HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download

১. পৃথিবীকে সভ্য পর্যায়ে নিয়ে আসার জন্য কার অবদান সবচেয়ে বেশি?
✅ বিজ্ঞানের
[খ] যুক্তির
[গ] চিন্তার
[ঘ] পর্যবেক্ষণের

২. প্রাকৃতিক বিজ্ঞান কী?
[ক] প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত জ্ঞান
[খ] প্রকৃত পর্যবেক্ষণ
[গ] মানুষ সম্পর্কিত জ্ঞান
✅ প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যসমূহের পাঠ

৩. 'বিজ্ঞান বলতে বোঝায় কার্যকারণ সূত্রে গ্রথিত জ্ঞান’-উক্তিটি কার?
[ক] ক্রাউথার
[খ] জেডি বার্নাল
[গ] আইনস্টাইন
✅ টমাস হবস

৪. বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান কীসের দ্বারা নির্ণীত?
[ক] মূল্যবোধ
[খ] সামাজিক চাহিদা
✅ যুক্তি
[ঘ] নৈতিকতা

৫. কার মতে, 'বিজ্ঞান মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস ও মনোভাব নির্ধারণের অন্যতম প্রধান উৎস'?
[ক] ক্রাউথার
✅ জে.ডি. বার্নাল
[গ] আইনস্টাইন
[ঘ] টমাস হবস

৬. বিজ্ঞান কোন ধরনের জ্ঞানের সমষ্টি?
✅ অভিজ্ঞতালব্ধ
[খ] বিশেষ
[গ] বাস্তব
[ঘ] সাধারণ

৭. বিজ্ঞান এমন বিশেষ জ্ঞান যা নির্ভরশীল-
[ক] অভিজ্ঞতার ওপর
✅ পরীক্ষণের ওপর
[গ] ব্যক্তির ওপর
[ঘ] অধ্যয়নের ওপর

৮. 'Science in History' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] ক্রাউথার
✅ জে.ডি. বার্নাল
[গ] আইনস্টাইন
[ঘ] টমাস হবস

৯. বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়?
✅ দুই
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়

১০. এমিল ডুর্খেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন?
✅ তিন
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়

১১. জে. ডি. বার্নাল তার গ্রন্থে বিজ্ঞান সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা হলো-
i. এটি একটি প্রতিষ্ঠান
ii. এক ধরনের পদ্ধতি
iii. ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞানভা-ার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২. বিজ্ঞান একটি পুরনো বিষয় কারণ-
i. ইতিহাসে এর গতি নানা বিবর্তনের মাঝ দিয়ে গেছে।
ii. প্রতিটি বিন্দুতে সামাজিক ক্রিয়াকর্মের সাথে বিজ্ঞান নিবিড়ভাবে যুক্ত
iii. বিজ্ঞান সমাজের বিভিন্ন ঘটনার সত্য উদ্ঘাটনের চেষ্টা করে থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান সভ্যতা আজকের পর্যায়ে আসার ক্ষেত্রে এমন একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা কার্যত পর্যবেক্ষণ ও পরীক্ষণের ওপর নির্ভরশীল। বিষয়টির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা, প্রমাণ ও যুক্তি।

১৩. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
✅ বিজ্ঞান
[খ] গবেষণা
[গ] বৈজ্ঞানিক পদ্ধতি
[ঘ] কৌশল

১৪. অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে-
i. বিমূর্ত ও গতিশীলতা
ii. সুশৃঙ্খল ও ধারাবাহিক
iii. বিশৃঙ্খল ও ধ্বংসাত্মক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. তুলনামূলক পদ্ধতি কয়ভাগে প্রয়োগ করা হয়?
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

১৬. সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয়-
i. পরীক্ষা দ্বারা
ii. প্রমাণ দ্বারা
iii. যুক্তি দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭. বিজ্ঞান বলতে কী বুঝ?
[ক] সঠিক তথ্যাবলি সনা করা
[খ] সঠিক গবেষণা পদ্ধতি নির্ণয় করা
✅ প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া
[ঘ] গবেষণা কৌশলে নিরপেক্ষতা অবলম্বন করা

১৮. ‘‘বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান’’- এ অভিমতটি হলো সমাজবিজ্ঞানী-
[ক] রবার্ট সান্ডের
✅ নোয়া ওয়েবস্টারের
[গ] কলসন ও স্টোনের
[ঘ] এন্ডারসনের

