G

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৪

একাদশ-দ্বাদশ শ্রেণির (ICT) আইসিটি গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
চতুর্থ অধ্যায়

Information and Communication Technology pdf download
ICT
MCQ
Question and Answer

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক. ইন্টারনেট
খ. ডোমেইন নেম
গ. ইয়াহু
ঘ. ফেসবুক
উত্তরঃ (খ)

২. URL এর তৃতীয় অংশের নাম কী?
ক. প্রোটোকল
খ. পাথ
গ. প্যারামিটার
ঘ. হোস্টনেম
উত্তরঃ (খ)

৩. কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কমপিউটারে রাখা হয় তাকে কী বলা হয়?
ক. হোম কম্পিউটার
খ. মাদার কম্পিউটার
গ. হাউট কম্পিউটার
ঘ. হোস্ট কম্পিউটার
উত্তরঃ (ঘ)

৪. আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? [ঢা. বো. ২০২২]
ক. 1G
খ. 2G
গ. 3G
ঘ. 4G
উত্তরঃ (ঘ)

৫. এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? [ঢা. বো. ২০২২]
ক. < >
খ. { }
গ. ( )
ঘ. [ ]
উত্তরঃ (ক)

৬. এইচটিএমএল কোড < p > H < sup > 2</sup > 0 </p> এর ফলাফল কোনটি? [ঢা. বো. ২০২২]
ক. H2O
খ. H<sub>2</sub>O
গ. H<sup>2</sup>O
ঘ. HO<sup>2</sup>
উত্তরঃ (গ)

৭. নিচের কোনটি ফাঁকা ট্যাগ? [ঢা. বো. ২০২২]
ক. < th >
খ. < td >
গ. < br >
ঘ. < em >
উত্তরঃ (গ)

৮. Link ট্যাগ কোনটি? [রা. বো. ২০২২]
ক. < o1> ..............</o1>
খ. < li> ...............</li>
গ. < a > ...............</a>
ঘ. < q > ..............</q>
উত্তরঃ (গ)

৯. ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কী বলা হয়?
ক. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
খ. নেটওয়ার্কিং
গ. ব্রাউজিং
ঘ. প্রোগ্রামিং
উত্তরঃ (ক)

১০. কোনটি ওয়েব ব্রাউজার?
ক. গুগল
খ. ইয়াহু
গ. মজিলা
ঘ. বিং
উত্তরঃ (গ)

১১. কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কী?
ক. হোমপেজ
খ. ওয়েব সার্ভার
গ. হোস্টার
ঘ. মাদার কমপিউটার
উত্তরঃ (খ)

১২. এইচটিএমএল হলো-
ক. ওয়েবব্রাউজার
খ. মার্কআপ ল্যাংগুয়েজ
গ. মেশিন ল্যাংগুয়েজ
ঘ. ওয়েবপেজ তৈরির টুলস
উত্তরঃ (খ)

১৩. হেডিং ট্যাগ কয়টি? [ব. বো. ২০২০]
ক. 2
খ. 4
গ. 6
ঘ. 8
উত্তরঃ (গ)

১৪. HTML-এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন? [ব. বো. ২০২০]
ক. font
খ. href
গ. face
ঘ. src.
উত্তরঃ (গ)

১৫. HTML-এ সবচেয়ে ছোট আকারের heading প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? [কু. বো. ২০২০]
ক. < h1 >
খ. < h2 >
গ. < h5 >
ঘ. < h6 >
উত্তরঃ (ঘ)

১৬. HTML-এ লিংক সিনটেক্স হলো- [কু. বো. ২০২০]
< a href = “url” > Link text </a >এখানে a href এর অর্থ হচ্ছে-
ক. a hot reference
খ. a hyperlink replace
গ. a hyperlink reference
ঘ. a home reference
উত্তরঃ (গ)

১৭. HTTP-এর পূর্ণরূপ কী? [কু. বো. ২০২০]
ক. Higher Text Transfer Protocol
খ. Hyper Text Transfer Protocol
গ. Higher Transfer Text Protocol
ঘ. Hyper Transfer Text Protocol
উত্তরঃ (খ)

১৮. ওয়েবপেজ ডিজাইন কোনটি? [ঢা. বো. ২০২০]
ক. ওয়েবসার্ভারে তথ্য রাখা
খ. HTML ডকুমেন্ট তৈরি
গ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক
ঘ. ডোমেইন রেজিস্ট্রেশন
উত্তরঃ (ঘ)

