বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf downoad

Join Bangladesh Army
New Job Circular 2023 pdf download
বাংলাদেশ সেনাবাহিনী অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Applications open for 59th BMA Special (Signals/EME/AEC), 52nd DSSC (RV&FC) and 36th DSSC (JAG).

যোগ্যতাঃ
১। বয়সঃ ০১ জানুয়ারি ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

২। শারীরিক মান (ন্যূনতম):
শারীরিক যোগ্যতাঃ
১। উচ্চতাঃ
পুরুষ প্রার্থীদের জন্যঃ ১:৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
মহিলা প্রার্থীদের জন্যঃ ১:৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)

২। ওজন* 
পুরুষ প্রার্থীদের জন্যঃ ৫৭:০০ কেজি (১২৬ পাউন্ড)
মহিলা প্রার্থীদের জন্যঃ ৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)

৩। বুক
পুরুষ প্রার্থীদের জন্যঃ
স্বাভাবিক - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

মহিলা প্রার্থীদের জন্যঃ
স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)
প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত ক্ষেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম): বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোরসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেনঃ-

ক। সিগন্যালস্ কোর - (পুরুষ/মহিলা)।
(১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
(ক) জাতীয় মাধ্যমঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০।
(খ) ইংরেজী মাধ্যমঃ 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি'তে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টি তে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড।

(২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

খ। ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর - (পুরুষ/মহিলা)।
(১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
(ক) জাতীয় মাধ্যমঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০।
(খ) ইংরেজী মাধ্যমঃ 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি'তে 'এ, গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টি তে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম 'বি গ্রেড।

(২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

গ। আর্মি এডুকেশন কোর (এইসি) কোর - (পুরুষ/মহিলা)।
(১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
(ক) জাতীয় মাধ্যমঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০।
(খ) ইংরেজী মাধ্যমঃ 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে 'বি' গ্রেড, ১টিতে 'সি' গ্রেড এবং ১টিতে 'ডি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে 'সি' গ্রেড এবং ১টিতে 'ডি' গ্রেড।

(২) ইংরেজী, গণিত, পদার্থ, রসায়ন ও ইতিহাস বিষয়ের উপর স্নাতক (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

(৩) স্ব স্ব বিষয় সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

ঘ। রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) কোর -(পুরুষ/মহিলা)।
(১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
(ক) জাতীয় মাধ্যমঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০।
(খ) ইংরেজী মাধ্যমঃ 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টি'তে 'বি' গ্রেড, ১টিতে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে 'সি' গ্রেড ও ১টিতে 'ডি' গ্রেড।

(২) B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
(৩) ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

ঙ। জাজ এডভোকেট জেনারেল (জেএজি) -(পুরুষ/মহিলা)।
(১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
(ক) জাতীয় মাধ্যমঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০।
(খ) ইংরেজী মাধ্যমঃ 'ও' লেভেলে ০৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টি'তে 'বি' গ্রেড, ১টিতে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টিতে 'সি' গ্রেড ও ১টিতে 'ডি' গ্রেড।
(২) এলএলবি (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
(৩) এলএলএম/এমএএলএলএম ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

৪। বৈবাহিক অবস্থাঃ
ক। পুরুষঃ অবিবাহিত । তবে, ০১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
খ। মহিলাঃ অবিবাহিতা/বিবাহিতা ।

৫। জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

প্রার্থীর জন্য অযোগ্যতাঃ
৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্ত।

৭। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউ/প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

৮। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

৯। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন।

১০। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।

১১। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ।

আবেদন করার পদ্ধতিঃ
১২। ০৭ জুলাই ২০২৩ হতে ০৪ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায়-তে ক্রিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে । আবেদনকারী প্রার্থীগণকে Trust Bank t-cash, VISA/Master Card, bKash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Join Bangladesh Army

১৩। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করা যাবে।

নির্বাচন পদ্ধতিঃ
১৪। লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১১ আগস্ট ২০২৩ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে । আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৩ মাসের ৪র্থ সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

১৫। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ০৮ অক্টোবর ২০২৩ হতে ১৬ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগনাল ব্রিগেড, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি এবং কল-আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

১৬। আইএসএসবি পরীক্ষাঃ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

১৭। চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদানঃ উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পাসোঁনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

প্রশিক্ষণ ও কমিশনঃ
১৮। বিএমএ প্রশিক্ষণঃ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর অফিসার ক্যাডেট/ ট্রেইনি অফিসার হিসেবে বিএমএ'তে ০১ (এক) বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন।

১৯। কমিশন ও পশ্চাৎ প্রবীণতাঃ বিএমএ প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর সিগন্যালস্ ও ইএমই কোরের অফিসারগণ ক্যাপ্টেন পদে কমিশন এবং বিএমএ'তে যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের পশ্চাৎ প্রবীতা প্রাপ্য হবেন। এইসি, আরভিএন্ডএফসি এবং জেএজি অফিসারগণ লেঃ পদে কমিশন এবং বিএমএ'তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছরের পশ্চাৎপ্রবীণতা প্রাপ্য হবেন।

প্রাপ্ত সুযোগ সুবিধাঃ
২০। বেতন-ভাতাঃ সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটা/ট্রেইনি অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন্ড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।

২১। অন্যান্য বিশেষত্বঃ
ক। উচ্চতর শিক্ষা ও বিদেশেঃ কমিশনপ্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
খ। বাসস্থানঃ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন ও সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
গ। চিকিৎসাঃ সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন।
ঘ। সন্তানদের অধ্যয়নঃ নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ পাবেন।

বিশেষ নির্দেশনাঃ
২২। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএ'তে যোগদানের পূর্বে সাতার শেখার জন্য উপদেশ দেয়া হলো।

২৩। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

২৪। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি) এবং ৩৬তম ডিএসএসসি (জেএজি) এর আবেদন গ্রহণ শুরু।


আবেদনের শেষ তারিখঃ ০৪ আগস্ট ২০২৩

পরিচালক
পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর
এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা।

Join Bangladesh Army Job Circular Download pdf

Application open for
82 DSSC (AMC) and 68 DSSC (ADC) Join Bangladesh Army
Download pdf

2 Comments:

  1. Bangladesh Army New Job Circular Apply Online Now. And also download army job circular in pdf.

    ReplyDelete

বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি "সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী" - ১

HSC Exam Preparation

সাধারণ জ্ঞান "বাংলা সাহিত্য" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি