HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড) - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. ব্যাসেল-২-এ কয়টি স্তম্ভ বা পিলারের কথা বলা হয়েছে?
🔲 ৩
🔲 ২
🔲 ১
🔲 একটিও না
✅ উত্তর: ৩

২. বর্তমানে বাংলাদেশ নিম্নের কোন নীতিমালা অনুসরণ করে?
🔲 ব্যাসেল-১
🔲 ব্যাসেল-২
🔲 ব্যাসেল-৩
🔲 কোনোটিই না
✅ উত্তর: ব্যাসেল-২

৩. দাগকাটা চেক কত প্রকার?
🔲 এক
🔲 দুই
🔲 তিন
🔲 চার
✅ উত্তর: দুই

৪. ব্যাংক কর্তৃক চেকের অর্থ পরিশোধ না করাকে ব্যাংকের ভাষায় কী বলে?
🔲 জালিয়াতি
🔲 প্রতারণা
🔲 প্রত্যাহার
🔲 প্রত্যাখ্যান
✅ উত্তর: প্রত্যাখ্যান

৫. কোন ধরনের চেকের হস্তান্তরে অনুমোদন আবশ্যক নয়?
🔲 বাহক
🔲 হুকুম
🔲 দাগকাটা
🔲 ফাঁকা
✅ উত্তর: বাহক

৬. নতুন প্রজন্মের একটি ব্যাংক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসেবে বেছে নিতে পারে—
🔲 i. মোবাইল ব্যাংকিং
🔲 ii. লকার সুবিধা
🔲 iii. ডেবিট কার্ড।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

৭. বিধিবদ্ধ তারল্য বলতে কী বোঝায়?
🔲 ব্যাংক কর্তৃক যে পরিমাণ আমানত তরল সম্পদ আকারে রাখতে হয়
🔲 আমানতের যে হার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়
🔲 ব্যাংক সর্বোচ্চ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে
🔲 যে সুদে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয়
✅ উত্তর: ব্যাংক কর্তৃক যে পরিমাণ আমানত তরল সম্পদ আকারে রাখতে হয়

৮. বাংলাদেশ ব্যাংকের অনুপস্থিতিতে কোন ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে?
🔲 জনতা
🔲 অগ্রণী
🔲 সোনালী
🔲 রূপালী
✅ উত্তর: সোনালী

৯. বাণিজ্যিক ব্যাংকগুলোর দৈনিক নগদ জমার অত্যাবশ্যকীয় হার কত?
🔲 ৪.৫%
🔲 ৫.৫%
🔲 ৬.৫%
🔲 ৭.৫%
✅ উত্তর: ৫.৫%

১০. পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
🔲 ফেডারেল রিজার্ভ সিস্টেম
🔲 ব্যাংক অব ইংল্যান্ড
🔲 ব্যাংক অব ফ্রান্স
🔲 রিকস ব্যাংক অব সুইডেন
✅ উত্তর: রিকস ব্যাংক অব সুইডেন

১১. দাগকাটা চেকের ক্ষেত্রে কোনটি অগ্রহণযোগ্য?
🔲 অনুমোদন
🔲 অনুমোদন বা হস্তান্তর
🔲 হস্তান্তর
🔲 বড় অঙ্কের লেনদেন
✅ উত্তর: অনুমোদন বা হস্তান্তর

১২. চেকের প্রস্তুতকারককে কী বলে?
🔲 প্রাপক
🔲 অনুমোদনকারী
🔲 আদেষ্টা
🔲 আদিষ্ট
✅ উত্তর: আদেষ্টা

১৩. নিচের কোনটি চেকের ওপর উল্লেখ করতে হয় না?
🔲 স্থিতির পরিমাণ
🔲 গ্রহীতার নাম
🔲 দাতার নাম
🔲 প্রস্তুতের তারিখ
✅ উত্তর: স্থিতির পরিমাণ

১৪. ডেবিট কার্ডের সুবিধা হলো—
🔲 i. ২৪ ঘণ্টা ব্যবহার
🔲 ii. ঋণসুবিধা
🔲 iii. পণ্য ও সেবা ক্রয়ে ব্যবহার।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. কোন ক্ষেত্রে দ্বৈত বিমা করা যায় না?
🔲 অগ্নিবিমা
🔲 জীবন বিমা
🔲 নৌ বিমা
🔲 শস্য বিমা
✅ উত্তর: জীবন বিমা

