G

Sentence Connector ব্যবহারের সহজ নিয়মগুলো জেনে নিন

নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড় এবং bold করা ইটালিক বা বাঁকা অক্ষরের শব্দ বা শব্দগুচ্ছগুলোর ব্যবহার লক্ষ কর।

Mr. X is a miser though he earns a lot of money. He seldom buys new clothes. Besides, he bargains with the shopkeepers to save money. In spite of having many friends, he always avoids entertaining them. Both he and his wife put on shabby dresses. In all, he possesses a strange personality.

উপরের অনুচ্ছেদটিতে দেখা যাচ্ছে, bold করা বাঁকা অক্ষরের শব্দ বা শব্দগুচ্ছগুলো বাক্যগুলোর মধ্যে একটি Link তৈরি করেছে। তাই এই শব্দ বা শব্দগুচ্ছকে Connector বলে। এভাবে কথা বলা বা লেখার সময় বিভিন্ন বাক্যের মধ্যে সম্পর্ক রক্ষার জন্য আমরা বিভিন্ন Connector ব্যবহার করি। এগুলো ক্রমধারা, বৈপরীত্য, উদাহরণ, ফলাফল, তুলনা ইত্যাদি প্রকাশ করতে ব্যবহার করা হয়। উপরের বাক্যে দেখা যাচ্ছে though ও both.......and দুটি বাক্যাংশকে সংযুক্ত করেছে। আবার Besides ও In all তার পূর্ববর্তী বাক্যের সাথে সঙ্গতি রক্ষা করেছে। এভাবে বিবেচনা করলে আমরা প্রধানত দুই ধরনের linkers পাচ্ছি।
(i) Sentence Connectors: পূর্ববর্তী বাক্যের সাথে সঙ্গতি রক্ষা করে
(ii) Conjunctions: দুটি বাক্যাংশকে সংযুক্ত করে

Sentence Connectors
(a) কোনো কারণ, ফলাফল পর্যায়ক্রম সাজানোর জন্য আমরা নিচের Sentence Connectors ব্যবহার করি:
Firstly, secondly, thirdly, first of all, to begin with, to start with, next, then, to conclude, finally, lastly, last of all ইত্যাদি।

নিচের উদাহরণগুলো লক্ষ কর:
Firstly the economy is beginning to recover, and secondly unemployment figures have not increased this month.
There are three reasons for my resignation. First(ly), I am dissatisfied with my wages; secondly, the hours are too long; and finally, there is little chance of promotion.

(b) পূর্বে দেওয়া তথ্যের সাথে মিল দেখিয়ে নতুন তথ্য দেওয়ার জন্য আমরা নিচের Sentence Connectors ব্যবহার করি:
Correspondingly, equally, likewise, similarly, just as. লক্ষ কর:
Correspondingly (একইভাবে): The new exam is longer and correspondingly more difficult to pass.
Equally (সমভাবে): She has high responsibilities and equally a high salary.
Likewise (অনুরূপভাবে): The food was excellent and likewise the soft drink. 
Similarly (অনুরূপভাবে): She was late and I similarly was delayed.
Just as (ঠিক যেমনটি): Just as the Greeks looked down upon the Romans, the Romans looked down upon their uncivilized neighbours.

(c) পূর্বে দেওয়া তথ্যের উপর জোর দেওয়ার জন্য আরও তথ্য যুক্ত করতে আমরা নিম্নের Sentence Connectors ব্যবহার করি:
Above all, Again, Further, Furthermore, Moreover, Besides, In addition, On top of it/ Not only that

Above all (সর্বোপরি): He has opportunity, the motivation, and above all the courage to do it.
Again (আবার, তাছাড়া): He expects high salary. Again, we have to consider the legal implications.
Further (অধিকন্তু,তাছাড়া): The man was beaten up. Further, he was arrested.
Furthermore (অধিকন্তু,তাছাড়া): The drug has powerful side effect. Furthermore, it may be addictive.
Moreover (অধিকন্তু,তাছাড়া): He is a good player. Moreover, he is an artist.
Besides (অধিকন্তু,তাছাড়া): He is my cousin. Besides, he is a good company.
In addition (অধিকন্তু): In addition, there are six other applicants.
On top of it/ Not only that (তাছাড়াও): His salary is handsome. On top of it, he gets commission.

(d) পূর্ববর্তী বক্তব্যের বিপরীত বা শ্রোতার প্রত্যাশার বিপরীত কিছু বলতে; অথবা পূর্বে দেওয়া তথ্যকে স্পষ্ট করার জন্য আরও তথ্য দিতে আমরা নিম্নের Sentence Connectors ব্যবহার করি: Actually, In fact, As a matter of fact, To tell the truth
Actually (প্রকৃতপক্ষে): Can I call you back? Actually I am busy at this moment.
In fact (প্রকৃতপক্ষে): I used to live in France. In fact, it is not far from where you are going.
As a matter of fact (প্রকৃতপক্ষে): He looks younger than his wife. As a matter of fact, he is older.
To tell the truth (সত্যি বলতে): ‘Where are the carrots?’ ‘Well, to tell the truth, I forgot to buy them.’

(e) পূর্বে যা যা বলা হয়েছে তার সার কথা বলতে আমরা নিচের Sentence Connectors ব্যবহার করি: Altogether/On the whole, Overall, Therefore, In all, In conclusion/To conclude/To sum up/Briefly/In short
Altogether/on the whole (মোটের উপর/ সব দিক বিবেচনা করে): The salary is low and the office is too far away. Altogether/On the whole, it is not a satisfactory job.
Overall (সার্বিক বিবেচনায়): The bride is educated and beautiful. The bridegroom is rich. Overall, it has been a good match.
Therefore (সেই কারণে): I would like to spend more time with my family. I have, therefore, decided to resign as chairman.
In all (মোটের উপর/ সব দিক বিবেচনা করে): He lost his watch, his car broke down, and he got a letter of complaint from a customer; in all, he had a bad day.
In conclusion/ To conclude/ To sum up (উপসংহারে): In conclusion, we can see that the failure of students is mainly due to lack of their interest and effort.
Briefly, In short (সংক্ষেপে): He is lazy, he is ignorant and he is stupid. In short, he is useless.

(f) পূর্বে যা বলা হয়েছে তা স্পষ্ট করার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়:
Namely, For example, For instance, Specifically, Actually, I mean, In other words
Namely [viz] (অর্থাৎ, যথা): We should concentrate on our target consumer, namely teenagers.
For example [eg] (উদাহরণস্বরূপ): Rabindranath Tagore has written many plays; for example, Raktakarabi, Bisarjan.
For instance [ie] (দৃষ্টান্তস্বরূপ): He has some assistance; for instance, a secretary.
That is to say (অর্থাৎ, অন্য কথায়): They took refreshments– that is to say, sandwiches, coffee, beer, and chocolate.
Specifically (সুনির্দিষ্টভাবে): The newspaper, or more specifically, the editor, was taken to court for publishing the photographs.
Actually (প্রকৃতপক্ষে): Tommy is really stupid. He actually still believes in Father Christmas.
I mean (অন্য কথায়, বুঝাতে চাচ্ছি): We cannot continue with the deal on this basis. I mean, unless you can bring down the price, we shall have to cancel the order.
In other words (অন্য কথায়): They took with them some chocolate, cans of beer, a flask of coffee, a pack of sandwiches; in other words, enough refreshments. You have not answered my question; in other words, you disapprove of my proposal.

(g) পূর্বে উল্লেখিত কাজের যৌক্তিক ফলাফল বলার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়: Accordingly/ Consequently/ So/ Therefore, As a consequence/ As a result/ As a result of/ Of course/ Naturally
Accordingly (সেহেতু): The cost of materials rose sharply last year. Accordingly, we had to increase our prices.
Consequently/ So/ Therefore (ফলে, ফলশ্রুতিতে): He was irritable, unjust, unreliable, and so/ therefore/ consequently became increasingly unpopular.
As a consequence/ As a result (ফলে, ফলশ্রুতিতে): We are polluting the environment, as a consequence/ as a result climate is changing. 
Of course/ Naturally (অবশ্যই, স্বভাবতই): She arrived late, gave answers in an offhand manner, and of course displeased the interviewing panel.

