General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 25

General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 25
1. Choose the correct sentence.
A. Everybody have gone there.
B. Everybody are gone there.
✅ Everybody has gone there.
D. Everybody has went there.

🎓 Answer Analysis:
'Everybody' মূলত ‘singular’। তাই এর পরে singular verb ব্যবহার হয়। এজন্যে
C. -তে - singular verb (has) ও past participle (gone) উভয়ই ব্যবহার হয়েছে;
A. ও B. সঠিক নয় - কারণ উভয় ক্ষেত্রে plural verb (have, are) ব্যবহার হয়েছে। আবার has/ have-এর পরে past participle form ব্যবহার হবে;
D. ও সঠিক নয় - কারণ এখানে has এর পরে past form (went) ব্যবহার হয়েছে।
তাই সঠিক উত্তর C.

2. Choose the correct sentence.
A. The train is running in time.
✅ The train is running on time.
C. The train is running with time.
D. The train is running to time.

🎓 Answer Analysis:
B. 'on time' ব্যবহৃত হয় routine time, schedule time-এর ক্ষেত্রে; এখানে train schedule time অনুসারে চলে;
A. 'in time' ব্যবহৃত হয় নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্য সম্পন্ন হওয়া বোঝাতে।
C. 'with time'-এর অর্থ ‘সময়ের সাথে’ যা এখানে প্রযোজ্য নয়;
D. 'to time' অর্থ ‘সময়ে’ যা সঠিক নয়।
অতএব সঠিক উত্তর B.

3. Choose the correct preposition.
My brother has no interest - musiC. 
A. for
✅ in
C. with
D. at

🎓 Answer Analysis:
কোনো কিছুতে বোঝাতে 'in' ব্যবহৃত হয়। 'Interest in' এখানে music-এর প্রতি আকর্ষণ বোঝায়। সুতরাং
এখানে সঠিক উত্তর B.

4. Fill in the blank with right option.
I am looking forward - you.
✅ to seeing
B. seeing
C. to see
D. to have seen

🎓 Answer Analysis:
look forward-এর পরে to + ing বসে।
কাজেই সঠিক উত্তর A.

5. Choose the correct from (passive) of - 'Who will do the work?
A. Who will be done the work?
B. Who will done the work?
✅ By whom will the work be done?
D. Whom will the work be done?

🎓 Answer Analysis:
Who-যুক্ত interrogative sentence-এর active voice-কে passive voice-এ রূপান্তরের structure হলো- By whom + verb + sub + be verb + p p +.....। এখানে
C. -তে - এই structure-টি অনুসরণ করা হয়েছে;
A., B. ও D.-তে - এই structure-টি অনুসরণ করা হয়নি;
তাই এগুলোর কোনোটিই সঠিক নয়।
অতএব সঠিক উত্তর C.

6. Choose the correct sentence.
A. I have looked for a good doctor before I met you.
✅ I had looked for a good doctor before I met you.
C. I looked for a good doctor before I had met you.
D. I am looking for a good doctor before meeting you.

🎓 Answer Analysis:
Before যুক্ত past perfect tense-এ প্রথম অংশে independent clause (had + past participle) এবং দ্বিতীয় অংশে dependent clause (verb-এর past form) ব্যবহার করা হয়। এখানে
B.-তে - উপরি-উক্ত structure-টি অনুসরণ করা হয়েছে;
কিন্তু A., C. ও D.)-তে - অনুসরণ করা হয়নি।
সুতরাং সঠিক উত্তর B.

7. Fill in the blank with correct preposition.
He is devoid - commonsense.
✅ of
B. from
C. introduction
D. at

🎓 Answer Analysis:
'Devoid of' phrase-টির অর্থ ‘বিহীন’ বা ‘বর্জিত’। Devoid of commonsense অর্থ সাধারণ বুদ্ধিহীন।
সুতরাং সঠিক উত্তর A.

৪. Choose the correct preposition.
The police is looking - the case.
A. after
B. on
C. up
✅ into

🎓 Answer Analysis:
'Look into' phrase-টির অর্থ অনুসন্ধান করা। Looking into the case অর্থ মামলা নিয়ে অনুসন্ধান করা।
সুতরাং সঠিক উত্তর D.

