G

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৫

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৫

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১. ‘‘হৈমন্তী’’ গল্পটি ‘‘গল্পগুচ্ছ’’ গ্রন্থের কোন খন্ড থেকে সংকলিত হয়েছে?
ক. ১ম খন্ড
খ. ২য় খন্ড
গ. ৩য় খন্ড
ঘ. ৪র্থ খন্ড
উত্তরঃ গ. ৩য় খন্ড

২. ‘‘ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।’’- কে?
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. ভারতীয় নারীগণ
ঘ. রেণু
উত্তরঃ খ. বিলাসী

৩. রাম সীতার সহিত কিরুপ আচরণ করতেন?
ক. স্ত্রীর সহিত স্বামীর মত
খ. বাঁদীর মত
গ. বন্ধুর মত
ঘ. পুতুলের সহিত বালকের মত
উত্তরঃ ঘ. পুতুলের সহিত বালকের মত

৪. কলিমদ্দি দফাদারের পরিবারে সদস্য সংখ্যা কত জন?
ক. ৪জন
খ. ৫জন
গ. ৬জন
ঘ. ৭জন
উত্তরঃ খ. ৫জন

৫. ‘‘একুশের গল্প’’-এ শহরের সেরা নাচিয়ে ছিল বলে কার নাম উল্লেখ করা হয়েছে?
ক. সুমতি
খ. রেণু
গ. রুণী
ঘ. মনোরমা
উত্তরঃ গ. রুণী

৬. এইডস রোগ আবিস্কৃত হয় কত সালে?
ক. ১৯৭৯
খ. ১৯৮০
গ. ১৯৮১
ঘ. ১৯৮২
উত্তরঃ গ. ১৯৮১

৭. ত্রস্তা ধরণী ভীত হয়ে নজরানা দেয় কাকে?
ক. কৃষককে
খ. শ্রমিককে
গ. বৃক্ষকে
ঘ. নদীকে
উত্তরঃ ক. কৃষককে

৮. মাইকেল মদুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২০
খ. ১৮২২
গ. ১৮২৪
ঘ. ১৮২৬
উত্তরঃ গ. ১৮২৪

৯. নিচের কোন কবিতাটি চিত্রকল্পের সমাহারে গঠিত?
ক. বঙ্গভাষা
খ. জীবনবন্দনা
গ. তাহারেই পড়ে মনে
ঘ. আমার পূর্ব বাংলা
উত্তরঃ ঘ. আমার পূর্ব বাংলা

১০. ‘‘একটি ফটোগ্রাফ’’কবিতায় ‘‘বাঁজখাই কেউ’’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. অতিথিকে
খ. সময়কে
গ. মৃত্যুকে
ঘ. ঈশ্বরকে
উত্তরঃ খ. সময়কে

১১. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়?
ক. বাগধারা
খ. কারক
গ. প্রত্যয়
ঘ. সমাস
উত্তরঃ ক. বাগধারা

১২. নিচের কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
ক. দেহ
খ. দেশ
গ. রেণু
ঘ. এত
উত্তরঃ ঘ. এত

১৩. জোর দিয়ে উচ্চারণ করলে শব্দে কি ধরণের ধ্বনি পরিবর্তন হয়?
ক. সমীভবন
খ. দ্বিত্ব ব্যাঞ্জন
গ. সম্প্রকর্ষ
ঘ. ধ্বনি বিপর্যয়
উত্তরঃ খ. দ্বিত্ব ব্যাঞ্জন

১৪. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. বৃহস্পতি
খ. দুর্যোগ
গ. অহরহ
ঘ. ষষ্ঠ
উত্তরঃ ক. বৃহস্পতি

১৫. ‘‘বধ’’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
ক. √বি+ধ
খ. √বধ্ +অল
গ. √বধ্ +অন
ঘ. √হন্ + অল
উত্তরঃ ঘ. √হন্ + অল

