সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ১৯

সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ১৯
১. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
[ক] মি. কইরালা
[খ] মি. থাপা
[গ] মি. রানা
[ঘ] মি. দেউবা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।

২. ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
[ক] ২০০৩ সালের ১৮ মার্চ
✅ ২০০৩ সালের ২০ মার্চ
[গ] ২০০৩ সালের ২২ মার্চ
[ঘ] ২০০৩ সালের ২৪ মার্চ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাকে আক্রমণ শুরু করে- ২০-এ মার্চ ২০০৩।
❀ ইরাকে মার্কিন আগ্রাসনের সাংকেতিক নাম (যুদ্ধ শুরুকালীন)- অপারেশন ইরাকি ফ্রিডম।
❀ মার্কিন বাহিনী ইরাকে দখলদারিত্ব সম্পন্ন করে- ১০ই এপ্রিল ২০০৪।
❀ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধ অবসানের ঘোষণা দেন- ২৪-এ এপ্রিল ২০০৪।
❀ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে মূল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন- ১লা মে ২০০৪।
❀ ইরাক যুদ্ধের সময়কাল- ২০-এ মার্চ ২০০৩-৩১-এ আগস্ট ২০১০।
❀ ইরাকে মার্কিন সেনাদের সাড়ে সাত বছরব্যাপী লড়াইয়ের আনুষ্ঠানিক অবসান ঘটে- ৩১-এ আগস্ট ২০১০।
❀ ইরাকে ৪৭ হাজার ৭০০ মার্কিন সেনা মোতায়েন থাকবে- ৩১-এ ডিসেম্বর ২০১১ পর্যন্ত।

৩. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
[ক] গিনি
[খ] ঘানা
[গ] সেনেগাল
[ঘ] মরক্কো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ জাতিসংঘের বর্তমান মহাসচিব- দক্ষিণ কোরিয়ার বান কি মুন।
❀ মহাসচিব বান কি মুন জন্মগ্রহণ করেন- ১৩ই জুন ১৯৪৪।
❀ মহাসচিব বান কি মুনের জন্মস্থান- উমসিয়ুং, দক্ষিণ কোরিয়া।
❀ ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন- বান কি মুন।
❀ জাতিসংঘের অষ্টম মহাসচিব নির্বাচনে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন- ৭ জন।
❀ মহাসচিব উ থান্টের পর জাতিসংঘের সর্বোচ্চ পদে যাওয়া দ্বিতীয় এশিয়ান- বান কি মুন।

8. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
[ক] লাইবেরিয়া
[খ] হংকং
[গ] পূর্ব তিমুর
[ঘ] তাইওয়ান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ কসোভো সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে- ১৭ই ফেব্রুয়ারি ২০০৮।
❀ কসোভো অবস্থিত- ইউরোপ মহাদেশে।
❀ বিশ্বের ১৯৪তম স্বাধীন দেশ- কসোভো (ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ)।
❀ দক্ষিণ ওশেটিয়া অবস্থিত- ইউরোপ মহাদেশে।
❀ দক্ষিণ ওশেটিয়া স্বাধীনতা ঘোষণা করে- ২৮-এ নভেম্বর ১৯৯১।
❀ স্বাধীনতার পূর্বে দক্ষিণ ওশেটিয়া অন্তর্ভুক্ত ছিল- জর্জিয়ার।
❀ রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশ হিসেবে দক্ষিণ ওশেটিয়াকে স্বীকৃতি দেয়- ২৬-এ আগস্ট ২০০৮।
❀ আবখাজিয়া অবস্থিত- ইউরোপ মহাদেশ-এ।
❀ আবখাজিয়া স্বাধীনতা ঘোষণা করে জর্জিয়া থেকে- ২৩-এ জুলাই ১৯৯২।
❀ রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশ হিসেবে আবখাজিয়াকে স্বীকৃতি দেয়- ২৬-এ আগস্ট ২০০৮।

৫. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
✅ সংযুক্ত আরব আমীরাত
[খ] মিশর
[গ] লেবানন
[ঘ] ইয়েমেন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আরবলীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়- সংযুক্ত আরব আমিরাত।
❀ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালের ২২-এ মার্চ।
❀ সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্যপদ লাভ করে- ১৯৭১ সালে।

৬. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
[ক] ব্রাজিল
[খ] আর্জেন্টিনা
[গ] পেরু
[ঘ] পানামা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ ভৌগোলিকভাবে ল্যাটিন আমেরিকা বলতে বোঝায়- দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকার মেক্সিকোর উত্তর সীমান্ত পর্যন্ত অঞ্চলকে।
❀ ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত মোট স্বাধীন দেশ রয়েছে- ২০টি।
❀ ল্যাটিন আমেরিকার স্বাধীন দেশগুলো হলো- ইকুয়েডর, আর্জেন্টিনা, উরুগুয়ে, কিউবা, কোস্টারিকা, কলম্বিয়া, এল সালভেদর, গুয়াতেমালা, ডোমিনিকান রিপাবলিক, চিলি, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, বলিভিয়া, ভেনিজুয়েলা, ব্রাজিল, মেক্সিকো, হন্ডুরাস ও হাইতি।
❀ বর্তমানে ল্যাটিন দেশ হিসেবে বিবেচনা করা হয়- ক্যারিবিয়ান এলাকার জ্যামাইকা এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকেও।

৭. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
[ক] প্যারিস
✅ লিঁও
[গ] ভার্সাই
[ঘ] মাসাই

