এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.
সমাজবিজ্ঞান
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩
HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download
১. ইবনে খালদুন কোন বিশ্ববিদ্যালয়ে প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন?
[ক] বাগদাদ বিশ্ববিদ্যালয়ে
[খ] বোখারা বিশ্ববিদ্যালয়ে
✅ আল আযহার বিশ্ববিদ্যালয়ে
[ঘ] খোরাসান বিশ্ববিদ্যালয়ে
২. ইবনে খালদুনের 'আল মুকাদ্দিমা' গ্রন্থ কয়টি পর্যায়ে বিভক্ত?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৩. সমাজবিজ্ঞানের পথিকৃৎ বলা হয় কোন দার্শনিককে?
[ক] কার্ল মার্কসকে
✅ ইবনে খালদুনকে
[গ] এমিল ডুর্খেইমকে
[ঘ] ম্যাক্স ওয়েবারকে
৪. ইবনে খালদুন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
[ক] ১৩১২
[খ] ১৩৮০
✅ ১৩৩২
[ঘ] ১৪০৬
৫. কার মতে স্বপ্নের মাধ্যমেই মানুষের মনে প্রথম আত্মার ধারণা সৃষ্টি হয়?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৬. ইবনে খালদুনের বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম কী?
[ক] আল-আকবর
✅ আল-মুকাদ্দিমা
[গ] আল-আইয়াম
[ঘ] আল-কিসাস
৭. ইবনে খালদুন রাষ্ট্র ও সার্বভৌমত্ব সম্বন্ধে কোন গ্রন্থে বিশদ আলোচনা করেছেন?
[ক] আল-আকবর
✅ আল-মুকাদ্দিমা
[গ] আল-আইয়াম
[ঘ] আল-কিসাস
৮. 'পরিবর্তনের চাকায় মানুষ নিয়তই পরিবর্তিত হচ্ছে এবং এ পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে' উক্তিটি কার?
[ক] কার্ল মার্কসের
✅ আর্নল্ড টয়েনবির
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] ম্যাক্স ওয়েবারের
৯. 'সমাজ ভৌগোলিক প্রভাব, আবহাওয়া ও মাটি দ্বারা বিশেষভাবে প্রভাবিত'-উক্তিটি কার?
[ক] কার্ল মার্কসকে
✅ ইবনে খালদুনের
[গ] এমিল ডুর্খেইমকে
[ঘ] ম্যাক্স ওয়েবারের
১০. ইবনে খালদুন সমাজবিজ্ঞানে কোন নতুন ধারণা প্রদান করেন?
[ক] সমাজের বৈচিত্র্য
[খ] সমাজ গতিশীল
✅ বাদওয়া ও হারদা
[ঘ] গোষ্ঠী সংঘর্ষ
১১. আল-মুকাদ্দিমা গ্রন্থের বৈশিষ্ট্য কোনটি?
[ক] সুবিন্যস্তভাবে সজ্জিত
[খ] হস্তাক্ষরে লিখিত
✅ বিষয়বস্তু যুক্তি ও তথ্যনির্ভর
[ঘ] বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা
১২. আল-মুকাদ্দিমার তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় কী?
[ক] ইতিহাস দর্শন
[খ] সংস্কৃতির বৈশিষ্ট্য
✅ রাষ্ট্র ও সার্বভৌমত্ব
[ঘ] গোষ্ঠীগত সংহতি
১৩. আল-মুকাদ্দিমার প্রথম অধ্যায়ে কোনটি আলোচিত হয়েছে?
[ক] যাযাবর ও বেদুইন সমাজ
✅ মানবসমাজ ও এর প্রয়োজনীয়তা
[গ] রাজ্য ও সার্বভৌমত্ব
[ঘ] বিজ্ঞান ও শিক্ষা
১৪. সামাজিক ক্রমবিবর্তনের ধারাকে ইবনে খালদুন কীসের ন্যায় ব্যাখ্যা করেছেন?
