গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন উত্তর। সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান আপডেট। বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলি। General knowledge international current affairs question and answer. International Affairs General Knowledge MCQ. General Knowledge International affairs for BCS Preparation. General Knowledge International affairs for Govt Job Preparation. General Knowledge International affairs for all Jobs Preparation.
সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
৩৫তম পর্ব
১. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] ঢাকা
[খ] কাঠমান্ডু
✅ থিম্পু
[ঘ] মালে
প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে।
❀ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনের সময়কাল- ২৮-২৯-এ এপ্রিল ২০১০।
❀ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে চুক্তি সাক্ষরিত হয়- ২টি; সাফটায় সেবা বাণিজ্য, পরিবেশ সহযোগিতা বিষয়ক সার্ক সনদ।
❀ ভুটানে ‘সার্ক উন্নয়ন তহবিল’ যাত্রা শুরু করে- ২৮-এ এপ্রিল ২০১০।
❀ SAARC-এর বর্তমান জলবায়ু বিষয়ক শুভেচ্ছা দূত- নেপালের আপা শেরপা।
❀ SAARC-এর বর্তমান চেয়ারপারসন- ভুটানের জিগমে থিনলে (২৮-এ এপ্রিল ২০১০ - বর্তমান)।
❀ SAARC-এর দশম ও প্রথম মহাসচিব নির্বাচিত হন- মালদ্বীপের ফাতিমা দিয়ানা সাঈদ (দায়িত্ব- ১লা মার্চ ২০১১ থেকে)।
❀ এ সংক্রান্ত প্রশ্ন ২৯তম, ২২তম ও ১০তম বিসিএস (BCS)-এ এসেছে।
২. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
[ক] EU
✅ WTO
[গ] NATO
[ঘ] FIFA
প্রশ্ন বিশ্লেষণ:
❀ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট- WTO.
❀ WTO-এর পূর্ণরূপ- World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা)।
❀ WTO-এর পূর্ব নাম- GAAT (প্রতিষ্ঠা: ১লা জানুয়ারি ১৯৪৮)।
❀ GAAT, WTO-তে রূপামন্তরিত হয়- উরুগুয়ে রাউন্ডে (১৯৮৬-৯৪)।
❀ WTO-র বর্তমান (৫ম) মহাপরিচালক- ফ্রান্সের প্যাস্কেল লামি (১লা সেপ্টেম্বর ২০০৫)।
❀ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কিন্তু WTO-র সদস্য নয়- রাশিয়া।
❀ এই সংক্রান্ত প্রশ্ন ২৪তম (বাতিল) ও ১৩তম বিসিএস (BCS) পরীক্ষায় এসেছে।
৩. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
✅ ডিনামাইট
[খ] বিদ্যুৎ
[গ] পোলিও টিকা
[ঘ] কয়লা
প্রশ্ন বিশ্লেষণ:
❀ ডিনামাইট আবিষ্কারের জন্যে বিখ্যাত হন- আলফ্রেড নোবেল।
❀ বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার- নোবেল পুরস্কার।
❀ নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড বার্নাড নোবেল।
❀ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন- ২১-এ অক্টোবর ১৮৩৩।
❀ আলফ্রেড নোবেল ইতালির সানরেমো নামক স্থানে মৃত্যুবরণ করেন- ১০ই ডিসেম্বর ১৮৯৬।
❀ ‘নোবেল ফাউন্ডেশন’ গঠন করা হয়- ২৯-এ জুন ১৯০১।
❀ ডিনামাইট আবিষ্কৃত হয় মূলত- পাহাড় ফাটিয়ে সুড়ঙ্গ পথ তৈরি ও কয়লা খনি আবিষ্কারের জন্যে।
❀ ডিনামাইটের অপব্যবহার হয়- যুদ্ধের সময়।
৪. নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
[ক] জাপান
[খ] যুক্তরাজ্য
[গ] ফ্রান্স
✅ সুইডেন
প্রশ্ন বিশ্লেষণ:
❀ G-8-এর সদস্য নয়- সুইডেন।
❀ G-8 এর বর্তমান সদস্য- কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও রাশিয়া।
❀ G-8-এর প্রতিষ্ঠাতা সদস্য- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি ও ব্রিটেন।
❀ G-8- এর সর্বশেষ সদস্য- রাশিয়া (১৫ই মে ১৯৯৮)।
❀ সদস্য দেশগুলোর পারস্পারিক অর্থনৈতিক সহযোগিতা করা- G-8 এর উদ্দেশ্য।
❀ এ সংক্রান্ত প্রশ্ন ২৪তম ও ১৫তম বিসিএস (BCS)-এ এসেছে।
৫. হাজার হ্রদের দেশ কোনটি?
[ক] নরওয়ে
✅ ফিনল্যান্ড
[গ] ইন্দোনেশিয়া
[ঘ] জাপান
প্রশ্ন বিশ্লেষণ:
❀ ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হলো- হাজার হ্রদের দেশ।
❀ দীর্ঘদিন সুইডেন ও রুশ সাম্রাজ্যের অংশ ছিল- ফিনল্যান্ড।
❀ স্বাধীন ফিনল্যান্ড প্রতিষ্ঠিত হয়- ৬ই ডিসেম্বর ১৯১৭।
❀ ফিনল্যান্ড প্রজাতন্ত্রে পরিণত হয়- ১৯১৯ সালে।
❀ ঘন জঙ্গলে ঢাকা ফিনল্যান্ডের- দুই-তৃতীয়াংশ।
❀ এ সংক্রান্ত প্রশ্ন ১২তম বিসিএস (BCS)-এ এসেছে।
৬. কোথায় সেনাবাহিনী নেই?