১৯. জ্ঞান অন্বেষণের প্রবেশপথ কোনটি?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

২০. 'বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি, যেখানে পৃথক বা স্বাতন্ত্র্য নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতাসহ উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়'- উক্তিটি কার?
✅ জে. এ. হগসের
[খ] ম্যাকাইভারের
[গ] রবার্ট সান্ডের
[ঘ] হবসের

২১. 'বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যয়াজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণিকরণ'- উক্তিটি কোন মনীষীর?
✅ জি. এ. ল্যান্ডবার্গের
[খ] ম্যাকাইভারের
[গ] রবার্ট সান্ডের
[ঘ] হবসের

২২. বিজ্ঞানসম্মত অনুসন্ধানের উপায়কে কী বলে?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

২৩. বিজ্ঞানের ভিত্তি কী?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

২৪. বৈজ্ঞানিক পদ্ধতি কয়টি প্রক্রিয়াকে নির্দেশ করে?
✅ ১টি
[খ] ২টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৫. সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা কার কাজ?
✅ বিজ্ঞানীর
[খ] প্রত্নতত্ত্ববিদের
[গ] রাজনীতিবিদের
[ঘ] অর্থনীতিবিদের

২৬. সমাজবিজ্ঞানী ডেভিস ও কোসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি বৈশিষ্ট্য নির্ণয় করেছেন?
✅ পাঁচটি
[খ] চারটি
[গ] সাতটি
[ঘ] ছয়টি

২৭. আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কী?
[ক] কাঠামোবাদ
✅ যুক্তিবাদ
[গ] নিশ্চিতকরণ
[ঘ] পর্যবেক্ষণ

২৮. বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি?
[ক] কার্যকরী সংজ্ঞা
[খ] নিশ্চিতকরণ
[গ] পর্যবেক্ষণ
✅ সাধারণীকরণ

২৯. বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীরা কতটি নীতি অনুসরণ করে থাকেন?
✅ ৬টি
[খ] ২টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৩০. বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতিমালা প্রায় সকল বিজ্ঞানী অনুসরণ করে থাকেন-
i. সাধারণীকরণ
ii. পুনঃপর্যবেক্ষণ
iii. সমস্যার সংজ্ঞায়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. সব বিজ্ঞানী বৈজ্ঞানিক সমস্যার সমাধানে প্রয়াসী হন। এক্ষেত্রে তাদের কাজ হয়-
i. সমস্যা চিহ্নিতকরণ
ii. সমস্যার স্বরূপ নির্ধারণ
iii. সমস্যা পর্যবেক্ষণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও:
নাবিলা তার সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে একটি পদ্ধতি সম্পর্কে পড়ছিল। এ পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলির বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়।

৩২.নাবিলার পঠিত বিষয়ের সাথে মিল রয়েছে কোন পদ্ধতির?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

৩৩. উক্ত পদ্ধতির নীতিমালা হচ্ছে-
i. কার্যকরী সংজ্ঞা
ii. সাধারণীকরণ
iii. নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Theory
✅ Method
[গ] Way
[ঘ] Technique

৩৫. কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Theory
[খ] Method
[গ] Way
✅ Technique

৩৬. যে যৌক্তিক প্রণালিতে সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে বলে-
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

৩৭. গবেষণার উপাদানগুলো প্রাকৃতিক বিজ্ঞানে কীরূপ আচরণ প্রকাশ করে?
✅ গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে
[খ] গবেষকের নিয়ন্ত্রণের বাইরে থাকে
[গ] স্বয়ংক্রিয় ভূমিকা পালন করে
[ঘ] পরীক্ষাগারের প্রকৃতির ওপর নির্ভরশীল

৩৮. নির্ভরশীল চলককে কী বলা হয়?
✅ কারণ
[খ] ফল
[গ] পর্যবেক্ষণ
[ঘ] দর্শন

৩৯. সামাজিক গবেষণার কোন পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য যাচাই করে বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়া?
[ক] পরীক্ষণ পদ্ধতি
✅ তুলনামূলক পদ্ধতি
[গ] পরিসংখ্যান পদ্ধতি
[ঘ] দার্শনিক পদ্ধতি