✅ জীবন্ত বস্তু
[খ] জড় বস্তু
[গ] স্থবির বস্তু
[ঘ] গতিশীল বস্তু
১৫. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের বয়সের স্তর সাধারণত কয়টি?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১৬. ইবনে খালদুনের মতে প্রতিটি রাষ্ট্রের বয়স কত বছরের মধ্যে সীমাবদ্ধ?
[ক] ৮০ বছর
✅ ১২০ বছর
[গ] ৬০ বছর
[ঘ] ১০০ বছর
১৭. ইবনে খালদুন কর্তৃক নামকরণকৃত জ্ঞানের নতুন শাখা কোনটি?
✅ আল-উমরান
[খ] ক্যাপিটাল
[গ] মুকাদ্দিমা
[ঘ] পজিটিভিজম
১৮. ইবনে খালদুনের মতে সমাজের ভিত্তি কী?
[ক] ধর্মীয় ঐক্য
[খ] রাজনৈতিক ঐক্য
[গ] সামাজিক ঐক্য
✅ গোষ্ঠী সংহতি
১৯. খালদুনের মতে কোন সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়?
[ক] হিন্দু সমাজে
✅ উপজাতীয় সমাজে
[গ] মুসলিম সমাজে
[ঘ] শিল্প সমাজে
২০. কার চিন্তায় আমরা আল-উমরান- এর অনুরূপ বিজ্ঞানের সন্ধান পাই?
[ক] ইবনে খালদুনের
✅ অগাস্ট কোঁৎ- এর
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] কার্ল মার্কসের
২১. আল-মুকাদ্দিমার কোন অধ্যায়টি 'ঞযব চৎরহপব' নামক গ্রন্থের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ
২২. খালদুনের মতে, কোনটির বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে?
[ক] মানুষের ধারণার
[খ] ধর্মের
✅ আসাবিয়ার
[ঘ] গোষ্ঠীর
২৩. শুধুমাত্র রাজনৈতিক ঘটনার নিছক বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু হতে পারে না। বিষয়টি সর্বপ্রথম কে উপলব্ধি করেন?
✅ ইবনে খালদুন
[খ] অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
২৪. সমাজ ও রাষ্ট্রের উত্থান পতনের কারণ অনুসন্ধান করার ক্ষেত্রে খালদুন কোন পদ্ধতির সাহায্য গ্রহণ করেন?
[ক] রাজনৈতিক বিশ্লেষণাত্মক
[খ] বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক
✅ ঐতিহাসিক বিশ্লেষণাত্মক
[ঘ] সামাজিক বিশ্লেষণাত্মক
২৫. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
[ক] ১৪০৫
✅ ১৪০৬
[গ] ১৪০৭
[ঘ] ১৪০৮
২৬. ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন-
i. মানব ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান লাভের জন্য
ii. ঐতিহাসিক ঘটনা উপলব্ধির জন্য
iii. ইতিহাসকে সঠিভাবে বিশ্লেষণের জন্যে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭. খালদুনের সবচেয়ে বড় অবদান তিনি মানবসমাজ অধ্যয়নের জানো-
i. একটি নতুন বিজ্ঞান উদ্ভবের প্রয়োজনীয়তা উপলব্ধি
ii. একটি নতুন বিজ্ঞান উদ্ভাবন করেছিলেন
iii. নতুন বিজ্ঞানের রূপরেখা অঙ্কন করেছিলেন নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. 'Positive Philosophy' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
২৯. আল-উমরানের চতুর্থ অধ্যায়ে আলোচিত হয়েছে-
i. রাজার অধীন পদসমূহ
ii. যাযাবর ও বেদুইন সমাজ
iii. সরকারি অফিস-আদালত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. গোষ্ঠী সংহতির মূল উৎস হলো-
i. রাজনৈতিক আদর্শ
ii. রক্ত সম্পর্ক
iii. পারিবারিক ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১. কোন যুগে প্রকৃতির বাইরে ঈশ্বর বা অন্য কোনো চরম সত্তাকে অস্বীকার করা হয়েছে?