[ক] সুদান
[খ] সাইপ্রাস
✅ মালদ্বীপ
[ঘ] ভুটান
প্রশ্ন বিশ্লেষণ:
❀ কোনো সেনাবাহিনী নেই- মালদ্বীপের।
❀ কোস্ট গার্ড, মেরিন কোর’স ও বিশেষ বাহিনীর সমন্বয়ে গঠিত- মালদ্বীপস ন্যাশনাল ডিফেন্স ফোর্স।
❀ মালদ্বীপের নিরাপত্তা, সার্বভৌমত্ব, শান্তি-শৃংখলা ও অর্থনৈতিক জোন রক্ষায় নিবেদিত- মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স।
❀ শ্রীলংকার ৬৭৫ কি. মি. দক্ষিণ পূর্বে অবস্থিত- মালদ্বীপ।
❀ আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশ- মালদ্বীপ।
৭. কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৮৬৪ সালে
[খ] ১৮৬৮ সালে
[গ] ১৮৬৬ সালে
[ঘ] ১৮৬১ সালে
প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ রেডক্রস প্রতিষ্ঠিত হয়- ৯ই ফেব্রুয়ারি ১৮৬৩ সালে।
❀ রেডক্রসের সদরদপ্তর- সুইজারল্যান্ডের জেনেভায়।
❀ রেডক্রসের প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট।
❀ বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত সংস্থা- রেডক্রস।
❀ রেডক্রসের পরিবর্তিত নাম- রেডক্রস (খ্রিস্টান বিশ্বে), রেডক্রিসেন্ট (মুসলিম বিশ্বে), রেডক্রিস্টাল (ইসরাইলে)।
❀ রেডক্রিসেনেটর প্রতীক- অর্ধাকৃতি চাঁদ।
❀ রেডক্রসের প্রতীক- লাল রঙের ক্রস (+)।
❀ রেডক্রস ও রেড ক্রিসেন্টের সদস্য সংখ্যা- ১৮৬।
❀ আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্টের সভাপতি- কর্নোস সোমারুজ।
❀ রেডক্রস নোবেল পুরস্কার পায়- ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
৮. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
[ক] ২৬ শে জুন
[খ] ১ আগস্ট
[গ] ১ মে
✅ ১০ ডিসেম্বর
প্রশ্ন বিশ্লেষণ:
❀ প্রতি বছরের ১০ই ডিসেম্বর পালিত হয়- ‘বিশ্ব মানবাধিকার দিবস’।
❀ জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে সর্বজনীন মানবাধিকার দিবস ঘোষণা করা হয়- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।
❀ এ সংক্রান্ত প্রশ্ন ২৬তম বিসিএস (BCS)-এ এসেছে।
✅ ১৯০৪
[খ] ১৯২৪
[গ] ১৯১৪
[ঘ] ১৯০৫
প্রশ্ন বিশ্লেষণ:
❀ ফ্রান্সের রাজধানী প্যারিসে FIFA জন্মলাভ করে- ২১-এ মে ১৯০৪।
❀ FIFA-এর পূর্ণরূপ- Federation of International Football Association।
❀ FIFA-র বর্তমান সদস্য সংখ্যা- ২০৮।
❀ FIFA-র বর্তমান সভাপতি- সুইজারল্যান্ডের সেপ ব্লাটার।
❀ বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা- ফিফা (FIFA)।
❀ ফিফার সদরদপ্তর অবস্থিত- সুইজারল্যান্ডের জুরিখে।
❀ ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হয়- ১৯৯১ সালে।
❀ বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফি- ফিফা ট্রফি (ফিফা ওয়ার্ল্ড কাপ)।
❀ ফিফা ট্রফির ভাস্কর- ফ্রান্সের মশিয়ে অ্যাবেল লফোরিও।
১০. কিরগিজিস্তানের রাজধানী কোথায়?
✅ বিশবেক
[খ] সালমা আতা
[গ] আশাখাবাদ
[ঘ] উলানবাটোর
প্রশ্ন বিশ্লেষণ:
❀ কিরগিজিস্তানের রাজধানী- বিশবেক।
❀ কিরগিজিস্তান সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়- ১৯৩৬ সালে।
❀ কিরগিজিস্তান স্বাধীনতা লাভ করে- ৩১-এ ডিসেম্বর ১৯৯১।
❀ কিরগিজিস্তানকে বলা হয়- এশিয়ার ‘সুইজারল্যান্ড’।
❀ কিরগিজিস্তানের বর্তমান সরকার প্রধান- রোজা ওতুনবায়েভা (শপথ- ৩রা জুলাই ২০১০)।
❀ কিরগিজিস্তানের নতুন সংবিধান গৃহীত হয়- ৩রা ফেব্রুয়ারি ২০০৩।
১১. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
[ক] ৫ মে
[খ] ১৫ মে
✅ ৫ জুন
[ঘ] ১৫ জুন
প্রশ্ন বিশ্লেষণ:
❀ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়- প্রতি বছর ৫ই জুন।
❀ সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের ওপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আন্দোলনের সূত্রপাত ঘটে- জুন, ১৯৭২।
❀ এ সংক্রান্ত প্রশ্ন ২৬তম বিসিএস (BCS)-এ এসেছে।
আরো পড়ুন 📚
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের লিংকসমূহঃ
No comments:
Post a Comment