General knowledge (GK) in English question answer pdf download

GK in English. গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ইংরেজি বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান ইংরেজি বিষয়াবলি আপডেট। General knowledge in English update mcq
 General Knowledge (GK) 
 English Question Answer 

1. Choose the correct sentence.
A. Everybody have gone there.
B. Everybody are gone there.
✅ Everybody has gone there.
D. Everybody has went there.

Answer Analysis:
'Everybody' মূলত ‘singular’। তাই এর পরে singular verb ব্যবহার হয়। এজন্যে
C. -তে - singular verb (has) ও past participle (gone) উভয়ই ব্যবহার হয়েছে;
A. ও B. সঠিক নয় - কারণ উভয় ক্ষেত্রে plural verb (have, are) ব্যবহার হয়েছে। আবার has/ have-এর পরে past participle form ব্যবহার হবে;
D. ও সঠিক নয় - কারণ এখানে has এর পরে past form (went) ব্যবহার হয়েছে।
তাই সঠিক উত্তর C.

2. Choose the correct sentence.
A. The train is running in time.
✅ The train is running on time.
C. The train is running with time.
D. The train is running to time.

Answer Analysis:
B. 'on time' ব্যবহৃত হয় routine time, schedule time-এর ক্ষেত্রে; এখানে train schedule time অনুসারে চলে;
A. 'in time' ব্যবহৃত হয় নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্য সম্পন্ন হওয়া বোঝাতে।
C. 'with time'-এর অর্থ ‘সময়ের সাথে’ যা এখানে প্রযোজ্য নয়;
D. 'to time' অর্থ ‘সময়ে’ যা সঠিক নয়।
অতএব সঠিক উত্তর B.

3. Choose the correct preposition.
My brother has no interest - musiC. 
A. for
✅ in
C. with
D. at

Answer Analysis:
কোনো কিছুতে বোঝাতে 'in' ব্যবহৃত হয়। 'Interest in' এখানে music-এর প্রতি আকর্ষণ বোঝায়। সুতরাং
এখানে সঠিক উত্তর B.

4. Fill in the blank with right option.
I am looking forward - you.
✅ to seeing
B. seeing
C. to see
D. to have seen

Answer Analysis:
look forward-এর পরে to + ing বসে।
কাজেই সঠিক উত্তর A.

5. Choose the correct from (passive) of - 'Who will do the work?
A. Who will be done the work?
B. Who will done the work?
✅ By whom will the work be done?
D. Whom will the work be done?

Answer Analysis:
Who-যুক্ত interrogative sentence-এর active voice-কে passive voice-এ রূপান্তরের structure হলো- By whom + verb + sub + be verb + p p +.....। এখানে
C. -তে - এই structure-টি অনুসরণ করা হয়েছে;
A., B. ও D.-তে - এই structure-টি অনুসরণ করা হয়নি;
তাই এগুলোর কোনোটিই সঠিক নয়।
অতএব সঠিক উত্তর C.

6. Choose the correct sentence.
A. I have looked for a good doctor before I met you.
✅ I had looked for a good doctor before I met you.
C. I looked for a good doctor before I had met you.
D. I am looking for a good doctor before meeting you.

Answer Analysis:
Before যুক্ত past perfect tense-এ প্রথম অংশে independent clause (had + past participle) এবং দ্বিতীয় অংশে dependent clause (verb-এর past form) ব্যবহার করা হয়। এখানে
B.-তে - উপরি-উক্ত structure-টি অনুসরণ করা হয়েছে;
কিন্তু A., C. ও D.)-তে - অনুসরণ করা হয়নি।
সুতরাং সঠিক উত্তর B.

চাকুরির প্রস্তুতি
ব্যাংক জব কোর্স
 ▶️ ৬৭টি ভিডিও লেকচার     ❓ ৬৬০টি কুইজ 
 📝 ১০টি মডেল টেস্ট   * ৬৬টি ক্লাস ম্যাটারিয়ালস 
 উত্তর মনে রাখার সহজ কৌশল! 

7. Fill in the blank with correct preposition.
He is devoid - commonsense.
✅ of
B. from
C. introduction
D. at

Answer Analysis:
'Devoid of' phrase-টির অর্থ ‘বিহীন’ বা ‘বর্জিত’। Devoid of commonsense অর্থ সাধারণ বুদ্ধিহীন।
সুতরাং সঠিক উত্তর A.

8. Choose the correct preposition.
The police is looking - the case.
A. after
B. on
C. up
✅ into

Answer Analysis:
'Look into' phrase-টির অর্থ অনুসন্ধান করা। Looking into the case অর্থ মামলা নিয়ে অনুসন্ধান করা।
সুতরাং সঠিক উত্তর D.

9. Choose the correct spelling.
✅ ascertain
B. assertain
C. asertain
D. asartain

Answer Analysis:
A. ascertain অর্থ - নিরূপণ করা, স্থির করা;
B. assertain - বানান অশুদ্ধ;
C. asertain - বানান অশুদ্ধ;
D. asartain - বানান অশুদ্ধ;
অতএব সঠিক উত্তর A.

10. Select the correct sentence.
A. The man was tall who stole my bag.
B. The man stole my bag who was tall.
✅ The man who stole my bag was tall.
D. The man was tall who is stealing tall my bag.

Answer Analysis:
Sentence-এ relative pronoun সর্বদা antecedent (noun/pronoun) পরপরই ব্যবহার হয়। এখানে কেবলমাত্র C. তে relative pronoun (who), antecedent (The man)-এর পরে ব্যবহার হয়েছে।
কিন্তু A., B. ও D.-তে who এর প্রয়োগে সঠিকভাবে করা হয়নি।
তাই সঠিক উত্তর C.

11. Choose the correct preposition.
The tree has been blown - by the storm.
A. away
B. up
✅ off
D. out

Answer Analysis:
'Blow off' অর্থ ‘উপড়ে ফেলা’। অন্য অর্থগুলো এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর C.

12. Identify the correct passive form of 'He is going to open a shop.'
A. He is being gone to open a shop.
B. A shop is being gone opened by him.
C. A shop will be opened by him.
✅ A shop is going to be opened by him.

Answer Analysis:
'is going to' যুক্ত active voice-কে passive করার ক্ষেত্রে transitive verb হিসেবে ব্যবহৃত verb-টির past participle ব্যবহৃত হয়। এখানে
D.-তে সঠিকভাবে 'transitive verb' open-এর past participle ব্যবহৃত হয়েছে।
A.-তে transitive verb 'go'-এর past participle form (gone) ব্যবহার হয়েছে যা সঠিক নয়;
B.-তে একই সাথে double past participle (gone, opened) ব্যবহার করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়;
C. -তে future tense ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়। কারণ active voice-টি present tense-এ রয়েছে;
সুতরাং সঠিক উত্তর D.

13. Identify the correct synonym for the word 'Magnanimous.'
✅ generous
B. unkind
C. revengeful
D. friendly

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'magnanimous'-এর অর্থ দয়ালু বা মহানুভব। এখানে
A. generous অর্থ - উদার;
B. unkind অর্থ - দয়ামায়াহীন;
C. revengeful অর্থ - প্রতিশোধপরায়ণ;
D.friendly অর্থ - বন্ধুত্বপূর্ণ।
A.-এর অর্থের সাথে প্রশ্নের word-টির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর A.

14. Fill in the blank with the correct phrase :
- your shoes before entering the mosque.
A. put out
✅ put off
C. put away
D. put on

Answer Analysis:
B. put off অর্থ - খুলে ফেলা;
A. put out অর্থ - নেভানো;
C. put away অর্থ - কোনো জিনিস যথাস্থানে রাখা;
D. put on অর্থ - পরিধান করা।
বাক্যটিতে জুতা খোলার কথা বলা হয়েছে।
তাই সঠিক উত্তর B.

15. Choose the right word to fill the blank :
Two of the children have to sleep in one bed, but the other three have - ones.
A. different
✅ separate
C. complete
D. lonely

Answer Analysis:
প্রদত্ত sentence-টির ভাবার্থ অনুযায়ী মোট ৫টি শিশুর মধ্যে ২টি শিশু ঘুমানোর সময় এক বিছানায় রাখা হয়েছে এবং অন্য তিনটি শিশু আলাদা রাখা হয়েছে।
সুতরাং সঠিক উত্তর B.

16. The proper function of the press is surely to - the man in the street with facts.
A. equip
B. deliver
C. proffer
✅ provide

Answer Analysis:
★ Provide-এর structure হলো v + sb + with + obj।
সঠিক উত্তর D.

17. Choose the right word to fill the blank :
Since his retirement, Mr. Chowdhury, who was –– a teacher, has written four novels.
A. usually
B. presently
C. already
✅ formerly

Answer Analysis:
প্রাক্তন অর্থে formerly ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর D.

18. Choose the right word to fill the blank :
I should appreciate it if you could complete this work - Thursday.
A. till
B. untill
C. upto
✅ by

Answer Analysis:
কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে by ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর D.

19. Choose the right word to fill the blank :
It will be your task to make sure the - of traffic is maintained without interruption.
A. circulation
✅ flow
C. current
D. procession

Answer Analysis:
যান চলাচল বোঝাতে flow ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর B.

20. 'Paediatric' relates to the treatment of -.
A. Adults
✅ Children
C. Women
D. Old people

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'paediatric' শব্দটির অর্থ হলো ‘শিশু সংক্রান্ত’। অর্থাৎ এটি এমন একটি term যা শিশুদের চিকিৎসা ক্ষেত্রে প্রচলিত।
অতএব, সঠিক উত্তর B.

21. The word 'ecological' is related to -.
A. Demography
B. Pollution
C. Atmosphere
✅ Environment

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'ecological'-এর অর্থ হলো বাস্ত্তবিদ্যা সংক্রান্ত যা সরাসরি পরিবেশ (environment)-এর সাথে সংশ্লিষ্ট। তাই A.,B. ও C. সঠিক নয়।
সঠিক উত্তর D.

General Knowledge (GK) ইংরেজি বিষয়াবলী প্রশ্ন ও উত্তর-৩৫ | General Knowledge (GK) in English Update MCQ 35

22. The correct spelling is - .
A. Humorious
✅ Humorous
C. Humourius
D. Humurious

Answer Analysis:
এখানে শুধু B. Humorous শব্দটির বানানটিই শুদ্ধ যার অর্থ রসাত্মক বা রসিকতাপূর্ণ। বাকি তিনটি A., C. ও D. বানান অশুদ্ধ।
সুতরাং সঠিক উত্তর B.

23. A 'pilgrim' is a person who undertakes a journey to a - .
A. Mosque
B. A new country
✅ Holy place
D. Bazar

Answer Analysis:
এখানে, 'pilgrim' শব্দটির অর্থ তীর্থযাত্রী অর্থাৎ কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রাকারী। এখানে, Mosque- পবিত্র স্থান হলেও তীর্থযাত্রীরা আসে না, এবং A new country ও Bazar কোনো তীর্থযাত্রীর আগমনের স্থান নয়। সুতরাং সঠিক উত্তর C.

Bank Jobs Preparation - ব্যাংক জবস প্রস্তুতি

24. A person who writes about his own life writes - .
A. A biography
B. A diary
C. A chronicle
✅ An autobiography

Answer Analysis:
এখানে,
D. ‘An autobiography’ অর্থ - আত্মজীবনী অর্থাৎ যে ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে লেখে তাই autobiography.
A. ‘A biography’ অর্থ - বিভিন্ন ব্যক্তির জীবনালেখ্য।
B. ‘A diary’ অর্থ - দিনলিপি বা দিনপঞ্জিকা।
C. ‘A chronicle’ অর্থ - ঘটনাপঞ্জিকা।
সুতরাং সঠিক উত্তর D.

25. What is the meaning of 'White Elephant'?
A. An elephant of white colour
B. A hoarder
C. A black marketer
✅ A very costly or troublesome possession

Answer Analysis:
এখানে ‘White Elephant’ মানে অপ্রয়োজনীয় অথচ অতিরিক্ত দামি সম্পদ (a very costly or troublesome possession)। সুতরাং সঠিক উত্তর D.

26. If we want concrete proof, we are looking for -.
A. Building material
B. Something to cover a path
✅ Clear evidence
D. A cement Mixer

Answer Analysis:
'concrete' অর্থ মিশ্রপিন্ড, জমাটবদ্ধ কিন্তু`concrete proof`বলতে বোঝায় সুসঙষ্ট প্রমাণ।
C. Clear evidence বলতে - সুসঙষ্ট সাক্ষ্যপ্রমাণকে বোঝায়।
A. Building material অর্থ - নির্মাণ সামগ্রী।
B. Something to cover a path বলতে - রাস্তা ঢাকার জন্যে প্রয়োজনীয় সামগ্রীকে বোঝায়।
D. A cement Mixer অর্থ - সিমেন্টের মিশ্রণ।
অর্থানুযায়ী সঠিক উত্তর C.

27. The lights have been blown - by the strong wind. 
✅ out
B. away
C. up
D. off

Answer Analysis:
A. blow out অর্থ - বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া;
B. blow up অর্থ - বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে কোনো কিছু উড়িয়ে দেয়া;
C. blow away অর্থ - উড়িয়ে নেয়া;
D. blow off অর্থ - কোনো কিছু থেকে কিছু নির্গত হওয়া।
সুতরাং সঠিক উত্তর A.

28. Maiden speech means -.
A. Late speech
B. Early speech
C. Final speech
✅ First speech

Answer Analysis:
'Maiden speech' মানে প্রথম বক্তৃতা। সাধারণত সংসদে সদস্যদের প্রথম বক্তৃতাকে ‘Maiden speech’ বলা হয়। সুতরাং সঠিক উত্তর D.

29. 'Out and out' means -.
A. Not at all
B. Brave
✅ Thoroughly
D. Whole heartedly

Answer Analysis:
এখানে 'Out and out' মানে সম্পূর্ণরূপে, পুরোদস্ত্তর, শুরু থেকে শেষ পর্যন্ত, তন্নতন্ন করে। এখানে
C. Thoroughly অর্থ - শুরু থেকে শেষ পর্যন্ত;
A. Not at all অর্থ - আদৌ নয়;
B.Brave অর্থ - সাহসী;
D. Whole-heartedly অর্থ - সর্বান্তকরণে।
সুতরাং সঠিক উত্তর C.

30. He divided the money - the two children.
A. Over
✅ In between
C. Among
D. Between

Answer Analysis:
Between শব্দটি সাধারণত দুয়ের মধ্যে এবং Among শব্দটি অনেকের মধ্যে ভাগাভাগি বোঝাতে ব্যবহৃত হয়। In between ব্যবহৃত হয় দুয়ের মধ্যে অবস্থিত বোঝাতে। Over এখানে সামঞ্জস্যপূর্ণ নয়। অতএব এখানে অর্থানুযায়ী সঠিক উত্তর B.

General knowledge (GK) in English literature question answer pdf download.

31. No one can - that he is clever.
✅ Deny
B. Defy
C. Denounce
D. Discard

Answer Analysis:
'Deny' অর্থ ‘অস্বীকার করা’। অন্য শব্দগুলো এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর A.

32. He gave up - football when he got married.
A. Of playing
B. To play
✅ Playing
D. Play

Answer Analysis:
‘gave up’ একটি phrasal verb; এরপর শুধু verb + ing হয়।
কাজেই সঠিক উত্তর C.

33. He has been ill - Friday last.
A. From
B. On
C. In
✅ Since

Answer Analysis:
Here,
D. Since - সেই সময় হতে, সেই হতে।
A. From - থেকে, হতে।
B. On - উপরিভাগে, কাছে।
C. In - মধ্যে, ভিতরে।
বাক্যের অর্থানুযায়ী সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ৩৪তম পর্ব 

1. He had written the book before he–
✅ retired
B. had retired
C. has retired
D. will be retired

Answer Analysis:
প্রদত্ত sentence-টি past perfect tense-এর একটি উদাহরণ। নিয়মানুযায়ী এক্ষেত্রে যে কাজটি পূর্বে সংগঠিত হয়, সেটিকে past perfect এবং পরে সংগঠিত হওয়া কাজটিকে past indefinite tense-এ করতে হয়। এখানে অবসর নেওয়ার পূর্বেই বই লেখার কাজ সম্পন্ন হচ্ছে বিধায় এ অংশটিকে past perfect tense-এ করতে হবে এবং অপর অংশ (অবসর নেওয়া) পরে সংগঠিত হওয়া past indefinite tense-এ করতে হবে। সেক্ষেত্রে A. option-টিই ব্যাকরণগত দিক হতে সঠিক। তাই সঠিক উত্তর A.

2. The prices of rice are –
A. raising
B. risen
✅ rising
D. raised

Answer Analysis:
are-এর পরে (active sense-এর ক্ষেত্রে) main verb-এর সাথে ing যুক্ত হয়।
তাই সঠিক উত্তর C.

3. A rocket flying to the moon does not need wings because–
A. it has no engine
B. space has too much dust
C. it has no fuel
✅ space is airless

Answer Analysis:
আমরা জানি যে মহাশূন্যতে কোনো বায়ু নেই অর্থাৎ space is airless. আর তাই মহাশূন্যে কোনো কিছু উড়ার জন্যে পাখার (wings) দরকার হয় না।
অতএব এখানে সঠিক উত্তর D.

4. Rubber is notable for its–
A. lightness
B. heaviness
✅ elasticity
D. viscosity

Answer Analysis:
এখানে Rubber–এর ক্ষেত্রে একমাত্র যথোপযুক্ত শব্দ হচ্ছে elasticity অন্যগুলো উপযুক্ত নয়।
অতএব এখানে সঠিক উত্তর C.

5. Julius Caesar was the ruler of Rome about–
A. 1000 years ago
B. 1500 years ago
✅ 2000 years ago
D. 3000 years ago

Answer Analysis:
★ Julius Caesar রোমের শাসক ছিলেন - 2000 বছর পূর্বে।
★ Caesar হলেন - বিশ্বের প্রথম Caesarion baby.
★ Caesar আততায়ীর হাতে নিহত হন - ১৫ই মার্চ খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে।
★ Roman calendar-এ ১৫ই মার্চ পরিচিত - "The Ides of March" হিসেবে।
★ Kaiser এবং Czar নামদ্বয় এসেছে - Caesar-এর নাম থেকে।
★ Caesar এর প্রণয় ছিল - মিশরের রাণি Cleopatra-র সাথে।
সঠিক উত্তর C.

6. The South Pole is located in the–
A. Arctic
✅ Antarctic
C. Antipodes
D. Occident

Answer Analysis:
★ The South Pole অবস্থিত - Antarctic মহাদেশে।
★ The South Pole আরও পরিচিত - The Geographic South Pole বা Terrestrial South Poleহিসেবে।
★ The Geographic South Pole এর সাথে - the South Magnetic Pole-এর কোনো মিল নেই।
অতএব সঠিক উত্তর B.

7. The verb of the word "short" is –
A. enshort
✅ shorten
C. shorted
D. shorting

Answer Analysis:
এখানে
★ shorten – verb;
★ short – adjective;
★ shorter – adjective (comparative form);
★ shortness – noun;
সুতরাং সঠিক উত্তর B.

8. Tiger : Zoology : : Mars :
A. Astrology
B. Cryptology
✅ Astronomy
D. Telescopy

Answer Analysis:
Tiger যেমন zoology-এর অন্তর্ভুক্ত তেমনি mars astronomy-এর অন্তর্ভুক্ত। সে অনুসারে A., B. ও D. সঠিক নয়।
সঠিক উত্তর C.

9. Break : Repain : : Wound :
A. Heal
B. Hurt
C. Fix
✅ Plaster

Answer Analysis:
Break-এর সাথে repain-এর যেমন সম্পর্ক wound (আহত হওয়া)-এর সাথে hurt (আঘাত পাওয়া)-এর তেমন সম্পর্ক।
কাজেই সঠিক উত্তর D.

10. Frightened : Scream : : Angry :
A. Cry
B. Shiver
✅ Shout
D. Sneer

Answer Analysis:
Frightened ও scream দ্বারা যেমন একই রকম অর্থ ভয় বা ভীতি প্রকাশ পায় তেমনি angry ও shout দ্বারা রাগ বা চিৎকার প্রকাশ পায়। যেখানে
C. Shout অর্থ - চিৎকার;
A. Cry অর্থ - কান্না;
B. Shiver অর্থ - কাঁপা;
D. Sneer অর্থ - মুখ বেঁকিয়ে হাসা;
অতএব সঠিক উত্তর C.

11. He – consciousness as a result of his head hitting the car's dashboard.
A. failed
B. broke
✅ lost
D. passed

Answer Analysis:
C. lost অর্থ - হারানো;
A. failed অর্থ - ব্যর্থ;
B. broke অর্থ - ভাঙা;
D. passed অর্থ - অতিক্রম করা;
এগুলোর কোনোটিই প্রদত্ত sentence-এর ক্ষেত্রে সঠিক নয়। প্রদত্ত sentence-এ lost consciousness বলতে মনোযোগ হারানোকে বোঝাচ্ছে।
সুতরাং সঠিক উত্তর C.

12. Only after I –– home, did I remember my doctor's appointment.
A. going
B. go
✅ went
D. gone

Answer Analysis:
বাক্যটি দ্বারা past tense বোঝাচ্ছে।
C. সঠিক - কারণ went হলো go-এর past form;
A. সঠিক নয় - grammatically;
B. সঠিক নয় - কারণ এখানে 'go' present form;
D. সঠিক নয় - কারণ past tense-এ gone হয় না।
অতএব সঠিক উত্তর C.

13. When they had their first child, they put – a large sum for his education.
✅ aside
B. beside
C. outside
D. under

Answer Analysis:
A. put aside অর্থ হলো - সরিয়ে রাখা;
B. put beside অর্থ হলো - পাশে রাখা;
C. put outside অর্থ হলো - বাইরে রাখা;
D. put under অর্থ হলো - নিচে রাখা।
উক্ত sentence অনুসারে সঠিক উত্তর A. কারণ এখানে put aside বলতে শিশুর শিক্ষার জন্যে টাকা সরিয়ে রাখা বোঝাচ্ছে।

14. Dhaka is becoming one of the– cities in Asia.
A. more busy
B. busy
✅ busiest
D. most busiest

Answer Analysis:
প্রদত্ত sentence-টি superlative degree-এর একটি উদাহরণ। এ জাতীয় sentence-এর ক্ষেত্রে the + adjective-এর superlative form + noun-এই structure-টি অনুসরণ করা হয়। উপরের option গুলোর মধ্যে
C. option-টি সঠিক - কারণ এতে ঠিক নিয়ম মানা হয়েছে।
A. option সঠিক নয় - কারণ ইংরেজি ব্যাকরণ অনুযায়ী more busy ব্যবহার করা যায় না।
B. option-টি - adjective-এর positive form হওয়ায় সঠিক নয়।
D. option-টিতে - double superlative করা হয়েছে যা ভুল।
তাই সঠিক উত্তর C.

15. Rizvi requested Rini– telephone to attend the meeting.
✅ over
B. through
C. with
D. by

Answer Analysis:
ফোনে কারো সাথে কথা বলার সময় request-এর পর over ব্যবহার করা হয়।
তাই সঠিক উত্তর A.

16. The word "precedence" means–
A. example
✅ priority
C. elderly
D. case

Answer Analysis:
'Precedence' শব্দটির অর্থ হলো ‘অগ্রগণ্যতা’। প্রদত্ত option গুলোর মধ্যে শুধুমাত্র 'priority' শব্দটির মাধ্যমে Precedence' শব্দটির অর্থ প্রকাশ করা যায়।
তাই সঠিক উত্তর B.

17. "To get along with" means–
✅ to adjust
B. to accompany
C. to interest
D. to walk

Answer Analysis:
'To get along with' অর্থ কারো সাথে মানিয়ে চলা। আর to adjust' অর্থ-খাপ খাইয়ে চলা। অন্য option গুলোর সাথে অর্থগত কোনো মিল না থাকায়
সঠিক উত্তর A.

18. "If winter comes, can spring be far behind?" These lines were written by–
A. Keats
B. Frost
C. Eliot
✅ Shelley

Answer Analysis:
Percy Bysshe Shelley
(4 August 1792 – 8 July 1822; aged 29)
★ "If winter comes, can spring be far behind?" লাইনগুলো রচনা করেন - Shelley.
★ তাঁর উল্লেখযোগ্য Anthology verse গুলো হলো - Ozymandias, Ode to the West Wind, To a Skylark এবং The Masque of Anarchy.
John Keats
(31 October 1795 – 23 February 1821)
★ ‘Ode to Autumn’ লিখেছেন - ইংরেজ রোমান্টিক কবি John Keats.
★ John Keats সুপরিচিত - ‘The poet of beauty’ হিসেবে।
★ ‘Ode to Autumn’ হলো তাঁর - কবিতা সংগ্রহ "1819 odes"-এর সর্বশেষ কবিতা।
★ Lord Byron এবং Percy Bysshe Shelley-র সঙ্গে - Keatsও ছিলেন একজন রোমান্টিক ২য় যুগের প্রধান প্রবক্তা।
★ তাঁর সর্বশ্রেষ্ঠ কবিতাগুলো হলো - Great Odes "Hyperion", "Endymion", A Draught of Sunshine, A Party of Lovers, Sharing Eve’s Apple, Odde to Fanny.
Robert Frost
(26 March 1874 – 29 January 1963)
★ Robert Frost ছিলেন - একজন আমেরিকান কবি।
★ Frost কবিতার জন্যে- ৪টি Pulitzer পুরস্কার পেয়েছিলেন।
T.S Eliot
(26 September 1888 – 4 January 1965)
★ T. S Eliot জন্মেছিলেন - St. Louis, Missouri, U.S.A-তে।
★ তিনি ছিলেন একজন - ইংরেজ কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক; ২০ শতকের ইংরেজি ভাষার কবিদের মধ্যে অন্যতম।
★ যে কবিতার মাধ্যমে তিনি সুপরিচিত হয়েছিলেন সেটি হলো - ১৯১০ সালের 'The love song of J. Alfred Prufrock' যা ১৯১৫ সালে Chicago-তে প্রকাশিত হয়েছিল।
★ তাঁর বিখ্যাত কবিতাগুলো হলো - Gerontion (1920), The Waste Land (1922), The Hollow Men (1925), Ash Wednesday (1930), and Four Quartets (1945).
★ তিনি আরও পরিচিত ছিলেন - ৭টি নাটকের জন্যে যার মধ্যে ‘Murder in the Cathedral’ (1935) অন্যতম।
★ তিনি ১৯৪৮ সালে - সাহিত্যে Nobel prize পেয়েছিলেন।
অতএব সঠিক উত্তর D.

