G

SSC অর্থনীতি বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর-১ pdf download

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ 
মডেল টেস্ট পরীক্ষা 
বিষয়: অর্থনীতি 
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১৪১

সময়: ৩০ মিনিট                        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

৯ম-১০ম শ্রেণির অর্থনীতি গাইড
SSC Economics
MCQ
Question and Answer pdf download

১. Wealth of Nations গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৭০০ সালে
খ. ১৭৭৫ সালে
গ. ১৭৭৬ সালে
ঘ. ১৮০০ সালে
উত্তরঃ খ. ১৭৭৫ সালে

২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম প্রচলন হয় কোথায়?
ক. আমেরিকায়
খ. ইউরোপে
গ. চীনে
ঘ. অস্ট্রেলিয়ায়
উত্তরঃ ক. আমেরিকায়

৩. অর্থনৈতিক. সমস্যার ক্ষেত্রে তুমি যেটিকে সমর্থন করবে-
i. দুষ্প্রাপ্যতা
ii. চাহিদা
iii. অসীম অভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

৪. ‘বাইন’ কোন বনভূমির বৃক্ষ?
ক. সুন্দরবন
খ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
গ. সিলেটের
ঘ. বরেন্দ্র
উত্তরঃ ক. সুন্দরবন

৫. অপর্যাপ্ত দ্রব্য হচ্ছে-
i. প্রাকৃতিক, গ্যাস
ii. ভূমি
iii. নদীর পানি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৬. বাসনপত্র, সেনিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. সিলিকা বালু
খ. চুনাপাথর
গ. গন্ধক
ঘ. চীনামাটি
উত্তরঃ ঘ. চীনামাটি

৭. যে ব্যক্তি ভোগ করে সে কী?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
গ. ভোক্তা
ঘ. উৎপাদক
উত্তরঃ ক. ক্রেতা

* উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
মনে কর, তুমি আম কিনে খেলে। তোমার আমের উপযোগ সূচি নিচে দেওয়া হলো- 
দ্রব্যের একক ১ ,২ ,৩
মোট উপযোগ (টাকায়) ১৫,২০,২৩
প্রান্তিক উপযোগ (টাকায়) ১৫,৫,?

৮. তৃতীয় আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত?
ক. ১৫ টাকা
খ. ২০ টাকা
গ. ৩ টাকা
ঘ. ২ টাকা
উত্তরঃ খ. ২০ টাকা

৯. উক্ত আচরণে-
i. স্বাভাবিক. অবস্থা প্রকাশ পেয়েছে
ii. আমের প্রতি আকর্ষণ অপরিবর্তিত রয়েছে
iii. প্রান্তিক. উপযোগ. ক্রমান্বয়ে কমেছে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১০. কী অনুসারে ব্যবসায়ের ভার আদর্শ করা হয়?
ক. মূলধন
খ. কর্তৃত্ব
গ. ক্ষমতা
ঘ. দক্ষতা
উত্তরঃ খ. কর্তৃত্ব

১১. 'Mobility' শব্দের অর্থ কী?
ক. নির্ধারক
খ. মূলধন
গ. সচলতা
ঘ. প্রযুক্তি
উত্তরঃ গ. সচলতা

১২. দুটি ভিন্নমুখী প্রবাহ থাকলে সংগঠন কী হয়?
ক. সফল হয়
খ. আন্তর্জাতিক মানের হয়
গ. দ্বন্দ্ব সংঘাত হয়
ঘ. ক্ষতির সম্মুখীন হয়
উত্তরঃ গ. দ্বন্দ্ব সংঘাত হয়

১৩. অর্থনীতিতে বাজারের ধারণা কোনটি?
ক. স্থান
খ. পণ্য
গ. মেলা
ঘ. প্রক্রিয়া
উত্তরঃ গ. মেলা

১৪. পূর্ণ প্রতিযোগিতামূলক. বাজারে প্রভাব বিস্তার করে না-
i. উৎপাদন 
ii. কর 
iii. ভর্তুকি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

১৫. ঢাকা শহরের কোনটি একচেটিয়া বাজারের পণ্য?
ক. পানি
খ. ওষুধ 
গ. বই
ঘ. জুতা
উত্তরঃ গ. বই