(h) যে কাজটির কথা বলা হয়েছে তার যদি বিপরীত ঘটে তবে তার ফলাফল কী হতে পারে তা বলার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়: Otherwise, or else
Otherwise, or else (নতুবা, অন্যথায়): I had better go now; otherwise, Ann will wonder where I am.

(i) পূর্ববর্তী বক্তব্য ঠিক করে নেয়ার জন্য আমরা নিচের Sentence Connectors ব্যবহার করি: Or better, Or rather, Actually
Or better (আরও যথাযথভাবে বললে): He invited several friends, or better, several people that he thought were friends.
Or rather (আরও যথাযথভাবে বললে): He was opposed by his mother, or rather by both his parents.
Actually (বস্তুত): I thought him to be poor. Actually, he is rich.

(j) পূর্বে যা বলা হয়েছে তার সাথে সংগতিপূর্ণ নয় এমন তথ্য যুক্ত করার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়:
However, nevertheless/ all the same/ in spite of this/ despite this/ even so/ still/ yet
However (তবে, অবশ্য): He is a nice person. However, he sometimes gets irritated.
Nevertheless/ all the same (তা সত্ত্বেও): He was inattentive in the class. Nevertheless, he passed the exam.
In spite of this/ despite this/ even so/ still (তা সত্ত্বেও/ তারপরও): Dhaka often makes you feel sickening. Still, it is the place you would love to live in.
Yet (এতদসত্ত্বেও, তারপরও): He is often rude to me. Yet I like him.

(k) পূর্বের মতামতের কিছুটা বিরোধিতা করা, এবং আবার পূর্বের মতামতে ফিরে যাওয়া
It is true (এটা সত্য), Certainly (নিঃসন্দেহে), Of course (অবশ্য), May (হয়তো) - এই Connector গুলো পূর্বের উল্লেখিত মতামতের বিরোধিতা করতে ব্যবহার করা হয়। However/ But/ Even so/ Nevertheless/ Still - এই Connector গুলো পূর্বের মতামত সমর্থন করতে ব্যবহার করা হয়।
I cannot agree with colonialism. It is true that the British may have done some good in India. Even so, colonialism is basically evil.
I am glad to have a place of my own. It is true it is a long way from the centre. Still it’s home.

(l) যা পূর্বে বলা/ করা হয়েছে তার উপর গুরুত্ব না দিয়ে বরং এখন যা বলা/ করা হচ্ছে তার উপর গুরুত্ব দেয়ার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়: Anyhow/ At any rate/ In any case
In any case (যেমন করে হোক): I am not sure what time I will arrive, may be seven or eight. In any case, I will be certainly there before eight thirty.
Anyhow (যাই হোক): You are likely to miss the train. Anyhow, you can try.
Anyhow (যেমন করে হোক) I asked him to wait, but he left anyhow.
Anyway (যাই হোক): I knew it would be a sad movie, but I went anyway.

(m) বিপরীতধর্মী দুটি বক্তব্য লেখার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়: Whereas, While, On the one hand, On the other hand
Whereas (পক্ষান্তরে): Some people praise him; whereas others call him a cheat.
On the one hand (এক দিকে), On the other hand (অন্য দিকে): On the one hand we have plenty of time, but on the other hand our resources are limited.
While (পক্ষান্তরে): I drink black coffee; while he prefers it with cream.

(n) পূর্ববর্তী বক্তব্যের সাথে সরাসরি সমঙৃক্ত নয় এমন বক্তব্যের অবতারণা করার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়: By the way, Incidentally
By the way (ভালো কথা, তাছাড়া): It’s a lovely sunset. Oh, by the way, what happened to that bike I lent you?
Incidentally (ভালো কথা, তাছাড়া): Jane wants to talk to you about advertising. Incidentally, she has lost a lot of weight. Anyway it seems the budget is big.

