোগ করতে হবে, এই মর্মে লিখিত অঙ্গিকার।
২৫. ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
[ক] কাব্য
✅ নাটক
[গ] উপন্যাস
[ঘ] গীতি কবিতা
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 বিশিষ্ট নাট্যকার নূরুল মোমেন (১৯০৬-১৯৮৯) রচিত একটি নিরীক্ষাধর্মী নাটক- ‘নেমেসিস’।
🔶 নূরুল মোমেন অধিক খ্যাতি অর্জন করেন- সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য-চরিত্র অংকন করে। নেমেসিস (১৯৪৮) নাটকটিও এ আলোকেই রচিত।
🔶 তার এরূপ আরো কিছু নাটক- রূপান্তর (১৯৪৭), আলোছায়া (১৯৬২), আইনের অন্তরালে (১৯৬৭) ইত্যাদি।
🔶 নূরুল মোমেন সম্পর্কে জানতে ২৬তম বিসিএস (BCS)-এর ৭নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।
২৬. ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
[ক] পূরবী
✅ শেষলেখা
[গ] আকাশ প্রদীপ
[ঘ] সেজূঁতি
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 আলোচ্য অংশটুকু উদ্ধৃত হয়েছে- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষ লেখা’ কাব্যের অন্তর্গত ‘তোমার সৃষ্টির পথ’ কবিতা থেকে।
🔶 কবি কোলকাতায় জোড়াসাঁকোতে থাকাকালীন কবিতাটি রচনা করেন- ১৯৪১ সালের ৩০ জুলাই (১৪ শ্রাবণ ১৩৪৮)।
🔶 রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে ৩০তম বিসিএস (BCS)-এর ১০ নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।
২৭. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
[ক] জননী
✅ সূর্য-দীঘল বাড়ী
[গ] সারেং বৌ
[ঘ] হাজার বছর ধরে
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 আবু ইসহাক (১৯২৬-২০০২ খ্রি) রচিত ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসের প্রধান চরিত্র হলো- ‘জয়গুন’।
🔶 ১৯৬২ সালে রচিত এ উপন্যাসে জয়গুনের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন- গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা।
২৮. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
[ক] সমাস
✅ সন্ধি
[গ] প্রত্যয়
[ঘ] উপসর্গ
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 নবান্ন (= নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে বোঝানো হয়েছে- একটি উৎসবকে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস।
🔶 আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায়- এটি সমানাধিকরণ বহুব্রীহি।
২৯. কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
[ক] পাকা বাড়ি
[খ] পাকা রং
[গ] পাকা কাজ
✅ পাকা আম
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ‘পাকা’ শব্দটি সাধারণত ব্যবহৃত হয়- পক্ক, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ, খাঁটি ইত্যাদি হওয়া অর্থে।
🔶 এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে- ‘পাকা আম’ দ্বারা।
৩০. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’- পঙক্তির রচয়িতা কে?
✅ মদনমোহন তর্কালংকার
[খ] রামনারায়ণ তর্করত্ন
[গ] বিহারীলাল চক্রবর্তী
[ঘ] কৃষ্ণচন্দ্র মজুমদার
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 মদনমোহন তর্কালঙ্কার কর্তৃক রচিত ‘শিশু শিক্ষা’-এর একটি বিখ্যাত পঙক্তি- ‘পাখি সব করে রব রাতি পোহাইল’।
🔶 বইটি পাঠ্যপুস্তকরূপে অত্যন্ত জনপ্রিয়- শিশুদের শিক্ষার প্রাথমিক বই হিসেবে।
৩১. ‘বনফুল’ কার ছদ্মনাম?
[ক] প্রমথ চৌধুরী
✅ বলাইচাঁদ মুখোপাধ্যায়
[গ] যতীন্দ্রমোহন বাগচী
[ঘ] মোহিতলাল মজুমদার
উত্তর বিশ্লেষণ:
বলাইচাঁদ মুখোপাধ্যায়
🔶 বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁমুখোপাধ্যায়ের (১৮৯৯-১৯৭৯ খ্রি) ছদ্মনাম- বনফুল।
🔶 এছাড়াও তিনি ভূষিত- ‘পদ্মভূষণ’ উপাধিতেও।
প্রমথ চৌধুরী
🔶 প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর (১৮৬৮-১৯৪৬ খ্রি) ছদ্মনাম- ‘বীরবল’।
যতীন্দ্রমোহন বাগচী ও মোহিতলাল মজুমদার
🔶 বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৮-১৯৪৮ খ্রি) এবং বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক মোহিতলাল মজুমদারের (১৮৮৮-১৯৫২ খ্রি) বিশেষ কোনো ছদ্মনাম নেই।
৩২. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
✅ মৃত্যুক্ষুধা
[খ] আলেয়া
[গ] ঝিলিমিলি
[ঘ] মধুমালা
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 বিদ্রোহী কাজী কাজী নজরুল ইসলামের দ্বিতীয় উপন্যাস- ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০)।
🔶 উপন্যাসটি রচিত- ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের পটভূমিতে।
🔶 কাজী নজরুল সম্পর্কে আরও তথ্যের জন্যে ২৭তম বিসিএস (BCS)-এর ১নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।
৩৩. ‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।’ -এটি কোন জাতীয় বাক্য?