১৬. সংস্কৃত উপসর্গ কতটি?
ক. ১৮
খ. ১৯
গ. ২০
ঘ. ২১
উত্তরঃ গ. ২০

১৭. নিচের কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. দর্শন
খ. তারল্য
গ. তারুণ্য
ঘ. শক্তি
উত্তরঃ ক. দর্শন

১৮. বেআইনি কোন সমাস?
ক. কর্মধারয়
খ. নঞ তৎপুরুষ
গ. নঞবহুব্রীহি
গ. অব্যয়ীভাব
উত্তরঃ খ. নঞ তৎপুরুষ

১৯. সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না।- কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৫মী
খ. করণে ৭মী
গ. অপাদানে ৫মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ ঘ. অপাদানে ৭মী

২০. ‘‘নেই অসূয়া যার’’- এক কথায় প্রকাশ কর:
ক. অনুসূয়া
খ. অনসুয়া
গ. অনসূয়া
ঘ. অনুসুয়া
উত্তরঃ গ. অনসূয়া

২১. ‘‘এক চোখা’’ বাগধারাটির অর্থ কি?
ক. শত্রু
খ. বিভেদকারী
গ. পক্ষপাতদুষ্ট
ঘ. স্বার্থপর
উত্তরঃ গ. পক্ষপাতদুষ্ট

২২. নিচের কোনটি খিড়কি শব্দের বিপরীত শব্দ?
ক. জানালা
খ. ঘুলঘুলি
গ. পেছনের দরজা
ঘ. সিংহদ্বার
উত্তরঃ ঘ. সিংহদ্বার

২৩. Secretary General শব্দের পরিভাষা কী?
ক. সাধারণ সম্পাদক
ক. সাধারণ সচিব
গ. মহাসচিব
ঘ. মহা-সম্পাদক
উত্তরঃ গ. মহাসচিব

২৪. পদাশ্রিত নির্দেশক দ্বারা অনির্দিষ্টতা বোঝাচ্ছে নিচের কোনটিতে?
ক. একটি দেশ
খ. দুটো ভাত
গ. দশটি টাকা
ঘ. তিনটি বছর
উত্তরঃ ক. একটি দেশ

২৫. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি বসে?
ক. শূণ্য
খ. দ্বিতীয়া
গ. তৃতীয়া
ঘ. ষষ্ঠী
উত্তরঃ গ. তৃতীয়া

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Choose the correct sentence: ( Question 1-3)
1. I found him ambiguous in his behavior because simultaneously, _______
A. he behaved benevolently and miserly.
B. he behaved benevolently and miser.
C. he behaved benevolently and in a miserly way
D. he behaved both in a benevolent and miser way.
Answer: C. he behaved benevolently and in a miserly way

2. A. I am not one of those who believes everything I hear.
B. I am not one of those who believe everything they hear.
C. I am not one of those who believes everything he hears.
D. I am not one of those who believe in everything one hear.
Answer: B. I am not one of those who believe everything they hear.

3. If I had a computer,__________.
A. I would have typed a letter.
B. I had typed a letter.
C. I would type a letter
D. I typed a letter.
Answer: C. I would type a letter

4. Although the physical set up of high school’s lunchroom seems run down in many respects, it was enlarged and _______ quite recently.
A. visited
B. examined
C. occupied
D. renovated
Answer: D. renovated

5. His devotion to music his own interest in an art he had once loved as a chilD.
A. revived
B. defiled
C. reviled
D. exiled
Answer: A. revived

6. In R. K. Narayan’s “Under the Banyan Tree” Nambi narrated only those stories which he
A. read in the books
B. heard from people
C. made up in his head
D. saw in his dream
Answer: C. made up in his head

Choose the appropriate preposition from the questions 7 & 8.
7. I cannot conceive __________ such cruelty.
A. of
B. in
C. at
D. with
Answer: A. of

8. He is prone – idleness.
A. at
B. of
C. to
D. with
Answer: C. to

9. His star is in the ascendant. Here the underlined phrase most closely refers to:
A. everything was contradictory to him
B. fortune favors him
C. he was unlucky
D. he has many fans
Answer: B. fortune favors him

10. The synonym of ‘impromptu’ is –
A. extempore
B. prepared
C. improper
D. direct
Answer: B. prepared

11. The antonym of ‘plaintiff’ is –
A. complainant
B. defendant
C. sorrowful
D. witness.
Answer: B. defendant

12. We feel pleasure in contemplating the multitude of our own virtues than over those of others. No error.
A.
B.
C.
D.
Answer: C.