১৯. <a hrefhttp://www.yahoo.com/">http://www.yahoo.com</a> এর সর্বশেষ অংশটির নাম কী? [ঢা. বো. ২০২০]
ক. প্রোটোকল
খ. ডোমেইন নেম
গ. ফাইল প্রকৃতি
ঘ. ডোমেইন প্রকৃতি
উত্তরঃ (ঘ)n

নিচের কোডটি লক্ষ কর এবং ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

২০. প্রাপ্ত আউটপুটে কী দেখাবে? [ঢা. বো. ২০২০]
ক. টেক্সটি বড় হরফে হবে
খ. লেখাটি টাইটেল হিসাবে দেখাবে
গ. টেক্সটি স্ক্রল করতে থাকবে
ঘ. আউটপুট লিংক দেখাবে
উত্তরঃ (ক)

২১. একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেড প্রয়োজন? [চ. বো. ২০২০]
ক. ২
খ. ৪
গ. ৮
ঘ. ৩২
উত্তরঃ (ক)

২২. ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? [চ. বো. ২০২০]
ক. ট্যাগ
খ. Head
গ. Body
ঘ. HTML উপাদান
উত্তরঃ (ঘ)

২৩. Google.com কী? [য. বো. ২০২০]
ক. Browser
খ. Search engine
গ. Protocol
ঘ. E-mail address
উত্তরঃ (খ)

২৪. ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে- [য. বো. ২০২০]
ক. টাইটেল
খ. হেড
গ. বডি
ঘ. কনটেন্ড
উত্তরঃ (ঘ)

২৫. HTML ট্যাগের চিহ্ন কোনটি? [য. বো. ২০২০]
ক. [ ]
খ. { }
গ. ( )
ঘ. < >
উত্তরঃ (ঘ)

২৬. Data এর ট্যাগ কোনটি? [মা. বো. ২০২০]
ক. <tr>
খ. <dt>
গ. <td>
ঘ. <itr>
উত্তরঃ (গ)

২৭. কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না? [দি. বো. ২০২০]
ক. <hi>
খ. <img>
গ. <tr>
ঘ. <br>
উত্তরঃ (ঘ)

২৮. কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? [দি. বো. ২০২০]
ক. <option>
খ. <frame>
গ. <select>
ঘ. <imput>
উত্তরঃ (ক)

২৯. ওয়েব পেজে 1000 বাই 800 পিক্সেলের mahire.ipg ইমেজটি যুক্ত করার জন্য <imgsrc=”nature.ipg”> এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে? [দি. বো. ২০২০]
ক. width="1000" height="800" "80
খ. Pixelw “1000”pixeth=“800”
গ. w=“1000”h=“800”
ঘ. wid = “100” hei = “800”
উত্তরঃ (ক)

৩০. নিচের কোনটি ওয়েবপৃষ্ঠার পূর্ণ ঠিকানা? [দি. বো. ২০২০]
ক. < a href = “www” link text < / a >
খ. < a href = ”url”> link text </a>
গ. < a href = “www.url” > link text < / a >
ঘ. < a href = “www link.com” < / a >
উত্তরঃ (খ)

৩১. ওয়েব সাইটের হায়ারারকিক্যাল কাঠামো কী? [রা. বো. ’১৬]
ক. হোমপেজ নির্ভর ওয়েবসাইট
খ. প্রতি পেজের সাথে লিংক
গ. ওয়েবভিত্তিক যোগাযোগ
ঘ. দুটি পেজের মধ্যে লিংক
উত্তরঃ (ক)

৩২. ওয়েবপেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? [রা. বো. ’১৬]
ক. PYTHON
খ. HTMl
গ. COBCt
ঘ. FORTRAN

৩৩. এইচটিএমএল এ <p> ও </p> ট্যাগ ব্যবহার করা হয়-
ক. প্যারাগ্রাফ তৈরির জন্য
খ. নতুন পেজ তৈরির জন্য
গ. লেখা বোল্ড করার জন্য
ঘ. প্রোগ্রাম শুরু করার জন্য
উত্তরঃ (ক)-