[ক] সরল বাক্য
[খ] যৌগিক বাক্য
[গ] মৌলিক বাক্য
✅ মিশ্র বাক্য
উত্তর বিশ্লেষণ:
মিশ্র বাক্য
🔶 যে পূর্ণ বাক্যে একটি প্রধান খন্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খন্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে বলে- মিশ্র বা জটিল বাক্য। যেমন- যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তারা পরীক্ষায় কৃতকার্য হয়।
🔶 সুতরাং আলোচ্য বাক্যটি- মিশ্র বাক্য।
সরল বাক্য
🔶 যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটিমাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে বলে- সরল বাক্য, যেমন- রনি বল খেলে।
যৌগিক বাক্য
🔶 দুই বা ততোধিক বাক্য যখন ও, এবং, আর, কিন্তু, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে বলে- যৌগিক বাক্য। যেমন- তুমি ও আমি বাজারে যাব।
৩৪. ‘লাঠালাঠি’-এটি কোন সমাস?
[ক] প্রাদি সমাস
✅ ব্যতিহার বহুব্রীহি সমাস
[গ] তৎপুরুষ সমাস
[ঘ] কর্মধারয় সমাস
উত্তর বিশ্লেষণ:
ব্যতিহার বহুব্রীহি সমাস
🔶 ব্যতিহার বহুব্রীহি সমাস হলো- যে সমাসে একই রূপ দুটি বিশেষপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে। যেমন- কানে কানে যে কথা = কানাকানি।
🔶 লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ- ব্যতিহার বহুব্রীহি সমাস।
প্রাদি সমাস
🔶 প্রাদি সমাস হলো- প্র, প্রতি, অনু প্রভৃতি অবয়ের সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস। যেমন- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ।
তৎপুরুষ সমাস
🔶 তৎপুরুষ সমাস হলো- যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। যেমন- ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাটা।
কর্মধারয় সমাস
🔶 কর্মধারয় সমাস হলো- বিশেষণ ও বিশেষ্যপদ মিলে যে সমাস এবং বিশেষ্যের বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম।
৩৫. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?
[ক] ভানু বন্দ্যোপাধ্যায়
[খ] চন্ডীদাস
✅ রবীন্দ্রনাথ ঠাকুর
[ঘ] ভারতচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা- বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও সুরস্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি)।
🔶 ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়- ১৮৮৪ সালে।
🔷বিগত ২২তম বিসিএস (BCS) ও ১৯তম বিসিএস (BCS) (বিশেষ) পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন এসেছে।
৩৬. প্র, পরা, অপ-
[ক] বাংলা উপসর্গ
✅ সংস্কৃত উপসর্গ
[গ] বিদেশী উপসর্গ
[ঘ] উপসর্গ স্থানীয় অব্যয়
৩৭. টা, টি, খানা ইত্যাদি-
✅ পদাশ্রিত নির্দেশক
[খ] প্রকৃতি
[গ] বিভক্তি
[ঘ] উপসর্গ
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 পদাশ্রিত নির্দেশক হলো- এক ধরনের অব্যয় বাপ্রত্যয় বিশেষ, যা পদের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। যেমন- টি, টাত, টু, টুকু, টুক, খান, খানা, খানি, গুলি, গুলো ইত্যাদি।
🔶 বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করে- পদাশ্রিত নির্দেশক।
৩৮. কাজী নজরল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
[ক] বিদ্রোহী
[খ] প্রলয়োল্লাস
✅ আনন্দময়ীর আগমনে
[ঘ] নারী
প্রশ্ন বিশ্লেষণ:
🔶 কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি) কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদন্ডে দন্ডিত হন- ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি রচনার জন্য, ১৯২২ সালে। কবিতাটি ‘ধূমকেতু’ পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশিত হয়।
🔶 তিনি ৬ মাস কারাদন্ডে দন্ডিত হন- ‘প্রলয়শিখা’ গ্রন্থের জন্য।
🔶 বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত- কাজী নজরুল ইসলাম।
🔶 তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন- ‘বিদ্রোহী’ কবিতা রচনার মাধ্যমে।
🔷বিগত ২২তম বিসিএস (BCS) পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে।
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের লিংকসমূহঃ
No comments:
Post a Comment