19. "Light" is to "dark" as "cold" is to –
✅ hot
B. heat
C. cool
D. winter

Answer Analysis:
Light-এর বিপরীত শব্দ dark আর cold-এর বিপরীত শব্দ hot।
তাই সঠিক উত্তর A.

20. Many prefer donating money– distributing clothes.
A. than
B. but
✅ to
D. without

Answer Analysis:
‘donate to’ অনুদান দেওয়া।
কাজেই সঠিক উত্তর C.

21. Julia has been ill – three months.
A. since
B. about
C. in
✅ for

Answer Analysis:
প্রদত্ত sentence-টি present perfect continuous tense-এর একটি উদাহরণ। Present perfect continuous tense অনির্দিষ্টভাবে ব্যাপক সময় (period of time)-এর উল্লেখ থাকলে for ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর D.

22. We were waiting for the bus. The underlined part is –
A. a noun phrase
B. an infinitive phrase
✅ a prepositional phrase
D. a verb phrase

Answer Analysis:
Preposition + noun/noun phrase দ্বারা prepositional phrase গঠিত হয়।
তাই সঠিক উত্তর C.

23. The word “disinterested” means–
A. lack of interest
B. indifferent
C. callous
✅ neutral

Answer Analysis:
Disinterested শব্দটির অর্থ নিরপেক্ষ, যা অর্থগত দিক হতে D. option-টির সাথে সামঞ্জস্যপূর্ণ।
তাই সঠিক উত্তর D.

24. Who did write first English dictonary?
A. Boswell
B. Ben Jonson
✅ Samuel Johnson
D. Milton

Answer Analysis:
Robert Cawdrey সর্বপ্রথম English Dictionary রচনা করেন ১৬০৪ সালে এবং ১৬৫৬ সালে Thomas Blount আরেকটি Dictionary প্রকাশ করেন। কিন্তু ১৭৫৫ সালে Samuel Johnson সর্বপ্রথম সহজবোধ্য English Dictionary সংকলন করেন।
এখানে সঠিক উত্তর হবে C.

25. New programs will be – next week in Bangladesh Television.
✅ telecast
B. published
C. telecasted
D. broadcasted

Answer Analysis:
'New programms' প্রদত্ত sentence-টিতে subject-এর স্থানে থাকলেও প্রকৃতপক্ষে সেটি object-এর sense প্রকাশ করছে। তাই প্রদত্ত sentence-টিকে passive করতে হবে। Passive-এর ক্ষেত্রে তাই will be-এর পর main verb-এর past participle form ব্যবহার করতে হবে। উপরের option-গুলোর মধ্যে সঠিক past participle form হলো 'telecast'।
তাই সঠিক উত্তর A.

26. The word ‘‘electorate’’ means–
A. election office
✅ a body of voters
C. many elections
D. candidates

Answer Analysis:
'Electorate' শব্দটির বাংলা অর্থ নির্বাচকমন্ডলী। ওপরের option-গুলোর মধ্যে একমাত্র B. option-টিই যথার্থ অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর B.

27. ‘‘Animal Farm’’ was written by –
✅ George Orwell
B. Stevenson
C. Swift
D. Mark Twain

Answer Analysis:
George Orwell
(25 June 1903 – 21 January 1950)
★ ‘‘Animal Farm’’ রচনা করেছেন - George Orwell.
★ Eric Arthur Blair-এর ছদ্মনাম ছিল - George Orwell, যিনি ছিলেন একজন ইংরেজ লেখক ও সাংবাদিক।
★ তিনি ছিলেন সম্ভবত - the twentieth century's best chronicler of English culture.
R. L Stevension
(13 November 1850 – 3 December 1894)
★ Stevenson ছিলেন একজন - স্কটিশ ঔপন্যাসিক, কবি, লেখক এবং ভ্রমণ বিশারদ।
★ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো - Treasure Island, Kidnapped, এবং Strabge Case of Dr Jekyll and Mr Hyde.
Jonathon Swift
(30 November 1667 – 19 October 1745)
★ Swift ছিলেন একজন - Anglo-Irish satirist, essayist, political pamphleteer.
★ তিনি পরিচিত ছিলেন - a master of two styles of satire: the Horatian and Juvenalian styles হিসেবে।
★ তাঁর উলে­খযোগ্য রচনাগুলো হলো - Gulliver's Travels, A Modest Proposal, A Journal to Stella, Drapier's Letters, The Battle of the Books, An Argument Against Against Abolishing Christianity এবং A Tale of a Tub.
অতএব সঠিক উত্তর A.

28. There is no alternative – training.
✅ to
B. for
C. than
D. of

Answer Analysis:
Alternative-এর পরে preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর A.

29. Which sentence is correct?
A. This is an unique case
✅ This is a unique case
C. This is a very unique case
D. This is the most unique case

Answer Analysis:
B. option-টি সঠিক - কারণ 'unique' শব্দটির পূর্বে article 'a' ব্যবহৃত হয়েছে।
A. option-টি সঠিক নয় - কারণ 'unique' শব্দটির পূর্বে article 'an' ব্যবহৃত হয় না।
C. option-টি সঠিক নয় - কারণ 'unique' শব্দটিকে very ব্যবহার করে modify করা যায় না।
D. option-টি সঠিক নয় - কারণ unique শব্দটির পূর্বে most ব্যবহার করে superlative করা যায় না।
তাই সঠিক উত্তর B.

30. I cannot – to pay such high prices.
A. able
B. but
C. try
✅ afford

Answer Analysis:
Cannot-এর পরে যেহেতু main verb ব্যবহার করতে হয় তাই A. ও B. option-দুইটি সঠিক নয়। অর্থগত দিক থেকে সামঞ্জস্যতা না থাকায় C. option-টিও সঠিক নয়। অপরদিকে 'afford to' অর্থ সমর্থ হওয়া যা প্রদত্ত sentence-টির সাথে অর্থগত দিক হতে সামঞ্জস্যপূর্ণ।
তাই সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ৩৩তম পর্ব 

In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:-
1. IMPROVEMENT
A. Promotion
B. Advancement
✅ Betterment
D. Preference

Answer Analysis:
এখানে Improvement অর্থ - উৎকর্ষ বা উন্নতি সাধন।
C. Betterment অর্থ - উৎকর্ষ বা উন্নতি সাধন;
A. Promotion অর্থ - পদোন্নতি;
B. Advancement অর্থ - উন্নতি;
D. Preference অর্থ - অগ্রাধিকার।
অতএব সঠিক উত্তর C.

2. AMICABLE
A. Interesting
B. Loving
C. Affectionate
✅ Friendly

Answer Analysis:
এখানে Amicable অর্থ - বন্ধুত্বপূর্ণ।
D. Friendly অর্থ - বন্ধুত্বপূর্ণ;
A. Interesting অর্থ - আকর্ষনীয় বা আনন্দদায়ক;
B. Loving অর্থ - স্নেহশীল;
C. Affectionate অর্থ - স্নেহশীল।
অতএব সঠিক উত্তর D.

In each of the following questions, choose the word opposite in meaning to the given word:-
3. LIABILITY
A. Treasure
B. Debt
✅ Assets
D. Property

Answer Analysis:
এখানে Liability অর্থ দায়।
C. Assets অর্থ - সম্পদ, ধন।
A. Treasure অর্থ - অতি মূল্যবান সম্পদ।
B. Debt অর্থ - দেনা, ঋণ।
D. Property অর্থ - সম্পত্তি।
অতএব সঠিক উত্তর C.

4. HATE
✅ Admire
B. Abhor
C. Concern
D. Loathe

Answer Analysis:
এখানে Hate অর্থ - ঘৃণা করা।
A. Admire অর্থ - প্রশংসা করা।
B. Abhor অর্থ - ঘৃণা করা।
C. Concern অর্থ - উদ্বেগ।
D. Loathe অর্থ - অপছন্দ করা।
অতএব সঠিক উত্তর A.
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:-

5. A song embodying religious and sacred emotions -
A. Lyric
B. Ode
✅ Hymn
D. Ballad

Answer Analysis:
C. Hymn
★ Hymn হলো - ধর্মসংক্রান্ত ও পবিত্র অনুভূতির নাম। এক কথায় বলা যেতে পারে ঈশ্বর-বন্দনা।
A. Lyric
★ Lyric হলো - ছোট গান নির্ভর গীতিকবিতা।
★ এ ধরনের কবিতার মধ্যে - Passionate (আগ্রহ) এবং Confessional node (দোষ স্বীকার করার রীতি) থাকে।
B. Ode
★ Ode - মূলত Lyric Poem.
★ Ode - এর একটি serious subject থাকে।
★ Ode - এর মাধ্যমে মানুষের প্রশংসা গান এবং কবিতার কৌশল এবং প্রাকৃতিক দৃশ্যের বন্দনা তুলে ধরা হয়।
★ Ode কে- গাঁথাকবিতা বলা হয়।
B. Ballad
★ Ballad - মূলত narrative বা বর্ণনামূলক ছোট কবিতা।
★ Ballad-এ - সহজ এবং নাটকীয় কাজের (simple and dramatic action) প্রকাশ পায়।
★ Incremental repetition and the ballad stanza- এ ধরনের কবিতার অন্য একটি বৈশিষ্ট্য।
★ Incremental repetition বলতে বোঝায় - এক বা একাধিক ছোট লাইনের পুনরাবৃত্তি।
★ The Ballad Stanza হলো- চার লাইন যার প্রথম ও তৃতীয় লাইন চার ফিট এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন তিন ফিট ধারন করে।
★ Romantic কবিদের - এ ধরনের কবিতার গঠনের প্রতি প্রবল ঝোঁক ছিল।
অতএব সঠিক উত্তর C.

6. Time after twilight and before night -
A. Evening
B. Dawn
✅ Dusk
D. Eclipse

Answer Analysis:
এখানে বলা হয়েছে গোধূলির পরবর্তী এবং রাত্রির পূর্ববর্তী সময়কে (সন্ধ্যার প্রাক্কাল) কী বলা হয়, যেখানে
Twilight (গোধূলি) অর্থ - sunset, nightfall.
C. Dusk অর্থ - early evening (সন্ধ্যার প্রাক্কাল), evening.
A. Evening অর্থ - sundown, late afternoon (সন্ধ্যাকাল)
B. Dawn অর্থ - sunup. daylight, first light (ভোর)
D. Eclipse অর্থ - cover, hide from view (সূর্য বা চন্দ্রগ্রহণ)।
অতএব সঠিক উত্তর C.
Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative from among the four choices given:-

7. Parliamentary democracy demands discipline and - to the rules.
✅ adherence
B. respectful
C. knowledge
D. awareness

Answer Analysis:
এখানে,
A. adherence অর্থ - obedience, loyalty (আনুগত্য)।
B. respectful অর্থ - polite, courteous (শ্রদ্ধাশীল)।
C. knowledge অর্থ - awareness, acquaintance (জ্ঞান, সচেতনতা)।
D. awareness অর্থ - alertness, conciousness (সচেতনতা)।
এখানে adherence-এর সাথে to সঙ্গতিপূর্ণ।
তাই সঠিক উত্তর A.

8. Reason is the highest faculty - on human by their creator.
A. entrusted
B. endowed
✅ bestowed
D. conferred

Answer Analysis:
এখানে,
C. bestow অর্থ - bequeath, donate(অর্থ দান করা)।
A. entrust অর্থ - obedience, trust, loyalty (বিশ্বাস স্থাপন করা)।
B. endow অর্থ - award, give, bequeath (পুরস্কার প্রদান করা)।
D. confer অর্থ - awad, present, grant (পুরস্কার প্রদান করা)।
এখানে bestowed-এর সাথে on সঙ্গতিপূর্ণ।
তাই সঠিক উত্তর C.

9. Rishan walks as if he - lame.
A. is
B. hed been
C. has
✅ were

Answer Analysis:
as if - এর পরে যুক্ত বাক্যে be verb সবসময় were হয়।
তাই সঠিক উত্তর D.

One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-
10. A. Neither you nor I am in a sound position.
✅ Laziness is detrimental for success
C. He begged the favour of my granting him leave
D. Your action is not in conformity with the law

Answer Analysis:
Detrimental অর্থ ক্ষতিকর। Detrimental-এর পর preposition ‘to’ বসে। প্রদত্ত B. বাক্যে to এর জায়গায় for ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটি ভুল।
অতএব সঠিক উত্তর B.

11. A. He has no desire for fame
✅ I intend going to Rajshahi
C. He is too miserly to part with his money
D. He has invited me for dinner

Answer Analysis:
প্রদত্ত B. বাক্যে intend- এর পর verv+ing হয়েছে। কিন্তু intend- এর পর to বসে এবং তারপর verb- এর base form বসে। এখানে তাই বাক্যটি ভুল।
অতএব সঠিক উত্তর B.

Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning:-
12. To keep one's head-
A. to save oneself
B. to be self respectful
✅ to keep calm
D. None of these

Answer Analysis:
keep one's head- idiom টির অর্থ মাথা ঠান্ডা রাখা। প্রদত্ত C. -তে keep calm- এর অর্থ হচ্ছে মাথা ঠান্ডা রাখা।
অর্থাৎ সঠিক উত্তর C.

13. To put the cart before the horse-
A. to offere a person what he cannot eat.
B. to force a person to do something
C. to raise obstacle
✅ to reverse the natural order of things

Answer Analysis:
To put the cart before the horse এবং D.-তে প্রদত্ত to reverse the natural order of things-এর অর্থ একই অর্থাৎ কোনো জিনিসের স্বাভাবিক ধারাকে পাল্টে দেওয়া।
অতএব সঠিক উত্তর D.

14. To read between the lines-
A. to concentrate
B. to suspect
C. to read carefully
✅ to grasp the hidden meaning

Answer Analysis:
'To read between the lines' অর্থ অত্যন্ত গুরুত্বের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ করে অন্তর্নিহিত অর্থ উদঘাটন করা (to grasp the hidden meaning)।
অতএব সঠিক উত্তর D.

In each of the following questions a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice:-
15. I know him
A. He is known by me
B. He was known to me
C. He has been known by me
✅ He is known to me

Answer Analysis:
প্রদত্ত বাক্যটি present indefinite tense-এর active voice. বাক্যটিকে passive voice- এ রূপান্তরিত করার নিয়ম হলো - sub+am/is/are+verb- এর past participle+by/to+obj.
এ নিয়মানুসারে সঠিক উত্তর D. কারণ known –এর পর to ব্যবহৃত হয়।

16. A lion may be helped even by a little mouse.
A. a little mouse may even help a lion
✅ Even a little mouse may help a lion
C. A little mouse can even help a lion
D. Even a little mouse ought to help a lion

Answer Analysis:
প্রদত্ত বাক্যটি passive voice-এ আছে। বাক্যটিকে active voice- এ রূপান্তরিত করার নিয়ম হলো - sub+may+verb present+obj. এ নিয়মানুসারে সঠিক উত্তর B. কারণ even শব্দটি যেহেতু মূল বাক্যে a little mouse–এর আগে ছিলো সেহেতু passive-এও আগেই বসবে।
Choose the correctly spelt word -

17. ✅ Liesure
B. Leisure
C. Leasure
D. Lesiure

Answer Analysis:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র A.-এর Liesure (অবসর) spelling-টি সঠিক, বাকিগুলো ভুল।
তাই সঠিক উত্তর A.

18. A. Superceed
B. Superseed
C. Supercede
✅ Supersede

Answer Analysis:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র D.-এর Supersede (জায়গা নেওয়া) spellingটি সঠিক, বাকিগুলো ভুল।
তাই সঠিক উত্তর D.

Of the four alternatives given under each sentence, find the one that best fits into the balnk speace:-

19. The horror movie scared them out of their -
✅ wits
B. seats
C. lives
D. funds

Answer Analysis:
out of one’s wites- একটি idiom যার অর্থ অত্যন্ত বিচলিত হওয়া।
অতএব অর্থানুসারে সঠিক উত্তর A.

20. The people who carry a coffin at a funeral are called -
A. undertakers
B. supporters
✅ pallbearers
D. mourners

Answer Analysis:
The people who carry a coffin at a funeral are called pallbearers।
তাই সঠিক উত্তর C.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ৩২তম পর্ব 

1. I have not heard from him -
A. long since
✅ for a longtime
C. since long
D. for long

Answer Analysis:
Long since এবং since long কোনোভাবেই সঠিক নয় যেহেতু sentence-এ কোনো সময় নির্দিষ্ট নেই। অনির্দিষ্ট সময় প্রকাশের জন্যে for long বা for a long time উভয়ই ব্যবহার করা যায়। তবে সাধারণত positive sentence এ for long time এবং negative sentence এ for long ব্যবহৃত হয়।
বিশেষ অর্থে কখনও কখনও negative sentence এও for long time ব্যবহার করা যায় তবে তখন sentence এর অর্থ for long ব্যবহৃত sentence এর অর্থের থেকে ভিন্ন হয়। যেমন : I haven't been here for a long time যার অর্থ ‘গতবার এখানে আসার পর থেকে অনেক সময় কেটে গেল’ কিন্তু I haven't been here long এর অর্থ আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি। প্রশ্নে প্রদত্ত sentence এর অর্থটা এমন হবে যে, অনেক দিন হয়ে গেল তোমার কোনো খবর পাইনি। তাই সঠিক উত্তরটি হবে B. তবে এক্ষেত্রে long এবং time এর মাঝে অবশ্যই space দিতে হবে। প্রশ্নে printing mistake হয়েছে।

2. He said that he -- be unable come.
A. will
B. shall
C. should
D. would

Answer Analysis:
সঠিক উত্তর দেওয়া নেই। That-এর পরের sentenceটি সাধারণ অর্থ প্রকাশ করলে that-এর পূর্বে past Indefinite tense থাকলে that-এর পর past perfect tense হবে। কিন্তু that-এর পরের sentenceটির দ্বারা habitual fact অথবা, Universal truth বোঝালে that এর পূর্বে past tense ছাড়া অন্য যেকোনো tense হলে that-এর পরে প্রশ্নে প্রদত্ত tense-ই ব্যবহার করা যাবে।

3. Neither Rini nor Simi -- qualified for the job.
A. are
✅ is
C. were
D. had

Answer Analysis:
Neither......nor...., Either.......or, not only.....but also যুক্ত বাক্যে verb-এর ঠিক পূর্বের Subject বা নিকটবর্তী subject অনুযায়ী verb পরিবর্তিত হয়। প্রদত্ত Sentence এ verb-এর পূর্বে Simi আছে যা third person singular number। তাই এর পরের verbটি is হবে।
তাই সঠিক উত্তর B.

4. He watched the boat -- down the river.
A. to float
✅ floating
C. was floating
D. had floated

Answer Analysis:
Simple sentence এ দুইটি verb থাকলে যে verb দ্বারা চলমান অবস্থা বোঝায় তার সাথে ing যোগ করতে হয়। এখানে watched এবং float দুইটি verb-এর মধ্যে float দ্বারাই চলমান অবস্থা বোঝাতে হবে, তা না হলে sentence হয় না। তাই এ verb এর সাথে ing যোগ করতে হবে। সহজে বলা যায় simple sentence এ দুইটি verb থাকলে দ্বিতীয় verb এর সাথে ing যোগ করতে হবে।
তাই সঠিক উত্তর B.

5. Honey is -- sweet.
✅ very
B. too much
C. much too
D. excessive

Answer Analysis:
প্রদত্ত sentence টি দ্বারা একটু ভিন্নধর্মী অর্থ বোঝানো হয়েছে। এখানে লক্ষনীয় যে, বাক্যটি correction করতে বলা হয়নি। আমরা স্বাভাবিকভাবে জানি যে, মধু মিষ্টি। কিন্তু প্রদত্ত বাক্যের মধুর মিষ্টতা আরো বিশেষভাবে বিশেষায়িত করা হয়েছে। ‘মধু বেশি মিষ্টি’ এমন অর্থ প্রকাশ করতে adjective 'sweet' এর আগে একটি adverb ব্যবহার করতে হবে। এখানে ‘very’ adverb টি sweet -কে modify করেছে।
সুতরাং সঠিক উত্তর A.

6. Your conduct admits -- no excuse.
A. to
B. for
✅ of
D. at

Answer Analysis:
অনুমতি প্রদান বা ছাড় দেওয়া অর্থে Admit-এর সাথে 'of' preposition ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর C.

7. He had a -- headache.
A. strong
B. acute
C. serious
✅ bad

Answer Analysis:
তীব্র মাথা ব্যাথা বোঝাতে bad অথবা acute headache বলতে হবে। কিন্তু gap-এর পূর্বে যেহেতু a আছে তাই এর পরের শব্দের word অবশ্যই consonant দিয়ে শুরু হতে হবে।
তাই সঠিক উত্তর D.

8. I shall not -- the examination this year.
A. give
✅ appear at
C. sit
D. go for

Answer Analysis:
পরীক্ষা দেওয়া অর্থে Appear-এর সাথে preposition 'at' ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর হবে B.

9. They travelled to Savar -
✅ on foot
B. by walking
C. on their feet
D. by foot

Answer Analysis:
পায়ে হেঁটে যাওয়া অর্থে foot-এর পূর্বে 'on' preposition ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর A.

10. He said that he -- the previous day.
A. has come
B. had come
✅ came
D. arrived

Answer Analysis:
এখানে C. -ই সঠিক বাকিগুলো grammatically সঠিক নয়।

11. 'Sky' is to 'bird' as 'water' is to -
A. feather
✅ fish
C. boat
D. lotus

Answer Analysis:
প্রদত্ত Sentence এ ‘থাকার স্থান’ সম্পর্কে Analogy দেখানো হয়েছে। আকাশে পাখি বিচরণ করে। ঠিক তেমনি মাছ পানিতে বিচরণ করে বা থাকে।
তাই সঠিক উত্তর B.

12. 'Good' is to 'bad' as 'white' is to -
A. dark
✅ black
C. grey
D. ebony

Answer Analysis:
প্রদত্ত Sentence এ বিপরীতার্থক Analogy ব্যবহৃত হয়েছে। Good এর বিপরীত Bad এবং একই ভাবে White এর বিপরীত Black.
তাই সঠিক উত্তর হবে B.

13. 'Botany' is to 'plants' as 'Zoology' is to -
A. flowers
B. trees
C. dear
✅ animals

Answer Analysis:
এখানে কাজের স্থান সম্পর্কে Analogy টানা হয়েছে। Botany তে যেমন plants নিয়ে আলোচনা বা কাজ করা হয় তেমনি Zoology তে প্রাণী বা Animals নিয়ে আলোচনা বা কাজ করা হয়।
তাই সঠিক উত্তর D.

14. The bad news struck him like a bolt from the-
A. sky
B. heavens
C. firmament
✅ blue

Answer Analysis:
Bolt from the blue একটি Idioms যার অর্থ ‘বিনা মেঘে বজ্রপাত’। শূণ্যস্থানে blue বসবে।
তাই সঠিক উত্তর D.

15. When one is 'pragmatic' he is being -
A. wasteful
B. productive
✅ practical
D. fussy

Answer Analysis:
'pragmatic' শব্দের অর্থ ‘প্রয়োগবাদি’ বা ‘ব্যবহারিক ফল’। যার সঠিক সমার্থক শব্দ practical।
সুতরাং সঠিক উত্তর C.

16. "Into the -- of death rode the six hundred."
A. city
B. tunnel
C. road
✅ valley

Answer Analysis:
Into the valley to death rode the six hundred. এটি একটি কবিতার লাইন।
সঠিক উত্তর হবে D.

17. "To be or not to be, that is the --".
A. meaning
✅ question
C. answer
D. issue

Answer Analysis:
'To be or not to be, that is the question' এটি Shakespeare-এর Hamlet নাটকের বিখ্যাত একটি উক্তি।
সঠিক উত্তর হবে B.

18. "I have a -- that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
A. desire
B. hope
✅ dream
D. wish

Answer Analysis:
এ উক্তিটি মার্টিন লুথার কিং এর যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ছিলেন। তিনি উক্তিটি করেন ১৯৬৩ সালের ২৮-এ আগষ্ট ওয়াশিংটন ডিসি-তে।
অতএব সঠিক উত্তর C.

19. Who wrote the two famous novels, 'David Copperfield' and 'The Tale of two Cities'?
A. Thomas Hardy
B. Jane Austen
C. George Eliot
✅ Charles Dickens

Answer Analysis:
Charles Dickens
(7 February 1812 – 9 June 1870)
★ দুটি বিখ্যাত উপন্যাস 'David Copperfield' এবং 'The Tale of two Cities'-এর রচয়িতা - Charles Dickens.
★ Charles Dickens ছিলেন - Victorian যুগের সবচেয়ে জনপ্রিয় ইংরেজ ঔপন্যাসিক।
★ তাঁর উলে­খযোগ্য রচনাগুলো হলো - Sketches by Boz, The Old Curiosity Shop, Oliver Twist, Nicholas Nickleby, Barnaby Rudge, A Christmas Carol, Martin Chuzzlewit, A Tale of Two Cities, Great Expectations, Bleak House, Little Dorrit, Hard Times, Our Mutual Friend, The Pickwick Papers.
Thomas Hardy
(2 June 1840 – 11 January 1928)
★ Thomas Hardy ছিলেন একজন - ইংরেজ ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
★ Hardy ১৯১০ সালে - the Order of Merit পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
★ তাঁর প্রথম উপন্যাস হলো - ‘The Poor Man and the Lady’.
Jane Austen
(16 December 1775 – 18 July 1817)
★ Jane Austin ছিলেন - একজন ইংরেজ মহিলা ঔপন্যাসিক।
★ তাঁর বিখ্যাত উপন্যাস হলো - ‘Pride and Prejudice’.
George Eliot (মহিলা ঔপন্যাসিক)
(22 November 1819 – 22 December 1880)
★ George Eliot ছিলেন - ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক ও অনুবাদক এবং Victorian যুগের একজন প্রধান লেখক।
★ Mary Anne Evans-এর ছদ্মনাম ছিল - George Eliot.
★ তাঁর উল্লেখযোগ্য রচনা - ৭টি উপন্যাস। The Mill on the Floss Silas Marner, Middlemarch, এবং Daniel Deronda এদের মধ্যে অন্যতম।
অতএব সঠিক উত্তর D.

20. Who wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'?
A. Ben Johnson
B. Christopher Marlowe
C. John Dryden
✅ William Shakespeare

Answer Analysis:
William Shakespeare
(26 April 1564 – 23 April 1616)
★ 'The Tempest' and 'The Mid Summer Night's Dream' লিখেছিলেন - William Shakespeare.
★ তাকে প্রায়ই বলা হতো - ইংল্যান্ডের জাতীয় কবি এবং "Bard of Avon".
★ Shakespeare তাঁর অধিকাংশ পরিচিত কাজগুলো করেছিলেন - ১৫৮৯ থেকে ১৬১৩ সালের মধ্যে।
★ Shakespeare লিখেছেন- প্রায় ৩৮টি নাটক, ১৫৪টি সনেট, ২টি দীর্ঘ বর্ণনামূলক কবিতা এবং কিছু অন্যান্য কবিতা।
Ben Johnson
(11 June 1572 – 6 August 1637)
★ Ben Johnson ছিলেন - একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা।
★ তিনি সর্বাধিক পরিচিত ছিলেন তাঁর - Satirical plays, Particularly Volpone, The Alchemist, এবং Bartholomew Fair-এর জন্যে।
Christopher Marlowe
(26 February 1564–30 May 1593)
★ Christomer Marlow ছিলেন - Shakespeare-এর পরের বিখ্যাত Elizabethan ট্রেজেডি নাটক রচয়িতা।
★ Marlowe-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল - ১৯-এ মে ১৫৯৩ সালে।
★ Marlowe পরিচিত ছিলেন - একজন নাস্তিক (atheist) হিসেবে।
John Dryden
(9 August 1631 – 1 May 1700)
★ John Dryden ছিলেন - একজন প্রভাবান্বিত ইংরেজ কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক এবং নাট্যকার।
★ Walter Scott তাঁর নাম দিয়েছিলেন - "Glorious John."
অতএব সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ৩১তম পর্ব 

1. What would have happened if-?
A. The bridge is broken
B. The bridge would break
✅ The bridge had broken
D. The bridge had been broken

Answer Analysis:
Third conditional অনুযায়ী if যুক্ত dependent clause-টি past perfect হলে অপর clause-টিও perfect conditional হবে।
সুতরাং সঠিক উত্তর C.

2. Explain the meaning of ‘Bring to pass’.
A. Cause to destroy
✅ Cause to happen
C. Cause to carry out
D. Cause to convince

Answer Analysis:
এখানে 'bring to pass' অর্থ ঘটানো।
তাই সঠিক উত্তর B.

3. Which of the following sentences is the correct one?
A. Paper is made of wood
✅ Paper is made from wood
C. Paper is made by wood
D. Paper is made on wood

Answer Analysis:
B. 'made from' - ব্যবহার করা হয় যখন উৎপাদিত বস্তুটির মধ্যে কাঁচামালের অস্তিত্ব থাকে না (এখানে paper-এর মধ্যে wood-এর অস্তিত্ব নেই);
A. 'made of' - ব্যবহৃত হয় তখন যখন উৎপাদিত বস্তুটিতে কাঁচামালের অস্তিত্ব থাকে;
C. 'made by' - ব্যবহৃত হয় agent/doer-এর ক্ষেত্রে;
D. 'made on' - ব্যাকরণগতভাবে সঠিক নয়।
সুতরাং সঠিক উত্তর B.

4. The word bounty is closest in meaning to -
✅ generosity
B. familiar
C. dividing line
D. sympathy

Answer Analysis:
‘bounty’ অর্থ সম্মান, উপহার। এখানে
A. generosity অর্থ - উদারতা;
B. familiar অর্থ - পরিচিত;
C. dividing line অর্থ - বিভাজনকারী রেখা;
D. sympathy অথ - সহানুভূতি।
তাই সঠিক উত্তর A.

5. Which is the noun of the word 'beautiful'?
✅ Beauty
B. Beautify
C. Beauteous
D. Beautifully

Answer Analysis:
এখানে
A. Beauty (সৌন্দর্য) – noun;
B. Beautify – verb;
C. Beauteous – adjective;
D. Beautifully – Adverb;
তাই সঠিক উত্তর A.

6. Give the correct passive form of - 'My teacher embodies all the good qualities'.
A. All the good qualities are embodied by my teacher
✅ All the good qualities are embodied in my teacher
C. All the good qualities are embodied to my teacher
D. All the good qualities are embodied on my teacher

Answer Analysis:
Present indefinite tense-এর passive voice-এর structure হলো – Subject + be (is/am/are) + pp + preposition + object. এখানে A., C. ও D.-এর structure ঠিক আছে কিন্তু preposition হিসেবে ব্যবহৃত by, to ও on সঠিক নয়। কেননা 'embody' verb-টির পরে preposition হিসেবে 'in' ব্যবহারই সঠিক। আর B.-তে 'in' ব্যবহৃত হয়েছে।
সঠিক উত্তর B.

7. Choose the correct indirect speech – She asked me, "Are you happy in your new job?"
✅ She asked me if I was happy in my new job
B. She asked me if I have been happy my new job
C. She asked me whether I am happy in my new job
D. She asked me if I had been happy in my new job

Answer Analysis:
Reporting verb অনুযায়ী reported speech-এর পরিবর্তন হবে। এখানে A.-তে tense অনুযায়ী reported speech-এর পরিবর্তন হয়েছে এবং person পরিবর্তনও সঠিক হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে Interrogative sentence পরিবর্তনের সবগুলো নিয়মই মানা হয়েছে A. তে।
সুতরাং সঠিক উত্তর A.

8. The meaning of the word 'obese' is-.
✅ very fat
B. ugly
C. tardy
D. obnoxious

Answer Analysis:
very fat অর্থ - খুবই মোটা বা স্থূলকায়;
B. ugly অর্থ - কুৎসিত;
C. tardy অর্থ - খুব ধীর গতিসম্পন্ন;
D. obnoxious অর্থ - ঘৃণ্য।
Obese অর্থ খুব মোটা।
অতএব সঠিক উত্তর A.

9. A person who writes about his own life writes -.
A. a diary
B. a biography
✅ an autobiography
D. a chronicle

Answer Analysis:
Here,
C. An autobiography হলো - কোনো ব্যক্তির নিজে নিজেকে নিয়ে লেখা জীবনী।
A. A diary হলো - কোনো ব্যক্তি বা বস্তুর নিজস্ব তথ্যাবলির স্থায়ী দলিল।
B. A biography হলো - ইতিহাসের নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী যা অন্য কোনো ব্যক্তি কর্তৃক লিখিত।
D. A chronicle হলো - ছোট ছোট বাস্তব গল্পের সিরিজ বা ঘটনাপঞ্জি।
অতএব অর্থানুযায়ী সঠিক উত্তর C.

10. Which of the following sentences is correct?
✅ Why have you done this?
B. Why you had done this?
C. Why you have done this?
D. Why did you done this?

Answer Analysis:
Interrogative sentence-এ subject ও auxiliary verb-এর মধ্যে Inversion হয়, অর্থাৎ auxiliary ও principal verb-এর মধ্যে subject বসে। এখানে
A. সঠিক - কারণ এতে subject ও verb-এর inversion এবং মূল verb-এর p. p form ব্যবহার করা হয়েছে।
B. ও C. -এর মধ্যে - subject ও verb-এর মধ্যে inversion হয়নি; তাই এরা সঠিক নয়।
D. সঠিক নয় - কারণ interrogative sentence-এ যদি do, did, does প্রভৃতি auxiliary verb ব্যবহৃত হয়, তাহলে principal verb-এর base form ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর A.

11. What will be the correct preposition to complete the sentence?
"I am not good - translation."
A. in
B. about
C. with
✅ at

Answer Analysis:
'Good at' phrase-টির অর্থ ভালো, দক্ষ ইত্যাদি। Good শব্দটির পর অন্যান্য preposition-গুলো অর্থগত দিক দিয়ে প্রযোজ্য নয়।
সুতরাং সঠিক উত্তর D.

12. Fill in the blank with appropriate preposition.
'Hurry up! We have to go - five minutes.'
✅ in
B. on
C. by
D. for

Answer Analysis:
‘নির্দিষ্ট সময়ের মধ্যে’ বোঝাতে 'in' ব্যবহৃত হয়। পাঁচ মিনিটের মধ্যে যেতে হবে বোঝাতে এখানে in ব্যবহৃত হয়েছে।
এখানে সঠিক উত্তর A.

13. Identify the imperative sentence.
A. I shall go to college
B. Matin is singing a song
✅ Stand up
D. It has been raining since morning

Answer Analysis:
C. -তে - আদেশ করা হয়েছে;
A. ও B. দ্বারা - দুইটি কাজের সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে;
D.-তে - একটি অবস্থার বর্ণনা করা হয়েছে, যা assertive।
তাই সঠিক উত্তর C.

14. Fill in the gap with the suitable word :
To stay healthy, we must plan to have a balanced -. 
✅ diet
B. food
C. drink
D. environment

Answer Analysis:
‘diet’ অর্থ সুষম খাদ্য। যেহেতু balanced শব্দটি adjective তাই শূন্যস্থানে diet শব্দটিই যুক্তিযুক্ত হবে।
অতএব সঠিক উত্তর A.

15. Choose the correct alternative and mark its letter on your answer sheet -
The rich should not look down - the poor.
A. at
B. for
C. towards
✅ upon

Answer Analysis:
‘Look down upon’ অর্থ ‘অবজ্ঞা করা’।
সুতরাং সঠিক উত্তর D.

16. I took a map with me, as I didn't want to - my way on the journey.
A. loose
B. lose
✅ lost
D. loss

Answer Analysis:
Infinitive 'to'-এর পরে সাধারণত verb-এর base/ present form ব্যবহার করা হয়। তাই
C. lose- verb-এর base/present form;
A. loose - adj.
B. lost - verb-এর past ও past participle রূপ D. loss - noun হওয়াতে এগুলো সঠিক নয়।
সুতরাং সঠিক উত্তর C.

17. Every driver must be held - his won actions.
✅ responsible for
B. responsible to
C. liable to
D. blamed for

Answer Analysis:
'responsible for'-র অর্থ ‘কোনো কাজের জন্যে দায়ী’। এখানে প্রদত্ত Sentence-টির অর্থ সম্পূর্ণ করতে A. সঠিক নির্বাচন।

18. 'Through thick and thin' means -.
✅ under all conditions
B. to make thick and thin
C. not clear in understanding
D. of great density

Answer Analysis:
এখানে ‘Through thick and thin’ মানে সুসময়ে বা দুঃসময়ে।
কাজেই সঠিক উত্তর A.

19. 'Prior to’ means-.
A. after
✅ before
C. immediately
D. during the period of

Answer Analysis:
এখানে
B. before অর্থ - পূর্বে;
A. after অর্থ - পরে/পরবর্তীকালে;
C. immediately অর্থ - তাৎক্ষণিকভাবে;
D. during the period of অর্থ - ঐ সময়কালীন।
যেহেতু Prior অর্থ ‘পূর্বে’। সুতরাং সঠিক উত্তর B.

20. Nobody knocked him down: it was an -.
A. incident
B. occurrence
✅ accident
D. event

Answer Analysis:
Incident, occurrence এবং event শব্দগুলো প্রায় synonymous যাদের অর্থ ‘ঘটনা’। কিন্তু 'accident' শব্দটির অর্থ ‘দূর্ঘটনা’ যা প্রদত্ত sentence-টির পূর্বাংশের অর্থ সম্পূর্ণ করতে প্রযোজ্য।
তাই সঠিক উত্তর C.

 General Knowledge (GK) 
 English Question Answer 
৩০তম পর্ব 

Choose the correct alternative and mark its letter on your answer sheet.
1. Stockings are - socks.
✅ long
B. small
C. big
D. short

Answer Analysis:
★ Stocking হলো লম্বা মোজা।
কাজেই সঠিক উত্তর A.

2. Many students will now be starting to –– about their exams result.
✅ worry
B. reflect
C. has left
D. comment

Answer Analysis:
অর্থানুসারে এখানে সঠিক উত্তর A.

3. She told me his name after he -
a left
✅ had left
c has left
D. has been leaving

Answer Analysis:
After/beforeযুক্ত complex sentence-এর independent clause-টি past indefinite হলে dependent clause-টি past perfect হবে। এখানে
B. had left (past perfect) - সঠিক;
A. left (past indefinite) - ভুল;
C. has left (present perfect) - ভুল;
D.has been leaving (present perfect continuous) - ভুল;
অতএব সঠিক উত্তর B.

4. Climate is a - of the environment.
✅ state
B. situation
C. rand
D. size

Answer Analysis:
Climate হলো পরিবেশের এক ধরনের অবস্থা। কাজেই সঠিক উত্তর A.

5. I finally killed the fly - a rolled up newspaper -
A. byo with
C. through
D. from

Answer Analysis:
★ কোনো বস্তু ‘দ্বারা’ বোঝাতে with ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর B.

6. We must look pleased or else he'll be -
✅ dissatisfied
B. cross
C. happy
D. delighted

Answer Analysis:
এখানে or-যুক্ত sentence-এর প্রথম clause-টি positive এবং অর্থগত কারণে উপযুক্ত করার জন্য দ্বিতীয় clause-টির verb-টি অবশ্যই negative sense-এর হতে হবে।
সুতরাং সঠিক উত্তর A.

7. The man died - over eating.
A. by
B. of
C. for
✅ from

Answer Analysis:
‘রোগে মারা যাওয়া’ অর্থে 'of' এবং অন্যকিছুতে মারা যাওয়া অর্থে 'die'-এর পরে ‘from’ বসে।
সুতরাং সঠিক উত্তর D.

8. He advised me - smoking.
A. giving up
✅ to give up
C. in giving up
D. from giving up

Answer Analysis:
Advise-এর পরে in বা from preposition বসে না। A.-তে প্রদত্ত option-টি অর্থগত দিক দিয়ে প্রযোজ্য নয়।
সুতরাং সঠিক উত্তর B.

9. The expression 'after one's own heart ' means-.
A. To be in low spirit
B. With complete devotion
✅ To one's own liking.
D. To be in high spirit

Answer Analysis:
এখানে 'after one's own heart' অর্থাৎ কারো সর্বোত্তম পছন্দের অনুরূপ কিছু (of one’s own liking)।
সুতরাং সঠিক উত্তর C.

10. 'The day of my sister's marriage is drawing near'. The underlined word is a /an -.
A. adjective
B. verb
C. preposition
✅ adverb

Answer Analysis:
এখানে near শব্দটি A. adjective নয় কারণ এটি অন্য কোনো word-কে qualify করেনি; B. verb নয় কারণ এটি দ্বারা ক্রিয়ার কাজ সংঘটিত হয়নি; C. preposition নয়, কারণ এটি বাক্যের word সমূহের মধ্যে সমন্বয় করেনি; D. এটি একটি adverb, কারণ এটি অন্য একটি word (drawing)-কে modify করেছে।
তাই সঠিক উত্তর D.

11. Which of the following sentences is the correct one?
A. My father was in hospital during six weeks in summer.
B. In summer during six weeks my father was in hospital.
C. My father was in a hospital during six weeks in summer.
✅ My father was in hospital for six weeks during the summer.

Answer Analysis:
D. preposition (for) - এর সঠিক ব্যবহার হয়েছে।
A.-তে preposition (during) - এর ভুল প্রয়োগ;
B. preposition (during) - এর ভুল প্রয়োগ;
C. preposition (during) - এর ভুল প্রয়োগ;
তাই সঠিক উত্তর D.

12. He intends to - in the country for two months.
A. live
✅ stay
C. stop
D. halt

Answer Analysis:
নির্দিষ্ট সময়ের জন্যে কোথাও অবস্থান করা বোঝাতে এখানে B. সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উত্তর।
তাই সঠিক উত্তর B.

13. What are you so angry -?
A. about
B. at
C. with
✅ for

Answer Analysis:
‘কারণ’ বা ‘জন্যে’ বোঝাতে for ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর D.

14. The parents became extremely-when their son had not returned by eleven o'clock.
A. angry
B. annoyed
C. disturbed
✅ anxious

Answer Analysis:
এখানে উদ্বিগ্ন হওয়ার কথা বলা হচ্ছে।
তাই সঠিক উত্তর D.

15. 'I - remember the holiday I spent in your home.' She said. 
A. ever
B. hardly
C. usually
✅ always

Answer Analysis:
এখানে একটা দিনের কথা সবসময় ‘always’ মনে পড়ে এমন ভাব প্রকাশ পাচ্ছে।
তাই সঠিক উত্তর D.

16. He knew it was a very - operation but he was determined to carry it out.
A. difficult
B. dangerous
✅ risky
D. troublesome

Answer Analysis:
Operation সাধারণত risky বা ঝুঁকিপূর্ণ হয়।
কাজেই সঠিক উত্তর C.

17. Misanthropist means-.
A. One who flirts with ladies
B. A person of narrow views
o A hater of mankind
D. One who belive that God is in everything

Answer Analysis:
Misanthropist অর্থ মানববিদ্বেষী অর্থাৎ someone who dislikes people in general. এখানে,
C. A hater of mankind অর্থ - মানববিদ্বেষী।
A. One who flirts with ladies অর্থ - যে মহিলাদের সাথে প্রেম-কৌতুক করে।
B. A person of narrow views অর্থ - নিচু দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ।
D. One who belive that God is in everything অর্থ - যে বিশ্বাস করে যে আল্লাহ সবকিছুতেই বিদ্যমান।
অর্থানুযায়ী সঠিক উত্তর C.

18. First language means the - language.
A. important
B. main
o natural
D. official

Answer Analysis:
শিশু জন্মের পর প্রাকৃতিকভাবে (naturally) প্রথম যে ভাষায় কথা বলতে শেখে তাই First language.
তাই সঠিক উত্তর C.

19. Shaheen would never have taken the job if he - what great impact it would make on his time.
A. knew
B. had been knowing
✅ had known
D. was knowing

Answer Analysis:
If যুক্ত sentence-এর একটি clause past perfect হলে অন্যটি past perfect conditional হবে।
তাই সঠিক উত্তর C.

20. She has - her hair a beautiful shade of brown.
A. colored
B. given
C. dried
✅ dyed

Answer Analysis:
এখানে,
D. dyed অর্থ - রঙ করা।
A. colored অর্থ - রঙিন।
B. given অর্থ - দেওয়া।
C. dried অর্থ - শুকনো।
বাক্যটিতে চুলে তামাটে রঙ করা বোঝাচ্ছে।
তাই সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২৯তম পর্ব 

Choose the correct alternative and mark its letter on your answer sheet :
1. There are - dangerous drivers.
A. a very lot of
B. Whom
C. very much of
✅ a lot of

Answer Analysis:
A lot of-এর আগে very বা much বসে না। Whom শব্দটি এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর D.

2. I have read the book-you lent me.
✅ that
B. whom
C. whose
D. what

Answer Analysis:
এখানে antecedent হলো book অর্থাৎ একটি বস্তু। অতএব whom হবে না। আবার book এখানে lent-এর object।
কাজেই সঠিক উত্তর A.

3. Water boils - you heat it to 100 Centigrade.
A. unless
B. until
✅ if
D. although

Answer Analysis:
এটি If + present + present গঠন অনুসারে হয়েছে। Scientific truth, universal truth প্রকাশ করতে এই গঠন অনুসরণ করা হয়।
সুতরাং সঠিক উত্তর C.

4. Tell me - that.
A. whom told you
B. that told you
✅ who told you
D. told you

Answer Analysis:
এখানে C. ছাড়া অন্য Clause-গুলো কোনো অর্থ প্রকাশ করে না।
কাজেই সঠিক উত্তর C.

5. I opened the door as soon as I - the bell.
A. have heard
B. was hearing
C. am heard
✅ heard

Answer Analysis:
As soon as যুক্ত sentence-এর দুইটি clause একই tense-এর হবে। তাই
D. heard - past indefinite-সঠিক;
A. have heard - present perfect-ভুল;
B. was hearing - past continuous-ভুল;
C. am heard - present tense-ভুল;
সুতরাং সঠিক উত্তর D.

6. I am looking for someone who - play the piano.
A. able to
B. is able
C. can be able to
✅ can

Answer Analysis:
Able-এর আগে be verb এবং পরে to বসাতে হয়। কিন্তু তার আগে can/could বসে না।
তাই সঠিক উত্তর D.

7. Don't make a noise while your father -
A. is being asleep
✅ is sleeping
C. asleep
D. has slept

Answer Analysis:
এটি clauses of time. clauses of time `when`? প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এগুলো when, whenever, while, before after, till, until, since, as, as soon as ইত্যাদি conjunctions দ্বারা সূচিত হয়। প্রশ্নের subordinate clause – এর শুরুতে while থাকায় clause টি continuous tense হবে।
অর্থাৎ সঠিক উত্তর হলো B.

8. As the sun -, I decided to go out.
A. shines
B. has shone
C. shine
✅ was shining

Answer Analysis:
main clause যদি past tense হয় তাহলে subordinate clause টিও past tense হয়।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর D.

9. He gave up - football when he got married.
A. to play
✅ playing
C. play
D. to playing

Answer Analysis:
দুটি verb পাশাপাশি ব্যবহৃত হলে পরবর্তী verb -এর সাথে 'ing' যুক্ত হয়।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর B.

10. I have - interest in the matter.
A. not
B. any
C. play
✅ no

Answer Analysis:
নাই বা অভাব বোঝানোর জন্যে `no`, অমিল বা ভিন্নতা বোঝাতে `not`, কেউই নয় বোঝাতে `none` এবং প্রশ্নবোধক বাক্যে `any` ব্যবহৃত হয়। এখানে কোনো বিষয়ের প্রতি আগ্রহের অভাব বোঝাতে noই যুক্তিযুক্ত।
তাই সঠিক উত্তর D.

11. - is not the only thing that tourists want to see.
A. A scenery
B. Sceneries
C. The sceneries
✅ Scenery

Answer Analysis:
abstract noun - এর পূর্বে কোনো article বসে না। Scenery একটি abstract noun বিধায় এর পূর্বে কোনো article বসে না।
কাজেই সঠিক উত্তর D.

12. Just now he - his dinner but he says he'll see you when he's finished.
A. is having
✅ has had
C. was having
D. had

Answer Analysis:
Just now থাকলে present perfect tense হয়। তাই এখানে
B. has had - present perfect tense.
A. is having - present continuous tense.
C. was having - past continuous tense.
D. had - past indefinite tense.
সুতরাং সঠিক উত্তর B.

13. The children were entrusted - the care of their uncle. 
A. with
B. for
✅ to
D. at

Answer Analysis:
'Entrusted to' phrase-টির অর্থ কারও ওপর দায়িত্ব অর্পণ করা।
সুতরাং সঠিক উত্তর C.

14. He parted - his friends in tears.
A. with
✅ from
C. against
D. beside

Answer Analysis:
‘বিদায় নেয়া’ অর্থে part-এর পরে from বসে।
সুতরাং সঠিক উত্তর B. ‘

15. "I'll have a cup of tea," my father said, "Because I'm not hungry". Which of the following sentences is the correct indirect speech?
A. My father said that he will have a cup of tea because he wasn't hungry.
B. My father said that he would have had a cup of tea because he wasn't hungry.
✅ My father said that he would have a cup of tea because he wasn't hungry.
D. My father said that he had a cup of tea because he wasn't hungry.

Answer Analysis:
Reporting verb যদি past tense-এ হয় তাহলে reported speech-কেও past tense-এ পরিবর্তন করতে হয়। এ নিয়মানুযায়ী reported speech-এর 1st person সর্বদা reporting verb-এর number, person ও gender অনুসারে পরিবর্তিত হয়। এখানে my father যেহেতু 1st person এবং singular number তাই I পরিবর্তিত হয়ে he হবে। অন্যদিকে অপর অংশের is পরিবর্তিত হয়ে past form-এ was হবে। নিয়মানুযায়ী
C. -তে - সকল নিয়ম মানা হয়েছে।
A.-তে - will-কে would করা হয়নি।
B.-তে - অতিরিক্ত had ব্যবহার করা হয়েছে।
D.-তে - will বা would কোনটাই ব্যবহার করা হয়নি।
সুতরাং সঠিক উত্তর C.

16. The expression `lingua franca' means -
A. International language
B. The first language
✅ The common language
D. The French language

Answer Analysis:
'Lingua Franca' একটি phrase-যার অর্থ ‘সাধারণ ভাষা’।
সুতরাং সঠিক উত্তর C.

17. Choose the correct meaning -
He raised his eyebrow at my explanation.
✅ Show surprise or disapproval
B. Show agreement
C. Show happiness
D. Show indifference

Answer Analysis:
এখানে 'Raising one's eyebrow' অর্থ চোখ কপালে তোলা বা আশ্চর্য হওয়া বা বিরাগ হওয়া।
সে অর্থে এখানে সঠিক উত্তর A.

18. `Razzmatazz' means -
A. A musical instrument
B. A well-planned programme
✅ A noisy activity
D. A musical activity

Answer Analysis:
'Razzmatazz' means (অর্থ) - কোলাহলপূর্ণ কাজ।
C. 'A noisy activity' অর্থ - কোলাহলপূর্ণ কাজ।
A. 'A musical instrument' অর্থ - একটি বাদ্যযন্ত্র।
B.'A well-planned programme' অর্থ - সুপরিকল্পিত অনুষ্ঠান।
D. 'A musical activity' অর্থ - একটি সুরেলা কাজ।
সুতরাং এখানে সঠিক উত্তর C.

19. The antonym for `Recalcitrant' -
✅ Compliant
B. Passive
C. Indifferent
D. Careful

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত recalcitrant শব্দের অর্থ ‘অবাধ্য’।
A. Compliant অর্থ - বাধ্যগত।
B. Passive অর্থ - লাজুক।
C. Indifferent অর্থ - উদাসীন।
D. Careful অর্থ - সতর্ক।
এখানে A.-এর অর্থ প্রশ্নে প্রদত্ত শব্দের অর্থের বিপরীত (অবাধ্য-বাধ্যগত)।
তাই সঠিক উত্তর A.

20. The synonym for Obdurate -
A. Deceitful
✅ Stubborn
C. Shy
D. Swindler

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'Obdurate' শব্দটির অর্থ ‘একগুঁয়ে’ বা ‘একরোখা’। এখানে,
B. Stubborn অর্থ - একগুঁয়ে।
A. Deceitful অর্থ - প্রতারণাপূর্ণ।
C. Shy অর্থ - লাজুক।
D. Swindler অর্থ - প্রতারণা করা।
B. এর অর্থের সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর B.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২৮তম পর্ব 

Select the pair that best expresses a relation-ship similar to that expressed in the original pair.
1. Conscious ......... Careless
✅ Careful .........Indifferent
B. Graceful ......... Ugly
C. Generous ......... Unkind
D. Well-informed ......... Knowing little

Answer Analysis:
এখানে conscious ও careless অর্থ যথাক্রমে সাবধান ও অসাবধান বা অমনোযোগী। এদের মধ্যে antonymous বা বিপরীতার্থক সম্পর্ক বিদ্যমান।
A. Careful ও Indifferent অর্থ যথাক্রমে - সাবধান ও অসাবধান বা অমনোযোগী।
B. Graceful ও Ugly অর্থ যথাক্রমে - চকচকে ও কুৎসিত।
C. Generous ও Unkind অর্থ যথাক্রমে - দয়ালু ও নিষ্ঠুর।
D. Well-informed ও Knowing little অর্থ যথাক্রমে - ভালোভাবে জ্ঞাত ও স্বল্প জ্ঞাত।
উপরি-উক্ত options গুলোর মধ্যে A.- তেই যথোপযুক্ত antonymous সম্পর্ক বিদ্যমান।
তাই সঠিক উত্তর A.
Choose the correct meaning of the following words:

2. Gullible
A. Foolish
✅ Willing to believe anything or anyone
C. Simple
✅ Easily deceived

Answer Analysis:
Gullible অর্থ যে কাউকে বা যেকোনো কিছুতে বিশ্বাসপ্রবণ বা সহজে ঠকানো যায় এমন। এখানে
B.Willing to believe anything or anyone বোঝাতে - যে কাউকে বা যেকোনো কিছুতে বিশ্বাসপ্রবণ।
D. Easily deceived অর্থ - যাকে সহজে প্রতারিত করা যায়।
A. Foolish অর্থ - বোকা।
C. Simple অর্থ - সহজ সরল বা সাধারণ।
এখানে সঠিক উত্তর দুটি B. ও D.

3. Handy
A. Comfortable
✅ Useful
C. Convenient to handle or use
D. Necessary

Answer Analysis:
Handy অর্থ উপকারী। এখানে
B. Useful অর্থ - উপকারী।
A. Comfortable অর্থ - আরামদায়ক।
C. Convenient to handle or use অর্থ - নাড়াচাড়া বা ব্যবহার করতে খুবই সুবিধাজনক।
D. Necessary অর্থ - প্রয়োজনীয়।
সুতরাং সঠিক উত্তর B.

4. Viable
✅ Possible
✅ that can be done
C. Capable
✅ that will work

Answer Analysis:
Viable অর্থ সম্ভব বা যা করা যেতে পারে। এখানে
A. Possible অর্থ - সম্ভব বা সম্ভাব্য।
B. that can be done অর্থ - যা করা যেতে পারে।
D. that will work অর্থ - যা চলবে বা টিকে থাকতে সমর্থ।
C. Capable অর্থ - সক্ষম।
এখানে সঠিক উত্তর তিনটি A., B. ও D.

5. The second World War broke - in September, 1939.
A. through
B. away
✅ out
D. in

Answer Analysis:
এখানে
C. break out অর্থ – প্রাদুর্ভাব হওয়া।
A. break through অর্থ – জোর করে পথ চলা।
B. break away অর্থ – পলায়ন করা।
D. Break in অর্থ – বলপূর্বক প্রবেশ করা।
বাক্যের অর্থানুযায়ী 'break out'-ই যথার্থ।
তাই সঠিক উত্তর C.

6. The government gave - the demands of the people.
✅ into
B. in
C. to
D. over to

Answer Analysis:
Give into অর্থ কারো কাছে বা কোনো কিছুর প্রতি আত্মসমর্পণ করা বা কারো কিছু মেনে নেয়া। B., C. এবং D. অর্থগত দিক দিয়ে প্রযোজ্য নয়।
সুতরাং উত্তর A.

7. She is beautiful but she is - her mother.
A. most beautiful
B. less beautiful
C. as beautiful
✅ not so beautiful as

Answer Analysis:
But যুক্ত clause-এ সাধারণত পূর্ববর্তী clause-এর বিপরীত উক্তি (opposite statement) প্রকাশ করা হয়।
সেই অনুসারে এখানে সঠিক উত্তর D.

8. The minister arrived - a decision last night.
A. to
✅ at
C. on
D. by

Answer Analysis:
'Arrive at' অর্থ কোনো কিছুতে ‘পৌঁছা’।
কাজেই সঠিক উত্তর B.

9. I thought that - was the last one.
A. the most prettiest of all
B. prettiest one of all
C. the prettiest one from all
✅ the prettiest one of all

Answer Analysis:
Superlative-এর পরে সাধারণত of এবং আগে the বসে।
কাজেই সঠিক উত্তর D.

10. I don't think you will have any difficulty - a driving license.
A. to get
✅ in getting
C. for getting
D. get

Answer Analysis:
সাধারণত কোনো কিছুতে সমস্যার ক্ষেত্রে difficulty in ব্যবহৃত হয়ে থাকে।
কাজেই সঠিক উত্তর B.

11. Please - the necessity of arriving early.
A. emphasise about
B. emphasise to
C. emphasise on
✅ emphasise

Answer Analysis:
Emphasise একটি transitive verb যার পরে সরাসরি object (noun/pronoun) বসে।
কাজেই সঠিক উত্তর D.

12. At least one of the students - full marks every time.
A. get
B. are getting
✅ gets
D. have got

Answer Analysis:
'One of the students' হলো একটি phrase এবং এর headword হলো one যা মূলত singular। আর তাই singular subject-এর জন্যে singular verb ব্যবহার করতে হবে।
C. gets - singular
A. get - plural
B. are getting - plural
D. have got- plural
সুতরাং সঠিক উত্তর C.

13. My wife reminded me -.
✅ of my appointment
B. to go my appointment
C. to my appointment
D. my appointment

Answer Analysis:
Remind-এর পরে preposition 'of' বসে।
কাজেই সঠিক উত্তর A.

14. The team is - eleven players.
A. made of
✅ made up of
C. made up
D. made

Answer Analysis:
B. made up of - পরিপূর্ণ বা গঠিত অর্থে ব্যবহৃত হয়।
A. made of - কিছু দিয়ে নির্মিত অর্থে ব্যবহৃত হয়।
C. made up - মনস্থির করা অর্থে ব্যবহৃত হয়।
D. made - তৈরি অর্থে ব্যবহৃত হয়।
এখানে একটা দল ১১ জন খেলোয়াড় নিয়ে গঠিত হয় অর্থে made up of ব্যবহৃত হবে।
কাজেই সঠিক উত্তর B.

15. We need two hundred dollars - this to pay for everything.
A. as well
B. also
C. beside
✅ besides

Answer Analysis:
'Besides' অর্থ যা আছে তাছাড়াও। অন্য শব্দগুলো এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর D.

16. My friend always goes home - foot.
A. by
B. with
C. on a
✅ on

Answer Analysis:
'On foot' অর্থ ‘পায়ে হেঁটে’; অন্য কোনো preposition এই অর্থে প্রযোজ্য নয়।
কাজেই সাঠিক উত্তর D.

17. In order to improve farming methods, we need -
A. machine
✅ machinery
C. a machinery
D. machineries

Answer Analysis:
Machinery একটি uncountable noun; আর machine' common noun বলে determiner ছাড়া singular-এ ব্যবহৃত হয় না।
তাই সঠিক উত্তর B.

18. My uncle arrived while I - the dinner.
A. would cook
B. had cooked
C. cook
✅ was cooking

Answer Analysis:
যেকোনো sentence-এর while-যুক্ত clause-টি continuous tense-এর হয়। এখানে D. was cooking-continuous tense।
তাই সঠিক উত্তর D.

19. I decided to go - with friends as I needed some exercise.
A. to a walk
✅ for a walk
C. for a walking
D. walk

Answer Analysis:
Phrasal use-এ for a walk এখানে উপযুক্ত। অন্যান্য option-গুলো অর্থগত দিক দিয়ে উপযুক্ত নয়।
সুতরাং সঠিক উত্তর B.

20. I don't mind - with the cooking but I am not going to wash the dishes.
A. to help
B. help
✅ helping
D. for helping

Answer Analysis:
কিছু verb আছে যেমন mind, start প্রভৃতির পরে verb-এর ing form (gerund) ব্যবহৃত হয়। এখানে C. helping (verb-এর ing form)।
তাই সঠিক উত্তর C.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২৭তম পর্ব 

1. Complete the following sentence :
'If had known you were coming -
A. I would go to the station
B. I had gone to the station
✅ I would have gone to the station
D. I would be going to the station

Answer Analysis:
Third conditional-এর গঠন অনুযায়ী এর উত্তর বের করা হয়েছে। If যুক্ত clause-এ past perfect থাকলে পরবর্তী clause-এ subject-এর পর would/might/ could have + verb-এর past participle form ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর C.

2. Choose the correct option :
Even as harvesting was going on -
✅ the rainy season began
B. the rainy season was began
C. the rainy season had began
D. the rainy season begins

Answer Analysis:
Even as/even though যুক্ত sentence-এর দুইটি clause-ই সাধারণত একই tense-এ হবে। B. এবং C. past tense-এ হলেও গঠন অনুযায়ী ভুল।
সুতরাং সঠিক উত্তর A.

3. Which phrase contains words opposed to each other in meaning?
A. Hopes and aspirations
B. Heat and dust
✅ Reproduction and death
C. Emerged and advanced

Answer Analysis:
এখানে
C. Reproduction অর্থ - পুনরুৎপাদন বা পুনর্জন্ম এবং death অর্থ মৃত্যু; এখানে antonymous অর্থ বিদ্যমান।
A. Hopes অর্থ - আশা এবং aspirations অর্থ আকাংক্ষা, যা synonymous অর্থ প্রকাশক;
B. Heat অর্থ - তাপ এবং dust অর্থ ধুলা, এই শব্দ দুইটির মধ্যে synonymous এবং antonymous কোনো ধরনের সম্পর্ক নেই;
D. Emerged অর্থ - বের হয়ে আসা এবং Advanced অর্থ অগ্রসর হওয়া।
এখানে কোনো Antonymous অর্থ নেই।
সুতরাং সঠিক উত্তর C.

4. Find out the correct translation :
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
A. It is raining from morning
B. It has been raining from morning
✅ It has been drizzling since morning
D. It is drizzling since morning

Answer Analysis:
যেহেতু বৃষ্টি সকালে শুরু হয়ে এখনো হচ্ছে তাই এটি present perfect continuous tense;
C. tense এবং শব্দের ব্যবহার সঠিক;
A. is raining থাকায় এটি present continuous tense;
B. tense ঠিক থাকলেও ‘গুড়ি গুড়ি’ বৃষ্টির অর্থ দেয়া নেই;
D. is drizzling থাকায় এটি present continuous tense।
কাজেই সঠিক উত্তর C.

5. 'Maiden speech' means -
✅ First speech
B. Last speech
C. Late speech
D. Early speech

Answer Analysis:
A maiden speech is the first speech given by a newly-elected member of a legislature or parliament.
কাজেই সঠিক উত্তর A.

6. A person whose 'head' is in the 'clouds' is -
A. Proud
✅ a day dreamer
C. an aviator
D. useless

Answer Analysis:
'A person whose 'head' is in the clouds' অর্থ ‘স্বপ্নবিলাসী ব্যক্তি’।
কাজেই সঠিক উত্তর B.

7. Identify the correct sentence -
✅ She had faith in and hopes for the future
B. She had faith and hopes for the future
C. She had faith and hopes in the future
D. She had faith and hopes in future

Answer Analysis:
A.-তে preposition (in, for) - এর সঠিক প্রয়োগ হয়েছে;
B., C. ও D.-তে - সঠিকভাবে preposition-এর প্রয়োগ করা হয়নি।
তাই সঠিক উত্তর A.

8. Choose the correct tense -
A. Javed was so exhausted that he laid down for a sleep
B. Javed was so exhausted that he had laid down for a sleep
✅ Javed was so exhausted that he was lying down for a sleep
D. Javed was so exhausted that he will lay down for a sleep

Answer Analysis:
So........that-এর নিয়মানুসারে সঠিক উত্তর C.

9. A synonym for 'resentment' is -
A. fear
✅ anger
C. indignation
D. panic

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'resentment' শব্দটির অর্থ ‘রাগ’। এখানে
B. anger অর্থ হলো - রাগ;
A. fear অর্থ হলো - ভয়;
C. indignation অর্থ হলো - অবিচারের কারণে রোষ বা ক্ষোভ;
D. panic অর্থ হলো - আতংক।
B.-এর সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর B.

10. The captain left the boat, because it -
A. turned down
B. turned up
C. turned bottom
✅ turned over

Answer Analysis:
এখানে
D. turned over-এর অর্থ হলো - উল্টে গেল।
A. turned down-এর অর্থ হলো - প্রত্যাখ্যান করেছিল;
B. turned up-এর অর্থ হলো - ওপরের দিকে ঘোরালো ; C. turned bottom-এর অর্থ হলো - নিচের অংশ ঘোরানো।
নৌকা উল্টে যাবার কারণে চালক নৌকা ত্যাগ করল।
তাই সঠিক উত্তর D.

11. One should be careful about - duty.
A. his
B. her
✅ one's
D. the

Answer Analysis:
One-এর possessive হলো one's।
কাজেই সঠিক উত্তর C.

12. Three-fourths of the work - finished.
✅ have been
B. had
D. has been
D. were

Answer Analysis:
'Three-fourths' সাধারণত plural subject হিসেবে ব্যবহৃত হয়। তাই verb-ও plural হবে। আর force হবে passive। এখানে
A. have been - passive voice-এর plural verb;
B. had - active voice-এর verb;
C. has been - passive voice-এর verb হলেও singular;
D. were - plural হলেও active voice এর verb।
সুতরাং সঠিক উত্তর A.

13. We waited until the plane -.
A. did not take off
✅ took off
C. had not taken off
D. had taken off

Answer Analysis:
এখানে until নিজেই একটি negative conjunction। তাই এর পরে কোনো negative clause ব্যবহার করলে double negative হয়ে যাবে যা গ্রহণযোগ্য নয়। তাই A. did not take off, C. had not taken off ব্যবহার করা যাবে না। আবার until দ্বারা যুক্ত দুটো clause একই tense এর হয়। এখানে D. had taken off-ও ব্যবহার করা যাবে না কারণ এটি past perfect tense যেখানে main clause-টি past indefinite tense-এ আছে। তাই এখানে একমাত্র সঠিক উত্তরটি হবে B. took off যা past simple কিন্তু negative নয়।

14. I spent - with the patient
A. sometimes
B. sometime
✅ some time
D. some times

Answer Analysis:
Sometimes-অর্থ মাঝে মাঝে, তবে কিছু সময় বোঝাতে some time বসে। এক্ষেত্রে মাঝে space প্রযোজ্য।
তাই সঠিক উত্তর C.

15. Choose the correct sentence -
✅ Rahim ate almost the whole fish
B. Rahim almost ate the whole fish
C. Almost Rahim ate the whole fish
D. Rahim ate the whole fish almost

Answer Analysis:
'Almost' একটি adverb আর adverb সাধারণত verb, adjective or অন্য কোনো adverb-কে modify করে। এখানে
A.-তে 'almost' adverb-টি 'ate' verb-কে modify করেছে, তাই এটি সঠিক।
B.-তে এটি the whole fish (NP)-কে;
C. -তে Rahim-কে ও
D.-তে the whole fish-এর modifier হিসেবে ব্যবহৃত হয়েছে যা সঠিক নয়।
তাই সঠিক উত্তর A.

16. Choose the right preposition for the sentence :
She argued - me about the marriage.
✅ with
B. for
C. to
D. from

Answer Analysis:
A. argue with-এর অর্থ হলো - কারো সাথে কোনো ব্যাপারে ভিন্নমত পোষণ করা;
B. argue for-এর অর্থ হলো - কোনো ব্যাপারে যুক্তি দেখানো;
C. argue to ব্যাকরণগত দিক থেকে - Inappropriate.
D. argue from ব্যাকরণগত দিক থেকে - Inappropriate.
এখানে যেহেতু gap-এর পর me আছে তাই argue with -ই যুক্তিযুক্ত।
অতএব সঠিক উত্তর A.

17. Choose the right preposition for the sentence:
I count - your help.
A. after
✅ upon
C. for
D. with

Answer Analysis:
এখানে
B. count upon-এর অর্থ হলো - নির্ভর/বিশ্বাস করা।
A. count after - ব্যাকরণগতভাবে Inappropriate;
C. count for-এর অর্থ হলো - গুরুত্বপূর্ণ হওয়া;
D. count with - ব্যাকরণগতভাবে Inappropriate;
তাই এখানে সঠিক উত্তর B.

18. Identify the correct passive form - 'Open the window'
A. The window should be opened
✅ Let the window be opened
C. Let the window be opened by you
D. The window must be opened

Answer Analysis:
Imperative sentence–এর passive voice-এর structure হলো : Let + sub + be + past participle। এখানে
B.-তে - উপরি-উক্ত structure-টি সঠিকভাবে ব্যবহার করা হয়েছে;
A.-তে - এই structure-টি অনুসরণ করা হয়নি এবং একটি assertive sentence দেওয়া হয়েছে যা কোনোভাবেই সঠিক নয়;
C. -তে - 'by you' ব্যবহার করার কারণে ভুল হয়েছে;
D.-তেও - একটি assertive sentence ব্যবহার করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়।
তাই সঠিক উত্তর B.

19. Choose the appropriate meaning of the idiom 'Swan song'
A. First work
✅ Last work
C. Middle work
D. Early work

Answer Analysis:
'Swan song' অর্থ কোনো শিল্পীর ‘শেষ সৃষ্টিকর্ম’ (last work)।
অতএব সঠিক উত্তর B.

20. Complete the sentence -
Trees have - off their leaves.
A. thrown
B. fallen
✅ cast
D. put

Answer Analysis:
Throw off অর্থ ছুড়ে ফেলা, fall off অর্থ কোনো জায়গায় পড়া, cast off অর্থ ফেলে দেয়া এবং put off অর্থ খুলে ফেলা।
সুতরাং সঠিক উত্তর C.

21. The Asian Drama গ্রন্থের রচয়িতা কে?
A. অমর্ত্য সেন
✅ গুনার মিরডাল
C. মাইকেল লিপটন
D. উইলিয়াম রস্টো

Answer Analysis:
গুনার মিরডাল
(৬ই ডিসেম্বর ১৮৯৮ - ১৭ই মে ১৯৮৭)
★ The Asian Drama গ্রন্থের রচয়িতা - গুনার মিরডাল।
★ গুনার মিরডাল ছিলেন একজন - সুইডিশ অর্থনীতিবিদ, সমাজবজ্ঞানী ও রাজনীতিবিদ।
★ তিনি অর্থনীতিতে নোবেল পুরষ্কার পান - ১৯৭৪ সালে।
অমর্ত্য সেন
(৩রা নভেম্বর ১৯৩৩ - )
★ অমর্ত্য সেন একজন - ভারতীয় অর্থনীতিবিদ।
★ তিনি অর্থনীতিতে নোবেল পান - ১৯৯৮ সালে।
মাইকেল লিপটন
(১৯৩৭ - )
★ মাইকেল লিপটন একজন - ব্রিটিশ অর্থনীতিবিদ।
★ তিনি সাসেক্স ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-এর - প্রতিষ্ঠাতা ও গবেষণা অধ্যাপক।
উইলিয়াম রস্টো
(২৪-এ এপ্রিল ১৯০৩ - ৩রা ফেব্রুয়ারি ১৯৪৯)
★ উইলিয়াম রস্টো ছিলেন একজন - ব্রিটিশ কমিউনিস্ট ও পত্রিকা সম্পাদক।
★ উইলিয়াম রস্টো সম্পাদক ছিলেন - কমিউনিস্ট পত্রিকা ‘দ্য ডেইলি ওয়ার্কার’-এর।
সুতরাং সঠিক উত্তর B.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২৬তম পর্ব 

Each question below consists of a related pair of words; select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
1. Submission : Yielding
A. Subjection - Liberation
B. Restrain - lndulge
✅ Complaint - Acquiescent
D. Restriction - Relaxation

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক শব্দ) সম্পর্ক বিদ্যমান। কারণ Submission এর অর্থ নম্রতা, বাধ্য এবং Yielding এর অর্থ নম্র, ভদ্র। অর্থাৎ যার মধ্যে Submission বা নম্রতা আছে সেই Yielding বা নম্র। এখানে
C. Complaint (বাধ্য) - Acquiescent (বাধ্য); Synonymous
A. Subjection (অধীন, পরাধীনতা) - Liberation (স্বাধীনতা, মুক্তি); Antonymous
B. Restrain (নিয়ন্ত্রণ করা) - lndulge (অনুগ্রহ করা); Anonymous
D. Restriction (বাধা, শর্ত) - Relaxation (বাধামুক্ত, অব্যাহতি); Antonymous
এখানে একমাত্র synonymous সম্পর্ক বিদ্যমান C. -তে।
অতএব সঠিক উত্তর C.

2. Vacillate : Hesitate
A. Persevere - Waiver
B. Impulsive - Deliberate
C. Obstinate - Accommoditing
✅ Irresolute - lndecisive

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক) সম্পর্ক বিদ্যমান। কারণ Vacillate এবং Hesitate-এর অর্থ একই - দ্বিধা করা। এখানে
D. Irresolute (অস্থিরচিত্ত) - lndecisive (অস্থিরচিত্ত); Synonymous
A. Persevere (অধ্যবসায় করা) - Waiver(দাবিত্যাগ);
Anonymous
B. Impulsive (ধাক্কা, প্রেরণা) - Deliberate (স্বেচ্ছাপ্রণোদিত); Anonymous
C. Obstinate (একগুঁয়ে, জেদি)- Accommoditing (উপকারপরায়ন); Anonymous
এখানে একমাত্র synonymous সম্পর্ক বিদ্যমান D.-তে।
অতএব সঠিক উত্তর D.

3. Assert : Dissent
✅ Afffirm - Object
B. Reject - Disapprove
C. Aknowledge -Recognize
D. Endorse - Ratify

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ antonymous (বিপরীতার্থক) সম্পর্ক বিদ্যমান কারণ assert অর্থ মত দেওয়া ও dissent অর্থ অমত প্রকাশ করা। এখানে
A. Affirm (নিশ্চিত করা) - object (বাধা দেয়া, বস্তু); Antonymous
B. Reject (প্রত্যাখ্যান করা) - Disapprove (অননুমোদন); Synonymous
C. Aknowledge (স্বীকার করা) - Recognize (চিনতে পারা, স্বীকার করা) ; Synonymous
D. Endorse (অনুমোদন করা) - Ratify (অনুমোদন করা); Synonymous
এখানে A.-তে প্রদত্ত pair of words–এ বিপরীত সম্পর্ক বিদ্যমান।
তাই সঠিক উত্তর A.

4. Distort : Twist
A. Straighten -Bend
B. Deform - Reform
✅ Harmonize - Balance
D. Observe - Blur

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক) সম্পর্ক বিদ্যমান কারণ distort মানে বিকৃত করা এবং twist অর্থ হলো জটিল করা, পেঁচানো। এখানে
C. Harmonize (খাপ খাওয়ানো) - Balance (সমন্বয় সাধন); synonymous
A. Straighten (সোজা করা) - Bend (বাঁকানো); Antonymous
B. Deform (বিকৃত করা) - Reform (সংশোধন করা); Antonymous
D. Observe (পর্যবেক্ষণ করা) - Blur (অসঙষ্ট); synonymous relation আছে একমাত্র C. -তে।
তাই সঠিক উত্তর C.

Question Nos. 5-9 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence.
5. Government has been entrusted - elected politicians.
✅ with
B. for
C. to
D. at

Answer Analysis:
এখানে
A. entrusted-এর অর্থ হলো - কাউকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া;
B.entrusted for ব্যাকরণগতভাবে - inappropriate;
D. entrusted at ব্যাকরণগতভাবে - inappropriate;
C. entrusted to-এর অর্থ হলো - কোনো কিছু কারো দায়িত্বে অর্পণ করা।
এ কারণে entrust with ও entrust to- এই দুটো দিয়েই সঠিক বাক্য তৈরি করা যায়। তবে প্রথমটির ক্ষেত্রে Indirect object প্রথমে ও দ্বিতীয়টির ক্ষেত্রে Direct object প্রথমে ব্যবহার করা হয়। যেমন :
(i) He entrusted me with the task.
indirect object

(ii) He entrusted the task to me.
direct object
সঠিক উত্তর A.

General knowledge (GK) in English literature question answer pdf download.

6. He has paid the penalty - his crimes - five years in prision.
✅ for, with
B. at, by
C. about, at
D. after, in

Answer Analysis:
এখানে
A. for ও with-এর অর্থ হলো - যথাক্রমে ‘জন্যে’ ও ‘মাধ্যমে’। এভাবে পুরো বাক্যটির অর্থ দাঁড়ায়-পাঁচ বছর জেল খাটার মাধ্যমে সে তার অপরাধের জন্যে প্রায়শ্চিত্ত করেছে।
B. at, by C. about, at D. after, in ব্যকরণগতভাবেই - inappropriate.
সুতরাং সঠিক উত্তর A.

7. The path - paved, so we were able to walk through the path.
A. was
✅ had been
C. has been
D. being

Answer Analysis:
দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি past perfect tense-এ হয়। সুতরাং প্রথমটি past perfect tense-এ হবে।
উত্তর B.

