University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৪
সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০
সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১. ‘‘দুর্গেশনন্দিনী’’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৫০
খ. ১৮৫৫
গ. ১৮৬০
ঘ. ১৮৬৫
উত্তরঃ ঘ. ১৮৬৫
২. ‘‘এই পুতুল গড়া হচ্ছে তার খেলা’’- ‘‘সাহিত্যে খেলা’’ প্রবন্ধে প্রাবন্ধিক কার খেলার কথা বলেছেন?
ক. লেখকের
খ. প্রাবন্ধিকের
গ. ভাস্কর রোদ্যা’র
ঘ. জনতার
উত্তরঃ গ. ভাস্কর রোদ্যা’র
৩. শরৎচন্দ্রের মুদ্রিত প্রথম রচনার নাম কি?
ক. গৃহদাহ
খ. মন্দির
গ. পল্লীসমাজ
ঘ. শ্রীকান্ত
উত্তরঃ খ. মন্দির
৪. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান?
ক. ৪০
খ. ৪১
গ. ৪২
ঘ. ৪৩
উত্তরঃ ঘ. ৪৩
৫. ‘‘একটি তুলসী গাছের কাহিনী’’ গল্পে গল্পপ্রেমিক কে?
ক. ইউনুস
খ. মোদাবেবর
গ. কাদের
ঘ. মতিন
উত্তরঃ গ. কাদের
৬. ‘‘অপরাহ্নের গল্পে’’ আব্দুল মজিদ কোন দেশে গিয়ে এইডসে আক্রান্ত হয়?
ক. মালয়েশিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. সিঙ্গাপুর
ঘ. ভারত
উত্তরঃ খ. ইন্দোনেশিয়া
৭. ‘চারিদিকে বাঁকা জল করিছে খেলা’’-এখানে বাঁকা জল বলতে কী বোঝানো হয়েছে?
ক. কালস্রোত
খ. মৃত্যু
গ. হতাশা
গ. আক্ষেপ
উত্তরঃ ক. কালস্রোত
৮. কবি অমিয় চক্রবর্তী পাকিস্তানি হানাদার বাহিনীকে কি বলে উল্লেখ করেছেন?
ক. বুনোদল
খ. সান্ত্রী কাপুরুষ
গ. মরু-পশু
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ. সবগুলো
৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলতে কাকে বুঝিয়েছেন?
ক. মৃত্যুকে
খ. প্রিয় হারানোর বেদনাকে
গ. শীতকালকে
ঘ. একাকীত্বকে
উত্তরঃ গ. শীতকালকে
১০. সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন?
ক. ছাড়পত্র
খ. আকাল
গ. পূর্বাভাস
ঘ. ঘুম নেই
উত্তরঃ খ. আকাল
১১. কোন কাব্যটি ব্রজবুলি রীতিতে লেখা?
ক. ভানুসিংহ ঠাকুরের পদ্যাবলী
খ. চর্যাপদ
গ. মনসামঙ্গল
ঘ. চার্যাগীতিকা
উত্তরঃ ক. ভানুসিংহ ঠাকুরের পদ্যাবলী
১২. বাংলা বর্ণমালায় অধিমাত্রা যুক্ত বর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ. ৮টি
১৩. কোনটি অন্তর্হতির উদাহরণ?
ক. রিকশা>রিশকা
খ. লাল>নাল
গ. আলাহিদা>আলাদ
ঘ. সুবর্ণ>স্বর্ণ
উত্তরঃ গ. আলাহিদা>আলাদ
১৪. সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. সং+সার
খ. সম+সার
গ. সাং+সার
ঘ. সম্ + সার
উত্তরঃ ঘ. সম্ + সার
১৫. ‘‘মানবিক’’ শব্দটির প্রকৃতি প্রত্যয়-
ক. মানব + ইক
খ. মনু+ষ্ণিক
গ. মনু+ইক
ঘ. মানব+ষ্ণিক
উত্তরঃ খ. মনু+ষ্ণিক
১৬. সংস্কৃত উপসর্গের উদাহরণ কোনটি?
ক. সুনাম
খ. সুনীল
গ. সুদিন
ঘ. সুনজর
উত্তরঃ খ. সুনীল
১৭. কোনটি সাপেক্ষ সর্বনাম নয়?
