HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-২ pdf download

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। HSC Production Management and Marketing 2nd Paper MCQ Question and Answer.
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 2nd Paper mcq question and answer pdf download.

চূড়ান্ত মডেল টেস্ট-০২
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

[বিষয় কোড: ২৮৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 2nd Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১। ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ড কীরূপ পণ্য?
[ক] ধারণা
[খ] সংগঠন
✅ স্থান
[ঘ] ঘঁনা


২। নিচের কোনটি জরুরি পণ্য?
[ক] টিভি
[খ] ফ্রিজ
[গ] গাড়ি
✅ ঔষধ

৩। শপিং পণ্য কোনটি?
✅ মোবাইল ফোন
[খ] চাল
[গ] ডাল
[ঘ] রেইনকোট

৪। লোভনীয় পণ্যের বৈশিষ্ট্য কোনটি?
[ক] ব্র্যান্ড আনুগত্য
[খ] মূল্য বেশি
[গ] অত্যধিক প্রয়োজন
✅ তাৎক্ষনিক ক্রয় সিদ্ধান্ত

৫। সকল মানুষই কোন পণ্যের ক্রেতা?
[ক] শিল্প পণ্য
[খ] লোভণীয় পণ্য
✅ ভোগ্যপণ্য
[ঘ] বনজ পণ্য

৬। একটি পণ্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কতটি স্তর অতিক্রম করে?
[ক] তিনটি
[খ] চারটি
✅ পাচটি
[ঘ] সাতটি

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
ইডেন লি একটি সদ্য প্রতিষ্ঠিত কোম্পানি। কোম্পানিটি কাচা আম থেকে চিপস তৈরি করে বাজারে ছাড়ল। এ চিপস এক সময় বাজারে প্রচুর মুনাফা অর্জন করে তবে পরবতীর্তে চিপসটি বাজার হারায়।

৭। ইডেন লি এ চিপসটি প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করে কোন কোন স্তরে?
[ক] সুচনা স্তর
✅ প্রবৃদ্ধি স্তর
[গ] পূর্ণতা স্তর
[ঘ] পতন স্তর

৮। ইডেন লি এর চিপসটি বাজার হারায় যে কারণে-
i. বিক্রয় হ্রাস পায়
ii. মুনাফা হ্রাস পায়
iii. প্রতিযোগিতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
লাকী ট্রেডার্স বিভিন্ন গার্মেন্টস এ কাপড় সরবারহ করে। এটি সকল হিসাব করার পার মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে। লাকী ট্রেডার্স অর্থ আদায়ের উদ্দেশ্যে ক্রেতাদের ৫% বাট্টা দিচ্ছে।

৯। লাকী ট্রের্ডাস এর সরবরাহকৃত কাপড় কোন ধরনের পণ্য?
[ক] সুবিধা পণ্য
[খ] শপিং পণ্য
✅ শিল্প পণ্য
[ঘ] বিশিষ্ট্য পণ্য

১০। উদ্দীপকের লাকী ট্রেডার্স কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে?
✅ ব্যয় যোগ পদ্ধতিতে
[খ] চলতি হারভিত্তিক পদ্ধতিতে
[গ] ভ্যালুভিত্তিক পদ্ধতিতে
[ঘ] দরপত্রভিত্তিক পদ্ধতিতে

১১। লাকী ট্রের্ডাসের দ্রুত অর্থ আদায়ের উদ্দেশ্যে দেরয়া বাট্রা কোন ধরনের বাট্টা।
✅ নগদ বাট্টা
[খ] পরিমানগত বাট্টা
[গ] কার্যভিত্তিক বাট্টা
[ঘ] মৌসুমি বাট্টা

১২।বণ্টনপ্রাণীল
i. চাহিদা ও যোগানের সমতা বিধান করে
ii. উৎপাদককে বাজার তথ্য সরবরাহ করে
iii. পণ্য উৎপাদন বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩। নিচের কোন পক্ষটি পণ্য বণ্টন প্রাণালির সহায়ক পক্ষ?
[ক] পাইকার
[খ] খুচরা ব্যবসায়ী
✅ পরিবহন ব্যবসায়ী
[ঘ] আমদানিকারক

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
সাবিনা ওষুধালয় নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের নিকট তাদের ওষুধ ও সেবা পৌছে দিচ্ছে। এতে তারা মনে করেন সেবাগ্রহীতারা কম মুল্যে তাদের ওষুধ ও সেবা গ্রহণে সামর্থ্য হচ্ছে।

১৪। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বন্টন প্রাণলি ব্যবহার করছে।
✅ সরাসরি বিপণন
[খ] খুচরা ব্যবসায়ীর মাধ্যমেবণ্টন
[গ] পাইকারি ব্যবসায়ীর মাধ্যমেবণ্টন
[ঘ] অনলাইন বিপণন

