G

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ পর্ব-০১

সাধারণ জ্ঞান

১. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার ছিলেন ইসলাম খান।

২. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর।

৩. ঢাকায় সুবা-বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ সালে।

৪. শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ।

৫. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের চকবাজার এলাকায় অবস্থিত।

৬. ১৯৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনীঘাটে।

৭. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুখত।

৮. লালবাগ কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান।

৯. হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ।

১০. নবাব মুর্শিদকুলী খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাগে স্থানান্তরিত করেন।

১১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৭৬৫ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন।

১২. বাংলায় চিরস্থায়ী ভূমিব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস।

সাধারণ জ্ঞানঃ বিভিন্ন সালে আগত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ

১৩. সতীদাহ প্রথা রহিত হয় ১৮২৯ সালে।

১৪. ছিয়াত্তরের মম্বস্তর হয় বাংলা ১১৭৬ সালে।

১৫. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় ১৭৯৩ সালে।

১৬. বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে।

১৭. ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা ১৯২৬ সালে।

১৮. ১৯২৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার।

১৯. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

২০. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

২১. বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে (লর্ড কার্জন)।

২২. মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর।

২৩. লালবাগের কেল্লা লালবাগ থানায় অবস্থিত।

২৪. বড় ও ছোট কাটরা ঢাকার চকবাজারে অবস্থিত?

২৫. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

২৬. নীল বিদ্রোহের সময়কাল (১৮৫৯-৬২)।

২৭. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর।

২৮. প্রীতিলতা ওয়াদ্দার সূর্যসেনের শিষ্য ছিলেন।

২৯. কোম্পানীর শাসন বিলুপ্ত হয় ১৮৫৮ সালে।

৩০. লাহোর প্রস্তাব পেশ করেন শেরে-বাংলা (১৯৪০)।

৩১. ঢাকার প্রাচীনতম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’ প্রকাশিত হয় ১৮৬১ সালে।

৩২. বিধবা বিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩৩. সতীদাহ প্রথার বিলোপ করেন লর্ড বেন্টিঙ্ক।

৩৪. সিপাহী বিপ্লব শুরু হয় ২৬ জানুয়ারী ১৮৫৭ সালে।

৩৫. সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ।

৩৬. বাংলাদেশ ও ভারতের সীমারেখার নাম র‌্যাডক্লিফ রেখা।

৩৭. স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন অরবিন্দ ঘোষ।

৩৮. ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় সদস্য ছিলেন দাদা ভাই নওরোজী।

৩৯. বঙ্গীয় আইন পরিষদের প্রথম মুসলিম সদস্য আব্দুল লতিফ।

৪০. দ্বৈত শাসন প্রবর্তন করেন ক্লাইভ (১৭৬৫)।

৪১. বাংলায় ইউরোপীয়দের মধ্যে প্রথম এসেছিল পর্তুগীজ (১৫১০)।

৪২. বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তউল্লাহ।

৪৩. বাংলায় মুসলমানদের আধুনিক শিক্ষার প্রচলন করেন নবাব আব্দুল লতিফ।

৪৪. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি’- উক্তিটি দুদু মিয়ার।

৪৫. ১৯৪৩ সালের দূর্ভিক্ষের উপর ছবি একে বিখ্যাত হন জয়নুল আবেদীন।

৪৬. ব্রিটিশ বনিকদের বিরুদ্ধে চাকমা নেতা মুম্মাখান বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। 

৪৭. আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ।

নিজে নিজে চেষ্টা করিঃ
১) আর্যরা ভারতবর্ষে আসে কত সালে?
২) গঙ্গারিডই রাজ্যের রাজধানী কোথায় ছিল?
৩) বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
৪) কালিদাস কার সভাকবি ছিলেন?
৫) রাজা হর্ষবর্ধন কোন ধর্মাবলম্বী ছিলেন?
৬) বাংলাদেশিরা নৃতাত্ত্বিকভাবে কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
৭) সম্রাট অশোক কোন যুদ্ধের কারনে বৌদ্ধ ধর্মগ্রহণ করেন?
৮) রাঢ় জনপদের রাজধানী কোথায় ছিল?
৯) আর্যদের ধর্মগ্রন্থের নাম কি?
১০) ‘শূন্যবাদ’ ধর্মতত্ত্বের প্রচারক কে?
১১) তাম্রলিপ্তি কোথায় অবস্থিত?
১২) ‘আইন-ই আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
১৩) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
১৪) প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত?
১৫) হর্ষবর্ধনের সভাকবির নাম কি?
১৬) মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
১৭) গৌতমবুদ্ধের বাল্যনাম কি?
১৮) ‘সিংহ বিক্রম’ কার উপাধি ছিল?
১৯) ‘মহীপাল দীঘি’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
২০) হরিকেলের রাজধানীর নাম কি ছিল?
২১) ‘রিয়াজ-উস-সালাতীন’ গ্রন্থের রচয়িতা কে?
২২) ‘বাঙ্গালহ’ কোন ভাষার শব্দ?
২৩) বৈষ্ণব ধর্মের প্রচারক কে ছিলেন?
২৪) সিন্ধুর ‘দেবল বন্দর’ বর্তমানে কি নামে পরিচিত?
২৫) শের শাহের প্রকৃত নাম কি?
২৬) তাম্রলিপ্তি কি?
২৭) গ্রান্ড ট্রাংক রোড- এর পূর্ব নাম কি ছিল?
২৮) উপমহাদেশে মুসলিম শাসন কত বছর স্থায়ী হয়েছিল?
২৯) ভারত উপমহাদেশের কোন অঞ্চলে প্রথম মুসলিম শাসন স্থাপিত হয়?
৩০) প্রথম মুদ্রা ‘টংকা’ চালু করেন কে?

No comments:

Post a Comment