G

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download বরিশাল বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers Barisal Board 2019 pdf download.

বরিশাল বোর্ড 
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
[ক] গ্রাম্য মহাজন
[খ] আত্মীয়স্বজন
[গ] ধনী কৃষক
[ঘ] রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

২. PPP-এর পূর্ণরূপ কী?
[ক] Public Private Partnership
[খ] Public Private Partnership
[গ] Property Private Partnership
[ঘ] Production Possibility Picture

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশে একটি শিল্পের ইতিহাসে খুব বেশি দিনের নয়। অথচ রপ্তানি আয়ের সিংহভাগ আসে  শিল্প থেকে। এই শিল্পে কর্মরত প্রায় ৫০ লক্ষ শ্রমিকের বেশিরভাগই দরিদ্র মহিলা শ্রমিক। বর্তমানে শিল্পটি বেশ কিছু সমস্যার সম্মুখীন।

৩. উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে?
[ক] ঔষধ
[খ] চা
[গ] পাট
[ঘ] তৈরি পোশাক

৪. উদ্দীপকে উলিখিত শিল্পের বর্তমান সমস্যাগুলো হলো-
i. বিশ্ব বাজারে তীব্র প্রতিযোগিতা
ii. শ্রমিকের নিম্ন মজুরি ও শ্রমিক অসন্তোষ
iii. ভবন ধস ও অগিড়বকান্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি?
[ক] DP = TP/TA
[খ] DP = TA/TP
[গ] DP = TQ/TC
[ঘ] DP = TP/TL

৬. "An Essay on the Principles of Population" গ্রন্থের লেখক কে?
[ক] এডাম স্মিথ
[খ] অধ্যাপক মার্শাল
[গ] টমাস ম্যালথাস
[ঘ] পি. এ. স্যামুয়েলসন

৭. মানব সম্পদ উন্নয়নের উপায়গুলো হলো-
i. শিক্ষা
ii. প্রশিক্ষণ
iii. পরিবেশ উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. BSTI-এর পূর্ণরূপ কী?
[ক] Bangladesh Standard and Testing Institute
[খ] Bangladesh Standard and Testing Inteligence
[গ] Bangladesh ঝবৎারপব and Testing Importance
[ঘ] ইধংরপ Standard Testing Initiavtive

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
মাসুম মিঞা দিন মজুর। বাজারে খাদ্যসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ দেখে খুব খুশি হয়। কিন্তু সব জিনিসের দাম খুব চড়া। তাই প্রয়োজনের তুলনায় সামান্য কিনেই তাকে বাড়ি ফিরতে হয়।

৯. মাসুম মিঞার প্রয়োজনের তুলনায় সামান্য ক্রয়ের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার কোন দিকটির দুর্বলতা প্রমাণ করে?
i. অবস্থাগত লভ্যতা
ii. অর্থনৈতিক লভ্যতা
iii. সামাজিক লভ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১০. মাসুম মিঞার মত স্বল্প আয়ের লোকদের খাদ্য
নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন-
i. সামাজিক নিরাপত্তা জোরদারকরণ
ii. বেশি করে খাদ্য উৎপাদন
iii. বেশি পরিমাণে খাদ্য আমদানি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১১. শেয়ার বাজার ও বন্ড কোন বাজারের অন্তর্ভুক্ত?
[ক] মুদ্রাবাজার
[খ] মূলধনবাজার
[গ] অর্থবাজার
[ঘ] সেবাবাজার

১২. Finis শব্দটি-
[ক] গ্রিক শব্দ
[খ] ল্যাটিন শব্দ
[গ] ইংরেজি শব্দ
[ঘ] আরবি শব্দ

১৩. ‘‘মুদ্রাস্ফীতি হলো এরূপ একটি পরিস্থিতি যেখানে অত্যধিক পরিমাণ অর্থ অতি সামান্য পরিমাণ দ্রব্য সামগ্রীর পশ্চাতে ধাবিত হয়’’- সংজ্ঞাটি কে প্রদান করেন?
[ক] ক্রাউথার
[খ] কুলবর্ন
[গ] পিগু
[ঘ] স্যামুয়েলসন

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সরকার সকল সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি করেছেন। এতে করে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে।

১৪. নির্দিষ্ট আয়ের লোকের ওপর কী প্রভাব পড়বে?
[ক] লাভবান হবে
[খ] ক্ষতিগ্রস্ত হবে
[গ] অবস্থা অপরিবর্তিত থাকলে
[ঘ] ভোগ বৃদ্ধি পাবে

