G

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-১ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 2nd Paper mcq question and answer pdf download.

চূড়ান্ত মডেল টেস্ট-০১
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

[বিষয় কোড: ২৮৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 2nd Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১। বিপণনের প্রধান লক্ষ কোনটি?
[ক] অধিক উৎপাদন
✅ ভোক্তা সন্তুষ্টি প্রদান
[গ] প্রতিযোগী মোকাবিলা
[ঘ] অধিক মুনাফা অর্জন

২। ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিনিময় সম্পর্ক স্থাপন করে কোনটি?
[ক] বিজ্ঞাপন
[খ] ব্যক্তিক বিক্রয়
[গ] প্রচার
✅ বিপণন

৩। বিপণনের কোন পর্যায়ে মানুষের প্রয়োজন ছিল সীমিত ?
✅ বিনিময়
[খ] উৎপাদন
[গ] আত্মনির্ভরশীল
[ঘ] সামাজিক বিপণন

৪। পণ্য পাওয়ার ইচ্ছা সামর্থ্য ও অর্থ ব্যয়ের কর্তৃত্বকে কী বলে?
[ক] প্রয়োজন
[খ] অভাব
✅ চাহিদা
[ঘ] ভ্যালূ

৫। কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান?
[ক] ক্রেতা বাজার
[খ] সরবরাকারী
[গ] জনগোষ্ঠী
✅ প্রযুক্তি

৬। নৈতিকতা ও মূল্যবোধ কোন পরিবেশের অংশ?
[ক] প্রাকৃতিক
[খ] ঐতিহাসিক
[গ] অর্থনৈতিক
✅ সাংস্কৃতিক

৭। কোন ধরনের পরিবেশ পণ্য বিপণনে অসীম সুযোগ সৃষ্টি করে?
[ক] প্রাকৃতিক
[খ] সাংস্কৃতিক
✅ প্রযুক্তি
[ঘ] রাজনৈতিক

৮। বাংলাদেশে বিপণন পরিবেশের সবল দিক হলো
i. সম্ভব শ্রম প্রাপ্তি
ii. কর অবকাশ
iii. মূলধনের প্রাচুর্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯। বিপণন পরিবেশে কোম্পানি কোন ধরনের উপাদান?
✅ নিয়ন্ত্রনযোগ্য
[খ] প্রাকৃতিক
[গ] বাহ্যিক
[ঘ] সমসামাজিক

১০। ব্যবসায়কে নিয়ন্ত্রকরী আইন কানুন কোন পরিবেশের অন্তুর্গত?
✅ অর্থনৈতিক পরিবেশ
[খ] রাজনৈতিক পরিবেশ
[গ] প্রযুক্তিগত পরিবেশ
[ঘ] রাজনৈতিক পরিবেশ

১১। আমরা পণ্য ক্রয় করি কিসের বিনিময়ে?
[ক] স্বর্ণ
✅ অর্থ
[গ] চুক্তি
[ঘ] রূপা

১২। সরকার কতৃক প্রবর্তিত আইন কোন ধরনের সামষ্টিক বিপণন পরিবেশের উপাদান?
[ক] প্রযুক্তিগত
✅ রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] জনসংখ্যাগত

১৩। কতসালে ওষুধ নীতি প্রণীত হয়?
✅ ১৯৮২ সালে
[খ] ১৯৯১ সালে
[গ] ১৯৪০ সালে
[ঘ] ১৯৬৪ সালে

১৪। বিপণনের কোন সমষ্টির পরিবেশ দ্রুত পরিবর্তন হয়?
[ক] জনমিতিক পরিবেশ
[খ] রাজনৈতিক পরিবর্তন
✅ প্রযুক্তিগত পরিবেশ
[ঘ] সামাজিক পরিবেশ

১৫। ভ্যালু হলো
[ক] পণ্যের মূল্য
✅ পণ্য থেকে প্রাপ্ত সুবিধা
[গ] ক্রেতা বিক্রেতা সম্পর্ক
[ঘ] ভোক্তা ও বিক্রেতা সম্পর্ক

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
জনাব রহিম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হন। তিনি নিজস্ব এলাকায় মাটি ও জলবায়ু অনুকুল হওয়ায় ফুল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেন। এর মাধ্যমে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছে তেমনি গ্রামের অনেক বেকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

