G

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ যতি বা ছেদ-চিহ্ন pdf download

বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

পঞ্চম পরিচ্ছেদ:
যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল

১. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? [ব.বো., য.বো., সি.বো. ০৩; কু.বো. ২০০০, ০৬] (উত্তর: ঘ)
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৯টি
(ঘ) ১১টি

২. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? [য.বো. ১১; রা.বো. ০৬; ব.বো. ১০; চ.বো. ০৩; কু.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) কমা
(খ) হাইফেন
(গ) প্রশ্নবোধক
(ঘ) বিস্ময়সূচক

৩. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী? [রা.বো. ০২, ১০; ব.বো. ০৯, ০৮, ০১; য.বো. ০৯; ঢা.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) দাঁড়ি
(খ) কোলন
(গ) সেমিকোলন
(ঘ) কমা

৪. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়? [চ.বো. ০২, ০৬; কু.বো. ০৮] (উত্তর: খ)
(ক) বাক্য সংকোচনের জন্যে
(খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে
(গ) বাক্যের সৌন্দর্যের জন্যে
(ঘ) বাক্যকে অলংকৃত করার জন্যে

৫. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? [য.বো. ০২; চ.বো. ১৩; ব.বো. ১৩] (উত্তর: খ)
(ক) হাইফেন
(খ) কমা
(গ) দাঁড়ি
(ঘ) লোপ চিহ্ন

৬. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে? [রা.বো. ০৯; চ.বো. ১০, ০৪; সি.বো. ১০; য.বো. ১৩, ১২, ০৪] (উত্তর: খ)
(ক) ড্যাশ
(খ) কোলন
(গ) সেমিকোলন
(ঘ) পূর্ণচ্ছেদ

৭. কোন যতি চিহ্নের জন্যে সবচেয়ে বেশি সময় থামতে হয়? [য.বো. ০৭; ঢা.বো. ০২] (উত্তর: গ)
(ক) কমা
(খ) সেমিকোলন
(গ) দাঁড়ি
(ঘ) উদ্ধরণ চিহ্ন

৮. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে? [ব.বো. ১১; রা.বো. ০৫, ০৬; ঢা.বো. ২০০০, ০৯] (উত্তর: ক)
(ক) সেমিকোলন
(খ) কোলন
(গ) ড্যাশ
(ঘ) হাইফেন

৯. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে? [য.বো. ০৬] (উত্তর: খ)
(ক) কোলন
(খ) ড্যাশ
(গ) কোলন-
ড্যাশ
(ঘ) হাইফেন

১০. ‘কোথায় যাচ্ছ’- এটি কী ধরনের বাক্য? [কু.বো. ০২] (উত্তর: খ)
(ক) আবেগসূচক বাক্য
(খ) প্রশ্নসূচক বাক্য
(গ) আদেশসূচক বাক্য
(ঘ) বিস্ময়সূচক বাক্য

১১. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [চ.বো. ০৪; সি.বো. ০২; ঢা.বো. ০১] (উত্তর: গ)
(ক) কোলন
(খ) সেমিকোলন
(গ) ড্যাশ
(ঘ) হাইফেন

১২. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে? [রা.বো. ৯৬] (উত্তর: খ)
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) প্যারীচাঁদ মিত্র

১৩. কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড? [চ.বো. ৯৭; কু.বো. ০৯]
বা, কোন যতি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামাতে হয়? (উত্তর: গ)
(ক) কমা
(খ) হাইফেন
(গ) কোলন
(ঘ) সেমিকোলন

১৪. ‘কোলন ড্যাশে’ কতটুকু থামতে হয়? [সি.বো. ১২; চ.বো. ১১] (উত্তর: খ)
(ক) ১ বলার দ্বিগুণ
(খ) এক সেকেন্ড
(গ) থামার প্রয়োজন নেই
(ঘ) এক উচ্চারণে যে সময় লাগে

১৫. কোনটির বিরতিকাল কোলন ড্যাশ-এর বিরতিকালের সমান?
[রা.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) কমা
(খ) হাইফেন
(গ) সেমিকোলন
(ঘ) কোলন

১৬. কোন যতি বা ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে? [কু.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) ইলেক
(খ) হাইফেন
(গ) বন্ধনী চিহ্ন
(ঘ) উদ্ধরণ চিহ্ন

১৭. ‘√’ এ চিহ্ন কী বোঝাতে ব্যবহৃত হয়? [কু.বো. ৯৪] (উত্তর: ক)
(ক) ধাতু
(খ) শব্দ
(গ) বর্ণ
(ঘ) ক্রিয়া