৩৪. HTML ফাইল নামের এক্সটেনশন হলো-
ক. .html
খ. .doc
গ. .txt
ঘ. .jpeg
উত্তরঃ (ক)

৩৫. ওয়েবপেজে নিচের কোড লেখা হলো- <p>This is <br> a paragraph </p> এখানে <br> দিয়ে যা বোঝানো হয়েছে-
ক. নতুন প্যারাগ্রাফ
খ. লাইনব্রেক
গ. লেখা বোল্ড হবে
ঘ. লাইন শেষ হবে
উত্তরঃ (খ)

৩৬. এইচটিএমএল এ <b> ও </b> ট্যাগ ব্যবহার করা হয়-
ক. প্যারাগ্রাফ তৈরির জন্য
খ. নতুন পেজ তৈরির জন্য
গ. লেখা বোল্ড করার জন্য
ঘ. কোনটি নয়
উত্তরঃ (গ)

৩৭. এইচটিএমএল এর উদ্ভাবক হলেন-
ক. টিম বার্নার্স লী
খ. মাইকেল জুকারবার্গ
গ. স্টিভ জবস
ঘ. মার্শাল ম্যাকলুহান
উত্তরঃ (ক)

৩৮. বাঁকা অক্ষরে মুদ্রিত করার জন্য ব্যবহার করা হয়
ক. <em>
খ. <italize>
গ. <it>
ঘ. <i>
উত্তরঃ (ঘ)

৩৯. ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয়-
ক. nt
খ. net
গ. Inet
ঘ. Int
উত্তরঃ (খ)

৪০. দু’টি ওয়েবপেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কী ব্যবহার করতে হয়?
ক. হাইপার লিঙ্ক
খ. এলিমেন্ট
গ. সার্চ ইঞ্জিন
ঘ. ব্রাউজার
উত্তরঃ (ক)

৪১. কোনটি থেকে ওয়েবসাইটের ভেতরে থাকা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়?
ক. ল্যাংগুয়েজ
খ. হোমপেজ
গ. মেইন পেজ
ঘ. সাবকনটেন্ট
উত্তরঃ (খ)

৪২. প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কী বলে?
ক. ফটোশপ
খ. ডোমেইন
গ. HTML
ঘ. সাইট ডিজাইন
উত্তরঃ (খ)

৪৩. কোনটি সঠিক URL?
ক. <a hrefhttp://www.exam-cares-com/xyz">www.exam-cares-com/xyz</a>
খ. www.exam-cares.com\xyz
গ. <a hrefhttp://www.exam-cares-com/xyz">www.exam-cares-com\xyz</a>
ঘ. <a hrefhttp://www.exam-cares.com/xyz">www.exam-cares.com/xyz</a>
উত্তরঃ (ঘ)

৪৪. টেবিলের হেডিং এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?
ক. <tr>
খ. <td>
গ. <th>
ঘ. <br>
উত্তরঃ (গ)

৪৫. টেবিলের রো এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?
ক. <tr>
খ. <td>
গ. <th>
ঘ. <br>
উত্তরঃ (ক)

৪৬. টেবিলের সেল এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?
ক. <tr>
খ. <td>
গ. <th>
ঘ. <br>
উত্তরঃ (ক)-

৪৭. HTML এ ফর্ম তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগ-
ক. <f>
খ. <frm>
গ. <form>
ঘ. <fm>
উত্তরঃ (গ)

৪৮. HTML এর ফর্মে ড্রপ-ডাউন বক্স তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগ-
ক. <option>
খ. <drop>
গ. <dd>
ঘ. <dwon>
উত্তরঃ (ক)

৪৯. HTML এর ফর্মে অপশন গ্রুপ তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগ-
ক. <option>
খ. <optgroup>
গ. <og>
ঘ. <ogroup>
উত্তরঃ (খ)

৫১. ডোমেইন নাম হলো- [য.বো. ২০২২]
ক. ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম
খ. সার্ভারের নাম
গ. ওয়েব ফাইলের নাম
ঘ. ফোল্ডারের নাম
উত্তরঃ (ক)

৫২. HTML এর উদ্ভাবক হলেন- [য.বো. ২০২২]
ক. টিম বার্নার্সলী
খ. ষ্টিভ জবস
গ. মার্ক জুকারবার্গ
ঘ. বিল গেটস
উত্তরঃ (ক)

৫৩. ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? [চ.বো. ২০২২]
ক. size
খ. font
গ. face
ঘ. name
উত্তরঃ (গ)

৫৪. নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? [চ.বো. ২০২২]
ক. h1
খ. h3
গ. h5
ঘ. h6
উত্তরঃ (ঘ)