9. Choose the correct spelling.
✅ ascertain
B. assertain
C. asertain
D. asartain

🎓 Answer Analysis:
A. ascertain অর্থ - নিরূপণ করা, স্থির করা;
B. assertain - বানান অশুদ্ধ;
C. asertain - বানান অশুদ্ধ;
D. asartain - বানান অশুদ্ধ;
অতএব সঠিক উত্তর A.

10. Select the correct sentence.
A. The man was tall who stole my bag.
B. The man stole my bag who was tall.
✅ The man who stole my bag was tall.
D. The man was tall who is stealing tall my bag.

🎓 Answer Analysis:
Sentence-এ relative pronoun সর্বদা antecedent (noun/pronoun) পরপরই ব্যবহার হয়। এখানে কেবলমাত্র C. তে relative pronoun (who), antecedent (The man)-এর পরে ব্যবহার হয়েছে।
কিন্তু A., B. ও D.-তে who এর প্রয়োগে সঠিকভাবে করা হয়নি।
তাই সঠিক উত্তর C.

11. Choose the correct preposition.
The tree has been blown - by the storm.
A. away
B. up
✅ off
D. out

🎓 Answer Analysis:
'Blow off' অর্থ ‘উপড়ে ফেলা’। অন্য অর্থগুলো এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর C.

12. Identify the correct passive form of 'He is going to open a shop.'
A. He is being gone to open a shop.
B. A shop is being gone opened by him.
C. A shop will be opened by him.
✅ A shop is going to be opened by him.

🎓 Answer Analysis:
'is going to' যুক্ত active voice-কে passive করার ক্ষেত্রে transitive verb হিসেবে ব্যবহৃত verb-টির past participle ব্যবহৃত হয়। এখানে
D.-তে সঠিকভাবে 'transitive verb' open-এর past participle ব্যবহৃত হয়েছে।
A.-তে transitive verb 'go'-এর past participle form (gone) ব্যবহার হয়েছে যা সঠিক নয়;
B.-তে একই সাথে double past participle (gone, opened) ব্যবহার করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়;
C. -তে future tense ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়। কারণ active voice-টি present tense-এ রয়েছে;
সুতরাং সঠিক উত্তর D.

13. Identify the correct synonym for the word 'Magnanimous.'
✅ generous
B. unkind
C. revengeful
D. friendly

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'magnanimous'-এর অর্থ দয়ালু বা মহানুভব। এখানে
A. generous অর্থ - উদার;
B. unkind অর্থ - দয়ামায়াহীন;
C. revengeful অর্থ - প্রতিশোধপরায়ণ;
D.friendly অর্থ - বন্ধুত্বপূর্ণ।
A.-এর অর্থের সাথে প্রশ্নের word-টির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর A.

14. Fill in the blank with the correct phrase :
- your shoes before entering the mosque.
A. put out
✅ put off
C. put away
D. put on

🎓 Answer Analysis:
B. put off অর্থ - খুলে ফেলা;
A. put out অর্থ - নেভানো;
C. put away অর্থ - কোনো জিনিস যথাস্থানে রাখা;
D. put on অর্থ - পরিধান করা।
বাক্যটিতে জুতা খোলার কথা বলা হয়েছে।
তাই সঠিক উত্তর B.

15. Choose the right word to fill the blank :
Two of the children have to sleep in one bed, but the other three have - ones.
A. different
✅ separate
C. complete
D. lonely

🎓 Answer Analysis:
প্রদত্ত sentence-টির ভাবার্থ অনুযায়ী মোট ৫টি শিশুর মধ্যে ২টি শিশু ঘুমানোর সময় এক বিছানায় রাখা হয়েছে এবং অন্য তিনটি শিশু আলাদা রাখা হয়েছে।
সুতরাং সঠিক উত্তর B.

16. The proper function of the press is surely to - the man in the street with facts.
A. equip
B. deliver
C. proffer
✅ provide

🎓 Answer Analysis:
★ Provide-এর structure হলো v + sb + with + obj।
সঠিক উত্তর D.

