G

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ সন্ধি pdf download

বাংলা ২য় পত্র
সন্ধি 
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

০১. দুর্গতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুঃ + গতি
খ. দুর + গতি
গ. দূর + গতি
ঘ. দুস + গতি
উত্তরঃ ক. দুঃ + গতি

০২. 'পৌঢ়' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্র + ঊঢ়
খ. প্র + উড়
গ. প্রঃ + উঢ়
ঘ. প্রাে + উড়
উত্তরঃ ক. প্র + ঊঢ়

০৩. কোনটি নিপাতনে সিদ্ধ?
ক. ষ + থ = ষষ্ঠ
খ. মনস+ ঈষা = মনীষা
গ. রাজু + নী= রাজ্ঞী
ঘ. বর + চ = বরঞ্চ
উত্তরঃ খ. মনস+ ঈষা = মনীষা

০৪. কোন শব্দটি তৎসম স্বরসন্ধির মাধ্যমে গঠিত?
ক. কতেক
খ. কুড়িক
গ. রূপালী
ঘ. নরাধম
উত্তরঃ গ. রূপালী

০৫. শাঁখারি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শাঁখ+ আরি
খ. শাঁখা + আরি
গ. শাঁখা + অরি
ঘ. শাঁখার+ আরি
উত্তরঃ খ. শাঁখা + আরি

০৬. 'শশাঙ্ক' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
ক. শশ+অঙ্ক
খ. শস+অঙ্ক
গ. শশা+অঙ্ক
ঘ. শসা+অঙ্ক
উত্তরঃ ক. শশ+অঙ্ক

০৭. বলুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে-
ক. ব্যুৎ+উৎসব
খ. বহ্ন্য+সব
গ. বুহ্য-উৎসব
ঘ. বহ্নি+উৎসব
উত্তরঃ ঘ. বহ্নি+উৎসব

০৮. পর্যন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পর+যন্ত
খ. পরি+অন্ত
গ. পর্য-অন্ত
ঘ. পর্যন্ত
উত্তরঃ খ. পরি+অন্ত

০৯. 'স্বাধীনতা' এর সন্ধি বিচেচ্ছদ – 
ক. সু + অধীনতা
খ. স + অধীনতা
গ. শ + অধীনতা
ঘ. স্ব +অধীনতা
উত্তরঃ ঘ. স্ব +অধীনতা

১০. 'তন্বী' শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক. তন্ব+ঈ
খ. তন্ব+ই
গ. তনু+ই
ঘ. তনু+ঈ
উত্তরঃ ঘ. তনু+ঈ

১১. সন্ধি ভাষাকে- 
ক. জটিল করে
খ. দুর্বোধ্য করে
গ. সংক্ষিপ্ত করে
ঘ. শ্রুতিমধুর করে
উত্তরঃ ঘ. শ্রুতিমধুর করে

১২. উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে?
ক. মধ্যেপদলােপী কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ গ. রূপক কর্মধারয়

১৩. কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
ক. ধনু+বিদ্যা
খ. ধনুঃ+বিদ্যা
গ. ধনুর+বিদ্যা
ঘ. ধনূঃ+বিদ্যা
উত্তরঃ খ. ধনুঃ+বিদ্যা

১৪. 'ব্যঞ্জন' শব্দটি সন্ধির কোন শ্রেণিভুক্ত?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ ক. স্বরসন্ধি

১৫. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
ক. যজ্ঞ
খ. ভাবুক
গ. সম্মান
ঘ. তত্ত্ব
উত্তরঃ খ. ভাবুক

১৬. সন্ধির মাধ্যমে কিসের লাঘব হয়?
ক. আয়াসের
খ. জড়তার
গ. ধ্বনির
ঘ. মাধুর্যের
উত্তরঃ ক. আয়াসের

১৭. 'গ্রন্থাগার'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গ্রন্থ+গর
খ. গ্রন্থ+আগার
গ. গ্রন্থ+গার
ঘ. গ্রন্থ+ঘর
উত্তরঃ খ. গ্রন্থ+আগার

১৮. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক + দান = বাগদান
খ. উৎ + ছেদ = উচ্ছেদ
গ. পর + পর = পরস্পর
ঘ. সম + সার = সংসার
উত্তরঃ গ. পর + পর = পরস্পর

১৯. পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি + ঈক্ষা
খ. পরী + ঈক্ষা
গ. পরী + ইক্ষা
ঘ. পরি+ ইক্ষা
উত্তরঃ ক. পরি + ঈক্ষা

২০. গায়ক এর সন্ধি কোনটি?
ক. গা + ওক
খ. গা + অক
গ. গা + য়ক
ঘ. গৈ+ অক
উত্তরঃ ঘ. গৈ+ অক

বাংলা  ২য় পত্র  বহু নির্বাচনি প্রশ্ন উত্তর | সন্ধি

No comments:

Post a Comment