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোরের সদর দপ্তর অবস্থিত- ফ্রান্সের লিঁও শহরে।
❀ অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে- ইন্টারপোল।
❀ প্রাথমিক সদস্য- ৫০টি।
❀ বর্তমান সদস্য- ১৮৭টি।
❀ ইন্টারপোলের ১৮৭তম সদস্য- ভ্যাটিকান (৭ই অক্টোবর ২০০৮)।
❀ বর্তমান মহাসচিব- যুক্তরাষ্ট্রের রোনাল্ড কে নোবেল।
❀ প্রেসিডেন্ট- দক্ষিণ আফ্রিকার জ্যাকি সিবায়ি।
❀ ইন্টারপোল শব্দটি পূর্ণরূপ- International Criminal Police Organization।

৮. মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিলো?
✅ ১৯৭৩ সালে
[খ] ১৯৮১ সালে
[গ] ১৯৯১ সালে
[ঘ] ২০০৩ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মধ্যপ্রাচ্যের দেশগুলো সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করে- ১৯৭৩ সালে।
❀ মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর হঠাৎ করে একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বলা হয়- তেল অস্ত্র ব্যবহার।
❀ এই তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আরো দুবার- ১৯৮১ এবং ১৯৮৬ সালে।
❀ একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বিশেষজ্ঞদের দৃষ্টিতে বলা হয়- Oil Shock।

৯. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
[ক] চীন
✅ ইন্দোনেশিয়া
[গ] যুগোস্লাভিয়া
[ঘ] মালয়েশিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী- বান্দুং শহরটি।
❀ ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে- ১৭ই আগস্ট ১৯৪৫।
❀ ২৯টি দেশের সমন্বয়ে আফ্রো-এশীয় সম্মেলন অনুষ্ঠিত হয়- ইন্দোনেশিয়ার বান্দুং শহরে ১৯৫৫ সালের এপ্রিলে।
❀ বান্দুং সম্মেলনে গৃহীত হয়- দশশীলা নীতি।
❀ বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ রাষ্ট্র- ইন্দোনেশিয়া।
❀ জনসংখ্যায় মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ- ইন্দোনেশিয়া।
❀ ইন্দোনেশিয়ার সাধারণ ভাষা- বাহাসা।
❀ নেদারল্যান্ডস ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব মেনে নেয়- ২৭-এ ডিসেম্বর ১৯৪৯।
❀ জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত- বান্দুং শহরটি।

১০. ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে?
✅ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
[খ] ইরাক পুর্নগঠন চুক্তি
[গ] যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
[ঘ] শিশু অধিকার চুক্তি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি- কার্টাগেনা প্রটোকল।
❀ কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়- ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে।
❀ পরবর্তীতে কার্টাগেনা প্রটোকল চুক্তিটির খসড়া চূড়ান্ত করা হয়- ২০০০ সালের ২৪-২৯ এ জানুয়ারি।
❀ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয়- ২০০০ সালের ২৯-এ জানুয়ারি।

১১. এ বছর তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
[ক] বাংলাদেশ
[খ] ভারত
✅ পাকিস্তান
[ঘ] সুইজারল্যান্ড

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৭তম সম্মেলনে সভাপতিত্ব করেন- পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসের খান।
❀ ২০০৩ সালে ৫৬তম সম্মেলনের সভাপতি ছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী- ড. খন্দকার মোশাররফ হোসেন।
❀ ২০০৮ সালের ৬১তম অধিবেশনের সভাপতি- ড. নেসলি রামস্বামী (গায়ানা)।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

১২. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-
[ক] ১৯২৭ সালের ১২ আগস্ট
✅ ১৯২৮ সালের ২৭ আগস্ট
[গ] ১৯২৮ সালের ৩ নভেম্বর
[ঘ] ১৯২৯ সালের ৫ জানুয়ারি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯২৮ সালের ২৭ -এ আগস্ট স্বাক্ষরিত প্যাক্ট অব প্যারিস-এর অপর নাম- কেলোগ ব্রিয়া প্যাক্ট।
❀ ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ব্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব কেলোগের নিকট ‘প্যাক্ট অব প্যারিস’ চুক্তির প্রস্তাব উত্থাপন করেন- জুন, ১৯২৭ সালে।
❀ ‘প্যাক্ট অব প্যারিস’ চুক্তিতে ৪ বৎসরের মধ্যে স্বাক্ষর করে- প্রায় ৬৫টি রাষ্ট্র।
❀ ‘প্যাক্ট অব প্যারিস’-এ একটি প্রস্তাবনা সহ মোট ধারা ছিল- ৩টি।
❀ পৃথিবীর জনসাধারণের উন্নতি সাধন, বিভিন্ন রাষ্ট্রের জনগণের মধ্যে চিরস্থায়ী মিত্রতা বৃদ্ধি, পরস্পর রাষ্ট্র সম্পর্ক নির্ধারণে শান্তি ও মৈত্রীর নীতি অনুসরণ এবং পৃথিবীর সভ্য জনসমাজকে যুদ্ধ নিরোধের নীতি কার্যকরী করে তোলার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়া প্রভৃতি ছিল- কেলোগ ব্রিয়া চুক্তির মূল উদ্দেশ্য।

১৩. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-
[ক] ‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে
[খ] ‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে
✅ ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
[ঘ] ‘পাঁচটি রেডক্রস কনভেনশন’ নামে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জেনেভা কনভেনশনে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়- ৪টি।
❀ জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়- সুইজারল্যান্ডের জেনেভায়।
❀ যুদ্ধাহত এবং যুদ্ধবন্দীদের ন্যায় বিচারের আচরণ বিধি তৈরি করা- জেনেভা কনভেনশনের লক্ষ্য।
❀ ১৯৪৯ সালের ১২ই আগস্ট স্বাক্ষরিত হয়- জেনেভা কনভেনশন।
❀ বিশ্বের ৫৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়- জেনেভা কনভেনশন।
❀ যুদ্ধবন্দিদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, যুদ্ধাহত ব্যক্তিদের সাহায্য করা, ক্ষতিগ্রস্থ দেশসমূহের ক্ষতিপূরণ এবং যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা ইত্যাদি- জেনেভা কনভেনশনের উদ্দেশ্য।
❀ ১৩২তম দেশ হিসেবে জেনেভা কনভেনশনে নিবন্ধিত হয়- বাংলাদেশ।