১৬. নিট জাতীয় আয় নির্ণয় করতে গেলে কোন সূত্রটি ব্যবহার করা হয়?
ক. NNI = GDP + CCA
খ. NNI = GNI - CCA
গ. NNI = GNP - GDP
ঘ. NNI = GDP - (X - M)
উত্তরঃ NNI = GDP + CCA

* উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
ফজর আলী তার ২ একর জমিতে সনাতন পদ্ধতিতে চাষ করে ৬০ মণ ধান পায়, পরের বছর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে ৮০ মণ ধান উৎপাদন করে।

১৭. উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ফজর আলী নিচের কোনটির সাহায্য নেয়?
ক. ভূমির
খ. শ্রমের
গ. মূলধনের
ঘ. প্রযুক্তির
উত্তরঃ ঘ. প্রযুক্তির

১৮. ফরজ আলীর উৎপাদন বৃদ্ধি অর্থনীতিতে ভূমিকা রাখে-
i. GDP বৃদ্ধি করে
ii. রেমিটেন্স জাতীয়
iii. GNP বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

১৯. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক. কোনটি?
ক. উত্তরা ব্যাংক
খ. পূবালী ব্যাংক
গ. এবি ব্যাংক
ঘ. জনতা ব্যাংক
উত্তরঃ খ. পূবালী ব্যাংক

২০. বাংলাদেশে অসীম বিহিত অর্থ কোনটি?
i. ৫ টাকা
ii. ১০ টাকা
iii. ২০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২১. ‘সরকারের একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অংশীদার কোন ব্যাংক?
ক. সমবায় ব্যাংক
খ. গ্রামীণ ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. উন্নয়ন ব্যাংক
উত্তরঃ খ. গ্রামীণ ব্যাংক

২২. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৩৭%
খ. ১.৩৪%
গ. ১.৮৩%
ঘ. ১.৮৯%
উত্তরঃ ক. ১.৩৭%

২৩. উত্তরবঙ্গের কোন জেলায় একটি ইপিজেড আছে?
ক. বগুড়া
খ. রংপুর
গ. নীলফামারী
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ. নীলফামারী

২৪. রূপকল্প ২০২১-এর উদ্দেশ্যগুলো-
i. উচ্চতর প্রবৃদ্ধি অর্জন
ii. দারিদ্র্য বিমোচন
iii. বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৫. স্বনির্ভর বাংলাদেশ কত সালে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ শুরু করে?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৮০
ঘ. ১৯৮৫
উত্তরঃ খ. ১৯৭৪

২৬. মানবসম্পদ উন্নয়নে কোনটি জরুরি?
ক. অর্থ
খ. প্রশিক্ষণ
গ. শ্রমিক
ঘ. শিক্ষা
উত্তরঃ খ. প্রশিক্ষণ

২৭. কোনটি বেকারত্ব নিরসনের কৃষিভিত্তিক কাজ?
ক. রাস্তাঘাট নির্মাণ
খ. পুকুর সংস্কার
গ. বনসৃজন
ঘ. খাল সংস্কার
উত্তরঃ গ. বনসৃজন

২৮. বাংলাদেশে কত সালে ঠঅঞ চালু হয়?
ক. ১৯৮১
খ. ১৯৯১ 
গ. ১৯৯৫
ঘ. ২০০১
উত্তরঃ ক. ১৯৮১

২৯. Supplementary Duties এর অর্থ কীী?
ক. আবগারি শুল্ক
খ. আমদানি শুল্ক
গ. মূল্য সংযোজন কর
ঘ. সম্পূরক শুল্ক
উত্তরঃ ঘ. সম্পূরক শুল্ক

৩০. উদ্বৃত্ত বাজেটে মোট আয় ও ব্যয়ের পার্থক্য কীরূপ?
ক. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. অসীম
ঘ. শূন্য
উত্তরঃ গ. অসীম

এসএসসি অর্থনীতি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। একাদশ-দ্বাদশ শ্রেণি অর্থনীতি বহু নির্বাচনি প্রশ্ন উত্তর। SSC Economics MCQ Question Answer. SSC Economic.
৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অর্থনীতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Class 9-10 Economics MCQ Guide. SSC Economics MCQ Question-Answer.
MCQ
Question and Answer pdf download

No comments:

Post a Comment