১৮. ব্যাকরণিক চিহ্ন কোনটি? [ঢা.বো. ৯৩] (উত্তর: ঘ)
(ক) :-
(খ) ”
(গ) ( )
(ঘ) >

১৯. ‘ইলেক’ চিহ্নের বিরতিকাল কতটুকু? [সি.বো. ১১]
বা, ইলেক বা লোপ ( ’ ) যতি চিহ্নটিতে কতক্ষণ থামতে হয়? (উত্তর: ঘ)
(ক) এক বলতে যে সময় লাগে
(খ) এক বলার দ্বিগুণ সময়
(গ) এক সেকেন্ড
(ঘ) থামার প্রয়োজন নেই

২০. বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়? [কু.বো. ০২; সি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) এক বলতে যে সময় লাগে
(খ) ৪ মিনিট
(গ) ২ মিনিট
(ঘ) ৩ মিনিট

২১. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [রা.বো. ১২; কু.বো. ০৪; সি.বো. ১৩] (উত্তর: খ)
(ক) কমা
(খ) হাইফেন
(গ) সেমিকোলন
(ঘ) উদ্ধরণ

২২. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? [রা.বো. ১১, ০৭; ঢা.বো. ১১, ০৮, ০৪; কু.বো. ১১, ০১; চ.বো. ০১, ০৮; য.বো. ১০, ০১, ০৫, ০৬; দি.বো. ০৯; সি.বো. ০৭; ব.বোা. ০৭, ০৪] (উত্তর: খ)
(ক) কমা
(খ) হাইফেন/ইলেক
(গ) উদ্ধরণ চিহ্ন
(ঘ) কোলন

২৩. বাক্যে পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [সি.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) কমা
(খ) কোলন
(গ) সেমিকোলন
(ঘ) দাঁড়ি বা পূর্ণচ্ছেদ

২৪. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [য.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) ()
(খ) -
(গ) ?
(ঘ) !

২৫. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? [সি.বো. ০৫] (উত্তর: খ)
(ক) ড্যাশ
(খ) কোলন ড্যাশ
(গ) প্রশ্নবোধক
(ঘ) বিস্ময়সূচক

২৬. কোনটি কোলন ড্যাশ? [কু.বো. ৯৯] (উত্তর: খ)
(ক) :
(খ) :-
(গ) -
(ঘ) ?

২৭. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে? [ঢা.বো. ৯৪] (উত্তর: গ)
(ক) দাঁড়ি
(খ) হাইফেন
(গ) ছেদ/যতি/বিরাম
(ঘ) উদ্ধরণ চিহ্ন

২৮. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়? [রা.বো. ১২; দি.বো. ১১] (উত্তর: খ)
(ক) কমা
(খ) দাঁড়ি
(গ) সেমিকোলন
(ঘ) হাইফেন

২৯. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? [ঢা.বো. ০৭, ০৬] (উত্তর: খ)
(ক) এক বলতে যে সময় প্রয়োজন
(খ) এক সেকেন্ড
(গ) এক বলার দ্বিগুণ সময়
(ঘ) থামার প্রয়োজন নেই

৩০. কোনো পদের বর্ণ বিশেষের লোপ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [রা.বো. ৯৯] (উত্তর: ক)
(ক) ইলেক
(খ) ড্যাশ চিহ্ন
(গ) কোলন
(ঘ) সেমিকোলন

৩১. কোন বন্ধনী চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে? [ব.বো. ০৬; রা.বো. ১৩] (উত্তর: ক)
(ক) ()
(খ) { }
(গ) [ ]
(ঘ) -

৩২. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়? [চ.বো. ৯৯] (উত্তর: গ)
(ক) ধাতু বোঝাতে
(খ) অর্থমূলক
(গ) ব্যাখ্যামূলক
(ঘ) উৎপন্ন বোঝাতে

৩৩. নিচের উদাহরণগুলোর মধ্যে কোনটিতে ব্যাকরণিক চিহ্নের প্রয়োগ হয়েছে? [কু.বো. ০৫] (উত্তর: ক)
(ক) গঙ্গা > গাঙ
(খ) লাল, হলুদ, নীল ও সাদা
(গ) এম এ, পি এইচ ডি
(ঘ) যেমন: জুঁই, চামেলী, বেলি