১৪. মানবাধিকার বাসন্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
[ক] ১৯৫০ সালে
[খ] ১৯৫৫ সালে
[গ] ১৯৬৫ সালে
✅ ১৯৬৬ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৬৬ সালে বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাসন্তবায়নের লক্ষ্যে স্বাক্ষরিত হয়- দুটি আন্তর্জাতিক চুক্তি ।
❀ মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয়- জাতিসংঘের সদর দপ্তরে।
❀ মানুষের মৌলিক অধিকারসমূহ সংরক্ষণই- মানবাধিকার চুক্তির লক্ষ্য।
❀ আন্তর্জাতিক চুক্তি ২টি হলো- আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক আর্থ-সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি।
❀ উল্লেখ্য ‘মানবাধিকার চুক্তি’ নামে একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বরে। GK-International-Affairs-BCS-and-Govt-Job-Preparation.

১৫. ‘ডেটন শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়-
[ক] ১৯৯০ সালে
[খ] ১৯৯১ সালে
[গ] ১৯৯২ সালে
[ঘ] ১৯৯৩ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ ১৯৯৫ সালের নভেম্বর-এ স্বাক্ষরিত হয়- খসড়া ডেটন শান্তি চুক্তি।
❀ ডেটন চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়- ফ্রান্সের প্যারিসে (১৪ই ডিসেম্বর ১৯৯৫)।
❀ বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ নিরসনে স্বাক্ষরিত হয়- ডেটন চুক্তি।
❀ যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে স্বাক্ষরিত হয়- ডেটন চুক্তি।
❀ ডেটন চুক্তির উদ্যোক্তা- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
❀ বসনিয়া হারজেগোভিনা, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়- ডেটন চুক্তি ।

১৬. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
✅ রোম চুক্তি
[খ] ম্যাসট্রিক্ট চুক্তি
[গ] ভিয়েনা কনভেনশন
[ঘ] ব্রাসেলস্ কনভেনশন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ রোম চুক্তির মাধ্যমে Europen Economic Community (EEC) গঠনের প্রস্তাব করা হয়- ১৯৫৭ সালের ২৫ মার্চ।
❀ EU-এর প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র- ৬টি।
❀ EU প্রধানের মেয়াদকাল- ৬ মাস।
❀ EU-এর সর্বশেষ সদস্য রাষ্ট্র- রোমানিয়া ও বুলগেরিয়া (১লা জানুয়ারি ২০০৭)।
❀ European Community (EC) প্রতিষ্ঠা করা হয়- ১৯৫৮ সালের ১ জানুয়ারি।
❀ ম্যাসট্রিখট চুক্তির মাধ্যমে EC-এর নাম পরিবর্তন করে প্রতিষ্ঠা করা হয়- European Union (EU)।
❀ EU-এর প্রতিষ্ঠাকাল- ১লা নভেম্বর ১৯৯৩।
❀ EU-এর বর্তমান সদস্য সংখ্যা - ২৭।
❀ EU-এর সদরদপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
❀ ইতালির রোমে গৃহীত চুক্তির মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠা করা হয়- ১৭ই জুলাই ১৯৯৮।

১৭. স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
[ক] জেনেভায়
[খ] লন্ডনে
[গ] প্যারিসে
✅ হেগে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কার্যালয়- নেদারল্যান্ডের দ্য হেগ-এ।
❀ আইসিসির যাত্রা শুরু হয়- ১লা জুলাই ২০০২।
❀ আইসিসির কার্যক্রম শুরু হয়- ৯ই নভেম্বর ২০০৬।
❀ আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হয়- আগ্রাসন, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের।
❀ আদালতের বিচারক সংখ্যা- ১৮ জন।

১৮. ইসিএ (ECA)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
✅ আদ্দিস আবাবায়
[খ] নাইরোভি
[গ] ডাকার
[ঘ] কায়রো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ECA-এর সদর দপ্তর- ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।
❀ ECA-এর পূর্ণ রূপ- Economic Commission for Africa.
❀ ECA প্রতিষ্ঠিত হয়- ১৯৫৮ সালে।
❀ আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা- ECA-এর লক্ষ্য ও উদ্দেশ্য।

১৯. ওআইসি - (OIC)-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
[ক] বাংলাদেশ
✅ তুরস্ক
[গ] মালয়েশিয়া
[ঘ] মরক্কো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ওআইসি - (OIC)র নবম তথা বর্তমান মহাসচিব- তুরস্কের নাগরিক ড. একমেলেদ্দিন ইহসানগলু।
❀ ওআইসি - (OIC)’র সদস্য দেশের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রথম মহাসচিব- একমেলেদ্দিন ইহসানোগলু।

২০. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
[ক] নভেম্বর ২০০৩ ভারতের বাঙ্গালোর
[খ] ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
[গ] জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
✅ সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মেক্সিকোর পর্যটন নগরী কানকুনে ২০০৩ সালে ১০-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স।
❀ কানকুন সম্মেলন-এ অংশগ্রহণ করে- ১৪৬টি রাষ্ট্র ও পর্যবেক্ষক সংস্থা।
❀ কানকুন সম্মেলন-এর উদ্বোধক ছিলেন- মেক্সিকোর রাষ্ট্রপতি ভিনসেন্ট ফক্স।
❀ কানকুন সম্মেলন-এর চেয়ারম্যান ছিলেন- মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস আর্নেস্টো ভারবেজ।
❀ কানকুন সম্মেলন-এ নতুন সদস্য পদ প্রদান করা হয়- নেপাল (১৪৭তম) ও কম্বোডিয়া (১৪৮ তম) কে।
❀ ধনী ও দরিদ্র দেশগুলোর ব্যবধান হ্রাসকল্পে কোনো সিদ্ধান্ত ছাড়াই সমাপ্তি ঘটে- পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স-এর (১৪ই সেপ্টেম্বর ২০০৩)।