13. Choose the adjective form from the following:
A. heat
B. miser
C. coward
D. none of them.
Answer: D. none of them.

14. A name adopted by an author in his writings
A. Title
B. Nomenclature
C. Nickname
D. Pseudonym
Answer: D. Pseudonym

Not until the mid 1960s did any agriculturally based unions in the Southwest show promise of sustained operation. Mexican Americans were involved in efforts during the 1920s and 1930s to establish farm labor unions, but although these efforts resulted in dramatic and partially successful strikes, they were episodic and without organizational continuity.
The migratory work pattern compounded the problem of labor organization. A dispersed population in motion is not an easy target for organizational appeals. Industrial unionism had the advantage of mobilizing workers who were more concentrated in workplace and residence. It was easier to organize a work force whose members filed in and out of the workspace at fixed locations and at fixed times and who were exposed to daily contact with organizers. In addition, multiple-employer structure of farm work, partially a function of labor mobility, made it less likely that union gains in one area could be transferred to another.

15. The word ‘compounded’ in second phase of the passage indicates to the following ideA.
A. lessens
B. mollifies
C. intensifies
D. moderates.
Answer: C. intensifies

16. According to the passage, when did the first efforts of Mexican Americans to form agricultural unions take place?
A. At turn of the century.
B. During the 1930s.
C. During the 1920s.
D. Immediately after the Second World War
Answer: C. During the 1920s.

17. The passage is primarily concerned with the-
A. causes of poverty among agricultural workers.
B. difficulties of forming agricultural unions in the Southwest.
C. nature of the work done by agricultural workers.
D. problems encountered by agricultural workers who try to join ex sting unions
Answer: B. difficulties of forming agricultural unions in the Southwest.

18. According to the passage, the early efforts of Mexican Americans to establish unions for farm workers resulted in-
A. Strikes but no real unity.
B. numerous successful organizations.
C. strikes and the beginning of successful organizational anity
D. the beginnings of permanent affiliations with national labor unions.
Answer: A. Strikes but no real unity.

19. The word ‘unionism’ belongs to following parts of speech.
A. adjective
B. noun
C. pronoun
D. adverb
Answer: B. noun

20. The light went out while I ______________.
A. read
B. had read
C. was reading
D. had been reading
Answer: C. was reading

21. Most students don’t like black coffee, and_____________.
A. I don’t too
B. either don’t I
C. neither don’t I
D. neither do I
Answer: D. neither do I

22. In the type of _____ radio receivers, a signal is translated up or down in frequency.
A. used mixer in
B. mixer used
C. used in a mixer
D. mixer used in
Answer: D. mixer used in

23. A place where neither grass nor trees grow
A. Desert
B. Uncultivable
C. Barren
D. Fertile
Answer: C. Barren

24. A person who regards the whole world as his country
A. Patriot
B. Nationalist
C. Cosmopolitan
D. Metropolitan
Answer: C. Cosmopolitan

Select the best analogous option that matches the capitalized worD.
25. RICOCHET : BULLET ::
A. soar : falcon
B. aim : crossbow
C. pierce : missile
D. carom : ball
Answer: D. carom : ball

General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
“বাংলাদেশ বিষয়াবলি’’
১। দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে?
ক. বেগম রোকেয়া
খ. তাপসী রাবেয়া
গ. সুলতানা রাজিয়া
ঘ. নূরজাহান
উত্তরঃ গ. সুলতানা রাজিয়া

২।বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কোন সালে দিওয়ানী লাভ করে?
ক. ১৭৬৫
খ. ১৭৯৩
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক. ১৭৬৫

