HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৮) - Exam Cares

Latest:

সবচেয়ে কমদামে Free Fire Diamond ও PUBG UC

Thursday, May 25, 2023

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৮)

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer
সকল বোর্ড ২০১৬
অর্থনীতি দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
০৯ সকল বোর্ড ২০১৮ সময় : ৩০ মিনিট অর্থনীতি দ্বিতীয় পত্র বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান : ৩০

১. মানবসম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি?
[ক] ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
একটি দেশের সরকার ৩০ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এতে ডিজিটাল বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা অর্জন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

২. উদ্দীপকে উলিখিত পরিকল্পনাটি কী ধরনের?
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] বিশেষ

৩. এ ধরনের পরিকল্পনার উদ্দেশ্য হলো-
i. মানবসম্পদ উন্নয়ন
ii. জন্ম নিয়ন্ত্রণ
iii. জীবনযাত্রার মান বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. প্রশাসনিক ফি সরকারের কোন ধরনের প্রাপ্তি?
[ক] NBR ভুক্ত
[খ] NBR বহির্ভূত
[গ] বাধ্যতামূলক
[ঘ] কর বহির্ভূত

৫. ADP কী?
[ক] Annual Development Plan
[খ] Asian Development Plan
[গ] Annual Development Project
[ঘ] Asian Development Project

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ বর্তমানে হস্তশিল্পজাত দ্রব্য, সিরামিক সামগ্রী, জুতা রপ্তানি করছে। এতে বেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

৬. উদ্দীপকে উলিখিত রপ্তানি দ্রব্যগুলো কী ধরনের দ্রব্য?
[ক] প্রচলিত
[খ] অপ্রচলিত
[গ] কৃষিজাত দ্রব্য
[ঘ] সেবা

৭. উক্ত দ্রব্যগুলো রপ্তানি করে বাংলাদেশের-
i. জাতীয় আয় বৃদ্ধি পায়
ii. উৎপাদন হ্রাস পায়
iii. কর্মসংস্থান বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. M = A - O/O সমীকরণে M = O হলে কী নির্দেশ করে?
[ক] শূন্য জনসংখ্যা
[খ] অধিক জনসংখ্যা
[গ] নিম্ন জনসংখ্যা
[ঘ] কাম্য জনসংখ্যা

নিচের চিত্রের আলোকে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :

৯. যোগান স্থির থেকে চাহিদা বাড়লে P1 P2 ba কী নির্দেশ করে?
[ক] মুদ্রাস্ফীতি
[খ] মুদ্রা সংকোচন
[গ] মোট আয়
[ঘ] মোট খরচ

১০. SYf রেখাটি কী নির্দেশ করে?
i. সামগ্রিক চাহিদা
ii. সামগ্রিক যোগান
iii. পূর্ণ নিয়োগ উৎপাদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. সরকারের আয়ের উৎস প্রধানত কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১২. খাদ্য নিরাপত্তা হচ্ছে-
i. পর্যাপ্ত খাদ্য সরবরাহ
ii. নিরাপদ খাদ্য
iii. দামি খাদ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. কোন শেয়ারের ধারকগণ কোম্পানির প্রকৃত মালিক?
[ক] সাধারণ শেয়ার
[খ] মাধ্যমিক শেয়ার
[গ] অগ্রাধিকার শেয়ার
[ঘ] রাইট শেয়ার

১৪. ‘‘সাদা সোনা’’ বলতে কোনটিকে বোঝায়?
[ক] চিংড়ি
[খ] তুলা
[গ] সার
[ঘ] ব্রিটিশ যুগ

১৫. বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি?
[ক] পালযুগ
[খ] মুসলিম যুগ
[গ] সেন যুগ
[ঘ] ব্রিটিশ যুগ

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৮)

১৬. ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ কত সালে
গঠিত হয়?
[ক] ২০১৪
[খ] ২০১৫
[গ] ২০১৬
[ঘ] ২০১৭