[ক] আদিম যুগে
✅ দৃষ্টবাদ যুগে
[গ] শিল্প যুগে
[ঘ] সামরিক সমাজে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩২-৩৪নং প্রশ্নের উত্তর দাও:
হুন লু উপজাতির লোকজন গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করে। এ গোষ্ঠীবদ্ধতার ভিত্তিতে তারা তাদের সমাজ গড়ে তুলেছে। তাদের সমাজের রয়েছে নিজস্ব নিয়মনীতি ও সংস্কৃতি যা অন্যান্য সমাজ থেকে হুন লু সমাজকে পৃথক করেছে।
৩২. ইবনে খালদুনের দৃষ্টিতে হুন লু সমাজে কোনটি বিদ্যমান?
[ক] মুকাদ্দিমা
✅ আসাবিয়া
[গ] আল উমরান
[ঘ] ইবরার
৩৩. ইবনে খালদুন এ বিষয়টিকে কেন্দ্র করে ধারণা প্রদান করেছেন-
i. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে
ii. সার্বভৌমত্ব সম্পর্কে
iii. রাষ্ট্রের পতন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪. এ বিষয়টি সম্পর্কে ইবনে খালদুন জানতে পেরেছেন-
i. ক্রিয়াবাদী পদ্ধতি অনুসরণের দ্বারা
ii. ঐতিহাসিক বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণের দ্বারা
iii. সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্পর্কে গবেষণার দ্বারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫. আসাবিয়া হচ্ছে-
✅ সামাজিক সংহতি
[খ] সামাজিক ক্ষমতা
[গ] সামাজিক চেতনা
[ঘ] সামাজিক নির্ভরশীলতা
৩৬. পথিকৃৎ সমাজবিজ্ঞানীদের মধ্যে যিনি তিউনিসে জন্মগ্রহণ করেন তিনি সমাজবিজ্ঞানের এমন একটি প্রত্যয় উদ্ভাবন করেন যার অর্থ গোত্র সংহতি। অনুচ্ছেদে উল্লিখিত সমাজবিজ্ঞানীর উক্ত প্রত্যয় ছাড়াও উল্লেখযোগ্য অবদান হলো-
[ক] বিবর্তনবাদের প্রবর্তন
[খ] সমাজ গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি প্রয়োগ
[গ] দৃষ্টবাদী রাজনীতির প্রবর্তন
✅ ঐতিহ্যবাহী কর্তৃত্বের উদ্ভাবন
৩৭. ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কোনটি?
✅ আল আসাবিয়া
[খ] রক্ত সম্পর্ক
[গ] পারিবারিক ঐতিহ্য
[ঘ] রাজনৈতিক আদর্শ
৩৮. ইবনে খালদুনের মতে, রাষ্ট্রের প্রতিটি স্তরের আয়ুষ্কাল কত?
✅ ৪০ বছর
[খ] ৬০ বছর
[গ] ৮০ বছর
[ঘ] ১২০ বছর
৩৯. আল-মোকাদ্দিমা গ্রন্থটির প্রকাশকাল কোনটি?
[ক] ১৩১২ খ্রিস্টাব্দ
✅ ১৩৮০ খ্রিস্টাব্দ
[গ] ১৪৮০ খ্রিস্টাব্দ
[ঘ] ১৩৭৭ খ্রিস্টাব্দ
৪০. 'আল-উমরান' অর্থ কী?
✅ সংস্কৃতি বিজ্ঞান
[খ] ইতিহাস
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] দর্শন
৪১. খালদুনের ইতিহাস শাস্ত্র-
i. নিরপেক্ষ
ii. বিজ্ঞাননির্ভর
iii. বস্তুনিষ্ঠ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. ইবনে খালদুনের মতে সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু হলো-
i. গোষ্ঠী সংহতি
ii. রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য
iii. সমাজের মানুষের চরিত্র
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৩. অগাস্ট কোঁৎ জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে?
