G

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত প্রশ্ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যাবলী-০৪

আলোচ্য বিষয়ঃ বাংলাদেশের কৃষিজ সম্পদ (ধান, পাট, গম, তামাক, আখ, চা ও অন্যান্য), উন্নত জাতের কৃষিপণ্য, কৃষিসংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান (BADC, BARI, BRRI, BINA), বাংলাদেশের বনজ সম্পদ, ইকোপার্ক ও সাফারী পার্ক, ম্যানগ্রোভ বন, বিশ্বঐতিহ্য, অন্রঅন্য তথ্যাবলী, বাংলাদেশের প্রাণীজ ও মৎস সম্পদ, বাংলাদেশের খনিজ সম্পদ (গ্যাস, কয়লা, চুনাপাথর, চীনামাটি, তেল, ব্লাকগোল্ড ও অন্যান্য), বাংলাদেশের শিল্পসম্পদ, আমদানী-রপ্তানী দ্রব্য, বিখ্যাত ও ঐতিহাসিক স্থান।

বিভিন্ন সালে আগত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ

১. বলাকা ও দোয়েল দুটি উন্নত জাতের গম।

২. অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, ও বীটজবা উন্নত জাতের কলা।

৩. যশোর জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী।

৪. রংপুরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়।

৫. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষি খাতে।

৬. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়।

৭. বাংলাদেশে সম্প্রতি পঞ্চগড় জেলায় চা চাষ শুরু হয়।

৮. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প।

৯. ‘ইরাটম’ উন্নত জাতের ধান।

১০. বাংলাদেশে ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত।

১১. সুন্দরবনের আয়তন প্রায় ৫৫৭৫ বর্গকিলোমিটার (২৪০০ বর্গমাইল)

১২. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া যায় বিজয়পুরে।

১৩. হরিপুরে তেল আবিস্কৃত হয় ১৯৮৬ সালে।

১৪. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জে।

১৫. দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনির সন্ধান পাওয়া গিয়েছে।

১৬. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস।

১৭. বাংলাদেশে সর্বপ্রথম গ্রঅস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।

১৮. বাংলাদেশের মৎস্য আইনে ৯ ইঞ্চি বা ২৩ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যরে রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ।

১৯. গবাদিপশুতে প্রথম ভ্রণ বদল করা হয় ৫ মে, ১৯৯৫ সালে।

২০. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার সাভার, ঢাকায় অবস্থিত।

২১. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়নমসিংহে অবস্থিত।

২২. ইক্ষু গবেষণা কেন্দ্র ঈশ্বরদীতে।

২৩. দেশে আবাদ যোগ্য জমি-

২৪. GDP-তে কৃষির অবদান-

২৫. চলতি বাজেটে কৃষিতে ভর্তুকি-

২৬. বিগত অর্থ বছরের রপ্তানী আয়-

২৭. GDP-তে পশুসম্পদের অবদান-

২৮. গবাদী পশুর জাত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন লর্ড লিনলিথগো।