ক. যথা-তথা
খ. যদিও-তথাপি
গ. যা-তা
ঘ. যে-সে
উত্তরঃ খ. যদিও-তথাপি
১৮. ‘‘কচু-কাটা’’ কোন সমাস নিস্পন্ন পদ?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ খ. উপমান কর্মধারয়
১৯. ‘‘ব্যবহারে বংশের পরিচয়।’’- কোন কারকে কোন সমাস?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ গ. করণে ৭মী
২০. এক কথায় প্রকাশ কর: একই সময়ে।
ক. সমীপবর্তী
খ. একসাথে
গ. যুগপৎ
ঘ. সমসাময়িক
উত্তরঃ গ. যুগপৎ
২১. ‘‘টাকায় বাঘের দুধ মেলে।’’ এখানে বাঘের দুধ অর্থ কী?
ক. দু:সাধ্য বস্তু
খ. নিষিদ্ধ বস্তু
গ. মূল্যবান বস্তু
ঘ. ভৌতিক বস্তু
উত্তরঃ ক. দু:সাধ্য বস্তু
২২. উচাটন শব্দের বিপতার্থক শব্দ কোনটি?
ক. প্রশান্ত
খ. উত্তাল
গ. অশান্ত
ঘ. নিস্প্রাণ
উত্তরঃ ক. প্রশান্ত
২৩. “He has gone to dogs”- অনুবাদ কর।
ক. সে কুকুরের কাছে গাছে
খ. সে গোল্লায় গেছে
গ. যে কুকুর পোষে
ঘ. তার আচরণ কুকুরের মত
উত্তরঃ খ. সে গোল্লায় গেছে
২৪. নিচের কোনটি সমাপিকা ক্রিয়া?
ক. ধুয়ে
খ. কেটে
গ. যাবে
ঘ. বসে
উত্তরঃ গ. যাবে
২৫. ‘‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে।’’- ‘‘মাঝারে’’ অনুসর্গটি এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিমিত্ত
খ. মাঝে
গ. উপরে
ঘ. ব্যাপ্তি
উত্তরঃ ঘ. ব্যাপ্তি
ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Rachel Carson was born in 1907 in Springdale, Pennsylvania, She studied biology at college and zoology at Johns Hopkins University, where she received her master’s degree in 1933. In 1936, she was hired by the U. S. Fish and wildlife Service, where she worked most of her life.
Carson’s first book, Under the Sea Wind, was published in 1941. It received excellent reviews, but sales were poor until it was reinsured in 1952. In that year she published The Sea Around Us. which provided a fascinating look beneath the ocean’s surface, emphasizing human history as well as geology and marine biology. Her imagery and language had a poetic quality. Carson consulted no less than 1,000 printed sources. She had voluminous correspondence and frequents discussions with experts in he field. However she always realized the limitations of her no technical readers.
In 1962, Carson published Silent Spring, a book that sparked considerable controversy. It proved how much harm was done by the uncontrolled, reckless use of insecticides. She detailed how they poison the food supply of animals, kill birds and fish, and contaminate human food.
At the time, spokesmen for the chemical industry mounted personal attacks against Carson and issued propaganda to indicate that her findings were flawed. However, her work was vindicated by a 1963 report of the president’s science Advisory Committee.
1. The passage mainly discusses Rachel Carson’s work
A. as a researcher
B. at college
C. at the U. S. Fish and Wildlife Service
D. as a writer
Answer: D. as a writer
2. According to the Passage, what did Carson primarily study at Johns Hopkins University?
A. Oceanography
B. history
C. literature
D. zoology
Answer: D. zoology
3. When she published her first book, Carson was closest to the age of
A. 26
B. 29
C. 34
D. 45
Answer: C. 34
4. The word “reckless” in line 11 is closest meaning to
A. Unnecessary
B. limited
C. continuous
D. irresponsible
Answer: A. Unnecessary
5. Arson is suspected in a fire that razed the Grand Hotel.
A. threatened
B. included
C. destroyed
D. spared
Answer: C. destroyed
6. Rarely _______ seen far from water.
A. spotted turtles
B. spotted turtles are
C. have spotted turtles
D. are spotted turtles
Answer: D. are spotted turtles
7. Because the subject matter was so technical, the instructor made every effort to use ______ terms to describe it.
A. candid
B. simplified
C. discreet
D. specialized
Answer: B. simplified
Choose the appropriate preposition. ( Question 8-9)
8. You are responsible _________ your immediate supervisor
A. for
B. to
C. of
D. into
Answer: B. to
9. Her parents are very their daughter’s education.
A. concerning for
B. concerned of
C. concerned in
D. concerned about
Answer: D. concerned about
10. The correct English translation of “মেয়েটি দেখতে তার মায়ের মত”।
A. The girl is like her mother.
B. The girl resembles her mother.
C. The girl resembles like her mother.
D. The girl looks like her mother.
Answer: D. The girl looks like her mother.
