HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download

১. সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন?
[ক] আদর্শ সমাজ গঠনের জন্য
✅ মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য
[গ] সামাজিক সমস্যা দূর করার জন্য
[ঘ] পৃথক একটি শাস্ত্র উদ্ভাবনের জন্য

২.সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কী?
[ক] রাষ্ট্র
[খ] পরিবার
[গ] বিবাহ
✅ সমাজ

৩. সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের ওপর জোর দিয়েছেন নিচের কোন সমাজবিজ্ঞানী?
✅ এমিল ডুর্খেইম
[খ] গিডিংস
[গ] সামনার
[ঘ] সিমেল

৪. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন?
✅ রিচার্ড টি. শেফার
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] ডুর্খেইম

৫. ইশতিয়াক পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
✅ ডেভিড পোপেনো
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] ডুর্খেইম

৬. সামাজিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী?
✅ কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] ডুর্খেইম

৭. সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

৮. সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সামাজিক বিজ্ঞান

৯. 'Sociology is the science of social institutions.' সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ এমিল ডুর্খেইম

১০. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?
✅ সোশ্যাল ফিজিকস
[খ] সোশ্যাল আইডিয়া
[গ] সোশ্যাল নেটওয়ার্ক
[ঘ] সোশ্যাল ওয়ার্ক

১১. 'মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান' -সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ জন এফ কিউবার

১২. কোন বিষয়টিকে 'The Science of Society' বলা হয়?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

১৩. সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?
[ক] সামাজিক সংগঠন
[খ] সামাজিক কার্যাবলি
✅ পারস্পরিক সম্পর্ক
[ঘ] সমাজের গতিপ্রকৃতি

১৪. ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সমাজ
iii. সামাজিক পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. সমাজব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন-
[ক] রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন
[খ] সমাজকর্মের গবেষণা
✅ সমাজবিজ্ঞানের অধ্যয়ন
[ঘ] মনোবিজ্ঞান পাঠ

১৬. মিঠু চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন করে করতে চায়। তার কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত?
✅ সমাজবিজ্ঞান
[খ] রাষ্ট্রবিজ্ঞান
[গ] সমাজকর্ম
[ঘ] নৃবিজ্ঞান

নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
হৈমন্তী দ্বাদশ শ্রেণিতে পড়ে। সে তার পাঠ্যবই থেকে জেনেছে, সমাজবিজ্ঞান পাঠ্যসূচির যৌক্তিকতা পর্যালোচনা করে।

১৭. হৈমন্তীর পাঠ্যবই কীরূপ সমাজবিজ্ঞানকে নির্দেশ করে?
[ক] নগর সমাজবিজ্ঞান
[খ] ধর্মীয় সমাজবিজ্ঞান
✅ শিক্ষা সমাজবিজ্ঞান
[ঘ] ঐতিহাসিক সমাজবিজ্ঞান

১৮. হৈমন্তীর পঠিত সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য-
i. শিক্ষার সাথে সমাজকাঠামোর সম্পর্ক বিশ্লেষণ
ii. শিক্ষাব্যবস্থার যৌক্তিকতা পর্যালোচনা
iii. শিক্ষার তাত্ত্বিক দর্শন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯. Logos শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ইংরেজি
[খ] ল্যাটিন
[গ] ফরাসী
✅ গ্রিক

২০.'Sociology' শব্দটির প্রবক্তা কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
[গ] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ

২১. 'সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান' - উক্তিটি কার?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ এমিল ডুর্খেইম

২২. 'Socius' কোন ভাষার শব্দ?
[ক] ইংরেজি
✅ ল্যাটিন
[গ] ফরাসী
[ঘ] গ্রিক

২৩. সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

২৪. কোন বিষয়কে সামাজিক কর্মকান্ডের বিজ্ঞান বলা হয়?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
ক্লাসে তোমাকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা বলতে বলায় তুমি বললে, 'সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানবসমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।'

২৫. তোমার দেওয়া সংজ্ঞাটি, কোন সমাজবিজ্ঞানীর সংজ্ঞার অনুরূপ?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ ডব্লিউ পি. স্কট

২৬.উক্ত সংজ্ঞায় যেসব প্রত্যয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সামাজিক সম্পর্ক
iii. মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞানের ধরন কোনটি?
[ক] ব্যবহারিক
✅ বস্তুনিষ্ঠ
[গ] প্রায়োগিক
[ঘ] আপেক্ষিক