১৭. মুদ্রাস্ফীতির উদাহরণ কোনটি?
[ক] ১% ➜ ২% ➜ ৩%
[খ] ১% ➜ ৫% ➜ ৩%
[গ] ১% ➜ ৮% ➜ ২%
[ঘ] ১০% ➜ ১% ➜ ২%

১৮. NGO-এর পূর্ণরূপ কী?
[ক] Non-Government Organization
[খ] Non-Green Organization
[গ] New-Government Organization
[ঘ] Net-Government Organization

১৯. অনুৎপাদনশীল ঋণ কোনটি?
[ক] সেবা খাতে ঋণ
[খ] যুদ্ধের জন্য ঋণ
[গ] কৃষি ঋণ
[ঘ] শিল্প ঋণ

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
মি. সম্রাট ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করেন। শেয়ার মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা তাঁকে চিন্তিত করল।

২০. উদ্দীপকে উলিখিত প্রতিষ্ঠানে কোনটি ক্রয়-বিক্রয়ং হয়?
[ক] পে-অর্ডার
[খ] ড্রাফট
[গ] ট্রেজারি-বিল
[ঘ] ঋণপত্র

২১. সম্রাট চিন্তিত হলেন-
i. অর্থ সংকটের কারণে
ii. আকস্মিক দর পতনের আশংকায়
iii. বাজারের অস্বাভাবিক আচরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২২. বাংলাদেশে উৎপাদিত ওষুধে আরোপিত করকে বলে-
[ক] রপ্তানি শুল্ক
[খ] আমদানি শুল্ক
[গ] সম্পূরক শুল্ক
[ঘ] আবগারি শুল্ক

২৩. বাংলাদেশের জনসংখ্যা ১৫,৮৯,৩২,৮৯০ এবং আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার হলে জনসংখ্যার ঘনত্ব কত?
[ক] ১০৫০
[খ] ১০৭৭
[গ] ১১৫০
[ঘ] ১১৭৭

২৪. স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি কয়ভাগে বিভক্ত ছিল?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

২৫. ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?
[ক] ১০৭৬ সালে
[খ] ১১৭৬ সালে
[গ] ১২৭৬ সালে
[ঘ] ১৩৭৬ সালে

২৬. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো-
[ক] ১৫০ নটিক্যাল মাইল
[খ] ২০০ নটিক্যাল মাইল
[গ] ২৫০ নটিক্যাল মাইল
[ঘ] ৩০০ নটিক্যাল মাইল

২৭. বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায়
চালু হয়েছে?
[ক] ঢাকা
[খ] চট্টগ্রাম
[গ] হবিগঞ্জ
[ঘ] মৌলভীবাজার

২৮. স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের খাদ্য মজুতের পরিমাণ-
[ক] ১০ লক্ষ মেট্রিক টন
[খ] ১৫ লক্ষ মেট্রিক টন
[গ] ২০ লক্ষ মেট্রিক টন
[ঘ] ২৫ লক্ষ মেট্রিক টন

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
টনি সাহেবের চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি পোশাক তৈরির কারখানা আছে যেখানে ৮০০০ শ্রমিক কাজ করছে। তৈরিকৃত পোশাক ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হচ্ছে।

২৯. টনি সাহেবের কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত?
[ক] ক্ষুদ্র
[খ] মাঝারি
[গ] কুটির
[ঘ] বৃহৎ

৩০. জাতীয় অর্থনীতিতে এ ধরনের শিল্প অবদান রাখে-
i. বৈদেশিক মুদ্রা অর্জনে
ii. বেকারত্ব দূরীকরণে
iii. আত্মকর্মসংস্থান সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [গ] ২ [গ] ৩ [ঘ] ৪ [ঘ] ৫ [ক] ৬ [খ] ৭ [খ] ৮ [ঘ] ৯ [ক] ১০ [গ] ১১ [ক] ১২ [ক] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [খ]  ১৬ [খ] ১৭ [ক] ১৮ [ক] ১৯ [খ] ২০ [ঘ] ২১ [খ] ২২ [ঘ] ২৩ [খ] ২৪ [খ] ২৫ [খ] ২৬ [খ] ২৭ [ঘ] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [ক]

No comments:

Post a Comment