8. Inspite of my requests, he did not -
A. give in
B. fall in
✅ get off
D. give forth

Answer Analysis:
প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো :
C. get off – নেমে আসা, অবতরণ করা।
A. give in – বশ্যতা স্বীকার করা;
B. fall in – ভেঙ্গে পড়া, সারি বেঁধে দাঁড়ানো;
D. give forth – উদগীরণ করা, নিঃসৃত করা বা হওয়া।
সুতরাং সঠিক উত্তর C.

9. The children studied in a class room - windows were never opened.
A. that
B. which
C. where
✅ whose

Answer Analysis:
এখানে windows-এর আগে possessive হবে।
তাই সঠিক উত্তর D.

Question No. 10-12 are incomplete sentences. Fill in the gaps by choosing one word from the choices given.
10. To stay healthy, we must plan to have a balanced -
A. food
✅ diet
C. outlook
D. figure

Answer Analysis:
Balanced diet অর্থ সুষম খাদ্য।
কাজেই সঠিক উত্তর B.

11. We must keep our fingers - that the weather will stay fine for the picnic tomorrow.
A. raised
B. pointed
C. lifted
✅ Cressed (crossed)

Answer Analysis:
Cross one's finger অর্থ কোনোকিছু ঘটবে এ ব্যাপারে প্রচন্ডভাবে আশা করা।
সুতরাং সঠিক উত্তর D.

12. They have - their support for our case.
✅ pledged
B. disavowed
C. provided
D. deferred

Answer Analysis:
A. pledged অর্থ - অঙ্গীকার করা, আমানত;
B. disavowed অর্থ - অস্বীকার করা;
C. provided অর্থ - সরবরাহ করা;
D. deferred অর্থ - বিলম্বিত বা স্থগিত করা।
অর্থানুসারে সঠিক উত্তর A.-ই যুক্তিযুক্ত।

Choose the correct meaning of the following words.
13. Cul-de-sac -
A. selection
✅ dead end
C. error
D. bubble

Answer Analysis:
‘Cul-de-sac’ is a road with a dead end and only one way in or out অথাৎর্ যেকোনো পথের শেষ মাথা যেখান থেকে আর আগানো যায় না। এটি একটি ফরাসি শব্দ। এখানে
B. dead end অর্থ - কোনো পথের শেষ মাথা যেখান থেকে আর আগানো যায় না; কানাগলি;
A. selection অর্থ - নির্বাচন বা পছন্দ;
C. error অর্থ - ভুল;
D. bubble অর্থ - বুদ্বুদ্ শব্দ।
সুতরাং সঠিক উত্তর B.

14. parcel -
A. Quarrel
✅ Piece of land
C. Postage
D. Unobstructed view

Answer Analysis:
Parcel অর্থ মোড়ক বা একখন্ড জমি। এখানে
B. Piece of land অর্থ - একখন্ড জমি;
A. Quarrel অর্থ - ঝগড়া বা ঝগড়া করা;
C. Postage অর্থ - ডাক মাশুল;
D. Unobstructed view অর্থ - প্রতিবন্ধকতাহীন দৃষ্টি।
সুতরাং সঠিক উত্তর B.

15. Ruminant -
✅ Cud-chewing animal
B. Soup
C. Gossip
D. Noise-maker

Answer Analysis:
Ruminant অর্থ জাবরকাটা প্রাণী। এখানে
A. Cud-chewing animal অর্থ - জাবরকাটা প্রাণী;
B. Soup অর্থ - ঝোল বা স্যুপ;
C. Gossip অর্থ - গল্প গুজব করা;
D. Noise-maker অর্থ - কোলাহল সৃষ্টিকারী।
সুতরাং সঠিক উত্তর A.

Read the following passage and answer questions 16-20.
On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where. Yet they have something in common, both allow astronomers to explore the universe.
Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for an astronomer actually to visit a telescope to make observation.

16. According to the passage which statement of the following is true?
✅ Telescopes and data bases complement each other for the astronomer
B. Telescopes and data bases are both becoming relevant for the astronomer
C. Telescopes and data bases have nothing in common for the astronomer
D. Telescopes and data bases can be confusing to the astronomer

Answer Analysis:
Passage পড়ে বোঝা যায় যে টেলিস্কোপ এবং ডাটাবেজ একে অপরের পরিপূরক অর্থাৎ astronomer-রা এদের দ্বারা একই ধরনের কাজ করতে পারে।
সে হিসেবে সঠিক উত্তর A.

17. Databases sit on computer disks, humming away implies -

A. Data bases are singing instrument
B. Data bases are useless and static
✅ Data bases make soft sound but are working away
D. Data bases are things of the past

Answer Analysis:
‘humming away’ অর্থ অবিরতভাবে গুণগুণ করে কাজ করে যাওয়া। এখানে
C. -তে বলা হচ্ছে - ডাটাবেজ মৃদু শব্দ তৈরি করে কাজ করে।
A.-তে বলা হচ্ছে - ডাটাবেজ গানের যন্ত্র।
B.-তে বলা হচ্ছে - ডাটাবেজ অনর্থক ও স্থিতিশীল।
D.-তে বলা হচ্ছে - ডাটাবেজ অতীতের বিষয়।
অতএব সঠিক উত্তর C.

18. Modern data base produce reams of observational data.
✅ Data bases produce lot of information
B. Data bases are packed with paper
C. Data bases create information instantly
D. Data bases are of limited use in storing information

Answer Analysis:
‘Modern data base produce reams of observational data’ অর্থ আধুনিক ডাটাবেজ প্রচুর পর্যবেক্ষনিক উপাত্ত উৎপাদন করে। এখানে
A.-তে বলা হচ্ছে - ডাটাবেজ প্রচুর পর্যবেক্ষনিক উপাত্ত উৎপাদন করে।
B.-তে বলা হচ্ছে - ডাটাবেজ কাগজে মোড়ানো।
C. -তে বলা হচ্ছে - ডাটাবেজ তাৎক্ষণিকভাবে উপাত্ত তৈরি করে।
D.-তে বলা হচ্ছে - ডাটাবেজ সীমিতাকারে উপাত্ত সঞ্চয় করে।
অতএব সঠিক উত্তর A.

19. Which of the following statements is correct?
A. The contemporary astronomer needs to look at the sky from a mountain top
B. The contemporary astronomer needs a telescope to explore the universe
C. The contemporary astronomer needs heavy machinery to explore the universe
✅ The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe

Answer Analysis:
Passage-এর দ্বিতীয় পারাতে বলা হয়েছে যে astronomer-দের digital sensors যুক্ত টেলিস্কোপ প্রয়োজন।
তদানুযায়ী সঠিক উত্তর D.

20. A good title for the passage will be -
A. Telescope and exploration of the universe
✅ Digital telescope and exploration of the universe
C. Astronomers and exploration of the universe
D. Space exploration in the new millennium

Answer Analysis:
Passage-টিতে যেসব উল্লেখযোগ্য শব্দ রয়েছে তাদের মধ্যে telescope, database, explore, universe, digital sensors অন্যতম। এসব শব্দ ব্যবহার করে একমাত্র উপযুক্ত title টি B. Digital telescope and exploration of the universe- এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।
অতএব সঠিক উত্তর B.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২৫তম পর্ব 

Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
1. Eager : Indifferent
A. concerned : careful
B. anxious : nervous
✅ enthusiastic : halfhearted
D. devoted : dedicated

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ বিপরীত (antonymous) সম্পর্ক রয়েছে কারণ Eager অর্থ হলো আগ্রহী বা উৎসাহী ও Indifferent অর্থ হলো উদাসীন। এখানে, C. -তে - opposite সম্পর্ক আছে যেহেতু enthusiastic অর্থ হলো উৎসাহী ও half-hearted অর্থ হলো দ্বিধাগ্রস্ত/উদাসীন। কিন্তু A. , B. এবং D.-তে প্রদত্ত pairs of word-গুলোর মধ্যে - synonymous (সমার্থক) সম্পর্ক রয়েছে, তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.

2. Lengthen : Prolong
✅ Stretch : extend
B. distance : reduce
C. draw out : shorten
D. reach out : cut short

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক) সম্পর্ক রয়েছে কারণ উভয়ের অর্থ দীর্ঘায়িত করা। এখানে
A. -তে - synonymous (সমার্থক) relation বিদ্যমান; যেহেতু stretch এবং extend উভয়ের অর্থ বিস্তৃত করা। কিন্তু
B., C. ও D.-তে প্রদত্ত pair of words-গুলোর মধ্যে - বিপরীত কিংবা সমার্থক কোনো সম্পর্ক নেই; তাই এগুলো সঠিক নয়;
তাই সঠিক উত্তর A.

3. Delay : Retard
A. postpone : promote
B. adjourn : start
✅ slow down : hold up
D. defer : accelerate

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of word-এ synonymous (সমার্থক) সম্পর্ক বিদ্যমান কারণ delay এবং retard-উভয়ের অর্থ বিলম্বিত করা। এখানে
C. -তে - synonymous (সমার্থক) relation রয়েছে যেহেতু slow down ও hold up উভয়েরই অর্থ থামিয়ে দেওয়া। কিন্তু
A., B. ও D.-তে প্রদত্ত pair of words-গুলোর মধ্যে - বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.

4. Submissive : Disobedient
A. comply : conform
B. heed : acquiesce
✅ observe : defy
D. obey : hearken to

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ opposite সম্পর্ক বিদ্যমান; submissive অর্থ হলো বশ্যতা স্বীকার করে এমন ও disobedient অর্থ হলো বশ্যতা স্বীকার করে না এমন। এখানে
C. -তে - opposite (বিপরীত) সম্পর্ক বিদ্যমান কারণ observe অর্থ হলো মেনে চলা ও defy অর্থ হলো অমান্য করা। কিন্তু
A., B. ও D.-এর pair of words-গুলোর মধ্যে - synonymous (সমার্থক) relation বিদ্যমান; তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.

Q. 5 to 10 are incomplete sentences. choose the word or phrase that best completes the sentence.
5. He fantasized - winning the lottery.
A. with
B. from
C. after
✅ about

Answer Analysis:
About সম্বন্ধে বা উদ্দেশ্যে বোঝাতে ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর D.

6. The parthenon is said - erected in the Age of Pericles.
A. to have become
B. to have begun
✅ to have been
D. to have had begun

Answer Analysis:
এখানে 'Parthenon' erect-এর object বলে passive voice হবে।
কজেই, সঠিক উত্তর C.

7. He divided the money - the two children.
A. among
✅ between
C. in between
D. over

Answer Analysis:
দুই জনের মধ্যে ভাগাভাগি করা বোঝাতে ‘between’ preposition ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর B.

8. As they waited Rahim argued against war -.
A. while his brother discusses the effects of pollution
B. while his brother discussed the effects of pollution
✅ while his brother was discussing the effects of pollution
D. while his brother had discussed the effects of pollution

Answer Analysis:
While-এর পরে সাধারণত continuous tense হয়। Main clause past tense বলে subordinate clause ও past tense হবে।
কাজেই সঠিক উত্তর C.

9. If we want concrete proof, we are looking for - .
✅ clear evidence
B. building material
C. a cement mixer
D. something to cover a path

Answer Analysis:
বাক্যের ভাবার্থ অনুযায়ী concrete proof-এর জন্যে যা প্রয়োজন তাই শূন্যস্থানে বসবে। Concrete proof-এর অর্থ হলো অকাট্য বা বাস্তব প্রমাণ। এক্ষেত্রে building material, cement mixture, something to cover path কোনোটাই অর্থগতভাবে প্রযোজ্য নয়। Clear evidence-এর অর্থ সুসঙষ্ট প্রমাণ।
সুতরাং সঠিক উত্তর A.

10. The Olympic Games were watched - billions of people all over the world.
A. exactly
B. usually
C. truly
✅ literally

Answer Analysis:
এখানে literally অর্থ ‘সত্যি সত্যিই’।
কাজেই সঠিক উত্তর D.

11. The author thinks that true learning will lead to -.
A. personal understanding of the ideas of writers
B. discovery of unknown world
C. revelation of the mysteries of the world
✅ better expressive powers

Answer Analysis:
প্রশ্নটি ভুলক্রমে সংযোজিত হয়েছে কেননা এর কোনো সঠিক নির্দেশনা নেই।
PSC হতে পাওয়া উত্তর হলো D.

12. Which of the following best describes the auother's attitude towards learning ?
A. learning is not a matter of reading extensively
B. learning is not something to be
demonstrated in examinations
✅ learning is a matter of promoting creativity
in students
D. learning is a matter of memorization

Answer Analysis:
প্রশ্নটি ভুলক্রমে সংযোজিত হয়েছে কেননা এর কোনো সঠিক নির্দেশনা নেই।
PSC হতে পাওয়া উত্তর হলো C.

Questions 13 to 16 are incomplete sentences. Choose the one word or phrase that best completes the sentence.
13. The tree has been blown - by the strong wind.
A. away
B. up
✅ off
D. out

Answer Analysis:
প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো –
C. blow off – উপড়ে যাওয়া;
A. blow away – গুলি করে হত্যা করা;
B. blow up – বিস্ফোরিত হওয়া, উত্থিত হওয়া;
D. blow out – নিভে যাওয়া।
গাছ সাধারণত উপড়েই যায়।
সুতরাং সঠিক উত্তর C.

14. No one can - that he is clever.
A. defy
B. admire
✅ deny
D. denounce

Answer Analysis:
এখানে
C. deny অর্থ - অস্বীকার করা।
A. defy অর্থ - সাহসের সঙ্গে খোলাখুলি বাধা দেওয়া।
B. admire অর্থ - প্রশংসা করা।
D. denounce অর্থ - কাউকে অভিযুক্ত করা।
deny শব্দটি উপযুক্ত কেননা তাহলে No one can deny that he is clever বাক্যটির অর্থ দাঁড়ায় ’কেউই অস্বীকার করতে পারেনা যে সে চতুর; অন্য কোনো শব্দ দিয়ে এমন উপযুক্ত অর্থ পাওয়া সম্ভব নয়।
অতএব সঠিক উত্তর C.

15. A reward has been announced for the employees who - hard.
✅ have worked
B. has worked
C. will be work
D. have had worked

Answer Analysis:
Relative pronoun-এর পরে antecedent অনুসারে verb ব্যবহৃত হয়। এখানে antecedent হলো employees যা plural। সুতরাং verb-টিও plural হবে।
সঠিক উত্তর A.

16. To - the arrival of Spring, Bangladesh Television - a special function.
A. commemorate, launched
B. announce, telecast
✅ celebrate, organized
D. Welcome, sanctioned

Answer Analysis:
এখানে বসন্তের আগমনকে উদযাপন করার কথা বলা হচ্ছে।
তাই সঠিক উত্তর C.

Read the following passage and answer questions number 17, 18, 19 and 20 that refers to the passage.
The gypsies are a tribe of strange people. They do not have any fixed home, but wander about from place to place and live in tents. They were originally natives of India. But as they reached England from Egypt, the English took them for Egyptians. This is why they came to be called gypsies. They were believed to possess strange powers. They could tell your fortune by reading the palm of your hand. It was thought they stole little children to train them in their way of life. Whenever a child got lost, it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial. But this attitude towards the gypsies has gardually changed.

17. The gypsies are people who-.
A. have settled way of life
B. came originally from Egypt to England
✅ are always on the move
D. steal children to train them in their way of life

Answer Analysis:
‘gypsies’ হলো তারা যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই। Gypsy অর্থ যাযাবর, বেদে। এরা সবসময় নাড়াচাড়ার মধ্যে থাকে।
সে হিসেবে সঠিক উত্তর C.

18. The gypsies like to live in tents because -
A. It is easy to hide stolen children in a tent
B. It is easy to read one's palm inside a tent.
C. It is easy to bring them from Egypt.
✅ It is easy to pitch them.

Answer Analysis:
‘gypsies’রা তাঁবুতে বাস করতে পছন্দ করে কারণ তাঁবু তৈরি করা সহজ।
অতএব সঠিক উত্তর D.

19. The English took them for Egyptian’s means-
A. The English took them to the Egyptians.
B. The English considered them to be Egyptians.
✅ The English were taken in by the Egyptians.
D. The English brought them as far as to Egypt.

Answer Analysis:
Passage থেকে জানা যায় যে ইংরেজরা gypsy-দেরকে মিশরীয় মনে করতো।
অতএব সঠিক উত্তর C.

20. Attitude towards the gypsies -
A. are still the same as before
B. have not much changed over the years
C. can change once they stop stealing children
✅ have shown signs of change

Answer Analysis:
Passage-এর শেষ লাইন থেকে জানা যায় যে gypsy-দের প্রতি মানুষের ব্যবহারে পরিবর্তন দেখা যাচ্ছে।
অতএব সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২৪তম পর্ব 

Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the originial pair.
1. Excite : Calm
a Restrain : Compose
B. Agitate : Trouble
c Upset : Purturb
o Stimulate : Cool down

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এর মধ্যে বিপরীত (opposite) সম্পর্ক বিদ্যমান; কেননা excite অর্থ হলো উত্তেজিত করা ও calm অর্থ হলো শান্ত করা। এখানে
D. -তে - opposite সম্পর্ক রয়েছে কারণ stimulate অর্থ হলো উত্তেজিত করা ও cool down অর্থ হলো শান্ত হওয়া। কিন্তু
A., B., এবং C. -তে প্রদত্ত pair of words-গুলোর মধ্যে - synonymous (সমার্থক) relation বিদ্যমান। তাই এগুলো সঠিক নয়;
তাই সঠিক উত্তর D.

2. Delay : Expedite
a Related : Halt
B. Block : Obstruct
c Drag : Procrastinate
✅ Detain : Dispatch

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ বিপরীত (opposite) সম্পর্ক বিদ্যমান কারণ delay-এর অর্থ হলো বিলম্বিত করা ও expedite অর্থ ত্বরান্বিত করা। এখানে
D. -তে - বিপরীত (opposite) সম্পর্ক বিদ্যমান কারণ detain অর্থ হলো আটক করা ও dispatch অর্থ হলো খালাস করা। কিন্তু
A., B., ও C. pairs of words - synonymous (সমার্থক)-তাই এগুলো সঠিক নয়;
তাই সঠিক উত্তর D.

3. Anarchy : Government
✅ Penury : Wealth
B. Chaos : Disorder
C. Monarch : Republic
D. Verbosity : Word

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এর সম্পর্কটি কোনো কিছুর অভাবে বা শূন্যতার পরিণতি প্রকাশ করছে; অর্থাৎ government-এর অভাবে anarchy (নৈরাজ্য) সৃষ্টি হয়।
A.-তে - সম্পদের (wealth) অভাবে দরিদ্রতা (penury) সৃষ্টি হয় বুঝিয়েছে। কিন্তু
B. সঠিক নয়; কারণ - এতে সমার্থক সম্পর্ক প্রকাশ করা হয়েছে;
C. সঠিক নয় কারণ - বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয়েছে;
D. সঠিক নয় কারণ - এতে সমার্থক সম্পর্ক প্রকাশ করা হয়েছে।
তাই সঠিক উত্তর A.

4. Vaccine : Prevent
a Wound : Heal
B. Victim : Attend
✅ Antidote : Counteract
D. Diagnosis : Cure

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ cause-effect বা কারণ-ক্রিয়া সম্পর্ক বিদ্যমান কারণ vaccine নিলে রোগ প্রতিরোধ হয়। এখানে
C. -তে - cause-effect সম্পর্ক বিদ্যমান কারণ antidote-এর কারণে counteract (প্রতিক্রিয়া) হয়। কিন্তু
A., B. ও D.-তে - cause-effect সম্পর্ক বিদ্যমান নয়; তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.

Questions 5 to 10 are incomplete sentences. You are to choose the one word or phrase that best completes the sentence.
5. - glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid.
A. Because
B. Since
✅ Although
D. If

Answer Analysis:
Though/Although অর্থ ‘যদিও’। Though/although যুক্ত sentence-এ দুইটি clause-এ সাধারণত কোনো contrast প্রকাশ করা হয়।
তাই এখানে সঠিক উত্তর C.

6. An intensive search was conducted by the detectives to locate those criminals who -
A. have had escaped
✅ had escaped
C. are escaping
D. have been escaping

Answer Analysis:
অতীতের দুইটি ঘটনা প্রকাশ করতে who, before, after ইত্যাদি যুক্ত sentence-এ independent clause-টি past indefinite হলে dependent clause-টি past perfect হবে।
সুতরাং সঠিক উত্তর B.

7. The intellectual can no longer be said to live - the margins of society.
A. against
✅ beyond
C. inside
D. before

Answer Analysis:
বাইরে বা সীমার অতীত বোঝাতে beyond ব্যবহৃত হয়।
এখানে সঠিক উত্তর B.

8. According to the conditions of my scholarship, after finishing my degree -.
A. my education will be employed by the
University
B. employment will be given to me by the
University
✅ the University will employ me
D. I will be employed of the Unversity

Answer Analysis:
এখানে C. -ই কেবল সঠিক অর্থ নির্দেশ করে।
কাজেই সঠিক উত্তর C.

9. If a substance is cohesive, it tends to -.
A. retain heat
B. bend without too much difficulty
✅ stick together
D. break easily

Answer Analysis:
'To'-এর পর সাধারণ verb-এর base form ব্যবহৃত হয়। এখানে প্রত্যেকটি option-এ base form ব্যবহৃত হলেও অর্থগত দিক দিয়ে C. উপযুক্ত।

10. He stopped his car- when the light turned red.
✅ abruptly
B. equitable
C. ambiguously
D. incisively

Answer Analysis:
এখানে হঠাৎ করে গাড়ি থামানোর কথা বলা হচ্ছে।
কাজেই সঠিক উত্তর A.

Eash sentence contains two blanks. Choose the set of words for each blank that best complete the sentence.
11. The influence of the technological revolution in - and - the concentration of wealth and power in the hands of the few should worry us all.
A. proliferating , diminishing
B. undermining , neutralizing
✅ accelerating , intensifying
D. aggravating , demolishing

Answer Analysis:
প্রদত্ত বাক্যের সাথে সঙ্গতি আছে কেবল C. এর।
কাজেই সঠিক উত্তর C.

12. Few people would care to take the negative side of the proposition that the women of the world are - and -.
A. admired , provoked
✅ oppressed , scorned
C. rebuked , regaled
D. slighted , celebrated

Answer Analysis:
এখানে negative side-এর কথা বলা হয়েছে।
কাজেই সঠিক উত্তর B.

13. The word ‘dilly dally’ means -
A. to dilute
B. wait impatiently
C. repeat
✅ waste time

Answer Analysis:
'Dilly-dally' অর্থ ‘সময় নষ্ট করা’ (waste time)।
কাজেই সঠিক উত্তর D.

14. Anger, even when it is - his one virture, it overcomes -
A. sinful, sloth
B. inevitable, desire
C. unnecessary, malice
✅ intense, hate

Answer Analysis:
এখানে তীব্র ক্রোধ ও যে ঘৃণা দমন করতে সাহায্য করে positive কাজ করে তাই বলা হচ্ছে।
কাজেই সঠিক উত্তর D.

15. The word 'Euphemism' means -.
A. stating one thing like another
✅ description of a disagreeable thing by an agreeable name
C. contrast of words in made in the same sentence
D. a statement is made emphatic by overstatemen

Answer Analysis:
'Euphemism' means description of a disagreeable thing by an agreeable name or an example of substituting amild or vague term for one considered harsh.
কাজেই সঠিক উত্তর B.

16. The passive form of the sentence "some children were helping the wounded man"
A. The wounded man was helped by some children.
B. The wounded man was helping some children.
✅ The wounded man was being helped by some children.
D. The wounded man was to be helped by some children.

Answer Analysis:
Past continuous tense–এর assertive sentence–এ passive voice-এর structure হলো – Sub + was/were + being + past participle + by + obj। এখানে
C. -তে - এই structure-টি অনুসরণ করা হয়েছে;
A.-তে - এই structure-টি অনুসরণ করা হয়নি, তাই এটি সঠিক নয়;
B.-তেও - এই structure-টি অনুসরণ করা হয়নি, তাই এটি সঠিক নয়;
D.-তেও - এই structure-টি অনুসরণ করা হয়নি।
তাই সঠিক উত্তর C.

Read the passage carefully and answer the questions 17 - 20.
Rumour is the most primitive way of spreading stories by passing them on from mouth to mouth. But civilized countries in normal times have better sources of news than rumour. They have radio, television, and newspapers. In times of stress and confusion, however, rumour emerges and becomes rife. At such times different kinds of news are in competition, the press, television and radio versus the grape vine.

Especially do rumours spread when war requires censorship on many important matters. The customary news sources no longer give out enough information. Since the people cannot learn through legitimate channels all that they are anxious to learn, they pick up 'news' whoever they can and when this happens, rumour thrives.

Rumours are often repeated even by those who do not believe the tales. There is a fascination about them. The reason is that the cleverly designed rumour gives expression to something deep in the hearts of the victims the fears, suspicions, forbidden hopes, or daydreams which they hesitate to voice directly. Pessimistic rumours about defeat and disasters show that the people who repeat them are worried and anxious. Optimistic rumours about record production or peace soon coming paint to complacency or confidence and often to overconfidence.

17. The author is mainly concerned with — .
✅ the nature of rumour
B. the fascination of rumours
C. rumours as primitive man's news paper
D. the breeding places of rumours

Answer Analysis:
passage-টিতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হলো rumour এবং এতে rumour-এর প্রকৃতি সম্পর্কে অধিক আলোকপাত করা হয়েছে।
কাজেই সঠিক উত্তর A.

18. The author suggests that rumours usually -.
A. alarm their hearers
✅ are hardly in their growth
C. are disheartening
D. can be suppressed by censorship

Answer Analysis:
passage-টির ৩য় পারাতে বলা হয়েছে 'The reason is that the cleverly designed rumour gives expression to something deep in the hearts of the victims the fears, suspicions, forbidden hopes, or daydreams which they hesitate to voice directly'.
কাজেই সঠিক উত্তর B.

19. The author states that during wartime the regular sources of news present only -.
A. optimistic news
B. pessimistic reports
✅ limited information
D. government propaganda

Answer Analysis:
passage-টির ২য় পারাতে বলা হয়েছে ' The customary news sources no longer give out enough information'.
কাজেই সঠিক উত্তর C.

