HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Islamic History and Culture 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. গণঅভ্যুত্থান কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
[ক] ১৯৭৮
✅ ১৯৬৯
[গ] ১৯৬৮
[ঘ] ১৯৬৭

২. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল বিজয় লাভ করে?
[ক] পাকিস্তান পিপলস পার্টি
[খ] মুসলিম লীগ
✅ আওয়ামী লীগ
[ঘ] ন্যাপ

৩. ন্যাপ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
✅ মওলানা ভাসানী
[খ] এ.কে ফজলুল হক
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] শেখ মুজিবুর রহমান

৪. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক কী ছিল?
✅ নৌকা
[খ] কাঁচি
[গ] কোদাল
[ঘ] দেয়াল ঘড়ি

৫. নিচের কোন রাজনৈতিক দল ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো আসন লাভ করেনি?
[ক] পিপিপি
✅ ন্যাপ (ওয়ালি)
[গ] ন্যাপ (ভাসানী)
[ঘ] পিডিপি

৬. কোন নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের জয় হয়েছিল?
[ক] ১৯৫৬ সালের
✅ ১৯৭০ সালের
[গ] ১৯৭৩ সালের
[ঘ] ১৯৭৯ সালের

৭. ১৯৭০ সালের নির্বাচনে পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের কয়টি আসনে জয়ী হন?
[ক] ৫৮
[খ] ৬৮
[গ] ৭৮
✅ ৮৮

৮. আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কেন?
[ক] প্রভাবশালী রাজনীতিবিদদের চাপে
✅ তীব্র ছাত্র আন্দোলন ও গণআন্দোলনের ফলে
[গ] সামরিক অভ্যুত্থান হতে পারে এ আশংকায়
[ঘ] তৃতীয় শক্তির উত্থানের সম্ভাবনা থাকায়

৯. বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
✅ জনগণকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণের আহবান
[খ] জনগণকে দেশত্যাগ করার আহবান
[গ] জনগণকে অর্থ সম্পদ জমা করার আহবান
[ঘ] জনগণকে ঘরে বসে থাকার আহবান

১০. মাকসুদ সোহরাওয়ার্দী উদ্যানে এসে একটি ভাষণের কথা স্মরণ করলেন। মাকসুদ কোন ভাষণের কথা মনে করলেন?
[ক] আব্রাহাম লিংকনের
✅ ৭ মার্চের
[গ] পল্টন ময়দানের
[ঘ] কাগমারীর

১১. ‘বাঙালির তাজা রক্ত মবাড়িয়ে আমি কোনো সম্মেলনে বসতে পারি না'- উক্তিটি করেছেন-
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] মওলানা ভাসানী
[গ] শেরে বাংলা এ. কে. ফজলুল হক
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়াদী

১২. ২৫ মার্চের রাতের গণহত্যা কী নামে পরিচিত?
[ক] অপারেশন ডালভাত
[খ] অপারেশন ক্লিনহার্ট
✅ অপারেশন সার্চলাইট
[ঘ] অপারেশন রোবেল হান্ট

১৩. 'অপারেশন সার্চলাইট’ সংঘটিত হয়েছিল কখন?
[ক] ১৯৫২ খ্রি.
[খ] ১৯৬৬ খ্রি.
[গ] ১৯৬৯ খ্রি.
✅ ১৯৭১ খ্রি.

১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম কী?
[ক] জগন্নাথ হল
✅ জহুরুল হক হল
[গ] ফজলুল হক হল
[ঘ] শেখ মুজিব হল

১৫. জনাব ক নিজ দেশের স্বাধীনতা অর্জনের বিশাল জনসভায় ভাষণ প্রদান করেন। তার বক্তব্যের মূল বিষয় ছিল ৪টি। জনাব ক ব্যক্তির সাথে কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে?
✅ শেখ মুজিবুর রহমানের
[খ] ইয়াহিয়া খানের
[গ] জুলফিকার আলী ভূট্টোর
[ঘ] এম মনসুর আলীর

১৬. ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
[ক] রমনা পার্ক
[খ] রমনা উদ্যান
[গ] বঙ্গবন্ধু এভিনিউ
✅ সোহরাওয়ার্দী উদ্যান