২১. নিচের কোন দেশটি G-8 ভুক্ত দেশ নয়?
[ক] ফ্রান্স
[খ] যুক্তরাজ্য
[গ] রাশিয়া
✅ দি নেদারল্যান্ডস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ উল্লেখিত দেশগুলোর মধ্যে G-8 ভূক্ত দেশ নয়- নেদারল্যান্ড।
❀ বিশ্বের শিল্পোন্নত ৮টি জাতির জোট- G-8।
❀ G-8- এর সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়- ফ্রান্সের র‌্যামবুইলে ১৫-১৭ই নভেম্বর ১৯৭৫।
❀ G-8- এর একমাত্র এশীয় দেশ- জাপান।

২২. ‘ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বোঝায়?
✅ আই এম এফ
✅ বিশ্বব্যাংক
[গ] এডিবি
[ঘ] আইডিবি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আইএমএফ ও বিশ্ব ব্যাংক-এ দুটি সংস্থাকেই বলা হয়- ব্রেটন উডস ইনস্টিটিউট।
❀ বিশ্ব ব্যাংকের জন্ম- ব্রিটন উডস সম্মেলনে ১৯৪৪ সালে (বিশ্ব ব্যাংক)।
❀ কার্যক্রম শুরু- ২৫-এ জুন ১৯৪৬।
❀ প্রথম ঋণ দান করে- ফ্রান্সকে, ৯ই মে ১৯৪৭।
❀ অঙ্গ সংস্থা- ৫টি; IBRD, IFC, IDA, ICSID, MIGA.
❀ বর্তমান প্রেসিডেন্ট- রবার্ট ব্রুস জোয়েলিক (১লা জুলাই ২০০৭)।
❀ ১৯৪৪ সালের জুলাই-এ ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়- IMF.
❀ আন্তর্জাতিক অর্থ সহযোগিতা, উন্নতি সাধন ও দারিদ্র বিমোচন করা- IMF-এর উদ্দেশ্য ও লক্ষ্য।
❀ IMF-এর পরিচালনা পর্ষদের সদস্য- ২৪ জন।
❀ IMF-এর বর্তমান (১০ম) প্রধান- ফ্রান্সের ডমিনিক স্ট্রস কান (১লা নভেম্বর ২০০৭)।

২৩. MIGA কখন গঠিত হয়?
[ক] ১৯৮০ সালে
[খ] ১৯৮২ সালে
[গ] ১৯৮৫ সালে
[ঘ] ১৯৮৬ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা হিসেবে MIGA প্রতিষ্ঠিত হয়- ১৯৮৮ সালের ১২ই এপ্রিলে।
❀ পূর্ণরূপ- Multilateral Investment Guarantee Agency (মিগা)।
❀ MIGA-র শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশ যথাক্রমে- ২৫টি ও ১৫০টি।
❀ MIGA-র ১৭৫তম (সর্বশেষ) সদস্য- মেক্সিকো (১লা জুলাই ২০০৯)।
❀ MIGA-এর সদর দপ্তর- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
❀ উন্নয়নশীল দেশসমূহে বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করাই- MIGA-এর লক্ষ্য ও উদ্দেশ্য।

২৪. ইসরাইল-প্যালেস্টাইন ‘রোডম্যাপ’ কর্মসূচির উদ্দেশ্য কি?
✅ সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
[খ] দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
[গ] দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন
[ঘ] দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে প্রণীত একটি শান্তি পরিকল্পনা- রোডম্যাপ।
❀ ৩০-এ এপ্রিল ২০০৩ আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত শান্তি পরিকল্পনা ‘রোডম্যাপ’ পেশ করে- মার্কিন যুক্তরাষ্ট্র।
❀ সমন্বিতভাবে প্রস্তাবিত এ রোডম্যাপের খসড়া প্রস্ত্তত ও অনুমোদন করে- জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া।
❀ রোডম্যাপ পরিকল্পনাটি ছিল- তিন ধাপে বিভক্ত।
❀ রোডম্যাপে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল- ২০০৩ সালের ১লা মে থেকে ২০০৫ সালের ৩১-এ ডিসেম্বর পর্যন্ত।
❀ রোডম্যাপের প্রথম ধাপের মেয়াদকাল ছিল- ১লা থেকে ৩১-এ মে ২০০৩।
❀ রোডম্যাপের দ্বিতীয় ধাপের মেয়াদকাল ছিল- ১লা জুন থেকে ৩১-এ ডিসেম্বর।
❀ রোডম্যাপের তৃতীয় ধাপের মেয়াদকাল ছিল- ২০০৪ সালের ১লা জানুয়ারি থেকে ২০০৫ সাল পর্যন্ত।