২৮. সমাজবিজ্ঞানীদের গবেষণার মূল লক্ষ্য কী?
✅ তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানো
[খ] আদর্শ সমাজ গড়ে তোলা
[গ] সমাজে বিদ্যমান নানা বিষয়ে মতামত দেয়া
[ঘ] আদর্শ রাষ্ট্রের রূপরেখা তুলো ধরা

২৯. সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য?
[ক] সামাজিক পরিবর্তন
[খ] সমাজকাঠামো
[গ] সামাজিক স্তরবিন্যাস
✅ সমাজের বাস্তবতা

৩০. কোনটি সমাজকাঠামোর মূলভিত্তি?
[ক] সামাজিক প্রথা
[খ] সামাজিক দল
[গ] সামাজিক গোষ্ঠী
✅ মানব সম্পর্ক

৩১. সমাজকাঠামোর ব্যাখ্যা প্রদান করে কোন বিষয় বা অধ্যয়ন শাস্ত্র?
[ক] রাজনৈতিক সমাজবিজ্ঞান
[খ] সমাজকল্যাণ
✅ সমাজবিজ্ঞান
[ঘ] নীতিশাস্ত্র

৩২. বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কী ধরনের ভূমিকা রাখবে?
[ক] সিদ্ধান্ত প্রদান করবে
✅ নিরপেক্ষ থাকবে
[গ] মন্তব্য করবে না
[ঘ] পরামর্শ দেবে

৩৩. সমাজবিজ্ঞানের নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়?
✅ দুই
[খ] চার
[গ] তিন
[ঘ] পাঁচ

৩৪. সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য?
[ক] আদর্শভিত্তিক পাঠ
[খ] সংশ্লেষণধর্মী পাঠ
✅ পূর্ণাঙ্গ পাঠ
[ঘ] আংশিক পাঠ

৩৫. সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করে?
✅ সামাজিক প্রপঞ্চ
[খ] সামাজিক গতিশীলতা
[গ] সামাজিক প্রসার
[ঘ] সামাজিক মূল্যবোধ

৩৬. কোনটি সমাজের পরিবর্তন, বিবর্তন, প্রগতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে?
[ক] সামাজিক প্রপঞ্চ
✅ সামাজিক গতিশীলতা
[গ] সামাজিক প্রসার
[ঘ] সামাজিক মূল্যবোধ

৩৭. কোন বিষয়টি প্রকৃতির বিভিন্ন বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা করে?
✅ প্রাকৃতিক বিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

৩৮. সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে?
[ক] মূল্যায়ন
[খ] সংশ্লেষণ
[গ] নীতি নির্ধারণ
✅ পর্যালোচনা

৩৯. কোন বিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে?
[ক] প্রাকৃতিক বিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

৪০. ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কোনটি?
✅ সামাজিক কার্যাবলির অধ্যয়ন
[খ] সামাজিক অগ্রগতি
[গ] অসামাজিকতা রোধ
[ঘ] সামাজিক নিয়ন্ত্রণ

৪১. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে কোন বিষয় আলোচনা করে?
[ক] প্রাকৃতিক বিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

৪২. সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কী বিশ্লেষণ করে?
✅ পারস্পরিক সম্পর্ক
[খ] জীবন প্রণালি
[গ] আচার-আচরণ
[ঘ] নৈতিক মূল্যবোধ

৪৩. উন্নয়নকামী সমাজে সমাজবিজ্ঞান চর্চার লক্ষ্য হলো-
i. সমাজের সমস্যাবলি চিহ্নিতকরণ
ii. সমস্যাবলি সমাধানের নির্দেশনা দেওয়া
iii. সমাজের সমস্যাবলির উৎপত্তি নির্ধারণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. সমাজবিজ্ঞানের প্রসার ঘটছে-
i. পরিবর্তনের মাধ্যমে
ii. পরিমার্জনের মাধ্যমে
iii. পূর্ণ মূল্যায়নের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. বাড়ৈইখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুর সাহেব বিশৃঙ্খলা প্রতিরোধে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। কোন বিষয়ের জ্ঞান তাকে এ ব্যাপারে সাহায্য করবে?
[ক] পৌরনীতির
[খ] সমাজকল্যাণের
✅ সমাজবিজ্ঞানের
[ঘ] অর্থনীতির

