HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download দিনাজপুর বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Question Answers Dinajpur Board 2019 pdf download.

দিনাজপুর বোর্ড
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. মুদ্রাস্ফীতির কারণ কোনটি?
[ক] ব্যাংক হার বৃদ্ধি
[খ] ব্যাংক ঋণের সংকোচন
[গ] অর্থের যোগান বৃদ্ধি
[ঘ] উৎপাদন বৃদ্ধি

২. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
[ক] পাট
[খ] চা
[গ] চামড়া ও চামড়াজাত দ্রব্য
[ঘ] তৈরি ও হোসিয়ারি পোশাক

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
সত্তর বছরের বৃদ্ধা হাজেরা বিবি গ্রামের প্রান্তে এক কুঁড়ে ঘরে বাস করেন। রোজগারেরও কেউ নেই। সরকার তার অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

৩. সরকারের কার্যক্রমে সরকারি ব্যয়ের কোন উদ্দেশ্য অর্জিত হবে?
[ক] সামাজিক নিরাপত্তা
[খ] রাজনৈতিক উদ্দেশ্য
[গ] পূর্ণ নিয়োগ
[ঘ] শান্তি শৃঙ্খলা

৪. হাজেরা বিবিকে সরকার প্রদত্ত সাহায্য কোন ধরনের হতে পারে?
[ক] চাকরি
[খ] বয়স্ক ভাতা
[গ] কাজের বিনিময়ে খাদ্য
[ঘ] ব্যাংক ঋণ

৫. দীর্ঘমেয়াদি পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে-
i. সুশাসন বৃদ্ধি
ii. টেকসই উন্নয়ন
iii. খাদ্য নিরাপত্তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬. CPI-এর পূর্ণরূপ কী?
[ক] Customer Price Index
[খ] Consumer Price Index
[গ] Common Price Index
[ঘ] Compact Price Index

৭. বাংলাদেশে কোন রপ্তানি পণ্য থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়?
[ক] তৈরি পোশাক
[খ] কাঁচা পাট
[গ] চা
[ঘ] চামড়া

৮. মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়-
i. ঋণদাতা
ii. ঋণগ্রহীতা
iii. নির্দিষ্ট আয়ের লোক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৯. সর্বশেষ শিল্পনীতি কত সালে প্রণয়ন করা হয়?
[ক] ১৯১০
[খ] ১৯১২
[গ] ১৯১৪
[ঘ] ১৯১৬
[* বি. দ্র : সঠিক উত্তর ২০১৬]

১০. বাংলাদেশের কোন জেলায় পাহাড় নেই?
[ক] সিলেট
[খ] চট্টগ্রাম
[গ] কুমিলা
[ঘ] কুষ্টিয়া

১১. অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
[ক] ১৩১৪ ডলার
[খ] ১০৪৬ ডলার
[গ] ১৭৫২ ডলার
[ঘ] ১৮০০ ডলার

১২. বাংলাদেশের কৃষির উপখাত হলো-
i. মৎস্য সম্পদ
ii. খনিজ সম্পদ
iii. বনজ সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
দবির মিয়া একজন সফল কৃষক। তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে উৎসাহিত হয়ে তার এক বিঘা জমিতে ঋতুভেদে আলু, বাদাম, করলা, পাট, ধান প্রভৃতি ফসল চাষ করেন।

১৩. দবির মিয়ার উক্তি জমিতে কী ধরনের চাষাবাদ লক্ষ করা যায়?
[ক] উচ্চ ফলনশীল চাষ
[খ] বাণিজ্যিক চাষ
[গ] মিশ্র চাষ
[ঘ] শস্য বহুমুখীকরণ

১৪. উক্ত চাষ পদ্ধতির উদ্দেশ্য হলো-
i. উৎপাদন খরচ কমানো
ii. মাটির পুষ্টির চাহিদা ঠিক রাখা
iii. আগাছায় উপদ্রব কমানো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. বাঁশের তৈরি ঝুড়ি কোন শিল্পের পণ্য?
[ক] ক্ষুদ্র শিল্প
[খ] কুটির শিল্প
[গ] মাঝারি শিল্প
[ঘ] বৃহৎ শিল্প