11. ___________ many days since I last gave him money.
A. It was
B. It has been
C. It had been
D. It is
Answer: C. It had been
12. In Robert Herrick’s “To Daffodils”, apart from human beings, what other things are short lived?
A. summer and winter
B. summer and rainy season
C. flowers and animals
D. summer and morning dew.
Answer: D. summer and morning dew.
13. The store manager waited _________ customers all morning.
A. at
B. for
C. on
D. of
Answer: C. on
Find the Correct Sentence: (Questions 14 through 16)
14. A. I have no authority about giving you the opinion.
B. I have no authority on giving you the opinion.
C. I have no authority in giving you the opinion.
D. I have no authority for giving you the opinion.
Answer: D. I have no authority for giving you the opinion.
15. We want the field researcher to be the one who has the best rapport with his respondents.
A. the field researcher to be the one
B. the field researcher to be he
C. him to be field researcher
D. that the field researcher be him.
Answer: B. the field researcher to be he
16. Scientists know that the Hobs crater in Arizona was made by a meteorite, but they do not know . . . . . . .
A. when did the meteorite hit the earth.
B. when the meteorite hit the earth.
C. when did the earth hit the meteorite.
D. when the meteorite the earth hit.
Answer: B. when the meteorite hit the earth.
17. The opposite of the word instigate is
A. inhibit
B. random choice
C. approve vigorously
D. waive
Answer: A. inhibit
18. Several of these washers and dryers are out of order and
A. need to be repairing
B. repairing is required of them
C. require that they be repaired
D. need to be repaired
Answer: D. need to be repaired
19. If John fell for a obvious trick he must be very
A. foolish
B. rich
C. clever
D. honest
Answer: A. foolish
20. If someone gives up smoking then he __________smoking.
A. starts
B. stops
C. hates
D. loves
Answer: B. stops
21. Unlike other cats, the cheetah cannot fully extract_______ claws.
A. them
B. its
C. they
D. that
Answer: B. its
22. A story becomes a fable only when
A. it is compressed to a certain extent.
B. it achieves universality
C. it is based on folk wisdom
D. it is markedly compressed and contains a moral.
Answer: D. it is markedly compressed and contains a moral.
23. Choose the correct spelling;
A. Miscellaneous
B. Misceellaneous
C. Missscellaneous
D. Miscalanecos
Answer: A. Miscellaneous
24. According to ‘Jerry’ the word ‘subterfuge’ means
A. sabotage
B. integrity
C. a dishonest explanation
D. more than honesty
Answer: C. a dishonest explanation
25. Women qualifying themselves with this complicated job is highly required in this erA. No error
A
B
C
D
Answer: C
General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
“বাংলাদেশ বিষয়াবলী’’
১। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে সরকারের কোন বিভাগ?
ক. শাসন বিভাগ
খ. আইন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. কোনটি নয়
উত্তরঃ ক. শাসন বিভাগ
২। বাংলাদেশ ইন্টারপোল এর সদস্য হয় কবে?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ক. ১৯৭৬ সালে
৩। বাংলাদেশের জাতীয় সংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. দিকদর্শন
খ. শিখা
গ. বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ ঘ. বঙ্গদর্শন
৪। বাংলাদেশের সমূদ্র অঞ্চলে আবিস্কৃত প্রথম গ্যাসক্ষেত্র-
ক. জাফোর্ড পয়েন্ট
খ. হাতিয়া প্রণালী
গ. সাঙ্খু ভ্যালী
ঘ. হিরন পয়েন্ট
উত্তরঃ খ. হাতিয়া প্রণালী
৫। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত?