৩। ব্যাঙ্গ চিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে?
ক. রফিকুন্নবী
খ. হাশেম খান
গ. কাইয়ুম চৌধুরী
ঘ. এস এম সুলতান
উত্তরঃ ক. রফিকুন্নবী

৪।গাম্ভীরা কোন অঞ্চলের গান?
ক. রংপুর
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ. রাজশাহী

৫। বাংলাদেশ কতসালে UNESCO স্বাক্ষরতা পুরস্কার লাভ করে?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০০ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তরঃ ক. ১৯৯৮ সালে

৬। শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রশাসনিক পদের নাম কি?
ক. সভাপতি
খ. পরিচালক
গ. মহাপরিচালক
ঘ. নির্বাহী পরিচালক
উত্তরঃ গ. মহাপরিচালক

৭। উপমহাদেশ সর্বপ্রথম মুদ্রা আইন করে পাশ হয়?
ক. ১৮৩৫ সালে
খ. ১৮৩৬ সালে
গ. ১৮৩৭ সালে
ঘ. ১৮২০ সালে
উত্তরঃ ক. ১৮৩৫ সালে

৮। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়?
ক. ৩৮৬ মার্কিন ডলার
খ. ৪০০ মার্কিন ডলার
গ. ৪৭০ মার্কিন ডলার
ঘ. ৬৯০ মার্কিন ডলার
উত্তরঃ ঘ. ৬৯০ মার্কিন ডলার

৯। ভারতের ভেতর বাংলাদেশের কতগুলো ছিটমহল রয়েছে?
ক. ৫১ টি
খ. ৯ টি
গ. ১৪ টি
ঘ. ৮০টি
উত্তরঃ ক. ৫১ টি

১০। বাংলাদেশে এ পর্যন্ত কৃষিশুমারি হয় কতবার?
ক. ২ বার
খ. ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার
উত্তরঃ গ. ৪ বার

১১। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুতের প্রকল্প চালু হয়?
ক. চট্টগ্রাম
খ. নরসিংদী
গ. দিনাজপুর
ঘ. যশোর
উত্তরঃ খ. নরসিংদী

১২। পরিবেশ নীতি ঘোষনা করা হয় কত সালে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ খ. ১৯৯২ সালে

১৩। বাংলাদেশের চিংড়ী গবেষণাকেন্দ্র কোন জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. খুলনা
গ. ঢাকা
ঘ. চাঁদপুর
উত্তরঃ খ. খুলনা

১৪। ‘‘কলোরোয়া’’ স্থল বন্দরটি কোথায় অবস্থিত?
ক. যশোর
খ. সাতক্ষীরা
গ. খুলনা
ঘ. সিলেট
উত্তরঃ খ. সাতক্ষীরা

১৫। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিগেড আকারের ফোর্স হয় কয়টি?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৫ টি
ঘ. ৭ টি
উত্তরঃ খ. ৩ টি

১৬। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
ক. ১৬ ই ডিসেম্বর, ১৯৭৩
খ. ১৬ ই ডিসেম্বর, ১৯৭২
গ. ২৬ শে মার্চ, ১৯৭২
ঘ. ১১ ই মার্চ, ১৯৭৩
উত্তরঃ খ. ১৬ ই ডিসেম্বর, ১৯৭২

১৭। বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে?
ক. জিল্লুর রহমান
খ. হুসেইন মুহাম্মদ এরশাদ
গ. আব্দুল জলিল
ঘ. ডঃ ইয়াজউদ্দিন আহমেদ
উত্তরঃ ক. জিল্লুর রহমান

১৮। বাংলাদেশ রাইফেলস কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ. রাষ্ট্রপতির কার্যালয়
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরঃ ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৯। কোন সংসদে মহিলাদের জন্য কোন সংরক্ষিত আসন ছিল না?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ ঘ. চতুর্থ

২০। বাংলাদেশ ইন্টারপোল এর সদস্য হয় কবে?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ক. ১৯৭৬ সালে