৪৬. সমাজবিজ্ঞানের পঠন ও গবেষণার বিষয় হলো-
i. মানব আচরণ
ii. সমাজ
iii. সংঘ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও:
Robert Bierstedt তার 'The Social Order' বইতে বলেন, সমাজতত্ত্ব হলো সামাজিক বিজ্ঞান, এটি প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব আদর্শিক নয়, বরং বাস্তবতার ভিত্তিতে গবেষণা করে।

৪৭. উল্লিখিত বইটিতে সমাজতত্ত্ব/সমাজবিজ্ঞানের কোন বিষয়টি ফুটে উঠেছে?
[ক] সমাজবিজ্ঞানের সংজ্ঞা
[খ] সমাজবিজ্ঞানের পরিধি
✅ সমাজবিজ্ঞানের প্রকৃতি
[ঘ] সমাজবিজ্ঞানের বিষয়বস্তু

৪৮. অনুচ্ছেদে আলোচিত বিষয়টির বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়-
i. সমাজের পূর্ণাঙ্গ পাঠ
ii. একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান
iii. নৈতিকতার প্রশ্নে মূল্যবোধ নিরপেক্ষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. সমাজবিজ্ঞানকে বলা হয়-
[ক] মূল্যবোধভিত্তিক বিজ্ঞান
✅ বস্তুনিষ্ঠ বিজ্ঞান
[গ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান
[ঘ] ব্যবহারিক বিজ্ঞান

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৫০. সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপক্ষে বিজ্ঞান বলা হয়। কারণ সমাজবিজ্ঞান-
✅ সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে
[খ] সমাজের মূল্যবোধ নিয়ে আলোচনা করে
[গ] সমাজের সকল বিষয় ভাবাবেগ দ্বারা মূল্যায়ন করে
[ঘ] নৈতিকতার দিক থেকে সমাজের বিশ্লেষণ করে

৫১. ড. মাজেদা একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী। ব্যক্তিগত জীবনে পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা তিনি নানাভাবে নির্যাতনের শিকার। তাই নারীর অধিকার বিষয়ে তার করা প্রতিটি গবেষণা প্রতিবেদনে একধরনের পুরুষ বিদ্বেষী মনোভাবের ছাপ পাওয়া যায়। উদ্দীপকে সমাজবিজ্ঞানের প্রকৃতির কোন রূপটি ফুটে উঠেছে?
[ক] সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ
[খ] সমাজবিজ্ঞান বিশ্লেষণধর্মী বিজ্ঞান
[গ] সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান সর্বদা নিরপেক্ষতা অবলম্বন করতে পারে না

৫২. কোনো বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে কী বলে?
[ক] সংজ্ঞা
[খ] পরিধি
✅ প্রকৃতি
[ঘ] সঠিক বিশ্লেষণ

৫৩. সমাজবিজ্ঞানের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি প্রযোজ্য?
[ক] সমাজের বিশেষ দিক নিয়ে আলোচনা করে
✅ সমাজের পূর্ণাঙ্গ অধ্যয়ন করা
[গ] সামাজিক সদস্যকে প্রাধান্য দেয়
[ঘ] সমাজবিজ্ঞানীগণ পরিধির বিস্তৃতিতে সদা সচেষ্ট

৫৪. সমাজবিজ্ঞান যে ধরনের বিজ্ঞান-
i. ব্যাখ্যামূলক
ii. ইতিহাসভিত্তিক
iii. বস্তুনিষ্ঠ ও বর্ণনাত্মক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান-
i. বস্তু নিরপেক্ষ
ii. মূল্যবোধ নিরপেক্ষ
iii. ধনতান্ত্রিক বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. অগাস্ট কোঁৎ-এর মতানুযায়ী সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কয়টি?
✅ দুই
[খ] চার
[গ] তিন
[ঘ] পাঁচ

৫৭. মানুষের আবেগ, বুদ্ধিমত্তা, প্রেষণা ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] চিকিৎসা সমাজবিজ্ঞান
✅ সামাজিক মনোবিজ্ঞান
[গ] পরিবেশের সমাজবিজ্ঞান
[ঘ] সমাজচিন্তা