(o) পূর্ববর্তী আলোচনায় ফিরে যাওয়ার জন্য নিচের Sentence Connectors ব্যবহার করা যায়:
As I was saying (যেটা বলছিলাম): ….. on the roof – Jeremy put the cat down, please. As I was saying, if Jack gets up on the roof and looks at the tiles….

(p) বক্তা যা বলছেন সে ব্যাপারে বক্তার মনের জোর প্রকাশ করতে নিচের Sentence Connectors ব্যবহার করা যায়: Honestly, Frankly, No doubt
Honestly (সত্যি বলতে): Honestly, that’s all the money I have got!
Frankly (খোলাখুলিভাবে বলতে): Frankly, I’m not surprised.
No doubt (নিঃসন্দেহে): No doubt he means to help.

(q) রাজি করানোর জন্য যা পূর্বে বিবেচনায় আসেনি এমন কিছু জোরালো বক্তব্য উপস্থাপনের জন্য আমরা নিচের Sentence Connector ব্যবহার করতে পারি: 
After all (সব সত্ত্বেও): He should have offered to pay – he has plenty of money, after all.

(r) কতটুকু ঠিক বলে বক্তা মনে করেন তা বুঝাতে নিম্নের Sentence Connectors ব্যবহার করা যায়: On the whole, In general/ In all/ most/ many/ some cases/ Broadly speaking/ To a great/ some extent
On the whole (মোটের উপর): On the whole, I had a happy childhood.
In general (অধিকাংশ ক্ষেত্রে, সাধারণত): In general, we are satisfied with the work.
In all/ most/ many/ some cases (সব/ অধিকাংশ/কিছু ক্ষেত্রে): In most cases, people will be nice to you if you are nice to them.
Broadly speaking (সাধারণভাবে বলতে গেলে): Broadly speaking, women are less strong than men are.
To a great/ some extent (বহুলাংশে, কিয়দংশে): To a great extent, a person’s character is formed by the age of eight.

(s) পূর্ববর্তী বাক্যের সাথে সময়ের সম্পর্ক দেখানোর জন্য নিম্নের Sentence Connectors ব্যবহার করা যায়: 
After a while (কিছুক্ষণ পর): Rahim entered the room and after a while, he came out.
Afterwards (পরবর্তীতে): Let's have breakfast now. Afterwards go for skiing.
At that time (ঐ সময়ে): I saw him entering the room. At that time I was playing in the field.
At last (অবশেষে): I searched for the man everywhere. At last, I found him on the roof.
Presently (অচিরে): He will not go now. Presently, he is busy with me.
Lately (সম্প্রতি): Lately he got married.
Subsequently (পরবর্তীকালে): Subsequently, he lost all.
Initially (প্রাথমিকভাবে): Initially, he was slow.
Meanwhile (ইতোমধ্যে): Meanwhile, he reached home.
Previously (পূর্বে): Previously, he was a bureaucrat.
Earlier (পূর্বে): He joined the company as a manager last year. Earlier, he was working as a commercial officer in another company.
Finally (অবশেষে): Finally Germany won the World Cup.
Formerly (প্রাক্তন): She is from Myanmar, formerly known as Burma.
In the past (অতীতে): In the past, Europe was economically feudalistic.
Now (এখন): Now it is time to change the world.
Once upon a time (একদা): Once upon a time, there lived a great man named Socrates in Greece.
Presently (এক্ষুনি, অচিরে): Presently he is the Principal of the college.
Shortly (অচিরে, অবিলম্বে): Shortly before us, Alam left the place.

Sentence Connectors ব্যবহারের সহজ নিয়ম pdf download

Conjunctions
ইংরেজি বাক্যে বহুল ব্যবহৃত linkers হলো Conjunctions। এরা দুটি বাক্যাংশকে সংযুক্ত করে শুধু sentence - ই গঠন করে না; বাক্যাংশ দুটির অর্থ কিভাবে সমঙৃক্ত তাও প্রকাশ করে।
Conjunction - গুলোকে তিন ভাগে ভাগ করা যায়।
(a) Coordinating: দুটি সমগুরুত্বের স্বাধীন বাক্যাংশকে যুক্ত করে।
(b) Subordinating: দুটি অসমগুরুত্বের অর্থাৎ একটি স্বাধীন ও আরেকটি পরাধীন বাক্যাংশকে যুক্ত করে।
(c) Co-relative: দুটি সমজাতীয় বাক্যাংশকে যুক্ত করে; তবে conjunction - গুলোর দুটি অংশ থাকে।