২১। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
ক. ৪. ৮ কি: মি:
খ. ৫. ৮ কি: মি:
গ. ৫. ৯ কি: মি:
ঘ. ৬. ১৫ কি: মি:
উত্তরঃ ঘ. ৬. ১৫ কি: মি:

২২। সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. দিনাজপুর
গ. বাগেরহাট
ঘ. টাঙ্গাইল
উত্তরঃ খ. দিনাজপুর

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৫ 🎓 University Admission Test 2023

২৩। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতির নাম কী?
ক. হামিদুর রহমান
খ. হামিদুজ্জামান
গ. নিতুন কুন্ড
ঘ. জয়নুল আবেদিন।
উত্তরঃ ক. হামিদুর রহমান

২৪। শিক্ষায় ‘‘একুশে পদক - ২০০৯’’ পান কে?
ক. অধ্যাপক মোজাফ্ফর হোসেন
খ. ড: সেলিম মাহবুব
গ. ড: নাজমা চৌধুরী
ঘ. ড: বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
উত্তরঃ ঘ. ড: বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

২৫। ‘‘দৈনিক নবযুগ’’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ আকরাম খাঁ
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথ চৌধুরী
ঘ. সুকুমার রায়
উত্তরঃ খ. কাজী নজরুল ইসলাম

General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
আর্ন্তজাতিক বিষয়াবলী
১. কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে A tale of two cities রচিত হয়?
ক. বলশেভিক বিপ্লব
খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
গ. আমেরিকান বিপ্লব
ঘ. ফরাসি বিপ্লব
উত্তরঃ খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব

২. ‘‘শিলিং’’ নিচের কোন দেশের মুদ্রার নাম?
ক. কেনিয়া
খ. সোমালিয়া
গ. কমোরোস
ঘ. ক+খ
উত্তরঃ ঘ. ক+খ

৩. উত্তমাশা অন্তরীপ কোথায়?
ক. লেসোথো
খ. কেনিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. নামিবিয়া
উত্তরঃ গ. দক্ষিণ আফ্রিকা

৪. আণবিক শীত বলতে কি বুঝায়?
ক. আণবিক যুদ্ধ পরবর্তী সর্বাত্ত্বক অন্ধকার
খ. আণবিক নিয়ন্ত্রিকরণ
গ. আণবিক হিমাবস্থা
ঘ. আণবিক যুদ্ধপূর্ব শীতল আবহাওয়া
উত্তরঃ খ. আণবিক নিয়ন্ত্রিকরণ

৫. Justice delayed justice denied কার উক্তি?
ক. Churchil
খ. Disraeli
গ. Gold stone
ঘ. Lord Atkin
উত্তরঃ গ. Gold stone

৬. ‘‘লেইসে ফেয়ার নীতির’’ প্রবক্তা কে?
ক. . জে. এস. মিল
খ. ডেভিড রিকার্ডো
গ. এডাম স্মিথ
ঘ. জে. এম. কিনস
উত্তরঃ গ. এডাম স্মিথ

৭. ন্যাটো কোন সালে গঠিত হয়েছিল?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৯ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ গ. ১৯৪৯ সালে

৮. মহাকাশে গমনকারী ‘‘লাইকা’’ কি?
ক. বানর
খ. বিড়াল
গ. কুকুর
ঘ. ভেড়া
উত্তরঃ গ. কুকুর

৯. কোনটি জাতিসংঘ দিবস?
ক. ৮ এপ্রিল
খ. ২৪ জুন
গ. ১৪ অক্টোবর
ঘ. ২৪ অক্টোবর
উত্তরঃ ঘ. ২৪ অক্টোবর

১০. সুলায়েসি কোন দেশের একটি প্রদেশ?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. ইরান
ঘ. ইরাক
উত্তরঃ ক. ইন্দোনেশিয়া

১১. ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনের জন্য কোন চুক্তি করা হয়?
ক. তাসখন্দ চুক্তি
খ. পাকিস্তান-ভারত মৈত্রী চুক্তি
গ. সিমলা চুক্তি
ঘ. ম্যাসট্রিখট চুক্তি
উত্তরঃ গ. সিমলা চুক্তি