৪০. 'Sociological Theory and Social Research' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] ক্রাউথার
✅ কুলি
[গ] আইনস্টাইন
[ঘ] টমাস হবস

৪১. বৈজ্ঞানিক পদ্ধতি মূলত সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছু সংখ্যক-
[ক] জ্ঞানের সমষ্টি
[খ] নীতিমালার সমষ্টি
[গ] বৈশিষ্ট্যর সমষ্টি
✅ কৌশলের সমষ্টি

৪২. বিভিন্ন পদ্ধতির উদ্ভব ঘটেছে কেন?
[ক] শ্রেণিবৈষম্যের কারণে
✅ কাঠামোগত ভিন্নতার কারণে
[গ] স্তরবিন্যাসের কারণে
[ঘ] সামাজিক বিশৃঙ্খলার কারণে

৪৩. এবনে গোলাম সামাদ বৈজ্ঞানিক গবেষণা বা পদ্ধতির কয়টি পর্যায় লক্ষ করেছেন?
[ক] ১
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৪. আসিফ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে গবেষণা করে। এক্ষেত্রে প্রথমেই সে কী করে?
✅ সমস্যা নির্বাচন
[খ] সমস্যার সংজ্ঞায়ন
[গ] বুক রিভিউ
[ঘ] চলক নির্ধারণ

৪৫. গবেষণার বিষয় নির্বাচন করাকে কী নামে অভিহিত করা হয়?
✅ সমস্যা নির্বাচন
[খ] সমস্যার সংজ্ঞায়ন
[গ] বুক রিভিউ
[ঘ] চলক নির্ধারণ

৪৬. সমস্যার সংজ্ঞায়ন বৈজ্ঞানিক পদ্ধতির কততম স্তর?
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

৪৭. বিজ্ঞানভিত্তিক গবেষণার সর্বশেষ পর্যায় কোনটি?
[ক] পর্যবেক্ষণ
[খ] তথ্য সংগ্রহ
✅ ভবিষ্যদ্বাণীকরণ
[ঘ] তথ্যের শ্রেণিবিন্যাস

৪৮. কীভাবে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে?
[ক] অনুসিদ্ধান্ত গঠন করে
[খ] নির্বাচিত সমস্যাটিকে সাভাবে বিশ্লেষণ করে
✅ বিশেষ বিশেষ ঘটনা জরিপ ও বিশ্লেষণ করে
[ঘ] তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করে

৪৯. দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ককে কী বলে?
[ক] অনুসিদ্ধান্ত
✅ কল্পনা
[গ] সংগতিবিধান
[ঘ] প্রকল্প

৫০. বৈজ্ঞানিক গবেষণায় সাধারণ সূত্র প্রণয়নের কাজটি কী নামে পরিচিত?
[ক] সাধারণীকরণ
✅ নিশ্চিতকরণ
[গ] প্রকল্প
[ঘ] পর্যবেক্ষণ

৫১. গবেষকের সংগৃহীত তথ্যাবলি বিশেষ নিয়মে সাজানোর বিষয়টি গবেষণার কোন স্তরের কাজ?
[ক] ১ম
✅ ৩য়
[গ] ৭ম
[ঘ] ৫ম

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৫২. একজন সমাজবিজ্ঞানীর গবেষণার প্রধান উপাদান কোনটি?
✅ মানুষ
[খ] উদ্ভিদ
[গ] জড়বস্তু
[ঘ] জীবজগৎ

৫৩. একজন গবেষককে গবেষণার ক্ষেত্রে বিবেচনায় আনতে হয় সমসাময়িক সমাজে-
i. সমস্যাটির পরিধি
ii. সমস্যাটির গুরুত্ব
iii. সমস্যাটির যৌক্তিকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. সামাজিক গবেষণার বিষয় হতে পারে-
i. মাদকাসক্তি
ii. কিশোর অপরাধ
iii. যৌতুক প্রথা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক সমাজকে পর্যবেক্ষণ করেন কীভাবে?
[ক] অন্তর্নিহিত উপাদানের প্রেক্ষিতে
[খ] প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
[গ] সাধারণ উপাত্তের ভিত্তিতে
✅ স্বাভাবিক ও অকৃত্রিম অবস্থায়