ক. ২৪ শতাংশের কম
খ. ২০. ৬০ শতাংশের কম
গ. ২৪-২৫ শতাংশের মধ্যে
ঘ. ২৫ শতাংশের বেশি
উত্তরঃ খ. ২০. ৬০ শতাংশের কম
৬। বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র-
ক. নাটোর
খ. জালালাবাদ
গ. তালিবাবাদ
ঘ. বেতবুনিয়া
উত্তরঃ গ. তালিবাবাদ
৭। নিম্নের কোনটি বাংলাদেশকে অতিক্রম করেছে?
ক. বিষুব রেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. মকরক্রান্তি রেখা
ঘ. ৩৮ তম সমাক্ষরেখা
উত্তরঃ খ. কর্কটক্রান্তি রেখা
৮। ‘Swatch of no ground’ কোথায়?
ক. ভারত মহাসাসরে
খ. বঙ্গোপসাগরে
গ. পারস্য উপসাগরে
ঘ. জাপান সাগরে
উত্তরঃ খ. বঙ্গোপসাগরে
৯। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ১৯ সেপ্টেম্বর ১৯৭৪
গ. ২০ সেপ্টেম্বর ১৯৭৪
ঘ. ২৩ সেপ্টেম্বর ১৯৭৪
উত্তরঃ ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
১০। “অপারেশন সার্চ লাইট’’ কোন দেশের সালের ঘটনা?
ক. ১৯৬৯
খ. ১৯৭১
গ. ১৯৭৫
ঘ. ১৯৯০
উত্তরঃ খ. ১৯৭১
১১। কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. পুরী
গ. দিনাজপুর
ঘ. মথুরা
উত্তরঃ গ. দিনাজপুর
১২। বাংলাদেশের প্রাচীণতম নগরকেন্দ্র কোনটি?
ক. মহাস্তান
খ. পাহাড়পুর
গ. ময়নামতি
ঘ. সোনারগাঁ
উত্তরঃ ক. মহাস্তান
ক. এফ আর খান
খ. বব বোই
গ. লুই কান
ঘ. মাজহারুল ইসলাম
উত্তরঃ খ. বব বোই
১৪। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম লিখেছেন?
ক. মহুয়া
খ. সন্ধ্যা সংগীত
গ. সন্ধ্যা
ঘ. কহু ও কেকা
উত্তরঃ গ. সন্ধ্যা
১৫। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ওপর নির্মিত প্রামান্য চিত্রের নাম কি?
ক. বাউল রাজা
খ. বাউল সম্রাট
গ. ভাটির পুরুষ
ঘ. হাওরের দ্যুতি
উত্তরঃ গ. ভাটির পুরুষ
১৬। দেশের প্রথম নারী ওসির নাম কি?
ক. ফাতেমা বেগম
খ. রওশান আরা বেগম
গ. জাহানারা বেগম
ঘ. হোসনে আরা বেগম
উত্তরঃ ঘ. হোসনে আরা বেগম
১৭। “কার্জন হল’’ কবে নির্মিত হয়?
ক. ১৯২৭ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯০৪ সালে
ঘ. ১৯২৪ সালে
উত্তরঃ গ. ১৯০৪ সালে
১৮। শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়-
ক. ১৬ ডিসেম্বর
খ. ১৪ ডিসেম্বর
গ. ২৬ মার্চ
ঘ. ৩১ ডিসেম্বর
উত্তরঃ খ. ১৪ ডিসেম্বর
১৯। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন?
ক. মুহাম্মদ বিন কাশিম
খ. মাহমুদ গজনী
গ. মুহাম্মদ ঘোরী
ঘ. কুতুব উদ্দীন আইবেক
উত্তরঃ গ. মুহাম্মদ ঘোরী
২০। শেষ মোঘল সম্রাট কে ছিলেন?
ক. আত্তরঙ্গজেব
খ. শাহজাহান
গ. দ্বিতীয় বাহুদর শাহ জাফর
ঘ. আকবর
উত্তরঃ গ. দ্বিতীয় বাহুদর শাহ জাফর
২১। কোন সালে মুসলিম নীগ গঠিত হয়?
ক. ১৯০৪ সালে
খ. ১৯০২ সালে
গ. ১৯০৯ সালে
ঘ. ১৯০৬ সালে
উত্তরঃ ঘ. ১৯০৬ সালে
২২। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
ক. সালাউদ্দিন
খ. রনজিৎ
গ. নবী চৌধুরী
ঘ. জাকারিয়া পিন্টু
উত্তরঃ ঘ. জাকারিয়া পিন্টু
২৩। জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে?