17. Choose the right word to fill the blank :
Since his retirement, Mr. Chowdhury, who was –– a teacher, has written four novels.
A. usually
B. presently
C. already
✅ formerly

🎓 Answer Analysis:
প্রাক্তন অর্থে formerly ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর D.

18. Choose the right word to fill the blank :
I should appreciate it if you could complete this work - Thursday.
A. till
B. untill
C. upto
✅ by

🎓 Answer Analysis:
কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে by ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর D.

19. Choose the right word to fill the blank :
It will be your task to make sure the - of traffic is maintained without interruption.
A. circulation
✅ flow
C. current
D. procession

🎓 Answer Analysis:
যান চলাচল বোঝাতে flow ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর B.

20. 'Paediatric' relates to the treatment of -.
A. Adults
✅ Children
C. Women
D. Old people

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'paediatric' শব্দটির অর্থ হলো ‘শিশু সংক্রান্ত’। অর্থাৎ এটি এমন একটি term যা শিশুদের চিকিৎসা ক্ষেত্রে প্রচলিত।
অতএব, সঠিক উত্তর B.

21. The word 'ecological' is related to -.
A. Demography
B. Pollution
C. Atmosphere
✅ Environment

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'ecological'-এর অর্থ হলো বাস্ত্তবিদ্যা সংক্রান্ত যা সরাসরি পরিবেশ (environment)-এর সাথে সংশ্লিষ্ট। তাই A.,B. ও C. সঠিক নয়।
সঠিক উত্তর D.

General Knowledge (GK) ইংরেজি বিষয়াবলী প্রশ্ন ও উত্তর | General Knowledge (GK) in English Update MCQ

22. The correct spelling is -- .
A. Humorious
✅ Humorous
C. Humourius
D. Humurious

🎓 Answer Analysis:
এখানে শুধু B. Humorous শব্দটির বানানটিই শুদ্ধ যার অর্থ রসাত্মক বা রসিকতাপূর্ণ। বাকি তিনটি A., C. ও D. বানান অশুদ্ধ।
সুতরাং সঠিক উত্তর B.

23. A 'pilgrim' is a person who undertakes a journey to a - .
A. Mosque
B. A new country
✅ Holy place
D. Bazar

🎓 Answer Analysis:
এখানে, 'pilgrim' শব্দটির অর্থ তীর্থযাত্রী অর্থাৎ কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রাকারী। এখানে, Mosque- পবিত্র স্থান হলেও তীর্থযাত্রীরা আসে না, এবং A new country ও Bazar কোনো তীর্থযাত্রীর আগমনের স্থান নয়। সুতরাং সঠিক উত্তর C.

24. A person who writes about his own life writes - .
A. A biography
B. A diary
C. A chronicle
✅ An autobiography

🎓 Answer Analysis:
এখানে,
D. ‘An autobiography’ অর্থ - আত্মজীবনী অর্থাৎ যে ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে লেখে তাই autobiography.
A. ‘A biography’ অর্থ - বিভিন্ন ব্যক্তির জীবনালেখ্য।
B. ‘A diary’ অর্থ - দিনলিপি বা দিনপঞ্জিকা।
C. ‘A chronicle’ অর্থ - ঘটনাপঞ্জিকা।
সুতরাং সঠিক উত্তর D.

25. What is the meaning of 'White Elephant'?
A. An elephant of white colour
B. A hoarder
C. A black marketer
✅ A very costly or troublesome possession

🎓 Answer Analysis:
এখানে ‘White Elephant’ মানে অপ্রয়োজনীয় অথচ অতিরিক্ত দামি সম্পদ (a very costly or troublesome possession)। সুতরাং সঠিক উত্তর D.

