G

বিশিষ্ট কবি সাহিত্যিকদের ছদ্মনাম জেনে নিন

ছদ্মনাম
বনাম
প্রকৃত নাম

বিশিষ্ট কবি সাহিত্যিকদের প্রকৃত নাম এবং ছদ্মনাম নিম্নরুপঃ
১. রবীন্দ্রনাথ ঠাকুর → ছদ্মনাম → ভানুসিংহ

২. মীর মোশাররফ হোসেন → ছদ্মনাম → গাজী মিয়া

৩. প্যারীচাঁদ মিত্র → ছদ্মনাম → টেকচাঁদ ঠাকুর

৪. কাজেম আল কোরায়েশী → ছদ্মনাম → কায়কোবাদ

৫. কালী প্রসন্ন সিংহ → ছদ্মনাম → হুতোম পেঁচা

৬. কালীকানন্দ → ছদ্মনাম → অবধুত

৭. চারুচন্দ্র মুখোপাধ্যায় → ছদ্মনাম → জরাসন্ধ

৮. নীহাররঞ্জন গুপ্ত → ছদ্মনাম → বানভট্ট

৯. শেখ আজিজুর রহমান → ছদ্মনাম → শওকত ওসমান

১০. সুনীল গঙ্গোপাধ্যায় → ছদ্মনাম → নীল লোহিত

১১. অচন্ত্যকুমার সেনগুপ্ত → ছদ্মনাম → নীহারিকা দেবী

১২. বিমল ঘোষ → ছদ্মনাম → মৌমাছি

বিশিষ্ট কবি সাহিত্যিকদের ছদ্মনাম

১৩. বলাইচাঁদ মুখোপাধ্যায় → ছদ্মনাম → বনফুল

১৪. রাজশেখর বসু → ছদ্মনাম → পরশুরাম

১৫. সমরেশ বসু → ছদ্মনাম → কালকূট

১৬. ড. মনিরুজ্জামান → ছদ্মনাম → হায়াৎ মাহমুদ

১৭. মোহিত লাল মজুমদার → ছদ্মনাম → সত্যসুন্দর দাস

১৮. মধুসূদন মজুমদার → ছদ্মনাম → দৃষ্টিহীন

১৯. নারায়ণ গঙ্গোপাধ্যায় → ছদ্মনাম → সুনন্দ

২০. অনন্ত বড়ু → ছদ্মনাম → বড়ু চন্ডীদাস

২১. প্রমথ চৌধুরী → ছদ্মনাম → বীরবল

No comments:

Post a Comment