ক. সারাহ বেগম কবরী
খ. সাগুফতা ইয়াসমিন এমিলি
গ. মাহবুব আরা সিনি
ঘ. রুমানা মাহমুদ
উত্তরঃ ক. সারাহ বেগম কবরী
২৪। বাংলাদেশে কবে ভিকটিম সাপোর্ট সেন্টার চালু হয়?
ক. ১৭ ফ্রেব্রুয়ারী ২০০৯
খ. ১৮ ফেব্রুয়ারি ২০০৯
গ. ১৯ফেব্রুয়ারি ২০০৯
ঘ. ২০ ফেব্রুয়ারি ২০০৯
উত্তরঃ ঘ. ২০ ফেব্রুয়ারি ২০০৯
২৫। বাংলাদেশ কোন দেশটির সাথে মানি লন্ডারিং চুক্তি করেছে?
ক. মালয়েশিয়া
খ. ফিলিপাইন
গ. নেপাল
ঘ. এদের সবগুলো
উত্তরঃ ক. মালয়েশিয়া
General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
“আন্তর্জাতিক বিষয়াবলী’’
১। জাতিসংঘ ঘোষিত ২০১১ সাল কোন বর্ষ?
ক. আন্তর্জাতিক বন এবং রসায়ন বর্ষ
খ. আন্তর্জাতিক পদার্থ এবং রসায়ন বর্ষ
গ. আন্তর্জাতিক জীব এবং ব্যাঙ বর্ষ
ঘ. এদের কোনটি নয়
উত্তরঃ ক. আন্তর্জাতিক বন এবং রসায়ন বর্ষ
২। জিম্বাবুয়ের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক. রবার্ট মুগাবে
খ. মরগ্যান সাভাঙ্গিরাই
গ. জয়েস মুজুরুর
ঘ. নিয়াশা ডেল কামেণা
উত্তরঃ খ. মরগ্যান সাভাঙ্গিরাই
৩। Tin Drum রচনা করেছেন?
ক. এডলফ্ হিটলার
খ. ঝুম্পা লাহিড়ী
গ. গুন্টার গ্রাস
ঘ. অরুন্ধতী রায়
উত্তরঃ গ. গুন্টার গ্রাস
৪। “সান ফ্লাওয়ার’’ কার বিখ্যাত চিত্রকর্ম?
ক. লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ. ভিনসেনট ভ্যানগগ
গ. ক্লদ মোনে
ঘ. মাইকেল এঞ্জেলা
উত্তরঃ খ. ভিনসেনট ভ্যানগগ
৫। ইন্দোনেশিয়া পূর্ব তিমুর দখল করে কত সালে?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৮২ সালে
উত্তরঃ গ. ১৯৭৫ সালে
৬। ভিসুবিয়াস কি?
ক. সাগর
খ. আগ্নেয়গিরি
গ. হ্রদ
ঘ. শহর
উত্তরঃ খ. আগ্নেয়গিরি
৭। শিখদের ধর্মগ্রন্থ?
ক. ত্রিপিটক
খ. তাত - তকিং
গ. জেন্দ আবেস্তা
ঘ. গ্রন্থ সাহেব
উত্তরঃ ঘ. গ্রন্থ সাহেব
৮। কোন ধর্মের ধর্মযাজককে “র্যাবাই’’ বলা হয়?
ক. খ্রিষ্টধর্ম
খ. জরথুস্ত ধর্ম
গ. জৈন ধর্ম
ঘ. ইহুদী ধর্ম
উত্তরঃ ঘ. ইহুদী ধর্ম
৯। সলিডারিটি নেতা লেস ওয়াদিয়া কোন দেশের সাথে জড়িত?
ক. থাইল্যান্ড
খ. আয়ারল্যান্ড
গ. পোল্যান্ড
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ গ. পোল্যান্ড
১০। “ইউনিয়ন জ্যাক’’ কোন দেশের পতাকার নাম?