26. If we want concrete proof, we are looking for -.
A. Building material
B. Something to cover a path
✅ Clear evidence
D. A cement Mixer

🎓 Answer Analysis:
'concrete' অর্থ মিশ্রপিন্ড, জমাটবদ্ধ কিন্তু`concrete proof`বলতে বোঝায় সুসঙষ্ট প্রমাণ।
C. Clear evidence বলতে - সুসঙষ্ট সাক্ষ্যপ্রমাণকে বোঝায়।
A. Building material অর্থ - নির্মাণ সামগ্রী।
B. Something to cover a path বলতে - রাস্তা ঢাকার জন্যে প্রয়োজনীয় সামগ্রীকে বোঝায়।
D. A cement Mixer অর্থ - সিমেন্টের মিশ্রণ।
অর্থানুযায়ী সঠিক উত্তর C.

27. The lights have been blown - by the strong wind. 
✅ out
B. away
C. up
D. off

🎓 Answer Analysis:
A. blow out অর্থ - বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া;
B. blow up অর্থ - বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে কোনো কিছু উড়িয়ে দেয়া;
C. blow away অর্থ - উড়িয়ে নেয়া;
D. blow off অর্থ - কোনো কিছু থেকে কিছু নির্গত হওয়া।
সুতরাং সঠিক উত্তর A.

28. Maiden speech means -.
A. Late speech
B. Early speech
C. Final speech
✅ First speech

🎓 Answer Analysis:
'Maiden speech' মানে প্রথম বক্তৃতা। সাধারণত সংসদে সদস্যদের প্রথম বক্তৃতাকে ‘Maiden speech’ বলা হয়। সুতরাং সঠিক উত্তর D.

29. 'Out and out' means -.
A. Not at all
B. Brave
✅ Thoroughly
D. Whole heartedly

🎓 Answer Analysis:
এখানে 'Out and out' মানে সম্পূর্ণরূপে, পুরোদস্ত্তর, শুরু থেকে শেষ পর্যন্ত, তন্নতন্ন করে। এখানে
C. Thoroughly অর্থ - শুরু থেকে শেষ পর্যন্ত;
A. Not at all অর্থ - আদৌ নয়;
B.Brave অর্থ - সাহসী;
D. Whole-heartedly অর্থ - সর্বান্তকরণে।
সুতরাং সঠিক উত্তর C.

30. He divided the money - the two children.
A. Over
✅ In between
C. Among
D. Between

🎓 Answer Analysis:
Between শব্দটি সাধারণত দুয়ের মধ্যে এবং Among শব্দটি অনেকের মধ্যে ভাগাভাগি বোঝাতে ব্যবহৃত হয়। In between ব্যবহৃত হয় দুয়ের মধ্যে অবস্থিত বোঝাতে। Over এখানে সামঞ্জস্যপূর্ণ নয়। অতএব এখানে অর্থানুযায়ী সঠিক উত্তর B.

General knowledge (GK) in English literature question answer pdf download.

31. No one can - that he is clever.
✅ Deny
B. Defy
C. Denounce
D. Discard

🎓 Answer Analysis:
'Deny' অর্থ ‘অস্বীকার করা’। অন্য শব্দগুলো এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর A.

32. He gave up - football when he got married.
A. Of playing
B. To play
✅ Playing
D. Play

🎓 Answer Analysis:
‘gave up’ একটি phrasal verb; এরপর শুধু verb + ing হয়।
কাজেই সঠিক উত্তর C.

33. He has been ill - Friday last.
A. From
B. On
C. In
✅ Since

🎓 Answer Analysis:
Here,
D. Since - সেই সময় হতে, সেই হতে।
A. From - থেকে, হতে।
B. On - উপরিভাগে, কাছে।
C. In - মধ্যে, ভিতরে।
বাক্যের অর্থানুযায়ী সঠিক উত্তর D.

General Knowledge (GK) English Question Answer

34. He had written the book before he–
✅ retired
B. had retired
C. has retired
D. will be retired

🎓 Answer Analysis:
প্রদত্ত sentence-টি past perfect tense-এর একটি উদাহরণ। নিয়মানুযায়ী এক্ষেত্রে যে কাজটি পূর্বে সংগঠিত হয়, সেটিকে past perfect এবং পরে সংগঠিত হওয়া কাজটিকে past indefinite tense-এ করতে হয়। এখানে অবসর নেওয়ার পূর্বেই বই লেখার কাজ সম্পন্ন হচ্ছে বিধায় এ অংশটিকে past perfect tense-এ করতে হবে এবং অপর অংশ (অবসর নেওয়া) পরে সংগঠিত হওয়া past indefinite tense-এ করতে হবে। সেক্ষেত্রে A. option-টিই ব্যাকরণগত দিক হতে সঠিক। তাই সঠিক উত্তর A.