৫৬. 'অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হলো সরাসরি জনগোষ্ঠীর প্রাত্যহিক আচরণসমূহকে স্বাভাবিকভাবে অবলোকন করা' - উক্তিটি কার?
✅ প্লেটোর
[খ] এরিস্টটলের
[গ] ম্যাকাইভারের
[ঘ] কুলির

৫৭. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
[ক] উপাত্ত সংগ্রহ
[খ] যথার্থতা যাচাই
[গ] উপাত্তের শ্রেণিবিন্যাস
✅ সমস্যা নির্বাচন

৫৮. বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ নয় কোনটি?
[ক] সমস্যা নির্বাচন
[খ] অনুসিদ্ধান্ত যাচাই
✅ সুশৃঙ্খল অধ্যয়ন
[ঘ] সমস্যার সংজ্ঞায়ন

৫৯. বৈজ্ঞানিক পদ্ধতির স্তর কয়টি?
[ক] ১ টি
✅ ৬ টি
[গ] ৪ টি
[ঘ] ৫ টি

৬০. অনুমিত সিদ্ধান্ত প্রমাণ করার জন্য কী প্রয়োজন?
[ক] তথ্য সংগ্রহ
[খ] তথ্য উপস্থাপন
[গ] তথ্য সাজানো
✅ তথ্য বিশ্লেষণ

৬১. সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কীরূপ?
[ক] বস্তুগত
[খ] বস্তুনিষ্ঠ
✅ অবস্তুগত
[ঘ] আপেক্ষিক

৬২. নিচের কোন শাস্ত্রে নিখুঁত তথ্য সংগ্রহে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়?
✅ সমাজবিজ্ঞানে
[খ] পদার্থবিদ্যায়
[গ] দর্শনে
[ঘ] রসায়নে

৬৩. সর্বজনীন ও অভিজ্ঞতাসম্পন্ন কোন বিষয়ের বৈশিষ্ট্য?
[ক] প্রাকৃতিক বিজ্ঞানের
[খ] সমাজবিজ্ঞানের
✅ বিজ্ঞানের
[ঘ] অর্থনীতির

৬৪. Order and System-এর ভিত্তিতে কাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়া যায়?
✅ সমাজবিজ্ঞানকে
[খ] পদার্থবিদ্যাকে
[গ] দর্শনকে
[ঘ] রসায়নকে

৬৫. বিজ্ঞানের উদ্দেশ্য কী?
[ক] প্রজ্ঞার জন্ম দেওয়া
[খ] ধীশক্তির জন্ম দেওয়া
[গ] ধারণার জন্ম দেওয়া
✅ জ্ঞানের উদ্ভাবন

৬৬. সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফের মতে বিজ্ঞানের কতটি সাধারণ উপাদান থাকবে?
[ক] ১
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৬৭. সমাজ, দল, প্রতিষ্ঠান, সংঘ, সম্প্রদায় ইত্যাদিকে সমাজবিজ্ঞানের কী হিসেবে বিবেচনা করা হয়?
[ক] উপাদান
✅ প্রত্যয়
[গ] গবেষণার বিষয়
[ঘ] তত্ত্ব

৬৮. নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের ভিত্তিতে অর্জিত জ্ঞানকে কী বলে?
[ক] কলা
✅ বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
[ঘ] সমাজবিজ্ঞান

৬৯.কোনটি বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যসমূহের বিচার বিশ্লেষণপূর্বক জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়?
[ক] কলা
[খ] বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

৭০. কোন বিজ্ঞানের গবেষণা পদ্ধতি অনেক উন্নত?
[ক] মনোবিজ্ঞান
✅ প্রাকৃতিক বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
[ঘ] সমাজবিজ্ঞান

৭১. জে. বি. চিতাম্বর বিজ্ঞানের কয়টি উপাদানের কথা বলেছেন?
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

৭২. জ্ঞান অন্বেষণের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সর্বক্ষেত্রে প্রযোজ্য তত্ত্ব প্রতিষ্ঠাকে কী নামে আখ্যায়িত করা যায়?
[ক] কলা
✅ বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
[ঘ] সমাজবিজ্ঞান

৭৩. প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু কীরূপ?
[ক] কাল্পনিক
✅ বিস্তুগত
[গ] আপেক্ষিক
[ঘ] তাত্ত্বিক