Co-ordinating Conjunction: যে Conjunction সমপর্যায়ের দুই বা ততোধিক word, phrase বা clause - কে সংযুক্ত করে, তাকে Co-ordinating conjunction বলে।

Co-ordinating Conjunction - কে চার ভাগে ভাগ করা যায়।
(i) Copulative Conjunction (সংযোজক):
দুই বা ততোধিক সমশ্রেণিভুক্ত তথ্যকে যুক্ত করে উভয়টাকে বুঝানোর জন্য যে Conjunction ব্যবহার করা হয় তাকে Copulative Conjunction বলে। যেমন:

and (এবং):
and দিয়ে দুটি একই শ্রেণির parts of speech যুক্ত করা যায়। এটা বাক্যের subject বা object বা adverbial যে কোনো অংশে বসতে পারে। তবে মনে রাখবে, and দিয়ে যুক্ত অংশটি subject হলে তাকে সাধারণত plural ধরতে হয়।
Rahim and Karim are coming today.
I like fish and meat.
I went to Chittagong and Sylhet.

and দিয়ে দুটি বাক্যাংশকেও যুক্ত করা যায়। এক্ষেত্রে সাধারণত ১ম কাজটির ফলে কী ঘটল তা উল্লেখ করা হয়।
The rain stopped and the sun began shinning brightly.

as well as (এবং):
as well as দিয়ে দুটি subject যুক্ত হলে প্রথম subject অনুযায়ী verb - টি বসে।
He as well as his brothers is present in the meeting.

both ............and (উভয়টা):
Both .......... and দিয়ে যুক্ত অংশটি subject হলে তাকে সাধারণত plural ধরতে হয়।
Both Sumon and Shohag have passed the examination.

not only ...... but also (শুধু এটা নয় ........ ওটাও):
not only ....... but also দিয়ে যুক্ত অংশটি subject হলে দ্বিতীয় subject part অনুযায়ী verb - টি বসে।
Not only Maidul but also Muhtadi has passed the examination.

(ii) Alternative (বিকল্পবাচক) Conjunction:
হয় এটা না হয় ওটা বা কোনোটাই নয় এমন বুঝানোর জন্য যে Conjunction দুইটি বক্তব্যকে যুক্ত করে তাকে Alternative Conjunction বলে। যেমন:

either ....... or (হয় এটা ........ না হয় ওটা): দুটির মধ্যে কোনো একটা বুঝাতে either ..........or ব্যবহার করা হয়।
Either Rahim or I will come.

neither ....... nor (এটাও না .......... ওটাও না): দুটির মধ্যে কোনোটি না বুঝাতে neither ........... nor ব্যবহার করা হয়। Neither Maidul nor Muhit has passad the exam.

or (অথবা): প্রথমটি না হলে পরেরটি এমন বুঝাতে or ব্যবহার করা হয়।
He has lost his purse, or it has been stolen.

আবার, উল্লেখিত কাজটির বিপরীত হলে তার ফলাফল কী হতে পারে বা হবে তা বুঝাতেও or ব্যবহার করা হয়।
Read or you will fail in the exam.

মনে রাখবে either ...... or, neither ....... nor, or দিয়ে দুটি subject যুক্ত হলে ২য় Subject অনুসারে Verb বসে।

otherwise (নতুবা): উল্লেখিত কাজটির বিপরীত হলে তার ফলাফল কী হতে পারে বা হবে তা বুঝাতে otherwise ব্যবহার করা হয়।
Do the work; otherwise you will suffer.