35. The prices of rice are –
A. raising
B. risen
✅ rising
D. raised

🎓 Answer Analysis:
are-এর পরে (active sense-এর ক্ষেত্রে) main verb-এর সাথে ing যুক্ত হয়।
তাই সঠিক উত্তর C.

36. A rocket flying to the moon does not need wings because–
A. it has no engine
B. space has too much dust
C. it has no fuel
✅ space is airless

🎓 Answer Analysis:
আমরা জানি যে মহাশূন্যতে কোনো বায়ু নেই অর্থাৎ space is airless. আর তাই মহাশূন্যে কোনো কিছু উড়ার জন্যে পাখার (wings) দরকার হয় না।
অতএব এখানে সঠিক উত্তর D.

37. Rubber is notable for its–
A. lightness
B. heaviness
✅ elasticity
D. viscosity

🎓 Answer Analysis:
এখানে Rubber–এর ক্ষেত্রে একমাত্র যথোপযুক্ত শব্দ হচ্ছে elasticity অন্যগুলো উপযুক্ত নয়।
অতএব এখানে সঠিক উত্তর C.

38. Julius Caesar was the ruler of Rome about–
A. 1000 years ago
B. 1500 years ago
✅ 2000 years ago
D. 3000 years ago

🎓 Answer Analysis:
★ Julius Caesar রোমের শাসক ছিলেন - 2000 বছর পূর্বে।
★ Caesar হলেন - বিশ্বের প্রথম Caesarion baby.
★ Caesar আততায়ীর হাতে নিহত হন - ১৫ই মার্চ খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে।
★ Roman calendar-এ ১৫ই মার্চ পরিচিত - "The Ides of March" হিসেবে।
★ Kaiser এবং Czar নামদ্বয় এসেছে - Caesar-এর নাম থেকে।
★ Caesar এর প্রণয় ছিল - মিশরের রাণি Cleopatra-র সাথে।
সঠিক উত্তর C.

39. The South Pole is located in the–
A. Arctic
✅ Antarctic
C. Antipodes
D. Occident

🎓 Answer Analysis:
★ The South Pole অবস্থিত - Antarctic মহাদেশে।
★ The South Pole আরও পরিচিত - The Geographic South Pole বা Terrestrial South Poleহিসেবে।
★ The Geographic South Pole এর সাথে - the South Magnetic Pole-এর কোনো মিল নেই।
অতএব সঠিক উত্তর B.

40. The verb of the word "short" is –
A. enshort
✅ shorten
C. shorted
D. shorting

🎓 Answer Analysis:
এখানে
★ shorten – verb;
★ short – adjective;
★ shorter – adjective (comparative form);
★ shortness – noun;
সুতরাং সঠিক উত্তর B.

41. Tiger : Zoology : : Mars :
A. Astrology
B. Cryptology
✅ Astronomy
D. Telescopy

🎓 Answer Analysis:
Tiger যেমন zoology-এর অন্তর্ভুক্ত তেমনি mars astronomy-এর অন্তর্ভুক্ত। সে অনুসারে A., B. ও D. সঠিক নয়।
সঠিক উত্তর C.

42. Break : Repain : : Wound :
A. Heal
B. Hurt
C. Fix
✅ Plaster

🎓 Answer Analysis:
Break-এর সাথে repain-এর যেমন সম্পর্ক wound (আহত হওয়া)-এর সাথে hurt (আঘাত পাওয়া)-এর তেমন সম্পর্ক।
কাজেই সঠিক উত্তর D.