[ক] ১৮০১
✅ ১৭৯৮
[গ] ১৮১০
[ঘ] ১৮১৫
৪৪. কোন দার্শনিকের চিন্তা দ্বারা অগাস্ট কোঁৎ প্রভাবিত হয়েছিলেন?
[ক] সেন্ট অগাস্টিন
✅ সেন্ট সাইমন
[গ] ভলতেয়ার
[ঘ] রুশো
৪৫. সমাজবিজ্ঞানের জনক কে?
[ক] কার্ল মার্কস
[খ] ম্যাক্স ওয়েবার
✅ অগাস্ট কোঁৎ
[ঘ] হার্বার্ট স্পেন্সার
[ক] ইংল্যান্ডে
[খ] ইতালিতে
[গ] গ্রিসে
✅ ফ্রান্সে
৪৭. অগাস্ট কোঁতের মতে, সামাজিক প্রপঞ্চগুলোর বিশ্লেষণ কয়টি দৃষ্টিকোণ থেকে হতে পারে?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৩টি
[ঘ] ৫টি
৪৮. কার মতে, সামাজিক প্রপঞ্চগুলো কতগুলো অপরিবর্তনীয় নিয়ম দ্বারা পরিচালিত হয়?
[ক] ইবনে খালদুনের
✅ অগাস্ট কোঁৎ- এর
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] কার্ল মার্কসের
৪৯. কখন অগাস্ট কোঁৎ ইতিহাসের প্রগতির ধারাকে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেন?
[ক] ১৮৩৭ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৩৮ খ্রিষ্টাব্দে
✅ ১৮৩৯ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮৪০ খ্রিষ্টাব্দে
৫০. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম 'Sociology' শব্দটি ব্যবহার করেন কত সালে?
[ক] ১৮৩৭ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৩৮ খ্রিষ্টাব্দে
✅ ১৮৩৯ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮৪০ খ্রিষ্টাব্দে
৫১. মানবসমাজের অদৃষ্টবাদ স্তরটির স্থায়িত্বকাল কত সময় ছিল?
[ক] আদি থেকে একাদশ শতক পর্যন্ত
[খ] আদি থেকে দ্বাদশ শতক পর্যন্ত
✅ আদি থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত
[ঘ] আদি থেকে চতুর্দশ শতক পর্যন্ত
৫২. অধিবিদ্যা স্তরে বিশ্বজগৎ সম্বনে্দ্ব মানুষের বিশ্বাস কী ছিল?
[ক] বিশ্বজগৎ ঈশ্বর দ্বারা পরিচালিত
✅ বিশ্বজগৎ এক বিশেষ শক্তি দ্বারা পরিচালিত
[গ] বিশ্বজগৎ দেবতা শক্তি দ্বারা পরিচালিত
[ঘ] বিশ্বজগৎ আল্লাহর শক্তি দ্বারা পরিচালিত
৫৩. সমাজবিজ্ঞানের কোন বিষয়টি অগাস্ট কোঁৎকে প্রসিদ্ধ করেছে?
✅ দৃষ্টবাদ সম্পর্কে আলোচনা
[খ] ধর্মতত্ত্ব সম্বন্ধীয় ব্যাখ্যা
[গ] অধিবিদ্যা সম্বন্ধীয় ব্যাখ্যা
[ঘ] বিজ্ঞানসমূহের ক্রমোচ্চ স্তরবিন্যাস
৫৪. অগাস্ট কোঁৎ আনের ক্রমোচ্চ স্তরবিন্যাসে কোন বিষয়টিকে সর্বোচ্চ স্তরে স্থান নিয়েছেন?
[ক] জীবিদ্যাকে
[খ] পদার্থবিদ্যাকে
[গ] গণিতশাস্ত্রকে
✅ সমাজবিজ্ঞানকে
৫৫. অগাস্ট কোঁৎ ক্রমোচ্চ স্তরবিন্যাসে কোন বিষয়টিকে সর্বনিম্নস্তরে স্থান দিয়েছেন?