৭৪. সমাজতাত্ত্বিক গবেষণাকে ফলপ্রসূ বলে ধরে নেওয়া যায়-
i. সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতি বিজ্ঞানভিত্তিক হওয়ায়
ii. সমাজবিজ্ঞানের গবেষণার প্রকৃতি বিজ্ঞানভিত্তিক হওয়ায়
iii. সমাজবিজ্ঞান গবেষণায় সংখ্যাতাত্ত্বিক রীতি ব্যবহার করায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. ঐতিহাসিক পদ্ধতি কয়টি বিষয়ের উপর নির্ভরশীল?
[ক] ১ টি
✅ ২ টি
[গ] ৪ টি
[ঘ] ৫ টি

৭৬. সমাজবিজ্ঞানীর গবেষণার ক্ষেত্রে বলা যায়-
i. যৌক্তিক
ii. বর্ণনাধর্মী
iii. বিজ্ঞান ধর্মী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও:
'ক' বিষয়ের গবেষণার বিষয়বস্তু হচ্ছে মানবসমাজ। বিষয়টির মধ্যে বিজ্ঞানের অধিকাংশ বৈশিষ্ট্য ও গুণাবলি বিদ্যমান। তাই বিষয়টি বৈজ্ঞানিক মর্যাদা প্রাপ্তির অধিকারী।

৭৭. 'ক' বিষয়টি নিচের কোন বিষয়কে নির্দেশ করে?
[ক] কলা
[খ] বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

৭৮. উক্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
[ক] চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে
[খ] পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করে
[গ] গণিতের সূত্র আবিষ্কার করে
✅ সামাজিক সমস্যা নিয়ে গবেষণা করে

৭৯. সমাজবিজ্ঞানের যেকোনো আলোচনা, গবেষণা, ব্যাখ্যা, বিশ্লেষণ কেমন হওয়া যুক্তিসঙ্গত?
✅ বস্তুনিষ্ঠ
[খ] নিরপেক্ষ
[গ] বিজ্ঞানসম্মত
[ঘ] প্রত্যয়ভিত্তিক

৮০. বিভিন্ন জাতি ও সভ্যতার উত্থান-পতনের স্বরূপ ধরা পড়ে কীভাবে?
[ক] ঐতিহাসিকদের গবেষণায়
[খ] সংস্কৃতির মাধ্যমে
[গ] ইতিহাসের ধারায়
✅ সমাজবিজ্ঞানীদের গবেষণায়

৮১. সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের কোন বিষয়টি অনুসরণ করে?
[ক] পরীক্ষাগারে প্রমাণ
✅ গবেষণা পদ্ধতি
[গ] সূত্র
[ঘ] গাণিতিক পদ্ধতি

৮২. সামাজিক গবেষণায় মৌলিক অধ্যয়নের বিষয় হচ্ছে-
i. প্রকৃতি
ii. সমাজ
iii. সামাজিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. ‘‘সমাজবিজ্ঞান সবচেয়ে বেশি পদ্ধতির আশ্রয় নিয়েছে এবং সবচেয়ে কম ফলাফল লাভ করেছে’’ - উক্তিটি কার?
[ক] ই. বি. টেইলরের
[খ] সি. আর. কোথারির
✅ হেনরি পঁয়কারের
[ঘ] আর. এস. লিন্ডের

৮৪. নিচের কোন পদ্ধতি সামাজিক উন্নয়ন কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে?
[ক] পর্যবেক্ষণ পদ্ধতি
[খ] দার্শনিক পদ্ধতি
✅ সামাজিক জরিপ পদ্ধতি
[ঘ] তুলনামূলক পদ্ধতি

৮৫. কোন কোন সমাজচিন্তাবিদ দার্শনিক পদ্ধতিতে সমাজকে বিচার-বিশ্লেষণ করেছেন?
[ক] ভিকো ও ডুর্খেইম
[খ] ডুর্খেইম ও অগাস্ট কোঁৎ
[গ] ম্যাকাইভার ও কো
✅ ভিকো ও ইবনে খালদুন

৮৬. 'Theory and Practice in Social Research' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] কার্ল মার্কস
✅ হেনস্ রাজ
[গ] প্লেটো
[ঘ] স্পেন্সার

৮৭. ইংরেজি Method শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে?
[ক] Met I Athod
✅ Meta I hodos
[গ] Met I Thought
[ঘ] Meta I Thod