২৫. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?
[ক] গ্রিসে
✅ মেসোপটেমিয়ায়
[গ] রোমে
[ঘ] ভারতে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ এশিয়ার তথা বিশ্বের প্রাচীনতম সভ্যতা- মেসোপটেমীয় সভ্যতা।
❀ মিশরীয় সভ্যতার চেয়ে পুরাতন- মেসোপটেমীয় সভ্যতা।
❀ পৃথিবীর প্রথম প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটে- টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকায় খ্রি. পূ. ৩৫০০ অব্দে।
❀ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠে- মেসোপটেমীয় সভ্যতা।
❀ ‘মেসোপটেমীয়’ শব্দের অর্থ- দুই নদীর মধ্যবর্তী ভূমি।
❀ মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত- সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় ও ক্যালডীয় সভ্যতা।
❀ মেসোপটেমিয়ায় যারা সর্বপ্রথম নগর সভ্যতা গড়ে তোলে তারা পরিচিত- সুমেরীয় নামে।

২৬. ‘হ্যারিপটার’ কি?
[ক] এক জাতীয় ধাতব পাত্র
✅ সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
[গ] একজাতীয় গুচ্ছবোমা
[ঘ] এক ধরনের খেলনা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ‘হ্যারিপর্টার’-এর লেখিকা ইংল্যান্ডের- জোয়ান ক্যাথরিন রলিংস।
❀ ১৯৯৭ সালের ২০-এ জুন প্রকাশিত হ্যারিপর্টার সিরিজের প্রথম বইটির নাম- ‘হ্যারিপটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’।
❀ সর্বশেষ-এ ২০০৭ সালের ২১ জুলাই প্রকাশিত হয় সপ্তম বই- ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’।
❀ হ্যারিপর্টারনিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম- হ্যারিপর্টার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন (পরিচালক- ক্রিস ক্লাজ্বাস)।

২৭. প্রথম ক্লোন শিশু ‘ইভ’-এর জন্ম তারিখ কত?
[ক] নভেম্বর ২০, ২০০২
✅ ডিসেম্বর ২৬, ২০০২
[গ] জানুয়ারি ৭, ২০০৩
[ঘ] মার্চ ২৩, ২০০৩

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ পৃথিবীর প্রথম কেলান মানব শিশু ‘ইভ’ জন্মগ্রহণ করে- ২৬-এ ডিসেম্বর ২০০২।
❀ ইভ-এর জন্মদানে মুখ্য ভূমিকা পালন করে- ব্রিজিত বোইসেলিয়া।
❀ ১৯৬৩ সালে ‘ক্লোন’ শব্দটি প্রথম ব্যবহার করেন- ব্রিটিশ বিজ্ঞানী হেবি এস হালডন।
❀ ফেইবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউসম্যাস ক্লোনিং গবেষণা শুরু করেন- ১৮৮৫ সালে।
❀ প্রথম ক্লোন শিশু ‘ইভ’ এর মা- ৩১ বছর বয়স্ক একজন আমেরিকান মহিলা।

২৮. A Long walk to Freedom বইটির লেখক কে?
[ক] হোসে গুসামাও
[খ] রবার্ট মুগাবে
✅ নেলসন ম্যান্ডেলা
[ঘ] অং সান সুচি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার (১৯১৮) আত্মজীবনীমূলক বই- Long walk to Freedom।
❀ নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছরের কারাজীবনসহ নানা ঘটনা বর্ণনা করেছেন- লং ওয়াক টু ফ্রিডম বইটিতে।
❀ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রোবেন দ্বীপে কারাবন্দী ছিলেন- ১৯৬৩ হতে ১৯৯০ সাল পর্যন্ত।
❀ দক্ষিণ আফ্রিকা সরকার নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেয়- ১১ই ফেব্রুয়ারি ১৯৯০।
❀ দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে ম্যান্ডেলা শপথ গ্রহণ করেন- ১০ই মে ১৯৯৪।
❀ ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন- ১৯৯৯ সালে।
❀ নেলসন ম্যান্ডেলার ‘কনভারসেশন উইথ মাইসেলফ’ বইটি বিশ্বের ২২টি দেশে ২০টি ভাষায় প্রকাশ পায়- ১২ই অক্টোবর ২০১০।

২৯. নিকারাগুয়ার ‘কন্ট্রা’ বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিলো?
[ক] যুক্তরাজ্য
✅ যুক্তরাষ্ট্র
[গ] কোরিয়া
[ঘ] কিউবা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইরানের নিকট অস্ত্র বিক্রয়লব্ধ অর্থ দ্বারা কন্ট্রা বিদ্রোহীদের সাহায্য প্রদান করে- মার্কিন যুক্তরাষ্ট্র।
❀ নিকারাগুয়ার বিদ্রোহী গ্রুপ- কন্ট্রা।
❀ নিকারাগুয়ার গৃহযুদ্ধের অবসান ঘটে- ১৯৯০ সাল নাগাদ।
❀ ইরান কন্ট্রা কেলেংকারীতে অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট- রোনান্ড রিগ্যান।
❀ ইরান-কন্ট্রা কেলেংকারীর সমগ্র তৎপরতার নায়ক ছিলেন- জাতীয় নিরাপত্তা সহকারী অলিভার নর্থ।

৩০. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত-
[ক] নিউইয়র্কে
[খ] শিকাগোতে
✅ টোকিওতে
[ঘ] লন্ডনে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত- জাপানের টোকিও শহরে।
❀ ল্যান্ডমার্ক টাওয়ার প্রতিষ্ঠিত হয়- ১৯৯৩ সালে।
❀ ল্যান্ডমার্ক টাওয়ার-এর উচ্চতা- ৯৭১ ফুট।
❀ বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার- ৭০ তলা বিশিষ্ট।

৩১. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
[ক] ইসরাইল ও জর্ডান
[খ] দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
[গ] চীন ও তাইওয়ান
✅ ভারত ও পাকিস্তান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা- লাইন অব কন্ট্রোল।
❀ লাইন অব কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখার দুটি শহর- কারগিল ও দ্রাস।
❀ একদল জঙ্গী কাশ্মীরী এ রেখা অতিক্রম করে কারগিল পাহাড়ে আশ্রয় নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়- ১৯৯৯ সালের মে মাসে।
❀ কারগিল যুদ্ধের সমাপ্তি ঘটে- জুলাই, ১৯৯৯।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