১৭. মুজিবনগর বর্তমান কোন জেলায় অবস্থিত?
✅ কুষ্টিয়া
[খ] চুয়াডাঙ্গা
[গ] মেহেরপুর
[ঘ] ঝিনাইদহ

১৮.প্রবাসী মুজিবনগর সরকারের সেনাপ্রধান কে ছিলেন?
✅ এম এ জি ওসমানী
[খ] মেজর শফিউল্লাহ
[গ] এ কে খন্দকার
[ঘ] মেজর জলিল

১৯. মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে?
✅ অধ্যাপক ইউসুফ আলী
[খ] তাজউদ্দিন আহমদ
[গ] সৈয়দ নজরুল ইসলাম
[ঘ] মোশতাক আহমদ

২০. কোন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে?
[ক] ১৯৭১ সালের ১০ মার্চ
[খ] ১৯৭১ সালের ১০ এপ্রিল
✅ ১৯৭১ সালের ১৭ এপ্রিল
[ঘ] ১৯৭১ সালের ২৬ মার্চ

২১. অস্থায়ী মুজিবনগর সরকার কোথায় গঠন করা হয়?
✅ মেহেরপুর জেলায়
[খ] চুয়াডাঙ্গা জেলায়
[গ] রাজশাহী জেলায়
[ঘ] ঢাকা জেলায়

২২. প্রবাসী মুজিবনগর সরকারের সেনাপ্রধান কে ছিলেন?
✅ এমএজি ওসমানী
[খ] মেজর শফিউল্লাহ
[গ] এ কে খন্দকার
[ঘ] মেজর জলিল

২৩. অস্থায়ী সরকারের শপথবাক্য কে পাঠ করান?
[ক] অধ্যাপক রহমত আলীকে
[খ] অধ্যাপক মুজাফফর আহমদকে
✅ অধ্যাপক ইউসুফ আলীকে
[ঘ] অধ্যাপক মুদাচ্ছের আলীকে

২৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে ছিলেন?
✅ আতাউল গনি ওসমানী
[খ] কে. এম. আশরাফ সিদ্দিকি
[গ] কর্নেল শওকত উসমান
[ঘ] ড. কে খন্দকার

২৫. মুজিব নগর অস্থায়ী সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?
[ক] ১০
✅ ১২
[গ] ১৪
[ঘ] ১৬

২৬. মুক্তিযুদ্ধের সময় সমগ্র নৌ অঞ্চল কত সেক্টরের অধীনে ছিল?
✅ ১০
[খ] ৯
[গ] ১১
[ঘ] ৮

২৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
[ক] ভুটান
[খ] নেপাল
✅ ভারত
[ঘ] মালদ্বীপ

২৮. 'ফ্রিডম ফাইটার্স এর সরকারি নাম কী ছিল?
[ক] বাংলাদেশ নৌ বাহিনী
[খ] বাংলাদেশ বিমান বাহিনী
✅ গণ বাহিনী
[ঘ] মুজিব বাহিনী

২৯. কত তারিখে বাংলাদেশ-ভারত একটি যৌথ কমান্ড গঠন করা হয়?
ক ১৭ নভেম্বর
[খ] ১৯ নভেম্বর
✅ ২১ নভেম্বর
[ঘ] ২৩ নভেম্বর

৩০. মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীকে কেন গেরিলা বাহিনী বলা হয়?
[ক] দীর্ঘদিন যুদ্ধ করেছিল বলে
[খ] দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করেছে বলে
[গ] সামনাসামনি যুদ্ধ করেছে বলে
✅ কৌশলে অতর্কিতভাবে আক্রমণ করেছে বলে

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.