৮৮. ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তিনির্ভর গবেষণা প্রচেষ্টাকে কী বলে?
[ক] দার্শনিক পদ্ধতি
✅ ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৮৯. অতীতকালের সামাজিক ঘটনাবলি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার পন্থাকে সমাজবিজ্ঞানে কী হিসেবে আখ্যায়িত করা হয়?
[ক] দার্শনিক পদ্ধতি
✅ ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৯০. দার্শনিক ওয়েবার সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করেন?
✅ দার্শনিক পদ্ধতি
[খ] ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৯১. ম্যাক্স ওয়েবার তার ঐতিহাসিক পদ্ধতিতে কোনটিকে প্রাধান্য দিয়েছেন?
[ক] রাজনৈতিক পর্যালোচনা
✅ অর্থনৈতিক পর্যালোচনা
[গ] ধর্মীয় পর্যালোচনা
[ঘ] সামাজিক পর্যালোচনা

৯২. ঐতিহাসিক পদ্ধতির মূল বক্তব্য কোনটি?
[ক] অতীত জীবন বর্তমানকে নির্দেশ করে
✅ অতীত জীবনেই বর্তমান জীবনের মূল সূত্র নিহিত
[গ] অতীত জীবন মানুষকে পরিচালিত করে
[ঘ] অতীত মানুষের ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করে

৯৩. গবেষণা পক্ষপাতদোষে দুষ্ট হয় কেন?
[ক] অধিক তথ্যের কারণে
[খ] গবেষকের দূরদর্শিতার অভাবে
[গ] সঠিক পদ্ধতি নির্বাচনের অভাবে
✅ সঠিক তথ্যের অভাবে

৯৪. সামাজিক জরিপ পদ্ধতি বলতে কী বোঝায়?
✅ সরেজমিনে তথ্য অনুসন্ধান
[খ] কোনো ব্যক্তি বা ঘটনার অধ্যয়ন
[গ] সমাজজীবনে অংশগ্রহণের মাধ্যমে তথ্য অনুসন্ধান
[ঘ] পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাইকরণ

৯৫. ‘কোনো প্রশাসনিক একক বা কোনো সুনির্দিষ্ট এলাকায় বসবাসরত মানবগোষ্ঠী সম্পর্কে সর্বাত্মক উপাত্ত সংগ্রহই হলো সামাজিক পরিণ’ - উক্তিটি কার?
✅ জেরি এবং জেরি
[খ] চ্যাপম্যান
[গ] মার্চ আব্রাম
[ঘ] বোগারডাস

৯৬. সমাজের ঘটনাবলি অনুসন্ধানের ক্ষেত্রে কোন পদ্ধতিকে সমাজবিজ্ঞানীরা মৌলিক পদ্ধতি হিসেবে গণ্য করেন?
[ক] ঐতিহাসিক পদ্ধতিকে
✅ ঘটনা জরিপ পদ্ধতিকে
[গ] দার্শনিক পদ্ধতিকে
[ঘ] তুলনামূলক পদ্ধতিকে

৯৭. একটি অনন্য সাধারণ বিষয়ে গবেষণার মাধ্যমে সামান্যীকরণে পৌঁছানোর ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?
✅ ঘটনা অনুসন্ধান পদ্ধতি
[খ] ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৯৮. সাক্ষাৎকার গ্রহণ, প্রশ্নপত্র, জীবনবৃত্তান্ত কৌশলগুলো কোথায় ব্যবহার করা হয়?
[ক] পর্যবেক্ষণ পদ্ধতিতে
✅ কেস স্টাডি পদ্ধতিতে
[গ] জরিপ পদ্ধতিতে
[ঘ] তুলনামূলক পদ্ধতিতে

৯৯. 'Understanding Research Methods' গ্রন্থের রচয়িত কে?
[ক] P.V. Young
[খ] C. H. Cooly
[গ] Fredric Le Play
✅ G. R. Adams এবং Schavaneveldt

১০০. মানব জাতিতাত্ত্বিক গবেষণায় ঘটনা অনুসন্ধানের উপকরণাদি ব্যবহার কে করেন?
✅ হার্বার্ট স্পেন্সার
[খ] কার্ল মার্কস
[গ] সিগমন্ড ফ্রয়েড
[ঘ] চার্লস ডারউইন
Post a Comment (0)
Previous Post Next Post