(iii) Adversative (বৈপরীত্যসূচক) Conjunction:
দুইটি বিপরীত বক্তব্যকে যুক্ত করতে যে Conjunction ব্যবহৃত হয় তাকে Adversative Conjunction বলে। যেমন:

but (কিন্তু), yet (তবুও), still (তথাপি), nevertheless (তদসত্ত্বেও):
প্রথম কাজটির যৌক্তিক যে ফল হবার কথা তা না হয়ে বিপরীত কোনো ফল হলে এই Conjunction ব্যবহার করা হয়।
He is rich but unhappy.
He did not study hard nevertheless he passed the examination.

on the contrary (পক্ষান্তরে), while (পক্ষান্তরে), whereas (পক্ষান্তরে):
দুটি পার্থক্যমূলক বক্তব্যকে যুক্ত করার জন্য এই Conjunction ব্যবহার করা হয়।
I am poor while he is honest/ rich.
The ant was industrious; while the grasshopper was lazy.

(iv) Illative (সিদ্ধান্তবাচক) Conjunction:
যে Conjunction কোনো কার্যকারণ সম্পর্ক বুঝাতে ব্যবহৃত হয় তাকে Illative Conjunction বলে।

therefore (তাই), consequently (ফলে), as a result (ফলে):
কোনো কাজের যৌক্তিক ফলাফলের সাথে এই Conjunction ব্যবহার করা হয়।
He has starved for two days; therefore/ as a result/ consequently he has become weak.

Subordinating Conjunction: যে Conjunction এক বা একাধিক Subordinate (অধীন) Clause কে Principal বা main clause বা Independent (স্বাধীন) clause এর সাথে সংযুক্ত করে তাকে Subordinate Conjunction বলে। যেমন:
We study hard so that we can pass the examination.
Doyeta had reached the station before Sumon came.
We eat so that we may live.
We laugh lest we should weep.

Subordinating conjunction সাধারণত নিম্নলিখিত অর্থ প্রদান করে:
(a) Time (সময়):
সময় নির্দেশক conjunction গুলো হলো: till (যতক্ষণ পর্যন্ত), until (যতক্ষণ না পর্যন্ত), before (আগে), after (পরে), when (যখন), while (যখন), since (থেকে)।
Wait until I return.
Wait till I return.
I have not seen him since he was four.
Do not give her this pill (বড়ি) till the doctor comes.

(b) Cause or Reason (কারণ):
Cause or reason (কারণ) অর্থ প্রকাশক conjunction গুলো হলো: because (কারণ), as (যেহেতু), since (যেহেতু)। কারণ প্রকাশক ও ফলাফল প্রকাশক দুটি বাক্যকে যুক্ত করতে এই conjunction ব্যবহার করা হয়। মনে রাখবে, কারণ প্রকাশক অংশের শুরুতে এই conjunction যুক্ত করতে হবে। যেমন:
You will not pass because you have not tried.
I could not attend the class as I was ill.

মনে রাখবে, conjunction - যুক্ত অংশ প্রথমে বা পরে লেখা যায়। তবে প্রথমে লিখলে দুই বাক্যাংশের মাঝে কমা বসবে।
As I was ill, I could not attend the class.

(c) Purpose (উদ্দেশ্য):
উদ্দেশ্য প্রকাশক Conjunction গুলো হলো that (যাতে), so that (যাতে), in order that (এই উদ্দেশ্য যে), lest (যাতে না)। প্রথম কাজটির উদ্দেশ্য প্রকাশ করতে এই Conjunction যোগে উদ্দেশ্যমূলক অংশ লিখতে হয়।
Walk fast lest you should miss the train.
Eat good food so that you may keep your health fit.
Read attentively that you can pass the exam.

lest এর ক্ষেত্রে verb - এর পূর্বে should ব্যবহার করতে হবে এবং negative word ব্যবহার করা যাবে না; কারণ এটা অর্থগতভাবে নিজেই negative।
so that, in order that এর ক্ষেত্রে verb - এর পূর্বে can/could/may/might ব্যবহার করতে হবে।

(d) Condition (শর্ত):
শর্ত প্রকাশক Conjunction গুলো হলো If (যদি), unless (যদি না), whether or not (হল কিনা), provided, providing that (যদি, এই শর্ত সাপেক্ষ)। শর্ত ও ফলাফল প্রকাশক দুটি বাক্যাংশকে যুক্ত করার জন্য এই Conjunction গুলো ব্যবহার করা হয়। এই Conjunction শর্ত প্রকাশক অংশের শুরুতে লিখতে হবে।
If you read, you will pass.
If you do not read, you will fail.