৩২. SAPTA অর্থ-
[ক] SAARC Preferential Trading Arrangement
✅ South Asian Preferential Trading Arrangement
[গ] SAARC Preferential Tariff Agreement
[ঘ] South Asian Preferential Tariff Agrement

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ SAARCএর পূর্ণরূপ- South Asian Preferential Trading Arrangement.
❀ দক্ষিণ এশিয়া বিষয়ক সহযোগিতা সংস্থা SAARC- এর দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি- SAPTA।
❀ ঢাকায় অনুষ্ঠিত সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনে সাপটা চুক্তিটি স্বাক্ষরিত হয়- ১৯৯৩ সালের ১১ই এপ্রিল।
❀ সাপটা চুক্তি কার্যকর হয়- ৮ই ডিসেম্বর ১৯৯৫।
❀ সাপটা চুক্তিতে ধারা বিদ্যমান- ২৫টি।
❀ সাপটা চুক্তির সুবিধা- ট্যারিফ, প্যারাট্যারিফ, অ-ট্যারিফ এর কার্যক্রম এবং প্রত্যক্ষ বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে পারস্পারিকভাবে অগ্রাধিকার সূচক বাণিজ্য সুবিধা।

৩৩. ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন-
[ক] ভারতের শচীন টেন্ডুলকার
[খ] অস্টেলিয়ার ডন ব্র্যাডম্যান
[গ] ইংল্যান্ডের বেন হার্টন
✅ বাংলাদেশের মোঃ আশরাফুল

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে মোহাম্মদ আশরাফুল এশিয়ার টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথম সেঞ্চুরি করেন- শ্রীলংকার বিরুদ্ধে।
❀ সেঞ্চুরি করার সময় মোঃ আশরাফুলের বয়স ছিলো- ১৬ বছর ২৬৪ দিন।
❀ মোঃ আশরাফুল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ছিলেন- ২রা জুন ২০০৭ থেকে ২৩-এ জুন ২০০৯ পর্যন্ত।
❀ বিশ্বকাপ ক্রিকেটে (২০০৭ সালে) বাংলাদেশের পক্ষে এ পর্যন্ত সর্বোচ্চ (৮৭) রান করেন- মোহাম্মদ আশরাফুল (দ. আফ্রিকার বিপক্ষে)।

৩৪. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে-
[ক] আর্জেন্টিনা
✅ ব্রাজিল
[গ] ইতালি
[ঘ] ফ্রান্স

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে- দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
❀ ব্রাজিল চ্যাম্পিয়ন হয় মোট- ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২)।
❀ ব্রাজিল এ পর্যন্ত রানার্স আপ হয়- ২ বার (১৯৫০, ১৯৯৮)।
❀ ব্রাজিল তৃতীয় স্থান অর্জন করে- ২ বার (১৯৩৮, ১৯৭৮)।
❀ ব্রাজিল চতুর্থ স্থান অর্জন করে- ১ বার (১৯৭৪)।

৩৫. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ-
[ক] ইয়ূরি গ্যাগারিন, রাশিয়া
[খ] জন গ্লেন, যুক্তরাষ্ট্র
[গ] রিচার্ড এলড্যিন, যুক্তরাষ্ট্র
✅ নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৬৯ সালের ২০-এ জুলাই প্রথম মানুষ হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন- নীল আর্মস্ট্রং।
❀ ‘অ্যাপোলো-১১’ নামক মহাকাশযানে যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়- নীল আর্মস্ট্রংসহ অ্যাডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স।
❀ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মুনওয়াকার- নীল আর্মস্ট্রং।
❀ চন্দ্রপৃষ্ঠ পা রেখেই ‘নীল আর্মস্ট্রং’ উচ্চারণ করেন- দ্যাটস (অ্যা) ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট স্টেপ ফর ম্যানকাইন্ড।
❀ নীল আর্মস্ট্রং নাসা থেকে পদত্যাগ করেন- ১৯৭১ সালে।
❀ নীল আর্মস্ট্রং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সিনসিনাটির অ্যারোসেঙস ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন- ১৯৭৯ সাল পর্যন্ত।
❀ নীল আর্মস্ট্রং-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ফাস্ট ম্যান’ প্রকাশিত হয়- ২০০৫ সালে।

৩৬. WTO-এর সদর দপ্তর কোন শহরে?
[ক] প্যারিস
[খ] টোকিও
✅ জেনেভা
[ঘ] নিউইয়র্ক

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ WTO- এর সদর দপ্তর- সুইজারল্যান্ডের জেনেভায়।
❀ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূর করা এবং বিশ্বব্যাপী বাণিজ্য সমস্যা সমাধান- WTO-এর লক্ষ্য ও উদ্দেশ্য।
❀ WTO-র অফিসিয়াল ভাষা- ৩টি; ইংরেজি, ফ্রেঞ্চ ও স্পেনিশ।
❀ WTO-র ১৫৩তম (সর্বশেষ) সদস্য- কেপভার্দে (২৩-এ জুলাই ২০০৮)।
❀ WTO (World Trade Organization) প্রতিষ্ঠিত হয়- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি।

৩৭. এনরন (ENRON) কি?
[ক] একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
[খ] একটি ঔষধের নাম
[গ] এক প্রকার রোগজীবাণু
✅ পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোমঙানি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ এনরন দেউলিয়া ঘোষিত হয়- ২০০৪ সালের নভেম্বর।
❀ যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোমঙানি- এনরন।
❀ এনরন প্রতিষ্ঠিত হয়- ১৯৮৫ সালে।