৫৫. টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? [সি.বো. ২০২২]
ক. <bg= "">
খ. < tr bg= "">
গ. <td bg= "">
ঘ. <tr td bg= "">
উত্তরঃ (গ)

৫৬. একটি পেইজেরর সাথে অন্য পেইজের সংযোগকে HTML ভাষায় কী বলে? [দি.বো. ২০২২]
ক. Connection
খ. Hyperlink
গ. Link
ঘ. Addition
উত্তরঃ (খ)

৫৭. ISP এর পূর্ণ নাম কী? [দি.বো. ২০২২]
ক. Internet Super Power
খ. Internet Server Provider
গ. Internet Server Programme
ঘ. Internet Service Provider
উত্তরঃ (ঘ)

৫৮. ওয়েব পেজের এড্রেসকে কী বলে? [দি.বো. ২০২২]
ক. URL
খ. HTTP
গ. HTML
ঘ. WWW
উত্তরঃ (ক)

৫৯. HTML এর বৈশিষ্ট্য হলো- [মা.বো. ২০২২]
ক. এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি
খ. নিরাপত্তা ব্যবস্থা উন্নত
গ. HTML নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে
ঘ. কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয়
উত্তরঃ (ক)

৬০. যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না তাকে বলে- [মা.বো. ২০২২]
ক. অ্যাট্রিবিউট
খ. হেড
গ. এম্পটি
ঘ. কনটেইনার
উত্তরঃ (গ)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর অধ্যায়-৪ একাদশ-দ্বাদশ শ্রেণি HSC ICT MCQ Question and Answer Chapter-4

৬১. হাসিব অনেক সময় নিয়ে একটি মাদ্রাসার ওয়েবসাইট তৈরি করলেন। ওয়েবসাইটটিতে মাদ্রাসার যাবতীয় তথ্য বিন্যস্ত করে ছবির জন্য ‘নতুন এ্যালবাম’ নামে একটি পেজ বানালেন। হাসিবের কাজকে কী বলা হয়?
[মা.বো. ২০২২]
ক. ওয়েব ডিজাইনিং
খ. ওয়েব হোস্টিং
গ. ওয়েব লিংকিং
ঘ. ওয়েব পাবলিশিং
উত্তরঃ (ক)

৬২. কোনটি ওয়েব ব্রাউজার? [মা.বো. ২০২২]
ক. Skype
খ. Viber
গ. Chrome
ঘ. Facebook
উত্তরঃ (গ)

৬৩. .edu দ্বারা কোন ধরনের ডোমেনকে বোঝায়? [ব.বো. ২০২২]
ক. সামরিক
খ. সাংগঠনিক
গ. শিক্ষামূলক
ঘ. ব্যবসায়িক
উত্তরঃ (গ)

আইসিটি আইসিটি বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি | ICT mcq question and answer for Class 11-12 | HSC ICT Guide MCQ with Answer.

৬৪. HTML- হচ্ছে- [ব. বো. ২০২০]
i. শেখা সহজ
ii. কেস সেনসিটিভ
iii. রক্ষণাবেক্ষণ সহজ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

৬৫. টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? [ব. বো. ২০২০]
i. < h >
ii. < th >
iii. < td >

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (গ)

৬৬. < html>< body >< p> < b> First Program </b> </p><a href = “test, html” > Test Website </a></body></html>

কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে? [ব. বো. ’১৬]
i. ফরমেটিং
ii. হাইপার লিংক
iii. ইমেজ লিংক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)
HSC ICT mcq pdf download
৬৭. হোমপেজ দেখার জন্য আবশ্যক- [চ. বো. ২০২০]
i. ওয়েব ব্রাউজার
ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৬৮. HTML ভাষায়- [মা. বো. ২০২০]
i. সবচেয়ে ছোট লেখা h<sub>6</sub>
ii. প্যারাগ্রাফ শুরুর ট্যাগ <p>
iii. লাইন ব্রেকইন্ড ট্যাগ নেই

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৬৯. HTML এর body অংশে থাকে- [দি. বো. ২০২০]
i. ছবি
ii. টেবিল
iii. ওয়েব পেজ টাইটেল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৭০. HTML ভাষায়- [মা. বো. ২০২০]
i. সবচেয়ে ছোট লেখা h<sub>6</sub>
ii. প্যারাগ্রাফ শুরুর ট্যাগ (P)
iii. লাইন ব্রেকইন্ড ট্যাগ নেই