43. Frightened : Scream : : Angry :
A. Cry
B. Shiver
✅ Shout
D. Sneer

🎓 Answer Analysis:
Frightened ও scream দ্বারা যেমন একই রকম অর্থ ভয় বা ভীতি প্রকাশ পায় তেমনি angry ও shout দ্বারা রাগ বা চিৎকার প্রকাশ পায়। যেখানে
C. Shout অর্থ - চিৎকার;
A. Cry অর্থ - কান্না;
B. Shiver অর্থ - কাঁপা;
D. Sneer অর্থ - মুখ বেঁকিয়ে হাসা;
অতএব সঠিক উত্তর C.

44. He – consciousness as a result of his head hitting the car's dashboard.
A. failed
B. broke
✅ lost
D. passed

🎓 Answer Analysis:
C. lost অর্থ - হারানো;
A. failed অর্থ - ব্যর্থ;
B. broke অর্থ - ভাঙা;
D. passed অর্থ - অতিক্রম করা;
এগুলোর কোনোটিই প্রদত্ত sentence-এর ক্ষেত্রে সঠিক নয়। প্রদত্ত sentence-এ lost consciousness বলতে মনোযোগ হারানোকে বোঝাচ্ছে।
সুতরাং সঠিক উত্তর C.

45. Only after I –– home, did I remember my doctor's appointment.
A. going
B. go
✅ went
D. gone

🎓 Answer Analysis:
বাক্যটি দ্বারা past tense বোঝাচ্ছে।
C. সঠিক - কারণ went হলো go-এর past form;
A. সঠিক নয় - grammatically;
B. সঠিক নয় - কারণ এখানে 'go' present form;
D. সঠিক নয় - কারণ past tense-এ gone হয় না।
অতএব সঠিক উত্তর C.

46. When they had their first child, they put – a large sum for his education.
✅ aside
B. beside
C. outside
D. under

🎓 Answer Analysis:
A. put aside অর্থ হলো - সরিয়ে রাখা;
B. put beside অর্থ হলো - পাশে রাখা;
C. put outside অর্থ হলো - বাইরে রাখা;
D. put under অর্থ হলো - নিচে রাখা।
উক্ত sentence অনুসারে সঠিক উত্তর A. কারণ এখানে put aside বলতে শিশুর শিক্ষার জন্যে টাকা সরিয়ে রাখা বোঝাচ্ছে।

47. Dhaka is becoming one of the– cities in Asia.
A. more busy
B. busy
✅ busiest
D. most busiest

🎓 Answer Analysis:
প্রদত্ত sentence-টি superlative degree-এর একটি উদাহরণ। এ জাতীয় sentence-এর ক্ষেত্রে the + adjective-এর superlative form + noun-এই structure-টি অনুসরণ করা হয়। উপরের option গুলোর মধ্যে
C. option-টি সঠিক - কারণ এতে ঠিক নিয়ম মানা হয়েছে।
A. option সঠিক নয় - কারণ ইংরেজি ব্যাকরণ অনুযায়ী more busy ব্যবহার করা যায় না।
B. option-টি - adjective-এর positive form হওয়ায় সঠিক নয়।
D. option-টিতে - double superlative করা হয়েছে যা ভুল।
তাই সঠিক উত্তর C.

48. Rizvi requested Rini– telephone to attend the meeting.
✅ over
B. through
C. with
D. by

🎓 Answer Analysis:
ফোনে কারো সাথে কথা বলার সময় request-এর পর over ব্যবহার করা হয়।
তাই সঠিক উত্তর A.

49. The word "precedence" means–
A. example
✅ priority
C. elderly
D. case

🎓 Answer Analysis:
'Precedence' শব্দটির অর্থ হলো ‘অগ্রগণ্যতা’। প্রদত্ত option গুলোর মধ্যে শুধুমাত্র 'priority' শব্দটির মাধ্যমে Precedence' শব্দটির অর্থ প্রকাশ করা যায়।
তাই সঠিক উত্তর B.

50. "To get along with" means–
✅ to adjust
B. to accompany
C. to interest
D. to walk

🎓 Answer Analysis:
'To get along with' অর্থ কারো সাথে মানিয়ে চলা। আর to adjust' অর্থ-খাপ খাইয়ে চলা। অন্য option গুলোর সাথে অর্থগত কোনো মিল না থাকায়
সঠিক উত্তর A.
Share:

0 Comments:

Post a Comment