[ক] জীবিদ্যাকে
[খ] পদার্থবিদ্যাকে
✅ গণিতশাস্ত্রকে
[ঘ] সমাজবিজ্ঞানকে
৫৬. অগাস্ট কোঁৎ- এর মতে, সমাজবিজ্ঞান সকল বিজ্ঞানকে কোন নিয়মের অধীনে আনতে সক্ষম?
[ক] দর্শনবাদ
[খ] অধিবিদ্যা
✅ দৃষ্টবাদী
[ঘ] ধর্মতত্ত্ব
৫৭. দৃষ্টবাদকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ২ ভাগে
[খ] ৪ ভাগে
✅ ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে
৫৮. অগাস্ট কোঁৎ-এর উল্লিখিত ত্রয়স্তরের প্রথম স্তরে কোন শ্রেণির প্রাধান্য থাকে?
✅ পুরোহিত শ্রেণির
[খ] গোত্র নেতার
[গ] রাষ্ট্রপ্রধানের
[ঘ] শিক্ষাগুরুর
৫৯. ধর্মতত্ত্বগত স্তরের অনুরূপ সমাজকে কী বলা হয়?
[ক] শিল্প সমাজ
✅ সামরিক সমাজ
[গ] আইনসম্মত সমাজ
[ঘ] ধার্মিক সমাজ
৬০. সেন্ট সায়মনের চিন্তা ও দর্শনের সাথে কার চিন্তা ও দর্শনের যথেষ্ট সাদৃশ্য লক্ষ করা যায়?
[ক] ইবনে খালদুনের
✅ অগাস্ট কোঁৎ- এর
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] কার্ল মার্কসের
৬১. 'মুকাদ্দিমা' গ্রন্থে আলোচনা করা হয়েছে-
i. অর্থনীতি বিষয়ে
ii. সাহিত্য বিষয়ে
iii. রাজনীতি বিষয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬২. অগাস্ট কোঁৎ প্রদত্ত সূত্রানুযায়ী মানুষের ধারণা এবং জ্ঞানের প্রতিটি শাখা কয়টি স্তরের ভেতর দিয়ে অগ্রসর হয়?
[ক] দুইটি
[খ] চারটি
✅ তিনটি
[ঘ] পাঁচটি
৬৩. কোঁৎ-এর উল্লিখিত ত্রয়স্তরের কোন স্তরে রাষ্ট্রের উদ্ভব ঘটে?
[ক] ধর্মতাত্ত্বিক স্তরে
[খ] দৃষ্টবাদী স্তরে
✅ অধিবিদ্যাগত স্তরে
[ঘ] অদৃষ্টবাদী স্তরে
৬৪. কোন সমাজব্যবস্থা রাজতন্ত্রের অনুকূলে কাজ করে এবং রাজতন্ত্রকে টিকিয়ে রাখে?
✅ সামরিক সমাজ
[খ] আইনসম্মত সমাজ
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ
৬৫. যুদ্ধ এবং বল প্রয়োগ কোন সমাজের প্রধান বৈশিষ্ট্য?
✅ সামরিক সমাজের
[খ] আইনসম্মত সমাজের
[গ] শিল্প সমাজের
[ঘ] ধার্মিক সমাজের
৬৬. প্রাকৃতিক আইন ও বিধি-বিধান কোন সমাজকে নিয়ন্ত্রণ করে?
[ক] সামরিক সমাজ
✅ আইনসম্মত সমাজ
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ
৬৭. কোথায় সামরিক সমাজের বৈশিষ্ট্য লোপ পেতে থাকে এবং শিল্প সমাজের বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটে?
[ক] সামরিক সমাজ
✅ আইনসম্মত সমাজে
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজে
৬৮. দৃষ্টবাদ পর্যায়ের অনুরূপ সমাজ কোনটি?
[ক] সামরিক সমাজ
[খ] আইনসম্মত সমাজ
✅ শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ
৬৯. আল-উমরানের পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে-
i. জীবনধারণের উপায়
ii. চাহিদা ও সরবরাহ
iii. রাজ্য ও সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭০. সোস্যাল স্ট্যাটিকসের বিষয়বস্তু কী?