৫৮. পরিবারের উৎপত্তি ও কার্যাবলি সম্পর্কে জানতে হলে কোনটি অধ্যয়ন করতে হবে?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৫৯. ভবিষ্যতে পরিবারের বিলুপ্তি হবে কিনা তার দার্শনিক আলোচনা করে থাকে কোন সমাজবিজ্ঞান?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৬০.বিবাহ সম্পর্কিত আলোচনা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৬১. 'মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ বিচ্ছেদের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে' এ অনুসিদ্ধান্ত সমাজবিজ্ঞানের কোন শাখার গবেষকদের গবেষণার ফল?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৬২. সামাজিক জনবিজ্ঞান অধ্যয়নে কোনটি জানা যাবে?
[ক] সামাজিক মূল্যবোধ
[খ] বিবাহ
✅ অভিবাসন
[ঘ] গ্রামীণ ক্ষমতাকাঠামো

৬৩. বাংলাদেশের শহর এলাকায় জনসংখ্যার চাপ দিন দিন বাড়ছে। এ বিষয়টির কারণ অনুসন্ধান করবে সমাজবিজ্ঞানের কোন শাখা?
✅ সামাজিক জনবিজ্ঞান
[খ] সামাজিক পরিসংখ্যান
[গ] নগর সমাজবিজ্ঞান
[ঘ] শিল্প সমাজবিজ্ঞান

৬৪. বাংলাদেশের পাহাড়ি গ্রামের সমাজকাঠামো ও সমতলের গ্রামের সমাজকাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
✅ গ্রামীণ সমাজবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
[গ] সামাজিক মনোবিজ্ঞান
[ঘ] সামাজিক জনবিজ্ঞান

৬৫. নগর পরিকল্পনার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের কোন ক্ষেত্রের সহায়তা নেওয়া হয়?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] সামাজিক পরিসংখ্যান
✅ নগর সমাজবিজ্ঞান
[ঘ] শিল্প সমাজবিজ্ঞান

৬৬. নিচের কোন ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত জরুরি?
✅ সমাজ সংস্কার
[খ] উৎপাদন কৌশল
[গ] সুষম বণ্টন
[ঘ] সুষম উৎপাদন

৬৭. সমাজে পেশাজীবী শ্রেণি সৃষ্টিতে কোন ধরনের সমাজতাত্ত্বিকদের পরামর্শ অধিক হারে কার্যকর হবে?
[ক] সামাজিক জনবিজ্ঞানী
[খ] সামাজিক মনোবিজ্ঞানী
[গ] নগর সমাজবিজ্ঞানী
✅ শিক্ষা সমাজবিজ্ঞানী

৬৮. রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত আলোচনা সমাজতত্ত্বের কোন শাখায় স্থান পায়?
[ক] আইনের সমাজবিজ্ঞান
[খ] সমাজচিন্তা
✅ রাজনৈতিক সমাজতত্ত্ব
[ঘ] উন্নয়ন সমাজবিজ্ঞান

৬৯. সমাজবিজ্ঞানের কোন শাখায় রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়?
[ক] অর্থনৈতিক সমাজবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
✅ রাজনৈতিক সমাজবিজ্ঞান
[ঘ] ধর্মের সমাজবিজ্ঞান

৭০. জাপানের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কিত আলোচনা কোন অধ্যয়ন শাস্ত্রে আলোচিত হতে পারে?
[ক] অর্থনৈতিক সমাজতত্ত্ব
[খ] নগর সমাজবিজ্ঞান
✅ রাজনৈতিক সমাজতত্ত্ব
[ঘ] ধর্মের সমাজবিজ্ঞান

৭১. মানুষের মুদ্রাদোষ ও এর কারণ সম্পর্কিত আলোচনা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
✅ সামাজিক জনবিজ্ঞান
[খ] সামাজিক মনোবিজ্ঞান
[গ] নগর সমাজবিজ্ঞান
[ঘ] শিক্ষা সমাজবিজ্ঞান

৭২. যৌতুক সম্পর্কিত নীতিমালা বাংলাদেশে কার্যকর রয়েছে কিন্তু অস্ট্রেলিয়াতে এ সম্পর্কিত বিধান নেই। এর কারণ অনুসন্ধান করতে পারে সমাজবিজ্ঞানের কোন শাখা?
[ক] চিকিৎসা সমাজবিজ্ঞান
[খ] সামাজিক মনোবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
✅ আইনের সমাজবিজ্ঞান