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৭১. প্রোগ্রামাররা ওয়েব সাইট ডিজাইন করবে-
i. এইচটিএমএল ব্যবহার করে
ii. Pascal ব্যবহার করে
iii. C/C++ ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৭২. কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না
i. <p>
ii. <br>
iii. hr

নিচের কোনটি সঠিক?
ক. ii
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৭৩. একটি HTML ফাইলে-
i. শুরু ট্যাগ হিসেবে <html> থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে।

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৭৪. ইন্টারনেটে যেসব ঠিকানা ব্যবহৃত হয় সেগুলো সাধারণত-
i. আইপি অ্যাড্রেস
ii. টেক্সটনির্ভর ডোমেইন নেম সিস্টেম (DNS)
iii. লোকাল অ্যাড্রেস

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৭৫. ওয়েবসাইটে যে ধরনের স্ট্রাকচার বা কাঠামোগুলো বেশি ব্যবহৃত হয়-
i. লিনিয়ার স্ট্রাকচার
ii. হায়ারার্কি স্ট্রাকচার
iii. বাইনারি স্ট্রাকচার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৭৬. ওয়েবপেজ পাবলিশিং এর জন্য-
i. ওয়েবপেজটি তৈরি করতে হবে
ii. ওয়েবপেজটি হোস্টিং করতে হবে
iii ওয়েবপেজটির জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৭৭. ওয়েব ব্রাউজার হলো-
i. সাফারি
ii. অপেরা
iii. গুগলক্রম


নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৭৮. ওয়েবসাইটের কাঠামোর অন্তর্ভূক্ত হলো-
i. Main Section
ii. Home Page
iii. Subsection

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৭৯. ওয়েবপেজে ocean.jpg নামক ইমেজটি যুক্ত করার জন্য নির্দেশ হলো <img src = "ocean.jpg" >
এখানে ইমেজটির সাইজ ৪০০ বাই ৩০০ পিক্সেল করার জন্য কী নির্দেশ দিতে হবে?
ক. w40 h30
খ. "40 "30
গ. pixw40 pixh30<spanVrinda; ">
ঘ. কোনটি সত্য নয়
উত্তরঃ (খ)

৮০. ওয়েব-এ ব্যবহৃত ইমেজ ফরমেট-
i. Gif
ii. png
iii. jpeg

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৮১. <font> ট্যাগ এর কাজ হলো ওয়েবসাইটের-
i. টেক্সটের ফন্ট ঠিক করা
ii. টেক্সটের আকার ঠিক করে
iii. টেক্সটের রং ঠিক করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

৮২. ওয়েবসাইট তৈরির জন্য-
i. ব্যান্ডউইথ প্রয়োজন
ii. জায়গা প্রয়োজন
iii. ঠিকানা প্রয়োজন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (গ)

৮৩. URL এর অংশগুলো হলো- [রা. বো. ২০২২]
i. প্রোটোকল নেম
ii. হোস্ট নেম
iii. ডাইরেক্টরি নেম

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, iiও iii

৮৪. html-এর ওয়েবপেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে- [কু. বো. ২০২২]
i. .html
ii. .htm
iii. .doc

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৮৫. ওয়েব ব্রাউজার হলো- [কু. বো. ২০২২]
i. গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

৮৬. ওয়েব সাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরমেট হলো- [ব.বো. ২০২২]
i. .jpg
ii. .img
iii. .png

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (খ)

আইসিটি অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি | ICT mcq question and answer for Class 11-12 | HSC ICT Guide MCQ with Answer.

উদ্দীপকটি পড় এবং ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যকল্প-১: শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়।

দৃশ্যকল্প-২:

৮৭. দৃশ্যকল্প ১ এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে? [ঢা. বো. ২০২০]
ক. ওয়েবসাইট
খ. ওয়েবহোস্টিং
গ. ই-কমার্স
ঘ. ইলেকট্রনিক মেইলিং
উত্তরঃ (ক)

৮৮. দৃশ্যকল্প-২ এর জন্য ব্যবহৃত হতে পারে- [ঢা. বো. ২০২০]
i. HTML সিনটেক্স
ii. টেক্সট এডিটর
iii. ব্রাউজার সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)n