১২। সময় মাপার যন্ত্রের নাম কি?
ক. ক্রোনোমিটার
খ. ফ্যাদোমিটার
গ. ম্যানোমিটার
ঘ. ট্যাকোমিটার
উত্তরঃ ক. ক্রোনোমিটার

১৩। পোর্ট ব্লেয়ার দ্বীপটি কোথায় অবস্থিত?
ক. বঙ্গোপসাগরে
খ. ভারত মহাসাগরে
গ. ভূমধ্যসাগরে
ঘ. প্রশান্ত মহাসাগরে
উত্তরঃ ক. বঙ্গোপসাগরে

১৪। “মায়া সভ্যতা’’ কোথায় গড়ে উঠেছিল?
ক. মধ্যপ্রাচ্য
খ. দক্ষিন পূর্ব এশিয়া
গ. আফ্রিকা
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ ঘ. দক্ষিন আমেরিকা

১৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-
ক. বার্লিনে
খ. বনে
গ. ন্যুারেমবার্গে
ঘ. হাইডেলবার্স
উত্তরঃ গ. ন্যুারেমবার্গে

১৬। নিচের কোন দ্বীপপুঞ্জে ফরাসি পারমানবিক পরীক্ষা করা হয়ে থাকে?
ক. মরুরুয়া
খ. হাওয়াই
গ. টোবাগো
ঘ. গুয়াম
উত্তরঃ ক. মরুরুয়া

১৭। ২০০৯ সালের বুকার পুরস্কার পেয়েছেন?
ক. এলিস মুনরো
খ. অরবিন্দ আদিভা
গ. কিরন দেশাই
ঘ. তারিক আলী
উত্তরঃ ক. এলিস মুনরো

১৮। “আইনু’’ কোন দেশের অধিবাসীদের নাম?
ক. চীন
খ. ইরান
গ. সেনেগাল
ঘ. জাপান
উত্তরঃ ঘ. জাপান

১৯। নিম্নের কোন দেশটির অর্থনীতির মেরুদন্ড “পর্যটন শিল্প’’?
ক. মালদ্বীপ
খ. ভূটান
গ. শ্রীলংকা
ঘ. নেপাল
উত্তরঃ ঘ. নেপাল

২০। “ওয়াটার গেট’’ কেলেংকারীর সাথে জড়িত নাম কোনটি?
ক. রিচার্ড নিক্সন
খ. জিসি কার্টার
গ. টেড কেনেডি
ঘ. জর্জ আব্রাহাম লিংকন
উত্তরঃ ক. রিচার্ড নিক্সন

২১। সৌদি আরবের প্রথম নারী মন্ত্রীর নাম কি?
ক. থোরাইয়া আহমেদ ওবায়েদ
খ. নোরাহ আল ফাইজ
গ. রাজা আল সানি
ঘ. হায়া বিনতে রশিদ
উত্তরঃ খ. নোরাহ আল ফাইজ

২২। সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে?
ক. নয়াদিল্লী
খ. কাটমান্ডু
গ. ঢাকা
ঘ. ইসলামাবাদ
উত্তরঃ ক. নয়াদিল্লী

২৩। ম্যাগনা কাটা কি?
ক. যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রের বাইবেল
খ. বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল
গ. জার্মানীর শাসনতন্ত্রের বাইবেল
ঘ. কোনটি নয়
উত্তরঃ ক. যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রের বাইবেল

২৪। রাশিয়ার জারদের পতন হয় কত সালে?
ক. ১৯১৭ সালে
খ. ১৯২৩ সালে
গ. ১৯২৭ সালে
ঘ. ১৯৩০ সালে
উত্তরঃ ক. ১৯১৭ সালে

২৫। ফেয়ার ফ্যাক্স হচ্ছে-
ক. গোয়েন্দা সংস্থা
খ. সংবাদ সংস্থা
গ. সাহায্য সংস্থা
ঘ. বাণিজ্য সংস্থা
উত্তরঃ ক. গোয়েন্দা সংস্থা

No comments:

Post a Comment