[ক] সমাজের পরিবর্তন
[খ] সমাজের ঐক্য
✅ সমাজকাঠামো
[ঘ] সমাজের প্রগতি
৭১. অগাস্ট কোঁৎ-এর মতে জ্ঞানের বিকাশের শেষ যুগ কোনটি?
[ক] Positive Scientific Stage
✅ Positivism
[গ] Legalistic Stage
[ঘ] Theological Military Stage
৭২. কোন যুগে যাজক এবং পুরোহিতগণের নির্দেশেই সমাজ ও রাষ্ট্র পরিচালিত হতো?
[ক] শিল্প যুগে
[খ] দৃষ্টবাদী যুগে
[গ] অধিবিদ্যাগত স্তরে
✅ ধর্মতত্ত্বগত স্তরে
৭৩. অগাস্ট কোঁৎ কত সালে মৃত্যুবরণ করেন?
[ক] ১৮৫৬ সালে
[খ] ১৮৫৮ সালে
✅ ১৮৫৭ সালে
[ঘ] ১৮৫১ সালে
৭৪. অগাস্ট কোঁৎ রচিত গ্রন্থের মধ্যে রয়েছে-
i. The Division of Labour in Society
ii. Positive Philosophy
iii. Positive Polity
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৫. কোঁৎ-এর মতে, আধুনিক সমাজের বৈশিষ্ট্য হলো-
i. বৈজ্ঞানিক চিন্তার প্রসার
ii. শিল্পকর্মের প্রসার
iii. ধর্মীয় চিন্তার প্রসার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৬. দৃষ্টবাদী সমাজব্যবস্থার যাজক- পুরোহিতদের স্থান দখল করবে-
i. শিল্পপতিরা
ii. বৈজ্ঞানিকরা
iii. টেকনোক্রেটরা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৭-৭৯নং প্রশ্নের উত্তর দাও:
বাংলার সেন শাসকদের শাসনামলে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি ছিল সবচেয়ে বেশি। সেন শাসকদের সকল কাজের ক্ষেত্রে দিক নির্দেশনা দিতো ব্রাহ্মণরা। সমাজের সব নিয়মকানুনও পরিচালিত হতো ব্রাহ্মণদের নির্দেশে।
৭৭. অগাস্ট কোঁৎ-এর দৃষ্টিতে অনুচ্ছেদে উল্লেখিত বিষয়টি সমাজ বিকাশের কততম স্তর?
[ক] দ্বিতীয়
✅ প্রথম
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
৭৮. উক্ত সমাজের অনুরূপ স্তরকে কী সমাজ বলা যায়?
✅ সামরিক সমাজ
[খ] আইনসম্মত সমাজ
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ
৭৯. অগাস্ট কোঁৎ- এর দৃষ্টিতে উক্ত সমাজের বৈশিষ্ট্য হলো-
i. ক্রান্তিকালীন স্তর
ii. যুদ্ধ এবং বলপ্রয়োগ
iii. দৈব শক্তির প্রভাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮০. 'সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা' ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৮১. মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশসংক্রান্ত সূত্রটি কার?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৮২. দৃষ্টবাদী স্তর বলতে বোঝায়-
[ক] সমাজ ও রাষ্ট্রের যে স্তরে ধর্মের প্রভাব
[খ] যে স্তরে বিগ্রহ লেগে থাকবে বেশি
✅ সমাজ ব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তা-চেতনা প্রাধান্য পাবে
[ঘ] যে স্তরে মানুষের দৃষ্টি প্রকৃতি ও বাস্তবতার দিকে ধাবিত হয়
৮৩. Sociology শব্দটি কে প্রথম চয়ন করেন?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৮৪. অগাস্ট কোঁৎ মানুষের জ্ঞানের প্রাথমিক স্তর হিসেবে কোনটিকে নির্দেশ করেছেন?