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৯ ও ৯০নং প্রশ্নের উত্তর দাও।
< html >
< head >
< title > This is My First Web Page</+title>
</head>
<body><h 1></p><h1> This is My Website</h1><p><u>This is my Personal Web</p></u>
</body>
</html>

৮৯. উদ্দীপকের This is My Personal Website লাইনটির আউটপুটের ধরন কিরূপ হবে? [চ. বো. ২০২০]
ক. বোল্ড
খ. ইটালিক
গ. আন্ডারলাইন
ঘ. বোল্ড আন্ডারলাইন
উত্তরঃ (গ)

৯০. উদ্দীপকের ৭ম লাইনটিতে Personal শব্দের ওপর ক্লিক করলে জীবন বৃত্তান্তের পেইজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে? [চ. বো. ২০২০]
ক. <a>...........</a>
খ. <b>...........</b>
গ. <p>...........</p>
ঘ. <i>...........</i>
উত্তরঃ (ক)

৯১. লিমা যে ট্যাগ ব্যবহার ছবি যুক্ত করল সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে? [য. বো. ২০২০]
ক. <html>
খ. <br>
গ. <body>
ঘ. <pre>

৯২. লিমা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে- [য.বো.২০২০]
i. jpg
ii. bmp
iii. png

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪নং প্রশ্নের উত্তর দাও:

৯৩. উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামোর সাথে মিল রয়েছে? [রা. বো. ২০২০]
ক. হায়ারারকিক্যাল
খ. ওয়েব লিংকড
গ. লিনিয়ার
ঘ. হাইব্রিড
উত্তরঃ (গ)

৯৪. Page-4 ও Page-5 কে Page-2 সাথে যুক্ত করলে- [রা. বো. ২০২০]
i. ওয়েবসাইটের কাঠামো পরবর্তীতে হবে
ii. নতুন করে HTML কোড লিখতে হবে
iii. মেমরি স্পেস কম লাগবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৫ ও ৯৬নং প্রশ্নের উত্তর দাও:সাকিব নতুন ওয়েব পেজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেজে হাইপারলিংক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে।

৯৫. সাকিব কোন ট্যাগটি ব্যবহার করে হাইপারলিংক করেছে?
ক. <caption>
খ. <a>
গ. <head>
ঘ. <html>
উত্তরঃ (খ)

৯৬. সাকিব সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেজ-
i. সমৃদ্ধ করতে পারবে
ii.তথ্যবহুল করে তুলতে পারবে
iii. দৃষ্টিনন্দন করতে পারবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮নং প্রশ্নের উত্তর দাও।
রহমান তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে। এতে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে।

৯৭. রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে?
ক. <caption>
খ. <img>
গ. <head>
ঘ. <html>
উত্তরঃ (খ)

৯৮. রহমান যে ছবিটি যুক্ত করেছে সেটি যে ফরমেটের হতে পারে-
i. .jpg
ii. .png
iii. .psd

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৯ ও ১০০নং প্রশ্নের উত্তর দাও:
মবিন নোটপ্যাড এডিটর ব্যবহার করে ‘New World’/ ‘নিউ ওয়ার্ল্ড’ নামে একটি HTML ডকুমেন্ট তৈরি করল।

৯৯. নতুন ডকুমেন্ট নামকরণে মবিন কোন HTML ট্যাগটি ব্যবহার করেছে?
ক. <>
খ. <html>
গ. <p>
ঘ. <title>
উত্তরঃ (খ)

১০০. মবিন তার ‘New World’ ডকুমেন্টটি দেখতে পারবে-
i. ইন্টারনেট এক্সফ্লোরার ব্যবহার করে
ii. গুগল ক্রোম ব্যবহার করে
iii. মজিলা ফায়ারফক্স ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১০১ ও ১০২নং প্রশ্নের উত্তর দাও।
ওয়েবসাইট তৈরি অর্থাৎ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইট ব্যবহারকারী, গ্রাহক বা ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হবে।

১০১. ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে নিরাপত্তার কোন বিষয়টি জরুরি?
ক. গুণগতমান বজায় রাখা
খ. হ্যাকিং থেকে রক্ষা পাওয়া
গ. দৃষ্টিনন্দন সাইট তৈরি করা
ঘ. ব্যবসায় লাভবান হওয়া
উত্তরঃ (খ)

১০২. ওয়েবসাইট তৈরি ও পাবলিশিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়-
i. ওয়েবসাইট ডিজাইন
ii. ডোমেইন রেজিস্ট্রেশন
iii. ডোমেইন হোস্টিং