৩১. বুদ্ধিজীবী হত্যার কারণ কী?
[ক] ব্যক্তিগত শত্রুতা
✅ জাতিকে মেধাশূন্য করা
[গ] শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা
[ঘ] মুক্তিযোদ্ধাদের ভীতি প্রদর্শন

৩২. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগম কোন খেতাবে ভূষিত হন?
[ক] বীরশ্রেষ্ঠ
[খ] বীরউত্তম
[গ] বীরবিক্রম
✅ বীরপ্রতীক

৩৩. সর্বপ্রথম মুক্তিযুদ্ধবিরোধী যে সংগঠন সৃষ্টি হয় তার নাম কী?
✅ শান্তি কমিটি
[খ] রাজাকার
[গ] আলবদর
[ঘ] আলশামস

৩৪. শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -
[ক] ১৩ ডিসেম্বর
✅ ১৪ ডিসেম্বর
[গ] ১৫ ডিসেম্বর
[ঘ] ১৬ ডিসেম্বর

৩৫. বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা অর্জন করেছিল?
[ক] ১৭ ডিসেম্বর
✅ ১৬ ডিসেম্বর
[গ] ১৮ ডিসেম্বর
[ঘ] ১৯ ডিসেম্বর

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৩৬. ১৯৭১ এর মুক্তিযুদ্ধে পাকবাহিনী আত্মসমর্পণ করে কত তারিখ?
[ক] ১৩ ডিসেম্বর
[খ] ১৪ ডিসেম্বর
[গ] ১৫ ডিসেম্বর
✅ ১৬ ডিসেম্বর

৩৭. কার নির্দেশে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে যুদ্ধবিরতি শুরু হয়?
✅ জেনারেল নিয়াজির
[খ] টিক্কা খানের
[গ] ইয়াহিয়া খানের
[ঘ] ভুট্টোর

৩৮. ভারতীয় সেনাবাহিনীর চীফ অব স্টাফ কে ছিলেন?
✅ জেনারেল মনরো
[খ] জেনারেল যশোবন্ত
[গ] জেনারেল খুশবন্ত
[ঘ] জেনারেল নিয়াজি

৩৯. আত্মসমর্পণ অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রতিনিধিত্ব করেন কে?
[ক] সফিউর রহমান
✅ একে খন্দকার
[গ] মেজর শওকত আলী
[ঘ] এমএজি ওসমানী

৪০. মুক্তিযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধিনায়ক কে ছিলেন?
[ক] লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
[খ] লে. জেনারেল টিক্কা খান
✅ লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়োজী
[ঘ] জেনারেল (অব.) ওসমানী

৪১. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
[ক] ৭ মার্চ
[খ] ৭ অক্টোবর
[গ] ৭ নভেম্বর
✅ ৭ ডিসেম্বর

৪২. ২৫ মার্চের রাত কেন বাঙালির ইতিহাসে কালরাত হিসেবে খ্যাত?
[ক] ঐ রাতে অনেক অন্ধকার ছিল বিধায়
[খ] ঐ রাতে অমাবস্যা ছিল বিধায়
[গ] ঐ রাতে আকাশে চাঁদ ছিল না বলে
✅ ঐ রাতে নিরীহ বাঙালিকে নির্বিচারে হত্যা করা হয়েছিল বলে

৪৩. ১৯৭১ সালে অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করা হয় কেন?
[ক] ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য
[খ] ক্ষমতার অপপ্রয়োগের জন্য
✅ মুক্তিযুদ্ধকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য
[ঘ] শাসকগোষ্ঠীর কল্যাণার্থে

৪৪. মুজিবনগর সরকারের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি?
✅ সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা
[খ] যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পক্ষে নিয়ে আসা
[গ] অস্ত্র কারখানা নির্মাণ করা
[ঘ] চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা

৪৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সার্বজনীন বলা হয়ে থাকে কেন?
✅ আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে যোগ দেয় বলে
[খ] ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করে বলে
[গ] চীন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বলে
[ঘ] যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বলে