৩৪. কোন বানানটি শুদ্ধ? [য.বো. ০৬] (উত্তর: গ)
(ক) মুহুর্ত
(খ) মূহুর্ত
(গ) মুহূর্ত
(ঘ) মূহূর্ত

ষষ্ঠ পরিচ্ছেদ: বাক্যের শ্রেণিবিভাগ
১. বাগভঙ্গি কী? (উত্তর: খ)
(ক) শব্দভঙ্গি
(খ) নানা ভঙ্গিতে উচ্চারণ
(গ) বাক্যভঙ্গি
(ঘ) কী সুন্দর ফুল

২. কোনটি বিস্ময়সূচক বাক্য? [ঢা.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) কী করবে
(খ) সকলের মঙ্গল হোক
(গ) জয়ী হও
(ঘ) কী সুন্দর ফুল

৩. ‘আমি তোমাকে স্নেহ করি’- এটি কী ধরনের বাক্য?
[দি.বো. ১১] (উত্তর: গ)
(ক) প্রশ্নসূচক
(খ) বিস্ময়সূচক
(গ) বিবৃতিমূলক
(ঘ) আদেশমূলক

৪. ‘তোমাকে আজই যেতে হবে’- এটা কী ধরনের বাক্য?
[সি.বো. ১২; চ.বো. ১১] (উত্তর: খ)
(ক) বিস্ময়সূচক
(খ) আদেশসূচক
(গ) প্রার্থনামূলক
(ঘ) বিবৃতিমূলক

৫. কোনটি আদেশসূচক বাক্য? (উত্তর: খ)
(ক) তোমাকে বসতে বলেছি
(খ) এখানে এসো
(গ) তুমি কি বসবে
(ঘ) বসলে খুশি হবে

৬. ‘সে কি যাবে’- এটি কী ধরনের বাক্য? (উত্তর: ঘ)
(ক) আদেশসূচক
(খ) বিস্ময়সূচক
(গ) বিবৃতিমূলক
(ঘ) প্রশ্নসূচক

৭. কোনটি প্রশ্নসূচক বাক্য? (উত্তর: ঘ)
(ক) কী খেলাই খেললে
(খ) তুমি অবশ্যই খেলবে
(গ) আমি খেলব না
(ঘ) তুমি কি খেলেছ

৮. ‘কী সাংঘাতিক ব্যাপার’- এটা কী ধরনের বাক্য? (উত্তর: গ)
(ক) বিবৃতিমূলক
(খ) প্রশ্নমূলক
(গ) বিস্ময়সূচক
(ঘ) অনুরোধবাচক

৯. ‘ময়না কথা কয় না’ বাক্যটি- [ঢা.বো. ০৭; য.বো. ০৪] (উত্তর: ক)
(ক) বিবৃতিমূলক
(খ) প্রশ্নমূলক
(গ) বিস্ময়সূচক
(ঘ) আদেশসূচক

১০. কোনটি বিবৃতিমূলক বাক্য? [সি.বো. ১১] (উত্তর: গ)
(ক) দীর্ঘজীবী হও
(খ) আহা আমি তো ভয়ে মরি
(গ) সে লন্ডনে যাবে না
(ঘ) আমার ভিসাটা করে দাও ভাই

১১. ‘আমি তোমাকে স্নেহ করি’- এটি কোন ধরনের বাক্য?
[দি.বো. ১১] (উত্তর: ক)
(ক) বিবৃতিমূলক
(খ) প্রশ্নসূচক
(গ) বিস্ময়সূচক
(ঘ) আদেশমূলক

১২. বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশের জন্যে উচ্চারণের সময় যে ধ্বনিতরঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে? [কু.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) বিরামচিহ্ন
(খ) পদক্রম
(গ) বাগধারা
(ঘ) স্বরভঙ্গি

১৩. ‘ময়না কথা কয় না’- বাক্যটি কোন শ্রেণির বাক্য?
[ঢা.বো. ০৭; কু.বো. ০১; য.বো. ০৪; ব.বো. ১৩] (উত্তর: গ)
(ক) প্রশ্নসূচক বাক্য
(খ) বিস্ময়সূচক বাক্য
(গ) বিবৃতিমূলক বাক্য
(ঘ) আদেশসূচক বাক্য

১৪. “আহা, কি আনন্দ আকাশে বাতাসে!”- কোন ধরনের বাক্য? [চ.বো. ০৫] (উত্তর: গ)
(ক) বিবৃতিমূলক
(খ) আদেশসূচক
(গ) বিস্ময়বোধক
(ঘ) প্রশ্নবোধক