ক. সুইজারল্যান্ড
খ. বৃটেন
গ. বুলগেরিয়া
ঘ. ডেনমার্ক
উত্তরঃ খ. বৃটেন
১১। “দ্বিতীয় বিশ্বযুদ্ধ’’ কোন সালে আরম্ভ হয়েছিলো?
ক. ১৯৩৮
খ. ১৯৩৯
গ. ১৯৪১
ঘ. ১৯৪৪
উত্তরঃ খ. ১৯৩৯
১২। নিচের কোন দ্বীপপুঞ্জ ফরাসি পারমানবিক পরীক্ষা করা হয়ে থাকে?
ক. মরুরুয়া
খ. হাওয়াই
গ. ত্রিনিদাদ / টোবাগো
ঘ. গুয়াম
উত্তরঃ ক. মরুরুয়া
১৩। কোন চুক্তি ইসরাইল ও প্যালেস্টিনীয় কতৃপক্ষের মাঝে সমঝোতার সূত্রপাত ঘটিয়েছে?
ক. ক্যাম্প ডেভিড
খ. ডেটন
গ. ইয়াল্টা
ঘ. মন্ট্রিয়াল
উত্তরঃ ক. ক্যাম্প ডেভিড
১৪। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্রের নাম?
ক. বিড়ালাক্ষী
খ. কপোতাক্ষী
গ. আশাসুনি
ঘ. কোটালি পাড়া
উত্তরঃ ক. বিড়ালাক্ষী
১৫। “জুলু’’ উপজাতি বাস করে?
ক. লাতিন আমেরিকায়
খ. দক্ষিন আফ্রিকায়
গ. ভারতে
ঘ. ফ্রান্সে
উত্তরঃ খ. দক্ষিন আফ্রিকায়
১৬। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটান কে?
ক. নাদির শাহ
খ. জহির শাহ
গ. দাউদ খাঁ
ঘ. আহমেদ শাহ
উত্তরঃ গ. দাউদ খাঁ
১৭। পৃথিবীর প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
ক. আটলান্টায়
খ. জেনেভায়
গ. ম্যারিলোন্ডে
ঘ. মস্কোতে
উত্তরঃ ক. আটলান্টায়
১৮। নিম্নের কোন সংস্থার সবগুলো সদস্য দেশই মুসলমান?
ক. AU
খ. NV
গ. NATO
ঘ. GCC
উত্তরঃ ঘ. GCC
১৯। “আনতারা’’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. মালয়েশিয়া
খ. ভারত
গ. ইন্দোনেশিয়া
ঘ. বৃটেন
উত্তরঃ গ. ইন্দোনেশিয়া
২০। আফ্রিকা মহাদেশের সমূদ্রবন্দরবিহীন দেশ কোনটি?
ক. উগান্ডা
খ. চাদ
গ. বুবুন্ডি
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ. সবগুলোই
২১। পৃথিবীর দীর্ঘতম খাল কোথায় অবস্থিত?
ক. রাশিয়া
খ. চীন
গ. ফ্রান্স
ঘ. গ্রীস
উত্তরঃ খ. চীন
২২। নিচের কোনটি মুদ্রার নাম নয়?
ক. সুক্রে
খ. গোড়ডে
গ. লাসোম
ঘ. লেভ
উত্তরঃ গ. লাসোম
২৩। “M – 96” কোন ধরনের সংগঠন?
ক. গোয়েন্দা সংস্থা
খ. অর্থনৈতিক সংস্থা
গ. সামরিক সংস্থা
ঘ. গেরিলা সংস্থা
উত্তরঃ ক. গোয়েন্দা সংস্থা
২৪। বিশ্বের কোন দেশের সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা “লাল শার্ট’’ বাহিনী নামে পরিচিত?
ক. পুন্থ কমল দাহাল (নেপাল)
খ. থাকসিন সিনাওয়াত্রা (থাইল্যান্ড)
গ. চন্দ্রিকা কুমারাতুঙ্গা (শ্রীলঙ্কা)
ঘ. অটল বিহারী বাজপেয়ি (ভারত)
উত্তরঃ ঘ. অটল বিহারী বাজপেয়ি (ভারত)
২৫। বিশ্বের কার্বন ডাই অক্সাইড (CO2) নিঃসরনে শীর্ষ দেশ কোনটি?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. রাশিয়া
ঘ. ভারত
উত্তরঃ ক. মার্কিন যুক্তরাষ্ট্র