৪৬. ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে যে প্রস্তাব দেন তা হলো-
i. সংবিধান রচনা করা
ii. ১৯৫৬ সালের সংবিধান পুনর্বহাল
iii. গণভোটের আয়োজন ও আইন কাঠামো তৈরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. ১৯৭০ সালের নির্বাচন ছিল-
i. অবাধ
ii. স্বাধীন
iii. নিরপেক্ষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. স্বাধীনতা দিবসের অন্যতম গুরুত্ব হচ্ছে-
i. পাক শোষকশ্রেণির পরাজয়
ii. বীর বাঙালির মুক্তি অর্জন
iii. স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ছিল-
i. বঙ্গবন্ধুকে সন্তুষ্ট করা
ii. মুক্তিযুদ্ধ পরিচালনা করা
iii. আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০. মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল-
i. দক্ষিণপন্থি দল
ii. ধর্মভিত্তিক দল
iii গণতান্ত্রিক দল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শান্তি কমিটির কাজ ছিল-
i. বাংলাদেশের আদর্শের বিরুদ্ধে প্রচারণা
ii. মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করা
iii. মুক্তিযোদ্ধাদের হত্যা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. ১৯৭১ খ্রি. বাঙালির মুক্তি সংগ্রামের সময় পাক হানাদারদের দোসর ছিল-
i. রাজাকার বাহিনী
ii. আলবদর বাহিনী
iii. বিহারী সম্প্রদায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. আত্মসমর্পণ দলিল স্বাক্ষরের সময় যারা উপস্থিত ছিলেন?
i. জেনারেল নিয়াজি
ii. এ কে খন্দকার
iii. জগজিৎ সিং অরোরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. আফজাল বলেন যে, বিভিন্ন দেশ বাংলাদেশকে সৈন্যবাহিনী ও অস্ত্র দিয়ে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। এখানে বলা হয়েছে-
i. ভারতের কথা
ii. নেপালের কথা
iii. রাশিয়ার কথা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয়ের সাথে মিল রয়েছে-
i. সামরিক আইন প্রত্যাহার
ii. গণহত্যার তদন্ত করা
iii. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. ১৯৬৯ সালে গঠিত নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
i. বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বে গঠিত
ii. একটি সার্বজনীন ভোটার তালিকা প্রস্তুত করা
iii. এ ভোটার তালিকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অন্তর্ভুক্ত না করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মুর্তজা সাহেব বলেন এই নেতার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আর প্রায় দীর্ঘ নয় মাস এই নেতার নেতৃত্বেই আমরা দেশ স্বাধীন করেছিলাম।

৫৭. উদ্দীপকটি তোমার পঠিত কোন নেতার প্রতি ইঙ্গিত প্রদান করে?
[ক] মওলানা ভাসানী
✅ শেখ মুজিবুর রহমান
[গ] এ. কে. ফজলুল হক
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়াদী

৫৮. উক্ত নেতা অংশগ্রহণ করেছেন-
i. ভাষা আন্দোলনে
ii. গণঅভ্যুত্থানে
iii. ছয়দফা আন্দোলনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৫৯-৬০ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রহিম স্যার বলেন যে, মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্যেই এই সরকার গঠন করা হয়েছিল। এছাড়াও স্যার বলেন যে, এ সরকার মুক্তিবাহিনী গঠন করে সমগ্র দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে বাংলাদেশকে স্বাধীন করেছিল।

৫৯. উদ্দীপকটি তোমার পঠিত কোন সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] আইয়ুব সরকার
[খ] আওয়ামী সরকার
✅ মুজিবনগর সরকার
[ঘ] শমসেরনগর সরকার

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.

৬০. উক্ত সরকারের অন্যতম মন্ত্রণালয় ছিল-
i. পররাষ্ট্র মন্ত্রণালয়
ii. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
iii. ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. উক্ত সরকারের অন্যতম মন্ত্রী ছিলেন-
i. ক্যাপ্টেন মুনসুর আলী
ii. এ.এইচ এম কামরুজ্জামান
iii. খন্দকার মোশতাক আহমেদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও:
বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মাসুদ সাহেব বলেন যে, এই দিন যুদ্ধ শেষে আমরা বিজয়ের আনন্দে মেতে উঠেছিলাম। সেদিন যেন ঢাকা হয়ে উঠেছিল আনন্দপুরী। স্বাধীন দেশের কেতন যেন অবিরামভাবে উড়তে শুরু করল।

৬২. উদ্দীপকটি তোমার পঠিত কোন দিবসের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ ১৬ ডিসেম্বর
[খ] ২৬ মার্চ
[গ] ২৮ মার্চ
[ঘ] ২১ ফেব্রুয়ারি

৬৩.উক্ত দিবসের অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
ii. স্বাধীনতার যুদ্ধ শুরু
iii. বাঙালি জাতির শত্রুমুক্ত হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post