১৬। উদ্দীপকে বিপণন পরিবেশের কোন উপাদান প্রতিফলিত হয়েছে?
✅ প্রাকৃতিক
[খ] অর্থনৈতিক
[গ] প্রযুক্তিগত
[ঘ] সাংস্কৃতিক

১৭। জনাব রহিমের কার্যক্রমের মাধ্যম যে সুবিধা পাওয়া যায় তা হলো
i. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার
ii. গবেষণা ও উন্নয়ন
iii. অর্থনৈতিক উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮। বাজারজাতকরণের কোন কাজের মাধ্যমে চিনের তৈরি মোবাইল সেট এদেশে পাওয়া যায়?
✅ পরিবহন
[খ] গুদামজাতকরণ
[গ] উৎপাদন
[ঘ] বিক্রয়

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন -চূড়ান্ত মডেল টেস্ট-০১

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
প্রাণ কোং তার রাধুনি নামক মশলা, আচার, সস ও অন্যান্য সামগ্রিক নানা রকম বিজ্ঞাপন প্রদান করায় অন্যান্য কোম্পানির তুলনায় ঐ কোং উন্নতির চরম শিখরে পৌছাতে সক্ষম হয়েছে।

১৯। প্রাণ কোং বিজ্ঞাপনের মাধ্যমে মূলত কী অর্জন করেছে?
✅ প্রবেশযোগ্যতা
[খ] পর্যাপ্ততা
[গ] পরিমাপযোগ্যতা
[ঘ] কার্যপোযোগিতা

২০। প্রাণ কোং বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে পুরণ করেছে?
i. কার্যকর বাজার বিভক্তিকরণের শর্ত
ii. দক্ষ বণ্টন প্রণালির শর্ত
iii. দক্ষ ও অভিক্ষ বিক্রয়কর্মী শর্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১। ভোক্তাদের একক সিদ্ধান্তে ক্রয় করা হয় কোন পণ্যটি ?
[ক] টেলিভিশন
✅ জীবন বিমা
[গ] ময়দা
[ঘ] ল্যাপটপ

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
মিনা কোম্পানি বাজারে তার পণ্যের চাহিদা ও গুরুত্ব অনুসারে বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। যার ফলে কোম্পানিটি প্রচারাভিযান সমন্বয় করতে পারে।

২২। উদ্দীপকে মিনা কোম্পানি কোন কৌশল অবলম্বন করেছেন?
✅ বাজার বিভক্তিকরণ
[খ] বাজার শ্রেণি বিন্যাসকরণ
[গ] বাজার প্রমিতকরণ
[ঘ] বাজার শনাক্তকরণ

২৩। প্রচারাভিযান সমন্বয়ের ফলে
i. ক্রেতারা প্রসার আবেদন সহজে বোঝাতে পারবে
ii. পরিবর্তনশীল চাহিদা পূরণ সম্ভব হবে
iii. অপচয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪। ভোক্তাদের একক সিদ্ধান্তে ক্রয় করা হয় কোন পণ্যটি?
[ক] টেলিভিশন
[খ] জীবন বিমা
✅ ময়দা
[ঘ] ল্যাপটপ

২৫। পর্যায় ভিত্তিকরণের মাধ্যমে কোন কাজটি সম্পাদিত হয়?
✅ শ্রেণিকরণ
[খ] মান নির্ধারণ
[গ] মানোয়ন
[ঘ] সেবা প্রদান

২৬। বিজ্ঞাপন হলো
i. অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্যের উপস্থাপন
ii. পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনা
iii. পৃষ্ঠপোষকতা প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭। বিপণন ইতিহাসের প্রথম ধাপ কোনটি?
[ক] বিনিময় মাধ্যম যুগ
✅ আত্মনির্ভরশীলতার যুগ
[গ] উৎপাদন যুগ
[ঘ] বিপণন যুগ

২৮। কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান?
[ক] কোম্পানি
[খ] ক্রেতা
[গ] প্রতিযোগী
✅ প্রাকৃতিক

২৯। সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাকে কী বলে?
[ক] বাজার কেন্দ্রীকরণ
[খ] বাজার সংযোজন
✅ বাজার বিভক্তিকরণ
[ঘ] বাজার সংকোচন

৩০। বাজার বিভক্তিকরণের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Maker classification
[খ] Marker separation
[গ] Marker Arragement
✅ Marker segmentation

No comments:

Post a Comment