20. Which of the following best describes the author's personal attitude towards rumour?
A. Excited enthusiasm
B. Morbid curiosity
✅ Acute indignation
D. Philosophical interest

Answer Analysis:
পুরো passage-টিতে লেখক rumour নিয়ে তার দর্শন, অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেছেন।
কাজেই সঠিক উত্তর C.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২৩তম পর্ব 

Each sentence below has two blanks. Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a whole:

1. Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well -, now even its mass and radius have come into -.
A. determined, resolution
✅ established, question
C. ignored, danger
D. diminished, disrepute

Answer Analysis:
Although যুক্ত sentence-এ দুইটি বিপরীত ধারণা যুক্ত করা হয়।
কাজেই সঠিক উত্তর B.

2. Because she had a reputation for-we were surprised and pleased when she greeted us so - .
A. insolence , irately
B. insouciance , cordially
C. arrogance , disdainfully
✅ querulousness , affably

Answer Analysis:
এখানে বিস্ময় ও আনন্দের কথা বলা হচ্ছে অর্থাৎ অপ্রত্যাশিত কিছু।
কাজেই সঠিক উত্তর D.

3. A - statement is an - comparison; it does not compare things explicitly, but suggest a likeness between them.
A. sarcastic, unfair
B. metaphorical, implied
C. sanguine, inherent
✅ blatant, overt

Answer Analysis:
প্রদত্ত শূন্যস্থানে দুটি synonymous শব্দ বসবে যা বলা হয়েছে। এখানে
D. blatant অর্থ - অত্যন্ত সঙষ্ট; overt অর্থ - সঙষ্ট।
A. sarcastic অর্থ - শ্লেষাত্মক; unfair অর্থ - অনায্য।
B. metaphorical অর্থ - অলংকারিক; implied অর্থ - নিহিত।
C. sanguine অর্থ - আশাবাদী; inherent অর্থ - সহজাত।
D.-এর শব্দ দুটি ষ্পষ্টতই synonymous.
তাই সঠিক উত্তর D.

Questions 4 to 9 are incomplete sentences. Choose the word or phrase that best fill the blank space to complete the sentence :
4. If ruby is heated it - temporarily loose its colour.
A. Would
✅ Will
C. does
D. has

Answer Analysis:
If যুক্ত clause-টি যদি present indefinite হয়, তবে অন্য clause-টি future indefinite হবে। এখানে
B. will - future tense নির্দেশ করে।
A. would - past tense নির্দেশ করে।
C. does - present tense নির্দেশ করে।
D. has - present tense নির্দেশ করে।
তাই সঠিক উত্তর B.

5. All of the people at the AME conference are - .
A. Mathematic teachers
✅ Mathematics teachers
C. Mathematics teacher
D. Mathematic's teachers

Answer Analysis:
AME হলো - Association of Mathematic Educators. AME conference-এর সবাই Mathematics teachers. Associationটি ১৯৯৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত Math শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের সংগঠন। AME-এর ৩৫০ জনেরও বেশি সদস্য এবং ১২৫টিরও বেশি corporate সদস্য রয়েছে। AME এবং NIE (National Institute of Education) এর সমন্বয়ে Mathematics Teachers Conference (MTC) অনুষ্ঠিত হয়। উদ্বোধনী conference ২০০৫ সালে অনুষ্ঠিত হয়েছিল।
তাই সঠিক উত্তর B.

6. Prices for bicycles can run - Tk. 2,000.00.
✅ as high as
B. so high as
C. as high to
D. as high for

Answer Analysis:
So.......as negative বাক্যের গঠন। পক্ষান্তরে as + adj+as affirmative এর গঠন।
কাজেই সঠিক উত্তর A.

7. Travellers - their reservations well in advance if they want to fly during the Eid holidays.
A. had better to get
B. had to get better
✅ had better get
D. had better got

Answer Analysis:
had better modal auxiliary-র পর verb-এর base form বসে।
অতএব সঠিক উত্তর C.

8. A seventeen year old is not - to vote in an election.
✅ old enough
B. as old enough
C. enough old
D. enough old as

Answer Analysis:
Adjective-এর পরে enough বসে।
কাজেই সঠিক উত্তর A.

9. Almost everyone fails - on the first try.
A. in passing his driver's test
✅ to his driver's test
C. to have passed his driver's test
d passing his driver's test

Answer Analysis:
Fail-এর সাথে pass থাকবে না।
কাজেই সঠিক উত্তর B.

10. If a man is 'worth his salt', he is -
A. a soldier
B. a thirsty man
✅ a valuable employee
D. a highly paid worker

Answer Analysis:
'Worth one's salt' মানে a valuable employee।
সুতরাং সঠিক উত্তর C.

11. Many companies now have employee assistance programs that enable employees, free of charge, to improve their physical fitness, reduce stress, and learn ways to stop smoking. These programs increase worker productivity, reduce absenteeism and lessen insurance costs for employee health care. Therefore, these programs benefit the company as well as the employee.

Which of the following, if true, most significantly strengthens the conclusion above?
✅ Physical fitness programs are often the most popular services offered to employees.
B. Studies have shown that training in strees management is not effective for many people.
C. Regular exercise reduces people's risk of heart disease and provides them with increased energy.
D. Enployee assistance programs require companies to hire people to supervise the various programs offered.

Answer Analysis:
বিভিন্ন Company তাদের emploee-দের কর্মক্ষম, ধূমপান থেকে বিরত থাকা ও চাপযুক্ত রাখার জন্যে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক Programme-এর ব্যবস্থা করে থাকে। আর এসব Programme করার কারণে Companyও লাভবান হয়ে থাকে।
a option টার মাধ্যমে এই পুরো বিষয়টি মোটামুটি প্রতিফলিত হয়েছে।
তাই সঠিক উত্তর A.

12. Choose the answer that is closest in meaning to the following sentence :
"Despite the great difference in size shape and function, all human cells have the same 46 chromosomes."
A. All human cells are the same because the 46 chromosomes govern size, shape and function.
B. Difference in size, shape and function are not very great because all human cells have the same 46 chromosomes.
C. The size, shape and function of human cells are the same, but the 46 chromosomes are different.
✅ Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function.

Answer Analysis:
প্রদত্ত বাক্যটির অর্থ হলো - আকার, আকৃতি ও কাজের ক্ষেত্রে ব্যপক পার্থক্যকে বাদ দিলে সকল মানব কোষে অভিন্ন ৪৬টি ক্রোমোজোম আছে।
এখানে
D.-এর অর্থ - যদিও মানব কোষে ৪৬টি একই ধরনের ক্রোমোজোম আছে তথাপি তাদের মধ্যে আকার, আকৃতি ও কাজের পার্থক্য আছে।
A.-এর অর্থ - সকল মানব কোষ একই কারণ ক্রোমোজোম ৪৬টি আকার, আকৃতি ও কাজকে নিয়ন্ত্রণ করে।
B.-এর অর্থ - আকার, আকৃতি ও কাজের ক্ষেত্রে পার্থক্য ব্যপক নয় কারণ সকল মানব কোষে অভিন্ন ৪৬টি ক্রোমোজোম আছে।
C. -এর অর্থ - মানব কোষের আকার, আকৃতি ও কাজ একই কিন্তু ক্রোমোজোম ৪৬টি ভিন্ন।
অতএব একমাত্র D. -এর অর্থের সাথেই প্রদত্ত বাক্যের অর্থের সামঞ্জস্যতা আছে।
তাই সঠিক উত্তর D.

In the following four questions choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question.
13. INFRINGE
✅ Transgress
B. Purloin
C. Invade
D. Intrude

Answer Analysis:
Infringe অর্থ লংঘন করা। এর synonymous অর্থবোধক শব্দ Transgress যার অর্থ সীমা লংঘন করা।
সুতরাং সঠিক উত্তর A.

14. BROCHURE
A. Opening
✅ Pamphlet
C. Bureau
D. Censor

Answer Analysis:
Brochure অর্থ কোনো স্থান বা কর্ম সম্পর্কে ছোট পুস্তিকা। এর synonymous শব্দ pamphlet। কারণ, এর অর্থ ছোট পুস্তিকা।
সুতরাং সঠিক উত্তর B.

15. EQUIVOCAL
A. Universal
B. Mistaken
C. Quaint
✅ Clear

Answer Analysis:
Equivocal-এর অর্থ দ্ব্যর্থবোধক বা অসঙষ্ট। এর বিপরীতার্থক শব্দ হচ্ছে clear বা সঙষ্ট।
সুতরাং সঠিক উত্তর D.

16. ILLUSIVE
A. Not deceptive
✅ Not certain
C. Not obvious
D. Not coherent

Answer Analysis:
Illusive অর্থ অসঙষ্ট বা ইন্দ্রজালিক। এর সমার্থক শব্দ not certain যা সঙষ্ট নয়।
সুতরাং সঠিক উত্তর B.

In the following three questions, a related pair of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
17. CARPENTER : SAW
A. Stenographer : Typewriter
✅ Painter : Brush
C. Lawer : Brief
D. Seamstress : Scissors

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pairs of words-এ agent-tool বা ব্যক্তি-যন্ত্র সম্পর্ক বিদ্যমান। একইভাবে, B.-তে ও agent-tool সম্পর্ক বিদ্যমান।
তাই সঠিক উত্তর B.

18. Fire : Ashes
a Accident : delay
✅ Event : Memories
C. Water : waves
D. Wood : Splinter

Answer Analysis:
এখানে Fire : Ashes-এর মধ্যে cause : effect সম্পর্ক বিদ্যমান।
সুতরাং সঠিক উত্তর B.

19. STARE : GLANCE
✅ Gulp : Sip
B. Confide : Tell
C. Scorn : Admire
D. Participate : Observe

Answer Analysis:
Glance যেমন stare সমার্থক শব্দ যার অর্থ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তেমনি sip ও gulp সমার্থক শব্দ যার অর্থ চুমুক দেয়া।
তাই সঠিক উত্তর A.

Questions 20 to 23 refer to the following passage. :
Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome's major highway was called the via salaria, that is the Salt Road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying 'worth their salt' which mean to be valuable derives from the custom of payment during the Empire.

20. What does the passage maninly discuss?
A. The old saying, 'worth their salt'
B. The Roman Empire
C. Salt
✅ Ancient Trade

Answer Analysis:
Passage টি পড়ে জানা যায় যে প্রাচীন যুগে মানুষ বিভিন্ন জিনিস আদান-প্রদানের মাধ্যমে ব্যবসা করতো। পুরো Passageটিতেই প্রাচীন লবণের ব্যবসার (Ancient Trade) কথা বলা হয়েছে।
অতএব সঠিক উত্তর D.

21. According to the passage, salt flats were located in -
A. Rome
B. Tiber
✅ Ostia
D. Salaria

Answer Analysis:
Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River.
অতএব সঠিক উত্তর C.

22. Salarium is a Latin word that means -
A. salt
✅ salary
C. soldiers
D. the Salt Road

Answer Analysis:
Salarium is a Latin (Roman) word which means salary.
অতএব সঠিক উত্তর B.

23. If a man is 'worth his salt', he is -
A. a soldier
B. a thirsty man
C. a valuable employee
✅ a highly paid worker

Answer Analysis:
The old saying 'worth their salt' which mean to be valuable derives from the custom of payment during the Empire, that means a highly paid worker.
অতএব সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২২তম পর্ব 

1. The sentence with correct punctuations -
A. Maria, my student, is on leave today
B. Maria my student, is on leave today
C. Maria my student is on leave today
D. Maria my student is, on leave today

Answer Analysis:
কিছু সুস্পষ্টভাবে বোঝানোর জন্যে তা কমা বা ব্রাকেটের মধ্যে লিখতে হয়। এখানে মারিয়া কে? আমার ছাত্রী, তা বোঝানোর জন্যে কমা ব্যবহৃত হয়েছে।
অতএব সঠিক উত্তর A.

2. The antonym for `Inimical' -
A. Hostile
✅ Friendly
C. Indifferent
D. Angry

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত inimical শব্দটির অর্থ ‘বৈরীতাপূর্ণ’। এখানে
B. Friendly অর্থ - বন্ধুত্বপূর্ণ;
A. Hostile অর্থ - শত্রুতাপূর্ণ;
C. Indifferent অর্থ - উদাসীন;
D. Angry অর্থ - রাগান্বিত।
অর্থাৎ B.-এর অর্থ প্রশ্নের শব্দটির অথের্র বিপরীত।
তাই সঠিক উত্তর B.

3. The synonym for `efface' -
A. Improve
B. Exhaust
✅ Rub out
D. Cut out

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত efface শব্দটির অর্থ ‘মুছে ফেলা’। এখানে
C. Rub out অর্থ - মুছে ফেলা;
A. Improve অর্থ - উন্নত করা;
B. Exhaust অর্থ - নিঃশেষ করা;
D. Cut out অর্থ - কেটে ফেলা।
অর্থাৎ C. -এর সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর C.

4. The best passive form of the sentence :
`We don't like idle people' -
A. We are not liked by idle people
B. Idle people are not like us
✅ Idle people are not liked by us
D. Idle people are not of our liking

Answer Analysis:
C. সঠিক - কারণ এখানে Active voice-এর object-কে subject এবং subject-কে object-এ রূপান্তর করা হয়েছে;
A. সঠিক নয় - কারণ এখানে Active voice-এর object-কে subject-এ রূপান্তর করা হয়নি;
B. সঠিক নয় - কারণ এতে past participle ব্যবহার হয়নি;
D. তে - past participle ব্যবহার করা হয়নি।
সুতরাং সঠিক উত্তর C.

5. The correct sentence of the followings -
A. The Nile is longest river in Africa
B. The Nile is longest river in the Africa
C. Nile is longest river in Africa
✅ The Nile is the longest river in Africa

Answer Analysis:
নদীর নামের পূর্বে 'the' এবং adjective-এর superlative form-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়।
D.-তে নদীর নাম ও superlative form-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়েছে;
A.-তে superlative (longest)-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়নি;
B.-তে superlative form-এর পূর্বে ‘the’ ব্যবহৃত হয়নি;
C. -তে নদীর নামের পূর্বে ও superlative form-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়নি।
অতএব সঠিক উত্তর D.

6. Browning was the composer of any of the following poems -
A. Two voices
B. The Scholar Gipsy
✅ Andrea Del Sarto
D. Oenone

Answer Analysis:
'Andrea Del Sarto' কবিতাটি Browning-এর লিখিত কবিতা।
সুতরাং সঠিক উত্তর C.

7. The right word to fit in the gap of the following sentence -
`Give her a telephone number to ring - she gets lost'.
✅ Whether
B. In case
C. Unless
D. Perhaps

Answer Analysis:
A. Whether অর্থ - যদি; যা দুটি clause-কে সংযুক্ত করে।
B. In case কোনো - phrase নয় কিন্তু in case of একটি phrase যার অর্থ পরিবর্তে।
C. Unless অর্থ - যদি না; যা দুটি clause-কে সংযুক্ত করে।
D. Perhaps অর্থ - হয়তো বা সম্ভবত; যা দুটি clause-কে সংযুক্ত করতে পারে না।
সুতরাং অর্থের প্রয়োজনানুসারে সঠিক উত্তর A.

8. The synonym of `Franchise' -
✅ Privilege
B. Utility
C. French
D. Frankness

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত Franchise শব্দটির অর্থ বিশেষ অধিকার। এখানে
A. Privilege অর্থ - বিশেষ সুবিধা;
B. Utility অর্থ - উপযোগিতা;
C. French অর্থ - ফরাসি;
D. Frankness অর্থ - সরলতা।
অর্থাৎ A.-এর অর্থের সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল আছে।
তাই সঠিক উত্তর A.

9. The opposite word of `sluggish' -
✅ Animated
B. Dull
C. Heavy
D. Slow

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'sluggish' শব্দটির অর্থ ‘অলস/ধীরগতিসম্পন্ন’। এখানে
A. Animated অর্থ - উজ্জীবিত;
B. Dull অর্থ - নিরস;
C. Heavy অর্থ - ভারী;
D. Slow অর্থ - ধীরগতিসম্পন্ন।
অর্থাৎ A.-এর অর্থ প্রশ্নের শব্দটির অর্থের সম্পূর্ণ বিপরীত।
তাই উত্তর A.

10. The correct spelling is -
A. Humourous
B. Humourious
✅ Humorous
D. Humorious

Answer Analysis:
C. Humorous শব্দটির বানান সঠিক যার অর্থ মজাদার, জীবদেহনিঃসৃত রস সংক্রান্ত।
অতএব সঠিক উত্তর C.

11. 'Equivocation' means -
A. A true statement
B. Equal opportunity to get a job
C. Free expression of opinions
✅ Two contrary things in the same statement

Answer Analysis:
Equivocation is classified as both a formal and informal logical fallacy. It is the misleading use of a term with more than one meaning or sense.
So the correct answer is D.

12. When a person says he's 'all in', it means -
✅ He is very tired
B. He has arrived
C. He has finished packing
D. He has got everything

Answer Analysis:
'All in' অর্থ ‘পরিশ্রান্ত’ (very tired)।
কাজেই সঠিক উত্তর A.

13. 'Bill of fare' is -
A. A chart of bus fare
✅ A price list
C. A valuable document
D. A list of dishes at a restaurant

Answer Analysis:
'Bill of fare' অর্থ ‘খাদ্য মূল্যতালিকা’।
কাজেই সঠিক উত্তর B.

14. A ‘bull market means' that share prices are -
A. Falling
✅ Rising
C. Moving
D. Static

Answer Analysis:
'Bull market' অর্থ যেখানে শেয়ার মূল্য ক্রমাগত বাড়ে।
অতএব, সঠিক উত্তর B.

15. 'Blue chips' are -
A. Securities issued by the government
✅ Industrial shares considered to be a safe investment
C. Industrial shares considered to be a risky investment
D. Flat plastic counters used as money tokens

Answer Analysis:
'Blue chips' অর্থ ‘নিরাপদ বিনিয়োগ বলে বিবেচিত শেয়ার’।
কাজেই সঠিক উত্তর B.

16. 'Razzmatazz' means -
A. A musical instrument
B. A well-planned programme
✅ A noisy activity
D. A musical drama

Answer Analysis:
সঠিক উত্তর C.

17. 'Blockbuster' means -
A. A large solid piece of stone
B. A device to cut off a person's head as a punishment
C. Something that makes movement difficult
✅ A powerful explosive to demolish buildings

Answer Analysis:
'Blockbuster' means a powerful explosive bomb used for demolition purposes or something, such as a film or book, which sustains widespread popularity and achieves enormous sales.
So the correct answer is D.

18. Any one of the following pairs are literary collaborators -
✅ Eliot and Pound
B. Yeats and Eliot
C. Pope and Dryden
D. Shelly and Keats

Answer Analysis:
TS Eliot তাঁর 'The Waste Land' কবিতাটি লেখার সময় Ezra Pound-এর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। তাছাড়া, Ezra Pound কবিতাটির বেশ কাটছাট ও Editing করেন। এই সূত্র ধরে Eliot ও Pound-কে Literary Collaborator বলা যায়।
সঠিক উত্তর A.

19. The correct sentence of the followings -
✅ A new cabinet has been sworm in in Dhaka.
B. A new cabinet has been sworm in Dhaka.
C. A new cabinet has been sworm by in Dhaka.
D. A new cabinet has sworm in Dhaka.

Answer Analysis:
এখানে
A.-তে - সঠিক verb ব্যবহৃত হয়েছে এবং এটি passive।
B. ও C. সঠিক নয়, কারণ এতে - verb সঠিকভাবে ব্যবহার করা হয়নি।
D. সঠিক নয়, কারণ এতে - active mode রয়েছে।
তাই A. সঠিক উত্তর।

20. 'To read between the lines' means -
A. To read carefully
B. To read only some lines
C. To read quickly to save time
✅ To read carefully to find out any hidden meaning

Answer Analysis:
সঠিক উত্তর D.

21. The last word of the proverb, 'Handsome is that handsome-'
A. Works
B. Thinks
C. Says
✅ Does

Answer Analysis:
প্রদত্ত প্রশ্নটি একটি প্রবাদ বাক্যের অংশ বিশেষ যার পূর্ণবাক্য হলো Handsome is that handsome does।
কাজেই সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২১তম পর্ব 

1. Which of the following sentences is correct ?
A. I forbade him from going.
✅ I forbade him to go.
C. I forbade him going.
D. I forbade him not to go.

Answer Analysis:
অধিকাংশ principal verb-এর পরে 'to' infinitive ব্যবহৃত হয়। এখানে
B.-তে - 'forbade' verb-টির পরেও to infinitive ব্যবহৃত হয়েছে কিন্তু
A., C. ও D.-তে - এই নিয়মটি অনুসরণ করা হয়নি।
কাজেই সঠিক উত্তর B.

2. Which of the following is a correct proverb?
✅ Fools rush in where angels fear to tread.
B. Fools rush in where an angel fears to tread.
C. A fool rushes in where an agnel fears to tread.
D. Fools rush in where the angels fear to tread

Answer Analysis:
প্রচলিত প্রবাদ বাক্যটি হলো Fools rush in where angels fear to tread।
কাজেই সঠিক উত্তর A.

3. Which of the following sentences is correct?
A. Why you have done this?
B. Why did you have done this?
✅ Why have you done this?
D. Why you had done this?

Answer Analysis:
Interrogative Sentence-এ যদি when, where, who, which, whose, why, how থাকে তাহলে subject-এর পূর্বে Tense ও Person অনুযায়ী Auxiliary verb যোগ করতে হয়।
নিয়মানুযায়ী সঠিক উত্তর C.

4. Which of the following sentences is correct?
A. The shirt which he bought is blue in colour
B. The shirt that which he bought is blue in colour
C. Which shirt he bought is blue in colour
✅ The shirt which he bought is blue in colour.

Answer Analysis:
এখানে
D.-তে - article (the) ও relative pronoun (which) সঠিকভাবে antecedent-এর পরে ব্যবহার করা হয়েছে;
A.-তে - article (the)-এর পরিবর্তে ভুলভাবে that ব্যবহার হয়েছে;
B.-তে - একই সাথে ভুলবশত দুইটি relative pronoun (that which) ব্যবহার হয়েছে;
C. -তে - ভুল করে relative pronoun (which)-কে noun (shirt)-এর পূর্বে ব্যবহার করা হয়েছে।
তাই সঠিক উত্তর D.

5. The correct passive of "Sheila was writing a letter" is -
A. A letter was writing by Sheila.
B. A letter was being writing by Sheila.
✅ A letter was being written by Sheila
D. A letter was been written by Sheila.

Answer Analysis:
Past continuous tense–এর active voice-কে passive voice-এ রূপান্তরের structure হলো : Sub + was/were + being + past participle...। এখানে
C. -তে - এই structure-টি অনুসরণ করা হয়েছে;
A., B. ও D.-তে - অনুসরণ করা হয়নি;
তাই সঠিক উত্তর C.

6. Which of the following sentences is correct?
A. One of my friends are a lawyer.
✅ One of my friends is a lawyer.
C. One of my friend is a lawyer.
D. One of my friends are lawyer.

Answer Analysis:
'One of'-এর পরে ব্যবহৃত NPটি plural হবে এবং singular verb ব্যবহৃত হবে। এখানে
B.-তে plural NP (my friends) ও singular verb (is) ব্যবহার হয়েছে। তাই B.-ই সঠিক।
কিন্তু A. ও D.-তে plural verb (are),C. -তে singular NP (my friend) ব্যবহার হয়েছে।
তাই A., C. ও D. সঠিক নয়।
সুতরাং সঠিক উত্তর B.

7. The word ‘eecological’ is related to -
A. atmosphere
B. pollusion
✅ environment
D. demography

Answer Analysis:
‘Eecological’ is the study of the relationships between organisms and their environment.
So the correct answer is C. .

8. The synonym of ‘genesis’ is -
A. introduction
B. preface
✅ beginning
D. foreword

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'genesis' শব্দটির অর্থ উৎপত্তি বা শুরু। এখানে
C. beginning অর্থ - শুরু;
A. introduction অর্থ - পরিচিত;
B. preface অর্থ - মুখবন্ধ/ভূমিকা;
D. foreward অর্থ - ভূমিকা।
অর্থাৎ C. -এর অর্থের সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল আছে।
তাই সঠিক উত্তর C.

9. The word homogeneous' means -
✅ of the same kind
B. of the same place
C. of the same race
D. of the same density

Answer Analysis:
'Homogeneous' অর্থ সমজাতীয় বা সমগোত্রীয়। এখানে
A. of the same kind অর্থ - একই ধরনের বা সমজাতীয়;
B. of the same place অর্থ - একই জায়গার;
C. of the same race অর্থ - একই মানব প্রজাতির;
D. of the same density অর্থ - একই ভাগ্যের।
সুতরাং সঠিক উত্তর A.

10. The word 'lmbibe' means -
A. to learn
B. to tinge
✅ to drink
D. to acquire

Answer Analysis:
'Imbibe' অর্থ পান করা, শুষে নেয়া, হজম করা। এখানে
C. to drink দ্বারা - পান করা;
A. to learn দ্বারা - শেখা;
B. to tinge দ্বারা - মিশ্রিত করা;
D. to acquire দ্বারা - অর্জন করা বোঝানো হয়েছে।
সুতরাং সঠিক উত্তর C.

11. Something which is obnoxious means that is
A. very dangerous
B. very pleasant
C. very ugly
✅ very unpleasant

Answer Analysis:
'Obnoxious' অর্থ ঘৃণ্য, নোংরা, আপত্তিকর ইত্যাদি। এখানে D. very unpleasant অর্থ - খুবই অস্বস্তিকর।
A. very dangerous অর্থ - খুবই বিপদজনক;
B. very pleasant অর্থ - খুবই সুখকর;
C. very ugly অর্থ - অত্যন্ত কুৎসিত;
সুতরাং সঠিক উত্তর D.

12. A pilgrim is a person who undertakes a journey to a -
✅ holy place
B. a mosque
C. a bazar
D. a new country

Answer Analysis:
সঠিক উত্তর A.

13. Shakespeare is known mostly for his -
A. poetry
B. novels
C. autobiography
✅ plays

Answer Analysis:
Shakespeare বেশ কিছু সনেট লিখলেও ইতিহাসে তিনি তাঁর নাটকের জন্যে অমর। তিনি কখনই কোনো উপন্যাস কিংবা আত্মকাহিনী লিখেননি।
সুতরাং সঠিক উত্তর D.