(e) Effect (ফলাফল):
এই ধরনের conjunction হলো so/such .......... that (এত..........যে). কোনো একটি অবস্থার বা কাজের পরবর্তী ফলাফল যুক্ত করার জন্য এই conjunction ব্যবহার করা হয়। এক্ষেত্রে ১ম অংশের verb - এর পর so/such এবং ফলাফলের শুরুতে that যোগ করতে হয়।
যেমন: She is so lazy that she cannot prepare her lessons.

(f) Comparison (তুলনা):
Comparison (তুলনা) অর্থ প্রকাশক subrodinating conjunction গুলো হলো: than ( চেয়ে), So ........ as/ as ........ as (যত..........তত/ মত)।
Doyeta is wiser than Jui.
Sumon is as tall as Anwar.
Jui is smaller than Aney.
Suvo is not as tall as Rubel.

(g) Manner (রীতি):
Manner (রীতি) অর্থ প্রকাশক subordinating conjunction গুলো হলো: as .......... so (যেমন - - - তেমন) ; according as (যেমন), like (মত) as if/ as though (যেন)। কোনো একটি কাজ করার প্রক্রিয়া কেমন তা যুক্ত করতে এই conjunction ব্যবহার করা হয়। মনে রাখবে as if/ as though এর পর verb - টি Past/ Past Perfect হবে। কাজটি Present হলে as if/ as though এর অংশ past হবে; আর কাজটি Past হলে as if/ as though এর অংশ Past Perfect হবে।
As you sow, so you reap.
He will get according as he wants.
He talks as if he were mad.
It is raining like the sky is falling.

(h) Concession or Contrast (স্বীকৃতি বা তুলনা):
Concession or Contrast (স্বীকৃতি বা তুলনা) এ ধরনের অর্থ প্রকাশকারী subordinating conjunction হলো: though/although (যদিও)। কোনো ঘটনা বা অবস্থার যৌক্তিক ফলাফল না হয়ে যদি বিপরীত ফলাফল হয় তবে এই conjunction ব্যবহার করা হয়। যে অংশ অবস্থা/কাজ প্রকাশক তার শুরুতে though/although ব্যবহার করতে হয়।
Though he worked hard, he failed.
Though he was late, he did not say sorry.

মনে রাখবে conjunction - যুক্ত অংশ আগে বা পরে লেখা যায়। তবে conjunction - যুক্ত অংশ আগে লিখলে মাঝে কমা দিতে হবে।
Though he is ill, he will come.
He will come though he is ill.

(i) Indroductory sense (সুচনা):
যখন কোনো conjunction sentence এর শুরুতে ব্যবহৃত হয়; অর্থাৎ that, there ইত্যাদি দ্বারা শুরু হয় তখন তাকে Introductory conjunction বলে। যেমন:
That he is a good man is known to all.

(j) Apposition (সম্বন্ধ):
সম্বন্ধ প্রকাশকারী subordinating conjunction হলো: that, who, whom, whose, what, which, where, when.
The rumour that his brother Abul has become a smuggler, is false.

Correlative Conjunction:
পূর্বের আলোচনায় লক্ষ করা যায়, পরস্পর যুক্ত হওয়া বা সম্বন্ধযুক্ত হওয়া কিছু কিছু conjunction আছে, যাদের একটি word বা অংশ অন্য একটি word বা অংশের সাথে মিলে একসাথে একটি যৌগিক conjunction এ পরিণত হয় এবং একটি মাত্র conjunction হিসেবে কাজ করে। এদেরকে বলে correlative conjunction। এরা জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। যেমন:
hardly ............ when
scarcely ............ when
though .............. yet
whether ........... or not
such ............... as
the same ............. that
no sooner ......... than
neither ............... nor
either ............... or
both ............... and
the same ............. as
as ............... as

No comments:

Post a Comment