HSC হিসাববিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
হিসাববিজ্ঞান ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. ঊর্ধ্বগতির বাজার দরের সময় ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতিসমূহের মধ্যে কম আয়কর প্রদান করতে হয় কোন পদ্ধতিতে?
🔲 নিত্য মজুত পদ্ধতি
🔲 কালান্তিক মজুত পদ্ধতি
🔲 আগের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (FIFO)
🔲 পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)
✅ উত্তর: পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)

২. বিলিকৃত মালে মূল্য নির্ধারণ পদ্ধতিসমূহের মধ্যে কোন পদ্ধতি সর্বাধিক প্রচলিত?
🔲 নিত্য মজুত পদ্ধতি
🔲 কালান্তিক মজুত পদ্ধতি
🔲 আগের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (FIFO)
🔲 পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)
✅ উত্তর: কালান্তিক মজুত পদ্ধতি

৩. নির্গত মালের মূল্য নির্ধারণ পদ্ধতিসমূহের মধ্যে কোন পদ্ধতিতে আয় বিবরণীতে সর্বোচ্চ বিক্রিত পণ্যের ব্যয় দেখানো হয়?
🔲 নিত্য মজুত পদ্ধতি
🔲 কালান্তিক মজুত পদ্ধতি
🔲 আগের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (FIFO)
🔲 পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)
✅ উত্তর: কালান্তিক মজুত পদ্ধতি

৪. নিচের কোনটি অবিরত/নিত্য মজুতপণ্যের সুবিধা?
🔲 এটি একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রক্রিয়া
🔲 ভুল-ত্রুটি কম হয়
🔲 এটি সময় সাশ্রয় করে ও ভুল-ত্রুটি হ্রাস করে
🔲 ক্ষুদ্রায়তন ব্যবসার জন্য উপযোগী
✅ উত্তর: ভুল-ত্রুটি কম হয়

৫. নিচের কোনটি প্রশাসনিক উপরিব্যয় নয়?
🔲 অফিস ভাড়া
🔲 কাঁচামাল ক্রয়
🔲 বিমা সেলামি
🔲 বেতন
✅ উত্তর: অফিস ভাড়া

৬. অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের-
🔲 i. দক্ষতা
🔲 ii.সচ্ছলতা
🔲 iii. লাভজনকতা।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

৭. বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে -
🔲 i. শেয়ার মূলধন
🔲 ii. প্রদেয় হিসাব
🔲 iii. সাধারণ সঞ্চিতি।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

৮. মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর ধরে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে-
🔲 পরোক্ষ খরচ বৃদ্ধি পেতো এবং নিট লাভ কম হতো
🔲 প্রত্যক্ষ খরচ বৃদ্ধি পেতো এবং নিট লাভ কম হতো
🔲 মোট খরচ এবং নিট লাভ অপরিবর্তিত থাকতো
🔲 মূলধনী ব্যয় এবং গুপ্ত সঞ্চিতি বৃদ্ধি পেতো
✅ উত্তর: মোট খরচ এবং নিট লাভ অপরিবর্তিত থাকতো

৯. আগুনে বিনষ্ট পণ্য ৫০,০০০ টাকা কিন্তু বিমা কোম্পানি ৩০,০০০ টাকা দিতে রাজী হলে সম্পদে কত টাকা দেখাতে হবে?
🔲 ২০,০০০ টাকা
🔲 ৩০,০০০ টাকা
🔲 ৫০,০০০ টাকা
🔲 ৭০,০০০ টাকা
✅ উত্তর: ৩০,০০০ টাকা

১০. পণ্য বিক্রেতার কাছে ভ্যাট কী?
🔲 দায়
🔲 আয়
🔲 ব্যয়
🔲 সম্পদ
✅ উত্তর: দায়

১১. দায় গ্রাহকের বা অবলেখকের কমিশন কী?
🔲 সম্পদ
🔲 ব্যয়
🔲 আয়
🔲 দায়
✅ উত্তর: সম্পদ

১২. অদাবিকৃত বা দাবিহীন লভ্যাংশকে আর্থিক অবস্থার বিবরণীতে কোন শিরোনামে দেখাতে হয়?
🔲 শেয়ার মূলধন
🔲 সঞ্চিতি ও উদ্বৃত্ত
🔲 চলতি দায়
🔲 দীর্ঘমেয়াদি দায়
✅ উত্তর: চলতি দায়

১৩. বাট্টাকৃত বিলের মেয়াদ পূর্ণ না হলে উহাকে কী বলে?
🔲 চলতি দায়
🔲 দীর্ঘমেয়াদি দায়
🔲 সম্ভাব্য দায়
🔲 সম্পদ
✅ উত্তর: সম্ভাব্য দায়

১৪. কাল্পনিক ও অলীক সম্পত্তি হলো-
🔲 i. অবলেখকের দস্তুরী
🔲 ii. প্রাথমিক খরচাবলি
🔲 iii. সুনামের অবলোপন।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

১৫. বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত?
🔲 ২,৫০০ টাকা
🔲 ৫,০০০ টাকা
🔲 ৫,৫০০ টাকা
🔲 ৬,০০০ টাকা
✅ উত্তর: ৫,৫০০ টাকা