১৬. নিচের কোন শব্দ হতে Bank শব্দের উত্পত্তি?
🔲 Banco
🔲 Bancu
🔲 Banky
🔲 Banki
✅ উত্তর: Banco

১৭. প্রস্তুত তারিখের কত মাস পর কোনো চেক বাসি বলে পরিগণিত হয়?
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
🔲 ৬
✅ উত্তর: ৬

১৮. কোন ধরনের চেকের হস্তান্তরে অনুমোদন আবশ্যক নয়?
🔲 বাহক
🔲 হুকুম
🔲 দাগকাটা
🔲 ফাঁকা
✅ উত্তর: বাহক

১৯. গ্রাহক সেবায় ব্যবহৃত আধুনিক লেনদেন যন্ত্রগুলো—
🔲 i. ডেবিট কার্ড
🔲 ii. এ টি এম
🔲 iii. বিক্রয়সেবা বিন্দু বা পিওএস।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

২০. ডেবিট কার্ডের সুবিধা হলো—
🔲 i. ২৪ ঘণ্টা ব্যবহার
🔲 ii. ঋণসুবিধা
🔲 iii. পণ্য ও সেবা ক্রয়ে ব্যবহার।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

২১. ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড উত্তম কারণ—
🔲 i. এতে ঋণ সুবিধা আছে
🔲 ii. পণ্য ও সেবা কেনার সুবিধা আছে
🔲 iii. ফান্ড ট্রান্সফারের সুবিধা আছে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

২২. বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর বিমাদাবি পরিশোধ করা হয় কোন বিমায়?
🔲 জীবন বিমা
🔲 আজীবন বিমাপত্র
🔲 সাময়িক বিমাপত্র
🔲 গোষ্ঠী বিমা
✅ উত্তর: আজীবন বিমাপত্র

২৩. ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
🔲 ১১৫৭
🔲 ১৪০১
🔲 ১৬৯৪
🔲 ১৮০০
✅ উত্তর: ১৬৯৪

২৪. রূপালী ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক?
🔲 কেন্দ্রীয়
🔲 বাণিজ্যিক
🔲 বিশেষায়িত
🔲 আঞ্চলিক ব্যাংক
✅ উত্তর: বাণিজ্যিক

২৫. গ্রামীণ ব্যাংকের প্রবক্তা কে?
🔲 ফজলে হাসান আবেদ
🔲 সাইখ সিরাজ
🔲 বাংলাদেশ সরকার
🔲 ড. মো. ইউনূস
✅ উত্তর: ড. মো. ইউনূস

২৬. ঋণদানকারী ব্যাংক প্রতিষ্ঠার তথ্য পাওয়া যায় খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে প্রাচীন কোন সভ্যতার মাধ্যমে?
🔲 ভারতীয়
🔲 গ্রিক
🔲 জার্মান
🔲 রোমান
✅ উত্তর: রোমান

২৭. কখন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে?
🔲 দ্রব্য মূল্য হ্রাস পেলে
🔲 অর্থের চাহিদা হ্রাস পেলে
🔲 মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলেমুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে
🔲 ঋণের পরিমাণ হ্রাস পেলে
✅ উত্তর: মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলেমুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে

২৮. বিশ্বে বর্তমানে প্রচলিত ক্রেডিট কার্ড হলো—
🔲 i. PayPal
🔲 ii. American Express
🔲 iii. VISA Card ।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii 
✅ উত্তর: ii ও iii

২৯. কোন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?
🔲 জীবন বিমা
🔲 নৌ বিমা
🔲 অগ্নিবিমা
🔲 গবাদিপশু বিমা
✅ উত্তর: জীবন বিমা

৩০. একটি বিমাকৃত সম্পদের মূল্য ১২,০০,০০০ টাকা। সম্পদটি দুটি বিমা কোম্পানির সঙ্গে বিমা করা হয়েছে। নির্ধারিত ১,০০,০০০ টাকা প্রিমিয়ামের ৭০,০০০ টাকা প্রথম বিমা কোম্পানিকে এবং ৩০,০০০ টাকা দ্বিতীয় বিমা কোম্পানিকে প্রদান করা হয়েছে। সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে প্রথম বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ পাবে?
🔲 ১২,০০,০০০
🔲 ৮,৪০,০০০
🔲 ৬,০০,০০০
🔲 ৩,৬০,০০০
✅ উত্তর: ৮,৪০,০০০

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here