৭৩. সামাজিক প্রপঞ্চসমূহের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণে সহায়তা করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
[ক] সামাজিক জনবিজ্ঞান
✅ সামাজিক পরিসংখ্যান
[গ] চিকিৎসা সমাজবিজ্ঞান
[ঘ] শিক্ষার সমাজবিজ্ঞান

৭৪. পরিবেশ সমাজবিজ্ঞান মূলত কী নিয়ে আলোচনা করে?
✅ মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক
[খ] পরিবেশ ও বৃক্ষরাজির মধ্যকার সম্পর্ক
[গ] মানুষ ও জীবজগতের মধ্যকার সম্পর্ক
[ঘ] জীবজগৎ ও প্রাণিজগতের মধ্যকার সম্পর্ক

৭৫. হ্যামার উপজাতির নারীদের গলায় বিয়ের পরে লোহার বন্ধনী পরিয়ে দেওয়া হয় এবং সামাজিকভাবে তারা কোনো মূল্য পায় না। এ বিষয়টি সম্পর্কে অধ্যয়ন করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
✅ জেন্ডার ও উন্নয়ন
[খ] শিল্প সমাজবিজ্ঞান
[গ] সামাজিক মনোবিজ্ঞান
[ঘ] সামাজিক জনবিজ্ঞান

৭৬. সাহিত্যের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এবং সমাজকাঠামোর সঙ্গে সাহিত্যের সম্পর্ক অনুসন্ধান করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
[ক] শিল্পকলার সমাজবিজ্ঞান
✅ সাহিত্যের সমাজবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
[ঘ] শিক্ষার সমাজবিজ্ঞান

৭৭. অষ্টাদশ শতকের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা জানতে কোন বিষয়টি সবচেয়ে বেশি কাজে লাগবে?
✅ তৎকালীন সাহিত্য
[খ] শিল্পবিপ্লবের ইতিহাস
[গ] সমকালীন স্থাপত্য
[ঘ] সামাজিক ইতিহাস

৭৮. শিল্পকলাকে সমাজের দর্পণ বলা হয় কেন?
[ক] পারিবারিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন থাকে বলে
✅ সমাজজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
[গ] ব্যক্তিজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
[ঘ] নাগরিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে

৭৯. সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক কেন?
[ক] সমাজের আংশিক বিষয় নিয়ে আলোচনা করে বলে
[খ] সমাজের বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করে বলে
✅ সমাজের সবকিছু নিয়ে আলোচনা করে বলে
[ঘ] সমাজিক রীতিনীতি নিয়ে আলোচনা করে বলে

৮০. সমাজবিজ্ঞানের কোন শাখায় ব্যক্তিত্বের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয়?
✅ সামাজিক মনোবিজ্ঞান
[খ] অর্থনৈতিক সমাজবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
[ঘ] নগর সমাজবিজ্ঞান

৮১. "The Ancient Regime and the French Revolution" গ্রন্থের লেখক কে?
[ক] ভলতেয়ার
[খ] সেন্ট সাইমন
✅ ডি টকভিলে
[ঘ] রুশো

৮২. আধুনিক সমাজবিজ্ঞান যে পদ্ধতির পরিসংখ্যানের ওপর নির্ভরশীল সেগুলো হলো-
i. অনুমিত পরিসংখ্যান
ii. গুণগত পরিসংখ্যান
iii. পরিমাণগত পরিসংখ্যান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. উন্নয়ন পরিকল্পনার জন্য কীরূপ জ্ঞান অর্জন করা অপরিহার্য?
[ক] উন্নয়নবিষয়ক জ্ঞান
[খ] গবেষণাধর্মী জ্ঞান
✅ সমাজতাত্ত্বিক জ্ঞান
[ঘ] বিশ্লেষণধর্মী জ্ঞান

৮৪. সমাজকর্মী মতিয়ার সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চায়। সে নিচের কোন বিষয়টি পাঠ করে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে?
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা

৮৫. প্রাচীন মায়া সভ্যতার সমাজকাঠামো সম্পর্কে জানতে হলে কোন শাস্ত্র অধ্যয়ন করতে হবে?
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা

৮৬. সামাজিক জনবিজ্ঞানের গবেষণার পরিধি দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ হলো-
i. কর্মক্ষেত্রের বৈচিত্র্য সৃষ্টি
ii. সামাজিক গতিশীলতা বৃদ্ধি
iii. আন্তর্জাতিক অভিবাসন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৭-৮৯নং প্রশ্নের উত্তর দাও:
সাহারা মরুভূমির বিভিন্ন যাযাবর গোত্রগুলো বসবাসের সুবিধার্থে নদীর তীরে বসতি গড়ে তুলেছিল। এ ধরনের বসতিগুলোর সমন্বয়ে গড়ে উঠেছিল মরক্কো রাষ্ট্র। রাষ্ট্রনায়করা মরুভূমিতে বসবাসরত জনগোষ্ঠীকে নগরগুলোতে স্থানান্তরের পদক্ষেপ গ্রহণ করেন।

৮৭. উল্লিখিত মরক্কোর গড়ে ওঠার বিষয়টি সমাজবিজ্ঞানের কোন ক্ষেত্রের আলোচ্য বিষয়?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
✅ রাজনৈতিক সমাজবিজ্ঞান
[ঘ] গ্রামীণ সমাজবিজ্ঞান

৮৮. অনুচ্ছেদের রাষ্ট্রনায়কদের গৃহীত পদক্ষেপটি সমাজবিজ্ঞানের কোন ক্ষেত্রের আলোচ্য বিষয়?
✅ সামাজিক জনবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
[গ] রাজনৈতিক সমাজবিজ্ঞান
[ঘ] গ্রামীণ সমাজবিজ্ঞান

৮৯. অনুচ্ছেদে ইঙ্গিতকৃত সমাজবিজ্ঞানের উভয় শাখার মধ্যে সাদৃশ্য বিশ্লেষণে পরিলক্ষিত হয়-
i. মূল কেন্দ্রবিন্দু ও সমাজ
ii. নাগরিক ও তাদের কর্ম
iii. রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে-
[ক] মানুষের আচরণের ভালমন্দ নির্ণয় করা
✅ মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা
[গ] প্রাণিকুলের আচরণ বিশ্লেষণ করা
[ঘ] সমাজ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা

৯১. সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
[ক] মানুষ
[খ] সংস্কৃতি
[গ] সম্প্রদায়
✅ সমাজ

৯২. কোন বিষয় অধ্যয়ন করলে শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের কথা জানা যাবে?
[ক] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ ঐতিহাসিক সমাজবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
[ঘ] শিক্ষার সমাজবিজ্ঞান

৯৩. জনসংখ্যার বিন্যাস, স্থানান্তর গমন সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] নগর সমাজবিজ্ঞান
✅ সামাজিক জনবিজ্ঞান
[গ] সমাজ মনোবিজ্ঞান
[ঘ] রাজনৈতিক সমাজবিজ্ঞান

৯৪. সমাজতাত্ত্বিক মতবাদের আলোচ্য বিষয় কী?
[ক] কোনো জাতির সাংস্কৃতিক জীবনধারা
[খ] জনসংখ্যা সম্পর্কিত তত্ত্ব
[গ] ঐতিহাসিক ঘটনাবলির সমাজতাত্ত্বিক পর্যালোচনা
✅ বিভিন্ন সমাজ চিন্তাবিদদের তত্ত্ব

৯৫. সমাজবিজ্ঞানের গবেষণার বিষয় হলো-
i. মানব আচরণ
ii. সমাজ
iii. সংঘ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. সমাজবিজ্ঞানীরা সামাজিক ব্যাখ্যা প্রদানে কীসের ওপর গুরুত্ব দেন?
✅ লোকাচারের ওপর
[খ] প্রবাদের ওপর
[গ] গবেষণার ওপর
[ঘ] স্তরবিন্যাসের ওপর

৯৭. ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ কোনটি?
[ক] প্রথা
[খ] সংঘ
✅ প্রতিষ্ঠান
[ঘ] লোকরীতি

৯৮. সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে কী প্রকাশ পায়?
✅ সামাজিক বৈচিত্র্য
[খ] সমাজকাঠামোর স্বরূপ
[গ] মানুষের আচরণ
[ঘ] সামাজিক সমস্যার প্রকৃতি

৯৯. সামাজিক মানুষের আচার-আচরণ, রীতি-নীতি, জীবনপ্রণালি সম্পর্কে জানতে হলে কোন বিষয়টি পাঠ করা প্রয়োজন?
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা

১০০. যে বিষয়টির অধ্যয়ন ছাড়া আমাদের সামাজিক জীবন অসম্পূর্ণ থাকবে-
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা
Post a Comment (0)
Previous Post Next Post