১৫. মূল্য বৃদ্ধির এ প্রক্রিয়াকে কী বলে?
[ক] মুদ্রাস্ফীতি
[খ] মুদ্রা সংকোচন
[গ] মজুরি বৃদ্ধি
[ঘ] অবমূল্যায়ন

১৬. কোনটি বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্য?
[ক] তৈরি পোশাক
[খ] হিমায়িত খাদ্য
[গ] শাকসবজি
[ঘ] চা

১৭. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কী?
[ক] EZP
[খ] EPZ
[গ] EPS
[ঘ] EPJ

১৮. বাংলাদেশের আমদানি ব্যয় রপ্তানি আয় অপেক্ষা বেশি হওয়ার কারণ-
i. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ
ii. শ্রমনির্ভর শিল্পোৎপাদন জড়িত
iii. রপ্তানি পণ্য কম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (বরিশাল বোর্ড ২০১৯)

১৯. কর রাজস্ব কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২০. সরকারি ঋণের উদ্দেশ্য-
i. উন্নয়ন পরিকল্পনার জন্য ব্যয়
ii. জরুরি অবস্থা মোকাবিলা
iii. বাজেট ঘাটতি পূরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১. মূল্য সংযোজন কর (VAT) কোন ধরনের কর?
[ক] প্রত্যক্ষ কর
[খ] পরোক্ষ কর
[গ] দান কর
[ঘ] প্রমোদ কর

২২. ADP-এর প্রকল্প বাস্তবায়নে কার অনুমোদনের প্রয়োজন হয়?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] ECNEC
[ঘ] বাংলাদেশ ব্যাংক

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
‘ব’ একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যার তুলনায় দেশটির সম্পদ কম বিধায় রাষ্ট্র পরিচালনায় সরকারকে প্রচুর ব্যয় করতে হয়।

২৩. উদ্দীপকে কোন বিষয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে?
[ক] উন্নয়নশীল দেশ
[খ] সম্পদহীনতা
[গ] অর্থনৈতিক উন্নয়ন
[ঘ] অযথা সরকারি ব্যয়

২৪. ‘ব’ দেশের সরকারি ব্যয়ের যৌক্তিকতার কারণ হলো-
i. বেকার ও বয়স্ক ভাতা প্রদান
ii. ঋণ পরিশোধ ও ভর্তুকি প্রদান
iii. তথ্য ও প্রযুক্তিগত ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. মুসলিম যুগের অর্থনীতির সময়কাল-
[ক] ১২০০-১৭৫৭
[খ] ১২০০-১৮৫৭
[গ] ১৭৫৭-১৮৫৭
[ঘ] ১৭৫৭-১৯৪৭

২৬. উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ কয় ভাগে বিভক্ত?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৭. ধান, পাট, ইক্ষু কোন ভূমিতে ভালো জন্মে?
[ক] সমতল ভূমি
[খ] অসমতল ভূমি
[গ] পাহাড়ি ভূমি
[ঘ] দো-আঁশযুক্ত ভূমি
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
ফজর আলী একজন কৃষক। এ বছর তার জমিতে প্রচুর ধান উৎপাদন হয়েছে। কিন্তু দাম কম থাকায় সে বাজারে ধান বিক্রি করতে পারছে না।

২৮. ফজর আলী কোন ধরনের সমস্যার সম্মুখীন?
[ক] শস্য বহুমুখীকরণ
[খ] কৃষি প্রযুক্তি উদ্ভাবন
[গ] কৃষি উপকরণ বিতরণ
[ঘ] কৃষিপণ্যের বিপণন

২৯. ফজর আলীর সমস্যাটির সুষ্ঠু সমাধান হলে-
i. তিনি ধানের উপযুক্ত দাম পাবেন
ii. ভোক্তা যুক্তিসংগত দামে তা ক্রয় করতে পারবে
iii. মধ্যস্বত্বভোগীরা সুফল ভোগ করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. বাংলাদেশ কৃষির উপখাত কয়টি?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬ 

উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [ঘ] ৪ [ঘ] ৫ [ক] ৬ [গ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [খ] ১০ [ঘ] ১১ [খ] ১২ [খ] ১৩ [খ] ১৪ [খ] ১৫ [ক]  ১৬ [ঘ] ১৭ [খ] ১৮ [ঘ] ১৯ [ক] ২০ [ঘ] ২১ [খ] ২২ [গ] ২৩ [গ] ২৪ [ঘ] ২৫ [ক] ২৬ [খ] ২৭ [ঘ] ২৮ [ঘ] ২৯ [ক] ৩০ [খ] 

No comments:

Post a Comment