১৫. “তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।”- এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে? [রা.বো. ০৮] (উত্তর: খ)
(ক) বিরক্তি
(খ) বিড়ম্বনা
(গ) ক্ষোভ
(ঘ) ঘৃণা

১৬. ‘তোমাকে আজই যেতে হবে’- এটা কী ধরনের বাক্য? (উত্তর: ঘ)
(ক) বিস্ময়বোধক
(খ) বিবৃতিমূলক
(গ) প্রার্থনাসূচক
(ঘ) আদেশসূচক

১৭. ‘কোথায় যাচ্ছে’- এটা কী ধরনের বাক্য? (উত্তর: খ)
(ক) বিস্ময়সূচক
(খ) প্রশ্নমূলক
(গ) বিবৃতিমূলক
(ঘ) অনুরোধমূলক

১৮. ‘এখানে এসো’- এটা কী ধরনের বাক্য? (উত্তর: গ)
(ক) অনুরোধজ্ঞাপক
(খ) বিবৃতিমূলক
(গ) আদেশমূলক
(ঘ) বিস্ময়সূচক

১৯. ‘বড্ড শুকিয়ে গেছিস রে’- এটি কোন অর্থ প্রকাশ করে? (উত্তর: ক)
(ক) আদর বোঝাতে
(খ) দুঃখ প্রকাশে
(গ) ধিক্কার প্রকাশে
(ঘ) প্রার্থনা

সপ্তম পরিচ্ছেদ: বাক্যে পদ-সংস্থাপনার ক্রম
১. অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে? (উত্তর: গ)
(ক) প্রথমে
(খ) শেষে
(গ) বিশেষণের পূর্বে
(ঘ) বিশেষ্যের পর

২. বাক্যে বিধেয়-বিশেষণ কোথায় বসে? [চ.বো. ১৩, ১১] (উত্তর: খ)
(ক) প্রথমে
(খ) বিশেষ্যের পূর্বে
(গ) সর্বনামের পূর্বে
(ঘ) শেষে

৩. ‘না’ শব্দটি বাক্যে কোথায় বসে? [কু.বো. ০৩] (উত্তর: গ)
(ক) সমাপিকা ক্রিয়ার পূর্বে
(খ) অসমাপিকা ক্রিয়ার পরে
(গ) অসমাপিকা ক্রিয়ার পূর্বে
(ঘ) বিশেষণের পরে

৪. পদ সংস্থাপনার ক্রম অনুসারে ‘না’ অব্যয়টি কোথায় বসে? [কু.বো. ০৩, ০১] (উত্তর: খ)
(ক) সমাপিকা ক্রিয়ার পূর্বে
(খ) সমাপিকা ক্রিয়ার পরে
(গ) অসমাপিকা ক্রিয়ার পরে
(ঘ) বিশেষণের পরে

৫. বাক্যের বিধেয় বিশেষণ কোথায় বসে? [রা.বো, ১০; চ.বো. ০৪] (উত্তর: খ)
(ক) সমাপিকা ক্রিয়ার পরে
(খ) বিশেষ্যের পরে
(গ) বিশেষ্যের পূর্বে
(ঘ) কর্মের পরে

৬. বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? (উত্তর: খ)
(ক) প্রথমে
(খ) শেষে
(গ) উদ্দেশ্যের পূর্বে
(ঘ) অব্যয় পদের পরে

৭. সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে? (উত্তর: ক)
(ক) প্রথমে
(খ) বিশেষণের পূর্বে
(গ) শেষে
(ঘ) বিশেষণের পরে

৮. সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে? (উত্তর: ক)
(ক) বিশেষ্যের পূর্বে
(খ) বিশেষণের পূর্বে
(গ) বিশেষ্যের পরে
(ঘ) বিশেষণের পরে

৯. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই- (উত্তর: ঘ)
(ক) আসত্তি
(খ) স্বরভঙ্গি
(গ) যোগ্যতা
(ঘ) পদ সংস্থাপনার ক্রম

১০. পদ সংস্থাপনার ক্রম অনুসারী বাক্য কোনটি? [কু.বো. ০৪] (উত্তর: ক)
(ক) পাখি পাকা পেঁপে খায়
(খ) হৃদয় আমার নাচেরে আজিকে
(গ) তোরা যাসনে ঘরের বাহিরে
(ঘ) মেঘ কালো আঁধার কালো

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ যতি বা ছেদ-চিহ্ন

No comments:

Post a Comment