14. A person who writes about his own life writes -
A. a chronicle
✅ an autobiography
C. a diary
D. a biography

Answer Analysis:
সঠিক উত্তর B.

15. In which century was the Victorian period?
A. 17th century
B. 18th century
✅ 19th century
D. 20th century

Answer Analysis:
Victorian Age-এর স্থায়িত্বকাল 1832-1900, Georgian Age-এর স্থায়িত্বকাল খুবই সংক্ষিপ্ত; এর শুরু Victorian Age-এর পর আর শেষ Modern age-এর শুরুর আগে।
সুতরাং সঠিক উত্তর C.

16. The antonym of ‘indifference’ is -
✅ ardour
B. compassion
C. anxiety
D. concern

Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'indifference' শব্দটির অর্থ ‘উদাসীনতা’। এখানে A. ardour অর্থ - উৎসাহ;
B. compassion অর্থ - আবেগ;
C. anxiety অর্থ - দুশ্চিন্তা;
D. concern অর্থ - উদ্বেগ।
A.-এর অর্থ প্রশ্নে প্রদত্ত শব্দটির অর্থের বিপরীত।
তাই সঠিক উত্তর A.

17. Three score is -
A. thirty times
B. three hundred times
✅ three times twenty
D. more than three

Answer Analysis:
Three score is three times twenty, that is, 3  20 = 60.
সুতরাং সঠিক উত্তর C.

18. An Ordinance is -
A. a book
B. an arms factory
C. a news paper, journal
✅ a law

Answer Analysis:
'An ordinance' অর্থ অধ্যাদেশ বা বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি বা হুকুম উল্লিখিত চারটি বিকল্পের মধ্যে D. a law দিয়ে কেবল 'An ordinance'-কে বোঝায়।
সুতরাং সঠিক উত্তর D.

19. A fantasy is -
✅ an imaginary story
B. a funny film
C. a history record
D. a real-life event

Answer Analysis:
'Fantasy' অর্থ অলীক কল্পনা বা কল্পকথা। প্রশ্নে উল্লিখিত চারটি options-এর মধ্যে A.'an imaginary story' দ্বারা কেবল fantasy-কে বোঝায়।
সুতরাং সঠিক উত্তর A.

20. Something that is fresh is something -
A. recently printed or published
✅ in fairly good condition
C. disrespectful
D. pleasant

Answer Analysis:
'Fresh' অর্থ এখানে ‘পরিচ্ছন্ন’।
কাজেই সঠিক উত্তর B.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ২০তম পর্ব 

1. The speaker failed to make the audience - to him patiently. - Which of the following is the correct verb form in the blank above?
A. to listen
B. listening
C. listened
✅ listen

Answer Analysis:
'Make' verb-এর পর মূল verb-এর base form বসে।
তাই নিয়মানুসারে উত্তর D.

2. Which of the following ages in literary history is the latest?
A. The Augustan Age
B. The Victorian Age
✅ The Georgian Age
D. The Restoration Age

Answer Analysis:
C. Georgian Age-এর স্থায়িত্বকাল - খুবই সংক্ষিপ্ত; এর শুরু Victorian Age-এর পর আর শেষ Modern Age-এর শুরুর আগে।
A. Augustan Age-এর স্থায়িত্বকাল - 1700-1740;
B. Victorian Age-এর স্থায়িত্বকাল - 1832-1900;
D. Restoration Age-এর স্থায়িত্বকাল - 1660-1700.
সুতরাং সঠিক উত্তর C.

3. The First English Dictionary was compiled by-
A. Izaak Walton
✅ Samuel Johnson
C. Samuel Butler
D. Sir Thomas Browne

Answer Analysis:
Samuel Johnson
(18(7) September 1709 - 13 December 1784)
★ প্রথম English Dictionary সংকলন করেছিলেন - Samuel Johnson.
★ Dr Johnson ছিলেন একজন - British author, essayist, moralist, literary critic, biographer, editor and lexicographer.
★ He is also the subject of - "the most famous single work of biographical art in the whole of literature": James Boswell's Life of Samuel Johnson.
★ তাঁর উল্লেখযোগ্য রচনাগুলো হলো - the biography ‘The Life of Richard Savage’, the poems ‘London’ এবং ‘The Vanity of Human Wishes’, এবং the play ‘Irene’.
Izaak Walton
(9 August 1593 – 15 December 1683)
★ Izaak Walton ছিলেন একজন - English writer. Best known as the author of ‘The Compleat Angler’.
★ তিনি আরও লেখেন - a number of short biographies which have been collected under the title of Walton's Lives.
Samuel Butler
(4 or 5 December 1835 – 18 June 1902)
★ Samuel Butler ছিলেন একজন- iconoclastic Victorian author যিনি a variety of works প্রকাশ করেন।
★ তাঁর ২টি বিখ্যাত রচনা হলো - the Utopian satire ‘Erewhon’ এবং the posthumous novel ‘The Way of All Flesh’.
★ He is also known for examining - Christian orthodoxy, substantive studies of evolutionary thought, studies of Italian art, and works of literary history and criticism.
★ Butler হলেন - ‘The Iliad’ এবং ‘The Odyssey’-এর অনুবাদক।
Sir Thomas Browne
(19 October 1605 – 19 October 1682)
★ Sir Thomas Browne ছিলেন একজন - English author of varied works which reveal his wide learning in diverse fields including medicine, religion, science and the esoteriC. 
★ তাঁর উল্লেখযোগ্য রচনাগুলো হলো - ‘Religio Medici (1643)’, ‘Pseudodoxia Epidemica (1646–72)’, ‘Hydriotaphia, Urn Burial (1658)’, ‘The Garden of Cyrus (1658)’, ‘A Letter to a Friend (1656; pub. post. 1690)’, ‘Christian Morals (1670s; pub. post. 1716)’.
The correct answer is B..

4. My uncle has three sons, - work in the same office. - which of the following is the best form of pronoun in the above sentence ?
A. all of them
B. who all
C. they all
✅ all of whom

Answer Analysis:
'Whom' relative pronoun দ্বারা দুইটি clause-কে Connect করা হয়েছে। এখানে all of them, they all, relative pronoun নয় আর who all অর্থগতভাবে প্রযোজ্য নয়।
সুতরাং সঠিক উত্তর D.

5. People always remember patriots, - Which of the following is the best passive form of the above sentence ?
A. The patriots will always be remembered by people
B. The patriots are always being remembered
C. People are always remembered by the patriots
✅ The patriots are always remembered

Answer Analysis:
Present indefinite tense-এর active voice-কে passive voice-এ রূপান্তরের structure হলো – Sub + am/is/are + past participle + .........। এখানে
D.-তে - এই structure-টি অনুসরণ করা হয়েছে। কিন্তু
A., B. ও C. -তে - structure-টি অনুসরণ করা হয়নি; তাই এগুলোর কোনটিই সঠিক নয়।
তাই সঠিক উত্তর D.

6. What is the meaning of the word `intrepid' ?
A. Arrogant
B. belligerent
C. questioning
✅ fearless

Answer Analysis:
'Intrepid' অর্থ নির্ভীক, অকুতোভয়, সাহসী। এখানে
D. fearless অর্থ - নির্ভীক।
A. Arrogant অর্থ - উদ্ধত;
B. belligerent অর্থ - যুদ্ধংদেহী;
C. questioning অর্থ - জিজ্ঞাংসু
সুতরাং সঠিক উত্তর D.

7. What is the meaning of the expression `bottom line' ?
A. The final step
B. The end of a road
C. The last line of a book
✅ The essential point

Answer Analysis:
'Bottom line' অর্থ ‘মূল বিষয়’ (essential point)।
কাজেই সঠিক উত্তর D.

8. The word 'plurality' means -
A. The letter 'S'
B. Men and women
C. Chaos and confusion
✅ The holding of more than one office at a time

Answer Analysis:
Plurality অর্থ holding of more than one Benefice; here we cab termed it holding of more than one office at a time.
কাজেই সঠিক উত্তর D.

9. 'Paediatric' relates to the treatment of -
A. Adults
✅ Children
C. Old people
D. Women

Answer Analysis:
সঠিক উত্তর B.

10. 'Boot leg' means to -
A. distribute
B. export
C. import
✅ smuggle

Answer Analysis:
'Boot leg' means to import or export secretly and illegally: run, smuggle.
অতএব সঠিক উত্তর D.

11. Fill in the gap with appropriate preposition. Are you doing anything special - the weekend?
A. in
B. for
C. on
✅ at

Answer Analysis:
কোনো নির্দিষ্ট সময় বোঝালে at ব্যবহৃত হয়। এখানে weekend নির্দিষ্ট সময় বোঝাচ্ছে বিধায় at ব্যবহৃত হবে।
অতএব সঠিক উত্তর D.

12. Which of the following is a correct sentence ?
A. He was too clever not to miss the point
B. he was so clever to miss the point
✅ He was too clever to miss the point
D. He was too clever to grasp the point

Answer Analysis:
'Too........to' construction-টি নিজেই negative meaning বহন করে। এর সাথে negative adverb ব্যবহার সঠিক নয়। তাই A. সঠিক নয়। B.-তে ব্যবহৃত 'so.....to' construction-টি সঠিক নয়। D.-তে 'too.....to' construction ঠিক আছে কিন্তু অর্থগত ভুল রয়েছে। কিন্তু C. -তে 'too.....to' construction-সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
তাই সঠিক উত্তর C.

13. The 'Poet Laureate' is -
A. The best poet of the counry
B. a winner of the Nobel Prize in poetry
✅ the Court Port of England
D. A classical poet

Answer Analysis:
Poet Laureate একটি উপাধি যা ইংল্যান্ডের বিশিষ্ট সম্মানিত ও বিখ্যাত কবিদের প্রদান করা হতো। একজন Poet Laureate রাজতন্ত্রের সুনামগীতি রচনা করেন।
সুতরাং সঠিক উত্তর C.

14. Which of the following school of literary writings is connected with a medical theory ?
A. Comedy of Manners
B. Theater of the Absurd
C. Heroic Tragedy
✅ Comedy of Humours

Answer Analysis:
Comedy of Humours সাধারণত মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের সাথে জড়িত।
সুতরাং এখানে সঠিক উত্তর D.

15. Who of the following was both a poet and painter?
A. Keats
B. Donne
✅ Blake
D. Spenser

Answer Analysis:
Romantic Age-এর একজন বিখ্যাত কবি Blake যিনি তাঁর কবিতা ও চিত্রকর্মের জন্যে সমভাবে বিখ্যাত।
সুতরাং সঠিক উত্তর C.

16. What is the synonym of 'incredible'?
✅ Unbelievable
B. Unthinkable
C. Unlikely
D. Unithinking

Answer Analysis:
'Incredible'-এর অর্থ ‘অবিশ্বাস্য’। এখানে-
A. unbelievable অর্থ - অবিশ্বাস্য;
B. unthinkable অর্থ - অচিন্ত্যনীয়;
C. unlikely অর্থ - অসম্ভব;
D. unthinking অর্থ - অচিন্তিত।
অর্থাৎ A.-এর অর্থ প্রশ্নের শব্দটির অর্থের সমার্থক।
তাই সঠিক উত্তর A.

17. What is the antonym of 'famous'?
A. Opaque
B. Illiterate
✅ Obscure
D. Immature

Answer Analysis:
Famous-এর অর্থ ‘বিখ্যাত’। এখানে
C. Obscure অর্থ - নামহীন/কেউ চেনে না এমন;
A. Opaque অর্থ - অসঙষ্ট;
B. Illiterate অর্থ - নিরক্ষর;
D. Immature অর্থ - অপরিপক্ক।
অর্থাৎ C. -এর অর্থ প্রশ্নের শব্দের অর্থের সম্পূর্ণ বিপরীত।
তাই সঠিক উত্তর C.

18. 'Plebiscite' is a term related to -
A. Technology
B. Medicine
C. Law
✅ Politics

Answer Analysis:
'Plebiscite'-এর অর্থ হলো গণভোট যা শুধুমাত্র politics-এর সাথে সংশ্লিষ্ট।
তাই সঠিক উত্তর D.

19. Who wrote 'Beauty is truth, truth is beauty'?
A. Shakespeare
B. Wordsworth
✅ Keats
D. Eliot

Answer Analysis:
এই লাইনটি Keats-এর 'Ode on a Grecian Urn'-কবিতার।
সুতরাং, সঠিক উত্তর C.

20. Many Islands make up -
A. an isles
✅ an archipelago
C. a peninsula
D. a continent

Answer Analysis:
B. An archipelago (দ্বীপপুঞ্জ) - is a chain or cluster of islands that are formed tectonically. The word archipelago is derived from the Greek arkhi- ("chief") and pelagos ("sea") through the Italian Arcipelago. In Italian, possibly following a tradition of antiquity, the Arcipelago was the proper name for the Aegean Sea and, later, usage shifted to refer to the Aegean Islands (since the sea is remarkable for its large number of islands). It is now used to generally refer to any island group or, sometimes, to a sea containing a large number of scattered islands like the Aegean Sea.

A. An isle (ক্ষুদ্র দ্বীপ) - is an island, especially a small one.

C. A peninsula (উপদ্বীপ) - is a piece of land that is surrounded by water but connected to mainland via an isthmus. In many Germanic and Celtic languages and also in Hungarian, peninsulas are called "half-islands". A peninsula can also be a headland (head), cape, island promontory, bill, point, or spit. Note that a point is generally considered a tapering piece of land projecting into a body of water that is less prominent than a cape.

D. A continent (মহাদেশ) - is one of several large landmasses on Earth. They are generally identified by convention rather than any strict criteria, with seven regions commonly regarded as continents – they are (from largest in size to smallest): Asia, Africa, North America, South America, Antarctica, Europe, and Australia. The expression "the Continent" may also refer to Continental Europe, that is, the mainland of Europe, excluding the British Isles, Iceland and some other islands.
সুতরাং সঠিক উত্তর B.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ১৯তম পর্ব 

1. You should show good manners in the company of young ladies.
Which is the appropriate phrase for the underlined expression above ?
✅ behave gently
B. practise manners
C. behave yourself
D. do not talk rudely

Answer Analysis:
'Show good manners' বিনম্র ব্যবহার করা। এখানে
A. behave gently অর্থ - ভদ্র ব্যবহার করা;
B. practise manners অর্থ -প্রথা চর্চা করা;
C. behave yourself অর্থ - নিজের মত ব্যবহার করা;
D. do not talk rudely অর্থ - রূঢ়ভাবে কথা বলো না।
সুতরাং সঠিক উত্তর A.

2. The invention of computer has turned over a new leaf in the history of modern technology.
Which of the following is nearest in meaning to the italicized idiom above?
A. created new history
B. began a new civilization
✅ opened a new chapter
D. created a sensation

Answer Analysis:
'Turn over a new leaf' অর্থ ‘নতুন অধ্যায়ের সূচনা করা’ (open a new chapter)।
কাজেই সঠিক উত্তর C.

3. Trying unitedly we were able to have our project approved against strong oppositions.
Which of the following says nearly the same as 'against' above?
A. in the wake of
B. in the guise of
C. in the plea of
✅ in the teeth of

Answer Analysis:
'Against strong oppositions' অর্থ শক্তিশালী প্রতিপক্ষের বিপরীত। এখানে
D. in the teeth of অর্থ - শক্ত প্রতিপক্ষের বিপরীত।
A. in the wake of অর্থ - পেছন পেছন;
B. in the guise of অর্থ - ছদ্মবেশে চলা;
C. in the plea of অর্থ - অজুহাতে;
সুতরাং সঠিক উত্তর D.

4. Not many people can commit such a heinous crime in cold blood.
What does the italicized idiom above mean ?
✅ in cool brain and calculated thought
B. so patiently and thoughtfully
C. so impatiently and thoughtlessly
D. stirred by sudden emotion

Answer Analysis:
'In cold blood' অর্থ ঠান্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায়।
সুতরাং সঠিক উত্তর A.

5. The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words.
Which is the best phrase for the underlined expression above?
✅ beggars description
B. cuts to the quick
C. boils down to this
D. keeps open house

Answer Analysis:
'So miserable that it cannot be described in words' মানে এত দুর্দশাপূর্ণ যে ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানে
A. beggars description অর্থ - বর্ণনাতীত;
B. cuts to the quick অর্থ - মনে কষ্ট দেয়া;
C. boils down to this অর্থ - মূল বিষয় সমস্যা;
D. keeps open house অর্থ - গৃহস্থালির দায়িত্ব পালন করা।
সুতরাং সঠিক উত্তর A.

6. A speech full of too many words is -
A. A big speech
B. Maiden speech
C. An unimportant speech
✅ A verbose speech

Answer Analysis:
Here a verbose speech means using or containing a great and usually an excessive number of words.
So the correct answer is D.

7. To meet trouble half-way means -
✅ To be puzzled
B. To get nervous
C. To be disappointed
D. To bear up

Answer Analysis:
'To meet trouble half way' অর্থ ‘হতভম্ব হয়ে যাওয়া’ (to be puzzled)।
কাজেই সঠিক উত্তর A.

8. ‘Paradise Lost’ attempted to -
A. Justify the ways of man to God
✅ Justify the ways of God to man
C. Show that the Satan and God have equal power
D. Explain why good and evil are necessary

Answer Analysis:
'Paradise Lost' কবি John Milton রচিত একটি বিখ্যাত epic। এখানে মানুষের সাথে ঈশ্বরের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সুতরাং সঠিক উত্তর B.

9. What is the meaning of the idiom ‘a round dozen’?
A. a little less than a dozen
B. a little more than a dozen
✅ a full dozen
D. round about a dozen

Answer Analysis:
'A round dozen' মানে পূর্ণ ডজন/১২টি।
তাই সঠিক উত্তর C.

10. What is the meaning of ‘Soft Soap’?
✅ Flatter for self motives
B. To speak ill of others
C. To speak high of others
D. To recognise other's good deeds

Answer Analysis:
'Soft soap' মানে তোষামোদ করা। এখানে
A. flatter for self-motives অর্থ - নিজ অভিপ্রায়ে তোষামোদ করা;
B. to speak ill of others অর্থ - অন্যের নিন্দা করা; C. to speak high of others অর্থ - অন্যদের পক্ষে বড় বড় কথা বলা;
D. to recognise other's good deeds অর্থ - অন্যের ভাল কাজসমূহ বুঝতে পারা বা স্বীকৃতি দেয়া।
সুতরাং সঠিক উত্তর A.

11. People who assume that no evil can be fall them are foolishly -
A. ardent
✅ complacent
C. confident
D. apprehensive

Answer Analysis:
বোকারা সাধারণত বিপদের তীব্রতা না বুঝতে পেরেই আত্মপ্রসন্ন থাকে।
তাই সঠিক উত্তর B.

12. One who unduely forwards in rendering services for others is not generally liked in society.
Which of the following words represents truely the character of the person mentioned above?
A. benevolent
B. official
✅ officious
D. bureaucratic

Answer Analysis:
এখানে সঠিক উত্তর C.

13. What kind of man is quite the opposite type of 'supercious'?
✅ Affable
B. Haughty
C. Disdainful
D. Wicked

Answer Analysis:
কারণ এখানে Supercilious শব্দের অর্থ অবজ্ঞাপূর্ণ এবং Affable অর্থ বন্ধুভাবাপন্ন।
সঠিক উত্তর A.

14. How man eggs have our hens - this month?
Which of the following words best completes the above sentence?
A. lain
✅ laid
C. lay
D. lied

Answer Analysis:
Lay (ডিমপাড়া) present, past - laid, past participle - laid।
সুতরাং সঠিক উত্তর B.

15. The walls of our house have been painted - green. Which is the correct preposition in the blank above?
✅ no preposition
B. by
C. in
D. with

Answer Analysis:
সাধারণত adjective-এর পূর্বে কোনো preposition বসে না।
সুতরাং এখানে সঠিক উত্তর A.

16. Can you tell me where- ?
Which of the following is the best clause in the above sentence?
A. Does Mr. Ali live
B. Mr. Ali does live
✅ Mr. Ali lives
D. lives Mr. Ali

Answer Analysis:
প্রদত্ত sentence-টি interrogative হলেও প্রথম clause-টি যেহেতু interrogative সেহেতু দ্বিতীয় clause-টি assertive হবে। A., B. এবং D. -তে clause-টি এলোমেলো এবং ভুলভাবে সাজানো।
তাই সঠিক উত্তর C.

17. What is the full name of the great American short story writer O'Henry?
A. Walt Whitman
✅ William Sydney Porter
C. Marjorie Kinnan-Rawlings
D. Mark Twain

Answer Analysis:
William Sydney Porter
(September 11, 1862 – June 5, 1910)
★ 'O Henry'র প্রকৃত নাম - William Sydney Porter.
Walter "Walt" Whitman
(May 31, 1819 – March 26, 1892)
★ তিনি ছিলেন একজন - American poet, essayist and journalist.
★ A humanist, he was a part of the transition between - transcendentalism and realism, incorporating both views in his works.
★ Whitman is among the most influential poets in the - American canon, often called the father of free verse.
★ His work was very controversial in its time, particularly his - poetry collection ‘Leaves of Grass’, which was described as obscene for its overt sexuality.
Marjorie Kinnan-Rawlings
(August 8, 1896 – December 14, 1953)
★ Marjorie Kinnan Rawlings ছিলেন একজন - American author who lived in rural Florida and wrote novels with rural themes and settings.
★ তাঁর উল্লেখযোগ্য রচনা - ‘The Yearling’, about a boy who adopts an orphaned fawn, won a Pulitzer prize for fiction in 1939 and was later made into a movie, also known as ‘The Yearling’.
Mark Twain (Samuel L. Clemens)
(November 30, 1835 – April 21, 1910)
★ Samuel Langhorne Clemens পরিচিত ছিলেন যে ছদ্মনামে - Mark Twain.
★ তিনি ছিলেন একজন - American author and humorist.
★ তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো - ‘Adventures of Huckleberry Finn’ (1885), যা "the Great American Novel" নামে পরিচিত এবং ‘The Adventures of Tom Sawyer’ (1876).
★ Twain-এর বন্ধুত্ব ছিল - presidents, artists, industrialists, and European royalty-এর সাথে।
★ তাঁকে মৃত্যুর পরে বলা হতো - "the greatest American humorist of his age" হিসেবে।
★ William Faulkner-কে Twain ডাকতেন - "the father of American literature" বলে।
তাই সঠিক উত্তর B.

18. Now-a-days many villages are lit - electricity.
Which is the correct preposition in the above blank?
✅ with
B. by
C. from
D. on

Answer Analysis:
‘আলোকিত করা’ অর্থে 'light'-এর পরে with বসে।
কাজেই সঠিক উত্তর A.

19. The second anniversary celebration of our college will be held on December 15.
Which of the following the correct phrase is for will be held above?
A. takes off
✅ comes off
C. will bring about
D. will come round

Answer Analysis:
'Be held' অর্থ ‘অনুষ্ঠিত হওয়া/ঘটা’ (come off)।
কাজেই সঠিক উত্তর B.

20. Dog days means -
A. a period of being carefree
B. a period of having youthful flings
C. a period of misfortune
✅ hot weather

Answer Analysis:
'Dog days' মানে উষ্ণতম সময় (hot weather) ।
সুতরাং সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ১৮তম পর্ব 

1. Select the answer of the word 'stagflagation'.
A. controlled prices
✅ economic slow down
C. a disintegrating government
D. cultural dullness

Answer Analysis:
'Stagflation' অর্থ মুদ্রাস্ফীতি।
অর্থানুসারে সঠিক উত্তর B.

2. What is the meaning of the word 'scuttle'?
A. to tease
✅ abandon
C. pile up
D. gossip

Answer Analysis:
'Scuttle' অর্থ তড়িঘড়ি পালানো/দ্রুত পরিত্যাগ করা। এখানে B. abandon অর্থ - ছেড়ে যাওয়া বা ত্যাগ করা;
A. to tease অর্থ - উত্ত্যক্ত করা;
C. pile up অর্থ - জমা করা;
D. gossip অর্থ - খোশ গল্প করা।
সুতরাং সঠিক উত্তর B.

3. What is the meaning of the word 'stanch'?
A. to rinforce
B. be weak
C. smooth out
✅ put an end to

Answer Analysis:
'Stanch' অর্থ শেষ করা/রোধ করা। এখানে
D. put an end to অর্থ - সাঙ্গ করা/শেষ করা।
A. to rinforce অর্থ - শক্তিশালী বা বেগবান করা;
B. be weak অর্থ - দুর্বল হওয়া;
C. smooth out অর্থ - মসৃন করা/সমান করা;
myZivs সঠিক উত্তর D.

4. What is the meaning of the word 'belated'?
A. complaining
B. off hand
C. weak
✅ tardy

Answer Analysis:
'Belated' অর্থ অতিশয় ধীর বা মন্থর। এখানে
D. tardy অর্থ - ধীর, অতিশয় মন্থর;
A. complaining অর্থ - অভিযোগ করার মত;
B. off hand অর্থ - তাৎক্ষণিক উপস্থিত;
C. weak অর্থ - দুর্বল।
সুতরাং সঠিক উত্তর D.

5. What is the meaning of the word 'sequences'?
A. to follow
B. round up
C. withdraw
✅ question closely

Answer Analysis:
'Sequences' অর্থ ক্রমসমুহ বা আনুক্রমিক বিষয়াবলি। এখানে
D. question closely অর্থ - ক্রমানুসারে প্রশ্ন করা।
A. to follow অর্থ - অনুসরণ করা;
B. round up অর্থ - পূর্ণ সংখ্যায় নিয়ে আসা;
C. withdraw অর্থ - প্রত্যাহার করা;
সুতরাং সঠিক উত্তর D.

6. What is the meaning of the word 'euphemism'?
A. vague idea
✅ in offensive expression
C. verbal play
D. wise saying

Answer Analysis:
A ‘euphemism’ is a substitution for an expression that may offend or suggest something unpleasant to the receiver, using instead an agreeable or less offensive expression, or to make it less troublesome for the speaker.
সুতরাং সঠিক উত্তর B.

7. 'The Rainbow' is -
A. a poem by Wordsworth
B. a short story by Somerst Maugham
✅ a novel by D.H. Lawrence
D. a verse by Coleridge

Answer Analysis:
'The Rainbow' উপন্যাসটি লরেন্সের একটি বিখ্যাত উপন্যাস।
সঠিক উত্তর C.