✅ ধর্মতাত্ত্বিক স্তর
[খ] অধিবিদ্যাগত স্তর
[গ] দৃষ্টবাদী স্তর
[ঘ] অদৃষ্টবাদী স্তর
৮৫. অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৮৬. দৃষ্টবাদ দ্বারা-
[ক] সামাজিক ঐক্য সম্পর্কে জানা যায়।
[খ] কোনো ঘটনার সামাজিক পটভূমি জানা যায়
✅ কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়
[ঘ] সমাজব্যবস্থার বিবর্তন ব্যাখ্যা করা যায়
৮৭. চকাকে Positivism- এর জন্মদাতা বলা হয়?
[ক] ইবনে খালদুনকে
✅ অগাস্ট কোঁৎকে
[গ] এমিল ডুর্খেইমকে
[ঘ] কার্ল মার্কসকে
৮৮. সামরিক সমাজে―
i. শিল্প উৎপাদন তেমন একটা হয় না
ii. শিল্পপতিদের তেমন কোন ভূমিকা থাকে না
iii. শিল্প সমাজের বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০নং প্রশ্নের উত্তর দাও:
সমাজবিজ্ঞান পাঠ করতে গিয়ে এমন একজন সমাজবিজ্ঞানীর কথা সবার আগে চলে আসে যিনি সমাজ বিকাশের স্তরকে তিনটি ভাগে ভাগ করেছেন। তাঁর মতে, সমাজ প্রথমে ধর্মীয় যুগে, তারপর দার্শনিক যুগে এবং সবশেষে বিজ্ঞানের যুগে এসে পৌছেছে। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ।
৮৯. উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা উল্লেখ করা হয়েছে?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৯০. উক্ত সমাজবিজ্ঞানী সমাজবিবর্তনের ক্ষেত্রে দেখিয়েছেন মানুষ-
i. প্রথমে ছিল আক্রমণাত্মক
ii. পরে আক্রমণকে প্রতিহত করতে শেখে
iii. সর্বশেষে মানুষ বেঁচে থাকার তাগিকে নতুন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯১. হার্বার্ট স্পেন্সার জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে?
[ক] ১৮০১
✅ ১৮২০
[গ] ১৮১০
[ঘ] ১৮১৫
৯২. নিচের কোন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৯৩. ইংরেজ সমাজবিজ্ঞানের জনক কে?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৯৪. সমাজবিজ্ঞানে জৈবিক সাদৃশ্যের সূত্রটি কে দিয়েছেন?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৯৫. বিবর্তন প্রত্যয়টি সংজ্ঞায়িত করার পূর্বে স্পেন্সার কয়টি সূত্রের অবতারণা করেছিলেন?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৯৬. স্পেন্সারের মতে, মানবসমাজ যৌগিক অবস্থা থেকে কোন অবস্থায় রূপান্তরিত হচ্ছে?
[ক] জটিল
[খ] সরল
✅ অতি যৌগিক
[ঘ] চূড়ান্ত যৌগিক
৯৭. স্পেন্সারের মতে, সামরিক ও যুদ্ধভিত্তিক সমাজ ক্রমে কোন সমাজে রূপান্তরিত হয়?
✅ শিল্প সমাজে
[খ] কৃষিভিত্তিক সমাজে
[গ] ধর্মীয় সমাজে
[ঘ] সাম্যবাদী সমাজে
৯৮. বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা কে?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৯৯. স্পেন্সারের মতে, বিবর্তিত সমাজে কী সৃষ্টি হয়?
[ক] অর্থনৈতিক প্রতিষ্ঠান
✅ রাজনৈতিক প্রতিষ্ঠান
[গ] অলাভজনক প্রতিষ্ঠান
[ঘ] সামাজিক প্রতিষ্ঠান
১০০. স্পেন্সারের মতে, বিবর্তনের একপর্যায়ে কীসের বিলুপ্তি ঘটে?
✅ যুদ্ধভিত্তিক সমাজ
[খ] শিল্প সমাজ
[গ] সাম্যবাদী সমাজ
[ঘ] কৃষিভিত্তিক সমাজ