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১০৩ ও ১০৪নং প্রশ্নের উত্তর দাও:
< a href = ”url”> link text </a>

১০৩. উপরিউক্ত কোডের ‘‘url’’ দ্বারা বুঝায়-
ক. ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
খ. ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা
গ. কলেজের ওয়েবসাইটের ঠিকানা
ঘ. যেকোনো ঠিকানা
উত্তরঃ (ক)

১০৪. উক্ত কোড থেকে বুঝায়-
i. href দ্বারা লিঙ্কের ঠিকানা
ii. url দ্বারা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
iii. <a> দ্বারা অ্যাঙ্কর এলিমেন্ট

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫-১০৬ নং প্রশ্নের উত্তর দাও:
ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি ও কার্টুন যুক্ত করল।

১০৫. ইউসুফের কাজকে বলা যায়-
ক. ওয়েবহোস্টিং
খ. ওয়েব লিঙ্ক
গ. ওয়েব ইনফো
ঘ. ওয়েব ডিজাইন
উত্তরঃ (ঘ)

১০৬. ইউসুফ তার ওয়েবপেজে যুক্ত করতে পারে-
i. টেক্সট
ii. ভিডিও
iii. চিত্র

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১০৭ ও ১০৮নং প্রশ্নের উত্তর দাও:
একটি অফিসের আটতলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

১০৭. তাদের নেটওয়ার্কটি কী ধরনের হবে? [রা. বো. ২০২২]
ক. LAN
খ. MAN
গ. WAN
ঘ. PAN
উত্তরঃ (ক)

১০৮. অফিসটির নেটওয়ার্কটিকে তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ফ্রিকুয়েন্সি সীমা ব্যবহৃত হবে? [রা. বো. ২০২২]
ক. 1-9 Mbps
খ. 10-50 Mbps
গ. 51-100 Mbps
ঘ. 101 -150 Mbps
উত্তরঃ (গ)

নিচের উদ্দীপকটি অনুসারে ১০৯ ও ১১০নং প্রশ্নের উত্তর দাও:
একটি ওয়েব সাইটের ৪ নম্বর পেইজে 300´300 সাইজের Pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটির এক পেইজ হতে অন্য পেইজে যাওয়া যাচ্ছে না।

১০৯. সাইটটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ট্যাগ- [ব.বো. ২০২২]
ক. < a> ...........</ a >
খ. < b > ..........< /b >
গ. < i > ...........< /i >
ঘ. < li > ..........< /li >
উত্তরঃ (ক)

১১০. ৪ নম্বর পেইজের জন্য প্রযোজ্য HTML কোডটি হলো- [ব.বো. ২০২২]
ক. <img src "pic.jpg" height = 300 width = 300>
খ. <img src = "pic. jpg", height = "30 width = "30>
গ. < img src = "pic.jpg" height = "30 width = "30>
ঘ. <img src = "pic.jpg" height = 300, width = 300>
উত্তরঃ (গ)

উদ্দীপকটি পড় এবং ১১১ ও ১১২নং প্রশ্নের উত্তর দাও:-
নিরব নতুন ওয়েব ডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েবপেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।

১১১. নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে? [চ.বো. ২০২২]
ক. <caption>
খ. <a>
গ. <href>
ঘ. <link>
উত্তরঃ (খ)

১১২. নিরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা- [চ.বো. ২০২২]
i. ওয়েব সাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিংক করা যায়
ii. ওয়েব সাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়
iii. এক ওয়েব সাইটের সাথে অন্য ওয়েব সাইট লিংক করা যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ১১৩ ও ১১৪নং প্রশ্নের উত্তর দাও:
নিরব নতুন ওয়েব ডেভেলপারসে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংক এর কাজ করে।

১১৩. নিরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করে? [সি.বো. ২০২২]
ক. < caption>
খ. <a>
গ. < head>
ঘ. < body>
উত্তরঃ (খ)

১১৪. নিরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা- [সি.বো. ২০২২]
i. এক পেজ থেকে অন্য পেজে যাওয়া
ii. একটা পেজের এক অংশের সাথে অন্য অংশ লিংক করা
iii. ভিন্ন সার্ভারের সাথে লিংক না হওয়া

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ (ক)

1 comment:

  1. Anonymous12:55:00 AM

    This web site very essential for hsc examamenee, i like this page

    ReplyDelete