১৬. জনসংখ্যার নির্ধারক হলো-
i. জন্মহার
ii. ভৌগোলিক আয়তন
iii. নিট অভিবাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. Bio Technology শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?
[ক] ১৯১৭
[খ] ১৯১৮
[গ] ১৯১৯
[ঘ] ১৯২০

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (দিনাজপুর বোর্ড ২০১৯)

১৮. বাংলাদেশে মোট কয়টি স্টক একচেঞ্জ আছে?
[ক] ৫
[খ] ৪
[গ] ৩
[ঘ] ২

১৯. An Essay on the Principle of Population বইটি লেখক কে?
[ক] অধ্যাপক মার্শাল
[খ] অ্যাডাম স্মিথ
[গ] ম্যালথাস
[ঘ] এল রবিন্স

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
মেহেদী পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের নিকটে মনোরম পরিবেশে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলল। এতে তার ব্যয় হলে ১ কোটি টাকা। বর্তমানে তার শিল্প প্রতিষ্ঠানে ২৫ জন শ্রমিক কাজ করেন।

২০. মেহেদীর শিল্পটি কোন ধরনের?
[ক] কুটির শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] মাঝারি শিল্প
[ঘ] বৃহদায়তন শিল্প

২১. উক্ত শিল্পে উৎপাদিত হতে পারে-
i. টুথ ব্রাশ
ii. সাবান
iii. তৈরি পোশাক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. কোনটি জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ে সরল সূত্র?
[ক] DP = TQ/TC
[খ] DP = AR/MR
[গ] TP x TP/TL
[ঘ] DP = TP/TA

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
একটি দেশে ২০১৫ সালে ২০ লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে। উক্ত বছরের মধ্যবর্তী সময়ে ওই দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি। দেশটির মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.

২৩. দেশটির স্থূল জন্ম হার কত?
[ক] ১০.৫
[খ] ১১.৫
[গ] ১২.৫
[ঘ] ১৩.৫

২৪. উদ্দীপকে উলিখিত দেশটি-
i. অধিক জনসংখ্যার দেশ
ii. স্বল্প জনসংখ্যার দেশ
iii. স্বাভাবিক জনসংখ্যার দেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

২৫. খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয়-
i. স্বল্প উৎপাদনশীলতার কারণে
ii. অপর্যাপ্ত খাদ্যের প্রবাহের কারণে
iii. ভর্তুকির কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৬. খাদ্য নিরাপত্তা বলতে বোঝায়-
i. খাদ্যের প্রাপ্যতা
ii. খাদ্যের বিপণন
iii. খাদ্যের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৭. বাংলাদেশে কত সালে সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন আইন প্রণয়ন করা হয়?
[ক] ১৯৯২
[খ] ১৯৯৩
[গ] ১৯৯৪
[ঘ] ১৯৯৫

২৮. সরকারি আয়ের উৎস প্রধানত কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
করিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি একটি কোম্পানির শেয়ার কিনে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। যদি কোম্পানিটি বিলুপ্ত হয়েও যায় তবুও করিম সাহেব তার মূলধন ফেরত পাবেন।

২৯. উদ্দীপকে করিম সাহেব কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?
[ক] প্রেফারেন্স শেয়ার
[খ] বিলম্বিত শেয়ার
[গ] সাধারণ শেয়ার
[ঘ] বিলম্বিত দাবিযুক্ত শেয়ার

৩০. উদ্দীপকে উলিখিত শেয়ারের ক্ষেত্রে-
i. ঝুঁকি অনেক কম
ii. লভ্যাংশ কমবেশি হতে পারে
iii. মূলধন ফেরতযোগ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [গ] ২ [ঘ] ৩ [ক] ৪ [খ] ৫ [ঘ] ৬ [খ] ৭ [ক] ৮ [খ] ৯ * ১০ [ঘ] ১১ [গ] ১২ [খ] ১৩ [ঘ] ১৪ [ঘ] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [গ] ১৮ [ঘ] ১৯ [গ] ২০ [খ] ২১ [ক] ২২ [ঘ] ২৩ [গ] ২৪ [ক] ২৫ [ক] ২৬ [গ] ২৭ [খ] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [খ]
Share:

0 Comments:

Post a Comment