৩৮. ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন-
[ক] ইয়াসির আরাফাত
✅ জিমি কার্টার
[গ] কফি আনান
[ঘ] মাদার তেরেসা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জিমি কার্টার আন্তর্জাতিক বিরোধ মীমাংসায়, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তি রক্ষায় অবদান রাখার জন্যে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন- ২০০২ সালে।
❀ জিমি কার্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন- ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত।

৩৯. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?
[ক] প্যারিস
[খ] জেনেভা
[গ] রোম
✅ লন্ডন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর অবস্থিত- ইংল্যান্ডের লন্ডনে।
❀ মানবাধিকার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
❀ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোবেল পুরস্কার পায়- ১৯৭৭ সালে।
❀ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর বর্তমান মহাসচিব- ভারতের সলিল শেঠী (জুন, ২০১০ - বর্তমান )।
❀ ২৮-এ মে ১৯৬১ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

8০. ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
[ক] ইন্দোনেশিয়া
[খ] মালয়েশিয়া
[গ] ইরাক
✅ ইরান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ OPEC-এর অ-আরব সদস্য হলো- নাইজেরিয়া, ইরান, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, ইকুয়েডর।
❀ OPEC গঠনের উদ্যোক্তা- ভেনিজুয়েলা ও ইরান।
❀ প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫টি; ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
❀ সদস্য দেশগুলোর মধ্যে তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ করা- OPEC-এর উদ্দেশ্য।
❀ ইন্দোনেশিয়া OPEC ত্যাগ করে- ১০ই সেপ্টেম্বর ২০০৮।
❀ OPEC-এর পূর্ণরূপ- Organization of the Petroleum Exporting Countries।
❀ OPEC প্রতিষ্ঠিত হয়- ১৯৬০ সালের ১৪ই সেপ্টেম্বর।
❀ OPEC-এর সদর দপ্তর- অস্ট্রিয়ার ভিয়েনায়।
❀ OPEC-এর সদস্য দেশগুলো হলো- ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা, আলজেরিয়া, কাতার, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, ইকুয়েডর ও সংযুক্ত আরব আমিরাত।

8১. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
[ক] হাঙ্গেরি
[খ] জার্মানি
✅ পোল্যান্ড
[ঘ] ব্রিটেন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাতা সদস্য- পোল্যান্ড।
❀ ‘কাসাব্লাঙ্কা সম্মেলন’ হয়- জানুয়ারি ১৯৪৩, উত্তর আফ্রিকার কাসাব্লাঙ্কায়।
❀ সকল ক্ষুদ্র এবং বৃহৎ রাষ্ট্রের জাতিসংঘে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়- নভেম্বর, ১৯৪৩-এ তেহ্রান সম্মেলনে।
❀ জাতিসংঘ গঠনের প্রস্তাব গ্রহণকারী প্রথম দেশগুলো- চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।
❀ সান ফ্রান্সিসকো সম্মেলনে ২৬-এ জুন ১৯৪৫ সালে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- ৫০টি দেশ।
❀ ১৯৪৫ সালের ১৫ই অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড (৫১তম দেশ হিসেবে)।
❀ জাতিসংঘ সনদের ভাগ- ১৪টি।
❀ প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- আমেরিকার ২২টি, এশিয়ার ৯টি, ইউরোপের ১৪টি, আফ্রিকার ৪টি ও অস্ট্রেলিয়ার ২টি দেশ।

8২. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
[ক] ১৯৮৮ সালে
✅ ১৯৮৯ সালে
[গ] ১৯৯০ সালে
[ঘ] ১৯৯১ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহৃত হয়- ১৯৮৯ সালে।
❀ সোভিয়েত বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে ঘাঁটি গাড়ে- ১৯৭৯ ও ১৯৮০ সালে।
❀ আফগানিস্তানে অবস্থানকারী সোভিয়েত বাহিনী আফগান উপজাতীয় যোদ্ধা মুজাহিদিন বা ধর্ম যোদ্ধাদের প্রতিরোধের সম্মুখীন হয়- ১৯৭৯ সাল থেকেই।

8৩. ‘ব্লাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী ?
[ক] নেপাল
✅ ভারত
[গ] মিয়ানমার
[ঘ] ইরান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ভারতের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দানের জন্যে গঠিত বিশেষ বাহিনী হলো- ‘ব্লাক ক্যাট’।
❀ অন্যদিকে বাংলাদেশের এসএসএফ এবং মিয়ানমারের NLD ও ডগ আর্মি- এ ধরনের বিশেষ বাহিনী।

8৪. ‘নাগার্নো কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
✅ আজারবাইজার-আর্মেনিয়া
[খ] আর্মেনিয়া-লাটভিয়া
[গ] কাজাখস্তান-আজারবাইজান
[ঘ] রাশিয়া-আর্মেনিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যবর্তী একটি বিতর্কিত ছিটমহলের নাম- নাগার্নো কারাবাখ।
❀ নাগার্নো কারাবাখকে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট ভ্লাদিমির লেনিন আজারবাইজানের অন্তর্ভুক্ত করেন- ১৯২৩ সালে।
❀ ছিটমহলটির নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়- ১৯৮১ সালে।
❀ ছিটমহলটি নিয়ে পুণরায় সংঘর্ষ বাঁধে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে- ১৯৯৫ সালে।

8৫. ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
[ক] ১০ অক্টোবর, ২০০২
✅ ১২ অক্টোবর, ২০০২
[গ] ১০ নভেম্বর, ২০০২
[ঘ] ১২ নভেম্বর, ২০০২