২৯. সিরাজগঞ্জ অঞ্চলে গো-চারনের জন্য রাথান আছে।

৩০. গোল আলু এসেছে হল্যান্ড হতে।

৩১. কাঁচা পাটের গাইটের ওজন ৪১/২ মন।

৩২. বাংলাদেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে।

৩৩. রূপালী ও ডেলফোজ উন্নতজাতের তুলা।

৩৪. সুন্দরবনের ৬২% বাংলাদেশে অবস্থিত।

৩৫. এপিকালচার অর্থ মৌচাষ।

৩৬. কৃত্রিম ম্যানগ্রোভ বন নোয়াখালীতে অবস্থিত।

৩৭. পেন্সিল তৈরী হয় ধুন্দল গাছ হতে।

৩৮. সবচেয়ে বেশী চা হয় মৌলভীবাজার জেলায়।

৩৯. আফিম তৈরী হয় পপি গাছ হতে।

৪০. দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকান্ড হলো চিংড়ী চাষ।

৪১. সিলেটে প্রচুর চা চাষের কারণ পাহাড় ও প্রচুর বৃষ্টি।

৪২. খাল খনন কর্মসূচীর উদ্যোক্তা জিয়াউর রহমান।

৪৩. জুটন এর আবিস্কারক মুহম্মদ সিদ্দীকুল্লাহ শরফুদ্দীন (১৯৮৯)।

বিভিন্ন সালে আগত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ 

১. একটি দেশের মোট আয়তনের ২৫% বন থাকা উচিত।

২. বাংলাদেশের মোট আয়তনের ১৭% বন আছে।

৩. দেশের ২৮টি জেলায় কোন সরকারী বনভূমি নেই।

৪. ৭টি জেলায় আয়তন অনুযায়ী আদর্শ বনভূমি আছে।

৫. সবচেয়ে বেশী বনভূমি আছে বাগেরহাট জেলায় (২৭০৫ বর্গকিমি)

৬. সুন্দরবনের ৬২% বাংলাদেশে এবং ৩৮% ভারতে বিস্তৃত।

৭. দেশের উপক‚লীয় জেলা ১২টি।

৮. বিভাগ অনুযায়ী বনের বিস্তৃতি সবচেয়ে বেশী চট্টগ্রামে (৪৩%) সবচয়ে কম রাজশাহীতে (২%)।

৯. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ বৈলাম, উচ্চতা ২০০ ফুট, দেখা যায় বান্দরবানে।

১০. সবচেয়ে দ্রুতবৃদ্ধি সম্পন্ন উদ্ভিদ বাঁশ। এটি একধরনের ঘাস।

১১. পরিবেশ দূষণ রোধের জন্য সরকার ২০০২ সালের ১ জানুয়ারী ঢাকায় এবং ১ মার্চ হতে সারা দেশে পলিথিন নিষিদ্ধ করেছে।

১২. প্রাথমিকভাবে ঢঅকা ও চট্টগ্রামে পরিবেশ আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

১৩. পরিবেশ আন্দোলন গ্রীনপিস নিউজিল্যান্ড হতে পরিচালিত হয়।

১৪. পরিবেশ আন্দোলনের সূচনা করেন ডেভিড থ্যারো।

১৫. জাতীয় বৃক্ষরোপন অভিযান শুরু হয় ১৯৭২ সাল হতে।
বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত প্রশ্ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যাবলী

বিভিন্ন সালে আগত প্রশ্ন সংশ্লিষ্ট অন্যান্য তথ্যঃ

১. খাতওয়ারী গ্যাসের ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে (  ), সার উৎপাদনে ( ), শিল্পে (      ), গৃহস্থালীতে (     ),

২. দেশের সামুদ্রিক গ্যাসক্ষেত্র দুটি হলো সাঙ্গু এবং কুতুবদিয়া।

৩. ঢাকাতে সরবরাহকৃত গ্যাস আসে তিতাস গ্যাসক্ষেত্র হতে।

৪. হরিপুর তৈল ক্ষেত্র আবিস্কৃত হয় ১৯৮৬ সালে।

৫. ইউরেনিয়াম পাওয়া যায় কুলাউড়ায়।

৬. মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে ১৪ জুন ১৯৯৭।

৭. প্রাকৃতিক গ্রঅসের প্রধান উপাদান মিথেন।

৮. দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা পাওয়া গেছে।

৯. কাঁচবালি মজুদ আছে সিলেটে।

১০. বড় পুকুরিয়া কয়লাখনি আবিস্কৃত হয় ১৯৮৫ সালে।

১১. ভেজা ও নরম বৈশিষ্ট্যের অধিকারী পিটকয়লা।

১২. দেশের জামালগঞ্জে উন্নতমানের কয়লা পাওয়া গেছে।

১৩. তিতাস গ্যাসক্ষেত্র ১৯৬১ সালে আবিস্কৃত হয়।

১৪. CNG- Compressed Natural Gas.

১৫. কামতা গ্যাসক্ষেত্রটি গাজীপুরে অবস্থিত।

No comments:

Post a Comment