১৬. ৩১ শে জুলাই ২০১৪ তারিখে তিনি আরও ২০,০০০ নতুন ঋণ গ্রহণ করলে সমাপনী ঋণের পরিমাণ কত হবে?
🔲 ৫০,০০০ টাকা
🔲 ৬০,০০০ টাকা
🔲 ৭০,০০০ টাকা
🔲 ৮০,০০০ টাকা
✅ উত্তর: ৭০,০০০ টাকা

১৭. ক, খ এবং গ অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা লাভ-লোকসান ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে বণ্টন করে। তাদের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?
🔲 ২ : ৩ : ৬
🔲 ৬ : ৩ : ২
🔲 ১ : ২ : ৩
🔲 ৩ : ২ : ১
✅ উত্তর: ৩ : ২ : ১

১৮. মজুত পণ্য যদি অবমূল্যায়িত বা অতিমূল্যায়িত হয় তাহলে এর দ্বারা প্রভাবিত হয় —
🔲 i. প্রদেয় আয়কর
🔲 ii. লভ্যাংশ বিতরণ
🔲 iii. সঞ্চিতি তহবিলে স্থানান্তর।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

১৯. কারখানা আইন অনুসারে প্রমাণ সময় কত?
🔲 দৈনিক ৮ ঘণ্টা
🔲 দৈনিক ৯ ঘণ্টা
🔲 দৈনিক ১০ ঘণ্টা
🔲 সাপ্তাহিক ৫৬ ঘণ্টা
✅ উত্তর: দৈনিক ৮ ঘণ্টা

HSC হিসাববিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

২০. একটি কারবারে মোট বিক্রয়ের পরিমাণ ২০,০০০ একক, সমাপনি মজুদ পণ্যের পরিমাণ ৪,০০০ একক এবং প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ ২,০০০ একক হলে, উত্পাদনের পরিমাণ কত একক?
🔲 ১৬,০০০ একক
🔲 ১৮,০০০ একক
🔲 ২০,০০০ একক
🔲 ২২,০০০ একক
✅ উত্তর: ২২,০০০ একক

২১. মুনাফা নির্ণয়ের জন্য মোট ব্যয়ের সাথে কোনটির যোগ করা হয়?
🔲 ক্রয়মূল্য
🔲 বিক্রয়মূল্য
🔲 কারখানা ব্যয়
🔲 সমাপনি মজুদ পণ্য
✅ উত্তর: কারখানা ব্যয়

২২. প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়-
🔲 i. মোট লাভ অনুপাতের মাধ্যমে
🔲 ii. নিট লাভ অনুপাতের মাধ্যমে
🔲 iii. কার্যনির্বাহ অনুপাতের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২৩. লাভ-লোকসান হিসাব অনুপাত হলো-
🔲 i. মোট লাভ অনুপাত
🔲 ii. পরিচালন অনুপাত
🔲 iii. মজুতপণ্যের আবর্তন অনুপাত।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২৪. মুনাফা অর্জন অনুপাত নয়-
🔲 i. সম্পদের আয়ের হার
🔲 ii. তরল অনুপাত
🔲 iii. সম্পদ আবর্তন অনুপাত?

নিচের কোনটি সঠিক?
🔲 i
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

২৫. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে আর্থিক অবস্থার বিবরণীর ছক কোনটি?
🔲 ফরম-এফ
🔲 টেবিল-এ
🔲 টেবিল-বি
🔲 তফসিল-১১
✅ উত্তর: তফসিল-১১

২৬. ‘তহবিলের উত্স’ এবং ‘তহবিলের প্রয়োগ বা ব্যবহার’ দেখিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় নিচের কোন ছকে?
🔲 আনুভূমিক ছকে
🔲 উলম্ব ছকে
🔲 ঞ-ছকে
🔲 চলমান জের ছকে
✅ উত্তর: উলম্ব ছকে

২৭. আর্থিক অবস্থার বিবরণীর উলম্ব ছকে তহবিলের প্রয়োগ কয়টি শিরোনামে বিভক্ত করে দেখানো হয়েছে?
🔲 ২টি
🔲 ৩টি
🔲 ৪টি
🔲 ৫টি
✅ উত্তর: ৪টি

২৮. একটি প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?
🔲 ২০ জন
🔲 ৪০ জন
🔲 ৫০ জন
🔲 ৬০ জন
✅ উত্তর: ২০ জন

২৯. কে কোম্পানির ঝুঁকি বহন করে?
🔲 বন্ডহোল্ডার
🔲 সাধারণ শেয়ারহোল্ডার
🔲 ঋণ দানকারী প্রতিষ্ঠন
🔲 ঋণপত্রের ধারক
✅ উত্তর: সাধারণ শেয়ারহোল্ডার

৩০. কোন ধরনের শেয়ারের মালিকদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল?
🔲 অগ্রাধিকারযুক্ত শেয়ার
🔲 সাধারণ শেয়ার
🔲 অংশগ্রহণমূলক শেয়ার
🔲 সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
✅ উত্তর: সাধারণ শেয়ার
Post a Comment (0)
Previous Post Next Post