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বালি দ্বীপের ‘সারি’ নামক নাইট ক্লাবে বোমা বিস্ফোরিত হয়- ২০০২ সালের ১২ই অক্টোবর।
❀ দু শতাধিক লোক নিহত এবং তিন শতাধিক লোক আহত হয়- বালি দ্বীপে বোমা বিস্ফোরণে।
❀ ইন্দোনেশিয়ার একটি পর্যটন শিল্প দ্বীপ- বালিদ্বীপ।
❀ বোমা বিস্ফোরণে নিহত ও আহতদের অধিকাংশ ছিলো- অস্ট্রেলিয় ও ইউরোপীয়।
❀ বোমা বিস্ফোরণের সময়কালীন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন- মেঘবর্তী সুকর্ণপুত্রী (২৩. ০৭. ২০০১ - ২০. ১০. ২০০৪)।

8৬. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
[ক] ৩০ আগষ্ট, ২০০২
[খ] ৭ সেপ্টেম্বর, ২০০২
✅ ১০ সেপ্টেম্বর, ২০০২
[ঘ] ১৫ সেপ্টেম্বর, ২০০২

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ২০০২ সালের ১০ই সেপ্টেম্বর জাতিসংঘের ১৯০তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে- সুইজারল্যান্ড।
❀ মধ্য ইউরোপে অবস্থিত একটি কনফেডারেশন- সুইজারল্যান্ড।
❀ সুইজারল্যান্ড রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়- ১৯৬২ অব্দে।
❀ কোনো নিয়মিত সেনাবাহিনী নেই- সুইজারল্যান্ডের।
❀ ১৫০০ শতকের শুরুতে ইউরোপের কোনো যুদ্ধে অংশ না নেওয়ার নীতি নেয়- সুইজারল্যান্ড।
❀ সুইজারল্যান্ডে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির জন্যে আবেদন করে- ১৭ই জুলাই ২০০২।

8৭. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভূক্ত?
✅ নাউরু
[খ] কেনিয়া
[গ] কিউবা
[ঘ] গায়না

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ওশেনিয়া অঞ্চলের মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত দেশ- নাউরু।
❀ মধ্য প্রশামন্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ডিম্বাকৃতির দ্বীপ- নাউরু।
❀ নাউরু স্বাধীন হয়- ৩১-এ জানুয়ারি ১৯৬৮।
❀ পৃথিবীর ছোট দেশগুলোর মধ্যে তৃতীয়- নাউরু (বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র)।
❀ নাউরুর চার-পঞ্চমাংশই- ফসফেট পাথর।
❀ নাউরুর একমাত্র রপ্তানি দ্রব্য- ফসফেট পাথর।
❀ নাউরুর প্রেসিডেন্ট শাসিত আইন পরিষদের সদস্য- ১৮ জন।

8৮. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
[ক] আফগানি
[খ] ফার্সি
✅ পশতু
[ঘ] তুর্কি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আফগানিস্তানের প্রধান ভাষা- পশতু।
❀ আফগানিস্তানে মোট কথ্য ভাষা- ৫২টি (দেশী ভাষা-৪৮, বিদেশী-৪)।
❀ ভাব প্রকাশক উক্তি বা সঙ্কেতই- ভাষা।
❀ ভাষার বিজ্ঞানসম্মত চর্চা- ভাষা বিজ্ঞান বা Linguistics.
❀ ভাষার মৌলিক অংশ তিনটি- ধ্বনি, শব্দ এবং বাক্য।
❀ বিশ্বের ভাষাগুলো বিভক্ত- মোট ১০টি ভাষা পরিবারে।
❀ বিশ্বের ভাষা নিয়ে গবেষণা এবং অনুসন্ধানকারী প্রতিষ্ঠান- ইথনোলগ: ল্যাঙ্গয়েজেস অব দ্য ওয়ার্ল্ড।
❀ ইথনোলগ প্রথম বিশ্বভাষা বিষয়ক তথ্য প্রকাশ করে- ১৯৫১ সালে (সর্বশেষ - ২০০৯ সালে; ১৬তম সংস্করণ)।
❀ একই সাথে ২টি সরকারি ভাষা প্রচলিত- আফগানিস্তানে (পশতু, দারি)।
❀ পশতু ভাষা ব্যবহারকারী অন্যান্য দেশ- পাকিস্তান, ইরান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য।

8৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
[ক] কোপেনহেগেন
[খ] লন্ডন
[গ] রোম
✅ ব্রাসেলস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইউরোপীয় কাউন্সিল-এর সদরদপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
❀ ইউরোপীয় পার্লামেন্টের অফিসিয়াল সদরদপ্তর- স্ট্রেসবার্গ।
❀ কোর্ট অব জাস্টিস অব দ্য ইউনিয়ন-এর সদরদপ্তর- লুক্সেমবার্গ।
❀ ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক-এর সদরদপ্তর- লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ।
❀ ইউরোপোল-এর সদরদপ্তর- দ্য হেগ, নেদারল্যান্ডস।

৫০. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
[ক] কুর্দি
[খ] তাতারু
[গ] রেড ইন্ডিয়ান
✅ মাউরি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ নিউজিল্যান্ডের একটি আদি জাতি- মাউরি।
❀ খুবই কর্মঠ ও বুদ্ধিমান জাতি- মাউরি।
❀ নিউজিল্যান্ডের প্রধান ভাষা- ইংরেজি ও মাউরি।
❀ মাউরিরা নিউজিল্যান্ডে এসে বসতি স্থাপন করে- চতুর্দশ শতাব্দী ও তার আগে থেকে।
❀ নিউজিল্যান্ডের সংসদে নির্বাচিত হন- মাউরিদের ৬ জন প্রতিনিধি।
Post a Comment (0)
Previous Post Next Post