১৫। সেবাগ্রহীতাদের সম্পকৃ প্রতিষ্ঠানটির মন্ত্রব্য সঠিক এর কারণ কী?
[ক] এরূপ বণ্টন প্রাণীলর ক্ষেত্রে ক্রেতা ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্ক বজায় থাকে
[খ] এক্ষেত্রে পণ্যের গুণগত মান সঠিক মাত্রায় থাকে
✅ এক্ষেত্রে কোনো মধ্যস্থ ব্যবসায়ীয় নেই
[ঘ] এরূপ অবস্থায় পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায়।

১৬। উৎপাদক ও ভোক্তার মধ্যকার সেতুবন্ধ হিসেবে কাজ করে কোনটি?
[ক] পণ্য
[খ] বাজার
✅ মধ্যস্থ ব্যবসায়ী
[ঘ] BSTI

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন -চূড়ান্ত মডেল টেস্ট-০২

১৭। কারা উৎপাদককে বাজার সম্পর্কে পূণাঙ্গ তথ্য প্রদান করে?
✅ মধ্যস্থ ব্যবসায়ী
[খ] ক্রেতারা
[গ] আমদানি ব্যবসায়ী
[ঘ] কমিটি

১৮। কোন ধরনের পাইকারি ব্যবসায়ী মালিকানা গ্রহণ করে?
✅ বণিক পাইকার
[খ] দালাল
[গ] প্রতিনিধি পাইকার
[ঘ] ট্রাক পাইকার

১৯। কৃষিপণ্য উৎপাদিত হয়
✅ মৌসুমভিত্তিক
[খ] সারাবছর
[গ] প্রথম ১৫ দিন
[ঘ] শুধু বর্ষা মৌসুমে

২০। পচনশীল পণ্য বিক্রয় করে কোন ধরনের পাইকার?
[ক] বহনকারী
✅ ট্র্যাক
[গ] ড্রপশিপারস
[ঘ] ডাকবাহী

২১। আঞ্চলিক পাইকার কোন ধরনের পাইকার
[ক] বণিক পাইকার
✅ বিবিধ পাইকার
[গ] উৎপাদকের পাইকার
[ঘ] দালাল ও প্রতিনিধি

২২। পাইকারি ব্যবসায়ের অন্তর্ভূক্ত হলো
i. ড্রপ শিপারস
ii. র‍্যাক জবারস
iii. ক্যাটাগরি কিলার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩। বাটা সু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান?
[ক] বিভাগীয় বিপণি
✅ বহুশাখা বিপণি
[গ] অটোমেটিক ভেডিং
[ঘ] প্রতিনিধি

২৪। চেইন স্টোর খুচরা ব্যবসায়ের কোন ধরনের শ্রেণিবিভাগের আওতাভুক্ত?
[ক] সেবার পরিমাপ
[খ] পণ্যসারি
[গ] তুলনামূলক মূল্য
✅ খুচরা সংগঠন

২৫। বাকিতে বিক্রয়ের মাধ্যমে নিচের কোন কাজটি সম্পাদিত হয়?
[ক] ব্যয় হ্রাস
[খ] ঝুকিহ্রাস
✅ অর্থসস্থান
[ঘ] মানোন্নয়নে

২৬। পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে কী বলে?
[ক] বিজ্ঞাপন
[খ] প্রচার
[গ] বিক্রয় প্রসার
✅ বিপণন

২৭। বিক্রয় প্রসার কোন ধরনের উদ্দীপনা সৃষ্টি করে?
[ক] দীর্ঘমেয়াদী
[খ] মধ্যমেয়াদী
✅ স্বল্পমেয়াদী
[ঘ] অনিদির্ষ্ট মেয়াদি

২৮। বিক্রয় প্রসারে নতুন পণ্য উপস্থাপন কৌশল কোনটি?
[ক] মূল্যহা্রস কুপণ
[খ] অর্থ ফেরত পদ্ধতি
✅ প্রদর্শণী
[ঘ] মেলা

২৯। সৌখিন বুটিক ১লা ফাল্গুন উপলক্ষে ২৫% ছাড়ের ঘোষনা দিয়েছে। এটি কিসের আওতায় পড়ে?
[ক] বিজ্ঞাপন
[খ] প্রত্যক্ষ বিপণন
✅ বিক্রয় প্রসার
[ঘ] প্রচার

৩০। কোনটি ভোক্তা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্ভূক্ত?
[ক] কমিশন
✅ বোনাস
[গ] প্রশিক্ষণ কার্যক্রম
[ঘ] নমুনা পণ্য বিতরণ