8. 'Tom Jones' by Henry Fielding was first published in -
A. the 1st half of 19th century
B. the 2nd half of 18th century
✅ the 1st half of 18th century
D. the 2nd half of 19th century

Answer Analysis:
১৭৪৯ সালে Tom Jones প্রকাশিত হয়।
সুতরাং সঠিক উত্তর C.

9. The literary work 'Kubla khan' is -
A. a history by Vincent Smith
✅ a verse by Coleridge
C. a drama by Oscar Wilde
D. a short story by Somerset Maugham

Answer Analysis:
Kubla khan (poem)
★ The literary work Kubla Khan is - a verse (poem) by Samuel Taylor Coleridge, completed in 1797 and published in 'Christabel’, ‘Kubla Khan’, and’ the Pains of Sleep’ in 1816.
★ The poem could not be completed according to its original - 200-300 line plan as the interruption caused him to forget the lines.
★ He most likely composed Kubla Khan during - autumn 1797 but left unpublished and kept for private readings until 1816 when, on the prompting by ‘George Gordon Byron’, it was made available to the publiC. 
★ Modern critics, with some exceptions, view Kubla Khan as - one of Coleridge's three great poems, with ‘The Rime of the Ancient Marine’r and ‘Christabel’.
প্রশ্নানুসারে এখানে উত্তর B.

10. T. S Eliot was born in -
A. Ireland
B. England
C. Wales
✅ U.S.A

Answer Analysis:
সঠিক উত্তর D.

11. What is the full name of the great American short writer 'O Henry'?
A. Walt Whitman
✅ William Sydney Porter
C. Mark Twain
D. Marjorie Kinnan-Rawlings

Answer Analysis:
O' Henry একজন বিখ্যাত আমেরিকান গল্পলেখক। তিনি তাঁর পরিচয় গোপন রেখে গল্প লেখেন। তাঁর প্রকৃত নাম ছিল William Sydney Porter।
সুতরাং সঠিক উত্তর B.

12. Anything 'Pernicious' tends to injure or destroy. Something which has no such harmful effect is -
✅ innocuous
B. innocent
C. immaculate
D. salutary

Answer Analysis:
'Pernicious' অর্থ অতীব ক্ষতিকর। এখানে
A. innocuous অর্থ - অক্ষতিকর, নিঃষঙাপ;
B. innocent অর্থ - নিঃষঙাপ, নির্মল;
C. immaculate অর্থ - বিশুদ্ধ, পবিত্র;
D. salutary অর্থ - কল্যাণকর, হিতকর;
অতএব অর্থানুসারে এখানে সঠিক উত্তর A.

13. Do not worry, English grammer is not-to understand. Which of the following best fits in the blank space?
A. so difficult
B. very difficult
✅ too difficult
D. difficult enough

Answer Analysis:
এখানে too + adj + to গঠনপ্রণালী অনুসরণ করা হয়েছে। এ নিয়ম অনুযায়ী সাধারণত sentence-এর অর্থে Negative force থাকে।
সুতরাং অর্থ সম্পূর্ণ করতে C. option-টি সঠিক।

14. We (not have) a holiday since the beginning of the year. Which of the following verb forms best completes the above sentence?
A. did not have
✅ have not had
C. are not having
D. had not had

Answer Analysis:
বাক্যে since দ্বারা একটি সময়ের উত্তর করছে বলে বাক্যটি past perfect tense-এ হবে এবং উত্তর B.

15. If were you, I (handle) the situation more carefully. Which of the following verb forms best completes the above sentence?
✅ would handle
B. will handle
C. handle
D. would have handled

Answer Analysis:
If-এর পরে প্রথম clause-টি past indefinite tense-এর হলে দ্বিতীয়টি past conditional হয়।
নিয়মানুসারে উত্তর A.

16. It's time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence?
✅ you realized
B. that you realize
C. you would realize
D. you have realized

Answer Analysis:
It's time/I wish প্রভৃতির পরে ব্যবহৃত clause-টি past indefinite হবে। এখানে
A. realised - past indefinite;
B. had realised - past perfect;
C. realise - present indefinite;
D. have realised - present perfect.
সুতরাং সঠিক উত্তর A.

17. We have recently entered–an agreement with the Inland co-operative Society. Which of the following best fits in the blank space?
A. no preposition
B. upon
C. in
✅ into

Answer Analysis:
'Enter into' phrase-টির অর্থ শুরু করা বা চুক্তি স্বাক্ষরিত করা।
সুতরাং সঠিক উত্তর D.

18. The boy from the village said, "I - starve than beg." Which of the following best completes the above sentence?
A. better
B. rather
✅ would rather
D. would better

Answer Analysis:
দুইয়ের মধ্যে অধিক পছন্দ বোঝাতে would rather ..... than ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর C.

19. It is too difficult to 'tolerate' bad temper for long. Which of the following phrases best replaces 'tolerate' in the above sentence?
A. cope up with
✅ put up with
C. stand up for
D. pull on with

Answer Analysis:
'Tolerate' অর্থ সহ্য করা, মেনে নেয়া। এখানে
B. put up with অর্থ - সহ্য করা;
A. cope up with অর্থ - তাল মেলানো;
C. stand up for অর্থ - সমর্থন করা;
D. pull on with অর্থ - টান দেয়া বা শোষণ করা।
সুতরাং সঠিক উত্তর B.

20. I have never seen such a slow couch like you, this small work has taken you three full months. What does the idiom'a slow couch' mean?
A. an irresponsible person
B. a careless person
C. an unthoughtful person
✅ a very lazy person

Answer Analysis:
'Slow coach' অর্থ ধীর প্রকৃতির লোক, অলস লোক। এখানে D. a very lazy person – অলস লোক।
A. an irresponsible person – দায়িত্বজ্ঞানহীন লোক;
B. a careless person – বেপরোয়া লোক;
C. an unthoughtful person – হটকারী/অচিন্তাশীল ব্যক্তি;
সুতরাং সঠিক উত্তর D.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ১৭তম পর্ব 

1. What is the verb of the word 'shortly'?
A. Short
B. Shorter
✅ Shorten
D. Shortness

Answer Analysis:
এখানে
C. Shorten – verb;
A. Short – adjective;
B. Shorter – adjective (comparative form);
D. Shortness – noun.
সুতরাং সঠিক উত্তর C.

2. Choose the correct sentence -
A. Let he and you be witnesses
✅ Let you and him be witnesses
C. Let you and he be witnesses
D. Let you and he be witness

Answer Analysis:
সাধারণত একটি sentence-এ second person (you) প্রথমে ও third person (he) পরে বসে। এখানে
B.-তে - সঠিকভাবে প্রথমে 2nd person ও পরে 3rd person ব্যবহার হয়েছে;
A.-তে - ভুল করে 3rd person (him) প্রথমে;
C. -তে - ভুলভাবে objective form (him)-এর পরিবর্তে subjective form (he) ব্যবহৃত ব্যবহৃত হয়েছে;
D.-তে - subject (you)-এর পরিবর্তে object (your) ব্যবহার হয়েছে।
তাই সঠিক উত্তর B.

3. Choose the correct sentence -
A. The matter was informed to the police
B. The matter has been informed of the police
✅ The police was informed of the matter
D. The police were informed of the matter

Answer Analysis:
এটি passive voice এবং এর object হলো the police, the matter নয়। এবং একজন পুলিশ বোঝানো হয়েছে সেজন্যে verb ও singular হবে।
তাই সঠিক উত্তর C.

4. Who, Which, What are -
A. Demonstrative pronoun
✅ Relative pronoun
C. Reflaxive pronoun
D. Indefinite pronoun

Answer Analysis:
যে pronoun পূর্বে উল্লিখিত কোনো noun বা pronoun-কে নির্দেশপূর্বক দুইটি sentence-কে যুক্ত করে, তাকে relative pronoun বলে। Who, which, what-এই pronoun-গুলো পূর্বেকার sentence-এ উল্লিখিত কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশপূর্বক দুইটি sentence-কে যুক্ত করে। উদাহরণস্বরূপ: This is my table which I bought last month.
সুতরাং সঠিক উত্তর B.

5. Choose the correct one -
A. Mispel
✅ Misspell
C. Mispell
D. Misspel

Answer Analysis:
‘Misspell’ means to spell incorrectly.
So the correct answer is B.

6. Fill in the blanks. "What is the time- your watch?
✅ by
B. in
C. at
D. with

Answer Analysis:
ঘড়িতে সময় দেখতে বা জানতে চাওয়ার ক্ষেত্রে by ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর A.

7. Fill in the blanks "Give my - to him."
A. Warm compliment
✅ Comliments
C. Best compliment
D. Heartiest compliment

Answer Analysis:
'compliments'-এর অর্থ নমস্কার বা সালাম।
কাজেই সঠিক উত্তর B.

General knowledge (GK) in English literature question answer pdf download.

8. "Caesar and Cleopatra" is-
A. A tragedy by Shakespeare
✅ A play BY G.B. Shaw
C. A poem by Lord Byron
D. A novel by S. Colerdige

Answer Analysis:
‘Caesar and Cleopatra' জর্জ বার্নার্ড শ’- রচিত নাটক।
সুতরাং সঠিক উত্তর B.

9. Who is the greatest modern English dramatist?
A. Verginia Woolf
✅ George Bernard Shaw
C. P. B. Shelley
D. S.T. Coleridge

Answer Analysis:
Virgina Woolf আধুনিক যুগের একজন novelist. Shelley ও Coleridge হলো Romantic age-এর বিখ্যাত কবি। Bernard Shaw আধুনিক যুগের একজন বিখ্যাত নাট্যকার।
সুতরাং সঠিক উত্তর B.

10. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
A. James Baker
B. Dr. Kissinger
✅ Bertrand Russel
D. Lenin

Answer Analysis:
Bertrand Russel আধুনিক যুগে পশ্চিমা দর্শন লেখনীতে বিশেষ ভূমিকা রাখেন। তাঁর লেখনীতে সাহিত্যিক গুণাবলিও উপস্থিত ছিল।
সুতরাং সঠিক উত্তর C.

11. Who is the author of "A Farewell to Arms"?
A. T.S. Eliot
B. John Milton
C. Plato
✅ Ernest Hemingway

Answer Analysis:
Earnest Hemingway ‘A Farewell to Arms’ উপন্যাসটি লেখেন। এ উপন্যাসে যুদ্ধাবস্থায় নরনারীর প্রেমের সংকটকে ব্যাপকভাবে ফুটিয়ে তোলা হয়।
সুতরাং সঠিক উত্তর D.

12. Who is the most famous satirist in English literature?
A. Alexander Pope
✅ Jonathan Swift
C. William Wordsworth
D. Bulter

Answer Analysis:
Jonathan Swift ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত Satirist। তাঁর Gulliver's Travels এক্ষেত্রে যথার্থ উদাহরণ।
সঠিক উত্তর B.

13. What is the synonym of "Delude"?
A. Demand
B. Permit
C. Aggravate
✅ Deceive

Answer Analysis:
Delude-এর অর্থ ‘প্রতারণা করা’। এখানে
D. Decieve অর্থ - প্রতারণা করা;
A. Demand অর্থ - চাহিদা;
B. Permit অর্থ - অনুমতি দেওয়া;
C. Aggravate অর্থ - শোচনীয় করা;
অর্থাৎ D.-এর অর্থ প্রশ্নের শব্দের অর্থের সমার্থক।
তাই সঠিক উত্তর D.

14. What is the noun of the word 'waste'?
A. Waste
B. Wasting
✅ Wastage
D. Wasteful

Answer Analysis:
এখানে
C. Wastage - noun;
A. Waste - noun, verb, adjective;
B. Wasting - noun নয়, Gerund;
D. Wasteful - adjective.
সুতরাং সঠিক উত্তর C.

15. What is the antonym of 'Queer'?
A. Intergrated
✅ Orderly
C. Abnormal
D. Odd

Answer Analysis:
'Queer'-এর অর্থ ‘অদ্ভুত’। এখানে
B. Orderly অর্থ - সুশৃংখল;
A. Integrated অর্থ - সমন্বিত;
C. Abnormal অর্থ - অস্বাভাবিক;
D. Odd অর্থ - অদ্ভুত;
অর্থাৎ B.-এর অর্থ প্রশ্নের শব্দের অর্থের বিপরীত।
তাই সঠিক উত্তর B.

16. What is the adjective of the word ‘Heart’?
A. Heart
B. Hearten
✅ Heartening
D. Heartful

Answer Analysis:
এখানে
C. Heartening হলো - adjective;
A. Heart হলো - noun;
B. Hearten হলো - verb;
D. Heartful - এরকম কোনো শব্দ নেই।
সুতরাং সঠিক উত্তর C.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ১৬তম পর্ব 

1. What is the synonym of "Incite"?
✅ Instigate
B. Permit
C. Urge
D. Deceive

Answer Analysis:
'Incite' -অর্থ ‘উত্তেজিত করা’। এখানে
A. Instigate অর্থ - প্ররোচিত করা;
B. Permit অর্থ - অনুমতি দেওয়া;
C. Urge অর্থ - তাড়না;
D. Decieve অর্থ - প্রতারণা করা;
অর্থাৎ A.-এর অর্থের সাথে প্রশ্নের অর্থের মিল আছে।
তাই সঠিক উত্তর A.

2. What is the antonym of "Honorary?
A. Official
B. Honorable
✅ Salaried
D. Literary

Answer Analysis:
Honorary শব্দের অর্থ ‘অবৈতনিক’। এখানে
C. Salaried অর্থ - বেতন পোষ্য;
A. Official অর্থ - অফিস সংক্রান্ত;
B. Honourable অর্থ - সম্মানিত;
D. Literary অর্থ - সাহিত্যিক;
অর্থাৎ C. -এর অর্থ প্রশ্নের শব্দটির অর্থের বিপরীত।
তাই সঠিক উত্তর C.

3. What is the verb of the word "Ability"?
A. Ableness
B. Able
C. Ably
✅ Enable

Answer Analysis:
এখানে
D. Enable (সক্ষম) - verb;
A. Ableness - noun;
B. Able - adjective।
C. Ably - adverb;
সুতরাং সঠিক উত্তর D.

4. Who is the poet of the "Victorian Age"?
A. Helen Keller
B. Mathew Arnold
C. Shakespeare
✅ Robert Browning

Answer Analysis:
Robert Browning ছিলেন Victorian Age-এর একজন বিখ্যাত কবি।
সুতরাং সঠিক উত্তর D.

5. Who is the author of "For Whom The Bell Tells"?
A. Charles Dickens
B. Homer
C. Lord Tennison
✅ Ernest Hemingway

Answer Analysis:
'For Whom the Bell Tells' হেমিংওয়ের লিখিত একটি উপন্যাস।
সুতরাং সঠিক উত্তর D.

6. Fill in the blanks "He has assured me- safety."
A. with
B. at
C. for
✅ of

Answer Analysis:
Assure verb-টির পর 'of' ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর D.

7. "May Allah help you". What kind of sentence is this?
✅ Optative
B. Imperative
C. Assertive
D. Exclamatory

Answer Analysis:
A. Optative দ্বারা - কোনো ইচ্ছা বা আকাংক্ষা প্রকাশ বোঝায়;
B. Imperative দ্বারা - আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়;
C. Assertive দ্বারা - যেকোনো কিছুর বর্ণনা বোঝায়;
D. Exclamatory দ্বারা - মনের যেকোনো আবেগকে বোঝায়।
প্রদত্ত sentence-এ বক্তার মনের আকাংক্ষা প্রকাশ পেয়েছে।
তাই সঠিক উত্তর A.

8. A rolling stone no moss. What "rolling"is?
A. Gerund
✅ Verbal noun
C. Participle
D. Adjective

Answer Analysis:
এখানে
B. participle - একটি non-finite verb যা adjective, verb ও adverb-এর মতো কাজ করে। এখানে 'rolling' adjective হিসেবে stone-কে qualify করেছে;
A. gerund (verb + ing) - কখনও অন্য word-কে modify/qualify করে না;
C. verbal noun (verb + ing) - অন্য কোনো word-কে qualify করে না;
D. adjective - অন্য word-কে qualify করলেও প্রদত্ত 'rolling' শব্দটি participial adjective হিসেবে কাজ করেছে।
তাই সঠিক উত্তর B.

9. "He has been ill - Friday last" Fill in the blanks.
✅ Since
B. In
C. From
D. On

Answer Analysis:
কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝাতে since ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর A.

10. Which is the noun of the word ‘beautiful’?
A. Beautious
✅ Beauty
C. Beautifully
D. Beautify

Answer Analysis:
সঠিক উত্তর B.

11. ‘Hold water’ means -
A. Keep water
B. Drink water
✅ Bear examination
D. Store water

Answer Analysis:
'Hold water' অর্থ টিকে থাকা, চালিয়ে যাওয়া, ধারণ করা অর্থাৎ বাদ না পড়া। এখানে
C. Bear examination অর্থ - পরীক্ষায় টিকে থাকা;
A. Keep water - কোনো Phrase/ Idiom নয়;
B. Store water - কোনো Phrase/Idiom নয়;
D. Drink water - কোনো Phrase/Idiom নয়।
সুতরাং সঠিক উত্তর C.

12. ‘Out and Out’ means -
A. Not at all
✅ Throughly
C. To be last
D. Man of outside

Answer Analysis:
‘Out and Out’ means throughly.
অতএব সঠিক উত্তর B.

13. Choose the correct sentence -
A. Rich is not always happy
B. The rich is not always happy
C. The rich is not happy always
✅ The rich are not always happy

Answer Analysis:
যখন কোনো adjective, subject হিসেবে ব্যবহার হয়, তখন plural verb ব্যবহার হয়। এখানে
D.-তে - plural verb (are) ব্যবহার করা হয়েছে।
কিন্তু A., B., C. -তে - singular verb (is) ব্যবহার করা হয়েছে। তাই এদের কোনোটিই সঠিক নয়।
তাই সঠিক উত্তর D.

14. Choose the correct sentence -
A. He had been hunged for murder
B. He has been hunged for murder
✅ He has been hunged for murder
D. He was hunged for murder

Answer Analysis:
ফাঁসিতে ঝোলানো এর ইংরেজি হলো hang যার past participle hanged। এখানে
C. -তে - ফাঁসিতে ঝোলানো অর্থে 'hanged' ব্যবহার করা হয়েছে;
A.-তে - ব্যবহৃত hang-এর অর্থ ঝোলানো কিন্তু ফাঁসিতে ঝোলানো নয়;
D.-তে - past perfect ব্যবহার হয়েছে যা এখানে প্রযোজ্য নয়।
তাই সঠিক উত্তর C.

15. ‘Syntax’ means -
A. Manner of speech
✅ Sentence building
C. Supplementary
D. Synchrounzing act

Answer Analysis:
‘Syntax’ অর্থ pattern of formation of sentences or phrases in a language, that is, sentence building.
তাই সঠিক উত্তর B.

16. ‘Justice delayed is justice denied’ was stated by -
A. Disraeli
B. Emerson
✅ Gladstone
D. Shakespeare

Answer Analysis:
উক্তিটি Gladstone-এর।
সুতরাং সঠিক উত্তর C.

 General Knowledge (GK) 
 English Question Answer 
 ১৫তম পর্ব 

1. Choose the correct alternative to complete the sentence, "He - to see us if he had been able to."
A. would come
✅ would have come
C. may have come
D. may come

Answer Analysis:
If যুক্ত clause-টি যদি past perfect হয়, তবে অন্য clause-টিও perfect conditional হয়। এখানে B. would have come- past perfect।
সুতরাং সঠিক উত্তর B.

2. Choose the appropriate alternative to complete the sentence. "He had a - of fever".
A. strong attack
✅ severe attack
C. serious kind
D. bad attack

Answer Analysis:
জ্বরের ক্ষেত্রে সাধারণত প্রচন্ড (severe) বিশেষণ ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর B.

3. Choose the correct sentence.
A. I asked Javed had he passed
✅ I asked Javed if he had passed
C. I asked Javed if you had passed
D. I asked Javed that had he passed

Answer Analysis:
B.-তে - সঠিক conjunction 'if' ব্যবহার হয়েছে এবং person (he)-এর ব্যবহারও সঠিক হয়েছে;
A.-তে - conjunction হিসেবে 'if' or 'whether' ব্যবহার হয়নি;
C. -তে - person (you)-এর ব্যবহার সঠিক নয়;
D.-তে - conjunction হিসেবে 'if'-এর পরিবর্তে ভুল করে 'that' ব্যবহার হয়েছে।
তাই সঠিক উত্তর B.

4. Choose the correct sentence
A. A few of the three boys got a prize
✅ Each of the three boys got a prize
C. Every of the three boys got a prize
D. All of the three boys got a prize

Answer Analysis:
Singular noun-কে বোঝাতে 'each of' ব্যবহৃত হয়।
তাই উত্তর B.

5. Choose the correct sentence.
A. The man that said that was a fool
✅ The man who said that was a fool
C. The man that said that was a fool
D. The man which said that was a fool

Answer Analysis:
সাধারণত ব্যক্তির ক্ষেত্রে relative pronoun হিসেবে 'who' ব্যবহার হয়। এখানে B.-তে - 'who' ব্যবহার হয়েছে। কিন্তু A. C. ও D.-তে - ব্যক্তির জন্যে 'who' ব্যবহার না করে যথাক্রমে A. that C. that ও D. which ব্যবহার করা হয়েছে।
তাই সঠিক উত্তর B.

6. Choose the correct answer. How long did you wait -
A. Till lunch time
✅ Till he came
C. Until six o'clock
D. Since this morning

Answer Analysis:
Till-এর পরে একটি clause ব্যবহৃত হয়। সঠিক clause-টি B.-তে রয়েছে।
তাই উত্তর B.

7. What will be the correct preposition to complete the sentence "I am not bad- tennis".
A. in
✅ at
C. about
D. with

Answer Analysis:
কোনো কিছুতে ‘খারাপ’ অর্থে 'bad'-এর পরে at বসে।
কাজেই সঠিক উত্তর B.

8. What is the antonym of 'gentle'?
✅ harsh
B. modest
C. clever
D. rude

Answer Analysis:
'Gentle'-এর অর্থ ‘ভদ্র’। এখানে
A. harsh অর্থ - রুক্ষ;
B. modest অর্থ - বিনয়ী;
C. clever অর্থ - চতুর;
D. rude অর্থ - অভদ্র।
অর্থাৎ A.-এর অর্থ প্রশ্নের শব্দটির অর্থের বিপরীত।
তাই সঠিক উত্তর A.

9. What is the synonym of 'Jovial'?
A. Jolly
B. Gay
✅ Jealous
D. Happy

Answer Analysis:
'Jovial'-এর অর্থ ‘উৎফুল্ল’। এখানে
C. gay অর্থ - উচ্ছ্বল;
A. jolly অর্থ - হাসি-খুশি;
B. Jealous অর্থ - হিংসুটে;
D. happy অর্থ - খুশি।
এখানে C. -এর অর্থের সাথে প্রশ্নের শব্দটির মিল রয়েছে।
তাই সঠিক উত্তর C.

10. What is the synonym of 'Competent' ?
A. Circumspect
✅ Discrete
C. Capable
D. Prudent

Answer Analysis:
Competent শব্দের অর্থ ‘দক্ষ’। এখানে
B. Discrete অর্থ - দূরদৃষ্টিসম্পন্ন;
A. Circumspect অর্থ - সতর্ক;
C. Capable অর্থ - সক্ষম;
D. Prudent অর্থ - প্রজ্ঞাসম্পন্ন।
অর্থাৎ B.-এর সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল আছে।
তাই সঠিক উত্তর B.

11. Who is the author of "A Farewell to Arms"?
A. H. G. Wells
B. George Orwel
C. Thomas Hardy
✅ Ernest Hemingway

Answer Analysis:
সঠিক উত্তর D.

12. Who is the author of "Animal Farm"?
A. Thomas More
✅ George Orwel
C. Thomas Hardy
D. Charles Dickens

Answer Analysis:
'Animal Farm' George Orwel কর্তৃক রচিত একটি বহুল আলোচিত Satire।
সুতরাং সঠিক উত্তর B.

13. Who is the author of "India Wins Freedom"?
A. Mahatma Gandhi
B. J. L. Nehru
✅ Abul Kalam Azad
D. Moulana Akram Khan

Answer Analysis:
'India Wins Freedom' ঐতিহাসিক গ্রন্থটি আবুল কালাম আজাদ কর্তৃক রচিত। তিনি এই বইটিতে ব্রিটিশ শাসনকালীন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সমস্যা, ঘটনা এবং কীভাবে, কখন ভারত স্বাধীনতা অর্জন করে তা বিস্তারিতভাবে বিবৃত করেছেন।
সুতরাং সঠিক উত্তর C.

14. What kind of noun is "Cattle"?
A. Proper
B. Common
✅ Collective
D. Material

Answer Analysis:
C. Collective noun হলো - শ্রেণি বা গোষ্ঠীর সমষ্টিগত নাম (জনতা, দল);
A. Proper noun হলো - কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম (কোরআন, হিমালয়);
B. Common noun হলো - কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম (রহিম, করিম);
D. Material noun হলো - কোনো পদার্থের নাম (সোনা, রুপা)।
তাই সঠিক উত্তর C.

15. What kind of noun is "Girl"?
A. Proper
✅ Common
C. Collective
D. Material

Answer Analysis:
সঠিক উত্তর B.

16. What is the meaning of "White Elephant"?
A. An elephant of white colour
✅ A very costly or troublesome possession
C. A black marketer
D. A hoarder

Answer Analysis:
সঠিক উত্তর B.

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ইংরেজি বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান ইংরেজি বিষয়াবলি। সাধারণ জ্ঞান ইংরেজি বিষয়াবলী প্রশ্ন উত্তর। সাম্প্রতিক ইংরেজি সাধারণ জ্ঞান আপডেট। বিসিএস ইংরেজি বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান সাম্প্রতিক ইংরেজি বিষয়াবলি। General Knowledge (GK) in English current affairs question and answer. English Affairs General Knowledge (GK) MCQ. General Knowledge (GK) English affairs for BCS Preparation. General Knowledge (GK) in English affairs for Govt Job Preparation. General Knowledge (GK) English affairs for all Jobs Preparation. GK in English.

 গুরুত্বপূর্ণ লিংকসমূহঃ